❤️ভালোবাসার নতুন_পরিচয়,পর্ব_৫
লেখিকা;;নিপু জামান
পরদিন সকালে হঠাৎ ঘুম ভেঙে গেলো একটা গানের সুরে। আর আমিও উঠে গেলাম কারন গানটা আমার অনেক পছন্দের একটা গান। আমি দেখলাম গানটা বারান্দা থেকে আসছে। আমিও গেলাম ওখানে। আর দেখলাম নিবির আমার পছন্দের গানটা ইসমে তেরা ঘাতা গানটা গাচ্ছে। উফফফফ আমি তো ওকে আর ওর ভয়েসটা শুনে আরেকবার ওর উপর ক্রাস খেয়ে গেলাম। আর অনেক ক্ষন লাগিয়ে গানটা শুনছিলাম আর হঠাৎ গানটা শেষ হয়ে গেলো। আর ও বললাম আপনি যে এতো ভালো গান জানেন কখনো বলেন নি তো।
তুমি তো আমাকে চিনোই না তো জানবে কি করে।
তাও কথা কিন্তু এতো গানটা থাকতে এই ছেকা খেয়ে বেকা হয়ে জাওয়া গানটাই কেনো গাইলেন।
হয়তো খেয়েছি তাই গাচ্ছি। সেইটা তোমার না জানলেও চলবে।
ওকে।
এরমধ্যেই রিদি আসলো,,
বউমনি তোমার দুই বেস্টু আসছে।
কে লিয়া আর সারা নাকি।
হ্যা যাও কি যানি কাজ আছে তাই।
আচ্ছা ওদের একটু ওয়েট করতে বলো আমি ফ্রেশ হয়ে আসছি।
হুম।
এরপর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম ওদের সাথে দেখা করতে।
লিয়া,,কিরে বিয়ে করে আমাদের ভুলে গেলি নাকি যে একটা ফোনও দেওয়া যায় না।
সারা,,,ভুলবেই তো কারন আমাদের জিজু কতো কিউট। ওনার মুখ দেখলেই তো সব ভুলে যাওয়ার কথা।
আরে থামা তো তোদের ফালতু কথা। ওই মামাতো জামাইয়ের ফোনটা আমি রাগের চোটে ভেঙে দিয়েছিলাম তাই ওই খচ্ছর আমার এতো সাধের ফোনটা নিয়ে নিয়েছে। তো খোজ কি তোদের জামাইয়ের মোবাইল দিয়ে নিবো নাকি।
সারা,,ওলে আমার বাবুটা কি রোমান্টিক আর কি ভালোবাসে আমাদের জিজুকে তাই নিজের ফোনটাও দিয়ে দিছে।
রাখ তোর ভালোবাসা এগুলা আমাকের মধ্যে কিছুই নেই সব আজাইরা।
লিয়া,,,আচ্ছা বাদ দে যা বলতে আসছিলাম,তা হলো আমাদের পরিক্ষা অনেক কাছেরে বোন, আমরা তো কিছুই পারিনা। আর এখন তোর কলেজ চেঞ্জ করলে সমস্যা হবে তো, ম্যাম আমাদের বলেছে যে কন্টিনিউ ক্লাস না করলে কিছুই পারবো না আর আমরা আঙ্কেলের সাথে কথা বলেছি ওনি এ বাড়ির সবাইকে বলেছে যে তোকে যেনো আমাদের সাথে দিয়ে দেওয়া হয়। মানে হলো আমরা তোদের দুই লার্ভ বার্ডকে আলাদা করতে আসছি।
কি বলছিস কি বান্দপ্পিরা, তোরা তো আমার জন্য সব থেকে খুশির খবরটা নিয়ে আসছিস। তোদের তো আমার মাথায় তুলে নাচতে ইচ্ছা করছে।
সারা,,,মানে কি তুই জিজুকে ছেড়ে যাবি কতো দিনের জন্য আর তোর কোন কষ্ট হচ্ছে না উলটা নাচতে ইচ্ছা করছে।
হ্যা রে বেইবি তোদের সব পরে বলবো। এখন আমি যাই আমার ব্যাগ গুছিয়ে নেই।
লিয়া,,,আরে এতো পাগল কেন হচ্ছিস।
ওটা তোরা বুঝবিনারে। আমি গেলাম তোদের শাশুড়ি খাবার দিবে খেয়ে নে।
সারা,,,,শাশুড়ি মানে কি হ্যা তুই আন্টিকে মা বলিস নাহ। এইটা আমাদের বউ শাশুড়ির ভালোভাসা।
লিয়া,,,হায়রে এই মেয়েকে নিয়ে আর পারলাম না।
আমি রুমে গিয়ে ব্যাগ পেকিং করা শুরু করলাম।তখনি নিবির আমাকে বললো এতো খুশি কেন দেখাচ্ছে আর ব্যাগ কেন গুছাচ্ছো।
বাসায় যাব তাই ব্যাগ গুচ্ছাচ্ছি।
বাসায় যাবে মানে কালকেই না বাসা থেকে আসলে।তাহলে আবার কিসের বাসা।
ওইটা আপনি বাসার সবার থেকে জেনে নিবেন বাট এখন আমাকে আমার কাজ করতে দিন।
মানে কি বাসার সবাই রাজি হয়ে গেলো তোমাকে ওইবাসায় জেতে দিতে।
হ্যা না হওয়ার কি আছে।
ওকে আমি আম্মুর সাথে কথা বলছি।
সে আপনি যার সাথে ইচ্ছা কথা বলেন গিয়ে আমার কি। আমি আমার কাজে আবার মনোযোগী হলাম আর নিবির চলে গেলো।
আম্মু আম্মু কই তুমি।
আমি এখানে চেচাচ্ছিস কেন বল কি লাগবে।
আম্মু নিলান্তি নাকি আজকে ওদের বাড়িতে যাচ্ছে। ওতো কালকেই ওদের বাড়ি থেকে আসলো।
হ্যা তো প্রব্লেম কি ওর নাকি কিছু দিন পর এক্সাম।তাই অনেক পরার কারনে যাবে। আর তা ছাড়া তোর মামুনি আর বাবাও তো বলেদিছে যে দিয়ে দিতে তাই যাক ওরও ভালো লাগবে আর তুইও ওকে মানিয়ে নেওয়ার সময় পাবি। তাই সব দিক বিবেচনা করেই আমি এমন করেছি।
কেন এবাড়িতে থেকে কি পড়া যায়না নাকি।
উফফফ চুপ করতো তুই বেশি বুঝিস। আর তুইতো ওরে ভালোও বাসিস না তো ও চলে যাচ্ছে তোর জন্য তো ভালোই হলো।
ধুর তোমাদের সাথে কথা বলে লাভ নেই ও জাহান্নামে যাক। কিছু বলার নাই।
আচ্ছা বাবু শুন রেডি হয়ে নে আর ওদের বাসায় পৌছে দে।
আমি পারবো না।
বাবু মাইর খাবি কিন্তু।
আচ্ছা যাচ্ছি।
আমার ব্যাগ গুছানো শেষ হয়ে গেলে শাশুড়ি আমাকে খাইয়ে দেয়। আর যখনি বের হতে যাব তখনি নিবির বলে যে আমাদের বাসায় দিয়ে আসবে।
আরে আপনার দিয়ে আসার কোন দরকার নেই। আমরা একাই যেতে পারবো।
চুপ বললাম না কথা কম বলতে। চলো আমার সাথে।
আচ্ছা😬
এরপর আমরা তিনজন পিছনে বসলাম আর নিবির গাড়ি ড্রাইভিং করছিলো। আমরা তিনজন অনেক কথা বললাম। আর লিয়া আর সারার বাসায় আসার পর ওরা নেমে গেলো।
এই মেয়ে সামনে আসো।
কেন আমি তো এখানেই ঠিক আছি।
আমাকে কি তোমার ড্রাইভার মনে হচ্ছে নাকি চুপ চাপ সামনে আসো।
আমিও কথা না বাড়িয়ে সামনে বসলাম।যদিও আমার ভয় লাগছিলো তাও বসলাম।
আচ্ছা তোমার কি আমাদের বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছিল।
হ্যা সব থেকে বড় অসুবিধা তো আপনি ছিলেন সারা দিন শুধু বকা দিতেন।
ওহ আমি সত্যি ই খারাপ।
হ্যা ঠিক বলছেন একটা বাচ্ছা মেয়ের সাথে কেউ এমন টর্চার করে নাকি।
হুহ তোমাকে তোমার বাসায়ই থাকতে হবে আর আনবো না আমার বাসায়।
না আনেন কোন সমস্যা নেই আমার কি বাসা নেই নাকি যে আপনাদের বাসায় না গেলে আমি মরে যাব।
দেখবোনি কতো দিন বাবার বাসায় থাকো।
হইছে গাড়ি থামান আমার বাসায় এসে পরেছেন,
দেখলাম আর শুনো এই নাও তোমার ফোন।
দিয়ে দিচ্ছেন যে।
দিতাম না কিন্ত তোমার দরকার হবে তাই, আর আমি কালকে নিউ ফোন অর্ডার দিয়ে দিছি।
ওহ ধন্যবাদ । আচ্ছা বাসায় চলুন।
নাহ কাজ আছে আমি গেলাম।
আরে চলুন বলছি পরে আম্মু আমাকে বকা দিবে।
আচ্ছা দিলে আমাকে কল দিতে বলো আমি বলে দিবো কেমন।
ওকে তাহলে টাটা।
নিবির একটা হাসি দিলো আর বললো বাই।
উফফফ হাসিটা কি নজর কারা দেখেই ক্রাস খেয়ে গেলাম।আর ও চলে গেলো আমিও বাসায় চলে গেলাম।
চলবে,,