#Gangster_Husband
#Part_7,8
#Writer_Fariha_Jannat_Oriddhi
07
,
তাকিয়ে দেখে মনিমা এসেছে
সাথে কুসুম ও এসেছে প্লেট হাতে নিয়ে,,,,,,,
,
মনিমা::: কুসুম প্লেট টা রেখে যা,,,,,,
কুসুম রেখে ডোরটা লাগিয়ে দিয়ে চলে যায়,,,,,,,
বিন্দু মনিমার দিকে তাকিয়ে কাঁদছে,,,,,,,
ও চোখের পানি কিছুতেই আটকিয়ে রাখতে পারছে না,,,,,,,
কিছু করার ছিলো না ওর,,,,,,,, মিথ্যা বলা ছাড়া,,,,, এই নরক থেকে যাবার সব পথ বন্ধ করে দিলো gangster টা,,,,,,,,,,,,
,
মনিমা বিন্দুর কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়,,,,,,,,
বিন্দু ফেল ফেল করে তাকিয়ে আছে মনিমার দিকে,,,,,,,,,,
মনিমা বিন্দুর তাকিয়ে থাকা দেখে ওর চোখের পানি মুছে দেয়,,,,,,,,,,
মনে মনে বলে,,,,,,,
আমি এই ছোট মেয়েটার কষ্ট সহ্য করতে পারছি না,,,,,,
আমি তো জানি আমার বর্ণ কেমন
ও তো এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে নি
ও তো বিয়ে করেছে ওর বাবার ও ওর পরিবারের করা পাপের প্রতিশোধ নিতে
কিন্তু ওর তো কোন অপরাধ নেয়,,,,,,,,,
আমার ও কিছু করার নেই আমি জানি বর্ণ খুব জেদী রাগী ও একঘেয়ে ছেলে,,,,,,
আমি যদি এই মেয়েকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করি ও হয়তো আমায় কিছু করবে না কিন্তু বিন্দু যেখানেই যাক না কেন ও ঠিক খুঁজে বের করবে,,,,,, তার পরে হয়তো ওকে জানে মেরে দিবে,,,,,,
নানাহ্ এ হতে দেওয়া যাবে না,,,,,,,
বর্ণের এই প্রতিশোধের খেলা বন্ধ করতেই হবে,,,,,,
আর এটা করতে পারযে একমাএ বিন্দু,,,,, আমি ও কে এ ব্যাপারে সব ধরনের সাহায্য করবো,,,,,,,,,,
,
এসব ভাবতে ভাবতে মনিমার চোখ দিয়ে দু ফোঁটা পানি বের হয়
তা বিন্দুর চোখ এড়ালো না
বিন্দু মনিমাকে বললো,,,,,,,
কি হয়েছে তোমার,,,,,,??
তুমি কাঁদছ কেনো,,,,,,??
ঐ gangster টা কি আমার মত তোমাকেও বকে আর মারে,,,,,,???
অসহায় ভাবে মনিমাকে প্রশ্ন করে বিন্দু
,
মনিমা কি বলবে বুজতে পারছে না কিন্তু একটা জিনিস ঠিক বুঝতে পারছে যে, বর্ণ মেয়েটাকে ভয় দেখায় তার সাথে মারেও,,,,,,
আমি জানি ও ভয় দেখিয়ে আটকিয়ে রাখছে কিন্তু মারবে এ টা আমি ওর থেকে আশা করি নি,,,,,,, ও প্রতিশোধের নেশায় কি করে পারলো এই বাচ্চা মেয়েটাকে মারতে,,,,,,,, যে কি না এখনো নিজের হাতে তুলে খেতে পারে না,,,,,, ছি বর্ণ [ মনে মনে ]
,
মামনি::: বৌমনি আর কাঁদতে হবে না,,,,,
খেয়ে নাও। তুমি এভাবে কাঁদলে তোমার কাছের মানুষদের কষ্ট হবে,,,,, তারা তো তোমার চোখের পানি দেখতে চায় না তারা সবসময় দেখতে চায় তুমি হাসি খুশি থাকো,,,,,,, খেয়ে নাও কেমন,,,,,,,,,,
,
বিন্দ::: কিন্তু মনিমা ঐ gangster টা চায় না যে আমি খুশি থাকি,,,,,,, ও সব সময় আমায় কষ্ট দেয় আমি বুঝতে পারছি না যনিমা ও কেন আমার সাথে এমন করছে,,,,,,,, [কান্না করতে করতে ]
,
মনিমা::::সব ঠিক হয়ে যাবে তুমি একটু ধৈর্য ধরো,,,,, এখন একটু খেয়ে নাও,,,,, এভাবে না খেয়ে থাকলে তুমি দূর্বল হয়ে পড়বে,,,,,,, তখন তোমার gangster এর করা অন্যায়ের মোকাবেলা করবে কি ভাবে,,,,,,,,,,,
,
বিন্দু :::: মনিমা তুমি তো ঠিক বলছো,,,,, আমায় খেতে হবে,,,,, আমি ও কে শাস্তি দিবো,,,,,,,, কিন্ত আমি তো নিজে খেতে পারি না,,,,,,,,😳😳😳
,
মনিমা :::: পাগলী মেয়ে আমি আছি তো,,,,,, এই নে,,,,,,, হা করো,,,,,
মনিমা বিন্দু কে খাইয়ে দিচ্ছে আর বিন্দু মনিমার দিকে অপলকে চেয়ে আছে,,,,, আর খাচ্ছে,,,,,,,
,
মনিমা::: কি হলো কি দেখছো ওমন করে,,,,,??
,
বিন্দু ::: দেখছি তুমি কতো যত্ন করে আমায় খাইয়ে দিচ্ছো,,,,,, পাপা ছাড়া আমায় কেউ এভাবে খাইয়ে দেয় নি,,,,,, জানো আজকে মাম্মাম এর কথা মনে পড়ছে,,,,,,, আমার মাম্মাম বেঁচে থাকলে হয়তো আমায় এভাবে খাইয়ে দিতো,,,,,,, আমি তাকে দেখি নি,,,,, ছোট বেলায় পাপাকে মাম্মামের কথা বললে পাপা বলতো আমার মাম্মাম নাকি আকাশের তারা হয়ে গেছে,,,,, আমায় দেখতে পারছে দূর থেকে আমি ও বিশ্বাস করতাম কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে মাম্মাম যেখানে গেছে সেখান থেকে ফিরে আসা যায় না,,,,,, পাপা জাস্ট আমায় সান্তনা দিতো,,,,,,,, [ কাঁদতে কাঁদতে বলে বিন্দু ]
,
মনিমা::: পাগলি মেয়ে কাঁদিস কেন,,,,, আমি আছি না,,,, আমি তোকে রোজ খাইয়ে দিবো এভাবে,,,,,,,,চোখের পানি মুছে দিয়ে,,,,,, ইশ্ কি কষ্ট মেয়েটা ভেতরে আর একে বর্ণ সব ধরনের টর্চার করে,,,,, ও ঠিক করে নি ও কে বলতেই হবে কেন বিন্দু কে এভাবে গায়ে হাত তুলছে,,,,,,,,, মনে মনে,,,,,,,,,
বৌমনি তুমি রেস্ট নাও,,,,,, আর যা লাগবে তুমি আমায় বলবে,,,,, লজ্জা পাবে না কেমন,,,,,,, বলে চলে যায়,,,,,,
যেয়ে দেখে বর্ণ ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে,,,,,,,,,
বর্ণ আমি তোকে কিছু বলতে চাই,,,,,,,
,
বর্ণ::: এভাবে পারমিশন নেওয়ার কি আছে,,,, যা বলার বলো মনিমা,,,,,,,,
,
মনিমা::: তুই মেয়েটার গায়ে হাত তুলেছিস কি মনে করে,,,,,,,
তুই কি মানুষ,,,,,,,
মেয়েটা কাঁদছে,,,,,,,
তুই ভালো করেই জানিস ওর বাবা ওকে অনেক যত্নে বড় করেছে ওর গায়ে ফুলের টোকা অবধি দেয় নি আর তুই কিনা!!!!!
আমি তোর কাজ গুলো দেখে অবাক হচ্ছি,,,,,,
তুই কি আমার সেই ছোট বর্ণ যে কি না অন্যের কষ্টে কাঁদত,,,,,,,
নহ্ আমি তো সেই বর্ণকে খুঁজে পাচ্ছি না তোর মধ্যে,,,,,,,
তুই তো প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিস,,,,,,,
ঐ বাচ্চা মেয়েকেও ছাড় দিলি না,,,,,,,
ওর তো কোন দোষ নেয় বর্ণ,,,,,
কেন করিছিস ওর সাথে এমন,,,,,,,
,
বর্ণ::” ব্যাচ মনিমা অনেক বলে ফেলছো,,,,,,, ওর দোষ ও বেলাল জামানের মেয়ে,,,,,, আর হ্য আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি,,,,,, আমি প্রতিশোধ চাই প্রতিশোধ,,,,,, চরম প্রতিশোধ,,,,,,, বলে বর্ণ রাগি লুক নিয়ে রুমের দিকে যায়,,,,,,,,,
,
মনিমা::: কাজটা কি ঠিক হলো ও যদি এখন আমার রাগটা বিন্দুর উপর ঝারে,,,,,,, আমি কি ভাবে এই দুই পরিবারের প্রতিশোধের খেলা বন্ধ করবো,,,,,,, আল্লাহ আমায় সাহায্য করুন,,,,,,,,
,
বর্ণ ওর রুমের দিকে এগিয়ে যাচ্ছে ওর চোখ মুখ দেখে বুঝা যাচ্ছে যে আজ বিন্দুর কপালে দুঃখ আছে,,,,,,,
,
এদিকে বিন্দু বেডে শুয়ে আছে আর ভাবছে,,,,,, মনিমা কতো ভালো,,,, ও কে কতো যত্ন করে,,,,, বর্ষা ও খুব ভালো কিন্তু ঐ gangster টা খুব বাজে,,,,,, ও যদি ভালো হতো তাহলে আমার সপ্নটা পুরণ হতো,,,,,, আমি রোজ রোজ স্বপ্নে এই রকম রাজ কুমার কে দেখতাম ঠিক বর্ণের মতো,,,,,,, কি এ তো,,,,,, যাহ্ আমি কি ভাবছি,,,,, আমার ওর কথা এতো ভাবলে চলবে না,,,,,, [আমি সব নায়কাদের মতো প্রেমে পরতে চাই না 😁😁😁]
বিন্দু এসব ভাবছে,,,,,,,
,
কেউ রুমের ঢুকে পড়ে,,,,,,
বিন্দু তাকিয়ে দেখে বর্ণ
বাহ্ বাহ্ gangster টা কে তো দেখতে দারুণ লাগছে ব্লু শার্ট, সুট, ব্ল প্যান্ট,,,, ক্রাশ খাইলাম,,,,,, আরে বিন্দু কি ভাবছিস তুই,,,,,,,,
,
বর্ণ এসে বিন্দুকে এ ঝটকানি দিয়ে বেড থেকে নামিয়ে ওর দু হাত জোরে ধরে আর বলতে থাকে,,,,,,,,
কি মনে করছিস তুই,,,,, নিজেকে চালাক ভাবছিস খুব তাই না,,,,,??
মনিমাকে আমার নামে বিচার দিবি আর বর্ণ ভয় পেয়ে তোকে তোর বাড়ি দিয়ে আসবে,,,,,, আরে এই বর্ণ কাউকে ভয় পায় না,,,,,, তুই মনিমাকে বলে যে ভুল করেছিস তার শাস্তি পাওয়ার জন্য রাতে ওয়েট করিস,,,,,,,
বলে বর্ণ বিন্দুর হাত ছেড়ে দিয়ে ও কে ধাক্কা মেরে বেডে ফেলে দিয়ে ওয়াশ রুমে যায়,,,,,,,,
,
বিন্দু কাঁদছে আর ভাবছে ওর আর এক মুহূর্ত ও এখানে এই জানোয়ারটার সাথে থাকবে না যে কি না নিজের বউ কে সম্মান দিতে জানে না,,,,,, সব সময় অত্যাচার করে,,,,,, এসব ভাবতে ভাবতে বিন্দু খেয়াল করে যে বেড সাইডের উপর বর্ণের ফোন রাখা,,,,,,
ও ফোনটা নেয় আর আশ্চর্যের বিষয় যে ফোন লক করা ছিলো না,,,,, বিন্দু এতো কিছু না ভেবে ওর পাপা কে কল দেয়,,,,, প্রথম বার দিতে রিসিভ করে নি,,,,, বিন্দু আবার ও দেয়,,,,,, এবার রিসিভ করে,,,,,, বিন্দু পাপা বলে,,,,, ঠিক তখনি,,,, ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয় বর্ণ,,,,,,,,,
বর্ণকে দেখে বিন্দুর গলা শুকিয়ে যায়,,,,, ও এক ঢোক গিলে,,,,,,,,
,
বর্ণ ফোনটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুড়ে ফেলে,,,,,, বিন্দুর দিকে রাগী চোখে তাকায়,,,, মনে হয় এখনি গিলে খাবে,,,,, বিন্দু ভয় পেয়ে চোখ বন্ধ করে আর কাঁদতে থাকে,,,,,, বর্ণ রুম থেকে বেড়িয়ে যায় আর যাওয়ার আগে ডোরটা গায়ের জোড়ে লাগিয়ে দেয়,,,,,,
,
বিন্দু ভাবছে ও কিছু বললো না,,,,,
কিন্তু আমায় যে করেই হোক এখান থেকে যেতেই হবে আমি এখানে কিছুতেই থাকতে পারবো না,,,,,
বিন্দু উঠে ডোর খুলতে নেয় কিন্তু ও পারে না কজ বাহির থেকে লক করা,,,,,,, ও কাঁদতে থাকে ওর সব পথ যে বর্ণ বন্ধ করে দিছে,,,,,,
,
হঠাৎ তার ঘাড়ে কারো স্পর্শ পায়,,,,,,,,
তাকিয়ে দেখে,,,,,,,
,
,
,
চলবে,,,,,,,,,,
#Gangster_Husband
#Part_8
#Writer_Fariha_Jannat_Oriddhi
,
বিন্দু তাকিয়ে দেখে বর্ষা এসেছে,,,,,,,
বর্ষার দিকে করুণ চখে তাকায় বিন্দু,,,,,,,,
,
বর্ষা রুমেয়ে এসে দেখে বিন্দু কাদছে,,,,, রুম বাহির থেকে লক করা ছিল,,,, বর্ষা যে রুমে এসেছে বিন্দুর সে দিকে কোন খেয়াল নেই,,,,,, বিন্দু তো ভাবছে ও কি করে এই নরক থেকে বেড় হবে,,,, ওর যে আর এই কষ্ট সহ্য হচ্ছে না,,,,,,,,,
,
হঠাৎ করে বিন্দু বর্ষাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাদতে থাকে,,,,,,
,
তোমার দা আমায় শেষ করে দিলো,,,,,, সব থেকেও আজ আমি একা,,,,, আমার পাপার থেকে আমায় নিয়ে এসেছে,,,, প্রতি মহূর্তে আমায় কষ্ট দিচ্ছে,,,,, আমার কি অপরাধ তুমি বলো,,,,, কোন পাপের শাস্তি পাচ্ছি আমি,,,,,,,, আর পারছি না আমি এসব সহ্য করতে,,,,,, আমি তোমার দা কে কখনো ক্ষমা করতে পারবো না,,,,,, জানি না তোমার দা আমার সাথে কোন জন্মে করা অন্যয়ের প্রতিশোধ নিচ্ছে,,,,,, শুধু জানি ও আমার সাথে যা করছে তা একদম ঠিক হচ্ছে না,,,,,,,,
,
বর্ষা::: শান্ত হও বৌমনি শান্ত হও এভাবে কান্না করলে শরীর খারাপ হবে,,,,,,,,
,
বিন্দু:::আমি কি ভাবে শান্ত হবো বলে তোমার দা তো আমার সাথে অমানুষের মতো আচারণ করছে,,,,,,
,
বর্ষা::: চলো তো উঠো তোমাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখায়,,,,তোমার ভালো লাগবে,,,,, তুমি তো আমাদের বাড়িটা দেখো নি,,,,,,,,
,
বিন্দু:::gangster টা ডোর লক করে চলে গেছে,,,,,,, বেড় হবো কি করে,,,,,,
,
বর্ষা::: আরে বৌমনি তুমি পাগল হয়ছো নাকি,,,,,,
,
কেন,,,,,???
,
আরে বাবা আমি তো ভেতরে এসেছি,,,,,,ঐ দেখে ডোর ওপেন করা,,,,,,
,
তোমার দা আমায় পাগল বানিয়েছে,,,,,,ভালো থাকতে তো আমায় মুক্তি দেবে না সো পাগল হলে যদি দেয়,,,,,,,,
এই বর্ষা,,,,,,
,
হুম বৌমনি বলো,,,,,,,,
,
আমি পাগল হলে তোমার ভাইকে বলো পাবনাতে দিয়ে আসতে কেমন,,,,,,,
,
বর্ষা কিছু একটা বলতে যাবে তার আগেই মনিমা এসে বলে,,,,,,,
কে পাবনায় যাবে,,,,,,,
,
বিন্দু:::ই,,,,, ই,,,,, য়ে,,,,, মানে,,,,, অসহায় অবস্থায়
,
বর্ষা::: ও কিছুনা মনিমা,,,, আমি বৌমনিকে একটু আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে চাই,,,,,,,
,
মনিমা::: হুম ভালো কথা,,,,,, যাও দেখিয়ে নিয়ে আসো,,,,, বৌমনি তো আমাদের বাড়িটা দেখে নি,,,,,,,, যাও বৌমনি বর্ষা তোমায় দেখিয়ে দিবে,,,,, একা বসে থাকতে তো ভালো লাগে না,,,,, এখন বর্ণ বাসায় নেই তুমি একটু বেড়িঢ়ে আসো,,,,, ও আসলে তো আর টাইম দিবে না,,,,, ছেলেটা খুব রাগি,,,, বাট মনটা ভালো,,,,,,
,
বিন্দু:::কেমন ভালো জানা আছে,,,,, যে ছেলে একটা মেয়েকে ভয় দেখিয়ে বিয়ে করে,,,,, প্রতিটা মহূর্তে কষ্ট দেয় তার মন আবা ভালো!!!! থাক আর না ভাবি এখন গুন্ডাটা নেই এটায় সঠিক সময়,,,,, বাগানে বেড়াতে যেয়ে আমি পালিয়ে যাবো,,,,,,,,, [ মনে মনে ]
,
বর্ষা::: কি হলো বৌমনি কি এতো ভাবছো,,,,,,
,
ক,,, ক,,, ই কি,,,, কি,,, ছু না তো,,,,,,
,
বর্ষা বিন্দুকে বাগানে নিয়ে যায়,,,,,,,,
,
বিন্দু:::অনেক সুন্দর তো বাগানটা,,,,, ঐতো ফুল গাছ!!!!,,,,,, আমার খুব ভালো লেগেছে,,,,,,,
,
বর্ষা::: তাই,,,,, আসলে এখানে যা যা দেখছো এগুলো দার পছন্দের গাছ,,,,, সব দা লাগিয়েছে,,,,,,পছন্দ তো হতেই হবে,,,,, আমার দার যদি পছন্দ না থাকতো তাহলে আমায় এতো সুন্দর বৌমনি নিয়ে এসে দিতে পারতো বলো,,,,,,,,
,
বিন্দু::: তাচ্ছিল্যর হাসি দিয়ে মনে মনে বলছে,,,,, বৌমনি,,,,, না ছাই,,,, আমায় তো কষ্ট দেওয়ার জন্য,,,,,,, কিন্তু ছেলেটা দেখতে হেব্বী,,,,,,ইশ এই বাড়ির সবাই কতো ভালো ও যদি একটু ভালো হতো তাহলে আমি পালিয়ে যাওয়ার রাস্তা খুজতাম না,,,,,,,
,
বিন্দু এসব ভাবছে আর বর্ষার পেছনে পেছনে যাচ্ছে,,,,,,,,
,
বর্ষা :::: কি গো বৌমনি কি ভাবছো,,,,,,, এতো,,,, তুমি তো দেখছি সব সময় ভাবনায় মেতে থাকো,,,,,,,
,
বর্ষার কথায় বিন্দুর ঘোর কেটে যায়,,,,,,, বিন্দু কিছু বলতে যাবে তার আগেই সে দোলনা দেখে,,,, যে দোলনাটা ও আগেই দেখেচিলো বর্ণ যখন কালকে ওকে কোলে করে প্রথম এই বাড়িতে নিয়ে আসে,,,,,,,,
দোলনাটা খুব সুন্দর,,,,, বিষেশ করে ফুল দিয়ে সাছিয়ে রাখার জন্য বেশি সুন্দর লাগছে,,,,,,,,
বিন্দু দৌড় দিয়ে ঐ দোলনাটায় যেয়ে বসে,,,,,,,
বর্ষাও ওর সাথে যেয়ে বসে,,,,,,
,
বর্ষা বলা শুরু করে,,,,,,
জানো বৌমনি এই এই দোলনাটা আমার দার খুব পছন্দের,,,,,, আমার দার যখন মন খারাপ থাকে তখন ও এখানে এসে বসে,,,, আকাশের দিকে তাকিয়ে থাকে,,,, কি জেন বলে,,,,,এই দোলনাটি ভাইয়া অনেক যত্ন সহকারে রেখেছে,,,,,,, ,
,
বিন্দু কিছুটা অবাক হয়,,,,,, ও ভাবছে গুন্ডাটার ও আবার মন বলে কিছু আছে,,,,, যে তাকে সবসময় কষ্ট দেয়,,,,,,
,
বর্ষা::: বৌমনি মাথায় আচলাটা দাও,,,,, আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাবো,,,,,,,
,
কোথায়,,,,,,???
,
গেলেয় দেখতে পারবে,,,,,,
বলে বর্ষা বিন্দুকে বাগানের পেছনে নিয়ে যায়,,,,,,,
,
বিন্দু::: এটা,,,,, এটা তো মনে হচ্ছে কবয়স্থান,,,,,,,
,
বর্ষা::: হুম এটা আমাদের পারিবারিক কবরস্থান,,,,,,,
এখানে,,,,, আমার মামনি, বাবাই, দাদু পিমনি,,,,,আর আমার আরেকটা দাভাই ঘুমিয়ে আছে,,,,,,
,
বিন্দু:::: আরেকটা দাভাই….???
,
বর্ষা::: হুম,,,,, আমার দুইটা দা ভাই,,,,, ওরা নাকি জময ছিলো,,,,,,অর্ণ আর বর্ণ,,,,,,
,
বিন্দু,,,, তোমার দাভাই আর বাকিরা কি ভাবে মারা যায়,,,,,,???
,
তা আমি জানি না,,,,, বৌমনি,,,,,, আমখয় বলে নি আমি নাকি খুব ছোট ছিলাম,,,,,, এসব দাভাই আর মনিমা জানে,,,,,, আমি প্রশ্ন করেছিলাম বাট আমায় কেউ বলে নি,,,,,,, দাভাই নাকি,,,, সব বাড়িয়ে এমন হয়েছে,,,,, আমার দাভাই আসলেই খুব ভালো কিন্তু ওর ভেতরে অনেক কষ্ট যা ঐ লুকিয়ে রাখছে,,,,,,, আমাদের বুঝতে দেয় না,,,,,,,,
,
বিন্দু সব শুনার পরে ওর খারাপ লাগছে,,,,,, ওর চোখ দিয়ে পানি পরছে,,,,,,,
,
বর্ষা::: বৌমনি তুমি এখানে ওয়েট করো আমার ফ্রেন্ড ফোন দিয়েছে আমি কথা বলে আসছি,,,,,,,
,
বিন্দু::: ওকে,,,,,,
,
বিন্দু তো ভুলে গিয়েছে যে ওর পালাতে হবে,,,,,, ওর মনে পরে,,,,,, আশে পাশে দেখে এই দিকটায় কেউ নেয়,,,,, কিন্তু পালানো মতো রাস্তা তো নেই,,,,, ভাবতে ভাবতে ওর মাথায় বুদ্ধি আসে যে ও এই লম্বা প্রচীর টপকে যাবে,,,,,,,,
,
এটাই ভালো,,,,, হাত পা ভেঙে গেলে যাবে কিন্তু এই গুন্ডাটার থেকে তো মুক্তি পাবে,,,,,,,,
,
বিন্দু আর কিছু না ভেবে যেই উঠটে যাবে,,,,,,
,
আর পেছন থেকে কেউ ওর হাত খুব শক্ত করে টেনে ধরে,,,,,,
,
আউচচচচচচ,,,,,,,,,,,,,,,,,,,
,
,
,
চলবে,,,,,,,,,,,