আমার_একলা_আকাশ #পর্ব_১২

#আমার_একলা_আকাশ
#পর্ব_১২
#মুন্নি_আক্তার_প্রিয়া
__________________
প্রাপ্তি টিউশনি করাতে যাওয়ার পর মামি বাড়িতে এসেছেন। সুমনা বেগম ভাইয়ের বউকে পেয়ে একটু খুশিই হলেন। এমনিতে তো সারাদিন তার একা একাই কাটে।

চা নিয়ে দুজনে একসাথে গল্প করতে বসেছে। মামি চায়ে চুমুক দিয়ে বললেন,’প্রাপ্তি বাড়িতে নেই না?’

সুমনা বেগম দীর্ঘশ্বাস গোপন করলেন না। বিমর্ষ হয়ে বললেন,’না গো! প্রাইভেট পড়াতে গেছে। আসতে আসতে সেই সন্ধ্যা।’

‘মেয়েটার তো এভাবে অনেক কষ্ট হয়ে যায় আপা।’

‘জানি! কত করে বারণ করি, দরকার নেই তোর প্রাইভেট পড়ানোর। কিন্তু মেয়েটা আমার কথাই শোনে না। বড্ড জেদি হয়ে গেছে!’

‘ওর-ই বা কী দোষ বলো? ও যে তোমাদের কষ্টও সহ্য করতে পারে না।’

‘আল্লাহ্ যে আর কত পরীক্ষা নেবেন আমাদের জানিনা আমি!’

‘এত হতাশ হইও না। আল্লাহর ওপর ভরসা রাখো। আমি এসেছিলাম একটা কথা বলতে। কীভাবে নেবে বুঝতে পারছি না।’

‘আমার কাছে এত ইতস্ততা কীসের তোমার? বলে ফেলো কী বলবে।’

‘অন্য সময় হলে এমন ইতস্তত করতাম না। কিন্তু এখন যে পরিস্থিতিটাই অন্য রকম। তবে আমার মনে হয়েছে, কথাটা ভেবে দেখলে তোমাদেরও পছন্দ হবে। প্রাপ্তির জন্য বেশ ভালো হবে বলা যায়।’

‘কী ব্যাপার বলো তো?’

‘আমাদের বাড়িওয়ালার ছেলে শিশিরকে দেখেছ না?’

‘হ্যাঁ। একবার না দু’বার যেন দেখেছিলাম। কেন কী হয়েছে?’

‘শিশির প্রাপ্তিকে দেখে পছন্দ করেছে। ওর মা-বাবা’ও ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছিল। তখন শিশির ওর মায়ের কাছে প্রাপ্তির কথা বলেছে।’

‘আমাদের পারিবারিক অবস্থা, প্রাপ্তির বিয়ে ভেঙে যাওয়া এসব কী জানে ওরা?’

‘সব জানে। শিশির নাকি ওর কোন বন্ধুর থেকে শুনেছে। ও বাকিদের মতো না। এখানে যে প্রাপ্তির কোনো দোষ নেই সেটা ও বুঝেছে। ওর বাবা-মা’ও রাজি। আমাকে বলল আগে তোমাদের জানাতে।’

সুমনা বেগম চিন্তিত হয়ে বসে রইলেন। মামি তার হাত ধরে বললেন,’ভেবে দেখো, আমার কাছে কিন্তু প্রস্তাব মন্দ লাগেনি। ছেলেটার গায়ের রঙ একটু কালো। কিন্তু এসবে কী আসে যায়? ছেলেদের গায়ের রঙ তো কোনো ফ্যাক্ট না।’

‘এসব নিয়ে আমি ভাবছি না। প্রাপ্তি রাজি হবে কিনা এখানেই ভয়।’

‘তুমি আছো কী করতে? ভাইজান আর তুমি বুঝিয়ে বলবে। রাজি করাবে। সব ছেলে তো আর এক রকম নয়। আগেরটার সাথে বিয়ে না হয়ে ভালোই হয়েছে। কেমন ছেলে ভাবো একবার! তোমাদের বাড়ি যখন ছিল তখন তো ভালোবাসা একদম উতলে পড়ত। আর যখনই দেখল বিপদ, তখন কিনা লেজ গুটিয়ে পালাল! অ’মানুষ একটা!’

সুমনা বেগম চুপ করে রইলেন। মামি নিজেকে ধাতস্থ করে বলল,’তোমরা ঠাণ্ডা মাথায় ভাবো সব। শিশির ভালো একটা চাকরীও করে। মাসে পঁচিশ কি ত্রিশ হাজারের মতো বেতন পায়। সংসার দিব্যি চলে যাবে। দু-মুঠো ডাল-ভাত খেয়ে হলেও তো আমাদের প্রাপ্তি ভালো থাকবে। বড়োলোকরা কেমন স্বভাবের হয় তা তো দেখেছই। শিশিরের বাবা-মায়ের কোনো দাবি-দাওয়া নেই। তারা শুধু মেয়ে নিতে চায়। যদি রাজি হও তাহলে ওদেরকে আমি আসতে বলব।’

‘আগেই এত তাড়াহুড়ার দরকার নেই বুঝেছ। তোমার ভাই আসুক। আগে তাকে বলে দেখি, সে কী বলে। এরপর না হয় প্রাপ্তির সঙ্গে কথা বলে জানাব।’

‘ঠিক আছে। তবে বেশি সময় নিও না। তাদেরকেও তো জানাতে হবে।’
.
.
টিউশনিতে যাওয়ার পথে আদনানকে বেশ কয়েকবার কল করেছে প্রাপ্তি। কিন্তু নাম্বার বন্ধ। প্রাইভেট পড়াতে বসেও কল দিয়ে নাম্বার বন্ধ পেলো। হঠাৎ করে নাম্বার বন্ধ কেন ভেবে পাচ্ছে না সে। চার্জ নেই নাকি? সে ফেসবুকে গিয়ে আইডি ভিজিট করে দেখল ১৫ ঘণ্টা আগে একটিভ দেখাচ্ছে। সে একটু চিন্তিত হতে লাগল। এই প্রাইভেট শেষ করে অন্য প্রাইভেট পড়াতে যাওয়ার সময় আকাশের রঙ বদলাতে শুরু করে। কড়া রোদ উবে গিয়ে শান্ত, মলিন হয়ে যায়। কালো মেঘে ছেঁয়ে যায় সম্পূর্ণ আকাশ। চটজলদি যেতে না পারলে পথেই বৃষ্টিতে পেয়ে যাবে তাকে। শেষে আবার যদি জ্বর আসে তাহলে ফের উটকো ঝামেলা পোহাতে হবে। সে দ্রুত পায়ে এগোতে লাগল। আপন মনে চারদিকে চোখ বুলিয়ে রিকশাও খুঁজছিল সে। কেননা ইতিমধ্যেই গুড়িগুড়ি বৃষ্টি পড়া আরম্ভ করেছে। একটা রিকশা পেলে ভীষণ উপকার হতো বলা চলে। রিকশা না পেয়ে সে হাঁটার গতি আরেকটু বাড়িয়ে দিলো। আশেপাশে লোকজন না থাকলে সত্যি সত্যি এবার সে দৌঁড়াতেই শুরু করে দিত।

হঠাৎ করে তার সাথে পা মিলিয়ে একটা ছেলে পাশাপাশি হাঁটতে শুরু করে। এখন আর বৃষ্টির ফোঁটাও প্রাপ্তির গায়ে পড়ছে না। সে লক্ষ্য করে দেখল তার মাথার ওপর মেরুন রঙের একটি ছাতা আর পাশে হাঁটতে থাকা ছেলেটি রায়হান। তৎক্ষণাৎ ছাতার ভেতর থেকে প্রাপ্তি ছিটকে দূরে সরে যায়। রায়হান হাল ছাড়ে না। সে আবারও ছাতা নিয়ে এগিয়ে যায়। প্রাপ্তি চিৎকার করে বলে,

‘সমস্যা কী? আমাকে বিরক্ত কেন করছ?’

রায়হান সতর্ক দৃষ্টিতে একবার আশেপাশে তাকাল। এরপর শান্তকণ্ঠে বলল,’অযথা চেঁচিও না প্লিজ!’

‘তুমি এক্ষুণী এখান থেকে চলে যাও। আমার পিছু নিয়েছ কেন?’

‘তুমি ভিজে যাচ্ছ প্রাপ্তি। ছাতার নিচে আসো।’

‘তুমি যাবে নাকি আমি এবার সত্যি সত্যিই চিৎকার করে লোক জড়ো করব?’

‘তুমি অযথাই সিনক্রিয়েট করছ এখন। আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি? দোকান থেকে দেখলাম তুমি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছ। তাই ছাতা নিয়ে এগিয়ে এসেছি। আমার অন্য কোনো মতলব নেই।’

‘তাহলে তো খুবই ভালো। এবার এখান থেকে গিয়ে আমায় উদ্ধার করো।’

‘আচ্ছা তুমি ঠাণ্ডা হও। আমি যাব না তোমার পিছু পিছু। তুমি ছাতা নিয়ে একাই যাও।’

‘লাগবে না তোমার ছাতা।’ বলেই হনহন করে হাঁটা শুরু করে প্রাপ্তি। গুড়িগুড়ি বৃষ্টিতেও প্রাপ্তি অনেকখানি ভিজে গেছে। রায়হান আবারও পিছু পিছু যেতে লাগল। এবার বৃষ্টিও জোরে পড়া শুরু করে। তবে রায়হান এবার প্রাপ্তির মাথার ওপর ছাতা ধরলেও নিজে ছাতার বাইরে রয়েছে।

প্রাপ্তি বিরক্তস্বরে বলে,’কী সমস্যা? কী চাইছ তুমি?’

‘কী চাইব?’

‘সেটা তো তুমি আমায় বলবে। হঠাৎ করে এমন ভালো মানুষীর কারণ কী? তুমি তো মতলব ছাড়া কিছু করো না কখনো।’

‘কোনো মতলব নেই। এমনিই তোমায় দেখে কথা বলতে ইচ্ছে হলো।’

প্রাপ্তি চুপচাপ হাঁটছে। রায়হান বলল,’শুনলাম তোমার বিয়ে ভেঙে গেছে।’

প্রাপ্তি দাঁতে দাঁত চেপে বলল,’ঠিকই শুনেছ। খুশি হয়েছ তো?’

‘এভাবে কেন বলছ প্রাপ্তি? আই লাভ ইউ!’

প্রাপ্তি থমকে দাঁড়ায়। ঝলসানো দৃষ্টিতে তাকিয়ে বলে,’নতুন করে আবার নাটক করতে আসছ?’

‘এভাবে বোলো না প্লিজ!’

‘এই যাও তো তুমি এখান থেকে। তোমাকে একদম সহ্য হচ্ছে না আমার।’

‘ঠিক আছে।’ বলে ছাতাটা প্রাপ্তির হাতে দিয়ে এমনভাবে প্রাপ্তির হাত স্পর্শ করল যেই স্পর্শটা কোনো মেয়েরই ভালো লাগবে না। স্পর্শ করার মাঝেও পার্থক্য রয়েছে। গুড টাচ এবং ব্যাড টাচ এর মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি বোঝে শিশু এবং মেয়েরা। এই মুহূর্তে রায়হানের উপস্থিতি এবং হাত ধরার স্পর্শে গা গুলিয়ে উঠল প্রাপ্তির। তবে রায়হানকে সে কিছু বলার পূর্বেই রায়হান বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে উলটো পথে চলে গেছে। রাগে, জিদ্দে ছাতাটি রাস্তায় ফেলে ইচ্ছেমতো লাত্থি দিতে লাগল প্রাপ্তি। রায়হানের ওপর থাকা ক্ষোভ ছাতার ওপর মিটিয়ে সেও বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রাইভেট পড়াতে চলে যায়। এমনিতেই সকাল থেকে আদনানের ফোন বন্ধ, তার মধ্যে আবার রায়হানের সাথে সাক্ষাৎ; সবকিছু মিলিয়ে প্রাপ্তির মেজাজ এখন সপ্তকাশে। সে কোনো ভাবেই নিজের রাগকে দমিয়ে রাখতে পারছিল না।
_____________
অফিসের চেয়ারে বসে উদাসীনভাবে চেয়ার নাড়াচ্ছে আদনান। বারবার ডেস্কের ওপর থেকে ফোন নিয়ে ফোন অন করতে গিয়েও আবার পূণরায় যথাস্থানে রেখে দিচ্ছে। সে জানে প্রাপ্তি তাকে ইতিমধ্যে অনেকবার কল করেছে। ফোন বন্ধ পেয়ে দুশ্চিন্তাও করছে। কিন্তু সে-ই বা কী করবে? কী করে সে প্রাপ্তিকে বলবে তার বাবার বলা কথাগুলো? তার কী করা উচিত এবং কী-ই বা করবে এসব কোনো কিছুই সে ভেবে পাচ্ছিল না। এতটা অসহায়বোধ তার নিজের জন্য পূর্বে কখনো লাগেনি। এরকম দোটানায় একজন মানুষের কী করা উচিত? একদিকে পরিবার তো অন্যদিকে ভালোবাসার মানুষ।

সে যে প্রাপ্তিকে কতটা ভালোবাসে সেটা সে এবং তার অন্তর্যামীর চেয়ে ভালো কেউ জানে না। অন্যদিকে সে তার বাবাকে ছোটো থেকেই সম্মান করে। কখনোই সে বাবা-মায়ের মুখে মুখে তর্ক করেনি। এমনকি বাবার সামনে কখনো সে ফোনে কোনো মেয়ে ফ্রেন্ডের সঙ্গেও কথা বলেনি; এতটাই সম্মান সে তার বাবাকে করে। তাহলে আজ সেই সম্মান হুট করে সে কীভাবে ভঙ্গ করবে? এসব ভেবে ভেবে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নিজেকে বড্ড ব্যর্থ মানুষ মনে হচ্ছে তার। এখন সে ব্যর্থ প্রেমিক হবে নাকি ব্যর্থ সন্তান এই প্রশ্নটাই তাকে ভোগাচ্ছে। প্রাপ্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল না, এখনো নেই। শুধু দুজন দুজনকে ভালোবাসে; এ কথাটি দুজনেই জানে। কিন্তু এরপরও যদি সে প্রাপ্তিকে নিজের করে না পায় তাহলে এই দুঃখ সে কখনো মেনে নিতে পারবে না। প্রাপ্তিকে না পাওয়ার যন্ত্রণায় হয়তো সে একটু একটু করে বিলীন হয়ে নিঃশেষ হয়ে যাবে। তার খুব জানতে ইচ্ছে হয়, আল্লাহ্ আ’ত্ম’হ’ত্যা’কে কেন মহাপাপ বলেছেন! পথহারা ব্যক্তির ঐ একটাই পথ ছিল, সেটাও মহাপাপ বলে বন্ধ। সিদ্ধান্তহীনতায় আদনান ভেতর থেকে একটু একটু করে ভেঙে যাচ্ছে। সে বাড়িতে ফিরল বেশ রাত করেই। সারাদিন, সারা রাতেও সে ফোন অন করেনি আর।

এদিকে প্রাপ্তির দুশ্চিন্তা বাড়ছে বৈ কমছে না। সে সিদ্ধান্ত নিয়েছে সকাল হলেই কাল আদনানদের বাসায় যাবে। রাতে সুমনা বেগম প্রাপ্তির বিয়ের বিষয়ে স্বামীকে কথাটি বললেন। ক্লান্তি দু’চোখে ঘুম ভর করায় ফিরোজ ইসলাম বললেন,

‘কাল এই বিষয়ে কথা বলব। আজ ক্লান্ত লাগছে ভীষণ।’
.
সকালে বাড়িতে গিয়ে রুমানা বেগম ছাড়া আর কাউকে পেলো না প্রাপ্তি। দরজা খুলে প্রাপ্তিকে দেখেই বুক থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে তার। তিনি প্রাপ্তিকে ভেতরে বসতে দিয়ে নাস্তা আনতে গেলেন। প্রাপ্তি উঁকিঝুঁকি দিয়ে এদিক-সেদিক তাকাচ্ছিল।

রুমানা বেগম এর মাঝেই নাস্তা এনে পাশে বসলেন। প্রাপ্তির দিকে এক পলক তাকিয়ে বললেন,

‘এত শুকিয়ে গেছিস কেন?’

প্রাপ্তি এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অন্যভাবে বলল,’আঙ্কেল নেই বাড়িতে? বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগছে!’

রুমানা বেগমের চোখ ছলছল করছে। দু’চোখ অশ্রুতে টইটুম্বুর। অপ্রস্তুত হয়ে পড়ে প্রাপ্তি। সে এগিয়ে গিয়ে তার পাশে বসে। হাত ধরে উৎকণ্ঠিত হয়ে জানতে চায়,

‘কী হয়েছে আন্টি? কাঁদছ কেন তুমি?’

তিনি কাঁদতে কাঁদতেই বললেন,’মা হয়েও ছেলেকে তার সুখ নিয়ে দিতে পারলাম না রে প্রাপ্তি!’

প্রাপ্তি কিছুই বুঝতে পারছে না। তবে ধীরে ধীরে তার ভেতরে অস্থিরতা বেড়েই চলেছে। সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল,

‘এভাবে কেন বলছ? কী হয়েছে?’

রুমানা বেগম নিজেকে শান্ত করার চেষ্টা করে বললেন,’আদনান আর তুই দুজন দুজনকে ভালোবাসিস শুনে ভীষণ খুশি হয়েছি আমি। কিন্তু আমার ছেলেটাও যে ভীষণ অভাগা রে প্রাপ্তি। তোর ভালোবাসা পাওয়ার ভাগ্যটা ওর হলো না। তোদের বিয়ে তোর আঙ্কেল কিছুতেই মেনে নেবে না। আর আমার ছেলেটা কীরকম বাবার বাধ্য ছেলে তুই জানিস না? ও নিজের সাথে অনেক যুদ্ধ করেছে প্রাপ্তি। কিন্তু শেষমেশ ওর বাবার কাছেই ও’কে হারতে হয়েছে। ভালোবাসাকে ত্যাগ করতে হয়েছে।’

প্রাপ্তি জানত আসাদ রহমান ওদের সম্পর্কটা মানবে না। তবুও এ কথাটি যখন সত্য প্রমাণিত হলো তখন যেন তার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। সে বাকি কথা শোনার জন্য চুপ করে রইল। রুমানা বেগম শাড়ির আঁচলে চোখ মুছে ফের বলা শুরু করলেন,

‘কাল অনেক রাত করে অফিস থেকে বাসায় ফিরেছে। কেমন উশকো-খুশকো চুল! চোখ দুটো ফুলে আছে। বুঝতে আর বাকি রইল না, আমার হাসি-খুশি ছেলেটাও লুকিয়ে কেঁদেছে। নিজেকে আর আটকে রাখতে পারেনি। আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করেছে। মা হয়ে ছেলের এই কষ্ট সহ্য করা যে কতটা দুর্দমনীয় প্রাপ্তি! আমি তোকে বলে বোঝাতে পারব না।’ এতটুকু বলেই শব্দ করে কান্না শুরু করেন তিনি।

প্রাপ্তি এবার আর নিজেকে আটকে রাখতে পারল না। তার দু’চোখ বেয়েও পানি পড়ছে। তিনি কাঁদতে কাঁদতেই বলছেন,

‘ও তোকে ছাড়তে না পারার যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমি সহ্য করতে পারিনি। ওর বাবার কাছে গিয়ে পা ধরে বললাম, যেন সব মেনে নেয়। নি’ষ্ঠু’র, নির্দয় মানুষটার মন গলেনি। সে তার সিদ্ধান্তে একদম অনড় ছিল। আদনান তখন রুমে এসে কাঠ কাঠ গলায় বলল, ও তার বাবার বিরুদ্ধে যাবে না। কিন্তু চাকরীটা ছেড়ে দিয়েছে। আবারও চট্টগ্রাম ফিরে যাবে। তোর আঙ্কেল মেনে নিয়েছে এটা। আমি কত করে আদনানকে বোঝালাম না যাওয়ার জন্য! ছেলে শোনেনি আমার কথা। ওর এক কথা, ও তোর চোখে কাপুরুষ, ব্যর্থ মানুষ। এভাবে ও কখনোই তোর সামনে দাঁড়াতে পারবে না। তোর সামনা-সামনি হওয়ার সাহস নাকি ওর নেই। যাওয়ার আগে তোর জন্য একটা চিঠি রেখে গেছে। তোকে দিয়ে আসতে বলেছিল।’

প্রাপ্তি ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল,’ও কখন গেছে?’

‘সকালেই। দশটায় বাস।’

প্রাপ্তি ফোনে সময় দেখে নিলো। নয়টা পঁয়ত্রিশ বাজে। রুমানা বেগম প্রাপ্তির হাত ধরে বললেন,

‘আমার ছেলেটাকে ভুল বুঝিস না মা। ওর যে আর কোনো উপায় নেই! ক্ষমা করে দিস।’

প্রাপ্তি তার কথার কোনো জবাব না দিয়ে,’আসছি আমি।’ বলে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। হন্তদন্ত হয়ে রিকশায় উঠে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা হয়। প্রাপ্তির ভয় হতে লাগল, আদনান আবার অন্য কোনো রাস্তা দিয়ে যাবে না তো? ভয়ে ঘামতে লাগল। চোখের পানিও কোনো বাঁধা মানছে না। সে বাস স্ট্যান্ডে পৌঁছাল ৯:৫৫ মিনিটে। সে ঘুরে ঘুরে আদনানকে খুঁজতে লাগল। বাসের কাছে যখন পৌঁছাল তখন দেখতে পেলো আদনান জানালার সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে।

প্রাপ্তি ফুঁপিয়ে বলে উঠল,’আদনান!’

আদনান চমকে তাকাল প্রাপ্তির দিকে। প্রাপ্তিকে দেখে তার চমকের মাত্রা আরও বেশি বেড়ে যায়। সে সকল কিছু ভুলে নেমে আসে বাস থেকে। প্রাপ্তি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলে,

‘কেন চলে যাচ্ছ এভাবে?’

আদনানের চোখেও অশ্রু চলে আসে। সে প্রাপ্তির দু’গালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলে,’তুই কাঁদিস না রক্তজবা! তোর চোখে পানি দেখতে আমার একদম ভালো লাগে না।’

বাস ছেড়ে দেওয়ার সময় হয়েছে। কন্টাক্টর সবাইকে তাড়াতাড়ি বাসে ওঠার জন্য তাড়া দিতে লাগল। আদনান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই প্রাপ্তির কান্না বাড়ে। সে আদনানের হাত ধরে বলে,’প্লিজ!’

আদনান অসহায়কণ্ঠে বলে,’বাবার বিরুদ্ধে যেতে পারলাম না রে। আমায় মাফ করে দিস। এত কষ্ট করে আমায় বড়ো করেছে তার বিরুদ্ধে যাই কী করে বল? তুই চিন্তা করিস না। আমি অন্য কাউকে বিয়ে করব না। তবে তুই চাইলে বিয়ে করে নিতে পারিস। আমার কোনো সমস্যা নেই।’

আদনান এতটুকু কথা বলতেই কন্টাক্টর চেঁচাতে লাগল।

‘ভালো থাকিস।’ বলে আদনান হাত ছাড়িয়ে নিয়ে বাসে উঠে যায়। ক্রন্দনরত দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রাপ্তি। বাস যখন ছেড়ে দেয় তখন বাসের সাথে সাথে প্রাপ্তিও দৌঁড়াতে শুরু করে। আদনান আর তাকিয়ে থাকতে পারল না। ছেলে মানুষের সবার সামনে কাঁদতে নেই। তবুও সে নিজেকে আর আটকে রাখতে পারেনি। নিজের জায়গায় বসে দু’হাতে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে শুরু করে।

বাস প্রাপ্তিকে রেখে অনেকদূর চলে গেছে। দৌঁড়াতে দৌঁড়াতে প্রাপ্তি রাস্তায় বসে পড়ে। চারপাশের মানুষজন তার দিকে তাকিয়ে রয়েছে কৌতুহলী দৃষ্টিতে। এসব ভাবনা তার মাথায় মোটেও আসছে না। সে দিশেহারা হয়ে পাগলের মতো করে কাঁদছে শুধু।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here