ম্যাডাম পর্ব(০৩)

ম্যাডাম
পর্ব(০৩)
#Writer_Nandita_priti

বাইরে বেরিয়েছিলাম।ঘরের ভেতর ভালো লাগছিলো না।আসলে ঘরে থেকে অভ্যাস নেই।ফিরে এসে ড্রয়িংরুমে এসে দাঁড়িয়ে পড়লাম।নিজের চশমাটা খুলে হাতে নিয়ে আবার পড়লাম।কি হলো ব্যাপারটা ম্যাডাম এখানে?চশমাটা কি খারাপ হয়ে গেল।না দোকানি আমাকে বাজে চশমা দিয়ে দিলো।আবার বাজারে যাওয়ার জন্য উল্টো ফিরতে মা হাত চেপে ধরে বলল

এই এই কোথায় যাচ্ছিস?

আমি পেছন ফিরে বললাম

চশমাটা পাল্টাতে।

ওহ।কিন্তু গতকাল না কিনলি?

হ্যাঁ দোকানি আমাকে ঠকিয়েছে হয়তো।

আমি চলে যাওয়ার জন্য পা বাড়াতে মা বলল

আরে আরে।ম্যাডামকে দেখছিস না?উনি বাড়ি বয়ে এসেছেন তোর খোঁজ নিতে।

আমি হতবম্ব হয়ে গেলাম।তারমানে এটা আমার চশমার দোষ নেই।আমি পেছন ফিরে ম্যাডামের দিকে তাকাতে উনি মৃদু হাসলেন।ম্যাডামের পরনে নীল রঙের একটা শাড়ি।চেহারায় মায়াবী ভাবটা ফুটে উঠেছে।কিন্তু আমিতো জানি কতটা ভয়াবহ উনি।

দিগন্ত যা ম্যামের সঙ্গে কথা বল।অনেকক্ষণ ধরে উনি অপেক্ষা করছেন।আমি বরং নাস্তা নিয়ে আসি।

একথা বলে মা চলে গেলেন।আমি চুপচাপ সোফার এককোণে বসলাম।বাসায় এসেছেন তাড়িয়েতো আর দিতে পারবো না।

কি হলো দিগন্তবাবু আপনি অফিসে যাচ্ছেন না কেন?

আমি চাকরিটা আর করছি না ম্যাডাম।

ওহ।বাবু তুমি জানো কত মিস করছি তোমাকে?

এই সারছে।ম্যাডামের কথার ধরণ পাল্টে গেছে।আমি ম্যাডামের দিকে তাকিয়ে রাগীভাব নিয়ে বললাম

বাবু কে?আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয় যে বাবু ডাকছেন।

তুমিও না বাবু । ভালোবেসে মানুষ প্রিয় মানুষটাকে কত কি ডাকে।এই যেমন জানু,জান,সোনা,

ম্যাডাম এইসব সোনা রূপা তামা গিল্টি আমাকে ডাকবেন না।আর প্রিয় মানুষ কিসের প্রিয় মানুষ?

ম্যাডাম মৃদু হেসে বললেন

কেন বাবু তুমিইতো আমার প্রিয় মানুষ।

ম্যাডাম আমি চাকরি করবো না।তাই আপনি আর আমার বাসায় আসবেন না।

আমার বাসায় আমি আসবো না?

কি আপনার বাসা?

হুমতো।তোমার যা সবইতো আমারী।

আমি রেগে দাঁড়িয়ে পড়লাম।এই মেয়ে দেখছি আমার পিছু ছাড়বে না।অদ্ভুত।আমি রুমে এসে ধড়াম শব্দ করে দরজা বন্ধ করে বসে রইলাম।অনেকক্ষণ অতিবাহিত হলো।মাও আমাকে ডাকছে না।ব্যাপার কি?ম্যাডাম চলে গেছেনতো নাকি?এতক্ষণতো থাকার কথা নয়।বাইরে বের হবো কি না চিন্তা করছি।বের হয়ে ব্যাপারটা বোঝার দরকার।হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম বিকেল চারটে। এগিয়ে গিয়ে দরজা খুলে কিচেনে গেলাম।কারণ কিচেন থেকে হাসির শব্দ আসছে।এগিয়ে গিয়ে চক্ষু চড়কগাছ।মা ম্যাডামের পাশে দাঁড়ানো।ম্যাডাম শাড়ির আঁচল কোমড়ে গুজে কিছু একটা রান্না করছেন।আমি ভ্রু কু্চকে তাকিয়ে মাকে উদ্দেশ্য করে বললাম

মা উনি এখনো যান নি কেন?

আমার কথা শুনে মা, ম্যাডাম দুজনে আমার দিকে তাকালেন।মা আমাকে দেখে হাসি বন্ধ করে বলল

ছিহ দিগন্ত অতিথি উনি।এভাবে বলতে নেই।তোর ম্যাডাম আমাদের বাসায় কয়েকটাদিন থাকবেন।

কি বলছো কি এসব?উনি কেন আমাদের বাসায় থাকবেন?

তখনি ম্যাডাম বললেন

দেখেছেন আন্টি, আমি জানতাম আপনার ছেলে এরকম কিছু বলবেন।তাই আমি থাকতে চাই নি।আমি বরং চলে যাই।

ম্যাডাম এক পা এগুতেই মা ম্যাডামের হাতে ধরে বললেন

বাসাটা কার আমার নাকি দিগন্তের?আমারতো?তাহলে ওর কথা এত ধরছো কেন?

ম্যাডাম আমার দিকে তাকিয়ে চোখ মারলেন।আমি তাড়াতাড়ি উনার দিক থেকে চোখটা সরিয়ে নিলাম।আমি আর কিছু না বলে নিজের রুমে আবার চলে এলাম।ম্যাডামের এত বিরাট বাসা রেখে আমার বাসাতে কেন থাকতে চাইলেন কে জানে।আর মা বা কি?

সারা সন্ধ্যা আমার রুমে বসেই কেটেছে।শুধু নাস্তাটা ডাইনিং টেবিলে গিয়ে করে এসেছি।মায়ের সঙ্গে মায়ের রুমেই ম্যাডাম গল্প গুজব করছেন।আমি নাস্তা করে এসে আবার দরজা বন্ধ করে রেখেছি।এই ম্যাডামকে দিয়ে বিশ্বাস নেই।তবে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না।আজই যদি ম্যাডামের সঙ্গে মায়ের পরিচয় হয়ে থাকে তবে এত ক্লোজ সর্ম্পক কি করে হলো?দুজনে গল্পগুজব করছে।মাঝে মধ্যে হাসির শব্দ ভেসে আসছে।

আমি কৌতুহল নিয়ে দরজা খুলে মায়ের রুমের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম।মায়ের রুমের দরজার সামনে দাঁড়াতে ওদের হাস্যলাপ কথোপকথ শুনতে পেলাম।আমি তাজ্জব্য বনে গেলাম।ধীরে ধীরে আবার নিজের রুমে ফিরে এলাম।

কিছুক্ষণ পর মা ডিনার করতে ডাকলো।আমি প্রশান্তির নিশ্বাস নিয়ে গিয়ে চেয়ারে বসলাম।আমার সামনাসামনি চেয়ারে বসে আছেন ম্যাডাম।মা সার্ভ করছেন।আমি একবারও ম্যাডামের দিকে তাকালাম না।তবে বুঝতে পারছি ম্যাডাম এই নিরবতাটা পছন্দ করছেন না।না করলে নাই আমার কি?


চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here