ম্যাডাম পর্ব(০৪)

ম্যাডাম
পর্ব(০৪)
#Writer_Nandita_priti

জানু জানু আইএম রিয়েলি সরি।তোমার কল আমি শুনতে পাই নি।

আরে না না জানু।তোমাকে আমি ইগনোর করবো কেন?তুমিতো আমার ময়না শালিক,টিয়া।আমি বোধহয় শাওয়ার নিচ্ছিলাম।

…..

কি যে বলো না জানু?শাওয়ারে কি আর ফোন নিয়ে যাওয়া যায়?

….

কিন্তু তুমি যদি বলো তবে আমি নিয়ে যাবো…

একথা বলেই একটা লজ্জামাখা হাসি দিলাম।স্পষ্ট আমি দেখতে পাচ্ছি আমার রুমের দরজায় কারো ছায়া।এটা যে ম্যাডাম ছাড়া আর কেউ নয়।তা ভালো করেই বুঝতে পারছি।আমি ফোনটা কানে রেখে বললাম

কি?পাপ্পি চাই তোমার?বলো কতটা।তুমি শুধু সংখ্যা বলে দাও।

ঠিক আছে।এই স্টার্ট করলাম,,উম….

“দিগন্ত”

আমি আমার রুমের দরজায় ম্যাডামকে দেখে চমকে গিয়ে কান থেকে ফোনটা নামিয়ে বললাম

একি আপনি? নক করবেনতো?ম্যাডাম ভদ্রতা বলে একটা কথা আছেতো।

ম্যাডাম নাক ফুলিয়ে গম্ভীর স্বরে বললেন

তুমি যা করছিলো সেটা কি ভদ্রতা?

আমি? আমি কি করছিলাম?

ম্যাডাম রাগিতস্বরে বললেন

কেন পাপ্পি?

ওহহ।এই ব্যাপার।গার্লফ্রেন্ডের আবদারতো রাখতেই হয়।

ম্যাডাম অবাক হয়ে বলল

গালফ্রেন্ড?কিসের গার্লফ্রেন্ড?

আমি মৃদু হেসে বললাম

কেন?আমার গার্লফ্রেন্ড।

তোমার গার্লফ্রেন্ড আছে দিগন্ত?

হুম ম্যাডাম।বেচারী আমাকে খুব ভালোবাসে।

ম্যাডামের দিকে তাকিয়ে দেখলাম উনার মুখে যেন কালো মেঘ নেমে এসেছে।ম্যাডাম ব্যথিতস্বরে বললেন

আমি তোমাকে বাবু ডাকায় এমন ভাব সেদিন করলে।বলেছিলে তোমাকে যেনো এইসব তামা গিল্টি জানু না ডাকি।আজতো ভারী সুন্দর করে মেয়েটাকে জানু ডাকলে।এই জন্য তাহলে আমাকে এলাউ করো নি?

আমি মাথা নাড়লাম।আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম

একটা সত্যি কথা বলি।আপনি কিন্তু মারাত্বক সুন্দরী।আমার গার্লফ্রেন্ডের চেয়েও।আগে হলে আপনাকে আমি গ্রহণ করে নিতাম।কিন্তু এখন আর কিছু করার নেই।

ম্যাডাম আমার দিকে তাকিয়ে মলিন হাসি হাসলেন।আমি স্পষ্ট বুঝতে পারছি।এই হাসি বুক ফাটার হাসি।আমার ফোনটা আবার বেজে উঠলো।আমি নম্বার দেখে ম্যাডামের দিকে তাকিয়ে বললাম

আমার গার্লফ্রেন্ড।কথার মধ্যেখানে কল কেটে দিছিতো।

ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছেন।আমি লজ্জিত ভাব নিয়ে মেকি হেসে বললাম

আর ওইটাও দেওয়া হয়নিতো।তাই…।

ম্যাডাম আর কিছু না বলে আমাকে কথা বলার সুযোগ করে দিয়ে দ্রুত বাইরে চলে গেলেন। মনে মনে বললাম ম্যাডাম আপনি চলেন ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায়।একটা তৃপ্তির হাসি দিলাম।ম্যাডাম মারাত্বক জব্দ হয়েছেন।আমি কি করবো?আমার আবার গার্লফ্রেন্ড আছে।

রাতে ডিনারে ম্যাডামকে দেখতে পেলাম না।এমনকি মাকেও না।কারণ মা আমার খাবার আগে থেকে প্লেটে দিয়ে রেখেছে।মা আর ম্যাডাম দুজনে একি রুমে দরজা বন্ধ করে আছেন। মা আমাকে খেয়ে নিতে বললেন।অবশ্য মাকে কয়েকবার বলেছি খেতে।কিন্তু মা খাবেনী না।ম্যাডামকে ডাকলেও ম্যাডাম সাড়া দেন নি।মা বলেছেন ম্যাডাম ঘুমিয়ে পড়ছেন।তাই আর আমি ডাকি নি।উনারা দুজনী ঘুমিয়ে আছেন অথচ রুমের লাইট জ্বলছে।বাইরে থেকে দেখতে পাচ্ছি।

আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম।বিছানার উপর চশমাটা দেখে মৃদু হাসলাম।চশমাটা হাতে নিয়ে কাবাডের ড্রয়ারে রেখে দিলাম।কারণ চশমার প্রয়োজন এখন আর আমি বোধ করছি না।কাবাড থেকে একটা ছবির এলব্যাম বের করে সেটা দেখতে লাগলাম।সেই ছোটবেলার।কতটা পরিবর্তন হয়েছে।চেহারা,চোখ,মুখ,নাক,ঠোঁট।সম্পূর্ণই যেন ভিন্ন মানুষ।নিজের অজান্তেই আমি মৃদু হাসলাম।
——
চলবে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here