আশিকী❤ #Madness_Of_Love,07,08

❤#আশিকী❤
#Madness_Of_Love,07,08
#Writer_Sanjana_Fahmida_Shabnam
#Part_7

আমাল আর সানাহ এক‌ই ভাবে বসে আছে। দুজনের পিঠ ঠেকে আছে দরজার দু দিকে। হঠাৎ অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। আমাল চোখ বন্ধ করে আছে। বৃষ্টির পানি ভিজিয়ে দিচ্ছে আমালকে। আমাল চোখ বন্ধ করেই সানাহকে প্রথম দেখার মুহূর্ত টা মনে করছে।

Royal Blue City Club….

উফফফ এই বৃষ্টি আই জাস্ট হেইট দিস,,, ড্রাইভারটাও আসছে না সেই কখন কল করেছি। আজকে ওর চাকরীর শেষ দিন ( আমাল)

আমাল ক্লাবের বাইরে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা আমালের উপর ছিটকে আসছে আর আমাল এতে আরো বেশি বিরক্ত হচ্ছে। অপেক্ষা ও বৃষ্টি এই দু’টোই একদম পছন্দ না আমালের। একতো ও গাড়ির জন্য অপেক্ষা
করছে তার উপর এই বৃষ্টি আমালের রাগ যেন সপ্তম আসমানে উঠে যাচ্ছে।

ফ্রেন্ডদের সাথে গত রাতে ক্লাবে পার্টি করতে এসেছিল আমাল। যদি জানতো যে সকালে বৃষ্টির দেখা মিলবে তাহলে কখনোই আসতো না ও। সারা রাত পার্টি করে এখন সকাল সাতটা বাজে। প্রচন্ড রকমের ঘুম পাচ্ছে আমালের। তাই রাগটা আরো চরে বসেছে ওর মাথায়।

বাড়ি যাওয়ার জন্য ড্রাইভার কে কল করেছে আমাল,,,, পনের মিনিট হয়ে গেছে সেও আসছে না।

আমালঃ ড্রাইভার কে বলেছিলাম কোথাও যেতে না। বাট তাও চলে গেছে এখন আসতে বলেছি লেট করছে,,, he have to pay for this….আজকে ওর চাকরীর শেষ দিন। ( রেগে)

হঠাৎ একটা মিউজিক এর টোন কানে আসলো আমালের।

সামনে একটা পার্ক আছে সেখান থেকে আসছে টোনটা। কেন যেন আমালের মন বারবার সেখানে টানছে ওকে।

আমালঃ এই বৃষ্টির মধ্যে কিসের মিউজিক চলছে ওখানে??

আমালের মনে কৌতুহল জাগছে বিষয়টা নিয়ে। হঠাৎ হার্ট টাও অদ্ভুত রকম ভাবে বিট করতে শুরু করেছে। নিজেকে আর ধরে রাখতে না পেরে আমাল এই বৃষ্টির মধ্যেই নেমে পরে। দ্রুত এগিয়ে যাচ্ছে পার্কটার দিকে আমাল। ভিজে কাক ভেজা হয়ে গেছে ও। আমাল যত‌ই এগোচ্ছে তত‌ই ওর হার্টবিট বেড়ে যাচ্ছে।

কিছুদূর যেতেই অনেক গুলো বাচ্চা দেখতে পেলো ও। সবাই লাফিয়ে লাফিয়ে নাচছে। তাদের মাঝে একজনকে দেখে হৃদয়ের গতি থেমে গেল আমালের। চোখের পলক পরছে না। মুখ থেকে অটোমেটিকলি বেরিয়ে আসে ” ওয়াও “।

সাদা ফ্রক ভিজে শরীরের সাথে লেপটে গেছে। চুল গুলো পানিতে ভিজে পিঠে ছড়িয়ে আছে। কানের ঝুমকা গুলোও যেন গানের তালে তালে দুলছে। মেয়েটাকে কোন অপ্সরীর থেকে কম লাগছে না আমালের কাছে।

মেয়েটাকে অনেক গুলো বাচ্চারা ঘিরে আছে। তাদের মাঝেই মেয়েটা গানের তালে নাচছে।

Julfo se bandh liye baadal…
Sine pe se udne laga aachal….

Mujhse naina mila kei…
Mousom hone lage paagal….

Sabhse hoke befikr….
Nachu main aaj…
Cham cham cham cham cham cham….
Cham cham cham cham cham….
Main nachu aaj….
Cham cham cham cham cham cham
Cham cham cham cham cham….

আমাল যেন হারিয়ে যাচ্ছে তার মাঝে। মেয়েটার চোখের এক্সপ্রেশন ঠোঁটের হাসি সব কিছুই আমালের বুকে গেথে যাচ্ছে। মেয়েটাকে এক কথায় মায়াবিনী লাগছে।

পলক পরছে না আমালের। মেয়েটা বাচ্চাদের সাথে মন খুলে আসছে। একটা বাচ্চাকে কোলে তুলে মেয়েটা তাকে আদর করছে। মেয়েটা বাচ্চাদের আদর করে তাদের হাত নাড়িয়ে বিদায় দিতে দিতে পিছিয়ে যায়।

হঠাৎ আমালের খেয়াল হলো মেয়েটা তো চলে যাচ্ছে। আমাল তারাহুরা করে মেয়েটার পিছনে দৌড়ে যায়। কিন্তু মেয়েটাকে পায়না ও।

আমাল আবার দৌড়ে বাচ্চাগুলোর কাছে চলে আসে তারপর একটা বাচ্চাকে জিঙ্গেস করে,,,

আমালঃ তোমার নাম কি বাবু??

বাচ্চাটিঃ সোহান।

আমালঃ নাইস নেম সোহান। আচ্ছা সোহান একটু আগে যেই আপুটি এখানে ছিল তার নাম কি আর কোথায় থাকে,,,

সোহানঃ জানিনা ভাইয়া আপুটি একটু আসলো মজা করলো তারপর চলে গেল। নাম বলে নি,,,

আমালঃ ওহ আপুটি কি প্রতিদিন এখানে আসে??

সোহানঃ নাহ আজকে প্রথম দেখলাম,,, আমি আসি বাইইই।

আমাল অসহায় ভাবে বসে আছে ওখানেই। তাহলে কি হারিয়ে ফেলল ও ওর মায়াবিনীকে।

In Present….

ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠলো আমালের। এক সময় এই বৃষ্টি ওর কাছে অসহ্য লাগতো আর এখন!! এখন বৃষ্টি বলতেই সানাহ আর সানাহ বলতেই ভালোবাসা।

ঠান্ডায় শরীর অবশ হয়ে যাচ্ছে আমালের। মাথাটা প্রচন্ড রকম ভারী হয়ে আসছে। বন্ধ চোখ খুলতে পারছে না ও। ধীরে ধীরে মাথাটা ফ্লোরে নুইয়ে পরে আমালের।

হঠাৎ ঘুম ভেঙে গেল সানার। কান্না করতে করতে কখন দরজায় হেলান দিয়ে ঘুমিয়ে পরেছিল কোন খেয়াল নেই ওর।

বাইরে থেকে এখন আর বৃষ্টির আওয়াজ আসছে না। তার মানে বৃষ্টি থেমে গেছে। হঠাৎ দেয়াল ঘড়ির দিকে চোখ যেতেই আতকে উঠে সানাহ। ভোর চারটা বাজে।

আমাল কি তাহলে এখনো বাইরে আছে। সানাহ হন্তদন্ত করে উঠে দরজা খুলল। দরজা খুলতেই ফ্লোরে পরে থাকা আমালকে দেখে বুক কেঁপে উঠলো ওর।

সানাহঃ আ আ আমালললললল

সানাহ আমালের পাশে বসে ওর মাথা নিজের কোলে রেখে ওকে ডাকতে শুরু করল।

সানাহঃ আ আমাল? আমার কি হয়েছে তোমার?? Amaal plz get up. চোখ খুলো প্লিজ 😭

সানাহ আমালের গালে হাত রাখতেই চমকে উঠলো। ওর শরীর আগুনের মতো গরম হয়ে আছে। বারবার কেঁপে উঠছে আমাল।

সানাহ আমালকে কোন রকমে তুলে ভিতরে নিয়ে আসে। তারপর ওকে বেডে শুইয়ে দেয়। সানাহ কি করবে ভেবে পাচ্ছে না।

আমালের পুরো শরীর ভেজা। শীতে বারবার কেঁপে উঠছে ও। সানাহ আমালের জুতা খুলে ভালোভাবে ওকে কম্বল দিয়ে জড়িয়ে দেয়।

হঠাৎ দরজায় সানার আম্মুর ডাক শোনা গেল।

রাহেলাঃ সানু দরজা খোল। কি হয়েছে সানাহ ভিতরে,,,,

সানাহ দৌড়ে গিয়ে দরজা খুলে। সানাহকে দেখে রাহেলা ঘাবরে যান। কান্না করতে করতে চেহারার অবস্থা নাজেহাল হয়ে গেছে। এখন শুধু ফোপাচ্ছে।

রাহেলাঃ কি হয়েছে সানাহ??

সানাহঃ আ আম্মু আ আ আমাল,,,

রাহেলাঃ আমাল? আমাল কি সানাহ??

সানাহঃ আম্মু আমাল,,😭বেডের দিকে ইশারা করে বলল।

রাহেলা ভিতরে তাকিয়ে দেখলো আমাল বেডে শুয়ে আছে সেন্সলেস হয়ে।

রাহেলা হন্তদন্ত করে ভিতরে ঢুকে আমালের পাশে বসলেন।

সানাহ ফোঁপাতে ফোঁপাতে রাহেলাকে সব বলল।

কিছুক্ষন বাদে ডক্টর এসে আমালকে চেক করে গেল। ঔষধ আর ইঞ্জেকশন দিয়ে গেছে আমালকে।

ডাক্তার বলেছে বেশিক্ষন বৃষ্টিতে ভেজার কারনে সেন্সলেস হয়ে গেছে ও। জ্বর যেন বেশিক্ষন লাস্টিং না করে তার জন্য ইঞ্জেকশন আর ঔষধ দিয়ে গেছে।

সানাহ পুরো সময় আমালের হাত ধরে ওর পাশে বসেছিল।

রাহেলা সব কিছুই গভীর ভাবে লক্ষ করছেন কিছু বলছেন না।

ডক্টর চলে যেতেই রাহেলা সানার পাশে বসে ওকে বলল।

রাহেলাঃ আমাল কি তাহলে সেই ছেলেটিই সানু,,,

সানাহ অসহায় চোখে ওর আম্মুর দিকে তাকালো। রাহেলার যা বুঝার উনি বুঝে গেছেন। হঠাৎ সানাহ আমালের হাত ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। রাহেলার গভীর দৃষ্টিতে আমালকে এক পলক দেখে সানার পেছনে চলে যান।

To be continued….

❤#আশিকী❤
#Madness_Of_Love
#Writer_Sanjana_Shabnam_Fahmida
#Part_8

বারান্দার রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে সানাহ। বুকে চিনচিন ব্যথা অনুভব করছে ও। চোখের পানি আপনাআপনি গড়িয়ে পড়ছে গাল বেয়ে।

রাহেলা পেছন থেকে এসে সানার কাধে হাত রাখলেন। সানাহ এবার নিজেকে সামলাতে না পেরে পিছন ফিরে রাহেলা জড়িয়ে ধরে কেঁদে দেয়। রাহেলা সানার পিঠে ও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওকে শান্ত করার চেষ্টা করছে।

সানাহ ফোঁপাতে ফোঁপাতে রাহেলাকে বলে,,,

সানাহঃ আমি চাই না ওকে আম্মু। ওকে ভালোবেসে এই একটা বছর অনেক কষ্ট পেয়েছি। আর কষ্ট সহ্য করার মত ক্ষমতা আমার নেই। আই হেইট হিম মা আই জাস্ট হেইট হিম। ও আমাকে অবিশ্বাস করেছে আমার ভালোবাসা কে অবিশ্বাস করেছে ওকে কিভাবে আমি ক্ষমা করবো বলো।

সেদিন যদি ও আমার ভালোবাসায় আঙুল না তুলতো তাহলে এতো কিছু হতো না। আমাদের লাইফ আগের মত পারফেক্ট থাকতো।

সানাহ কান্না করেই যাচ্ছে। রাহেলা সানাহকে চুপ করানোর চেষ্টা করছে কিন্তু সানার কান্না থামছে না।

হয়তো এতো বছরের জমানো কষ্ট এই মুহুর্তে বের হচ্ছে। কান্না করলে নাকি মন হালকা হয় তাই রাহেলা সানাহকে থামানোর বৃথা চেষ্টা বন্ধ করে দিলেন। সানাহকে এই মুহুর্তে কিছু বলতে চান না উনি। যদি হিতের বিপরীত হয় সানার ক্ষতি হতে পারে।

After Some Time…..

চোখ খুলে নিজেকে অচেনা কোথাও আবিষ্কার করলো আমাল। ঘাড় আর মাথায় প্রচন্ড পেইন করছে আর যেন মাথাটা ভারি হয়ে ঝিম ধরে আছে।

আমাল কোন রকমে উঠে বসে। মাথায় হাত চেপে আশেপাশে দেখেতে ব্যস্ত ও। এটা সানার রুম। দেয়ালে বড় করে সানাহ আর ওর প্যারেন্টস এর ছবি টানানো।

আমালঃ আমি এখানে কিভাবে….. হঠাৎ রাতের কথা মনে পরে যায় আমালের।

আমাল কিছুটা ঘাবরে উঠে। আশেপাশে সানাহকে খুজতে শুরু করে ও।

হঠাৎ দরজায় কারো কদমের আহট শুনলো ও। রাহেলা ট্রেতে খাবার নিয়ে রুমে আসছে।

আমাল মাথা নিচু করে ফেলে। আমাল বুঝতে পারছে না রাহেলাকে ব্যাপারটা কিভাবে বুঝাবে ও।

আমালঃ আন্টি ব্যাপার টা কিভাবে নিবে। উনি নিশ্চয়ই আমার উপর রেগে আছেন। এটা ঠিক হয় নি। সব কিছু শুরু হ‌ওয়ার আগেই শেষ হতে পারে না। ( মনে মনে )

আমালকে মাথা নিচু করে থাকতে দেখে রাহেলা ট্রেটা পাশে টেবিলে রেখে আমালের পাশে বসলেন।

খুব শান্ত কন্ঠে রাহেলা আমালকে বললেন।

রাহেলাঃ খাবারটা খেয়ে মেডিসিন গুলো নিয়ে নেও আমাল you feel better….

আমাল মাথা তুলে কিছু বলতে নিলেই রাহেলা আবার বলে,,,,

রাহেলাঃ আমি সব জানি। তোমাকে কিছু এক্সপ্লেইন করতে হবে না। খাবার খেয়ে ঔষধ টা খেয়ে নেও আমরা এই ব্যাপারে পরে কথা বলবো।

আমালঃ আন্টি সানাহ,,,

রাহেলাঃ ও ঠিক আছে পাশের রুমে। এখন এগুলো শেষ করো।

আমাল বাধ্য ছেলের মতো খাবার খেয়ে ঔষধ খেয়ে নেয়।

রাহেলা ট্রেটা তুলে কিচেনে চলে যায়। আমাল খাটে মাথা হেলান দিয়ে চোখ বুঁজে আছে। ব্যাথাটা কিছুটা কমেছে।

রাহেলা এসে দেখে আমাল চোখ বন্ধ করে আছে। উনি গিয়ে আমালের পাশে বসে আমালকে পর্যবেক্ষণ করছেন। বুঝার চেষ্টা করছে যে আমালের মাথায় চলছে কি। ওকি সত্যিই নিজের ভুল বুঝতে পেরে সানাহকে নিজের করতে এসেছে নাকি অন্য কিছু।

পাশে কারো উপস্থিতি টের পেয়ে আমাল চোখ খুললো। রাহেলাকে দেখে একটু নরে চরে বসলো আমাল। আমালের ফেসে অপরাধী ভাব।

রাহেলা শান্ত স্বরে আমালকে বললেন।

রাহেলাঃ কেন এসেছো আমাল।

আমাল স্থির দৃষ্টিতে রাহেলার দিকে তাকিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল।

আমালঃ নিজের ভালোবাসাকে আবার জয় করে ফিরিয়ে নিতে।

রাহেলাঃ ও তোমাকে এখন আর ভালবাসে না ঘৃণা করে।

রাহেলার কথায় আমাল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল।

আমালঃ সত্যিই আন্টি ওকি আমাকে ঘৃণা করে??

রাহেলা অপ্রস্তুত হয়ে পরে। কারন ও জানে সানাহ যতই বলুক না কেন ও আমালকে হেইট করে। সত্য এটাই যে ও শুধু আমালকেই ভালোবাসে। রাহেলার ফেস দেখে আমাল হালকা হেসে বলতে শুরু করে।

আমালঃ এটা আপনিও জানেন আমিও জানি আর সানাহ ও মানে,,,, ও আমাকে ঘৃণা করতে পারবে না। সানাহ কখনো আমাকে ভুলতে পারবে না। আমার ভালোবাসা কখনো ওকে আমার নাম ভুলতে দিবে না।

আমার ভালোবাসার ডোর অনেক মজবুত এটা এতো সাধারন অভিমানের ঝরে ছিরবে না। হ্যাঁ রাগ আর অভিমানের আড়ালে ভালোবাসা টা ঢাকা পরেছে। কিন্তু আমার বি‌শ্বাস খুব জলদি। আমি এই অভিমানের চাদরটা সরিয়ে ফেলবো।
আমার মতো ওকে কেউ ভালোবাসতে পারবে না আন্টি।

কারন এটা আমার #Madness_Of_Love . আমাদের ভালবাসার গল্প শুধু গল্প না এটা আমাদের #আশিকী। আর এই #আশিকী সম্পূর্ণ করতে I need ur support and blessings.

আমালের কথায় রাহেলা তৃপ্তির হাসি দিল।

রাহেলাঃ সত্যই আমাল তোমার মতো করে কেউ সানাহকে এতো ভালোবাসতে পারবে না। একজন মা সেটাই চায় যেটাতে তার সন্তানের খুশি আছে। আর আমার সানুর খুশি শুধু তোমাতেই।আমি জানি না সানাহ তোমাকে ক্ষমা করতে পারবে কি না কিন্তু আই প্রমিস আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করবো।

আমালঃ থ্যাঙ্ক ইউ আন্টিইই,, উপ্স স্যরি মাদার ইন ল্য,,,

আমাল রাহেলা কে জড়িয়ে ধরলো।

আমালঃ It’s time Sanah…. তোমাকে বুঝতে হবে ” সানাহ শুধু আমালের আর আমাল শুধু সানার” আমার হৃদয় থেকে যেমন সানাহ নাম মুছবে না সেভাবেই তোমার হৃদয় থেকে আমি আমাল নাম‌ও মুঝতে দিব না। ( মনে মনে)

আমালঃ BTW mother in law আপনার কন্যা কোথায়। এতক্ষন হয়ে গেল একবার উকিও দিল না।😁

রাহেলাঃ সেটা এজন্য সান ইন ল্য আমার কন্যা একটু আগেই অফিস চলে গিয়েছে।

আমালঃ কিহহ। ও অফিসে আর আমি এখানে বসে আছি।

আমাল এক ঝটকায় খাট থেকে নেমে দাড়ায়।

আমালঃ মাদার ইন ল্য আই হ্যাভ টু গো। আপনার কন্যার রাগ ভাঙানোর জন্য নতুন ভাবে আবার প্লানিং করতে হবে।

কালকের সব প্লান তো ভেস্তে গিয়েছে। বাট দিস টাইম আপনি আমার সাইডে আছেন সো নো টেনশন ডু ফুর্তি। আসি,,,

আমাল সুজ পরতে পরতে কথা গুলো বলল।

To be continued…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here