Revenge,পর্ব ০৮,০৯

#Revenge,পর্ব ০৮,০৯
#Tisha_Khan_Nabila
০৮
·
·
আলো নিজের ছেলে কে নিয়ে গাড়িতে উঠে বসলো। তখন আলোর ছেলে বললো..!!

——মাম্মা আমি তোমাকে মিস করেছি..!!

আলোঃ আমিও আমার বাচ্চাটাকে মিস করেছি..!!

দুজনে কথা বলছে আর হাসছে। আলো কথা বলতে বলতে বললো..!!

——রিশান তুমি অফিস থেকে কখন এসেছো??

রিশানঃ আজকে আগেই চলে এসেছি। আমার এই চ্যাম্পের জন্য তাইনা চ্যাম্প??

আলোর ছেলে অংশ মিষ্টি হেসে বললো..!!

——ইয়েস পাপা..!!

আলো মুচকি হাসলো ওরা গিয়ে বাড়ি পৌছালো। বাড়ি পৌছে আলো অংশ কে শুইয়ে দিলো। কারন তিনি ঘুমিয়ে গিয়েছে আলো অংশ কে শুইয়ে। এরপর ওয়াসরুমে গিয়ে শাওয়ার নিয়ে। একটা গেন্জি আর প্লাজু পড়ে গলায় স্কার্ফ নিয়ে নিচে গেলো..!!

রিশানঃ চ্যাম্প কোথায়??

আলোঃ তোমার চ্যাম্প ওঠেনি..!!

রিশানঃ ওহ ওকে খেয়ে নাও..!!

আলোঃ আর তুমি??

রিশানঃ আমি পরে খাবো..!!

আলোঃ নো এখনি খেতে হবে..!!

রিশানঃ বাট আলো আমি..!!

আলোঃ নো মোর টক স্যার..!!

রিশানঃ ওকে ম্যাডাম..!!

আলো হেসে দিলো সাথে রিশান ও। খাওয়া শেষ করে আলো রুমে গেলো। রিশান অফিসের কিছু ফাইল দেখছে। আলো অংশর পাশে গিয়ে শুইয়ে ঘুমিয়ে পড়লো। রিশান ফাইলগুলো দেখে তাকালো। আলো বই পড়ছিলো ওটা নিয়েই ঘুমিয়ে আছে। রিশান মুচকি হেসে বইটা সরিয়ে দিলো। এরপর বেলকনিতে চলে গেলো..!!

এদিকে আয়াশ ও বাড়ি চলে এসেছে। তবে আজকে সেই বাড়িতে এসেছে। যেখানে বিয়ের পর টর্চার করার জন্য নাবিলা কে এনেছিলো। রুমে ঢুকে আয়াশ ইচ্ছেমতো ড্রিংক করছে। এরমাঝে কারো ফোন এলো আয়াশ ফোন ধরে বললো..!!

——হ্যালো খোজ পেয়েছো??

ওপাশেঃ না স্যার এখনো পাইনি..!!

আয়াশঃ ড্যাম ইট কি করছো তোমরা?? গত ৫বছর ধরে খুজছো। অবশ্য তোমাদের বা কি বলবো?? আমিই ব্যর্থ আমিই পারছি না আর তো তোমরা..!!

আয়াশ ফোন কেটে ফ্লোরে বসে পড়লো। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে..!!

পরেরদিন সকালে আয়াশ এখান থেকেই হসপিটালে গেলো। হসপিটালে গিয়ে নিজের কেবিনে গেলো। আয়াশ কে এত চুপচাপ দেখে। সবাই অবাক হলো যেন কোনো এলিয়েন। আয়াশ রোজ এসেই চেঁচামেচি করে। সামান্য কোনো কারন নিয়েই চেঁচায়। আলো ও অবাক হলো তবে পাত্তা দিলো না। আলো নিজের কাজ করতে লাগলো। আজকে আলো আগেই বাড়ি চলে গেলো..!!






সন্ধ্যায় আয়াশ ও বাড়ি গেলো। বাড়ি যেতেই রায়হান খাঁন বললো..!!

——ফিরে এলি কেন??

আয়াশঃ মানে??

রায়হান খাঁনঃ কালকে আসিসনি আজ কেন এলি??

আয়াশঃ আমি না এলে খুশি হতে??

রায়হান খাঁনঃ হ্যা হতাম তোর মতো ছেলে। থাকার চেয়ে না থাকা ভাল। যে কি না নিজের বউ মরেছে। আর এখন মেয়েবাজে পরিনত হয়েছে..!!

আয়াশ চেঁচিয়ে বললো..!!

——পাপা স্টপ..!!

বলে হনহন করে বেরিয়ে গেলো। আবারও সেই বাড়ি চলে এলো। কিচেনে কিছু একটা রেখে সোজা ছাদে গেলো। ছাদে গিয়ে আয়াশ ড্রিংক করতে লাগলো। আর ভাবতে লাগলো সেই রাতে কি স্বপ্ন দেখেছিলো..!!

সেই রাতে আয়াশ যখন ঘুমিয়েছিলো। তখন আয়াশ স্বপ্নে দেখে মিশান ওকে বলছে..!!

——ভাইয়া তুই আমাকে ভালবাসিস না। তুই আমাকে ভুলে গিয়েছিস তাইনা??

স্বপ্নেই আয়াশ বলছে..!!

——আমি তোকে ভুলিনি মিশান..!!

মিশানঃ তাহলে তুই আরসাল চৌধুরীর মেয়ে কে। কেন এখনো বাঁচিয়ে রেখেছিস??

আয়াশঃ মানে??

মিশানঃ ওকে তুই মেরে ফেল ভাইয়া। নাহলে আমি শান্তি পাচ্ছিনা মেরে ফেলে ওকে..!!

আয়াশ ধরফরিয়ে ওঠে। তারপর কি হয়েছে সবার জানা। আয়াশ রিভেন্জ নেয়ায় এতটা অন্ধ হয়ে পড়ে। স্বপ্নটা ওর সত্যি মনে হয়। আর ও নাবিলা কে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয়..!!

আয়াশ পাহাড়ের কথা মনে করে। মিষ্টি বলে একটা চিৎকার দিয়ে বসে পড়ে। মিষ্টি মিষ্টি বলে পাগলের মতো চিৎকার করছে। এটা নতুন কিছুনা গত ৫বছর। আয়াশ এভাবেই কান্না করে। কেউ হয়তো সেই কান্না দেখেনা। বা শোনেনা কারন সবাই যেই আয়াশ কে দেখে। সেটা আয়াশের বাহিরটা দেখে। ভেতরটা দেখলে জানতে পারতো আয়াশের ভেতরটা। কষ্ট আর যর্ন্তনায় ভরপুর কলিজাটা পুরে গিয়েছে। আয়াশ নিচে চলে আসে। এসে পোড়ানো লোহার শিকটা ডান হাত দিয়ে। নিজের বাম হাতে চেপে ধরে। সাথে সাথে হাতটা ঝলসে যায় পুড়ে। এরপর আবার রুমে চলে আসে। রুমে এসে শার্টটা খুলে ফেলে দেয়। আয়নার সামনে দাড়িয়ে নিজের বুকে চোখ বুলায়। আয়াশের পাশে মিষ্টি লেখা। তবে এমনি না কেটে লেখা। আয়াশ একটা ছুড়ি নিয়ে মিষ্টি লেখা জায়গায়। নতুন করে আবার ছুড়ি দিয়ে দাগগুলো তাজা করলো। বুক থেকে তাজা রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ছে..!!

আয়াশঃ এগুলো আমি মিটতে দেবো না। ভুল করেছিলাম আমি। ভুল বুঝেছিলাম আমি তোমাকে। কিন্তুু আমি তোমাকে মারতে চাইনি মিষ্টি। আমি জানিনা আমার কি হয়েছিলো সেদিন। বাট আই নো তুমি বেঁচে আছো। ওটা তুমি ছিলেনা ওটা অন্য কেউ ছিলো। বাট কোথায় আছো তুমি মিষ্টি??






আয়াশ ফ্লোরে বসে চেইনটা দেখলো। যেটার মধ্য নাবিলার একটা ছবি। আরেকপাশে মিষ্টি লেখা চেইনটা ধরে। আয়াশ কান্না করতে করতে ধপ করে ফ্লোরে শুয়ে পড়লো। একচুয়েলি আয়াশ সেন্সলেস হয়ে গেলো। হাত পোড়া আবার বুকে ছুড়ির আঘাত। মাঝে মাঝেই হাতে শিক দিয়ে পোড়ায়। নিজের শরীরে নিজেই বেল্ট দিয়ে আঘাত করে। আর বুকে ছুড়ি দিয়ে কেটে মিষ্টি লেখা। ওই দাগগুলো ছুড়ি দিয়ে তাজা করে..!!

সকালে আয়াশ নিজেকে ফ্লোরে পেলো। আয়াশ তাচ্ছিল্য হেসে শাওয়ার নিয়ে। হাত ব্যান্ডেজ করে রেডি হয়ে বেরিয়ে গেলো। রাস্তায় জ্যামে গাড়ি আটকে গেলো। তখন একজন ভিক্ষুক এসে টাকা চাইলো। আয়াশ ওয়ালেট থেকে ১০হাজার টাকা বের করে দিয়ে দিলো। ভিক্ষুকটা হা করে আছে আয়াশ গাড়ি নিয়ে চলে গেলো। ড্রাইভ করতে করতে বললো..!!

——দুনিয়ার সামনে আমি খারাপ। আমি কাউকে হার্ট করতে চাইনা। বাট আমিতো খারাপ তাই সবার সামনে তো খারাপ হতেই হবে। ক্যারেক্টারলেস, বেয়াদব, বদমেজাজি হতেই হবে। যতদিন না আমি আমার মিষ্টি কে খুজে পাচ্ছি। আমি জানি মিষ্টি ও ভাবে আমি খারাপ। আর ভাববে নাই বা কেন?? ভাবার মতো এনাফ রিজন আছে..!!

আয়াশ হসপিটালে চলে এলো। হসপিটালে আসতেই একটা বাচ্চার সাথে ধাক্কা লাগলো..!!

আয়াশঃ হেই হু আর ইউ??

বাচ্চাটা হচ্ছে আলোর ছেলে অংশ। অংশ ব্লাক একটা শার্ট পড়া। ব্লাক জিন্স হাতে ব্লাক বেল্টের ঘড়ি। মাথায় ব্লাক হেয়ার ফর্সা কিউট লাগছে খুব। অংশ কোমরে হাত দিয়ে বললো..!!

——তুমি কে??

আয়াশঃ আমি ডক্টর আয়াশ..!!

অংশঃ আমি অংশ..!!

অংশ শুনে আয়াশ ভ্রু কুঁচকে তাকিয়ে বললো..!!

——কার অংশ তুমি??

অংশঃ আমি আমার পাপার অংশ..!!

আয়াশ এক দৃষ্টিতে অংশ কে দেখছে। তখন সেখানে আলো এসে বললো..!!

——স্যার ও আমার ছেলে..!!

আয়াশ হেসে দিয়ে বললো..!!

——তুমিতো কালো তোমার ছেলে এত কিউট কি করে হলো??

আলো কিছু না বলে অংশ কে নিয়ে চলে গেলো। আয়াশ তাকিয়েই আছে অংশর দিকে..!!
·
·
·
চলবে………..

#Revenge (পর্ব ০৯)
#Tisha_Khan_Nabila
·
·
·
আয়াশ অংশর দিকে তাকিয়ে আছে। আলো অংশ কে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ আলো কে আয়াশ ডাকলো..!!

আয়াশঃ এই মেয়ে শোনো..!!

আলো দাড়িয়ে পিছনে তাকালো..!!

আলোঃ কিছু বলবেন স্যার??

আয়াশ আলোর সামনে গিয়ে বললো..!!

——সেদিন তোমাকে থাপ্পর মেরে। আমি একটুও শান্তি পাইনি..!!

আলোঃ মানে??

আয়াশঃ আচ্ছা তুমি এমনিতে কালো। তার উপর এরকম সেজে থাকো কেন?? এইযে কালো ফ্রেমের সাইন গ্লাস, মাস্ক। এসব কেন পড়ে থাকো??

আলোঃ ধরে নিন না স্যার আমি কালো। তাই আমি এমন থাকি যাতে এই সমাজের। ফর্সা ভাল চেহারার আড়ালের কোনো। অমানুষের সাথে মিশে না যাই..!!

বলে আলো ১মিনিটও দাড়ালো না। এদিকে আয়াশ আলোর বলা কথাগুলোর। মানে বের করার চেষ্টা করছে। আয়াশ কি মনে করে আবার চলে গেলো। কেবিনে গিয়ে ভাবতে লাগলো। সেদিন মীরা মেয়েটার কথা..!!

মীরা চোখ বন্ধ করার সাথে সাথে। আয়াশ ঠাস করে একটা চড় মারে। মীরা আয়াশের শার্ট খামচে ধরে। আর আয়াশ জোরে মীরার কোমর। যেটা দেখে যে কারোর পিছন থেকে মনে হবে। ওরা মেবি লিপকিস করছে আলো ও তাই ভাবে। আলো বেরিয়ে যেতেই মীরা বলে..!!

——বেবী তুমি আমাকে মারলে??

আয়াশঃ জাস্ট সাট আপ এন্ড ডোন্ট কল মি বেবী..!!

মীরাঃ হঠাৎ কি হলো তোমার??

বলে আয়াশ কে জড়িয়ে ধরে। আয়াশ আরো একটা থাপ্পর মেরে। রাগে ফোস ফোস করতে করতে বলে..!!

——খবরদার আমাকে টাচ করবি না। স্টুপিড মেয়ে তুই কি ভাবছিস?? আমি এখানে তোর চাহিদা মেটাতে বসেছি??

মীরাঃ আয়াশ এমন করো না প্লিজ..!!

আয়াশ বাঁকা হাসি দিয়ে বলে..!!

——বেবী তোমার ঠোটের লিপস্টিক ক্লিন করো..!!

মীরা ভাবে মেবি আয়াশ কিস করবে তাই বলছে। মীরা তাড়াতাড়ি লিপস্টিক মোছে..!!

মীরাঃ ডান..!!

আয়াশঃ নাউ স্মাইল বেবী..!!

মীরা হেসে দেয়..!!

আয়াশঃ ব্যাগে নিশ্চয় লিপস্টিক আছে??

মীরাঃ ইয়েস বেবী..!!

আয়াশঃ বের করো ফাস্ট..!!

মীরা বুঝতে পারছে না কিছু তবুও বের করে..!!

মীরাঃ বের করেছি কিন্তুু কি করবে??

আয়াশঃ আমি করবো না কিছু। তুমি হাসতে হাসতে বের হবে। এন্ড বাইরে বেরিয়ে লিপস্টিক লাগাবে..!!

মীরাঃ কিন্তুু তুমি তো আমাকে কিস করলে না..!!

আয়াশঃ জাস্ট সাট আপ ননসেন্স। তোর এখনো মনে হচ্ছে?? আমি আয়াশ তোকে কিস করবো?? আমি যা বলছি সেটা কর বের হয়ে যা। আর যা বললাম তাই কর নাহলে। আমি কি করতে পারি তোর জানা আছে। নাউ জাস্ট গেট আউট ফ্রম মাই কেবিন..!!

মীরা আয়াশের কথামতো বেরিয়ে আসে ভয় পেয়ে। আর বাইরে এসে নকল হাসি দেয়। এন্ড লিপস্টিক লাগায় তারপর চলে যায়..!!

আয়াশঃ কোথায় তুমি মিষ্টি??






আয়াশ হসপিটাল থেকে বাড়ি আসে। এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর নিচে গিয়ে লান্চ করে সোফায় বসে..!!

রাইমা খাঁনঃ আয়াশ..!!

আয়াশঃ কিছু বলবেন??

রাইমা খাঁনঃ একটা কথা রাখবি বাবা??

আয়াশ অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম রাইমা খাঁন আয়াশ কে বাবা বললো। আয়াশ তাচ্ছিল্য হেসে বললো..!!

——এজিভ যদি ছোটবেলায়। আমাকে এভাবে ডাকতেন। তাহলে হয়তো আমি এনিওয়ে ছাড়ুন। কি বলবেন তাড়াতাড়ি বলুন..!!

রাইমা খাঁনঃ তুই এমন করিস না আয়াশ। এতটা কি করে পাল্টে গেলি?? তোর পাপা কে ও মানিস না কেন আয়াশ??

আয়াশঃ আই হ্যাব নাথিং টু সে মিসেস খাঁন..!!

বলে আয়াশ উঠে গেলো। রুমে যাবে বলে তখনি শুনতে পেলো। দরজায় অনবরত কেউ কলিং বেল বাজাচ্ছে। আয়াশের মেজাজ গরম হয়ে গেলো। এভাবে কেউ বেল বাজায়?? আয়াশ হনহন করে গেলো দরজা খুলতে। দরজা খুলেই আয়াশ স্তব্ধ হয়ে গেলো। নিজের চোখ কে বিশ্বাস করতে পারছে না। চোখ দিয়ে পানি পড়ছে তবে খুশির। রাইমা খাঁন ও স্তব্ধ হয়ে দাড়িয়ে আছে। যাকে কবর দিয়েছে কয়েকটা বছর মৃত ভেবেছে। সে কি না সামনে দাড়িয়ে আছে..!!

২দিন পর আয়াশ আবার অংশ কে দেখলো। না চাইতেও আয়াশের ঠোটের কোনো হাসি ফুটে উঠলো। আয়াশ মুচকি হেসে এগিয়ে গিয়ে বললো..!!

——হেই চ্যাম্প হাউ আর ইউ??

অংশ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে..!!

আয়াশঃ হোয়াট হ্যাপেন্ড??

অংশঃ চ্যাম্প আমাকে পাপা বলে। তুমিও বললে তাই ভাবছি..!!

আয়াশ কিছুটা অবাক হলো..!!

আয়াশঃ তোমার পাপার নাম কি??

অংশঃ আমার পাপার নাম রিশান..!!

আয়াশ কিছু বলতে যাবে তারআগেই। অংশ পাপা বলে দৌড় দিয়ে চলে গেলো। অংশ গিয়ে রিশানের কোলে উঠলো। আয়াশ মুখ দেখার চেষ্টা করছে। বাট পারছে না রিশানের পিঠ দেখতে পারছে শুধু। রিশান গাড়িতে উঠে চলে গেলো..!!

আয়াশঃ কে এই রিশান?? কেমন চেনা চেনা লাগলো..!!






৩দিন পর আজকে আবার। পুল পার্টি হচ্ছে যথারীতি। আয়াশ নিজেকে ব্যাড বয় হিসেবে। সবার সামনে প্রেজেন্ট করছে বাট। পুল পার্টি হলেও আজকে আয়াশ শার্ট খোলেনি। এমনি একটা থ্রি কোয়াটার প্যান্ট পড়া। রায়া ন্যাকামি করে বললো..!!

——বেবী শার্ট খোলোনি কেন আজ??

আয়াশঃ তাতে তোমার কি হ্যা?? সব ব্যাপারে নাক গলানো চাই তোমার তাই না??

আলো ও সেখানে এলো। হঠাৎই একটা ছেলে আলোর কোমর ধরলো..!!

আলোঃ আরে কি করছেন??

ছেলেটাঃ চুপ কোনো কথা না। তুমি তো কালো কেউ নিশ্চয় তোমাকে টাচ করেনা। আমি তোমাকে টাচ করেছি। তোমার তো খুশি হওয়ার কথা..!!

আলোঃ ছাড়ুন আমাকে নয়তো..!!

ছেলেটাঃ নয়তো কি?? এখানে আমার আরো ফ্রেন্ডরা আছে। চুপচাপ থাকো নাহলে গুলি করে দেবো..!!

আলোঃ তাই?? তা কোথায় আপনার পিস্তল??

ছেলেটা সত্যি সত্যি পিস্তল বের করলো। আলো সাথে সাথে ছেলেটার পায়ে। নিজের উচু হিল দিয়ে পাড়া দিলো। ছেলেটার হাত থেকে একটানে পিস্তল নিয়ে। সাথে সাথে দুই পায়ে গুলি করলো। মিউজিক অফ হয়ে গিয়েছে সবাই অবাক। হা করে তাকিয়ে আছে আয়াশ নিজেও। ছেলেটাকে গুলি করার পর ওর চ্যালারা এলো। আলো একাই সবাই কে মেরে শুইয়ে দিলো। আলোর মাস্ক আর চশমা পড়ে গিয়েছে। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেলো আলো অন্যদিকে ফেরা। চেঁচিয়ে বলে উঠলো..!!

——আর কেউ আসবি নাকি?? আয় আমি একাই শেষ করবো সবাই কে। আমি আর উইক নই অবশ্য ছিলাম ও না। শুধু কখনো শো করিনি আয়। কসম আল্লাহর এখানেই পুতে ফেলবো..!!

বলতে বলতে আলো ঘুরে তাকালো। আয়াশ যেন থমকে গেলো..!!
·
·
·
চলবে……….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here