Journey by Relation #পর্বঃ ৪ শেষ

#গল্পঃ Journey by Relation
#পর্বঃ ৪ শেষ
#লেখাঃ কামরুল ইসলাম ইথান

আজকে বিশেষ করে তায়্যিবার কথা খুব মনে পড়ছে। কিছুুতেই ঘুম আসছে না। পরে কখন যেন চোখটা লেগে গেছে। ফজরের সুমধুর আজানের শব্দে ঘুম ভেঙ্গে গেল। তাড়াতাড়ি উঠে, ফ্রেশ হয়ে ওজু করে তায়্যিবার বাবা মানে আংকেল কে ডাক দিয়ে মসজিদে চলে গেলাম। পরে নামাজ পড়ে তায়্যিবার বাবা সহ তায়্যিবার অনান্য আত্মীয়-স্বজনদের এবং ইমাম সাহেব কে নিয়ে চলে গেলাম তায়্যিবার কবরের পাশে।

ইমাম সাহেব দোয়া করল। পরে বাসায় চলে আসলাম। মাথাটা খুব ব্যাথা করছে তাই বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম বিছানার বুকে এবং মাথা রাখলাম বালিশের কোলে। গতকালের জার্নি, তার উপর রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হওয়ায় বিছানায় যাওয়ার সাাথেই হারিয়ে গেলাম সপ্ন রাজ্যে।

মাথায় নরম হাতের হালকা স্পর্শে ঘুম ভাঙল। চোখ মেলে দেখলাম যা, তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দেখলাম সুইটিকে! আমি শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসে পড়লাম।

– একি আপনি এখানে কেন? আর আমার মাথায় আপনি হাত দিলেন কোন সাহসে?
– মাথায় হাত দেওয়ার জন্য আমি দুঃখিত। আমি আপনার কফি নিয়ে এসেছিলাম। এই নেন আপনার কফি। আংকেলই দিতে বলেছে।
– ওকে ঠিক আছে। ওটা ওই টেবিলে রেখে চলে যান।

সুইটি কফি রেখে বের হয়ে গেল। পরে কফিটা খেয়ে নীচে চলে এলাম। নিচে গিয়ে তো পুরাই থ হয়ে গেলাম আমি। একি আমার বাবা মা এখানে কী করছে? আসলো ও বা কখন? আমাকে তো ফোন করেও বলেনি যে, আমরা আসছি। আসারই যদি হতো তাহলে কালকে কত করে বললাম আমার সাথে আসতে বাট আসলো না। কিন্তু আজ হঠাৎ এসব কথা মনে মনে ভাবতেছিলাম। তায়্যিবার বাবার ডাকে সোফায় গিয়ে মায়ের পাশে বসে পড়লাম।

– বাবা তোমরা কখন এলে?
– রাতের গাড়ি ধরে। ফজরের পরপরই তোর আন্টির বাসায় এসে পৌঁছেছি আর এখানে এসেছি ১ ঘণ্টার মতন হলো।

বাবা আর আংকেল গল্প করছে। এই ফাঁকে মাকে জিজ্ঞেস করলাম, আসার কারণ কি?
– পরেই বুঝতে পারবি।
– কি পরে বুঝতে পারব? এখনি বলো বুঝাবুঝির কিছু নাই এখানে।
– ধুর যা তো এখান থেকে।

কিছু না বলে চলে গেলাম। সবাই কে দেখে কেমন জানি আমার কাছে সন্দেহ লাগছে। কি যেন সবাই আমার থেকে লুকোনোর চেষ্টা করছে। কারোর মতিগতি কিছুই বুঝতে পারছি না আমি। সুইটিকে দেখি একবার আমার আশেপাশে আবার কখনো দেখি মায়ের সাথে। কিচ্ছু ভালো লাগছে না। পরে একপর্যায়ে বুঝতে পারলাম, সবার মতলব।

সবাই মানে বিশেষ করে তায়্যিবার বাবা-মা চাইছে, তায়্যিবার জামায় বানাতে পারেনি। কিন্তু সুইটি! মানে আপন না হলেও আপনের থেকে কম না। সুইটিকে তারা তাদের নিজেদের মেয়েই মনে করে।সায়মার জামায় বানিয়েই ছাড়বে। সুইটি যে সুন্দরী নয়, বিষয় কিন্তু সেটা না। সুইটি ও অত্যান্ত সুন্দরী। তায়্যিবার সাথে সুইটির অনেকদিকই মিল আছে। তবে আমার এই বিয়েটাতে কোনো মত নেই বললেই চলে। তাই তো মায়ের কাছে চলে গেলাম।

– মা এটা কি হচ্ছে? আর কি শুনছি আমি?
– যা শুনতেছিস ঠিকই শুনতেছিস। আর ওটাই হবে।
– মা তুমি আমাকে এমন জোর করতে পারো না। তায়্যিবার মৃত্যু দিন ছিল গতকাল। ১বছর হতে না হতেই বিয়ে করব? তাও আবার তায়্যিবারই বোনের সাথে?
– বিয়ে এখনি করতে হবে সেটা কেউই বলেনি। তোকে যতবার বিয়ের কথা বলেছি ততবারই তুই তায়্যিবার কথা বলেছিস। এখন আমি কোনো কথা শুনতে চায় না। তায়্যিবা তো বেঁচে নেই এখন আর…

– থামো, মা। কি বললে তায়্যিবা বেঁচে নেই? তায়্যিবা এখনো বেঁচে আছে।
– কিহ! তায়্যিবা বেঁচে আছে? কোথায়?
– তায়্যিবা আমার বুকের ভিতর বেঁচে আছে আর ও সারাজীবন ওখানে বেঁচে থাকবে।
– থাম, অনেক হয়েছে। এখন তোর বিয়ে করতেই হবে।
– মা আমার কথাটা তো বোঝো।
– সুইটির কোনদিকটা খারাপ আছে? কোনদিকটা কমতি আছে? তাছাড়া তায়্যিবার বাবা-মা রাজি, সুইটিও না বলবে না। ওরা যখন চাচ্ছে তখন তোর এত অসুবিধা কেনো? তুই যেরকম করতেছিস মনে হচ্ছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে।
– মা এটকে বলে সত্যিকারের ভালোবাসা। তুমি বুঝবে না। তোমাকে বলে লাভ নাই। বুঝলে আমাকে এতটা প্যারা দিতে না। আমাকে আমার রাস্তা নিজেরই বের করতে হবে।

এটা বলে চলে গেলাম ছাদে। ছাদে দাড়িয়ে সূর্য দেখছি আর তায়্যিবার কথা ভাবছি। কিছুই ভালো লাগছে গা। সন্ধে হয়ে ও যাচ্ছে। ছাদ থেকে নেমে সোজা আমার রুমে চলে গেলাম। মাগরিবের আজান হলে রুমেই নামাাজ পড়ে নিজের ব্যাগ গোছাতে লাগলাম। এখানে আর এক ঘন্টাও থাকা যাবে না।

বেলকুনি দিয়ে ব্যাগ টা নিচে নামালাম রশির সাহায্যে। এবার বাইরে বের হলাম রুম থেকে। পুরো বাড়ির লোকজন যারযার কাজে ব্যস্ত। কারোর নজর ও আমার উপর নেই। এই তো অবিরাম সুযোগ। মনে মনে একটা ডেবিল মার্কা হাসি দিয়ে আস্তে করে সদর দরজার বাইরে বের হয়ে গেলাম।

যাক বাবা শেষ পর্যন্ত সমস্যা ছাড়াই বাইরে বের হতে পেরেছি। ব্যাগটা কুড়িয়ে নিয়ে খুব দ্রুত হাটছি। কিছুদূর এগিয়ে গেলেই কোন না কোন যানবাহন মিলে যাবে। অন্ধকার নেমে এসেছে। আশেপাশে তিন চার হাতের বেশি দেখা যাচ্ছে না। মনের আনন্দে হাটতে লাগলাম হঠাৎ কিছু একটা দেখে থমকে দাড়ালাম।

কেউ একজন আমার সামনে আমার পথ আটকে দাড়িয়ে আছে। মেয়েই তো লাগছে। চুলগুলো হাওয়ায় উড়ছে। মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। ভাবলাম কোনো পেতনী তো নয়?.কাছে এগোলাম, ওমা একি যা দেখলাম, যদি পেতনী হত তাহলে ও এতটা অবাক হতাম না। সুইটি দাড়িয়ে আছে ওখানে।

– কোথায় যাচ্ছেন? চলে যাচ্ছেন এভাবে কাউকে কিছু না জানিয়ে? আমি তো বুঝতে পেরেছিলাম আপনার মতলব। তাই তো আপনার আগে এসে এখানে দাড়িয়ে ছিলাম। আপনি এ বিয়ে করতে চান না, এটা পরিষ্কার করে বলে দিলেই পারতেন। এভাবে লুকোচুরি খেলার তো কিছু নেই। আমি চেয়েছিলাম তায়্যিবা হয়ে আপনার জীবনে বেঁচে থাকতে। আমি চেয়েছিলাম আপনার এই অন্ধকার মনে একটু বাতি জ্বালাতে। আমি চেয়েছিলাম আপনার এই অগোছালো জরবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে। ঠিক আছে। আপনি যখন এসব চান না তাহলে আমি আর জোর করে কিছু করতে চায়না। যেতে পারেন।

কথাগুলো আমার হৃদয়ে গিয়ে আঘাত হানছিল। এত সময় আশে পাশে খেয়ালই করিনি। এখন দেখি বাড়ির সবাই এখানে। মা এসে সজোরে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল,

– তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তুই এরকম একটা কাজ করবি আমি এটা ভাবতেই পারছি না। আচ্ছা যাই হোক আমার জন্য কি এই বিয়েটা করা যায় না? তাছাড়া বিয়েটা যে, আজকেই করতে হবে তাতো না আর সুইটি মেয়েটাও অনেক লক্ষী একটা মেয়ে। দেখিস তোকে অনেক ভালো রাখবে সুইটি। এখন বল তুই কি করবি?

আমি কিছুই বুঝতে পারছি না। কেউ আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। এখন আবার একটা প্রশ্নের সম্মুখীন করে দিল আমার মা। এতগুলে মানুষের ভিড়ে আমার চোখ দুটো একজন মানুষকে খুজছে আর সেই মানুষটা হল আমার বাবা। যাক পেয়েও গেলাম। বাবা মাথা নাড়িয়ে মায়ের উত্তরে হ্যা জবাব দিতে বলল। দেখলাম বাবা চোখের পানি মুছছে। আমিও মাথা নাড়িয়ে মাকে হ্যা বলে দিলাম।

পরে পাঁচদিন পর আমাদের বিয়ে হলো। আর আজকে বিয়ের এক বছর। ঠিক আজ থেকে এক বছর আগে এই দিনেই আমাদের বিয়ে হয়েছিল। এখন আমি অফিসে বসে আছি আর সুইটির ঐ কথাগুলো ভাবছি। আসলেই সুইটি আমার জীবনে বাতি জ্বেলে দিয়েছে। জীবনটাকে সাজিয়ে দিয়েছে। ও আমার জীবনে তায়্যিবা হয়েই বেঁচে আছে।

আজ আমাদের বিবাহ বার্ষিকী বাড়িতে তেমন কোনো আয়োজন করা হয়নি। এখন কিছু চকলেট আর কিছু ফুলের মালা নিয়ে বাসায় যাব। এগুলো আমি বাসায় যাওয়ার সময় প্রতিদিনেই নেয়। কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস ও নেব কিন্তু আপনাদের বলব না।

আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের (Wish) করুন। Wish না করে কেউ যাবেন না।

সমাপ্ত.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here