#অনুভূতিটা_ছিল_ভালোবাসার
#পর্ব_১৪ শেষ
#মেহরাজ_হোসেন_রনি
আমি জারাকে সব বুঝিয়ে বললাম।।জারা বলল তাহলে এখন কি করবি।।
বললাম রাফি মনে হয় আজ মিমকে প্রপোজ করবে।।।
জারা খুশি হয়ে বলল সত্যি।।
-হ্যা।
-তাহলে খুব ভালো হবে।
-আচ্ছা শুন।।
-হুম বল
-চল তানিয়া ভাবিদের বাসা থেকে ঘুরে আসি।।
-তুই যদি যাস তাহলে আমিও যাব।।।
-আচ্ছা চল তাহলে।।
-কিন্তু?
-কিন্তু কি?
-রাকিব না আজকে মিমকে প্রপোজ করবে??
-ওহ হ্যা।আমি তো ভুলেই গিয়েছিলাম।।
তারপর আমি গিয়ে রাফিকে বললাম এখন মিমকে প্রপোজ করতে।।রাফিও আমার কথা মত মিমকে প্রপোজ করতে গেল।।।
কিন্তু এটা কি হল।।মিম রাফিকে না করে দিল।আর বলল রাফি ভাই আপনাকে দিয়ে এই কথা আশা করি না।।
মিম আরো কিছু কথা বলল যেটা শুনে আমাদের মনে হল রাফি হয়তো আর মিমের সামনে যাবে না।।
কিন্তু আমাদের ধারনা ভুল প্রমাণিত হল।।
রাফি আমাদের কাছে এসে বলল দেখছিস মিম যে কথা গুলো বলেছে সেখানে একবারও বলে নাই আমাকে ভালবাসা ওর পক্ষে সম্ভব নয়।।
আমি মিমকে দেখে বুঝেছি।।আর একদিন ঠিক মিমও আমাকে ভালবাসবে দেখিস।।
হায়রে পাগল প্রেমিক তোকে দিয়েই সম্ভব।।তারপর আমরা সবাই কিছুক্ষণ সেখানে ঘুরলাম ।।
তুহিন মিমকে নিয়ে বাসায় চলে গেল।আর রাফি আলাদা করে বাসায় গেল।।
আমি জারা আর জেরিন চলে গেলাম ভাবিদের বাসায়।।
সেখানে গিয়ে দেখি ভাবি আর রিয়া বসে গল্প করছে।।
আমাকে দেখে ভাবি আর রিয়া অনেক খুশি।।জারাকেও রিয়া আর রাকিবের বিষয় সব বললাম।।
জারাও শুনে খুশি হল।।সারাদিন আমরা আড্ডা দিলাম।।রাতে জারা আর জেরিনকে বাসায় দিয়ে এসে আমিও বাসায় চলে গেলাম।।
দিনকাল আমাদের এইভাবে চলছে।।
রাকিব এখন একটা চাকরী পেয়েছে।।রিয়া এখনো ভাবিদের বাসায় থাকে।।কিছু দিনের মধ্যে রাকিব আর রিয়া বিয়ে করবে।।
রাফি এখনো মিমকে মাঝেমাঝে প্রপোজ করে।। কিন্তু মিম কিছুই বলে না।।মাঝেমধ্যে মিমকে দেখতে ওদের বাসায় যায়।।
রাফি মনে করে একদিন না একদিন মিম ঠিক রাজি হবে।।তুহিনও রাফিকে কিছুটা সাহায্য করে কিন্তু সেটা লুকিয়ে।।
রাসেল ভাইয়া আর তানিয়া ভাবির একটা মেয়ে হয়েছে।।নাম জান্নাত সবার আদরের।।জেরিন প্রায় বাসায় এসে জান্নাতের সাথে খেলা করে।।বলতে গেলে জান্নাতের জন্য পুরাই পাগল।।
মামি এখন মাঝেমধ্যে বাসায় যেতে বলেন।।বাসায় গেলেই জামাই আদর।।আমার সব পছন্দমত খাবার রান্না করে।।বিয়ের আগেই জামাই আদর যেটা সবার সৌভাগ্য হয় না।।।
আর জারা।সে তো এখন সবাইকে বলে বেড়ায় আমি নাকি ওর বর।।আমাদের নাকি বিয়েও হয়ে গেছে।।ভার্সিটি প্রায় সবাই জানে এই কথা।।এখন আর আমাকে মারে না।।
বেশির ভাগ সময় এখন জারা আর আমি একসাথে থাকি।।।
জারা আমার জন্য ভিন্ন ভিন্ন খাবার রান্না করে আমাকে খাওয়ায়।।এটা নাকি ওর ভাল লাগে।।
আর আমি।।আমি এখন জারার সাথে ছাদে বসে আছি।।
আমি বসে আছি আর জারা আমার কোলে বসে আমাকে জরিয়ে ধরে গল্প করছে।।
-সমাপ্ত