তোমার প্রণয় নগরে,পর্ব- ২৭
উর্মি প্রেমা (সাজিয়ানা মুনীর)
কনকনে শীতের রাত। বাবার মুখোমুখি বসে থরথর কাঁপছে সায়রা। শীতের প্রবণতায় নয়, বাবার রুষ্ট মুখের গম্ভীর ভাব দেখে। এই প্রথমবার বাবার সাথে দৃষ্টি মিলাতে পারছেনা সে। ঘর ভর্তি লোকজন। অপরাধবোধ, ভয়, আড়ষ্টতা সকল অনুভূতি আজ ঝেঁকে ধরেছে তাকে। মাহির আহমেদ মেয়ের দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই মেয়েকে নিয়ে এতকাল গর্ব করে এসেছে সেই মেয়ে কিনা এমন একটা কাজ করল! হুট করে বিয়ে করে নিলো? এত বছরের আদর আহ্লাদ সব কিছু এমনি এমনি ভুলে গেল! কোথায় রইল মানসম্মান নীতিজ্ঞান? পাঁচটা মানুষের সামনে কি করে মাথা তুলে দাঁড়াবেন তিনি? রাগে কষ্টে বুকটা প্রচণ্ড কাঁপছে। জলে চোখ টলটল করছে। কন্ঠে একরাশ ক্রোধতা ঢেলে গজগজ করতে করতে বললেন,
–” বিয়েটাকে তোমরা কি মনে করেছ! ছেলেখেলা এটা? রিতী নেই- নীতি নেই , হুট করে বিয়ে করে নিলে! সমাজে মুখ দেখাব কি করে? এসব করার আগে বাবা মা পরিবারের কথা একবার ভাবলে না তোমরা! আরসাল না হয় পরের ছেলে তাকে বলে কি লাভ। তুই তো আমার মেয়ে সায়রা, তুই কি করে পারলি এমনটা করতে? এসব করার আগে বাবার কথা একবার ভাবলি না? তোর ছোট বড় বাড়িতে আরো দুইটা মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ কি হবে তা ভাবলি না! আরসালকে যদি তোর পছন্দই ছিল একঘর লোকের সামনে বিয়ে ভাঙ্গলি কেন! কেন আমাদের মুখে চুনকালি মাখালি!”
সায়রা লজ্জা অপরাধবোধে মাথা নুয়ে ডুকরে ডুকরে কাঁদছে। কান্নার বেগ ধীরেধীরে বাড়ছে তার। আরসাল সায়রার পাশেই বসে ছিল। সায়রার ডুকরে কান্না আরসালের হৃদয় ছিন্নবিচ্ছিন্ন হচ্ছে। আলতো হাতে সান্ত্বনা স্পর্শে সায়রার হাতে হাত ছোঁয়াতেই ছিটকে সরিয়ে দেয় সায়রা। আরসালের দিকে রক্তিম ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। সায়রার দৃষ্টি স্পষ্ট বলছে”সব শেষ করে এখন কি চাই আপনার? কেন এই মিছে সান্ত্বনা!” আরসাল বুঝল সেই ভাষা। কিন্তু দমল না সে, আরো পোক্ত করে হাত চেপে ধরল সায়রার! শক্ত আওয়াজে বলল,
–” ছোট আব্বু! মানছি আমরা পূর্বে যা করেছি, ভুল করেছি। কিন্তু আমাদের বিয়েটা কোন ভুল না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের হুট করে বিয়ে করাটা উচিত হয়নি, কিছু কারণে এমনটা করতে হয়েছে। আমার ভয় ছিল সায়রাকে হারাবার। বড্ড ভালোবাসি সায়রাকে। আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না, তবুও যদি কষ্ট পেয়ে থাকেন দুঃখীত! ”
আরসালের কন্ঠে বিন্দুমাত্র অপরাধবোধ নেই। বরং তার প্রখরতা দেখে মনে হচ্ছে সে অপরাধ না বড় কোন গর্বের কাজ করেছে। হতভম্ব সায়রা। কেউ এতটা কাঠখোট্টা কি করে হয়! বিন্দুমাত্র লজ্জাবোধ নেই মানুষটার। বাবা মা বাড়ির ছোটবড় সবার সামনে ভালোবাসার কথা গলা ফাটিয়ে বলছে। লজ্জা ভয়ে মিশে যাচ্ছে সায়রা। আরসালের বাবা আহনাফ খাঁন প্রখর আওয়াজ তুলে বললেন,
–” বেয়াদবির সব সীমানা অতিক্রম করছ আরসাল! কাউকে না জানিয়ে বিয়ে করছ কোথায় মাথা নুয়ে থাকবে! তা নয় তুমি বড় গলায় ভালোবাসার কথা জানাচ্ছ সবাইকে!”
–” কয়েক মাস আগে তোমাদের সায়রাকে পছন্দ ছিল, বাগদান হয়েছে আমাদের , বিয়ে করাতে চেয়েছিলে! আজ যখন আমরা বিয়ে করেছি তোমাদের সমস্যা হচ্ছে কোথায় বাবা? যদি তোমাদের কোন সমস্যা থাকে স্পষ্ট ভাষায় বলে দেও আমার বউ নিয়ে আমি অন্য কোথাও চলে যাবো। বউকে ভালো রাখার মত যথেষ্ট সামর্থ আছে আমার!”
ছেলেকে ক্ষান্ত করতে গিয়ে নিজেই ক্ষান্ত হয়ে গেল আহনাফ সাহেব। আরসালের রাগ জেদ সম্পর্কে ছোট থেকে অবগত তিনি। তিনি জানেন আরসাল মুখে যা বলে তা করেই ছাড়ে। রাগানো যাবেনা তাকে, দেখা যাবে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে। দ্বিতীয়বার বাড়ির দিকে মুখ ফিরে চাইবে না। তখন কি করবেন তিনি। একমাত্র সন্তান আরসাল। সবার সামনে যতই কঠোরতা দেখাক, আড়ালে ছেলের জন্য ঠিকই বুক ফাটে। নিঃসন্দেহে, বলা যায় ছেলেকে প্রচণ্ড ভালোবাসেন তিনি!
মাহির আহমেদ থম মেরে মেয়ের মুখপানে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি। আরো কিছুক্ষণ চুপ থেকে নীরবতা মাড়িয়ে আওয়াজ তুলেন,
–” আমার মেয়ে! বিয়ে করেছিস! ফেলে তো দিতে পারি না! কিন্তু আজকের পর থেকে তোর আর আমার কোন সম্পর্ক থাকবেনা। সমাজের, দুনিয়ার সামনে তুই আমার মেয়ের পরিচয়ে থাকলেও মন থেকে তোকে চিরতরে তেজ্য কন্যা করলাম!”
সায়রা চিৎকার করে কেঁদে উঠল। মাহির আহমেদ জায়গা ছেড়ে ঘরে চলে গেল। নিজেকে দিশেহারা লাগছে সায়রার। সায়রা কান্না ভেজা কন্ঠে বারংবার ‘বাবা,বাবা’ ডেকে যাচ্ছে সে। শুনল না মাহির আহমেদ। মুখের উপর দরজা বন্ধ করে দিলো। পাশের ঘর থেকে আরমিন বেরিয়ে এলো। চোখমুখ রক্তিম, ফুলে আছে। সায়রা হতাশা ভারী শ্বাস ফেলে আরমিনের দিকে দু কদম বাড়াতেই আরমিন থামিয়ে দেয়। গর্জন তুলে,
–” এত অভিনয়, এত ছলচাতুরীর কি দরকার ছিল সায়রা? আরসাল ভাইকে তুই ভালোবাসিস! তবে কেন আমাকে মিথ্যা আশা দিলি! তোর পেটে পেটে এত শয়তানি জানা ছিল না আমার!”
–” আপা আমার কথাটা একবার শুনো!”
–” কি শুনবো তোর কথা? কি শুনবো?”
ততক্ষণে আরসাল সেখানে চলে এসেছে। আরসালকে দেখে আরমিনের গর্জন কমে এলোও। ক্ষান্ত হলো না। গজগজ করতে করতে আরসালের দিকে প্রশ্ন ছুড়ল,
–” আপনি সেদিন সায়রার জন্য আমাকে রিজেক্ট করেছিলেন? সায়রারই কি সে মেয়ে যাকে এতবছর ভালোবেসে এসেছেন?”
–” যেখানে উত্তর তোমার জানা, সেখানে প্রশ্ন করাটা বোকামি আরমিন”
আরমিন কয়েক পলক আরসালের দিকে তাকিয়ে। অতি কষ্টে হুট করে কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল,
–” আমাকে ভালোবাসলে কি এমন ক্ষতি হতো আরসাল ভাই? আমি কি সুন্দর নাহ! আমি সব দিক দিয়ে সায়রা থেকে এগিয়ে! আমাকে কেন ভালোবাসা যায়না! আমার সামান্য ক্ষীণতাই কি কারণ!”
আরসালের অতি শান্ত উত্তর,
–” ভালোবাসা সৌন্দর্য বা দোষগুণ বিচার করে হয়না আরমিন। না জোর খাটানো যায়। এটা ভীষণ আপেক্ষিক জিনিস। যা হুট করে হয়ে যায়! আমি চিরকাল সায়রাকে ভালোবেসে এসেছি! আর ভালোবাসব! আই থিংক তুমি যথেষ্ট ম্যাচিউর! এমন বাচ্চাদের মত আবদার তোমাকে মানায় না!”
আরমিন কেঁদে যাচ্ছে তো যাচ্ছেই। সায়রা আরমিনের দিকে এগিয়ে আসতেই ধমকে উঠে। তড়াক করে উঠে দাঁড়িয়ে চিৎকার করে,
–” বিশ্বাসঘাতক! ছুঁবি না আমাকে! তোর চেহারাও দেখতে চাইনা আর।”
আরমিনকে ধমকে উঠে আরসাল। দাঁত চিবিয়ে চিবিয়ে গর্জন করে,
–” বেয়াদবির লিমিট ক্রস করছ আরমিন! ভুলেও ওর দিকে আঙ্গুল তোলার সাহস করো না। ফল ভীষণ বাজে হবে!”
আরমিন চুপ করল। ফোঁসফোঁস করতে করতে নিজের ঘরের দিকে পা বাড়াল। সায়রা পিছন পিছন যেতে নিলে, আটকাল আরসাল। গম্ভীর আওয়াজে বলল,
–” ওকে ওর মত থাকতে দে!”
শুনল না সায়রা। আরসালের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে হাত ছাড়িয়ে পিছুপিছু গেল। আরমিনের দরজার সামনে দাঁড়াতেই দরজা ঠেলে মুখের উপর দরজা বন্ধ করে দিলো আরমিন। দরজার কোণা এসে সায়রার ডান পায়ে লাগল। বৃদ্ধাঙ্গুলির নখ উঠে গেছে। গলগল করে রক্ত ঝরছে। ‘মা গো’ বলে মাটিতে বসে পড়ল সায়রা। আরসালের কর্ণকুহরে সায়রার আর্তনাদ পৌঁছাতেই ছুটে আসলো। দেখল- মাটিতে বসে কান্না করছে সায়রা। হাত দিয়ে পা চেপে ধরে কাঁদছে । হাত রক্তে মাখামাখি! গর্জন করে উঠল আরসাল,
— ” বলেছিলাম! শুনলি না তো!”
রাগে ফোঁসফোঁস করতে করতে সজোরে কয়েকবার আরমিনের দরজায় লাথি মারল আরসাল। কেঁপে উঠল সায়রা। আচমকা মাটিতে বসে, সায়রার ওড়নার কোণা ছিঁড়ে আঙ্গুলে বেঁধে দিলো। কোলে তুলে নিলো সামনের দিকে পা বাড়িয়ে। গজগজ করে বলল,
–” এই বেয়াদবের সাথে, তোকে দ্বিতীয়বার কথা বলতে যেন না দেখি!”
উত্তর দিলো না সায়রা। চুপ করে রইল। শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকল।
.
রাত দুইটা। অন্ধকার ঘরটায় টিমটিম হলুদ আলো জ্বলছে। মাথা নুয়ে বিছানায় বসে আছে সায়রা। চোখ তখনো জলে টলোমলো! আরসাল হাঁটু ভেঙ্গে কাটা আঙ্গুলে ড্রেসিং করে দিচ্ছে। ঔষধ লাগাতেই ‘আহ!’ আর্তনাদ করে উঠে সায়রা। চোখ তুলে সায়রার মুখপানে একবার তাকায় আরসাল। ঠোঁট কামড়ে সহ্য করছে। আঁখিদ্বয় জলে ছলছল। চোখমুখ ব্যথায় নীল হয়ে আছে। ধীরেধীরে ফুঁ দিয়ে ব্যান্ডেজ করে দেয় আরসাল। ব্যান্ডেজ শেষে, সায়রার কোলে মাথা রেখে আবেশে চোখ বুজে নেয়। শরীর ভীষণ ক্লান্ত। বারংবার নিদ্রায় চোখ ভারী হয়ে আসছে তার। প্রচণ্ড যন্ত্রণায় মাথার তার ধপধপ কাঁপছে। সায়রার হাত টেনে চুলে ডুবিয়ে দিলো! বেশ আবেশ ভারী ঘুমকাতুরে কন্ঠে আবদার করল আরসাল,
–” মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। চুল গুলো একটু টেনে দে!”
দ্বিরুক্তি করল না সায়রা। আরসালের নরম চুলে আঙ্গুল ডুবিয়ে দিলো। আলতো আলতো করে টেনে দিতে লাগল। ধীরেধীরে গভীর ঘুমে ডুব দিলো আরসাল।
চলবে……..