ভালোবাসা সীমাহীন,প্রথম_পর্ব

ভালোবাসা সীমাহীন,প্রথম_পর্ব
লেখনীতেঃInsia_Ahmed_Hayat

প্রচন্ড বৃষ্টিতে রাস্তায় জমে থাকা কাদার পানিতে দুইচার বার লাফ দিলাম এইবার অনেক সুন্দর একদম আমাকে চকলেট চকলেট লাগতেছিলো। জুতা খুলে দুইহাতে দুইটা নিয়ে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য গাড়ি আসবে এবং আমাকে চকলেট বানিয়ে দিয়ে যাবে। হঠাৎ এক পোলা এসে আমাকে জোড়ে ধমক দিয়ে বলে
“এই মেয়ে এইসব কি এই নোংরা পানি দিয়ে ভিজতেছো কেন”
আমি তো ভয়ে শেষ তাকিয়ে দেখি এক পোলা ছাতা নিয়ে আসতেছে। আমি ভাবতাছি এই পোলায় আমাকে ধমক দিলো কেন এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় আমি তাদের বাড়ির ফুল চুরি করে পালিয়েছি। পোলায় বড় বড় চোখ করে আমায় জিজ্ঞেস করে ” নাম কি?”

আমি চারপাশে তাকিয়ে দেখি আশেপাশে কেউ নেই তার মানে আমাকে নাম জিজ্ঞেস করেছে আমি কিছু না বলে খিচ্চা এক দৌড় দিছি আল্লাহ। ওইদিন সেই বাচাটা বেচে গেছিলাম।

আমি রানী ইসলাম। ক্লাস 9 এ পড়ি। আমরা দুই ভাই দুই বোন আমি সবার ছোট তাই নাম আমার রানী মহারানী হাহা। তো আমার মা জীবনেও আমাকে বৃষ্টি তে ভিজতে দেয় না। উনি এতই চালাক যে আমার ব্যাগে ৩৬৫ দিনই ছাতা থাকবে। তো একদিন করলাম কি প্রচুর বৃষ্টি আমার বেস্ট ফ্রেন্ডকে ছাতা ধরিয়ে দিয়ে আমি দৌড়। আমার আবার বৃষ্টি এত পছন্দ যে রাস্তা দিয়ে ভিজতে ভিজতে যাই। আর রাস্তার কাদার পানি জমা থাকে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ি আর ওমনি এক দুইটা চারটা করে গাড়ি যায় আর আমায় ভিজিয়ে দেয়। আজকেও তাই করলাম আর ফলাফল হলো এক অচেনা অজানা ছেলে এসে দিলো ধমক। মনটা খারাপ করে বাসায় দিকে যাচ্ছি।

বাসায় এসে আরেক বিপদ একে তো ভিজে গেছি তার উপর ৬ তলায় উঠতে হবে লিফট নেই। অনেক কষ্টে উঠছি চোরের মত ঘরে ঢুকবো তাই ভাবতাছিলাম বড় আপাকে কিভাবে ডাক দিবো কারন ঘর তো লক। কলিং বেল না বাজিয়ে দরজায় টোকা দিবো যেইভাবা সেই কাজ যেইনা হাত দিয়া টোকা দিমু ওমনি দরজা খুলে গেলো😭 আম্মা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে জানালা দিয়া আমাকে দেখছে আমি যে সাদা স্কুল ড্রেস কাদা মাখিয়ে চকলেট কালার বানিয়ে ফেলছি। সেই মার পড়ছিলো ওইদিন। 😭
এরপর আর কি ওইদিনের ওই ধমকওলা ছেলের কথা ভুলেই গিয়েছিলাম। নিজের মত দিন পার করছিলাম। এরমাঝে বড় আপুর চলে গেলো শ্বশুরবাড়ি। এখন এইবাড়িতে সিংগেল অবলা একমাত্র মানুষ আমি আছি যার বিয়ে নিয়ে সবার অনেক স্বপ্ন।

এরপর আর কি নিজের মতো করে স্কুলে যাই আসি বিন্দাস লাইফ আমার। ঠিক কয়দিন পরের ঘটনা। স্কুল ছুটির পর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার সাদা মন নিয়ে খুটুস খুটুস করে বাসায় যাচ্ছি।প্রচুর বাতাস সে বাতাশে হালকা ভিজে যাচ্ছিলাম। অনেক ইচ্ছা ছিলো ভেজার কিন্তু আমার আম্মার ঝারুর বাড়ি খাওয়ার জন্য ভিজতে পারলাম না। তো আমাদের এলাকা শহরে হওয়ায় আর কলোনি হওয়ায় চারপাশ বিল্ডিং আমি হেটে হেটে যাচ্ছি বাসায় হঠাৎ এমন জোড়ে বাতাস এলো যে আমার ছাতা উল্টায় গেলো 🥺 আর আমি ভিজে একাকার কারন ছাতা ঠিক করতে করতে পাশের বিল্ডিং এর ছাদের পানি আমার মাথায়। রাগে দুঃক্ষে ছাতারে ঢিল মেরে জুতা খুলে হাটা শুরু করি।(এটাই আমার অভ্যাস বৃষ্টিতে জুতা হাতে খালি পায়ে হাটতে ভালো লাগে) কিছুদূর যেতে না যেতেই আম্মার ঝারুর কথা মনে পড়ায় আবার পেছনের দিকে দিলাম দৌড়। স্কুল ড্রেস দুই বেনুনি করা কাদে ব্যাগ আর দুই হাতে দুইটা জুতা বুঝেন এবার পাক্কা কাজের বুয়াটার মতো দেখা যাচ্ছিলো আর সামনেই এক ছেলে হিরোদের মতো স্টাইল করে আমার ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে মানে বুঝেন আশেপাশে কেউ নাই প্রচুর বৃষ্টি কি ভয়ংকর সিন আমাকে মেরে গুম করে দিলেও কেউ টের পাবে না। আমি অবাক হয়ে একবার আমার ছাতার দিকে আরেকবার ছেলেরদিকে তাকাচ্ছি।
মনে মনে বলি “ভাই আমার ছাতাটা দিয়ে দেন নইলে আম্মা ঝারু দিয়ে পিটাবে”
আমি ভয়ে আর ঠান্ডায় কাপাকাপি শুরু। ছেলেটা সামনে এসে আমার দিকে ছাতা এগিয়ে দিয়ে এক লাইন বলল
“তোমার কি বৃষ্টিতে ভেজা ছাড়া আর কোনো কাজ নেই নাকি”

ব্যস এই লাইন শুনে আর কোনো দিকে তাকাইনি ছাতা টান মেরে খিচ্চা দিছি এক দৌড়। ওইদিন ছিলো তার সাথে আমার দ্বিতীয়বারের মতো দেখা। সে আমাদের এলাকায়ই থাকে যেহেতু শহর তাই কে স্থানীয় কে ভাড়াটিয়া এত খবর রাখি না অনেক বড় এলাকা আর আমি এলাকা চিনলেও কে কার ছেলেমেয়ে চিনি না।

দৌড়ে আমাদের বিল্ডিং এর কাছাকাছি আসলাম এখন আছি আরেক চিন্তায় আমি তো ভিজে গেছি কি করবো ভেবে ভেবে আমার অবস্থা খারাপ। আস্তে আস্তে পাশে ইট রাখা ছিলো তাতে পা রেখে দেওয়াল টপকাবো ওমা তাকিয়ে দেখি আমার মা গেটের ওইখানে ঝারু নিয়ে দাঁড়িয়ে আছে তারাতারি নেমে আল্লাহ আল্লাহ করছিলাম। ওমন সময় এক বাইক আমার সামনে দিয়ে স্লো মোশনে যাচ্ছে(আহা কি রোমান্টিক মুভির সিন ছিলো তখন) আমি একবার তাকিয়ে কিছুক্ষন চিন্তা করে ছাতা খুললাম বাইকটা সামনে গিয়ে দাড়িয়ে আছে আর এই বৃষ্টির মাঝে লোকটা ভিজে ভিজে দাঁড়িয়ে আছে হেলমেট পড়া কিন্তু আমি বুঝেছি কে সে।

এরপর অনেক চেষ্টা করে ছাতা উল্টায় ফেলেছি আর ধীরে ধীরে বাসায় যাচ্ছি আর আম্মাকে বুঝানোর চেষ্টা করছি যে ছাতা উল্টায় গেছে আমি ঠিক করতে করতে ভিজে গেছি। ব্যস ওইদিন বড় বাচা বাচলাম।

এভাবেই দিন পার করছিলাম এরমাঝে তার সাথে দেখা হতো চায়ে দোকানে মাঝে মাঝে দেখতাম যেখানে আমাদের প্রথম দেখা হতো। সে কখনো আমায় ফলো করেনি বা কিছু বলেওনি। সামনে পড়লে তাকিয়ে থাকতো। এরমাঝে আমি বান্ধুবিদের সাথে মিলে চুপিচুপি একটা ফেসবুক আইডি খুললাম। আমার বান্ধুবি খুলে দিয়েছিলো ওদের বাসায় গিয়ে ওর ল্যাপটপ দিয়ে ফেসবুক চালানো শিখেছিলাম। আইডিটা নিজের নামে রানী ইসলাম দিয়ে খুলেছি। তো আমার আইডি আমার বান্ধুবিও চালাতো। তো একদিন আম্মুর ফোনে কল দিয়ে যলদি যেতে বলল আমিও দৌড়ে গেলাম। গিয়ে দেখি এক ছেলের আইডি তাকে দেখে চোখ আমার কপালে এই তো সেই ছেলে যার কাছ থেকে ধমক খেয়ে দৌড় দেওয়া আমার প্রধান কাজ ছিলো। আইডির নাম রাসেল হোসেন। সে আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছে।

আমার বান্ধুবিঃ দোস্ত দেখ কত কিউট একটা ছেলে মনে হয় তোকে পছন্দ করে। রিকুয়েষ্ট এক্সেপ্ট করি।

রানীঃ এই না না করিস না। কে জানে কোন কারনে রিকুয়েষ্ট দিয়েছে কিডন্যাপারও তো হতে পারে। আমাক যদি পটিয়ে অপহরণ করে ফেলে তখন আমার কি হবে।

আমার বান্ধুবি বিরক্ত নিয়ে আর কিছু বলল না আমি তার ছবির দিকে কিছুক্ষ্ম চেয়ে থেকে চলে গেলাম।

এভাবেই ক্লাস 9 পার করলাম। আমি তখন জানতাম না যে মেসেজ রিকুয়েষ্টও দেওয়া যায় বা দেখা যায় আমার বান্ধুবিও যানতো না। এরমাঝে আমি 10 উঠলাম। আমাকে আমার দুলাভাই একটা ফোন গিফট দিলো। সেটা দিয়ে ফেসবুক চালাতাম। আর রোজ রোজ তা আইডিতে গিয়ে ছবি গুলো দেখতাম তখন ছবি সেব করতেও পারতাম না 😀।

এভাবে সময় যেতে লাগলো। ঠিক অনেক দিন তার সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি তাকে হালকা মিস করতে লাগলাম।
কিন্তু তার বাড়ি ঠিকানা চৌদ্দ গুষ্টি সম্পর্কে আমার কোনো ধারনা ছিলো না।
তো একদিন বিকালে কোচিং করতে যাচ্ছিলাম। আসলে বিকাল না দুপুর মানে তখন ৩ টা বাজে আমি সুন্দর করে হেটে হেটে যাচ্ছি আমার বান্ধুবিকে ডাক দিতে রাস্তায় যেতে না যেতে হঠাৎ সামনে দুই,তিনটা কুকুর ঝগড়া লেগে গেলো। আর কুকুরের ঝগড়া তো জানেনই। ওরা ঝগড়া লেগেছে আশেপাশে মানুষ নাই আমি ভয়ে সামনেও যেতে পারছিনা পেছনেও না একটা কুকুর আমাকে দেখে যেই না ঘেউ ঘেউ করবে দিলাম এক খিচ্চা দৌড় আমার পেছনে কুকুরও দৌড় কোনো দিকে না তাকিয়ে সোজা একটা বিল্ডিং এ ডুকে পড়ি। দারোয়ানও ছিলো না । তারাতারি গেট আটকিয়ে দৌড়ে একটা গাড়ির পেছনে গিয়ে বসে পড়লাম আসলে সেখানে গাড়ি পার্ক করা হতো নিচ তলা আরকি। আমি চুপচাপ বসে আছি আর ভাবছি একবার বাচতে পারলে আর জীবনেও এই রাস্তা দিয়ে আসবো না। ভয়ের কারনে শরীর কাপাকাপি শুরু হয়ে গেছে। কাপতে কাপতে আমি কখন যে ঢলে পড়েছিলাম জানিও না। জ্ঞান ফিরার পর আমি যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here