অনুভূতির_সংঘাত_১৩

অনুভূতির_সংঘাত_১৩
ছামিনা_বেগম

ড্রয়িং রুমে বসে গল্প করছে আজিম হক । আলোচনার বিষয়বস্তু মূলত অতিতের রাজনীতির সঙ্গে বর্তমান সময়ের রাজনীতির তুলনা। কখনো আবার বিষয় বস্তু পাল্টে গিয়ে ছেলেমেয়েদের ভবিষ্যৎ বিষয়ক চিন্তা উঠে আসছে । আবার কখনো বকুলকে বর্তমান শেয়ার মার্কেট নিয়ে বিস্তারিত জ্ঞান দিচ্ছেন । হঠাৎ আজিম হক শেফালী বেগমকে জিজ্ঞেস করলেন ,

– শুনেছিলাম , আপনার নাকি দুই ছেলে । তা আর একজন আসেনি কেন ?
– হ‍্যাঁ । আসলে শিমুলের অফিসে কাজের প্রেসার বেড়েছে । তাই ও ঘরে ফিরেও কাজের মধ্যে ডুবে গেছে । তাই আসতে পারবে না ।

শেফালী বেগমের কথায় হাসলেন আজিম হক । বললেন ,
– বাহ , বেশ তো । কাজের মধ্যে একনিষ্ঠতা না থাকলে উন্নতি সম্ভব নয় । এই শহরে আপনার ছেলের বেশ নামডাক শুনেছি । একবার দেখা করার ইচ্ছে আছে । আসলে নবীন বিজনেসম‍্যানদের উৎসাহ দেখলে আমাদের প্রবীণদের ও জোসটা কয়েকগুণ বেড়ে যায় । হা হা হা । আজকাল কত নতুন নতুন বিজনেস প্ল্যান অ্যাপ্লাই করছে ছেলেপেলেরা ! ভাবলেই গর্ব হয় ।

শেফালী বেগম হালকা হাসলেন । ঈষা ম্লান মুখে বসে বসে এতক্ষণ এই ব‍্যাবসা সংক্রান্ত আলোচনা গুলো গিলছিল । এবার না পেরে উঠে দাড়াল । তৌফিক এখনো ওর বাবার কোলেই খেলছে । ঈষা কিচেনে উকি দিয়ে সেদিকেই পা বাড়াল ।

– আমি হেল্প করি ?

ব‍লতে বলতেই ঈষা শাড়ির আচলটা গুছিয়ে সামনে নিয়ে এলো । তা দেখে সবিনয়ে আপত্তি জানিয়ে ঈষাকে নিরস্ত্র করার চেষ্টা করল বৃষ্টি ,

– আরে না না , থাক । আপনাকে কষ্ট করতে হবে না । আপনি বসুন না গিয়ে ।
– ওখানে ? আবার ? না বাবা । আমি ভীষণ বোর হচ্ছি । এসব ব‍্যবসা বোঝা আমার কম্ম নয় । ভাবছিলাম , আপনি একা হাতে সব সামলাচ্ছেন । তাই চলে এলাম । যদি একটু হেল্প করতে পারি এই ভেবে । আর তাছাড়াও আমার এসব করে অভ‍্যাস আছে । বাড়িতে তো সবটা একা হাতে আমাকেই সামলাতে হয় ।

– ওহ । থ‍্যাঙ্ক য়‍্যু । কিন্তু মিতুল আপা আছে তো হেল্প করার জন্য । আপনাকে কষ্ট করতে হবে না ।

ঈষার দিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে উত্তর দিল বৃষ্টি । ঈষা খানিকটা নিরাশ হলো । ও ভেবেছিল কথার ছলে হয় তো বৃষ্টি জিজ্ঞেস করবে তুলনের মায়ের কথা । কিন্তু না , বৃষ্টি সেরকম কিছুই করল না দেখে ঈষা সরু চোখে চাইল । বোঝার চেষ্টা করল এমন কি আছে এই মেয়েটার মধ্যে যে শিমুলদা নিজের স্ত্রীকে পর্যন্ত ধোকা দিয়ে দিল । এতদিন এই সংসারে থেকে একটা বিষয়ে স্পষ্ট ধারনা জন্মে গেছে ওর । এবাড়ির কেউই তুলন বা শিমুলের সামনে ভুল করেও অহনার নাম উচ্চারণ করত না । হয়তো কষ্ট দিতে চায় না । কিন্তু আজকের ঘটনা দেখার পর ঈষার ভেতর ছাই চাপা আগুনের মতো একটা সুপ্ত রাগ মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে অনবরত । মনে মনে ফন্দি এটে চলেছে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার । যে করেই হোক পুতুলকে একটা আচ্ছা মতো শিক্ষা না দিলেই নয় । তুলনকে নিয়ে ওর অত‍্যাধিক আদিখ‍্যেতা সহ‍্যের বাইরে । ঈষা বাঁকা হাসল । আর এই কাজটা যদি বৃষ্টিকে দিয়েই হয় তাহলে ঈষা তাই করবে । যতই হোক সৎ মা বলে কথা । ঈষা বৃষ্টিকে টোপ হিসেবে ব‍্যবহার করতে চাইল । কিন্তু এই মেয়ে মনে হয় এতো সহজে ধরা দেবে বলে মনে হয় না । ঈষা সুযোগ খুঁজতে লাগল । যা করার আজ রাতেই করতে হবে । কাল তো মনে হয় সুযোগ হবে না । ঈষা ঘাড় ঘুরিয়ে ড্রয়িং রুমের দিকে তাকাল । সেখানে সবাই বসে আছে । তুলন ফুপির পাশে বসে পা দোলাতে দোলাতে চারপাশ টা দেখছে ।

– আপনারা মনে হয় এখানে পার্মানেন্টলি সিফট করবেন , তাই না আপা ?

– না । সেরকম কোনো প্ল‍্যান আপাতত নেই । আসলে আব্বুর শরীরটা ভালো যাচ্ছে না তো । বলতে পারেন হাওয়া বদলের জন্যই নিয়ে আসা ।

ঈষা তেলেতেলে একটা হাসি দিয়ে বলল ,

– ওহ আচ্ছা । একটু থেমে ঈষা আবার বলল ,

– আমি বোধ হয় আপনার ছোটই হবো । তাই তুমি করে বললেই বেশি ভালো লাগবে । আমাকে তুমি করেই ডাকুন প্লিজ ।

বৃষ্টি মৃদু হাসল । ঈষার দিকে তাকিয়ে একবার মনে হলো আচ্ছা , একবার কি শিমুলের কথা জিজ্ঞেস করবে ? পরক্ষণেই মত বদলাল । অযাচিত কৌতূহল মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে । কথাটা সর্বান্তকরণে বিশ্বাস করলেও নিজের কৌতূহলকে সংযত করতে পারল না বৃষ্টি । ড্রয়িং রুমের দিকে তাকিয়ে বলল ,

– তুলন বুঝি আপনার মেয়ে ? ভারী মিষ্টি মেয়ে কিন্তু …

এতক্ষণ একটা সুযোগের অপেক্ষা করছিল ঈষা । যতই হোক, গায়ে পড়ে তো কিছু বলা যায় না । তাই এই পরিস্থিতিতে বৃষ্টির প্রশ্নটা যেন মেঘ না চাইতেই জল । ঈষা তুলনের দিকে তাকিয়ে কাষ্ঠ হেসে বলল ,

– হ‍্যাঁ, তা আর বলতে । কিন্তু তুলন আমার মেয়ে নয় । ও আমার ভাসুরের মেয়ে ।

শিমুলের কথা আসতেই বৃষ্টির হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল । শিমুলের মেয়ে ? নিজের সিনোপসিসটা মিলে যাওয়ায় একটা চিনচিনে ব‍্যাথায় গাঁট হয়ে গেল ভেতরটা । চোখটা ভারী হয়ে আসতে চাইলেও নিজেকে জোরপূর্বক শান্ত রেখে হাসল একটু । বলল,

– ওহ , আ’ম সরি । বুঝতে পারিনি ।

– না না । ইট’স ওকে । অনেকেই ভুল করে ফেলে ।

বৃষ্টি প্লেটে স‍্যালাড সাজাতে ব‍্যস্ত । মিতুল ডাইনিংয়ে প্লেট সাজিয়ে দিচ্ছে । ঈষা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে লাগল বৃষ্টিকে । এই মেয়ের হাবভাব বুঝতে পারছে না সে । সত্যিই কি একটা সময় এই মেয়েটা শিমুলদার প্রেমিকা ছিল ? থাকলে কমপক্ষে শিমুলদার বিষয়ে জানার জন্য নূন্যতম আগ্ৰহ টুকু দেখাত ! কিন্তু মেয়েটা যে কেন মুখে কুলুপ এটে আছে ? নিজের পরিকল্পনা ভেস্তে যাওয়ার ভয়ে ঈষা নিজে থেকেই বলতে লাগল ,

– আমার যখন বিয়ে হয় তখন তুলনের বয়স তিন মাস । শুনেছি , জন্মের সময়ই ওর মা মারা যায় ।সেই থেকে দাদির কাছেই বড়ো হয়েছে সে । এরপর আমি এলাম , এসেই একরত্তি মেয়েটাকে সামলাতে কি যে কষ্ট করতে হয়েছে ! কিন্তু নিজের মায়ের মতো করে আর যত্ন করতে পারলাম কই ! বছর ঘুরতেই তৌফিক এলো । আর তুলন তখন হাটতে শিখেছে সবে । এখানে সেখানে পড়ে গিয়ে ব‍্যাথা পেত , কান্না করত, ওর আম্মুকে খুঁজত । কিন্তু তৌফিককে সামলে ঠিক মতো ওর খেয়াল রাখা সম্ভব হয় নি । ভাবতেই কষ্ট লাগে জানো , এইটুকু বয়সেই মা হারা হলো মেয়েটা !

ঈষা কথা থামিয়ে দেখল বৃষ্টি তাকিয়ে আছে তুলনের দিকে । ওর মুখাবয়বে এক অদ্ভুত আদ্রতা খেলে বেড়াচ্ছে । ঈষা কুটিল হাসল ।

*****

ড্রয়িং রুম অনেকের কথায় সরগরম হয়ে আছে দেখে ঈশান দু হাত মুখের সামনে ধরে দু বার নিশ্বাস ছেড়ে দেখল গন্ধ লাগছে কিনা । তারপর পা টিপে টিপে ভেতরে প্রবেশ করতে গিয়েও আজিম হকের গমগমে কন্ঠস্বর শুনতে পেল।

– ঈশান !এদিকে এসো ।
ঈশান চোখ বন্ধ করে মুখ দিয়ে বিরক্ত সূচক শব্দ করল । তারপর স্বাভাবিক গলায় বলল ,
– আসছি আব্বু । এক মিনিট । তেষ্টা পেয়েছে , জলে খেয়ে আসি ।
বলেই আর দেরি করল না । ছুটল রান্নাঘরে । সেখানে মিতুল কি যেন একটা খুটখাট করছে । ঈশান এটাসেটা নেড়ে জিজ্ঞেস করল ,

– মিতুল আপা , লেবু কোথায় গো ?

– লেবু দিয়ে কি করবে ?
অবাক হয়ে প্রশ্ন করল মিতুল । ঈশান বিরক্ত হয়ে বলল ,
– এত প্রশ্ন করো না তো আপা । তাড়াতাড়ি বলো , কোথায় আছে ? আব্বু ডাকছে আমায় ।

ঈশানের কথা বলার সাথে সাথে একটা মৃদু ঝাঝালো গন্ধ নাকে লাগল মিতুলের । সে তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে নাকে আচঁল চাপা দিল । হাতের ইশারায় দেখিয়ে দিল কোথায় আছে লেবু । ঈশান সেখান থেকে একটা টুকরো নিয়ে রসটা শুষে নিয়ে ঠকঠক করে এক গ্লাস জল পান করল । তারপর মিতুলের সামনে দাড়িয়ে বলল ,

– আপা দেখতো , এখনো গন্ধ আছে কিনা ।

মিতুল এক পা পিছিয়ে গিয়ে বলল ,

– নাহ , নেই । এতই যখন ভয় পাও , তাহলে খাও কেন ?

ঈশান হেসে বলল ,

– সব সময় খাই না তো । হঠাৎ হঠাৎ বন্ধুদের সঙ্গে থাকলে এক আধ পেগ হয়ে যায় । ব‍্যস ওটুকুই । কিন্তু তোমার হিটলার আপুর সে টুকুতেও আপত্তি । তাই এটুকু সাবধানতা অবলম্বন করতেই হয় । বুঝলে ? আমি যাই । নাহলে আবার ডাকবে ….

ঈশান ডাইনিং এ বসা সবার দিকে তাকিয়ে হালকা হাসল ।আজিম হক শেফালী বেগমের দিকে তাকিয়ে বললেন ,

– এই হলো আমার ছেলে ঈশান । এবার গ্ৰাজুয়েশন কমপ্লিট হবে কিন্তু ওর পড়াশুনা বা ব‍্যাবসা কোনোটাতেই মন নেই । সারাদিন ব‍্যাট নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়ায় ।

ঈশান খানিকটা বিব্রত হয়ে হাসল । শেফালী বেগম প্রশ্রয়ের হাসি দিলে সে বাবার পাশে চেয়ার টেনে বসল । মুখোমুখি চেয়ারে বসা মেয়েটার গোমরা মুখ খানা দেখে কিছুটা অবাক হলেও ভালো লাগল ঈশানের । মেয়েটার কপালের দিকে ছোট করে কাটা চুল গুলো হুমড়ি খেয়ে সামনে পড়েছে । মাথা ঝাকিয়ে বারবার তা পিছনে নেওয়ার চেষ্টা করছে সে । কিন্তু চুল গুলো বরাবরের মতো অবাধ্যতা করছে । এদিকে মেয়েটা তার পাশের ছোট বাচ্চাটাকে যত্ন করে মাছ থেকে কাঁটা বেছে খাইয়ে দিচ্ছে । সেদিকে তাকিয়েই ঈশান নিজের হাত ধুয়ে নিল । বৃষ্টি ঈশানের প্লেটে খাবার তুলে দিতে গিয়েই শুনল তুলন বলছে ,

– ফুপি , পি দাব ।

খেতে বসে তুলনের কথায় পুতুল এদিক সেদিক চাইল । এই বাসায় ওয়াশরুম কোথায় পাবে সে ? তখনই বৃষ্টি উপযাজক হয়ে এগিয়ে এলো ,

– চলো , আমি নিয়ে যাই ।

তুলন হেসে তাকাল বৃষ্টির দিকে । এই আন্টিটাকে কেন যেন ওর ভালো লেগে গেছে । দুপুরে যখন প্রথম দেখেছিল তখন আম্মির কথা মনে পড়েছিল ওর । আম্মির মতো করেই ঘুমায় আন্টিটা । মিল খুঁজতে গিয়ে সেও ঘুমিয়ে পড়েছিল । ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয়েছিল ওর আম্মি ওকে জড়িয়ে ধরে ছিল । কিন্তু ঘুম ভেঙে ফুপির বুকে নিজেকে আবিষ্কার করে একটু হতাশ হয়েছিল তুলন । কিন্তু মন খারাপ বেশিক্ষণ টেকেনি । ফুপি থাকলে মন খারাপের প্রশ্নই আসে না । কিন্তু আজ বোধ হয় ফুপি কষ্ট পেয়েছে । কেমন কাঁদছিল ওকে জড়িয়ে ধরে । তুলনের কোমল হৃদয় সম্পর্কের মারপ‍্যাচ বুঝতে অপারগ । সে একবার পুতুলের দিকে তাকায় সম্মতির আশায় । পুতুল কিছু না বলায় তুলন আস্তে করে নেমে পড়ে চেয়ার ছেড়ে । ওর ছোট ছোট ফাকা দাঁতের হাসি দেখে বৃষ্টির মধ্যেও কোমলতায় ছেয়ে গেল । বৃষ্টির বাড়িয়ে দেওয়া হাতের আঙ্গুল ধরার আগেই পুতুল উঠে দাড়িয়ে নিজের দিকে টেনে নিল তুলনকে । তারপর বলল ,

– কোন দিকে যেতে হবে বলুন ? আমি নিয়ে যাচ্ছি ।

বৃষ্টি সুক্ষ্ম অপমানিত বোধ করলেও হালকা হাসল । পথ দেখিয়ে নিয়ে গেল নিজের ঘরের বাথরুমে । খেতে খেতেই দুজন মানুষ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল সব টুকু । ঈশানের মাথাতেও এলো না কেন এই মেয়েটা ওর বড়ো আপুর সাথে এতো রূঢ় আচরণ করছে । যেখানে বৃষ্টির আচরণ স্বতস্ফূর্ত । সে মাথা নামিয়ে নিজের খাবারে মনোনিবেশ করলেও ঈষার ভাবনার পাখা গুলো আকাশে উড়তে লাগলো ।

(চলবে …)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here