Accounting_Teacher,Part-3,4
Written_by_Ritu_Rosni
Part-3
আরে ঋতু মামনি যে!!কেমন আছো???
–জ্বি আংকেল!!আসসালামু আলাইকুম।আমি ভালো আছি আপনি কেমন আছেন????(আমি)
—ভালো আছি মামনি।আমার ঋতু মামনি এসেছে যখন তখন কি আর আমি খারাপ থাকতে পারি বলো???(আংকেল)
–হেসে ফেললাম আংকেল এর কথা শুনে।
–এই শোভা এ দিকে আয় তো মা।(আংকেল)
জ্বি আব্বু,আমায় ডেকেছিলে????(অচেনা মেয়েটি)
হুমম,এদিকে আয় পরিচয় করিয়ে দেই,, ইনি হচ্ছে তোর আজিজুল আংকেল,ইনি তোর আন্টি আর এ হচ্ছে ঋতু তোর আজিজুল আংকেল এর মেয়ে
ঋতু।যাও পরিচিত হয়ে নাও।
—আসসালামু আলাইকুম আংকেল,,কেমন আছেন???
ওয়ালাইকুম আসসালাম,,আলহামদুলিল্লাহ্ আমি ভালো
আছি মা,তুমি কেমন আছো???
–জ্বি আংকেল ভালো আছি।
টুকটাক সবার সাথেই কথা হলো।
শোভা মা যাও ঋতু কে উপরে তোমার রুমে নিয়ে যাও,,
—-আচ্ছা,ঠিক আছে।
,,
শোভার সাথে এখানে বেশ ভালোই ভাব জমে গেছে।
আমি আবার খুব মিশুক প্রকৃতির,সবার সাথেই যে কোনো পরিবেশেই মিশতে পারি।
,
অনেকক্ষণ শোভার সাথে আড্ডা দিলাম।শোভা রা এক ভাই এক বোন।শোভাই ছোট।ওর বড় ভাই এবার USA থেকে পড়াশুনা শেষ করে কোন ভার্সিটিতে নাকি জব নিয়েছে।
উনি নাকি খুব রাগী।শোভার থেকে শুনে নিলাম।
,
শোভার ফোন আসায় ও বেলকনিতে গেলো কথা বলতে।
———————
কি এত কথা বলছে কে জানে,,এতক্ষণ ফোনে কথা বলে কিভাবে একজন।😒😒
আমি তো ২মিনিট এর বেশি কথা বলতেই পারি না।😂😂😂
হুহহহহহ😒😒বজ্জাৎ ছেমড়ি আমারে বসাই রাইখ্যা ফোনে প্রেমালাপ জুড়ছে।জীবনেও তোর
কপালে বর জুটবে না শেওড়া গাছের পেত্নী😃
,
এখানে বসে বসে ওর প্যাঁচাল না শুনে আমি নিজেই যাই বাড়িটা ঘুরে দেখি।
শোভার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ পাশের রুমে কারো গুনগুনিয়ে গান গাওয়ার আওয়াজে থেমে গেলাম।
—–
♪♪তোকে নিয়ে ঘুরতে যাবো একশ বৃন্দাবন😎😎
আমি আর অন্য কিছুর মুডে নেই এখন♪♪
কোন সে লগনে,হবি তুই কনে♪♪♪—-
😃😃😃😃
কে হে তুমি বাথরুম সিংগার,,দেখার লোভ টাকে সামলাতে আর পারলুম না😊😊
,
উকি দিলাম রুমের ভিতরে।কই???কাউরে তো দেহি না😒😒
কই গেলো??নাকি ভূত😭😭😭😭
আল্লাহ মই ফালাও আমি আর অন্যের রুমে উকি দিমু না😭😭
আমি আবার ভূতে ভয় পাই খুব,,
পানি পড়ার শব্দ ও তো হচ্ছে,,আল্লাহ গো…😭😭
ধুরররর!!ঋতু ভূতে তোরে ভয় পায় তুই কেন ভূতরে দেইখা ভয় পাবি।
আমার হারামি ফ্রেন্ডস গুলা তো কয় আমারে দেখলে নাকি শয়তানে ১০০ হাত দুরে ভয়ে পালায় যায়।😎😎
তাইলে আমি ক্যা ভয় পামু সামান্য ভূতকে।বুকেঁ ফুঁ দিয়া আগাই তে লাগলাম পানি পড়ার রহস্য উদঘাটনে।
রুম টা ভালো কইরা তাকায় দেখলাম সব কিছু একদম পরিপাটি,মনে হচ্ছে অতি যত্নবান কোনো ব্যক্তির রুম।চারিদিক শুধু বই আর বই😲😲এতো বই।
দাড়িয়ে দাড়িয়ে রুমটা ভালো করে দেখছিলাম।রুমওয়ালা ব্যক্তি মনে হয় শৌখিন মানুষ আর বই পড়ুয়া।
————
বাথরুম থেকে বের হয়েই………..
চোর চোর চোরররররর,,
কে কোথায় আছো দেখে যাও আমার রুমে চোর ঢুকেছে,,বই চোর।
—-দেখলাম কেউ একজন চোর চোর বলে চিল্লাচ্ছে।মুখ চেপে ধরলাম।
আরেএএহহ😲😲😲এতো ঐ লম্বু ব্যাটা,বিলাতি চামচিকা থুক্কু আমগো #Accounting_Teacher
কিন্তু এই কানা খাডাস এই হানে কি করে??😒😒
নাকি এইডাই শোভার ভাই থুক্কু আংকেলের ছেলে😲
,
—চোর আমার মুখ চেপে ধরছে।চোর না থুক্কু চুন্নি হবে।
আরে এইডা সেই কলেজের বদ মেয়ে না???যে ক্লাসে মিটিমিটি হাসে😡
কিন্তু ও এখানে কি করে????
এইই চুন্নি মেয়ে তুমি আমার রুমে কি করছো???তোমার সাহস তো কম না বিনা অনুমতিতে আমার রুমে ঢুকে আমার বই চুরি করছিলে😡
—ঐ টাকলা লম্বু,নাইজেরিয়ান হাতি,বিলাতি চামচিকা,শেওড়া গাছের ভুত আমি চুন্নি না,, উপন্যাসের বইটা ভালো লাগছে তাই দেখতেছিলাম(আমি)
শুভ্র:কি বললে????তোমার এত বড় সাহস যে তুমি শুভ্র চৌধুরীর মুখে মুখে তর্ক করো😡😡
—-স সরিিি আংকেলের ছেলে থুক্কু স্যার
শুভ্র:Sorry my foot…..(চিল্লিয়ে)
শুভ্র চিল্লানো শুনে ওর বাবা মা সবাই চলে এসেছে…..
—-কি রে শুভ্র তুই এমন করে চিল্লাচ্ছিস ক্যান??মনে হচ্ছে বাড়িতে কোনো ডাকাত পড়েছে।(শুভ্রর মা)
—-ডাকাত না মা,আস্ত একটা চুন্নি ঢুকেছে তাও আবার যে সে চুন্নি নাহহ,,বই চুন্নি।(শুভ্র)
—কি বলি…স….
একি মা ঋতু তুমি এখানে দাড়িয়ে কাপছো কেনো???কি হয়েছে???(আন্টি))
—মা,তুমি এই চুন্নি কে মা বলছো কেনো??আজকাল চোর কে কেউ মা বলে ডাকে জানতাম না তোহ😂😂
–কি বলছিস এসব??ঋতু চোর হতে যাবে কেনো???ও তো তোর আজিজ আংকেলের মেয়ে।তুই হয়তো ওকে দেখিস নি এর আগে কখনো তাই…..
—মা,এই বজ্জাৎ মেয়ে কে আমি ভালো করেই চিনি।ও শুধু বই চুন্নিই না পড়া চুন্নি ও বটে।
—আন্টি দেখছো!!আমি জানতাম না এইটা বজ্জাৎ তিতকুটে স্যারের রুম।জানলে কখনোই ঢুকতাম নাহহ😭😭আর আমি তো শুধু বই নেড়ে চেড়ে দেখছিলাম।আর উনি আমারে এত বকা দিচ্ছে।কলেজেও এমন করে আবার বাসাতেও😭😭আমি যদি জানতাম এই তিতল ব্যাটা আংকেলের ছেলে তাইলে জীবনেও আর
আমি আসতাম নাহহহ।
—তিতল😲 কি রে ঋতু???(আন্টি)
আরে আন্টি ও তুমি বুঝবা না।
আমার আর বুঝেও কোনো কাজ নেই।অনেক ঝগড়া হয়েছে।
আমি আর কোনো কথা শুনতে চাই না।সবাই নিচে আসো।
ঋতু মা তুই ও আয়,,আর শোন তোকে যদি শুভ্র কখনো কিছু বলে তো
সোজা আমাকে এসে বলবি,তারপর দেখি আমার মিষ্টি মা কে কে কি বলে।
শুভ্র:মাআআআআহহহ,,ঐ বজ্জাৎ,ফাজিল মেয়েটার জন্য তুমি আমাকে এমন পর করছো???
—শোন অনেক তোদের নাটক দেখেছি,দয়া করে খেতে আয়।
আর ঋতু মা তোদের আবার ফিরতে হবে তো।তাড়াতাড়ি কর….
.
.
.
.
(চলবে)
#Accounting_Teacher
__Part__4
#Written_by_Ritu_Rosni
.
.
ডিনার করে সবাই বাসায় চলে এলাম।
.
—একি রে,,আপু তুই মশারি না টানিয়ে শুতে যাচ্ছিস কেন???(বর্ষা)
–দেখ বর্ষি(আমি বর্ষি বলেই ডাকি),,আমি খুব ক্লান্ত আজ।প্লিজজ😰😰 বইনা আজকের মতো
তুই টানা না।তুই না আমার লক্ষি বনু।
—কাজ করানোর সময়ই তো মুখ দিয়ে এমন মধু বের হয়।কাজ শেষ হলেই তোহহ…..(বর্ষা)
—দেখ বর্ষি করলে কর না করলে ঘুমা।কানের গরে এমন প্যানপ্যান করবি না তোহহ(আমি)
—হুহহহহ(বর্ষা)
,
টায়ার্ড থাকায় বিছানায় মাথা এলিয়ে দেয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলো ঋতু।
সকাল বেলা……..
ইশশশশ! কত্তো লেট হয়ে গেলো ঘুম থেকে উঠতে উঠতে,,
আম্মু!!আম্মুুুুউউউউহহহহহ!!
—কি রে কি হয়েছে??(আম্মু)
–কি হয়নি তাই বলো।তুমি আমায় ঘুম থেকে ডেকে দাওনি কেনো??জানো আজ প্রথমেই ঐ জল্লাদের বংশ টার থুক্কু আংকেলের ছেলের
ক্লাস।আমাকে তো আজ লবণ ছাড়াই গিলে খাবে😰😰😰
–পড়ে পড়ে আরো ঘুমা,,এবার যদি তুই মানুষ হস।
আর সেটা একমাত্র শুভ্রই পারবে।(আম্মু)
,,
১০.৪৫ টা…..
অলরেডি ১৫ মিনিট লেট।না জানি জল্লাদ টা কি করে😰
May I Come in Sir??(আমি)
Shuvrro:What time is it???(রাগি মুডে)
—স সরিি স্যার।আর হবে না।(আমি)
–বাইরে কান ধরে দাড়িয়ে থাকবে এখন,এটাই তোমার শাস্তি।
—স্যার!!সরি বললাম তোহ!!আর হবে না প্লিজজজজ😰😰😰
শুভ্র:Sorry!! My Foot.লেট করার সময় মনে ছিল না এটা😡???লেট করে যখন এসেছেন
শাস্তি তো আপনাকে পেতেই হবে মিস ঋতু।So,কথা না বাড়িয়ে যেটা বলেছি করুন নয়তো
এর থেকে বেশি Hard Punishment হবে।তখন কিন্তুু😂😂😂
—-জল্লাদের বাচ্চু জল্লাদ ভুলে যাস না এক মাঘে কখনো শীত যায় না।ঋতুর সাথে পাঙ্গা নেয়া না??বুঝবা তখন,, একবার সুযোগ আসুক।হুহহহহ(মনে মনে)
—-কি হলো!!!দাড়িয়ে দাড়িয়ে আমার ক্ষতি করার কথা না ভেবে যা বলেছি তাই করুন।
–😲😲😲একি কি রে??ব্যাটা জল্লাদ বুঝলো কেমনে???যাই হোক কথা না বাড়িয়ে যাই নইলে আবার😭😭😭
,,
উফফহহহ!!এই রোদের মধ্যে কি আর এতক্ষণ দাড়িয়ে থাকা যায় নাকি????
জল্লাদের বংশটা আমার লাইফ টারে দেহি ত্যানা ত্যানা করে দিলো।
আচ্ছা,,এতক্ষণে তো জল্লাদ টার ক্লাস শেষ তাই না????😒
তাইলে আমি হুদাই এইহানে খাড়াই আছি ক্যা???
যাই ক্ষিদেয় তো পেটের মধ্যে ইদুর দৌড়াচ্ছে,আগে
পেটে কিছু দিয়ে বুদ্ধি বাড়াই।
আমার আবার খালি পেটে বুদ্ধি বের হয় না😂😂😂
,
ক্যান্টিনে…..
মাম্মাহ তাড়াতাড়ি সামুসা দাও তো।
—একটু বসো আমি এহনি দিতাছি।
—তাড়াতাড়ি করবা।
সামুসা অর্ডার দিয়ে বসে আছি।
—কি রে লেট লতিফ তুই এখানে???আর আমরা তো ভাবছি তুই বাসায় চলে গেছিস।(নুপুর)
—চুুপ থাক পেত্নির দল।তগো মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো।
সেলফিশের দল সব গুলা।(আমি)
—আমরা আবার কি করলাম রে???😡😡(সবাই এক সাথে)
—কি করিস নাই তাই বল।ঐ জল্লাদের বংশ টা আমার সাথে এমুন করলো আর তোরা????
চুপচাপ ক্লাসে বসে বসে দেখলি!!!এই আমার বন্ধু তোরা???
—চুপচাপ না বসে থেকে কি করবো আমরা???তুমি ডেইলি লেট করে আসবা আর আমরা তোমার হয়ে সাফাই গাইবো???Never.
—-ওকে ফাইন,,আমার কাছে কেনো এসেছিস???যা এখান থেকে।
ধুরররর!!তোরাই থাক আমিই যাই।(আমি)
—আরে মামা কই যাও??তোমার সামুসা নিবা না??
—আমার মাথায় ঢালো!!!যত্তসব।
রাগে গজ গজ করতে করতে ঋতু ক্যান্টিন থেকে বেরিয়ে এলো।
,
নাহহহহ!!জল্লাদের বংশটাকে একবার শায়েস্তা করতে হবে।কি করা যায়😒😒
ভাব ঋতু ভাব!!তোর তো আবার বুদ্ধির অভাব নেই।(নিজেই নিজেকে বলছি)
উমমমম!!কি করা যায়?😒😒
,
আচ্ছা,এই গাড়ি টা পার্কিং এ কার???মনে হচ্ছে নতুন।
দেখি কাউকে পাই কি না,জিজ্ঞাসা করা যাবে।
এই তো দারোয়ান কাকুকে জিজ্ঞায়,,,
—কাকু!!
–হ্যাঁ,মামনি কিছু বলবে???
—বলছি ঐ যে পার্ক করা সাদা গাড়ি টা দেখছো!!ঐটা কার বলতে পারো???
—ঐ টা তো নতুন স্যারের গাড়ি।কি যেনো নাম😒ওহ শুভ্র স্যারের।(দারোয়ান)
—ধন্যবাদ কাকু!!আসি তাহলে।
,
এবার দেখো ঋতুর খেল,,আংকেলের ছেলে।
বলেই একটা পিশাচের হাসি দিলাম।😆😆😆
,
পাশেই দেখলাম বালতি ভরা কয়েকদিনের নোংরা জমা রাখা আছে।
এটাতেই কাজ হপ্পে😃😂
ইয়াক!!কি দূর্গন্ধ😷😷
নাক চেপে ধরে এক হাত দিয়ে নোংরার বালতি গাড়ির উপরে ফেললাম।😂😂😂 এবার বাসায় যাবে কেমুন করে আংকেলের ছেলে????
—–ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য পার্কিং এর দিকে যাচ্ছিলাম😡😡😡
যা দেখলাম তাতে তো আমার চক্ষু চরক গাছ😲
মেয়েটা পাগল নাকি??পাগল না হলে কি কেউ এমন কাজ করে????
আমার পছন্দের গাড়ি টাকে কি করলো ঐ বদ সাইকো পাগলি টা??😡
রাগে আমার শরীর থর থর করে কাঁপছে।কি যে করে ফেলবো নিজেও জানি না।
—কি মজা মজা!!কি যে খুশি লাগছে আমার।
আংকেলের ছেলের মুখটা দেখার মতো হবে যখন দেখবে তার গাড়ির এই অবস্থা।😂😂
পেছনে যেই ঘুরেছি😲
একি!!জল্লাদ টা তো আমার সামনেই😭😭আল্লাহ গো এখন কি হবে????
আল্লাহ দড়ি ফালাও নয়তো মাটি ফাকঁ করো ঢুকে যাই।
যে ভাবে চেয়ে আছে আমার দিকে মনে হচ্ছে খপ করে ধরে গপ করে গিলে খাবে😭😭
স,স্য স্যারর আাা আপনিিিি এখানে??কি ক করছেন???(আমি)
—কি করছি তাই না?????😡😡তোমার এতো বড় সাহস যে তুমি আমার পছন্দের গাড়ি টাকে নোংরা করছো।এতো সাহস কে দিয়েছে তোমায়????(হাত দুটি চেপে ধরে)
–সঅ সর সরিি স্যার!!আমার ভুল হয়ে গেছে প্লিজজ ছেড়ে দিন😰😰আর এমন ভুল জীবনেও করবো না আমি।
—তোমার সরি তে কি আমার গাড়ী আগের মতো হয়ে যাবে???(শুভ্র)
—স্যার!!একটা গাড়িই তো নোংরা করেছি,,তাতে এতো চিল্লানোর কি আছে????আমি বাচ্চা মেয়ো নাহয় একটা ভুল করে ফেলেছি না বুঝে(ইনোসেন্ট ভাব নিয়ে)
—বুড়ি ঢিঙ্গি মেয়ে একটা।বলে নাকি বাচ্চা মেয়ে।শোনো মেয়ে!!
তোমার ঐ নরম কথা তে শুভ্রর মনকে গলাতে পারবে নাহহহ।তাড়াতাড়ি আমার গাড়ি টাকে ধুয়ে মুছে পরিষ্কার করো।
—স্যার!!আমি কিভাবে আপনার গাড়ি ধুবো???(আমি)
—যেভাবে নোংরা করেছো সেভাবেই করো।১০মিনিটের মধ্যে আমি আমার গাড়িটাকে
পরিষ্কার যেনো দেখতে পাই।নইলে কিন্তু😡😡
—স্যার আমি কিভা….
—-Ur time is start Now..(Shuvrro)
–স্যার…
— 1 sec ,2,3…
ধুররররররর!!কেনো যে নোংরা করতে গেলাম।এখন নিজের ফাদেঁ নিজেকেই😭😭😭
.
.
To be Continue……..