Mr_innocent,part_16

Mr_innocent,part_16
Yor_are_my_love_addiction
written_by_আশফিয়া_নুর_আরুশি

সারারাত এভাবেই কাটলো আনন্দের মধ্য দিয়ে রাত দুটোই তারা রিসোর্টে ফিরলো।

সকাল বেলা,,
সবাই সকাল সকাল উঠে কাজে লেগে পরেছে। বিয়ের অনুষ্ঠান টানা ছয় দিন চলবে। প্রথম দিন গায়ে হলুদ,,দ্বিতীয় দিন মেহেন্দি,,তৃতীয় দিন রং খেলা,,,চতুর্থ দিন সঙ্গীত পঞ্চম দিন ছেলে মেয়েদের আলাদা আলাদা করে পার্টি এবং ষষ্ঠ দিন বিয়ে।

আজ বিয়ের প্রথম দিন মানে গায়ে হলুদ।সবাই গায়ে হলুদের কাজে ব্যস্তু সন্ধ্যায় গায়ে হলুদ শুরু হবে। গায়ে হলুদের ড্রেস থিম মেয়েদের জন্য হলুদ লেহেঙ্গা আর কাঁচা ফুলের গহনা আর ছেলেদের হলুদ পায়জামা-পাঞ্জাবি।

___________
সন্ধ্যা,,,
পুরো রিসোর্ট বিভিন্ন ধরনের হলুদ ফুল দিয়ে সাজানো আর সবার পরনেও হলুদ,

আযান,,আয়াশ,,রিসাদ,,,ধ্রুব সবাই শাফান(বর) এর সাথে স্টেজে বসে আড্ডা দিচ্ছে।হঠাৎ সব লাইট ওফ হয়ে গেলো আর সিড়ির লাইট জ্বলে উঠলো।

সবাই সিড়ির দিকে তাকাতেই দেখলো পাঁচ জন মেয়ে সামনে আর দুজন মেয়ে পেছনে দাড়িয়ে সামনের মধ্যখানের মেয়ে লেহেঙ্গা উপরের অংশের ঝালোর ধরে আছে

মধ্যখানের মেয়েটি হলো কুহু ( কনে)। কুহুর ডানপাশে আরুশি আর মিশমি। বামপাশে ইশিতা আর আজমিরা। পেছনে রিখিয়া আর আরশি দাড়িয় আছে।

সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে আর ওরা সবাই নিচে নেমে এলো।

নিচে নেমে সবাই কুহুকে শাফানের পাশে বসিয়ে দিলো।

পরক্ষনেই আদ্রিয়ান, আয়াশ, রিসাদ আর ধ্রুব এসে আরুশি, মিশমি, আজমিরা আর ইশিতার হাত ধরে স্টেজের সামনে নিয়ে গিয়ে ডান্স করলো।

ডান্স শেষ হতেই গায়ে হলুদের পর্ব শুরু হলো।সবাই এক এক করে বর ও কনের গায়ে হলুদ ছোয়ালো তারপর নিজেরাও একে অপরকে হলুদ মাখালো।

আরুশি,,আজমিরা,,,ইশিতা আর মিশমি মিলে আদ্রিয়ান,,রিসাদ,,ধ্রুব আর আয়াশকে হলুদ দিয়ে ভুত বানিয়ে দিলো__

গায়ে হলুদের পর্ব শেষ হতেই সকলে নিজ নিজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলো। রাতের ডিনার শেষ করে সবাই নিজ নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পরলো।

___________
মাঝরাতে আরুশি,,আজমিরা,,মিশমি আর ইশিতাকে কেউ তুলে নিয়ে আসলো।

ঘুম ভেঙে যেতেই সবাই সবাইকে গাড়িতে দেখলো। সবাই চিৎকার শুরু করার আগেই কেউ তাদের মূখে ক্লোরোফোম স্প্রে করলো আর তারা বেহুশ হয়ে পরলো।

আধা ঘন্টা পর,,

কিছু মেয়ে এসে আরুশি,,মিশমি,,আজমিরা আর ইশিতার মূখে পানি ছিটিয়ে দিয়ে তাদের হুশ ফিরালো।

হুশ ফিরতেই তারা নিজেদের চেয়ারে বাধা অবস্থায় পেলো। সবাই একে অপরের দিকে একবার তাকালো তারপর কিছুর আওয়াজে সামনে তাকিয়ে দেখে চারটা বাইক দাঁড়ি আছে কিন্তু বাইকে যারা বসে আছে তাদের চেনা যাচ্ছে না।

সবাই এক এক করে বিভিন্ন ধরনের বাইক স্টান্ট করছে তারপর সবাই একসাথে বাইক স্টান্ট করলো তারপর হঠাৎ গায়েব হয়ে গেলো।

চারজন মেয়ে এসে আরুশি ,,মিশমি,,ইশিতা আর আজমিরার বাধন খুলে দিলো। তারা উঠে দাড়ালো এবং ছেলেগুলোকে খুঁজতে লাগলো।

বাইকের হর্ণ এর শব্দ পেয়ে তারা পেছনে তাকিয়ে দেখে বাইক গুলো তাদের দিকেই আসছে।

বাইক থামতেই চারজন ছেলে বাইক থেকে নেমে এলো।

সবার পরনেই বাইক সুট

সবাই মেয়েদের সামনে এসে হাঁটু গেরে বসে পড়লো। পেছন থেকে একগুচ্ছ ফুল তাদের সামনে ধরলো

একজনের হাতে কালো গোলাপের তোড়া,,, দ্বিতীয় জনের হাতে নীল,,তৃতীয় জনের হাতে ডার্ক রেড রোজ আর চতুর্থ জনের হাতে ডার্ক হলুদ গোলাপের তোড়া

আরুশি,,ইশিতা,,আজমিরা আর মিশমি একে অপরের দিকে একবার তাকিয়ে তাদের সামনে বসা ছেলেদের মাথার হেলমেট খুলে ফেললো।

হেলমেট খুলে যাদের দেখলো তাদের দেখে ওরা সবাই অবাক হয়ে গেলো।

তখনি কেউ বলে উঠলো

♪♪♪You are the reason ♪♪♪
I look forward to the
future
I hope i have the honor
of being the one you
trust & rely on the most
_____You are______
The entire definition of
my Happiness
____This will be____
The most important
♪♪ decision of my life♪♪

ইশিতা ধ্রুবর হাত থেকে নীল গোলাপে তোড়া নিয়ে নিলো,,, মিশমি আয়াশের হাত থেকে হলুদ গোলাপ নিয়ে নিলো,,,আজমিরা একবার আদ্রিয়ানের দিকে তাকালো আদ্রিয়ান ইশারা করতেই আজমিরা রিসাদের হাত থেকে লাল গোলাপ গুলো নিয়ে মুচকি হাসলো।

আরুশি এখনো একধ্যানে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে আরুশির চোখ দিয়ে পানি পরছে। সবাই ওকে নিতে বলছে কিন্তু আরুশি পেছন মূখ ফিরে নিরবে কাদতে লাগলো। আরুশিকে পেছন মূখ ফিরতে দেখে আদ্রিয়ান নিরাশ হয়ে চলে যেতে নিলো তখনই কেউ পেছন থেকে বলে উঠলো,
-“Hey Mr. Innocent.I don’t want to propose so grandly like you but I will say something.

Will you be my walking
companion?

Will you give me some
space in your mind?

Make me the queen of
your kingdom?

Will be by my side for
the rest of my life?

Will you be my life and
death companion?

Will you give me some
of your love?

Will you make me
yours for life?

Will you be my prince
charming?

Will u merry me?

আদ্রিয়ান পেছনে তাকিয়ে দেখলো আরুশি হাটু গেড়ে বসে কথাগুলো বলছে।

আরুশির কথা শুনে আদ্রিয়ান সহ সবাই বাকরুদ্ধ হয়ে যায়।ধ্রুব সুযোগ বুঝে এই সুন্দর মুহূর্ত টা ক্যামেরায় আটকে রাখলো

আদ্রিয়ান ধীর পায়ে আরুশির কাছে এসে।

আরুশির সামনে এসে তাকে দাড় করিয়ে বললো,
-“Do you want to know the answer?”

-” হুম।”

-“Then my answer is yes yes yes yes yes yes yes yes yes yess………..”

বলেই আদ্রিয়ান আরুশিকে কোলে নিয়ে ঘুরতে লাগলো।

-“আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ আই লাভ ইউ মাই কুইন আই লাভ ইউ.”

-“আই অলসো লাভ ইউ টু মাই প্রিন্স চার্মিং”

তারপর সবাই মিলে সাজেক ভ্যালি ঘুরলো আইসক্রিম খেলো। আরুশি,, আজমিরা,, ইশিতা আর মিশমি আবদার করলো তারা বাইক রাইডিং শিখবে তাদের আবদারের কাছে হার মেনে আদ্রিয়ান,,রিসাদ,,ধ্রুব আর আয়াশ রাজি হয়ে যায়।

এভাবেই পাঁচটা দিন কেটে যায় বিয়েও শেষ হয়ে যায়।সবাই তিনদিন পর বিডি ব্যাক করার ডিসিশন নেয় এই তিনদিন সবাই ইচ্ছে মতো সাজেক ভ্যালি ঘুরে বেরায়।

তৃতীয় দিন,,,
আদ্রিয়ান,, আয়াশ,,রিসাদ আর ধ্রুব মিলে সেই জায়গায় যায় যেখান থেকে আরুশি পরে গিয়েছিলো।
ওখানে গিয়ে হঠাৎ আরুশির চোখের সামনে ঝাপসা কিছু ভেসে উঠে প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয় আর আরুশি ওখানেই সেন্সলেস হয়ে যায়।

আরুশিকে সেন্সলেস হতে দেখে আদ্রিয়ান অনেক ঘাবরে যায়।

আদ্রিয়ান আরুশিকে নিয়ে রিসোর্টে ফিরে আসে আর ডক্টর ফোন করে।

ডক্টর এসে আরুশিকে চেকআপ করে যায় আর বলে
-“তেমন কিছুই হয়নি মাথা বেশি চাপ পরার জন্য এমনটা হয়েছে আমি মেডিসিন লিখে দিচ্ছি ওগুলো খাওয়ালেই হবে।”

বলেই ডক্টর চলে যায়।

পরের দিনই আদ্রিয়ানরা সবাই ঢাকা ব্যাক করে।

সবাই আদ্রিয়ানদের বাড়িতেই উঠে কারণ পরে দিন কুহু আর শাফানের বিয়ের রিসেপশন। সবাই ক্লান্ত থাকার যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।

__________
সকালে
সবাই সবার কাজে ব্যস্ত রাতে পার্টি।কাজের মাঝে আদ্রিয়ান,,আয়াশ,, রিসাদ আর ধ্রুব মিলে আরুশি,,মিশমি,, আজমিরা আর ইশিতার সাথে শয়তানি করছে ওদের কাজ করতে দিছে না। এভাবে দিন শেষে সন্ধ্যা গরিয়ে আসে মেহমান এক এক করে আসতে শুরু করে।

আরুশি, ইশিতা,,মিশমি আর আজমিরা সবাই মিলে পার্টির জন্য রেডি হচ্ছে। ইশিতা ডার্ক নেভিব্লু,,, মিশমি সাদা,,আজমিরা আকাশি কালার লেহেঙ্গা পরেছে সাথে মেচিং টিকলি,,কানের দুল।আরুশি কোনো ড্রেস চয়েজ করতে পারছে না বলে গালে হাত দিয়ে বসে আছে।

হঠাৎ দরজায় টোকা পরে আরুশি দরজা খুলে দেখে কেউ নেই। আশে পাশে তাকিয়ে দেখে আদ্রিয়ান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।

আরুশিকে দেখে আদ্রিয়ান ওর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে শিস বাজাতে বাজাতে চলে যায় ।

আরুশি আবার দরজা লাগিয়ে দিয়ে ব্যাগটা বিছানার ছুরে মার আর ওইও বিছানা শুয়ে পরে ধুপ করে।

আরুশিকে ওভাবে বিছানায় গাঁ এলিয়ে দিতে দেখে ইশিতা জিজ্ঞেস করলো,
-” কিরে কে ছিলো।”

-“আদ্রিয়ান।”

-“কি বললো?”(মিশমি)

-“একটা ব্যাগ ধরিয়ে দিয়ে চলো গেলো।”

-” ব্যাগ খুলে দেখেছিস কি আছে? “(ইশিতা)

-“না।”

-“খুলে দেখ কি আছে।”(মিশমি)

আরুশি বিরক্তি নিয়ে ব্যাগটা খুলে দেখলো কালো রঙের একটা লেহেঙ্গা।

লেহেঙ্গাটা বের করে দেখলো সেদিনের লেহেঙ্গাটা,,,,

লেহেঙ্গা টা আরুশি খুশিতে নাচানাচি শুরু করলো।

আরুশিও চটপট রেডি হয়ে নিলো।

সবাই রেডি হয়ে নিচে চলে গেলো।

নিচে এসে আরুশি,,আজমিরা,,ইশিতা,,মিশমি বড়সরো ক্রাস খেলো আযান,,রিসাদ,, ধ্রুব,,আয়াশকে দেখে

আদ্রিয়ান ব্লাক কালারে সুট পড়েছে,,,আয়াশ সাদা কালারের সুট পড়েছে,,,রিসাদ আকাশি কালারের সুট পড়েছে আর ধ্রুব ডার্ক নেভিব্লু কালারের সুট পড়েছে।

সবাইকে খুব স্মার্ট লাগছে।

আদ্রিয়ান-আরুশি,,আয়াশ-মিশমি,,ধ্রুব-ইশিতা,,রিসাদ-আজমিরা সবাই জোড়ায় জোড়ায় দাঁড়িয়ে আছে।

আদ্রিয়ান আরুশির কানের কাছে ফিসফিস করে বললো
-“সারপ্রাইজটা কেমন লাগলো?”

আরুশি প্রতিউত্তরে মুচকি হেসে বললো,
-” খুব ভালো।কিন্তু তুমি তো সেদিন বললে তোমার এটা পছন্দ হয় নি।আর তুমি কিভাবে বুঝলে আমার এটা পছন্দ হয়েছিলো?”

-“বুঝলাম কারন আমি তোমায় ভালোবাসি।”

আয়াশ মিশমির কানের কাচে মূখ নিয়ে বললো,
-“একদম রানির মতো লাগছে। ”

-“তোমার রাজ্যের রানি।”

ধ্রুব ইশিতার কোমড় জড়িয় ধরে বললো,
-“বিয়ের আগেই বিধবা হওয়ার শখ আছে নাকি?”

-“কেন কেন? ”

-“তোমাকে দেখে আমার হার্টএটাক হওয়ার উপক্রম হয়েছে ব্লাক বেরি।”

ইশিতা কিছু না বলে মুচকি হাসলো।

রিসাদ আজমিরাকে ফিসফিস করে বললো,
-“অনেক সুন্দর লাগছে তোমাকে একদম পরির মতো।”

-“আপনাকেও।”

আজমিরার মূখে আপনি শুনে রিসাদ ওখান থেকে চলে গেলো।
যা দেখে আজমিরা অবাক হলো।
-” ওনার আবার কি হলো!”

তখনই হঠাৎ লাইট অফ হয়ে যাই।

এই অন্ধকারের মাঝে কেউ এসে আরুশির কানে ফিসফিস করে বলে,
-“আমি তোমায় না করে ছিলাম কিন্তু তুমি শুনলে না। এখন দেখে কি কি হয় তোমাকে তোমার ভুলে সাজা পেতেই হবে।তুমি শুধু আমার হবে আমার আর কারোর না মাইন্ড ইট মাই কুইন।
বলেই লোকটা অন্ধকারে গায়েব হশে গেলো।

হঠাৎ আদ্রিয়ানের দিকে লাইট পড়লো।আদ্রিয়ান মাইক হাতে নিয়ে বলতে লাগলো,
-“লেডিস এন্ড জেন্টেলম্যানস আপনারা সবাই জানেন যে আমরা সবাই কেন এখানে উপস্থিত আছি কিন্তু শুধু এটাই একটা কারণ না আপনাদের সবার এখানে আরো একটা কারনে উপস্থিত হয়েছি তা হলো…

মাঝখান থেকে একজন অচেনা লোক বললো,
-“আমি বলি?”

-“অবশ্যই Mr.AR.”

-“আমি আর মি.চৌধুরী মিলে একটা প্রজেক্ট এ কাজ করছি। এই প্রজেক্ট সাজেক ভ্যালিতেই উনি পেয়েছেন।”

-“ইয়াহ আর উনার সাথের পরিচয় করিয়ে দেই লন্ডনের বেস্ট ফেশন ডিজাইনার মি.এআর।”

এআর এর মূখে মাস্ক পরা তাই কেউ তার মূখ দেখতে পারলো না।

আদ্রিয়ান সকলের সাথে এআর এ পরিচয় করিয়ে দিলো।

এআরকে দেখে আরুশির ওই অপরিচিত লোকটার মতো লাগলে,

-“এই লোকটাই কি সেই লোক। দেখতে তো প্রায় একই রকম লাগছে কিন্তু মাক্স এর জন্য বুঝতে পারছি না ”
বিরবির করে বললো আরুশি।

আরুশিকে বিরবির করেতে দেখে এআর কানের কাছে ফিসফিস করে বললো___
-” তোমার ধারনা একদম সঠিক।”

কুহুকে দেখে এআর আরুশির কাছ থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো।

-” মি.এআর আমি শুনেছি আপনি অনেক ভালো গান পারেন আর আপনি তো একজন Rj।”

-” হু ইউ আর রাইট। ”

-” প্লিজ আমাদের একটা গান শোনান।”

-” ওকে এজ ইউ সে।”

লাইট সব অফ হয়ে গেলো আর ব্লু কালার ফ্লেরি লাইট জ্বলে উঠলো

আলোক রশ্মি গিয়ে পরলো এআর এর উপর।চেয়ারে গিটার হাতে তাল তুলছে

Ooo……..
💘💘💘
Ooo……..

Kal raaste mai
Gham mil gaya tha
Lag ke gale male ro diya

Jo sirf mera
tha sirf mera
Maine usey kyun kho diya

Haan woh aakhain jinhe main
Choomta tha bewajah
Payaar mere liye kyun
Un meim baaqi na raha

Hoo……
💝💝💝
Hoo…….

“Hamnava mere”
Tu hai to meri saansein chale
Bata de kaise main jiyunga
💝Tere bina💝
{{গিটার বাজিয়ে আরুশির চারপাশে ঘুরে গান করলো}}

Hoo…..Humnava mere
Tu hai to meri saansein chale
Bata de kaise main jiyunga
💝Tere bina💝

♪♪Music♪♪

Hoo….

Hoo…

Har waqt dil ko jo sataaye
Qisi kami hai tu…..
Main bhi jaanu ye
Ki ithna khun laazmi hai tu

Neendein jaake na louti kitni raatei dhal gayi
Itne taare giney ki
Ungliyaan bhi jal gayi

Hoo……
💝💝💝
Hoo…….

“Hamnava mere”
Tu hai to meri saansein chale
Bata de kaise main jiyunga
💝Tere bina💝

Hoo…..Humnava mere
Tu hai to meri saansein chale
Bata de kaise main jiyunga
💝Tere bina💝

♪♪Music♪♪

Tu akhri aansu
O yaara
Hain aakhri tu gham

Dil ab kahaan hai
Jo dobara
De dain kisi ko hum

Apni shaamin main hisaa
Phir kisi ne diya
Ishq tere bina bhi
Main tujhe hi kiya

Ooo…..Humnava mere
Tu hai to meri saansein chale
Bata de kaise main jiyunga
💝Tere bina💝
{{অন্ধকারে আরুশির গালে স্লাইড করে গান করলো}}

Hoo…Fasle na de
Ki main hu aasre tere
Bata de kaise main jiyunga
Tere bina………

Music

গান শেষ হতেই সবাই করতালি দিলো।

এআর আরুশিরদের কাছে এসে কথা বলতে লাগলো

-“আপনার কন্ঠ খুব সুন্দর। “(মিশমি)

-“চুরেল আমার নামে তো কখনে প্রশংসা করে নাই বেটি দাড়া তোকে দেখাবো মজা। {{মনে মনে}}” (আয়াশ)

হঠাৎ আবার স্টেজ থেকে সুর ভেসে এলো স্টেজে তাকাতেই দেখলে আদ্রিয়ান গান গাইছে______

আজ বলবে হঠাৎ কেউ এসে
হেসে আলতো চোখে চোখে।♪♪♪
তোর জন্য এসেছি আমি
ভালোবাসতে যে তোকে। ♪♪♪
{{আদ্রিয়ান আরুশির দিকে তাকিয়ে গান গাইলো আর ডান্স স্টেপ করলো}}

আজ বলবে হঠাৎ কেউ এসে
হেসে আলতো চোখে চোখে।♪♪♪
তোর জন্য এসেছি আমি
ভালোবাসতে যে তোকে।
{{আয়াশ মিশমির দিকে তাকিয়ে গান গাইলো আর ডান্স স্টেপ করলো}}

আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে ভালোবাসি।
{{আদ্রিয়ান আয়াশ একসাথে স্টেপ করলো}}

আসে পাশে কোনো দেশে
চেনা অচেনা ভোরে।
চোখে চোখে দেখি তোকে
অচেনা স্বপ্নের ঘোরে।
{{রিসাদ আজমিরাকে হাত ধরে স্টেজে নিয়ে গেলো আর স্টেপ করলো}}

তোকে ঘিরে খুব ভিড়ে
রয়েছে রাতের তারা।
আনমনে গোপনে
ভেঙেছে রাতের পাহারা।
{{ধ্রুব ইশিতাকে স্টেজে নিয়ে ঘুরিয়ে স্টেপ করলো}}

মন বলেছে এবার তুই এলে
যাবো আমরা নিরুদ্দেশে।♪♪♪
{{আরুশি আদ্রিয়ানের চারপাশে ঘুরে স্টেপ করলো}}

তোর জন্য যত পাগলামি
চল হাওয়ায় যাই ভেসে।
{{মিশমি স্টেজে উটে আয়াশের গালে স্লাইড করে স্টেপ করলো}}

আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে ভালোবাসি।
{{সবাই একসাথে স্টেপ করলো}}

আজ বলবে হঠাৎ কেউ এসে
হেসে আলতো চোখে চোখে।
তোর জন্য এসেছি আমি
ভালোবাসতে যে তোকে।
{{আরুশি আর ইশিতা আদ্রিয়ান ধ্রুবর সাথে স্টেপ করলো}}

আসে পাশে কোনো দেশে
চেনা অচেনা ভোরে। চোখে চোখে দেখি তোকে
অচেনা স্বপ্নের ঘোরে।
{{এআর গানের স্টেপ করতে করতে আরুশির পাশে এসে দাঁড়ালো}}

মন বলেছে এবার তুই এলে
যাবো আমরা নিরুদ্দেশে।♪♪♪
{{আজমিরা আর মিশমি রিসাদ আয়াশের সাথে স্টেপ করলো}}

তোর জন্য যত পাগলামি
চল হাওয়ায় যাই ভেসে।
{{আরুশিকে মাঝখানে রেখে আদ্রিয়ান আর এআর আরুশির হাত ধরলো আর স্টেপ কমপ্লিট করলো}}

আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে ভালোবাসি।
{{সবাই একসাথে স্টেপ শেষ করলো}}

সবার করতালিতে সকলের ধ্যান ভাঙলো

To be continue

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here