তোমাতে রহিব বিলীন,পর্ব-০৫ (শেষ পর্ব)

তোমাতে রহিব বিলীন,পর্ব-০৫ (শেষ পর্ব)
লেখনীতে- Ifra Chowdhury
.
.
সেই রাতের পর আমি পরাগের ভাইয়ের সাথে সম্পূর্ণভাবে জড়িয়ে যাই। হয়তো, আমার মনের গোপন কুঠুরিতে উনার জন্য সুপ্ত ভালোলাগা আগে থেকেই ছিলো। এখন সেই ভালোলাগা তীব্র ভালোবাসায় রূপান্তরিত হয়েছে।
চ্যালেঞ্জে জিতে যাওয়ার পর প্রিয়রা মেনে নিয়েছে আমার ভেতরেও প্রেম ভালোবাসা নামক জিনিসটা আছে। এতোদিন এই বিষয়টা আমিও জানতাম না। কিন্তু সেই রাতের পর আমি তা উপলব্ধি করতে পেরেছি।
ক্লাসরুমে বসে এসবই ভাবছিলাম। হঠাৎ করে পরাগ ভাই ডেকে পাঠালেন আমাকে। কথাটা শোনা মাত্রই রুহি খোঁচা দিয়ে বললো,
‘যা যা স্মিহা, তোর ভাইয়া… স্যরি সাইয়া তোকে ডাকছে। তাড়াতাড়ি যা!’

আমি বিরক্তিকর গলায় বললাম,
‘সাইয়া মানে? কীসের সাইয়া? উনার সাথে কি আমার এখনো বিয়ে হয়েছে?’

পাশ থেকে সোহা বললো,
‘ঠিকই তো বলেছে রুহি। এতোদিন ভাইয়া ভাইয়া করেছিস, কিছুদিন পর সাইয়া সাইয়া করবি।’

‘উফ! তোরা থাকবি? ধ্যাৎ তোদের সাথে থাকলে আমি অল্পদিনেই সত্যি সত্যিই পাগল যাবো।’
কথাখানা বলে গটগট পায়ে বের হয়ে গেলাম। গম্ভীরমুখে পরাগ ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। উনি আমার মুখের দিকে তাকিয়েই বললেন,
‘কী ব্যাপার লঙ্কাবতী? তোমার মুখে অমাবস্যা নেমে এসেছে কেন? কী হয়েছে?’

আমি কাঁদো কাঁদো কন্ঠে বললাম,
‘ওরা আমায় সবসময় আপনাকে নিয়ে ক্ষ্যাপায়।’

উনি আফসোসের সুরে বললেন,
‘আহালে, তো কী বলে ক্ষ্যাপাচ্ছিলো?’

‘ওরা বললো, আমি এতোদিন আপনাকে ভাইয়া ভাইয়া ডেকেছি, কিছুদিন পর থেকে সাইয়া সাইয়া বলে ডাকবো।’

আমার কথা শেষ হওয়া মাত্রই পরাগ ভাই গগন কাঁপানো হাসি শুরু করলেন। তা দেখে আমার রাগ আরো বেড়ে যাচ্ছে। আমি উনার কলার চেপে ধরে বললাম,
‘আপনিও মজা নিচ্ছেন আমার সাথে? আপনার সবাই খারাপ। খুব খুব খারাপ৷ কেউ ভালোবাসে না আমাকে।’

উনি আমার হাত ধরে বুকে আগলে নিলেন। তারপর দুষ্টুমির সুরে বললেন,
‘আহারে আমার সাইয়া সাইয়া করা বউটা।’
কিছুক্ষন উনার বুকে মাথা রেখে ঠায় দাঁড়িয়ে রইলাম। অন্যরকম এক শান্তি অনুভব করতে লাগলাম।
পরাগ ভাই আদর মাখা কন্ঠে বললেন,
‘লঙ্কাবতী, আইসক্রিম খাবে?’
আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। প্রায় দশ মিনিটের মাথায় আমরা আইসক্রিম পার্লারে পৌঁছে গেলাম। উনি আমার ফেভারিট চকলেট ফ্লেভারের আইসক্রিম নিলেন। আইসক্রিম খেতে খেতে প্রায় অনেক গল্প করলাম। তবে উনার শেষ কথাটা শুনে আমার মন কিঞ্চিৎ খারাপ হয়ে গেলো। আগামীকালই নাকি উনার মাস্টার্স পর্বের শেষ ক্লাস। উনি ভার্সিটিতে না থাকলে আমার কাছে পুরো ভার্সিটিই ফাঁকা ফাঁকা লাগবে। তাই মন খারাপ করে চুপচাপ উনার কথাগুলো শুনছিলাম।

আমার চুপ করে থাকা দেখে উনি জিজ্ঞেস করলেন,
‘কী ব্যাপার? কিছু বলছো না যে?’

‘কিছু না। তো আপনার এক্সাম কবে থেকে শুরু?’

‘এইতো এক সপ্তাহ পরেই। আর এক্সাম শেষ হওয়ার পরপরই বাবার বিজনেস জয়েন করবো। তারপর আমার লঙ্কাবতীকে সারাজীবনের জন্য আমার কাছে নিয়ে আসবো।’

উনার শেষ কথাটুকু শুনে আমি খুশিতে গদগদ হয়ে বললাম,
‘সত্যি? কিন্তু আপনার বাসায় আমাকে মেনে নিবে তো?’

‘মেনে নিবে না কেন? আমি তো অলরেডি মাকে তোমার কথা বলে দিয়েছে। ইন ফ্যাক্ট মায়ের তোমাকে খুব পছন্দও হয়েছে। আর আমার মাস্টার্স পরীক্ষাটা শেষ হলে বাবাকেও জানিয়ে দিবো তোমার কথা। তারপর তোমাদের বাসায় যাবো।’

‘আপনার মা আমার কথা জানে? কই আমাকে তো বলেননি এ কথা।’

পরাগ ভাই উনার কপালের চুলগুলোতে হাত বুলাতে বুলাতে বললো,
‘তোমাকে বলতে ভুলে গেছিলাম গো। কিন্তু এখন তোমার কথাশুনে মনে পড়লো।’

‘ভালো।’

‘এই দেখো আবার গাল ফুলায়। স্যরি তো…’

______________
দেখতে দেখতে পরাগ ভাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। উনি বেশ কিছুদিন যাবৎ উনার বাবার ব্যবসায় যোগদানও করেছেন।
এখন প্রতিদিন আমাদের দেখা হয় না। মাঝে মাঝে উনি ভার্সিটিতে এসে আমার সাথে দেখা করে যান। ইদানীং ব্যবসা নিয়েই খুব ব্যস্ত থাকেন। ইতোমধ্যে আমাদের বাসায় সবাই আমাদের সম্পর্কের কথা জানেন। উনারা এই সম্পর্কে দ্বিমতও প্রকাশ করেননি। সবচেয়ে মজার কথা পরাগ ভাইয়ের বাবা নাকি বাবার ব্যাচমেট ছিলেন। উনাদের দু’জনের সম্পর্কও বেশ ভালো। আগামী শুক্রবার আমাদের বাসায় পরাগ ভাইদের আসার কথা। আমার ভালোলাগার পাশাপাশি খুব অস্বস্তিও হচ্ছে। জানি না এর কারণ কী? সম্ভবত এই প্রথম আমি পাত্র পক্ষের সামনে যাবো তাই হয়তো এমন লাগছে! নিজের রুমে বসে এসবই চিন্তা করছিলাম। হঠাৎ করে আপা হন্তদন্ত পায়ে রুমে প্রবেশ করলো। চোখেমুখে চিন্তার ছাপ তার।

আমি কিছু জিজ্ঞেস করার আগেই আপা বললেন,
‘পরাগের বাবা ব্রেইন স্ট্রোক করেছে শুনেছিস?’

‘হোয়াট? এসব কী বলছো তুমি আপা? কই পরাগ ভাই তো আমাকে কিছু বলেননি। উনি এখন কোথায়?’

‘পরাগ আব্বুকে ফোন করে জানিয়েছি। ওরা হসপিটালে আঙ্কেলকে এডমিট করিয়েছি। আব্বু আর চাচ্চু যাচ্ছে এখন। তুই যাবি?’

আমি অস্থির কন্ঠে বললাম,
‘হ্যাঁ নিশ্চয়ই যাবো। আব্বুকে বলো আমার জন্য একটু অপেক্ষা করতে আমি রেডি হয়ে আসছি।’

হসপিটালে পৌঁছে দেখলাম আন্টি লবিতে বসে কান্নাকাটি করছেন সাথে পরাগ ভাইয়ের ছোটো বোন পৃথাও কাঁদছে। আমি আন্টির কাছে গিয়ে উনাকে কিছুটা স্বান্তনা দিতে চাইলাম। পৃথা আমাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো।

আমি শীতল গলায় বললাম,
‘কেঁদো না পৃথা। আঙ্কেলের কিছু হবে না আল্লাহ ভরসা।’

আন্টি আর পৃথাকে কিছুটা সামলিয়ে পরাগ ভাইকে খুঁজতে লাগলাম। উনাকে আসার পর থেকে একবারও দেখতে পাইনি।
অবশেষে উনাকে রিসেপশনের শেষ মাথায় দেখতে পেলাম। চুপচাপ গা এলিয়ে দাঁড়িয়ে আছেন। আমি কাছে যাওয়া মাত্রই আমাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠলেন। আমি এই পরাগ ভাইকে কখনো দেখিনি। একদম ভেঙে পরেছেন।

আমি উনাকে শান্ত গলায় বললাম,
‘সব ঠিক হয়ে যাবে পরাগ ভাই। আপনি এভাবে ভেঙে পড়লে আন্টি আর পৃথাকে কে সামলাবে বলুন?’

উনি কান্নারুদ্ধ কন্ঠে বললেন,
‘আমি বুঝতে পারছি না আমি নিজেকে কীভাবে সামলাবো। বাবার এমন অবস্থা আমি কখনো দেখিনি। একজন চঞ্চল, হৈ হুল্লোড় করা মানুষ কীভাবে নিমিষেই এতো নির্জীব হয়ে গেলেন!
বাবা আবার আগের মতো হয়ে যাবে তো স্মিহা?’

আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে বললাম,
‘অবশ্যই আঙ্কেল ঠিক হয়ে যাবেন৷ আপনি প্লিজ একটু শান্ত হোন।’

দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে। পরাগ ভাইয়ের বাবা এখন অনেকটাই সুস্থ। আঙ্কেলের অসুস্থতার জন্য উনারা আমাদের বাসায় আসতে পারবেন না বিধায় আমাদের পক্ষের লোক উনাদের বাসায় যাবেন আজ। যদিও আব্বু বিয়ের ব্যাপারটা এখন আপাতত বাদ দিতে বলেছেন কিন্তু পরাগ ভাইয়ের বাবা তা মানতে নারাজ৷ উনি কিছুদিনের মধ্যেই না কি বিয়ের ডেইট পাকাপোক্ত করতে চান।

সন্ধ্যায় আব্বুরা বাসায় ফিরে এসে জানান আগামী সপ্তাহেই না কি বিয়ের ডেইট ঠিক হয়েছে। সব কিছু এতো তাড়াতাড়ি ঠিক হওয়ার কারণ পরাগ ভাইয়ের বাবার অসুস্থতা।
উনি তাড়াতাড়ি উনার বউমার মুখ দেখতে চান, তাই এক সপ্তাহের মধ্যেই বিয়ের তোড়জোড় করতে বলেছেন।
এতো তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। পরাগ ভাই ফোন করে খুশিতে গদগদ করছেন। উনার এতো খুশি দেখে আমার ভীষণ লজ্জা লাগছে।

_____________
আজ সেই কাঙ্ক্ষিত দিন। আমার আর পরাগ ভাইয়ের বিয়ে আজকে। নানান ব্যস্ততার মধ্যে এক সপ্তাহ যেনো চোখের পলকেই কেটে গিয়েছে।
আমি বধূ সেজে উনার অপেক্ষায় প্রহর গুনছি। সোহা এসে বললো,
‘দুলাভাই এসে গেছেন স্মিহা। তোর অপেক্ষার অবসান ঘটতে চলেছে।’

রুহি ফিসফিস করে বললো,
‘বাসর ঘরে কী হয় সব কিন্তু আমাদের বলতে হবে স্মিহা। মনে রাখিস।’

ওদের এমন কথায় আমার খুব লজ্জা লাগছে। মুখে কিছুই বলতে পারছি না। চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। বেশ কিছুক্ষণ পর আপা এসে আমায় বিয়ের আসরে নিয়ে গেলো।
বিয়ে শেষ হওয়ার পর আয়নায় যখন পরাগ ভাইকে প্রথম দেখলাম আমি যেনো একটু করে মরে গেলাম। এতো সুন্দর লাগছিলো উনাকে যে নিজের অজান্তেই আমার মুখে একরাশ হাসি ফুটে উঠেছে।

কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। পরাগ ভাইকে যখন আয়নায় আমাকে দেখিয়ে জিজ্ঞেস করা হলো উনি কী দেখছেন? তখন উনি বললেন,
‘আমার লঙ্কাবতীকে দেখছি।’

ভরা মজলিসে এমন একটা কথায় হাসির রোল পড়ে গেলো। এর জন্য আমার উনার উপর ভীষণ রাগ হলো। মুখের হাসিটাও মিলিয়ে গেলো।
ধীরে ধীরে বিয়ের সব নিয়মও শেষ হয়ে গিয়েছে। আমি বাবা বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে পা রেখেছি।
বর্তমানে বাসর বসে আছি। পরাগ ভাই প্রায় এক ঘন্টা পর রুমে প্রবেশ করলেন। আমি রেগে থাকার কারণে কিছু বললাম উনাকে।

উনি নিজ থেকে এসে পাশে বসলেন। তারপর উৎফুল্ল কন্ঠে বললেন,
‘এই দিনটার জন্য কতোরাত নির্ঘুমে কাটিয়েছি জানো তুমি?’

আমি ত্যাড়াভাবে বললাম,
‘আমি তো লঙ্কাবতী, তো আমাকে বিয়ে করার জন্য আবার নির্ঘুম রাত কাটাতে হয় নাকি?’

‘আরে তুমি রাগ করছো কেন? দেখো তুমি লঙ্কাবতী বলেই কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি এবং সারাজীবন বাসবোও। এখন প্লিজ আজকের রাতটা অন্তত রাগ করে থেকো না।’

আমি গম্ভীরকন্ঠে বললাম,
‘আজ আপনাকে একটা সত্যি কথা বলতে চাই।’

‘আমিও তোমাকে একটা সত্যি কথা বলতে চাই।’

‘আচ্ছা তাহলে আপনিই আগে বলুন?’

উনি আমতাআমতা করে বললেন,
‘তুমি রাগ করো না কিন্তু দয়া করে। আমি আমাদের দাম্পত্য জীবন শুরু করার আগে তোমাকে সব সত্যি কথা বলেই শুরু করতে চাই।
আসলে স্মিহা, তোমাকে যেদিন প্রথম এক ঝুড়ি লঙ্কা দিয়ে প্রপোজ করেছিলাম ওটা কিন্তু আমি মন থেকে করিনি।
আমার বন্ধুরা আমায় বলেছিলো, তুমি যেহেতু আমায় এতো অসহ্য করো তাই তোমাকে আমার প্রেমের জালে ফাঁসাতে। আর তারপর যখন তুমি আমার ফাঁদে পা দিবে আই মিন আমার প্রতি দূর্বল হয়ে যাবে তখন তোমাকে ছেড়ে দিতে। আমিও দুষ্টুমির ছলে ওদের কথায় রাজি হয়ে গিয়েছিলাম।
কিন্তু যেদিন তোমার সাথে একটা সন্ধ্যা পার করলাম আমি বুঝতে পেরেছিলাম আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমার মনের গভীর আস্তানায় শুধু তোমারই বসবাস। তারপরই তোমাকে সত্যিকারের ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলাম।’

আমি উনার কথা শুনে হা হয়ে গেলাম। পরক্ষণেই বললাম,
‘আমিও প্রথমে কিন্তু আপনাকে ভালোবাসিনি। যা করেছিলাম সবটা অভিনয় ছিলো। প্রিয়দের সাথে চ্যালেঞ্জ ধরে প্রেমের অভিনয় করতে করতে কখন যে সত্যিই আপনার প্রেমে পড়ে গেলাম নিজেও টের পাইনি।’

পরাগ ভাই আমার কথাশুনে খিলখিল করে হেসে উঠলেন। বললেন,
‘কী বলো? আল্লাহ! দু’জনেই তাহলে বন্ধুদের সাথে বাজি ধরে মিথ্যা প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি প্রেমের জালে ফেঁসে গিয়েছি।’

উনার কথায় মৃদু হাসলাম। হুট করেই মনের মধ্যে এক অজানা ভয় ঘিরে ধরলো। আমি কাঁদো কাঁদো গলায় বললাম,
‘পরাগ ভাই এই বিয়েটা কি আপনি সত্যি সত্যি করেছেন নাকি এটাই বন্ধুদের দেওয়া কোনো প্ল্যান? আপনি আবার আমায় ছেড়ে চলে যাবেন না তো?’

উনি আমাকে আলতো করে উনার বুকের সাথে মিশিয়ে বললেন,
‘এটা কোনো মিথ্যে বিয়ে না লঙ্কাবতী। আমি এখন সত্যিই তোমাকে খুব খুব ভালোবাসি। আর তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো তো? আমি আজীবন তোমাতেই বিলীন থাকবো।’

কথাখানা বলেই উনি আমার কপালে উনার ঠোঁট জোড়া ছুঁইয়ে দিলেন। আমিও পরম আবেশে দু’চোখ বন্ধ করে ফেললাম।

আজ থেকে আমরা দু’জন শুধুই দু’জনার। কোনোরূপ তথাকথিত চ্যালেঞ্জ কিংবা বাজি নয়, বরং মন থেকে একে অপরকে আজীবনের জন্য জয় করে নিয়েছি। দু’জনের মন শুধু আমাদের নিজেদের মধ্যেই আবদ্ধ। পরস্পরের মন-জমিনেই বিলীন হয়ে গেলাম আমরা। এবং এভাবেই যেন আমৃত্যু ভালোবাসার গভীর জগতে বিলীয়মান রয়ে যাই।

(সমাপ্ত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here