আমার_অপ্রিয়_আমি,পর্বঃ১৩ও১৪

আমার_অপ্রিয়_আমি,পর্বঃ১৩ও১৪
রিলেশন_সিরিজ
Ipshita_Shikdar (samia)
পর্বঃ১৩

নাহ, আমি পারছি না তাকে বাধা দিতে। কি করে বাধা দিবো আমারও যে বড্ড ইচ্ছে তার মাঝে মিশে যেতে,বড্ড ভালোবাসি যে তাকে। পিছাতে পিছাতে দেয়ালে ঠেকে গেলো পিঠটা। সে নিজের দেহটা মিশিয়ে ফেললো আমার সাথে, তার উষ্ণ নিশ্বাস ছিটকে পড়ছে আমার চোখেমুখে। ফলে ফ্যান পুরো দমে চলার পরও দরদর করে ঘামছি আমি। সে তার ঠোঁটজোড়া দ্বারা আমার ললাটে ভালোবাসায় সিক্ত স্পর্শ দিবে তার আগেই,

— কিরে ইপশু সেই যে বেডরুমে ঢুকলি আর বের হলি না! তারপর আবার জিজুও সবার মাঝ থেকে কল আসায় উঠে কোথায় যে গেলো… কি হলো উত্তর দিচ্ছিস না কেনো? ঘুমিয়ে পড়লি নাকি?

কথাগুলো চেঁচিয়ে বলতে বলতে ঘরে ঢুকছিলো আমার আদরের বান্ধুবী নিলা। তার গলা শুনেই কাব্য ছিটকে দূরে সরে গেলো আমার থেকে। কিন্তু আমি স্তব্ধ হয়ে সেখানে সেভাবেই দাঁড়িয়ে আছি। আসলে ব্যপারটা হঠাৎ ঘটায় কিছুটা অবাক আশ্চর্য হয়ে যাওয়ায় এমতাবস্থা আমার।

নিলা আমাকে এভাবে দেয়ালে পিঠ ঠেকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা ভ্রু কুঁচকায়। কারণ আমার আচারণ তার বোধগম্যতার বাইরে। সে আমার কাছে এসে খাণিকটা ধাক্কা মেরে জিজ্ঞেস করে,

— তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দেখে মনে হচ্ছে তুই ভুত দেখছি নয়তো তোকে কেউ স্টেচ্যু করেছে।

তার ধাক্কায় আমার হুশ ফিরলেও খাণিকটা বিব্রত ও অস্বস্তি বোধ করলাম তার প্রশ্নে। আড়চোখে কাব্যকে খুঁজতেই দেখলাম সে বেডে বসে আমার পানে তাকিয়ে মিটিমিটি হাসছে। মন চাচ্ছে মাথাটা ফাটিয়ে দিতে কারণ তার জন্যই এমন পরিস্থিতিতে পড়তে হলো। নিলার দিকে চোখ যেতেই দেখলাম সে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মৃদু হাসার চেষ্টা করে আমতাআমতা করে বললাম,

— আসলে আমার ব্লাউজের চেইন খুলছিলাম তখন কাব্য প্রবেশ করে তাই আমি পিঠ দেয়ালে ঠেকাই যাতে… বুঝতে পেরেছিস নিশ্চয়ই?

—হুম, কিন্তু জিজু তো তোর স্বামী সে দেখলেই বা কি! যাই হোক আন্টি খেতে ডাকছে সো তোরা কি এখানে খাবি নাকি সবার সাথে টেবিলে?

— নাহ, আমার খেতে ইচ্ছে করছে না। খুধা থাকলেও বড্ড ক্লান্ত লাগছে। তবে কাব্যর খাবারটা নিয়ে আয়!

নিলা আমার উত্তর পেয়ে বের হবে তার আগেই কাব্য আদেশ দিলো,

— শুধু আমার না ইপশুরও খাবার নিয়ে এসো। তবে শুধু রাইস, ডাল আর চিকেন ফ্রাই এনো ওর জন্য, ঠিক আছে?

— আচ্ছা জিজু!

নিলা বের হয়ে যেতেই আমি কিছুটা ভ্রু কুঁচকে তাকালাম কাব্যর দিকে কারণ আমার এখন খাওয়ার মতো কষ্টকর কাজ করার বিন্দুমাত্র ইচ্ছে কিংবা শক্তি নেই। সে আমাকে ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলে উঠে,

— শাড়ি বদলিয়ে হালকা কিছু পড়ে নাও।

তার আচারণে বিরক্তবোধ করলেও কিছু বললাম না। একটা প্লাজু ও পাতলা টপ নিয়ে ওয়াসরুমে গেলাম, একবারে শাওয়ার নিয়ে ফিরে আসতেই দেখি জনাব একটা থ্রিকোয়াটার প্যান্ট পড়ে খালি গায়ে বেডে বসে ফোন চালাচ্ছে এবং তার অপর পাশেই একটা ট্রের উপর দুই প্লেট খাবার। আমি বারান্দায় যেয়ে চুলের পানি ঝেড়ে গামছাটা রশিতে মেলে দিচ্ছি এমনসময় টের পেলাম কাঁধে গরম বাতাস আছড়ে পড়ছে। না তাকিয়েই বলে উঠলাম,

— কিছু লাগবে নাকি তোমার? ঘরে গিয়ে বসো আমি আসছি!

সে আমার কাঁধে নাক ঘষে বললো,

— উঁহু, আমার সাথেই চলো তুমি। অনেক রাত হয়েছে, আবার সারাদিনের ক্লান্তি তাই খেয়েদেয় আরাম করে ঘুমিয়ে যাবে।

অগত্যা আমিও তার সাথে বেডে যেয়ে বসলাম যদিও আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নিস্তব্ধ শহরটাকে দেখার ইচ্ছে ছিলো। প্রায় ৫ মিনিট ধরে খাবার সামনে রেখে বসে আছি কেমন যেনো নিস্তেজ লাগছে নিজ হাতে খেতে হবে ভেবে। কাব্য এরূপ কার্যক্রম দেখে এক দীর্ঘিশ্বাস ফেলে নিজের ভাত রেখে আমারটা মাখিয়ে এক নলা মুখের সামনে ধরলো। আমিও গহাসিমুখে গাপুসগুপুস করে খেতে লাগলাম। সে বিড়বিড় করে বললো,

— ‘বাচ্চা বউ আমার।’

আমি একটা ভেঙচি কেটে আবার আগের মতো খেতে লাগলাম। আসলে অন্যের হাতে খাওয়ার মজ নিজ হাতে খেয়ে কোথায় তাছাড়া আমি নিজের হাতে খুব একটা খাই না। বিয়ের আগে বেশিরভাগ সময়ই আম্মুই খায়িয়ে দিতো। সে যাই হোক আমাকে খায়িয়ে সেও খেয়ে নিলো। ততক্ষণে আমি বালিশ নিয়ে খাটের একপাশে শুয়ে পড়েছি। হঠাৎ কাব্য এসে একটানে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিলো।

— কাব্য কি করছোটা…

— নট আ সিঙ্গেল ওয়ার্ড! চুপচাপ ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। আর রাতে হেডেক বা পা ব্যথা হলে আমাকে ডাক দিয়ো, ডোন্ট ডু এনি পাকনামি!

কথা না বাড়িয়ে আমিও ঘুমিয়ে গেলাম সেভাবেই। ফজরের আজানে ঘুম ভাঙলে কাব্যকেও উঠালাম মসজিদে যাওয়ার জন্য, সে ভাইয়াদের সাথে মসজিদে গেলে আমিও নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। কখন যে সে এসেছে বলতেও পারবো না। প্রায় সকাল দশটার দিকে দরজায় কেউ নক করায় ঘুম ভাঙলো। আমি আড়মোড়া দিয়ে উঠতেই সামনে যা দেখলাম তাতে লজ্জায় লাল হয়ে গেলাম।

কাব্য সোফায় বসে হা করে আমাকে দেখছে। আসলে ফজরের ওয়াক্তে সে ঘরে ছিলো না বলে বালিশ জড়িয়ে ওড়না ছাড়াই ঘুমিয়ে ছিলাম। তাছাড়া আড়মোড়া দেয়ায় শর্টটপটা খাণিকটা উঠে যাওয়ায় পেট দৃশ্যমান। আমার ঘোর ভাঙলো আবার নকের শব্দে। তাড়াতাড়ি বেডের সাইড থেকে ওড়না নিয়ে শরীরে জড়িয়ে বিছানা থেকে উঠে গেলাম। দরজা খুলতেই মৃদু হাসি ফুটে ওঠলে ঠোঁটের কোণে। কারণ সামনে আমার আদুরে বুড়ি সুমু তার দুপাটি দাঁত বের করে হাসছে। বলা বাহুল্য সুমু আমার বোড় ভাইয়ের মেয়ে। চট জলদি কোলে তুলে নিলাম তাকে এবং দরজা লাগিয়ে তাকে নিয়ে বেডে বসালাম।

— কি গো বাবাই, তুমি এতো সকাল সকাল আম্মির ঘরে কি করছো?

কথাটা শুনেই তার মুখে আধার ছেয়ে গেলো। যা দেখে আমি একটু চিন্তিত হলাম, কাব্য হয়তো ব্যপারটা খেয়াল করে সুমুর কাছে এসে তার মাথার হাতি বুলিয়ে জিজ্ঞেস করলো,

— কি হয়েছে মামনি? আম্মি কি ভুল কিছু বলেছে যার জন্য তুমি রাগ করেছো তার সাথে?

— হ্যাঁ বাবাই। কি হয়েছে মুখটা এমন বিষাদময় কেনো তোমার?

— আম্মু বলেছে তুমি এখন থেকে আর আমার আপন নয়, পর হয়ে গিয়েছো। বিয়ের পর নাকি সব মেয়েরাই পর হয়ে যায়। আমিও বলে দিয়েছি মাই আম্মি লাভ মি দ্য মোস্ট। কিন্তু দেখো আমি তো আগেও তোমার কাছে সকাল সকাল আসতাম, তুমি আমাকে কিছু জিজ্ঞেস না করেই আদর দিতে। আর আজ প্রশ্ন করলে তাহলে কি তুমি আমাকে সত্যিই আগের মতো ভালোবাসো না?

কিছুটা অপারাধবোধই হলো আমার আচারণের পরিবর্তনের জন্য। কারণ আমি তো আগের মতোই তাকে ভালোবাসি। শুধুমাত্র পরিস্থিতি বদলে যাওয়ায় আমার ভালোবাসার প্রকাশ বদলাতে পারে না। তাকে কোলে উঠিয়ে গালে চুমু দিয়ে আলতো হেসে বললাম,

— আরে বাবাই মাতো দুষ্টুমি করেছে। আম্মি উইল অলওয়েজ লাভ ইউ লাইক দিস! আমি প্রশ্ন করলাম কারণ তোমার তো এখন খাওয়ার সময় আর তুমি আমার কাছে এসেছো। তাই তুমি না খেয়ে চলে এসেছো কিনা তাই আর কি…

— ওহ!

— হুম, শোনো তুমি ভালো বাবাইয়ের মতো বাপির সাথে বসো আমি ফ্রেশ হয়ে কাপড় বদলিয়ে আসি!

— আচ্ছা আম্মি।

আমি ফ্রেশ হয়ে সুমু ও কাব্যকে নিয়ে ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে গেলাম। কারণ আমি জানি শিকদার বাড়িতে সবাই এ সময়েই ব্রেকফাস্ট করে। খাওয়াদাওয়া করতে বসবো এমন সময়ে কাব্যর কল আসে।

— এক্সকিউজ মি।

বলে সে উঠে চলে যায়, আর আমিও সেদিকে ধ্যান না দিয়ে নিজের খাবার খেয়ে নেই সাথে, সুমুকেও খায়িয়ে দেই। হঠাৎ কাব্য এসে বলতে শুরু করে,

— ইপশু আমার এখনই বের হওয়া লাগবে। ডোন্ট ওয়ারি ঘণ্টা খাণেকের মাঝেই চলে আসবো… আসলে অফিসের জরুরি কাজ তো তাই ফেলতে পারছি না।

আমি কিছু বলবে তার আগেই আমার মেয়ের জামাই দরদী মা চিন্তিত ও উত্তেজিত হয়ে বলে উঠলো,

— সে কি বাবা? ব্রেকফাস্ট না করেই চলে যাবে আবার আসবে তো? বিকালে তো তোমাদের বাড়ি থেকে লোক আসবে নিতে সেই অনুষ্ঠান! মিনিট পাঁচেক লাগবে বাবা খাবারটা খেয়ে যাও!

— মাফ করবেন মা, খুবই জরুরি দরকার বলেই যাচ্ছি। তবে চিন্তা করবেন না আল্লাহ সহায় হলে বিকালের আগেই এই বাসায় ফিরে আসবো। ইনশাআল্লাহ!

দুটি বাক্য বলেই সে হাড়তাড় করে চলে গেলো। বেশ খুশিখুশি ভাবও তার চেহারায়। ব্যপারটা সন্দেহজনক লাগলেও তেমন আমলে নিলাম না। কারণ চোখে পড়লো মা মুখটা মলিন করে রেখেছে। আমি মায়ের হাতে হাত রেখে চোখের ইশারায় বুঝালাম মন খারাপ না করতে। ব্রেকফাস্ট আর মুখে গেলো না, তাই কোনোরকম শেষ করে দুই ভাবি ছাড়া সব কাজিনরা আড্ডা দিতে শুরু করলাম তবে এসবে কখন যে যোহরের ওয়াক্ত হয়ে গেলো টেরও পাইনি। নামাজ পড়ে উঠে দাঁড়াতেই দেখি আমার মা এসে হাজির তাও বেশ চিন্তিত ভঙ্গিমায়।

আমি জিজ্ঞেসু দৃষ্টিতে তাকাতেই সে বলে উঠলো,

— জামাই তো এখনো আসলো না? একবার কল করে দেখেছিস কোথায় আটকে গিয়েছে?

আমি বেশ বিরক্তিমাথা গলায় বললাম,

— উফফ আম্মু! এতো প্যারা নেও কেনো? সে তো আর ছোট বাচ্চা নয় যখন তার কাজ শেষ হবে তখন এসে পড়বে। তাই তুমিও যেয়ে খেয়ে নাও।

মা এবার রেগে ঝাঁঝালো গলায় বললেন,

— তুমি আর বাচ্চা নেই, বুঝলে? সবজায়গায় এতো খামখেয়ালি করলে চলবে না। তোমার স্বামী হয়েছে, সংসার হয়েছে তাই দায়িত্ব নিতে শিখো। কল দাও এখন তাড়াতাড়ি!

আম্মুর ঝাড়ি খেয়ে কথা বাড়ানোর আর কোনোপ্রকার ইচ্ছেই বাকি ছিলো না। তাই কল করলাম কাব্যকে… দুটো রিং হতেই সে কল পিক করলো।

— আসসালামুয়ালাইকুম!

— হ্যাঁ, ইপশু বলো!

আম্মুর বকা খেলাম এই মহাশয়ের জন্য তাই বেশ রাগছিলো তার উপর। বেশ ঝাঁঝালো গলায় বললাম,

— তোমার না দুপুরে বাড়ি ফিরার কথা, এখনো ফিরোনি কেনো? জানি এখন বলবা দুপুরে আসতে পারবা না, রাতে আসবা। বাট আমাকে কি একদফা কল করে বলে যায় না?

— সরি বেবি, রাগ করে না। লাভ ইউ তো!

— হুম, রাখি!

— আরে রিপ্লাই তো…

তার কথা শেষ না হতেই কল কেটে দিলাম। আম্মুকেও বলে দিলাম সে আসবে না এখন। এর মধ্যেই বড় ভাবি আসলো…

— কিরে কাব্য ভাই আসবে কখন? তোর ভাইয়েরা আর আব্বা খাবার টেবিলে অপেক্ষা করছে তার জন্য।

— আসবে না ভাবি।

— তাহলে তুই খেয়ে নে।

— নাহ, সে আসলেই একসাথে খাবো।

— সে কি! সকালেও তেমন খেলি না, আর ভাইও না খাওয়া। এক কাজ কর তুই তো কাব্যর অফিস চিনিসই, দুজনের খাবার নিয়ে সেখানে চলে যা! কাজের ফাঁকে খেয়ে নিস।

— হ্যাঁ, মারিয়া ঠিক বলেছে। যা তৈরি হয়েনে তাড়াতাড়ি।

গাউন ও হিজাব পড়ে ভাইয়ার গাড়ি ও ড্রাইভার নিয়ে অফিস গেলাম। মনটা কেমন যেনো কুডাকছে, মনে হচ্ছে বড্ড খারাপ কিছু হতে চলেছে আমার সাথে। বড় অস্থিরতা কাজ করছে নিজের মাঝে। তারপরও নিজেকে সামলে স্থীর হয়ে বসে আছি। অফিসের চারতালায় কাব্যর কেবিন। প্রায়শয়ই আসা হতো আগে, তাছাড়া বিয়েতে সবাই ইনভাইটেড হওয়ায় সবাই-ই মোটামোটি চিনে আমাকে। তাই কেউ কখনো আটকায় না বলে আমি সোজা কাব্যর কেবিনে ঢুকে গেলাম। তবে যা দেখলাম তাতে পুরোপুরি ভেঙে পড়লাম।

কাব্য ও ইশা একসাথে কোনো ব্যপারে কথা বলছে। কাব্য এতোকিছু হওয়ার পর বিশেষ করে বিয়ের পর এই মেয়ের সাথে কথা বলে ভাবতেই চোখের থেকে টুপ করে একফোঁটা অশ্রু ঝড়ে পড়লো। সেখানে বসে চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে। তবুও সিনক্রিয়েট না করার তীব্র ইচ্ছে থাকায়, নিজেকে সামলে চুপচাপ সেখান থেকে বের হয়ে গেলাম। ড্রাইভারকে চলে যেতে বলে আমি ফুটপাথের কোণঘেঁষে হাঁটছি। ভাবছি কেমন অযাচিত ও উদ্দেশহীন জীবনের দিকে অগ্রসর হচ্ছি। পথের ধারে কিছু বাচ্চা দেখলাম প্লেট হাতে ভিক্ষে করছে। তাদের ডেকে খাবারটুকু বেড়ে খেতে বললাম, সেই সাথে কিছু টাকাও হাতে ধরিয়ে দিলাম। এখন একটু শান্তি লাগছে মনে। নিজেকে কিছুটা স্থীর করে রিকশা ডেকে বাসায় ফিরে গেলাম। আম্মুকে কিছু না বলে খালি টিফিনবক্সটা দিয়ে রুমে চলে এলাম।

অনেক্ষণ লাগিয়ে শাওয়ার নিলাম। শাওয়ার নিলাম বললে ভুল হবে। সত্য তো এই যে, কৃত্রিম ঝর্ণার ঝঙ্কার ও পানির আড়ালে নিজের বিলাপ ও অশ্রু লুকাচ্ছিলাম লোকচক্ষু হতে। ভেজা চুল নিয়ে বারান্দার ফ্লোরে বসে আছি। চোখজোড়া দিয়ে আর বৃষ্টি বয়ে যাচ্ছে না বরং তীব্র জালাপোড়া অনুভূত হচ্ছে তাই চোখজোড়া বন্ধ করেই দেয়ালে গা এলিউএ বসে রইলাম সেখানে।

প্রায় ঘণ্টা খাণেক পর অনুভব করতে পারলাম কেউ একজন আমার চোখের উপর পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিচ্ছে। চোখজোড়া বদ্ধ অবস্থায়ই দৃঢ় গলায় বলে উঠলাম,

— কাঁদিতে পারি না বন্ধু, চোখে নাইরে পানি।
যে দুঃখ দিয়াছো আমায় আমি শুধু জানি।
একটু খাণি ভেবে দেখো এই কি প্রেমের প্রতিদান? (কাঁদিবে পরাণ by sumi mirza)

কথাটুকু বলেই চোখজোড়া মেলে তীক্ষ্মদৃষ্টি নিক্ষেপ করলাম তার দিকে। সে আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে হয়তো আমার কথার অর্থ খুঁজে পাচ্ছে না নয়তো অন্যকিছু। আমি ফ্লোর থেকে উঠে ঘরে চলে গেলাম, আর সেও আমার পিছুপিছু এসে কিছু বলবে তার আগেই বেডরুমে নিলা প্রবেশ করলো।

সে দুষ্টু হেসে বললো,

— কি গো জিজু, আজ তো সবাইকে ছাড়া একা একা দুজনে মিলে বেশ ভালোই লাঞ্চ কমপ্লিট করলেন!

কাব্য ভ্রু কুঁচকে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকাতেই সে বললো,

— মানে আজ তো আপনার লাঞ্চ নিয়ে ইপশু অফিসে গেলো তাই আর কি… যাই হোক এখন তো সন্ধ্যা হতে চললো তাই আন্টি আপনাকে ও ইপশুকে তৈরি হয়ে নিতে বলেছে। আমি গেলাম এখন!

কাব্য এতক্ষণে আমার কথার অর্থ ধরতে পেরে বেশ ভাবনায় পড়ে গেলো। সে আমার দিকে খাণিক তাকিয়ে আমায় নিয়ে বেডে বসিয়ে নিজে আমার পায়ের সামনে হাটু গেড়ে বসলো। একটু গম্ভীর হয়ে আমার হাতজোড়া নিজের হাতের মাঝে নিয়ে শান্ত গলায় বললো,

— আই নো তোমার মনে অনেক প্রশ্ন বাট ক্ষমা করো আমায় আমি কিছু বলতে পারবো না। কারণ সত্য বলার পরিস্থিতি নেই আর মিথ্যে বলার ইচ্ছে নেই। শুধু এটুকোই আল্লাহর কসম করে বলতে পারি ইশার সাথে আমার কোনোরূপ সম্পর্ক নেই। যদি আমায় বিন্দুমাত্র বিশ্বাসও করে থাকো তাহলে আর প্রশ্ন করবে না আশা করছি।

বলেই সে স্যুটকেস থেকে তার পোশাকাদি নিয়ে ওয়াশরুমে চলে গেলো শাওয়ার নিতে। এদিকে আমি ভাবছি কি করা উচিত আমার!

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here