মিঃ নিরামিষ😒😂,Part_33,34,35

মিঃ নিরামিষ😒😂,Part_33,34,35
Writer-Afnan Lara
Part_33

নিবিড়-ওকে ফাইন
নিবিড় আবার বই নিয়ে বসলো,,
তুলি-😒😒😒😭😭😭😭
তুলি কাঁথা টেনে শুয়ে পড়লো
ঘুমিয়ে গেলো,ওর ফোন বাজতেই নিবিড় রিসিভ করলো,,
নিবিড়-আসসালামু আলাইকুম মা,কেমন আছেন
মা-ওয়ালাইকুম আসসালাম,ভালো আছি বাবা, তুমি আর তুলি কেমন আছো
নিবিড়-ভালো আছি মা,,তুলি ঘুমাচ্ছে
মা-সকাল থেকে কাজে বিজি ছিলাম তাই তুলিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি,,
নিবিড়-আজকে ওর জন্মদিন😱
মা-জানতে না?বলেনি তোমাকে?
নিবিড়-না তো
মা-ও কাউকে মনে করিয়ে দেয় না যতক্ষন না আমরা মনে করি
নিবিড়-ওহ এই ব্যাপার😒
নিবিড় ফোন রেখে টাকা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলো,,
বিকালে ফিরলো,,তুলি হা করে ঘুমাচ্ছে,বিরিয়ানি খেয়ে মনের সুখে ঘুম দিসে
নিবিড় নিরবের help নিয়ে সোফার রুম চট করে সাজিয়ে ফেললো,,কেক ও আনলো,,টাকা বেশি দিয়ে কেক অর্ডার করে বানিয়ে নিলো,,
তুলি ঘুম থেকে উঠে রুম থেকে বের হতেই সবাই সারপ্রাইজ দিলো
তুলি-😱😱
নিবিড়-😒একবার বলতে পারলা না তোমার বার্থডে আজকে
তুলি-স্বামী হিসেবে খোঁজ নেওয়া দরকার ছিল আপনার👿
তুলি কেক কেটে মাকে খাইয়ে দিলো,তারপর নিবিড়কে তারপর নিরব,,বাবা বাসায় নেই,,
তুলি কেক দুই পিস নিয়ে রুমে এসে খেতে লাগলো,,
নিবিড় আলমারি থেকে একটা প্যাকেট এনে তুলির দিকে বাড়িয়ে দিলো
তুলি-কি এটা
তুলি খুলে দেখলো কালো শাড়ী,চুড়ি আর গলার হার
তুলি হা করে তাকিয়ে আছে,এত পছন্দ হয়েছে ওর
নিবিড়-যেদিন মন ভালো থাকবে পরিও,,
তুলি প্যাকেট নিয়ে আলমারিতে রেখে দিলো
কয়েকদিন ধরে নানু অসুস্থ,, মা নিরবকে নিয়ে দেখতে গেসে,,নিবিড় যেতে পারেনি ওর ভার্সিটিতে পরীক্ষা চলে ছুটি নেওয়া যাবে না,নিবিড় একা তাই তুলিও থেকে গেলো,,
নিবিড় সকাল সকাল গেলো ভার্সিটিতে,তুলি জামাকাপড় সব ধুয়ে ছাদে দিয়ে আসলো,,বাসায় বুয়া আছে,তুলি টিভি দেখতেসে
দুপুর ২:৩১এর দিকে মেঘ কালো হয়ে আসলো,খুব জোরে বৃষ্টি শুরু হলো,নিবিড় তখন ড্রাইভ করে বাসায় আসছিলো,
গাড়ী থেকে নেমে বাসা আসা অবদি ভিজে টইটুম্বর হয়ে গেলো নিবিড়,,রুমে এসে ব্যাগ রেখে তুলিকে বললো তোয়ালে দিতে,তুলি নেই,গেলো কই?তুলি
তুলি ছাদে জামাকাপড় আনতে গেসে,,জামাকাপড় আনতে গিয়ে তুলি নিজেও ভিজে গেলো,রুমে এসে তুলি নিবিড়ের দিকে চেয়ে আছে,আর নিবিড় ও তুলির দিকে চেয়ে আছে
তুলি-তোয়ালে নিচ্ছেন না কেন
নিবিড়-খুঁজেছি পাইনি
তুলি আলমারি থেকে তোয়ালে নিয়ে নিবিড়কে দিলো
নিবিড় নিজের মাথা খানিকটা মুছে তুলির মাথাও মুছে দিলো
নিবিড়-change করে নাও,,জ্বর হবে নয়তো
নিবিড় শার্টটা খুলে ডাইনিং এ গিয়ে খেতে বসলো
তুলি শখ করে কালো শাড়ীটা নিয়ে পরে নিলো,,আয়নায় দাঁড়িয়ে ভাবতেসে কেমন লাগতেসে ওকে
নিবিড় রুমে ঢুকে দেখলো তুলি হাতে চুড়ি পরতেসে,,
জানালা দিয়ে বাতাস এসে তুলির শাড়ী আঁচল উড়তে লাগলো
নিবিড়-ওয়াও
তুলি পিছনে তাকালো,এবার বাতাসে তুলির পেটের উপর থেকে জর্জেটের শাড়ী সরে গেলো
নিবিড়ের চোখ পড়তেই আবার সরিয়ে নিলো,কি মনে করে আবার তাকালো
তুলি রোবট হয়ে দাঁড়িয়ে আছে,হাত থেকে দুটো চুড়ি নিচে পড়ে গেলে যেগুলা এখনও হাতে ঢুকায়নি তুলি,
পড়ে যাওয়ার শব্দে তুলি নিচে বসে চুড়ি দুটো কুড়িয়ে নিলো
সামনে তাকিয়ে দেখলো নিবিড় ও নিচে বসে আছে ওর সামনে এসে,,চুড়ি দুটো নিজে তুলির হাতে পরিয়ে দিলো নিবিড়
তুলি উঠে দাঁড়ালো
নিবিড় আবেশে তুলির গা ঘেঁষে উঠে দাঁড়ালো
তুলির চুল এখনও ভিজে,টুপ টুপ করে এক দু ফোঁটা পড়তেসে পানি,,নিবিড় হাত দিয়ে তুলির চুল থেকে পানি টেনে ফেলতেসে,
তুলি এক হাত দিয়ে নিবিড়ের পিঠ স্পর্শ করলো,ওর শার্টটা খাঁমছে ধরলো,,
নিবিড় নিজের চোখ তুলির চুল থেকে সরিয়ে ওর চোখের দিকে তাকালো,,
বুয়া পাশের রুমে থেকে বলতেসে আপা আমি কি যাইতাম??আর কাজ আছে?
নিবিড়-কোনো কাজ নেই,যাও,
বুয়া-দরজা আটকান আমি যাই
তুলি নিবিড়ের শার্ট ছেড়ে রোবটের মত হেঁটে মেইন দরজার সামনে এসে দরজা লাগালো,খুব জোরে বিজলি চমকে উঠলো,তুলির গা কেঁপে উঠলো,,পিছন ফিরে দেখলো নিবিড় দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে তুলির দিকে
বাসায় কারেন্ট নেই,,অন্ধকারে তুলি গুটি গুটি পায়ে হেঁটে নিবিড়ের পাশ দিয়ে রুমে ঢুকলো,,
বারান্দার গ্রিল ধরে তুলি নিচের দিকে চেয়ে আছে
নিবিড় পাশে দাঁড়িয়ে তুলির দিকে তাকিয়ে আছে
তুলি চোখ তুলে নিবিড়ের দিকে তাকালো ,
♥♥সম্মতির চাহনি♥♥
নিবিড় হালকা হেসে তুলির কাছে এসে কোলে তুলে নিলো তুলিকে
খাটে বসিয়ে তুলির পা স্পর্শ করলো নিবিড়,
তুলি -পায়েল পরি না
নিবিড় তুলির দিকে চেয়ে পকেট থেকে বেলি ফুলের একটা চিকন মালা নিয়ে পেঁচিয়ে পরিয়ে দিলো,,
এবার উঠে তুলির পাশে বসলো,,আরেকটা মালা নিয়ে তুলির গলায় পরিয়ে দিলো,,তারপর হাতে,তারপর কোমড়ে,,
নিবিড়-আমার ফুলরানী
নিবিড় তুলির গলার ফুলের মালাটার পাশে চুমু খেলো,
তুলি আগের মত নিবিড়ের শার্টের পিঠের অংশ ধরেছে
নিবিড় হাত দিয়ে তুলির গলা থেকে টান দিয়ে ফুলের মালাটা ছিড়ে ছুঁড়ে মারলো ফ্লোরে,আর ফিসফিসিয়ে বললো disturb করতেসে খুব
নিবিড়ের এমন ভয়েসে তুলির কেমন ভয় লাগলো,আজ পর্যন্ত কোনো ছেলে তার হাত পর্যন্ত ধরেনি,ভয় লাগারই কথা
তুলি বোকার মত নিবিড়কে দেখছে শুধু
নিবিড় তুলির গলা ছেড়ে হাত দিয়ে তুলির গলা চেপে ধরে কাছে আনলো,,মুখ ঘুরিয়ে ধরায় তুলির ঠোঁট দুটো ফুলা হয়ে আছে
নিবিড় বাঁকা হাসি হেসে চুমু দিলো,সেদিন ৩মিনিট আর আজ ৫ না ৬ না ৭না?? ৮না,উহু,,,কত??১৫মিনিট🙈
শেষে তুলির দম বন্ধ হয়ে আসছিল দেখে তুলি ধাক্কা দিয়ে নিবিড়কে সরিয়ে দিলো
তুলি হাঁপাচ্ছে আর বলতেসে নেশা করেছেন নাকি
নিবিড় ঠোঁট মুছতেসে আর হাসতেসে
নিবিড়-তোমার নেশা বলতে পারো
তুলি পিছিয়ে গেলো,নিবিড় এগিয়ে গেলো,,খাটের শেষ প্রান্তে তুলি,,
নিবিড় তুলির পায়ের দিকে চেয়ে হাত বুলিয়ে দিয়ে এগিয়ে গেলো,,তুলির পেটে হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেললো কোমড়ে থাকা বেলি ফুলের মালাটা,তুলির হালকা ব্যাথায় দাঁত চেপে তাকালো
নিবিড় নেশার চোখে তুলির দিকে চেয়ে তুলির কোমড়ে হাত দিয়ে এক টান দিয়ে তুলিকে কাছে নিয়ে আনলো,,শূন্যের উপরে

চলবে♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_34
নিবিড়ের নাক আর তুলির নাকের মাঝে এখন একটু পরিমাণ দূরত্ব শুধু,,
খুব জোরে বাতাস শুরু হলো,
জানালা দিয়ে বৃষ্টির পানি বেঁকে রুমের ভিতরে ঢুকতে লাগলো,,তুলি কেঁপে উঠলো এত ঠাণ্ডা লাগতেসে বাতাসে আর পানির ছিঁটায়
নিবিড় তুলির গলায় চুমু খেয়ে ওর উপর নিজের শরীরের ভারটা দিতেই তুলি বিছানায় শুয়ে গেলো,,
নিবিড় হাত দিয়ে তুলির কাঁধের থেকে ব্লাউজ খানিকটা সরালো,,একটা তিল,,এতদিনে এই তিলটা আগে দেখেনি নিবিড়,,নিবিড় জানালা থেকে আসা আলোয় চেয়ে চেয়ে দেখতেসে তিলটা,,
তুলি নিবিড়ের ভিজা চুল হাত দিয়ে ধরে নাড়াচড়া করতে লাগলো,,
নিবিড় তুলিকে জড়িয়ে ধরলো,,
আবারও একবার তুলির ঠোঁট জোড়া আপন করে নিলো নিবিড়,,
যেন এরপরে হয়ত এই অনুভূতি নাও আসতে পারে,,💋
নিবিড়ের ফোন বাজতেসে সেটা হাত দিয়ে অফ করতে গিয়ে ফোনের গানের অপশন অন হয়ে গেলো
chen bhi mera dard bhi ab tum hi ho
mera ashiqui ab tum hi ho
♦♥♥♥♥♥
♦♦♦♥♦♥♦♥💋🎶🎶💘💘💘💘
♦♥
তাদের দুজনের অনুভূতিটা যেন আর ঘাড়ো হয়ে গেলো,,
নিবিড়ের আজ একটি বারও তুমুর কথা মনে হলো না,,
তুলির মনে আসলো যখন নিবিড় তুলির কাঁধের তিলটা চুম্বন করছিল,,
তুলি নিজের হাত দিয়ে নিজেই মুখ চেপে ধরে রেখেছিল,যদি ভুলে মুখ দিয়ে তুমু নামটা বেরিয়ে আসে তাহলে যদি নিবিড় মাঝপথে আবার ছেড়ে চলে যায়
নিবিড়ের মনে পড়েনি?পড়েছে,,
তুলি যখন মাঝরাতে আরেকদিকে ফিরে ঘুমাচ্ছিল ওর ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই নিবিড়ের তুমুর কথা মনে আসলো,,
তুমুর accident এর দিনের কথা,,নিবিড়ের ভয় হলো তুলি ও যদি ওকে ছেড়ে যায়,,
তুলির গায়ে চাদর টেনে দিয়ে নিবিড় টি শার্টটা পরতে পরতে আয়নার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো,,
আয়নায় তুমুর প্রতিচ্ছবি দেখলো নিবিড়
তুমু হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেলো,,
তুমুই তো বলেছিল তুলিকে আপন করে নিতে,,
কিন্তু নিবিড় তো তুমুর কথায় আজ তুলিকে আপন করে নিই,,
ও নিজেই তুলিকে ভালোবেসে ফেলেছে,,
নিজের মনের ইশারাতেই আজ সে তুলিকে স্পর্শ করেছে,,

কিসের যেন শব্দে নিবিড়ের ভাবনায় ছেদ পড়লো,
পিছনে তাকিয়ে দেখলো তুলি এলোমেলো হয়ে ঘুমাচ্ছে একটা হাত ল্যাম্পশ্যাডে রেখে ঘুমাচ্ছে,হাতে ৩টা চুড়ি চিকচিক করতেসে,
নিবিড় গিয়ে তুলির পাশে বসলো,,
বাকি চুড়ি খাটে ছড়িয়ে ছিটিয়ে আছে,,
নিবিড় তুলির হাত চেপে যতবার ধরেছিল ততবারই ভাঙ্গছিল কাঁচের চুড়ি গুলা,,
তুলির পিঠে লাগতে পারে মাথায় আসতেই নিবিড় চুড়ির ভাঙ্গা টুকরা গুলা কুড়িয়ে ফেলে দিয়ে আসলো,,
৩টা বাজে,♥
নিবিড় চেয়ারে বসে তুলির দিকে চেয়ে আছে,,
ঘুম আসতেসে না,কেমন একটা ভালোলাগার সাথে অস্বস্তিবোধ কাজ করতেসে,,
কাল সকালে তুলির মুখে লজ্জা টা দেখতে পাবে ভেবে ভালোলাগা কাজ করতেসিলো আর অপর দিকে দিয়ে ভালোবাসার মানুষটা যাকে পাগলের মত ভালোবেসেছিল তার অধিকার আরেকজনকে দিয়ে দেওয়ার কষ্ট,,দোটানায় পড়ে গেসে নিবিড়,,
মাথায় হাত দিয়ে চুল টানতেসে যেন মাথা ব্যাথাটা একটু কমে
মাথায় কারোর হাতের স্পর্শ পেয়ে ঘাবড়ে গিয়ে পিছনে তাকালো নিবিড়,তুলি দাঁত কেলিয়ে তাকিয়ে আছে
নিবিড়-এত তাড়াতাড়ি উঠলে?
তুলি-হঠাৎ করে ঘুম ভেঙ্গে গেলো
তুলি নিবিড়ের হাত ধরে টেনে বিছানায় নিয়ে গিয়ে ওর পিছনে বসে চুল টানতে লাগলো হাত দিয়ে,,মাথাটা টিপে দিতে লাগলো ভালো করে
মাঝে মাঝে নিবিড়ের পিঠে মাথা হেলান দিয়ে বসতো তুলি,,
এখন মনে হচ্ছে এই মানুষটার চেয়ে আপন আর কেউ নেই,,তুলি মুচকি মুচকি হাসতেসে আর নিবিড়ের মাথা টিপতেসে,,
নিবিড় তুলিকে টান দিয়ে সাইডে নিয়ে এনে কোলে বসালো
নিবিড়-এত হাসির কারন জানতে পারি?
তুলি-না এমনি🙊🙈জানলেন কি করে
নিবিড়-জানালার গ্লাসে আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে,,শাড়ীটা পরে নেন,অনেক ঠাণ্ডা পড়তেসে বৃষ্টির কারনে,,
তুলি শাড়ীটা নিয়ে পরে নিলো,,
তারপর কাঁথা টেনে আবার ঘুমিয়ে পড়লো
নিবিড় তুলিকে চেপে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে গেলো
সকালে তুলি তাড়াতাড়ি উঠে নাস্তা বানাতে গেলো,,
৮টা ১০বাজে
তুলি দৌড়ে গেলো নিবিড়কে উঠাতে,কারন ভার্সিটিতে ৯টায় পৌছাতে হবে
নিবিড় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে
তুলি-এই উঠুন,,কয়টা বাজে খেয়াল আছে?উঠুন না👿
নিবিড়-আজ যাব না
তুলি-কিহ,ভার্সিটিতে না পরীক্ষা চলে??
নিবিড়-চলুক
তুলি-👿মাকে ফোন দিচ্ছি
নিবিড় হাত বাড়িয়ে তুলিকে টান দিয়ে বিছানায় এনে বসালো
তুলি-কি আবার
নিবিড়-কাল কি বার ছিল?
তুলি- বৃহস্পতিবার
নিবিড়-তাহলে আজকে কি বার?
তুলি- শুক্রবার
নিবিড়-তো?
তুলি-তো?
নিবিড় -তো?দাঁড়াও বুঝাচ্ছি
তুলি -নায়ায়য়া,,ভাজি পোড়া যাচ্ছে
তুলি নিবিড়কে সরিয়ে উঠে দৌড় দিলো,,
বুয়া-আপার আজকে মন একটু বেশি ভালা লাগে?
তুলি মুচকি হেসে কাজ করতে লাগলো,,
বুয়া -আচার আনমু নাকি কদিন পর
তুলি-না🙈এমনিতেই আনিও
বুয়া-আমি তো এমনিতেই আনতাম,আপনি কি বুঝলেন আবার😜😜😜😜
তুলি-🙊
নিবিড় উঠে fresh হয়ে আসলো,,
নাস্তা করার পর তুলি নিবিড়কে বললো আজকে কি খাবে
নিবিড়-তোমার ইচ্ছা,
তুলি ১১টার দিকে উঁকি মেরে দেখলো নিবিড় কি করে,বই পড়তেসে
কেমন জানি মনমরা লাগে,😰😰😰😰তুমুর কথা ভাবতেসে নাকি,😒
নিবিড়-না তোমার কথা ভাবতেসি
তুলি-🙊🙊
নিবিড়-এদিকে আসো
তুলি-না কেন
নিবিড়-কিছু করবো না আসো
তুলি আস্তে আস্তে নিবিড়ের কাছে গেলো,,
নিবিড়-বসো
তুলি-কি???
নিবিড়-বলসিলাম না ওর নাম নিবা না
তুলি-মনে মনে নিসি,সত্যি
নিবিড়-তাহলে আমি শুনলাম কেমনে???বলো
তুলি-😒আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো?
নিবিড়-বলে ফেলেন
তুলি-কাল…….. * আসলে আপনি…….*
নিবিড়-যা করেছি নিজ থেকে,জোর করে নয়,
তুলি-☺🙈
নিবিড় তুলির হাত দুটো ধরলো,,
নিবিড়-তোমাকে ভালোবেসে আমি ছুঁয়েছি,কারোর জোরাজুরিতে নয়,,আমার ইচ্ছেতেই,,
তুলির চোখ ছলছল করে উঠলো,,আজ তার সব পাওনা হয়ে গেছে,মিঃ নিরামিষকে সে আমিষ করতে পেরেছে,হেসে দিয়ে তুলি উঠে চলে গেল
দুপুরে খাবার খেয়ে নিবিড় আবার শুয়ে পড়লো,আজকে শুধু ঘুম আসে,
তুলি চুড়ি গুলোর দিকে তাকিয়ে ওগুলা হাতে নিয়ে বসে আছে,নিজে চুড়ি দিলো আবার ভেঙেও দিলো,,১২টা থেকে আর ৩টা আছে,,😒
বিকালে নিবিড় ঘুম থেকে উঠে দেখলো তুলি বাইরে থেকে এসে রুমে ঢুকতেসে গায়ে জামা পরা
নিবিড়-কই গেছিলে?
তুলি-এমনি বাইরে গেসিলাম
নিবিড়-কোথায়?
তুলি মিথ্যা বলতে পারে না,
আবারও বললো হাঁটতে গেসি
নিবিড়-সত্যিটা বলতে যদি কষ্ট হয় তাহলে বলতে হবে না
তুলি নিবিড়ের হাত ধরে ওর পাশে এসে বসলো
তুলি-আমার খুব তুমু আপুর কথা মনে পড়সিলো,
উনার কবরটা দেখতে গিয়েছি,,
নিবিড়-ওহ,ভালো করেছো
তুলি-আমার নিজের কাছে কেমন অপরাধবোধ মনে হচ্ছিলো
নিবিড়-আরে ধুর,তুমি তোমার স্বামীর ভালোবাসা নিসো এতে অপরাধের কি আছে বোকা মেয়ে,,তা চা পাবো নাকি আমি বানাতাম?
তুলি-বানিয়ে আনছি,,
তুলি ওড়নাটা রেখে চলে যেতে নিলো
নিবিড়-শাড়ী পরে যাবে?
তুলি-কেন?
নিবিড়-শাড়ী পরা আমার গিন্নিকে রাঁধতে দেখবো,,খুব ভাল্লাগে☺
তুলি মুচকি হেসে শাড়ী নিয়ে পরে নিলো,,তুলি চা বানাচ্ছে নিবিড় বিস্কিট খাচ্ছে আর মাঝে মাঝে তুলিকে ডিস্টার্ব করতেসে

চলবে♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_35
নিবিড়-কাল আমার সাথে ভার্সিটিতে যেও
তুলি-কেন
নিবিড়-কাজ আছে
তুলি-কি কাজ
নিবিড়-গেলেই দেখবা
চা খাওয়া শেষে নিবিড় বই নিয়ে বসলো,তুলি টিভি খুলে চিনেমা দেখতে বসলো,,
নিবিড়-তুলি
তুলি-হুম
নিবিড়-কিছু না
তুলি-😒
নিবিড়-তুলি
নিবিড় -কিছু না😜
তুলি-👿
নিবিড়-তুলি😁
তুলি উঠে এসে দুম করে নিবিড়ের মাথায় এক বাড়ি দিয়ে চলে গেলো
নিবিড় মাথা মুছতে মুছতে তুলির দিকে ব্রু কুঁচকে তাকিয়ে বললো আরে কাজের জন্য ডাকতাম,মজা করতাম না তো
তুলি-😒কি কাজ
নিবিড়-আমার একটা শার্ট আয়রন করে দিবা প্লিস,আমি বই পড়তেসি,সময় পাব না,কাল পরে যেতে হবে
তুলি-কাল কি এমন দিন??
নিবিড়-গেলেই বুঝবা
তুলি শার্ট আয়রন করে রেখে দিলো,,বোরিং লাগতেসে, মা থাকলে গল্প করতে পারতাম,
তুলি হাঁটতেসে সব রুমে কতদিন হয়ে গেলো এই বাসায় সে থাকে তাও রুম সব নতুন মনে হয়,,
নিবিড় বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো
তুলি-এই যে চলুন ছাদে যাব,ওমা ঘুমিয়ে পড়লো?😒
কলিং বেল বাজলো,
কে এসেছে ভর দুপুরে
তুলি গিয়ে দরজা খুললো,বুয়া দাঁড়িয়ে আছে কাঁচা আম এক থোকনা নিয়ে
তুলি-OMG!!
বুয়া-আপা আচার করতে পারি না আমার বাচ্চাটা হাত ভরে দেয় আচারের কৌটায়,আপনি নিজে বানায় খাইয়েন নেন
তুলি-আরে ভালো করসো কাঁচা আনছো😍এগুলা তো লবন মরিচ দিয়ে খাব আমি☺
তুলি আম এনে একটা কেটে লবন মরিচ দিয়ে মেখে খেলো,দাঁত টক হয়ে আছে,,পুরা,
ভালো লাগলো তাই আরও ১টা খেয়ে নিলো
নিবিড় বিকালে ঘুম থেকে উঠে fresh হয়ে সোফার রুমে আসলো,,তুলি টিভি দেখতেসে সোফায় শুয়ে শুয়ে
নিবিড়-কি ম্যাডাম,জামাইর কাছে গিয়ে একটু শোয়া যায় না?
তুলি-না,জামাই কথায় কথায় ঘুমিয়ে পড়ে😒কেন শুবো
নিবিড় তুলির উপরে সোফার দুপাশে দুহাত রেখে তুলির গলায় টেনে এক কামড় বসিয়ে দিলো
তুলি-আহহ আম্মুউউ😒😖
নিবিড়-লাগলো?
তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলো পারলো না,,শক্ত হয়ে আছে ওর শরীর
তুলি অবাক হয়ে চেয়ে আছে
নিবিড়-যতক্ষন না আমি বলবো সরাতে পারবা না
তুলি আম খাওয়ায় ওর থেকে মিষ্টি একটা ঘ্রান আসতে লাগলো
নিবিড় নাক টেনে তুলির মুখ দুহাত দিয়ে টেনে ধরে কিস করতে লাগলো
১০সেকেন্ডে না যেতেই তুলিকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত কামড়ে দাঁড়িয়ে গেলো নিবিড়,
নিবিড় একদম টক খেতে পারে না,,আর তুলির পুরো মুখ যেন টকের আলমারি হয়ে আছে
নিবিড়-উহ মাগো,কি খাইসিলা👿
তুলি-😁কাঁচা আম
নিবিড়-ডেঞ্জারাস না হলে কেউ এত টকের ফল খায় না
তুলি-আমি তো অস্বীকার করতেসি না যে আমি ডেঞ্জারাস না😒
নিবিড়-তা ঠিক,
নিবিড় কুলি করতে করতে চলে গেলো
তুলি-টক রে কেউ এত হেট করে?😱😒
তুলি আবার টিভি দেখায় মন দিলো,
সন্ধ্যায় মা বাবা আর নিরব বাসায় ফিরলো,,
নিরব আর তুলির টানাটানি লেগে গেলো বাকি কাঁচা আম খাওয়ার জন্য,পরে মা ভাগ করে দিলো দুজনকে,,
নিবিড়-পাগলে খায় এত টক😒
মা-তুলি এদিকে আয় মা
তুলি এসে মায়ের পাশে বসলো,
মা-অবশেষে তাহলে নাতি পুতির মুখ দেখছি?
তুলি-কি বলো😞কে বললো
মা-এত টক খাওয়ার মানে কি
তুলি-ইস মা কি যে বলো,,
মা-তো কবে শুনবো??
নিবিড় চশমা পরতে পরতে রুমের পাশ দিয়ে যাচ্ছিলো,
নিবিড়-খুব শীঘ্রই মা😜
তুলি লজ্জায় ওর গাল লাল টমেটো হয়ে গেলো,মা খুশি হয়ে তুলির গাল টেনে দিলো,,
তুলি নিবিড়ের কাছে গিয়ে দাঁড়ালো
নিবিড় গাছে পানি দিচ্ছে
নিবিড়-কি?
তুলি-মাকে কি বললেন এটা
নিবিড়-যেটা হতে চলেছে সেটাই বললাম😎😜

পরেরদিন সকালে নিবিড় খুব তাড়া করলো ভার্সিটি যাওয়ার জন্য
তুলি নাস্তা করেই বের হলো নিবিড়ের সাথে
তুলি-আজ তো আমার anniversary ও না,তাহলে কি
নিবিড়-আসলে আজ আমি তোমাকে নিয়ে পুরাটা দিন ঘুরতে চাই,,
তুলি-তো এটা আগে বললেই হতো
নিবিড়-আগে বললে তুমি আরেকদিনের কথা বলতা,এমন করে আর যাওয়া হতো না
নিবিড় তুলিকে নিয়ে দূরে খোলা মেলা একটা জায়গায় আসলো,,চারপাশে বড় বড় বন গাছ,আর সামনে একটা লেক
তুলি গিয়েই লেকের পাড়ে বসে পড়লো,শহরের জীবন থেকে এটা best!
নিবিড় ও তুলির পাশে বসলো,
নিবিড়-দীপান্বিতা
তুলি-জি
নিবিড়-বলবা না এই দীপান্বিতা কে
তুলি-না বলবো না কারন আমি কাল আপনার পড়া বইতে এই নাম দেখেছি,,কোনো নায়িকার নাম হবে
নিবিড়-হুম
গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে
সে ছোঁয়া খুঁজে তোমাকে,তুলি
তুলি-😂 দীপান্বিতা হয়ে গেলো তুলি
নিবিড়-আমার নায়িকা তো তুলি,দীপান্বিতা তো না
তুলি-হুমমম,☺
তুলি নিবিড়ের একটা হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো
নিবিড়-তোমার মনে হয় না আমাদের এক হতে অনেকটা সময় লেগেছে?
তুলি-হুম,,বেশি না ৮মাস😂
নিবিড়-😂😂
তুলি-আপনার দোষে
নিবিড়-তোমার ও দোষ আছে,সারাদিন আমার অতীত নিয়ে আসতে,মার খেয়েও তোমার শিক্ষা হয়নি
তুলি-😒👿👿👿👿👿
তুলি আরেক দিকে ফিরে বসলো
নিবিড়-শুনো না রুপসী,তুমি যে শ্রেয়সী
তুলি-😒থামুন তো,কবি কবি ভাব দেখাতে হবে না,আপনি কবি না,আপনি টিচার
নিবিড়-তুমি কি চাচ্ছো ম্যাথ করাতাম?
তুলি-আরে না,গানই ভালো
তুলি জুতা রেখে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটতেসে,,
নিবিড় নিচে বসে থেকে তুলিকে দেখতেসে,,
তুলি হঠাৎ হাসতে হাসতে নিচে বসে গেলো
নিবিড়-ভূতে ধরসে নাকি?
তুলি-নাহ,কাতুকুতু লাগলো,,ঘাস পায়ে লাগায়😂
নিবিড়-আমি ভাবলাম তুলিকে আরেক ভূতে ধরসে
তুলি-আরেক ভূত মানে আমাকে কি আগে থেকে ভূতে ধরসে?
নিবিড়-তা নয়তো কি,তোমার তো জন্ম থেকে ভূতে ধরসে,,আমার এখনও হাসি পায় যেদিন তোমাকে দেখতে গেসিলাম সেদিন তুমি কি করসিলা সেটা ভেবে
তুলি-😒
নিবিড়-একটা কথা বলো,সবাইকে শাড়ী খুলে দৌড়ানি দিতা?
তুলি-শাড়ীতে হাত রাখলেই দৌড় দিত,কিন্তু আপনি তো খোলার পর ও দৌড় দেন নি,,এর থেকে বোঝা যায় নিরামিষ একটা লুচু😁এখন থেকে সে হলো অনিরামিষ😜
নিবিড়-দাঁড়াও
তুলি এক দৌড় দিলো

চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here