মিঃ নিরামিষ😒😂,Part_31,32

মিঃ নিরামিষ😒😂,Part_31,32
Writer-Afnan Lara
Part_31

তুলি-ইস কি যে লজ্জা লাগতেসে,,🙈
নিবিড় চা খেয়ে টিভি অন করে দেখলো ডিস নাই,,রিমোট রেখে রুম থেকে বের হলো,তুলি সোফার রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে
নিবিড়-আমি ছাদে যাব,যাবা?
তুলি-ঠিক আছে
নিবিড় তুলিকে নিয়ে ছাদে গেলো, তারা আর তারা
নিবিড় দোলনায় বসলো কিন্তু তুলি গিয়ে নিচে বসলো ছাদের এক কোণে,
নিবিড় উঠে গিয়ে তুলির পাশে বসলো
নিবিড়-মনে হয় এবার আমি বাবা হতে পারবো
তুলি ফিক করে হেসে দিলো
নিবিড় ও হেসে দিলো
নিবিড় হাতটা তুলির কোমড়ের উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে ধরলো তুলিকে
তুলি এখন কিছুটা নরমাল হয়েছে,,দুজনে অবাক হয়ে তারা দেখছে,আজ আকাশটা এত সুন্দর কেন লাগছে,,
কিছুক্ষন থেকে দুজনে বাসায় চলে আসলো,,তারপর মা বাবা নিরব ও চলে আসলো,,
মা-কিরে তোর শরীর কেমন?
নিবিড়-এখন ভালো আছি
তুলির মুখে হাসি দেখে মাও হাসলো,,অনেকদিন পর মেয়েটার মুখে হাসি দেখতে পেলো মা,
তুলি টেবিলে খাবার আনতে লাগলো মায়ের সাথে,,
মা-তুলি কেমন লাগতেসে ভার্সিটি?
তুলি-ভালো☺
মা-ভালো তো লাগবেই,,স্যার তো তোমার husband,, 😂
নিরব-ইস কি ভালো লাগে তাই না?😍পড়া নেয় না,বকে না
তুলি-😒তোমার ভাই এত ভালো?জানো সবার আগে আমাকে অংক করতে দিসে😖
নিরব-😱
নিবিড়-😒সবাই সমান আমার কাছে
মা-😂😂😂😂
খাওয়া শেষে যে যার রুমে চলে গেলো,,
তুলি নিজের জামা গুছিয়ে আলমারিতে রাখতেসে আর আড় চোখে নিবিড়কে বারবার দেখতেসে
তুলি-সবাই সমান?
নিবিড়-হুম
তুলি মুখ ঘুরিয়ে তাকালো নিবিড়ের দিকে কোমড়ে হাত দিয়ে,
নিবিড় বইয়ের উপর দিয়ে মুখ উঠিয়ে বললো বাইরের জগৎ এ,লজিক বুঝো না,সিরিয়ালের বউদের মত শুরু করে দিসো
তুলি-সিরিয়াল দেখেন নাকি
নিবিড়-মা সারাদিন দেখে আমি আসতে যেতে দেখি
তুলি-ও তাই নাকি,তো এটা দেখেন না ছেলেরা কত romantic হয়,সিরিয়াল থেকে আপনার কিছু শিখা উচিত
তুলি মুখ ঘুরিয়ে আবার কাজে মন দিলো
নিবিড় উঠে আসতে লাগতেই তুলি আয়নাতে নিবিড়কে দেখে জামা রেখে এক দৌড় দিলো
নিবিড় খপ করে ধরে ফেললো তুলিকে
নিবিড়-পালাও কেন? আদর লাগবে না?
তুলি-না লাগবে না ছাড়ুন,মায়ের কাছে যাব কাজ আছে
নিবিড়-পরেরটা পরে,বলে যখন ফেলসো তখন তো দেখাতে হবে আমি কত romantic, হিন্দি সিরিয়ালেরর নায়ক ও হার মানবে
নিবিড় তুলির হাত শক্ত করে ধরে আছে আর তুলি ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে আর মনে মনে ভাবতেসে কেন যে বলতে গেলাম,,আমি নিজেই প্রস্তুত না
নিবিড় তুলিকে কোলে তুলে নিয়ে খাটের দিকে চললো
তুলি-প্লিস প্লিস আর বলবো না ছেড়ে দেন
নিবিড়-জি না,আজ ছাড়সি না
নিবিড় তুলিকে রেখে নিজের টি শার্ট খুলার জন্য হাত রাখলো
তুলি-নাহহহহ প্লিস
নিবিড়-😁ভয় পাও কেন,আমি তো তোমার স্বামী,
নিবিড় টি শার্টটা খুলে ছুড়ে মারলো,,
তুলি দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে,
নিবিড় আস্তে করে মুখ নিয়ে তুলির কান স্পর্শ করলো,
তুলি যেন নিবিড়ের বুকে নিজেকে গুটিয়ে ফেললো,,
নিবিড় তুলির কপালে একটা চুমু এঁকে পাশে শুয়ে পড়লো,,
তুলি উঠে বসলো,নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়েছে,,ভালো না বেসেও আজ অনেকটা ভালোবেসে ফেলেছেন আমাকে,
তুলি নিবিড়ের দিকে তাকিয়েই আছে
নিবিড়-ঘুমাবেন না?লাইট অফ করতাম না?
তুলি -হুম
তুলি লাইট অফ করে দিয়ে ভাবলো সে কেন আজ নিবিড়কে বাধা দিলো,ধুর,এত লজ্জা কই থেকে আসলো😒
ভোরে নিবিড় উঠে নামাজ পড়ে চা নিয়ে বারান্দায় গেলো,,
চা খাচ্ছে আর হাতে থাকা বইয়ের দিকে চেয়ে আছে,হঠাৎ দুটো হাত ওর পেটের উপর দিয়ে পেছন থেকে এসে ওকে ধরলো,,
হাতের নমনীয়তা দেখেই নিবিড় বুঝলো এটা তুলি
তুলি ঘুম ঘুম চোখে নিবিড়কে বললো♥
তুলি-এই মিঃ তুমি এখন আবার যাবে না ঘুমাতে?আমাকে কোলে তুলে নিয়ে যাবা,বুঝছ
নিবিড়-এক শর্তে,গিয়ে নামাজ পড়ে এসো
তুলি-আচ্ছা ঠিক আছে
তুলি উঠে নামাজ পড়ে এলো,একি নিবিড় কই,চারিদিক খুঁজতে লাগলো তুলি
নিবিড় পিছন থেকে এসে তুলিকে কোলে নিয়ে নিলো
নিবিড়-বিয়ের আগে কি বলেছিলেন যেনো.আমি কোলে নিতে পারি না?
তুলি-হুম,তখন তো খুব ভাব দেখাতেন😒
নিবিড় তুলিকে খাটে নিয়ে গেলো
নামাজের পর নিবিড়কে এত কিউট আর ভদ্র লাগে তুলি অবাক হয়ে চেয়ে থাকে নিবিড়ের দিকে
নিবিড় তুলিকে রেখে মাথার থেকে টুপি খুলতে খুলতে বললো সারাদিন এমন করে কি দেখো শুনি
তুলি-ভদ্র বাঁদর টিচারকে দেখি
নিবিড়-আচ্ছা বাঁদর??কি করলাম?
তুলি-অনেক কিছু,চোখ বন্ধ করলেই মনে আসবে আপনার
নিবিড়-তাই,ওকে করলাম,
কিছু তো দেখি না
তুলি-দেখেন না?
নিবিড়-না
তুলি -তাহলে আপনি মহা বান্দর😂😂😎
নিবিড়-দাঁড়াও দেখাচ্ছি মজা
তুলি দরজা খুলে দৌড় দিলো,,নিবিড় ও গেলো,সব রুম অন্ধকার,
তুলি ফ্রিজের পাশে লুকিয়ে আছে
নিবিড়-ম্যাম নিজে থেকে সামনে আসেন,আমার হাতে পড়লে খবর আছে
তুলি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে,,
নিবিড় তুলির গায়ে ঘ্রান স্পষ্ট পেলো,, চোখ বন্ধ করেই হাত দিয়ে তুলিকে টেনে ধরলো নিবিড়
তুলি-চুড়ি হাতে ছিল না,তাও বুঝলেন কি করে?
নিবিড়-টেকনিক আছে
নিবিড় তুলিকে আরও টেনে গায়ের সাথে ধরলো,,
তুলির কাঁধে নাক রেখে জোরে শ্বাস নিলো
নিবিড়-এই নেশা হলো টেকনিক
তুলি কাঁপতেসে,কারন আজ পর্যন্ত এরকম করে নিবিড় ধরেনি তুলিকে
নিবিড় -চলো
রুমে এসে তুলি আয়নায় নিজের চুল দেখলো,,আমার চুল বড় হয় না কেন ধুর,
নিবিড়-তুমি যেমন তেমনই আমি তোমাকে পছন্দ করি তুলি,নিজেকে বদলাতে হবে না
তুলি-🙈🙈🙈
তুলি আরর ঘুমালো না,নাস্তা বানাতে চলে গেলো,,
নিবিড় নাস্তা করে বেরিয়ে গেলো,তুলিকে বললো পরে আসতে,আজ ওর দেরি আছে
তুলি রেডি হয়ে ১০টার দিকে ভার্সিটিতে গেলো,নিবিড় ক্লাস নিচ্ছিল তখন
তুলি-May I come in sir?
নিবিড়-yes
একটা মেয়ে উঠে দাঁড়ালো,স্যার আমি দেরি করলে আমাকে কথা শুনান আর এই মেয়েটাকে কিছু বললেন না?
নিবিড়-কারন আমি জানি ওর দেরি কেন হয়েছে,
মেয়েটা-কেন হয়েছে?
তুলি-আমি আমার husband রে নাস্তা বানাই খাওয়াইসি তাই দেরি হয়েছে
মেয়েটা-তো সরি বলো স্যারকে
নিবিড়-দরকার নেই,বসো তোমরা বেশি কথা বলবা না,,
নিবিড় একটা অংক বোর্ডে লিখলো,কে পারবা এটা solve করতে?
মেয়েটা তুলির পিছনে ছিল,ইচ্ছে করে ওরে একটা ধাক্কা দিয়ে দিলো,
তুলি-আহ😞😒
নিবিড়-any problem?
মেয়েটা-স্যার ও পারবে বলতেসে
তুলি চোখ বড়বড় করে বললো আমি কখন বললাম,
নিবিড়-আসো
তুলি নিবিড়ের দিকে তাকিয়ে পেন নিলো,
তুলি-পারি না ত,ও আমাকে ধাক্কা দিসে
নিবিড়-বুঝছি আমি,,নিবিড় তুলির হাত থেকে পেন নিয়ে অংকটা করে দিলো,সবাই তো অবাক,কারন ওর জায়গায় অন্য কেউ হলে এতক্ষনে ঝাড়ি খেতো
নিবিড়-যে পারে না সে যদি মুখে বলে তাহলে আমি তাকে বকবো না,,যাও সিটে যাও,আর ঐ মেয়েটাকে বললো অফিস রুমে আসতে
মেয়েটা তুলির দিকে চোখ রাঙিয়ে গেলো,,
নিবিড়-তুমি জানো তুলি কে?
মেয়েটা-না,
নিবিড়-তুমি যে ওরে ধাক্কা দিসো আমি তো দেখেছি
মেয়েটা-দিই নাই স্যার
নিবিড়-shut up!Next time আর যার পিছেই লাগো না কেন তুলির পিছে লাগিও না ওকে?
যাও এখান থেকে
মেয়েটা তো রেগে মেগে তুলির কাছে গিয়ে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলো,,মেয়েটার নাম হলো পিউ
পিউ-তুই স্যারকে নিজের আয়ত্তে নিয়ে এসেছিস রুপ দেখিয়ে?তোদের মত মেয়েরা এসব করে xme ভালো রেসাল্ট করে
তুলি-এমন করতেসো কেন,আমি কি করসি?
মেয়েটা তুলির চুল ধরে টান দিলো
তুলি-লাগতেসে আমার,পাগল হয়ে গেসো,
একটা মেয়েও এসে পিউকে থামাচ্ছে না
তুলি পাল্টা মারতে যাবে তার আগেই মেয়েটা তুলিকে আবারও ধাক্কা দিয়ে দিলো, তুলি এবার ব্যাথা পেলো মাথায়,বেঞ্চের সাথে,,রক্ত ঝরতেসে,,
পিওন গিয়ে স্যার সবাইকে বললো BA 1st year এর মেয়েরা ঝগড়া করতেসে
নিবিড়ের বুঝতে বাকি রইলো না এটা কার কাজ,তাড়াতাড়ি গেলো

চলবে♥
মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_32
নিবিড় এসেই দেখলো তুলি মাথা ধরে নিচে বসে আছে কয়েকটা মেয়ে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে,,
নিবিড় এসেই নিচে বসে তুলির হাত দুটো ধরলো
নিবিড়-তুমি ঠিক আছো তুলি?
নিবিড় তুলির ওড়না থেকে এক পাশ ছিড়ে ওর মাথা বেঁধে দিলো,,তুলির জ্ঞানন যায় যায় অবস্থা,,মিনিটেই তুলি জ্ঞান হারিয়ে ফেললো,
নিবিড় তুলিকে কোলে তুলে গাড়ীতে এনে সোজা হসপিটালে নিয়ে গেলো
রুনা-স্যারের এই মেয়েটার প্রতি এত দরদ কেন,স্যারের বউ জানলে পিটাবে
সিনিয়র স্যার-তুলি তো নিবিড়েরই ওয়াইফ,
সবাই একটা বিরাট ঝটকা খেলো,স্যারের মুখের দিকে চেয়ে রইলো,যারা তুলির সাথে খারাপ ব্যবহার করেছে তারা মুখে হাত দিয়ে তাকিয়ে আছে,ইস আমরা জানতাম ও না স্যারের বউ আমাদের সাথে পড়ে,আমাদের বয়সি,এখন কি হবে
Principle -আমি জানি না নিবিড় স্যার কি শাস্তি দিবে,তোমরা যারা এই কাজে যুক্ত ছিলে সোজা হসপিটালে গিয়ে ক্ষমা চাও,সব নিবিড়ের উপর নির্ভর করে
সবাই একসাথে হসপিটালে গেলো
নিবিড় তুলির হাত ধরে বসে আছে,মাকে কিছু জানায় নি,,রাগে মাথা ফেটে যাচ্ছে,তুলির জ্ঞান ফিরলেই ভার্সিটিতে গিয়ে ছাড়ব না কাউরে
নিবিড় রুম থেকে বের হতেই দেখলো সবাই দাঁড়িয়ে আছে,পিউ ও আছে,,
নিবিড়-তোমার সাহস হয় কি করে তুলির গায়ে হাত দেওয়ার??আমার ওয়াইফের গায়ে হাত দিসো তুমি,এত বড় সাহস তোমার,তোমাকে আমি এই ভার্সিটিতে টিকতে দিব না,
পিউ-সরি স্যার আমি জানতাম না উনি আপনার ওয়াইফ
নিবিড়-সো হোয়াট,,অন্য কোনো মেয়ে হলেও তুমি এমন ধোলায় করবা???আমি মেইন অফিসারকে কল দিয়ে দিয়েছি কালই তোমার ভার্সিটি ছাড়ার লেটার পেয়ে যাবে,নাও get lost,,তোমার ভাগ্য ভালো আমি আমার রাগ control করতে পেরেছি নাহলে আমার হাত উঠলে তোমার চামড়া থাকত না,বেরিয়ে যাও!
নিবিড়ের ধমকে সবাই চমকে উঠে ভয়ে চলে গেলো একেক করে,,
নিবিড় তুলিকে নিয়ে বাসায় ফিরলো,
মা-একি তুলির এমন হলো কি করে
নিবিড়-তোমার বক্সার বউমা আমারেই মারতে পারে আর কাউরে মারতে পারে না
মা তুলিকে নিয়ে সোফায় বসলো,তুলি ব্রু কুঁচকে নিবিড়ের দিকে তাকিয়ে আছে,,
নিবিড়-😒
মা তো টেনসনে শেষ,দোয়া দরুদ পড়ে তুলিকে ফু দিয়ে দিলো
মা নিজের হাতে তুলিকে খাইয়ে দিলো
খাওয়া শেষে তুলি নিজের রুমে আসলো,নিবিড় গম্ভীর, কোনো কথা বলতেসে না,
তুলি-আজব আমি কি করসি??
নিবিড়-তুমি মেয়েটাকে মারতে পারলা না,আমার সাথেই পারো শুধু
তুলি মন খারাপ করে কাঁথা টেনে শুয়ে পড়লো,কিছুক্ষন পর ওর অনুভব হলো নিবিড় ওকে জড়িয়ে ধরে ওর গলায় নিজের মুখ ডুবিয়েছে
তুলির যেন সব ব্যাথা যন্ত্রনা চলে গেলো
নিবিড়-ব্যাথা লাগে?
তুলি-এখন লাগে না
নিবিড় যেন তার মনের ভেতর থাকা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলো,,
তুলির গলায় চুমু খেলো,,নরমাল চুমু না,এটাকে বলে গভীর চুমু,এটার টান বড় হয়,
তুলি তার ডান হাত দিয়ে বিছানাটা শক্ত করে ধরলো,,
নিবিড় কাঁথা আরও টেনে আনলো,,কাঁথা দিয়েই তুলিকে জড়িয়ে নিলো,,
ভোর হয়ে গেসে,৩:৫৬বাজে,,
তুলি নিবিড়ের বুকে ঘুমিয়ে আছে,কিন্তু নিবিড়কে তো উঠতে হবে,নামাজ পড়তে হবে
নিবিড় আস্তে করে তুলিকে সরিয়ে উঠলো,,নামাজটা পড়ে আসলো,,তুলিকে হাই ডোজের ঔষুধ দেওয়ায় তার ঘুম ভাঙ্গলো না,,নাহলে এই সময়ে তুলি উঠে
নিবিড় আজ আর চা খেলো না,কারন তুলির শুকনা মুখ দেখে কিছু খেতে ইচ্ছা করতেসে না,রাতের খাবার ও ঠিকমত খায়নি নিবিড়
সকালে নিবিড় ভার্সিটিতে গেলো না,,
তুলি চুপচাপ খাটে বসে আছে,,
নিবিড়-টিভি দেখো
তুলি-নাহ
নিবিড়-ছাদে যাবে?
তুলি-না
নিবিড় তুলির সামনে গিয়ে বসলো
নিবিড়-শরীর খারাপ লাগতেসে?
তুলি-উহু,
নিবিড়-তোমার বাবা মায়ের বাসায় গিয়ে কদিন থাকবা?
তুলি-না,উফ,সরুন তো,
তুলি উঠে বারান্দায় গেলো
নিবিড় বুঝলো না তুলির মন খারাপ কেন,
নিবিড় খবরের কাগজ নিয়ে বসলো,,ঘুমিয়ে গেলো পড়তে পড়তে
তুলি কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছ,আজব ত,আমার জন্মদিন আর কারোর মনে নেই?বলদ জামাই,তোর থেকে আশা করায় আমার ভুল হইসে,তুলি একটা বই নিয়ে নিবিড়ের গায়ে ছুঁড়ে মারলো
নিবিড়-কি হইসে?কি করলাম
তুলি-*********
তুলি রুম থেকে চলে গেলো
নিবিড়-আজব আমি কি করসি,এমন রাগ দেখায় কেন😒
তুলি সোফার রুমে এসে ঘাপটি মেরে বসে আছে,,
নিরব হাতে করে শকিং চুইংগাম নিয়ে যাচ্ছিল, তুলি তা দেখতে পেয়ে ওকে থামিয়ে চুইংগামটা হাতে নিলো,দাঁত কেলিয়ে নিবিড়ের রুমে গেলো,নিবিড় গাছে পানি দিচ্ছে
তুলি-নেন চুইংগাম খান
নিবিড়-আমি খাই না,ঠিক আছে তুমি যখন বলতেসো তাহলে খাব
নিবিড় চুইংগাম ধরে কেঁপে উঠলো
তুলি হাসতে হাসতে বারান্দার গ্রিলে হেলান দিলো,,হাসি থামছেই না
নিবিড় বোকার মত চেয়ে আছে তুলির দিকে
তুলি হাসতে হাসতে রুমে গেলো
নিবিড় পিছন পিছন এসে একটা চিমটি কাটলো তুলির পেটে
তুলি ভাবলো চুইংগাম টা ওর পেটে লাগিয়েছে
এক লাফ দিয়ে তুলি বিছানায় চলে গেলো
নিবিড় হাসতে হাসতে চেয়ারে বসলো
নিবিড়-টিট ফর ট্যাট😂😂😜😜😜😜
তুলি-😒😒😒
দুপুরে তুলি বিরিয়ানি বানালো,,মা মানা করসে তাও শুনলো না
নিবিড়-কি ব্যাপার আজ কোনো স্পেশাল ডে নাকি
তুলি-(তোর মরন ডে)
নিবিড়-কি?বাই দা ওয়ে অনেক মজা হইসে,
তুলি-ধন্যবাদ স্যার
তুলি খেয়ে এসে রুমে ঢুকতেই নিবিড় তুলিকে টান দিয়ে কাছে আনলো
নিবিড়-কি ব্যাপার বলো?
তুলি-কই??
নিবিড়-😒বলো
তুলি-কিছু না স্যার

চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here