মিঃ নিরামিষ😒😂,Part_15,16,17

মিঃ নিরামিষ😒😂,Part_15,16,17
Writer-Afnan Lara
Part_15

নিবিড়-ভালো,,
এটা বলে নিবিড় পাশে তাকাতেই দেখলো তুলি গিয়ে ঘুমাচ্ছে,
চায়ের কাপটা রেখে নিবিড় গাছে পানি দিলো,,তারপর গিয়ে খাটে বসলো,,,ডায়রিটা হাতে নিলো,
কি যেন মনে করে ডায়রিটা আলমারিতে রেখে দিলো,,গিয়ে আবার শুয়ে পড়লো,,
সকালে তুলি উঠে রেডি হওয়া শুরু করলো,,
নিবিড় পাঞ্জাবি নেওয়ার জন্য আলমারি খুলতেই তুলির ব্লাউজ একটা নিবিড়ের পায়ের উপর পড়লো,,
নিবিড় হাতে নিয়ে দেখলো জিনিসটা কি
তুলি সাথে সাথে নিবিড়ের হাত থেকে ছোঁ মেরে নিয়ে নিলো,
তুলি-অসভ্য!
নিবিড়-কি এটা
তুলি-আপনার মাথা,
তুলি লুকিয়ে ফেললো,
নিবিড়-যাই হোক,তাড়াতাড়ি করো
তুলি-চুল কি করবো বুঝতেছি না,
নিবিড়-ছেড়ে দাও
তুলি চুল ছেড়ে দিয়ে কপালে একটা টিপ দিয়ে রেডি হয়ে নিলো,,
দুজনে একসাথে বের হলো,,নিবিড়ের ভার্সিটিতে এই প্রথম তুলি গেলো,,স্যার রা সবাই তুলির সাথে পরিচয় হয়ে নিলো ,
student রা সব কেমন ভাবে তাকাচ্ছে তুলির দিকে,, জেলাস হচ্ছে সবাই,কারন নিবিড়ের বেশির ভাগ student এর ক্রাশ ছিল,,আর নিবিড় এত জন ফেলে শেষে কিনা তুলির মত কম বয়সি বিয়ে করলো, ওরা এটা কিছুতেই মানতে পারতেছে না
তুলি-এই যে শুনুন
নিবিড়-হুম বলো
তুলি-সবাই আমার দিকে এমন করে তাকাচ্ছে কেন
নিবিড়-সুন্দর লাগছে তাই!
তুলি-না সেটা না,অন্যভাবে তাকাচ্ছে সবাই,,
নিবিড়-হয়ত জ্বলছে
তুলি-কেন
নিবিড়-কিছু না,চলো
তুলি-কই?
নিবিড় -একটা জায়গায়
নিবিড় তুলিকে নিয়ে একটা জায়গায় আসলো,যেখানে আঁকাবাঁকা পথ আর দুপাশে গাছগাছালি
তুলি-মন খারাপ হলে এখানে আসেন বুঝি?
নিবিড়-নাহ,আমার মন খারাপ হলে আমি বারান্দায় গিয়ে বসে থাকি
তুলি-তার মানে প্রতিদিন সকালবেলা আপনার মন খারাপ থাকে?
নিবিড়-নাহ সেটা না,উফ তোমাকে বোঝানো মুশকিল
তুলি হাসতে হাসতে স্লিপ খেয়ে রোড থেকে পুকুরে পড়ে গেলো ঠাস করে
নিবিড় দেরি না করে লাফ দিলো সাথে সাথে,
তুলি-আপনি লাফ দিসেন কেন?
নিবিড়-তুমি যদি ডুবে যাও
তুলি-আমি সাঁতার পারি
নিবিড়-ওহ,সমস্যা নাই
দুজনে উঠলো পুকুর থেকে,দুজনেই ভিজে টইটুম্বুর,,
নিবিড়-ইস আর দেরি করা যাবে না চলো বাসায় ফিরে যাই
তুলি-হুম
বাসায় এসে নিবিড় দেখলো শুধু বুয়া আছে বাসায় আর সবাই গেলো কই,তখনই মা ফোন করে জানালো তারা গ্রামের বাড়ি চলে গেসে,নিবিড় আর তুলি যেন কাল সকাল সকাল গ্রামের বাড়ির জন্য রওনা দেয়,,
তুলি-বাহ আমরা বাসায় একা?
নিবিড়-তো?
তুলি -তো?এত উল্টা পাল্টা চিন্তা করেন কেন,আপনি আমাকে টাচ করতে চাইলেও আমি আপনাকে তা করতে দিব না
নিবিড় হাসতে হাসতে জামা নিয়ে change করতে চলে গেলো
তুলি আরেক রুমে গেলো change করতে,,দরজা লাগিয়ে change করে দরজা খুলতে গিয়ে আর পারতেছেই না,,
অনেকক্ষন try করলো পারলো না,,শেষে নিবিড় বলে চিল্লানো শুরু করলো
নিবিড়-তুলি?কি হইসে?
তুলি-আটকে গেসি,দরজা লক হয়ে গেসে বের হতে পারতেছি না
নিবিড়-তোমার জন্য কি রুমের অভাব পড়সিলো??এটার দরজা নষ্ট আজ কয়েকদিন ধরে,আমি ঠিক করানোর লোককে আসতে বলেছি,ওরা কাল পরশু আসবে বলসে,
তুলি-হয়সে বক বক না করে আমাকে বের করেন
নিবিড়-ওকে ওয়েট,,
নিবিড় অনেক try করলো পারলো না,,
তুলি-এই নিরামিষকে দিয়ে কিচ্ছু হবে না😭
তুলি এটা বলে পিছনে তাকাতেই নিবিড়কে হঠাৎ করে দেখে এক চিৎকার দিয়ে উঠলো,নিবিড় তুলির মুখ চেপে ধরলো,
নিবিড়-আরে আমি আমি
তুলি-আপনি এখানে আসলেন কি করে
নিবিড়-বারান্দা দিয়ে
তুলি-তো.আমরা দুজনে বের হবো কি করে?
নিবিড়-তুমি তো বারান্দা দিয়ে একবার আমার রুমে আসছো,
তুলি-হুম,তো?রুম এটা এমন থাকবে?
নিবিড়-না,আমরা গ্রামের বাড়ি থেকে আসলে ঠিক করবো, এখন চলো
নিবিড় তুলিকে নিয়ে বারান্দা দিয়ে নেমে গেলো,,
নিবিড়-কফি খাবা?
তুলি-আমি বানাবো
নিবিড়-আমিও পারি,ঠিক আছে তুমি বানাও,
তুুলি গিয়ে কফি বানিয়ে নিয়ে আসলো,,
নিবিড় খাটে বসে টিভি দেখতেছে,তুলিকে দেখে টিভি অফ করে বারান্দায় চলে গেলো
তুলি-আমি ক্যাকটাস এর ভিতরে গিয়ে বসবো না
নিবিড়-তোমার গোলাপ গাছে গোলাপ আরেকটা ফুটেছে
তুলি একদৌড় দিয়ে গেলো দেখতে
তুলি-কই?
নিবিড় তুলির হাত ধরে বসিয়ে দিলো
নিবিড়-বারান্দা নাম শুনলেই আমার ভালো লাগে আর তুমি আসতেই চাও না
তুলি-হুহ
নিবিড়-কফি বেশ ভালো হয়েছে
তুলি-mention not😒
নিবিড়-তো??পড়তে বসবা?
তুলি-😒না,আজ মুড নাই
নিবিড়-কাল তো নানু বাড়ি যাব,সেখানে তো তোমাকে পড়াতে পারবো না,সো এখন বই নিয়ে পড়তো বসো জলদি
তুলি মনে মনে নিবিড়কে গালি দিয়ে পড়তে বসলো
নিবিড়-গ্রামে গিয়ে ছটফট করবা না একদম,আমার নানু অনেক strict,,চুপচাপ থাকবা
তুলি-হুহ,কে বলসে আমি ছটফট করি,আন্দাজে😒
তুলিকে পড়িয়ে নিবিড় নিজের জামা কাপড় সব গুছিয়ে নিলো
নিবিড়-তুমিও গুছিয়ে নাও,সকাল সকাল বের হতে হবে
তুলি-পারবো না😁
নিবিড়-আমি গুছিয়ে দিই?
তুলি-(হাউ নিরামিষ হি ইজ)
নিবিড়-কিছু বললেন?
তুলি-তুমু আপনাকে বিয়ে করলে অনেক ভালো হতো,,কারন আপনার মতন husband সবাই চায়
নিবিড়-আর তুমি সেটা পেয়েছো
তুলি-আর আমার দরকার ছিল না এটা

চলবে♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_16
পরেরদিন সকাল সকাল নিবিড় আর তুলি রওনা হলো,এত দূর নিবিড়ের নানুদের বাসা,
তুলি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলো,,শেষে বিকাল ৫টার দিকে গিয়ে ওরা উঠলো বাড়িতে
নিবিড় তুলির শাড়ীরর আঁচল টেনে মাথায় গোমটা করে দিলো
নিবিড়-শুনো ওখানে গিয়ে নানুকে পা ধরে সালাম করবা,এটা বলে নিবিড় পাশে তাকিয়ে দেখলো তুলি নেই,একি গেলো কই,সামনে তাকিয়ে দেখলো তুলি নানুর পা ধরে সালাম করতেছে,,
নানু-কিরে নিবিড়,,আমাকে তো ভুলেই গেছস
নিবিড় -আরে না তা হয় কি
নিবিড় এসে পা ধরে সালাম করলো নানুর
নানু-নিবিড় বউ তো পেয়েছিস মাশাল্লাহ,,
তুলি-🙈
নিবিড়-(ভিতরে কি জিনিস তা তো তুমি জানো না)☺
তুলি -😒😒😒😒
নানু-হয়সে আমার নাতবউকে তোমরা খেতে দাও কিছু,,কত দূর থেকে এসেছে,,
নিবিড় আর তুলিকে বসিয়ে নানু নিজ হাতে সব খাবার পরিবেশন করলো,,
নিবিড়-মা কই নানু?
নিরব-ভাইয়া, মা তো তার ছোটবেলার বান্ধুবীর বাসায় গেসে,,আমাকে টানছে যাইনি,,মনে আছে তো তোমার যে কেন যায়নি,,😒😰😰😰
নিবিড়-হুমম,আর মনে করিয়ে দিস না,,😖
তুলি-কি?
নিবিড়-কিছু না চুপ থাকো,নতুন বউ একদম বেশি কথা বলা ঠিক না
তুলি-তোরে তো আমি পরে বুঝামু!😈
খাওয়া শেষে তুলি একটু উঠানে বের হলো,,গ্রাম তুলির অনেক ভালো লাগে,,,তেমন আসা হয় না গ্রামে,
সবাই শুধু তুলিকে দেখতেছে,,
নিবিড় দূরে বসে আছে,,সবাই ঝাপটে ধরে ওর সাথে কথা বলতেছে,নিবিড় দূর থেকে তুলিকে মানাও করতে পারতেছে না যে নতুন বউ এমন উঠানে বের হওয়া ভালো সাজে না
কে শুনে কার কথা,,তুলি হাঁটতেছে অনবরত
একটা মেয়ে এসে বললো ওদের বাসায় আসতে,টেনে তুলিকে ওদের বাসায় নিয়ে গেলো,,
তুলি-মা আপনি এখানে?
মা-আরে তুলি তোরা এসে গেছিস,এটা আমার বান্ধুবীর বাসা,,ভালো করেছিস, বস
মা তার বান্ধুবীর সাথে তুলিকে নিয়ে কথা শুরু করলেন,,
তুলি-উফ কি পিপাসা লেগেছে,গ্রামের টিউবয়েলের পানি খেলে আমার পিপাসা বেশি লাগে,,
মেয়েটা-দাঁড়ান আমি পানি আনতেছি
মেয়েটা পানি এনে দিলো
তুলির এত পিপাসা লেগেছিল,,এক টানে এক গ্লাস মুখে নিয়ে অর্ধেক গিলে ফেলার পর ওর মনে হলে এটা এত এত এত বেশি লবণাক্ত যে এখন বমি আসতেছে
তুলি এক দৌড়ে উঠানে গিয়ে বমি করে দিলো,,আশেপাশে মানুষ জড়ো হয়ে গেলো,নতুন বউ বমি করতেছে,কেউ কেউ তো কথা শুরু করে দিলো
নিবিড়-ইস আসতে না আসতেই গন্ডগল করে বসলো😒😰😰😰
তুলি-আল্লাহ এটা কি ছিল,ওয়াক,আম্মুউউ আমি বাসায় যাব😭😖
নানু-কি সবাই এভাবে তাকিয়ে আছেন কেন,,উনাদের বাসার পানি কেমন জানেন না,আমার শহুরে নাত বউ এসব গিলছে পেটে কি সয়বে নাকি,আর মেয়ে এখনও ছোট এত তাড়াতাড়ি বাচ্চা নিবে না
তুলি-ওমা বাচ্চা এলো কোথা থেকে,😒
মা-কিরে তুলির কি হইসে
তুলি-মা উনাদের পানি এত বিচ্ছিরি কেন
মা-জানি না রে,,আমি তোকে বলার সময় পায়নি,তুই মুখে নিয়ে নিছস,,
নিবিড় দূরে দাঁড়িয়ে চোরের মত তাকিয়ে আছে,
তুলিকে একটা রুমে নিয়ে যাওয়া হলো,নিবিড় আর তুলি এই রুমে থাকবে,,বাড়িটা টিনের,,এত ফুটা কেন চারিদিকে
নিবিড়-সমস্যা নেই
তুলি-সমস্যা নেই মানে, আমি change করবো কোথায়,বাথরুম তো দেখলাম,ওখানে change করা যাবে না,,
নিবিড়-একটা ওড়না টাঙিয়ে change করো,আমি বাহিরে দরজার সামনে আছি,কিছু দরকার হলে বলিও
তুলি-ঠিক আছে
নিবিড় বাইরে বের হতেই দেখলো ওর চাচাতো ভাইরা কোমড়ে হাত দিয়ে তাকিয়ে আছে,
নিশান-কিরে এখন তোর বাইরে কি?বউ বের করে দিসে নাকি
নিবিড়-নাহ তো,
নিবিড় চশমা ঠিক করলো,,
রুপ-ওরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকা,,আজীবন নিরামিষ এর মতন থাকে,ভাবীরে কি সুখে রাখসে তা এ সময় ওর রুম থেকে বের হয়ে যাওয়া দেখেই বুঝা যাচ্ছে
নিবিড়-কি বলস তোরা এসব😒
নিশান নিবিড়কে এক ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দরজা বাহিরে দিয়ে আটকায় দিলো
নিবিড় গিয়ে তুলির গায়ে পড়লো,দুজনে খাটের উপর
তুলির গায়ে জামা আছে, এক হাতা গায়ে আরেক হাতা বাইরে,আর নিবিড় বলদের মত তুলির কাঁধের দিকে তাকিয়ে আছে
তুলি চোখ বড়বড় করে নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো,তাড়াতাড়ি ওড়না নিয়ে দূরে দাঁড়িয়ে গেলো
তুলি-এটা কোন ধরনের অসভ্যতামি???
নিবিড় চশমা নিয়ে পরে উঠে দাঁড়ালো
নিবিড়-আই এম সরি,আমার ভাইয়েরা ধাক্কা দিসিলো আমাকে
তুলি-মিথ্যা কথা কম বলেন,ওদের আর কাজ নাই আপনাকে ধাক্কা দিবে,,এটা তো আর বাসর রাত না
নিবিড়-সরি
তুলি-বেরিয়ে যান😡
নিবিড় বের হওয়ার জন্য দরজা টানতে গিয়ে দেখলো দরজা লক
তুলি-আবার কি
নিবিড়-ওরা দরজা লক করে ফেলছে
তুলি বালিশ নিয়ে নিবিড়ের গায়ে ছুঁড়ে মারলো
নিবিড়-এটা কি আমার দোষ বলো?
তুলি-আমার এখনও change করা বাকি,কি করবো আমি?সারাদিন শাড়ী পরে থাকতে পারি না আমি তাই dress পরতে গেসিলাম তাও হলো না
নিবিড়-আমি ওদিক ফিরতেছি change করে নাও
তুলি এগিয়ে এসে নিবিড়ের চশমাটা খুলে নিয়ে নিলো
নিবিড়-এটা কি আবার
তুলি-সেফটি
নিবিড়-খোদা!!😫
তুলি change করে নিয়ে নিবিড়কে ওর চশমা ফেরত দিলো,,
মা-এই নিশান, রুপ,তোরা বাইরে থেকে দরজা লাগিয়েছিস কেন,,নতুন বউয়ের হাতের চা খাবে সবাই,,খোল বলতেছি
মা এসে দরজা খুললো,,তুলিকে নিয়ে গেলো,,
তুলি-খাইসে আমি তো চা ঠিক করে বানাতে পারি না,তার উপর মাটির চুলা,,
তুলি-আইডিয়া😁😁😁!!!!
তুলি চা বানিয়ে এনে সবাইকে দিলো,
নানু-বাহ এত মজা হইসে,আগে এত স্বাদের চা খাইনি😍
সবাই অনেক প্রশংসা করলো,,
নিবিড় চা খাচ্ছে আর তুলিকে দেখতেছে,কারন ও যতদূর জানে তুলি কফি বানাতে পারে কিন্তু চা বানাতে তো পারে না
নিবিড়-এই তুমি এত ভালো চা বানালে কি করে?
তুলি-😒secret বলবেন না তো কাউরে?
নিবিড়-না বলবো না
তুলি-youtube দেখে😁😁😁😁😎😎😎😎🙈
নিবিড়-চা বানানোর টিউটোরিয়াল ও মানুষ youtube এ দেখে???😑😑😑🤐🤐😵😵
তুলি-তো??বিপদে পড়লে দেখে
নিবিড়ের চাচিরা সবাই তুলিকে নিয়ে বসেছে গল্প করার জন্য,,
আর নিবিড়ের ভাইয়েরা ওকে নিয়ে বসেছে,,
চাচি-তা কি কি রান্না পারো??
তুলি-সব,,😎😁
চাচি-কোনটা বেশি ভালো পারো??
মা-বিরিয়ানি অনেক ভালো পারে,,,
চাচি-বাহ বাহ,,
নিশান-চলো সবাই কানামাছি খেলি,,চাঁদের আলো আছে,জোস হবে,,উঠান টাও বড়
নিবিড়-আমি খেলবো না
রুপ-তোরে তো আজকে খেলতেই হবে
নিবিড়-না,,রাত করে খেলা ভালো না একদম
রুপ-হ,,তুই তো একবার কানামাছি খেলতে গিয়ে পুকুরে পড়ে গেছিলি,,২লিটার পানিও খেয়ে ফেলছিলি সেদিন😂😂
নিশান-😂😂
মা-😂😂
নানু-আজ খেলতে হবে না, না জানি আবার কোথায় পড়ে
তুলি-১২বছরের নিব্বা থুক্কু ২৬বছরের😒😂😂😁

চলবে♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_17
নিশান আর রুপ সবাইকে টেনে উঠানে নিয়ে আসলো,,
তুলির চোখ বাঁধা হলো সবার আগে,,
তুলি গিয়ে নানুকে ধরলো
তুলি-না এটা তো মে বি নানু,
নিবিড় দূরে দাঁড়িয়ে আছে
রুপ নিবিড়কে এক ধাক্কা দিয়ে তুলির সামনে ফেললো
তুলি-ধরসি,,এটা স্যার
মা-এই তো ধরে ফেলসে😍😍
এবার নিবিড়ের চোখ বেঁধে দিলো নিশান
নিবিড় চাচিরে ধরে বললো তুলি,সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে
তুলি -আস্ত বলদ😒
নিবিড়-আমি কইসিলাম খেলমু না😒
মা-হইসে অনেক হইসে,এবার সবাই খেতে চলো
খাওয়া দাওয়া শেষ সবাই যে যার রুমে চলে গেলো
তুলি গালে হাত দিয়ে খাটে বসে আছে
নিবিড়-কি হইসে আবার?
তুলি-কোলবালিশ দেয়নি
নিবিড়-তো?
তুলি-তো মানে?মাঝকানে কোলবালিশ না দিলে আপনি তো আমার গায়ে চলে আসবেন
নিবিড়-আসবো না,নিশ্চিন্তে ঘুমাও
তুলি-আপনাকে আমি বিশ্বাস করি না
নিবিড়-তাহলে মাটিতে শোও,একদম এসির মত লাগবে
তুলি-আপনি শোন
নিবিড়-কেন?আমার তো কোনো সমস্যা হচ্ছে না
তুলি মুখ ঘুরিয়ে খাটের এক কোণে শুয়ে পড়লো
রাত ১২:৪৫ বাজে
তুলি-এই এই
নিবিড়-একি তুলি,এত রাতে,কি হইসে?
তুলি-বাথরুমে যাব
নিবিড়-যাও
তুলি নিবিড়ের নাক বরাবর এক ঘুষি বসিয়ে দিলো
নিবিড়-আহ,নাক গেসে আমার,তুমি একটা ডাইনি,নিবিড় উঠে বসলো
তুলি-এত রাতে আমি একা বের হবো?বাথরুম যে এক কি.মি দূরে জানেন না??
নিবিড়-ওহ হুম,ঠিক আছে চলো
নিবিড় আর তুলি বের হলো,,
উঠান দিয়ে যাওয়ার সময় গাছের একটা বড় পাতা উপর থেকে তুলির ঘাড়ে এসে পড়লো
তুলি এক চিৎকার দিয়ে নিবিড়ের গলা জড়িয়ে ওর কোলে উঠে পড়লো
নিবিড়-আরে আস্তে,এত জোরে চিৎকার দাও কেন
তুলি-একটা পাতা পড়ছে আমার ঘাড়ে,আমি ভাবসি কি না কি
নিবিড়-তাই আমার কোলে উঠে গেসো?
তুলি-ওহ,খেয়াল করিনি কই উঠেছি,নামান
নিবিড় তুলিকে নামিয়ে দিলো,,দুজনে রুমে আসার পর এবার শুরু হলো কম্বল নিয়ে টানাটানি,,নানুরা যে কম্বল দিসে তা অনায়াসে দুজনে গায়ে দিতে পারবে,কিন্তু সমস্যা হলো তুলি আর নিবিড় খাটের মাঝ বরাবর ফাঁক করে শুয়েছে,,যার কারনে দুজনেই শীত খাচ্ছে
নিবিড়-তুমি একটু কাছে এসে শোও
তুলি-impossible
নিবিড়-তোমার এই জেদের কারনে আমার ও শীত খেতে হচ্ছে
তুলি-ঠিক আছে,একটু আসতেছি
কোনোরকম করে দুজনে শুয়ে পড়লো
ভোর ৪টায় প্রতিদিনের মত নিবিড় উঠে গেলো,চোখ খুলে দেখলো তুলি নিবিড়ের শার্টের বোতাম শক্ত করে ধরে ওকে জড়িয়ে ঘুমাচ্ছে,নিবিড় কিছুক্ষন তাকিয়ে থেকে ওকে আস্তে করে সরিয়ে দিয়ে উঠে গেলো খাট থেকে,নানুরা সবাই উঠে গেসে,নাস্তা বানানো শুরু করবে এখন,এখানে সবাই তাড়াতাড়ি নাস্তা করে
তুলি ঘুমের ঘোরে ঢলে ঢলে পড়তেছে
অনেক কষ্টে বসে আছে খাটের পায়া ধরে
নিবিড়-চা খাবে?
তুলি-কেন আপনি খাচ্ছেন নাকি
নিবিড়-হুম,মা বানিয়ে দিসে,,আরও এক কাপ হবে, খাবা?
তুলি-ওকে আনেন
নিবিড়-😒
তুলি-বুঝছি,আমি যাচ্ছি😒
তুলি গিয়ে চায়ের কাপ হাতে নিলো
চাচি-জামাই বউ দুইটার স্বভাব এক
মা-অনেকটা মিল দুজনের আবার অনেক দিক দিয়ে মিল নেই,
তুলি চায়ের কাপ নিয়ে চলে আসলো
নিবিড়-তোমার জন্য ভালো করে কাল ঘুমাতে পারিনি
তুলি-আমার দোষ?অন্য কোনো ছেলে হলে গোটা কম্বল দিয়ে দিতো
নিবিড়-ইস রে,তুমি আমাকে নিরামিষ বলসো না,নিরামিষ ছেলেরা এমন দরদি হয় না
তুলি-হ্যাঁ অনেক কিপটা হয়,আমার change করতে হবে,বাইরে যান,আমি দরজা লাগাবো,এবার আর ভিতরে ঢুকতে পারবেন না
নিবিড় চলে গেলো,তারপর তুলি change করে হালকা নীল রঙের একটা শাড়ী পরে বেরিয়ে আসলো
নিবিড় একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলো,সে চায় না তুলির দিকে তাকিয়ে কোনো রকম নেশাতে আবদ্ধ হতে
রুপ-দেখ নিশান,, নিবিড় কেমন বেকুবের মত মাথা নিচু করে আছে,বউ সেজে এসেছে কোথায় হা করে তাকিয়ে থাকবে তা না
নিশান-তোর বাচ্চা হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ
নিবিড়-তোদের আর কাজ নেই??😒
তুলি নিবিড়ের দিকে না তাকিয়েই রান্নাঘরে চলে গেলো,,
তুলি সবার সাথে একটু কাজে হাত লাগিয়ে ১০টার দিকে বের হলো রান্নাঘর থেকে
চারিদিক তাকিয়ে নিবিড়কে খুঁজলো
ছোট চাচি-তোমার স্বামী তো ঘুরতে গেসে নিশান রুপকে নিয়ে
তুলি লজ্জা পেয়ে রুমে চলে গেলো,,খাটে নিবিড়ের গায়ের শার্টটা পড়ে আছে,,
তুলি কি মনে করে শার্টটা হাতে নিয়ে দেখতে লাগলো,,তারপর গুছাতে গিয়ে দেখলো ইয়া বড় ২টা চুল শার্টের বোতামে আটকে আছে
তুলি-এত বড় চুল তো আমার,উনার শার্টে আসলো কোথা থেকে,নিশ্চয় রাতে আমার গায়ে লেগে শুয়েছে,আজ আসুক,,হাঁড় একটাও আস্ত রাখবো না
নিবিড় দুপুরের দিকে আসলো,রুমে ঢুকতেই তুলি ভিতর থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলো
নিবিড়-কি হইসে?
তুলি কোমড়ে শাড়ীর আঁচল গুজে নিয়ে এগিয়ে গেলো
নিবিড়-কি করসি আবার
তুলি-আমার মাথার চুল আপনার শার্টের বোতামে আটকে আছে কেন?
নিবিড়-কেন আবার
তুলি-চুপ,কেন আটকেছে,মানেটা আমি বলতেছি,কাল রাতে আপনি আমার গায়ে লেগে ঘুমিয়েছেন নিশ্চয়
নিবিড়-একদমই না
তুলি-চুপ,আমি কথা বলার সময় কথা বলবেন না একদম
নিবিড়-আমার কথাটা তো শুনবা
তুলি-না,আপনি ইচ্ছা করে এমন করসেন আমি জানি,এখনই গিয়ে যেখান থেকে পারেন কোলবালিশ arrange করবেন,আজ রাতে আমি নাহলে মাটিতে শুবো,,আমার কাছে আসার চেষ্টা দেখাই দিব
নিবিড় তুলির কোমড় টেনে ধরলো
তুলি কিছুটা ভীত হয়ে গেলো
নিবিড়-আমার এত শখ নেই এসবের,কেন নেই তার কারন তুমি জানো ভালো করে,
কাল রাতে তুমি নিজেই আমার বুকে এসে ঘুমিয়েছিলে,আমি সরিয়ে দিসি তোমাকে
তুলি-মিথ্যা কম বলেন
নিবিড়-বিশ্বাস না করলে নাই
নিবিড় তুলিকে ছেড়ে দিয়ে চলে গেলো

চলবে ♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here