মিঃ নিরামিষ😒😂,Part_5,6,7
Writer-Afnan Lara
Part_5
নিবিড় একটা শাড়ী চয়েজ করে দিলো,মায়ের হাতে দিলো,
মা-বাহ এটা সুন্দর অনেক,তাই না তুলি?
তুলি-একদম না,বিশ্রি
নিবিড়-এটা প্যাক করে দিন
তুলি-😒😡
নিবিড়ের জন্য পাঞ্জাবি কিনে এবার আংটি কিনতে গেলো সবাই
তুলির মা বাবা পছন্দ করে আংটি কিনলো,তারপর,সবাই বাসায় চলে গেলো ,,পরশু engagement
তুলি মুখ গোমড়া করে বসে আছে,কি করবে বুঝতেছে না,কি করে এই বিয়ে আটকাবে,,
ফোন অফ করে সারাদিন শুয়ে রইলো তুলি,কিছু ভালো লাগতেছে না,,এই লোকটা এমন কেন,দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে,
মা আমার হাতে শাড়ী ধরিয়ে দিলো
মা-নিবিড়দের বাসায় গিয়ে পরবি,,ওখানে পার্লারের লোক এসে তোকে সাজিয়ে দিবে
তুলি শাড়ীটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে,হুম engagement হওয়াচ্ছি
নিবিড়দের বাসায় যাওয়ার পর,তুলি একটা ইস্ত্রি দিয়ে শাড়ীটা পেটে বরাবর মানে শাড়ীর মাঝকানে পুড়ে দিলো
তুলি-হিহিহি,এবার কি করবা নিবিড় চান্দু
তুলি পিছনে তাকিয়ে ভয় পেয়ে গেলো,নিবিড় ব্রু কুঁচকে তাকিয়ে আছে
তুলি-স্যার এখন কি হবে??
নিবিড় হালকা একটা মুচকি হাসি দিলো,,দরজাটা লাগিয়ে দিলো টেনে
তুলি-দরজা লাগালেন কেন??
নিবিড় আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো
তুলি-খবরদার বলে দিচ্ছি
নিবিড় তুলিকে শক্ত করে চেপে ধরলো,,তাকিয়ে দেখলো তুলির গায়ে ব্লাউজ পেটিকোট আছে ওড়না দিয়ে গা ঢেকে রাখছে,,ওড়না গায়ের থেকে ফেলে দিলো,
তুলি-আম্মুউউউউউ
নিবিড় এক হাত দিয়ে তুলির মুখ চেপে ধরলো
শাড়ীটা অর্ধেক পরিয়ে দেখলো মাঝখানে পোড়া,টেবিল থেকে স্ট্রাবলার নিয়ে পোড়া জায়গা টেনে মেরে দিলো,,
তুলি হা করে তাকিয়ে আছে,,
এবার আরেকটা পার্ট দিয়ে সেটা ঢেকে দিয়ে মাথায় গোমটা দিয়ে দিলো
নিবিড়-perfect ♥
তুলি এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলো নিবিড়কে
তুলি-অসভ্য লোক
নিবিড় চশমা ঠিক করে হাসি দিয়ে চলে গেলো
মা-তুলি,বাহ রেডি হয়ে গেলি,তুই তো শাড়ী পরতে জানস না,কে পরিয়ে দিলো
তুলি দেখলো নিবিড় মুখচেপে হাসতেছে
তুলি-আমি পরেছি
♥
সোফায় দুজনকে বসানো হলো,,
নিবিড়ের মা-বাহ শাড়ীটাতে বেশ মানিয়েছে,নিবিড় তোর পছন্দ আছে বলতে হবে
তুলি রাগে ফেটে যাচ্ছে
নিবিড় তুলিকে আংটি পরিয়ে দিলো,,
তুলি অনেকক্ষন তাকিয়ে থেকে বাবার ভয়ে আংটি পরিয়ে দিলো নিবিড়ক,
তুলির মন খারাপ,কষ্টে বারান্দায় গিয়ে কেঁদে দিলো,,
নিবিড়-লাভ নেই
তুলি পাশে তাকিয়ে দেখলো পাশের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে নিবিড়
তুলি-u stupid!!
তুলি নিচ থেকে টবের ভিতর থাকা কয়েকটা পাথর নিয়ে নিবিড়ের গায়ে মারলো
নিবিড়-আরে আরে স্যারকে কেউ মারে এভাবে
নিবিড় দূরে গিয়ে দাঁড়ালো
তুলি রুমে চলে আসলো
মা-কিরে তোর চোখ মুখের এই অবস্থা কেন?
তুলি-মা আমি এই ছেলেকে বিয়ে করবো না মা,বাবাকে বুঝাও না প্লিস😭
মা-তোর বাবা আমার কোনো কথা শুনবে না জানস তো,
আর ছেলেটা ভালো,তোকে ভালো রাখবে,,
তুলি আর কিছু বললো না
খাওয়া দাওয়া শেষে,বাসায় ফিরে আসলো সবাই,,
তুলি-আচ্ছা আমার মত স্মার্ট একটা মেয়ে একটা ছেলেকে সাইজ করতে পারছি না??
কি করবো মাথায় কিছু আসে না,,
♥
বাসা থেকে তুলি একা একা হাঁটতেছে পার্ক দিয়ে,,আজ ৩/৪দিন হয়ে গেলো ঐ নিরামিষের খবর নাই,যাক গে,নিশ্চয় আমাকে কিভাবে জ্বালানো যায় ভাবতেছে,,
তুলি হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে গেছে,এবার ফেরত আসার জন্য ঘুরতেই দেখলো নিবিড়কে,,ফোনে কথা বলতেছে,হাতে শপিং ব্যাগ অনেক গুলো
তুলি না দেখার ভান করে ওখান থেকে কেটে পড়তে লাগলো,ভাগ্যবশত নিবিড় তুলিকে দেখে ফেললো
নিবিড়-আরে আরে আমার হবু বউ যে
তুলি-😒
নিবিড়-হাই!
তুলি-বাই!
নিবিড়-কি খবর তোমার,হবু জামাইকে ফোন দেওয়া যায় না?আসলে আমার দেওয়া উচিত ছিল,আমি এ কদিন exmer খাতা দেখা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম বুঝছ
তুলি মুখ বাঁকিয়ে হাঁটা ধরলো নিবিড় তুলির হাত ধরে ফেললো
তুলি-কি?বাসায় যাব আমি
নিবিড়-চলুন একটু ঘুরি
তুলি-না,আমি বাসায় যাব
নিবিড় -না,হবু বউকে না খাইয়ে তো বাসায় যেতে দেওয়া যায় না
নিবিড় তুলিকে টেনে restaurant এ নিয়ে গেলো
তুলি-এমন করেন কেন আপনি,বিয়েটা ভাঙলে কি হবে আপনার,মেয়ে পাবেন না নাকি
নিবিড়-আমাদের তো engagement হয়ে গেসে,আর ভাঙার প্রশ্ন আসে না
নিবিড়-হাতে আংটি নেই কেন
তুলি-ডাস্টবিনে ফেলে দিসি
নিবিড়-ভালো করসো,
নিবিড় খাবার অর্ডার করে ব্যাগ থেকে বই নিয়ে পড়তেছে,তুলি গালে হাত দিয়ে বসে আছে
চেহারা দেখো কি নিষ্পাপ, আর আমাকে এমন জ্বালাচ্ছে কেউ দেখে বলবে না,,
নিবিড়-ওহ একটা জিনিস দেওয়ার আছে তোমাকে
নিবিড় একটা নোট বুক দিলো তুলিকে
নিবিড়-এটাতে important সব নোট আছে,পড়িও,তোমার পরীক্ষায় কমন আসবে,,
তুলি-লাগবে না,আমি এমনিতেই A পাবো
নিবিড়-আরে না A+ পেতে হবে তোমাকে আচ্ছা একটা কাজ করা যায়,
তুলি-কি?
নিবিড়-পরে শুনবা,এখন শুনতে হবে না,চলো তোমাকে বাসায় দিয়ে আসি
তুলি উঠার সময় ইচ্ছে করে নোট বুকটা চেয়ারে রেখে হাঁটা ধরলো
নিবিড়-নোটবুক নাও
তুলি-😒
তুলি নোটবুক টা নিয়ে গেলো
ওকে বাসায় নামিয়ে নিবিড় চলে গেলো
বিকালে বাবা আসলো তুলির রুমে
বাবা-তুলি এখন থেকে বিকাল ৪টায় নিবিড়দের বাসায় যাবা,প্রাইভেট পড়তে,ও পার্সোনালি তোমাকে পড়াবে,ভালো result আসবে
তুলি-আমি তো প্রাইভেট পড়ি অন্য স্যারের কাছে,আর উনি হচ্ছেন ভার্সিটির স্যার,আমার পড়া বুঝবে কি করে
বাবা-ও আরও ভালো বুঝবে,যেটা বলসি করবা
তুলি-হারামি কুত্তা,আমাকে জ্বালানোর জন্য এই প্লেন করছে
চলবে♥
মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_6
পরেরদিন বিকাল ৪টায়,,
তুলির ফোনে কল আসলো
তুলি-কেরে??ঘুমটা ভাঙিয়ে দিলো,এটা আবার কার number?
নিবিড়-তুলি!!কয়টা বাজে?
তুলি-জানেন না?৪টা বাজে
নিবিড়-private পড়তে আসো নাই কেন এখনও???
তুলি -ওহ ভুলি গেসি,কাল আসবো,আজ তো লেট হয়ে গেসে,,
নিবিড়-৪:০২বাজে,,আমি আমার কার পাঠিয়ে দিসি,৫মিনিটে চলে আসো,,
তুলি -পারবো না😒
নিবিড়-তোমার বাবাকে তাহলে বলতেছি তোমাকে বাসার নিচে দিয়ে যেতে
তুলি-উফ আসতেছি
তুলি ওড়না টা হাতে নিতেই কারের শব্দ আসলো,বইটা নিয়ে দৌড় দিলো
৫মিনিটে চলে আসলো নিবিড়দের বাসায়,,
নিবিড় নিজের রুমে টেবিলের পাশে বসে আছে,
নিবিড়-next time যেন দেরি না হয়,,বসো
তুলি-বাসার সবাই কই?
নিবিড়-ঘুমায়
তুলি-আপনিও ঘুমান,আমি যাই
নিবিড় হাতে থাকা স্কেল দিয়ে টেবিলে এক বাড়ি দিলো,
নিবিড়-ভার্সিটির student দের স্কেল দিয়ে মারি আর তুমি তো খুকি..খুকি কথা না শুনলে ২/৪ঘা বেশি দিতে হয়
তুলি একটা ভাব নিয়ে হাসলো,কারন হবু বর যে গায়ে হাত তুলবে না তা জানা আছে
তুলি বসলো
নিবিড়-আইসিটি বই বের করো
তুলি বই দিলো,নিবিড় পড়া ধরলো
তুলি-ওয়েট ওড়নাটা বেঁধে নিই
নিবিড়-হুম,,বিশ্বগ্রাম টা ভালো করে পড়বা তারপর
তুলি-এক মিনিট,,হাত চুলকাচ্ছে,
নিবিড়-ওকে,১/২অধ্যায় মুখাস্থ করবা ভালো করে,,তারপর
তুলি-এক মিনিট চুল বেঁধে নিই
নিবিড় এবার গেলো রেগে,,
তুলির চুলের মুঠি ধরে এক টান দিলো
তুলি-আহ,লাগছে আমার,আম্মুউউউউউ
নিবিড় তুলিকে ছেড়ে দিলো
নিবিড়-বেশি বাঁদরামি করলে next time থেকে বেতের বাড়ি খাবা,অংক এটা solve করো
তুলি অংক করতেছে আর নিবিড় বই দেখতেছে
হঠাৎ করে তুলির চোখ গেলো নিবিড়ের দিকে,,,এত্ত কিউট,আগে এমন করে দেখিনি,,ওয়াও,চশমাতে যা লাগছে না,,স্যার তাই কি কিউট লাগছে,আগে তো লাগেনি
নিবিড়-বোকার মতন না তাকিয়ে অংক করো,বিয়ে তোমার আমার সাথেই হবে,তখন দেখতে পারবা
তুলির হিচকি উঠে গেলো নিবিড়ের কথা শুনে
থামতেছেই না
নিবিড়-বসে থাকো আমি পানি আনতেছি
নিবিড় গেলো পানি আনতে
তুলি উঠে গিয়ে নিবিড়ের বারান্দায় গেলো, ওমা আল্লাহ খোদা,সব দেখি ক্যাকটাস,ফুল গাছ কই,, কি রুচি বাবা
পিছন ফিরে হঠাৎ করে নিবিড়কে দেখে গাবড়ে গিয়ে তুলি নিচে পড়ে গেলো,হাত গিয়ে ক্যাকটাস গাছে লাগলো
তুলি-আহ মাগো,ব***লাগাইছে আমার,ফালতু,stupid!!! 😡😡**********
নিবিড়-বিয়ের পর তোমাকে দিয়ে গাছগুলোতে পানি দেওয়াবো
তুলি-ওসব বাদ দেন,আমার হাতে কাঁটা ঢুকসে দেখেন না
নিবিড়-দেখসি,এক টান দিয়ে ফেলে দাও আমি মলম আনতেছি
তুলি-কিহ!!!আমাকে নিচ থেকে তুলুন
নিবিড় চলে যেতে নিলো
তুলি-আজ পর্যন্ত আমি যতবার নিচে পড়সি একবার ও আমাকে তুলে নাই তার মানে শক্তিতে দূর্বল হিহিহি😂
নিবিড় শুনতে পেলো
মলম এনে খাটে রেখে দেখলো তুলি নিচে বসে কাঁটা গুতাচ্ছে,ভয়ে তুলতে পারতেছে না,
নিবিড় তুলিকে নিচ থেকে কোলে তুলে নিলো
তুলি-😒
খাটে বসিয়ে ওর হাতের দিকে তাকালো নিবিড়
তুলি-খবরদার ধরবেন না,আপনি জোরে টান দিবেন
নিবিড়-ইতিহাসের জনক কে?
তুলি ভাবতে থাকলো
তুলি-ওহ মনে পড়সে,হেরোডোটাস
নিবিড়-very good,এই নাও কাঁটা বের করে ফেলসি
তুলি-ওয়াও,আমি টের ও পায়নি😲😲
নিবিড় চুপচাপ তুলির হাতে মলম লাগিয়ে দিলো
নিবিড়-৫টা বেজে গেলো,,
তুলি-আমি যাই,আসসালামু আলাইকুম 😁
নিবিড়-ওয়ালাইকুম আসসালাম,৬টার সময় যাবেন,এখন আপনাকে পড়াবো
তুলি-আমি বাসায় যাব,এত অন্ধকারে একা যেতে আমার ভয় করে
নিবিড়-একা কেন,কে বলসে,আমি তোমাকে দিয়ে আসবো,এখন আসো,
নিবিড় তুলিকে অংক যেটা করতে দিলো সেটা তুলি অর্ধেক পারলো আর পারলো না
নিবিড়-এমন করলে A তো দূরে থাক A- ও আসবে না
তুলি-বদ দোয়া দিচ্ছেন কেন
নিবিড়-যাই হোক,আমি তোমাকে অংক টা বুঝিয়ে দিচ্ছি এরকম ১০টা লিখে দিব,তুমি নিজ থেকে করে এনে আমাকে দেখাবা
তুলি-(আনমু না😁)ওকে
নিবিড়ের মা-তুলি মা আসো নাস্তা করো,,একি তোমার হাতে কি হইসে
তুলি -আসলে
নিবিড়-আমার ক্যাকটাস গাছের উপর লাফিয়ে পড়ছিলো,
তুলি-😒
মা-আহারে,মলম লাগিয়ে দিছস
নিবিড়-হ্যাঁ
খাওয়া শেষে তুলি ব্যাগ নিয়ে চললো,
নিবিড়-এই দাঁড়াও,একা কই যাও,আমি তোমাকে দিয়ে আসব
নিবিড় তুলিকে দিয়ে আসলো,,
বাবা-কি পড়াশুনা কেমন চলছে?
তুলির মনে পড়লো নিবিড়ের স্কেল নাড়ানির কথা,
তুলি-ভালোই😒😖😖🔫🔫🔫
বাবা-গুড,,
ভাবী-কি ডিয়ার ননদ,,কেমন করে বুঝালো??
তুলি-😒মাইর দিয়া
ভাবী-হাহাহাহা,কি মাইর দিলো??চড় মারলো নাকি
তুলি-না ভয় দেখিয়েছে শুধু
ভাবী-আরে মারবে না,তুমি ওর হবু বউ,,আদর করে পড়াবে
তুলি-😖😖কচুর আদর
পরেরদিন তুলি ইচ্ছে করে ওর বান্ধুবীর বাসায় গিয়ে উঠলো
নিবিড় আবার ৪টায় কল দিলো
তুলি-আহারে স্যার সরি,আমি তো frder বার্থডে তে এসেছি,কাল আসবো
নিবিড়-বাসার address দাও
তুলি-না,আমি এখন যেতে পারবো না,আমার bestur birthday
নিবিড়-দাও
তুলি চুপচাপ address দিলো,
রিশা-ঐ আজ তো আমার জন্মদিন না,
তুলি-মিথ্যা বলসিলাম,এখন নিজেই বিপদে পড়সি
নিবিড় তুলিকে নিতে ওর বান্ধুবীর বাসায় আসলো,
নিবিড় বাসার নিচে কার নিয়ে দাঁড়িয়ে আছে
তুলি মুখ গোমড়া করে আসলো
নিবিড়-গাড়ীতে উঠো
তুলি গিয়ে উঠলো,
নিবিড়-আজকে এই কাজের জন্য তোমার শাস্তি হলো ২০টা অংক করবা আমার সামনে,একটা না পারলে ২টা স্কেলের বাড়ি,যদি মারতে মারতে চামড়াও উঠে যাই তো উঠুক
তুলি-কেস করবো আমি
নিবিড়-করিও,আগে তো মেরে নিই,পরে কেস করলে দেখা যাবে
চলবে♥
মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_7
বাসার আসার পর নিবিড় তুলিকে বললো হোমওয়ার্ক দেখাতে
তুলি-ইয়ে আসলে সরি,ভুলে গেসিলাম
নিবিড় হাতে স্কেল নিলো
নিবিড়-হাত বাড়াও
তুলি -আপনি কি সত্যি আমাকে মারবেন নাকি
নিবিড়-বাড়াও!!
তুলি হাত বাড়িয়ে চোখ বন্ধ করে রাখলো
নিবিড় ঠাস করে একটা বাড়ি দিলো
তুলি চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে গেলো
নিবিড়-প্রথম তাই একবার মারলাম,next time homework আনবা ঠিকমত,বুঝছো
তুলি-আমি এখনই বাবাকে বলে দিব
নিবিড়-দাও
তুলি ফোন নিয়ে বাবাকে কল দিলো
তুলি-হ্যালো বাবা,জানো নিবিড় স্যার আমাকে মেরেছে,আমার হাত লাল হয়ে গেছে,স্কেল দিয়ে মেরেছে আমাকে
বাবা-তো?তুমি ঠিকমত পড়াশুনা করতেসো না?ও মাস্টার,ও মারতেই পারে
তুলি-কি বলতেসো বাবা,তোমার মেয়ের গায়ে হাত তুলেছে
বাবা-ঠিকঠাক করে পড়ো,নিবিড়ের কথা শুনো,
বাবা লাইন কেটে দিলো
তুলি মুখ গোমড়া করে গিয়ে আবার বসলো
চোখ মুছে অংক করতে লাগলো
নিবিড়-হ্যালে,হ্যাঁ টুসি তুমি অংক গুলা বারবার try করো, ওকে
তুলি আড় চোখে তাকাচ্ছে
নিবিড়-আমার ভার্সিটির student,
তুলি তাও কেমন করে তাকিয়ে আছে
নিবিড় চোখ রাঙাতেই তুলি আবার নিজের কাজে মন দিলো
নিবিড়-হুম আজকে অংক হইসে,,ঠিকমত কথা শুনলে তো মারতাম না
তুলি-আমি বাসায় যাব
নিবিড়-না,এই অংকটা করে দেখাও
তুলি ব্যাগ নিয়ে হাঁটা ধরলো,,
নিবিড় হাত ধরে আটকালো
তুলি হাত ছাড়িয়ে বের হতে নেওয়ার সময় নিবিড় টান দিয়ে ওড়নাটা নিয়ে নিলো,
তুলি-আপনি একটা অসভ্য লোক!!!ওড়না নিয়েছেন তো কি হইসে,আমি এমনিই যাব
তুলি আবার হাঁটা ধরলো
নিবিড় এবার তুলির কাঁধে হাত দিলো
তুলি প্রচন্ড রেগে গেছে,,নিবিড়ের নাক বরাবর এক ঘুষি দিয়ে দিলো
নিবিড় ঠাস করে নিচে পড়লো
তুলি-আমি বক্সিং শিখি,জানেন মিঃ স্যার?
নিবিড় ফ্লোরে বসে নাকের রক্ত মুছে মুচকি হাসলো,,
তুলি-কি?আরেক ডোজ লাগবে নাকি?
কথাটা বলতে বলতে তুলি সামনে এসে নিজের ওড়না নিলো,
নিবিড় তুলির পা ধরে এক টান দিয়ে আছাড় মেরে ফেললো তুলিকে,
তারপর গলা টিপে ধরলো
নিবিড়-বক্সিং এ চ্যাম্পিয়ন হয়েছি,,৫বার,তুমি কি হইসো খুকি?
তুলি নিবিড়ের পেটে হাঁটু দিয়ে আরেকটা ঘুষি দিয়ে ওর উপর উঠে ওর মুখ টিপে ধরলো
তুলি -একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম
নিবিড় শুয়ে শুয়ে হাসতেছে
তুলি নিবিড়কে ছেড়ে উঠে দাঁড়ালো,,
দুজনেরই নাক থেকে রক্ত ঝরছে,,
মা চা দিতে এসে চিৎকার দিয়ে উঠলো
মা-একি নিবিড় তোকে কে মেরেছে
নিবিড় তুলির দিকে তাকিয়ে আছে
মা-আর তুলি তোমাকে কে মেরেছে
তুলি-কে আবার,আপনার ছেলে😒
মা-তার মানে তুমিও নিবিড়কে মেরেছো?
তুলি-(এটাই সুযোগ বিয়ে ভাঙার)হ্যাঁ আন্টি,,
এমন জোরে মারসি দেখেন রক্ত বের হচ্ছে উনার নাক মুখ দিয়ে😎😁
মা-😍এরকম একটা বউমা চেয়েছি যে আমার ছেলের মত perfect হবে☺☺,,
তুলি-😲😫উফ!
নিবিড়-মা ওরে মলম লাগাই দাও,আমি বের হচ্ছি আমার কাজ আছে
নিবিড় টিসু দিয়ে মুখ মুছে বেরিয়ে গেলো
তুলি-হুহ,আমিও কম না,আমাকে মারতে আইলে আমিও মাইরা দিমু😎
তুলি বাসায় আসলো,,আর কয়েকটা দিন ওর পরীক্ষা,নিরামিষটার জ্বালায় শান্তিতে থাকতেও পারতেছি না বাসায়,আজব,,বিয়ের পর এমনিতেও জ্বালাবে আমাকে,
পরেরদিন বিকালে তুলি কম্বল মুড়ি দিয়ে বসে আছে খাটে, ,,
তুলি-এখন কল দিলে কমু জ্বর,আসবো না
বাবা-তুলি আসবো?
তুলি-বাবা?হ্যাঁ আসো
বাবা-শোন তোকে আর প্রাইভেটে যেতে হবে না
তুলি-😍😍😍😍কেন😁
বাবা-নিবিড় আর ওদের পুরো পরিবার চিটাগাং গেছে,,ওর চাচাতো বোনের বিয়ে,,১মাস থাকবে,,,,কারন চাচাতো বোনের পর ওর আরেক চাচাতো ভাইয়ের বিয়ে,,,,একেবারে তোর পরীক্ষার পরে আসবে,সেদিনই রাতে গায়ে হলুদ হবে
তুলির মন খারাপ হয়ে গেলো
বাবা-থাক মন খারাপ করিস না,নিবিড় তোকে ফোন দেবে
তুলি-(হুহ,আমার মন খারাপ হচ্ছে বিয়ের দিন এগিয়ে আসতেছে তাই)😒
১মাস তুলি বহুত মজা করলো,,মজা করে পরীক্ষা দিলো,,মাঝে মাঝে ফোন চেক করত,,নিরামিষ টা সময় করে রাত ১:০৩মিনিটে ফোন দিয়ে খবর নিতো,,তুলি ২মিনিটেই ঘুমিয়ে পড়তো,,নিবিড় হেসে গুড নাইট বলে লাইন কাটত,,
ব্যাস পরীক্ষা শেষ,,
তুলির কি আনন্দ,আহা আহা উড়তে মন চায়,,
খুশিতে ছাদে উঠে চরকার মত লাফাচ্ছে তুলি,
বসে বসে গান শুনতেছে ফোন নিয়ে,বিয়ের কথা একদমই ওর মাথায় নেই
পরেরদিন ♥
বান্ধুবীদের সাথে সারাদিন ঘুরলো তুলি,,বাসায় এসে দেখলো পুরো বাসা ঝিলিক বাতি দিয়ে সাজানো হইসে,মানুষের ভিড়,সবাই ওরে দেখে নতুন বউ বলতেছে
তুলি বাসার ভিতরে ঢুকতেই ভাবী এসে ধরলো
ভাবী-কই ছিলি তুই,কয়বার ফোন দিসি তোরে,ধরস না কেন,,
তুলি-এসব কি হচ্ছে?
ভাবী-নিবিড়রা আজকে ভোরে এসেছে,তাই সব সাজানো হচ্ছে,আজকে সন্ধ্যায় গায়ে হলুদ হবে তোদের
তুলি-কিহ?,,কাল আমার পরীক্ষা শেষ হয়েছে আর আজই?
ভাবী-বেশি কথা বলিস না বাবা রেগে যাবে,চল তোকে রেডি করতে হবে
ভাবী হাত ধরে নিয়ে গেলো তুলিকে,
পার্লারের লোক ও আসলো,,তুলিকে হলুদ রঙের শাড়ী পরানো হলো,,সুন্দর করে সাজিয়ে ছাদে stage নিয়ে বসানো হলো,তুলি রাগে ফুলতেছে বসে বসে,,
রাত ৮টায় নিবিড়ের পরিবার ও এসে গেলো
তুলি তো নিবিড়কে দেখে রেগে আগুন,
নিবিড় হলুদ পাঞ্জাবি পরে এসেছে,,তুলির দিকে তাকিয়ে হেসে দিল
তুলি রাগে গজগজ করতেছে,,গান বাজতেছে জোরে জোরে
তুলি শীতে কাঁপতেছে আর মাথা ধরে বসে আছে,মাথা ব্যাথা করতেছে
নিবিড় নিজের পাঞ্জাবির সাথের হলুদ ওড়াটা তুলির দিকে বাড়িয়ে দিলো
নিবিড়-এটা পরে নাও,শীত করবে না
তুলি মুখ ঘুরিয়ে বসলো
নিবিড়-ফাইন
নিবিড়ের মা-বাহ,কি মিষ্টি লাগতেছে,দুজনকে
উনি হলুদ লাগিয়ে চলে গেলেন,,একে একে সবাই হলুদ লাগালো,,
সবাই খাওয়া দাওয়াই ব্যস্ত,
নিবিড় একটু হলুদ নিয়ে তুলির মুখে লাগাতে গেলো তুলি মুখ সরিয়ে নিলো
নিবিড় তুলির গলার দিকে তাকিয়ে ওখানে লাগিয়ে দিলো
তুলি-u stupid!!!
তুলি পুরো হলুদের বাটি নিয়ে নিবিড়ের গায়ে ঢেলে দিলো
মা-একি তুলি এটা কি করলি?
তুলি-ঠিক করসি
তুলি উঠে চলে গেলো
নিবিড় হাত দিয়ে হলুদ মুছতেছে আর হাসতেছে
তুলি বাথরুমে গিয়ে ঝর্না ছেড়ে বসলো,,
চলবে♥