রোমান্টিক বুড়ো 😜 বর,১৬ পর্ব,১৭ও শেষ পর্ব
Mitu jahan Mitu
১৬ পর্ব
,
পারভেজ: কি হয়েছে কি বউউউউউ 😛 , রাঁধবে না 😁
,
আমি: হ্যাঁ রাঁধবো তো 😠😠😠 , অনেক কিছুই রাঁধবো
,
আব্বু: তাহলে আর কি আজ আমার মেয়ের হাতে রান্না খাবো।
তোর মার হাতের রান্না খেতে খেতে মুখে স্বাদ চলে গেলো।
,
আম্মু:কি বললে 😠😠 আমার হাতের রান্না আর ভালো লাগে না 😤😤 ,
আজ থেকে তোমার রান্না তুমি করে খাবা এই বলে গেলাম,
চলরে মা আজ আমি ও তোকে রান্নায় হেল্প করবো
এরপর তো আর আমি রাঁধতে হবে না তোর আব্বুই রাঁধবে।
,
আব্বু:😨😨😨 আমি রাঁধবো মানে কি!!
,
আম্মু: কেনো তুমি রাঁধবে না , খুব তো বললে আমার হাতে রান্না ভালো না 😠😠😠😠। এখন নিজে করে খাও।
(এই বলে আম্মু আমার হাত ধরে রান্না ঘরে নিয়ে আসলো,সব দোষ খাটাসটার ,
উনার কারনে এখন আব্বু আম্মুর মধ্যে ঝগড়া লেগে গেছে।
দাঁড়াও খুব শখ না আমার হাতের রান্না খাওয়ার ,
ওকে খায়াচ্ছি 😏😏😏 , কথায় আছে আপনি চলেন গাছে(গল্পের আসল লেখিকার নাম মিতু জাহান মিতু) গাছে আর আমি চলি পাতায় পাতায় 🤣🤣🤣🤣।
আমাকে টাইট দেওয়া এতো সহজ না 😎😎😎
,)
,
আম্মু:কিরে মা কি এতো ভাবছি , রাঁধবি কখন?
,
আমি:কই কিছু না তো,আর হ্যাঁ রাঁধবো তো 🙂🙂
(এমন রান্না রাঁধবো তোমাদের জামাই কেঁদেও কুল পাবে না আম্মু🤣🤣🤣(মনে মনে)
,
আম্মু:তা কি রাঁধবি জামাইর জন্য।
,
আমি:মাছ, মাংস,আর ভাজি ,ঢাল,ভাত আমার আর তোমার ও আব্বুর জন্য 🙂
,
আম্মু:আর জামাই কি খাবে?
,
আমি: তোমাদের জামাই মাছ, মাংস,ডিম তেমন খেতে পছন্দ করে না ,
তাই উনার জন্য করলা ভাজি আর ঢাল করবো।
,
আম্মু:এমা একেমন কথা ,জামাই মানুষ , শুধু করলা আর ঢাল দিয়ে খাবে নাকি।
,
আমি: আমি কি নিজে বলছি , তোমাদের জামাই তো আমাকে বলে দিল উনি মাছ, মাংস,ডিম এসব আজ কিছুই খাবে না শুধু পেট ভরে করলা ভাজি খাবে।
,
আম্মু:জামাই বলেছে😨😨
,
আমি: হুম আম্মু 🙂🙂😊😊
,
আম্মু: তাহলে আর কি রান্না শুরু কর।
,
(এই বলে আমি আর আম্মু রান্নার কাজ শুরু করে দিলাম ,
আমার এখনি ভাবতে এতোই হাসি পাচ্ছে যে ,
যখন খাটাস টা দেখবে উনার জন্য শুধু করলা ভাজি আর ঢাল রান্না করা হয়েছে তাহলে 🤣🤣🤣🤣🤣🤣 উনার মুখের কি অবস্থা হবে ,
তা এখন দেখার বাকি।
বাছাধন আমাকে তো এখনোও চিনেন না ,
আপনার জালে যদি আপনাকেই না ফাঁসাতে পারি তাহলে আমার নাম তুলি নয়,🤣🤣🤣)
,
,
,
রান্নার কাজ শেষ করে আমি আর আম্মু ফ্রেশ হয়ে আব্বু আর খাটাসটাকে নিচে ডেকে আনলাম খাওয়ার জন্য ,
,
আব্বু:বাহ বাহ অনেক কিছু রান্না হয়েছে তো 😋😋 , আজ পেট ভরে খাবো ,কি বলো জামাই
,
পারভেজ: হুম আব্বু 😋😋 (হা হা হা কেমন টাইট দিলাম আমার বউকে 😜😜 ,(মনে মনে)
,
আম্মু:তা কথা বললেই হবে , খেতে তো বসো😊😊
,
পারভেজ: হুম আম্মু খেতে তো অবশ্যই বসবো ,
আমার বউ এতো কষ্ট করে রান্না করছে আমার জন্য মাছ, মাংস,ডিম ,😋😋😋😋,
,
আম্মু:না বাবা তুমি একটা কথা ভুল বলছো🙂
,
পারভেজ:কি ভুল বললাম আম্মু🙄🙄🙄
,
আম্মু:না মানে মাছ, মাংস, ডিম এসব আমাদের জন্য করা হয়েছে ,
আর তোমার জন্য করলা ভাজি আর ঢাল😊😊
,
পারভেজ:করলা🤢🤢 ভাজি
,
আব্বু:এসব কি হচ্ছে কি 😒 তুলির মা ,
জামাইর জন্য শুধু করলা ভাজি আর ঢাল,এ কেমন কথা
,
আম্মু:আরে বাবা তোমার জামাই তো নিজেই তুলিকে বলে দিয়েছে আজ মাছ মাংস এসব খাবে না,
আজ নাকি তুলির হাতের করলা ভাজি আর ঢাল খাবে
,
(আম্মুর কথা শুনার সাথে সাথে পারভেজ আমার দিকে ভুত দেখার মত তাকিয়ে আছে,
আর ওর মুখের অবস্থা দেখে আমি না পারছি হাসতি আর না পারছি হাসি দমিয়ে রাখতে ।
দেখ কেমন টাইট , আমি তুলিমনি আমার সাথে পাঙ্গা নিলে 😏😏😏 এমনি করলা দিয়ে প্রতিদিন ভাত খেতে হবে)
,
আব্বু:তাই নাকি ☺️ বাবা পারভেজ,
,
পারভেজ:না মানে—
,
আমি: আব্বু কি যে বলো না আপনাদের জামাইর করলা ভাজি অনেক প্রিয় ,তাই না গো😊😊😊
,
পারভেজ: হুম 🤢🤢🤢🤢
,
আব্বু:তাই বলে শশুর বাড়িতে আমরা ভালো ভালো খাবার খাবো ,
আর তুমি এসব খাবে বাবা এটা কি একদম ঠিক বলো।
,
পারভেজ: না না 😬😬 একদমি—
,
আমি:একদমি ঠিক 😊😊🤢, আব্বু তোমার জামাই এসব খেয়ে অবস্থ্য ।
,
আম্মু: অনেক কথা হয়েছে, এখন খেতে বসো সবাই।
,
এই বলে আম্মু আমাদের খেতে দিল,
আর উনার অবস্থা দেখার মতো ছিল বুঝা যাচ্ছে অনেক কষ্টে করলা 🤢 ভাজি দিয়ে ভাত খাচ্ছে 🤣🤣🤣🤣🤣।
আর উনার খাওয়ার ধরন দেখে আমি হাসির কারনে খেতে পারছি না,
তাই অনেক কষ্ট করে কিছু খেয়ে রুমে গিয়ে ইচ্ছা মতো হাসছি 🤣)
,
পারভেজ: খুব হাসি পাচ্ছে না ,😒
,
আমি: হ্যাঁ খুব পাচ্ছে ,খুব হা হা হা
,
পারভেজ:হেসে নাও হেসে নাও সব সময় তো তুমি জিতবে না।(এই বলে পারভেজ নিচে চলে গেলো)
,
আমি:দেখা যাবে 😎😎😎। আমাকে টাইট দিতে গিয়ে নিজেই টাইট খেয়ে এখন রাগে ফুঁসছে হা হা হা হা
,
এভাবেই খুনসুটিতে আমাদের দিন যাচ্ছিল,
আর আমি ও বুঝতে পারছি উনাকে ছাড়া আমি এখন অস্তিত্বহীন,
উনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি,
কিন্তু কি একটা বিদায় এখনোও উনাকে বলতে পারছি না,
পারছি না বলতে নিয়ে চলুন আপনার সাথে আমার নিজের বাসায়।
হঠাৎ সকালে নিসু(আমার ছোট ননদ)আর ওর জামাই সুজন আমাদের বাসায় উপস্থিত, আমি ——
,
চলবে
রোমান্টিক বুড়ো 😜 বর
১৭ও শেষ পর্ব
Mitu jahan Mitu
,
,
নিসুকে হঠাৎ বাসায় দেখে আমি কিছুটা অবাকি হয়েছি,চোখ মুখের আর চেহারার কি হাল করে রেখেছে , আমাকে দেখে , দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলো
,
আমি:একি নিসু কি হয়েছে কি কাঁদছ কেনো ,😨😨
,
নিসু: প্লিজ ভাবি আমাকে মাফ করে দাও 😥 আমি যা করেছি তা না বুঝে করছি , আমি তোমার পায়ে পরি তুমি আমাকে ক্ষমা করে দাও 😥 ভাবি
,
আমি:এসব কি করছো কি নিসু 😨😨 , ঘরে আসো আমার সাথে আর সুজন ভাইয়া আপনি আব্বু আর উনার সাথে আড্ডা দিন আমি আসছি
,
সুজন: ওকে ভাবি
,
(এই বলে আমি নিসুকে আমার ঘরে নিয়ে আসলাম , কিন্তু নিসু কেঁদেই যাচ্ছে)
,
নিসু: প্লিজ ভাবি তুমি আমার উপর আর রাগ করে থেকো না, তোমার প্রতি অন্যায় করে আমিও সুখে নেই, সুজন তোমাকে বোন মনে করে আর আমি নাকি ওকে—-
,
আমি: আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি নিসু
,
নিসু:না ভাবি তুমি আমাকে ক্ষমা করতে পারো নি ,তা না হলে এখনোও নিজের বাসা খালি রেখে এখানে থাকতে পারতে না ভাবি।আর ভাইয়া কে ও তুমি ক্ষমা করে দাও 😥 ভাবি , এখানে ভাইয়ার কোনো দোষ নেই সব দোষ আমার , আমি সেদিন এমন আচরন যদি না করতাম তাহলে এতো কিছু হতো না ,সব আমার দোষ।
,
আমি: আমি নিসুর কথার কি উত্তর দেবো বুঝে পারছি না,তাই নিরবে ওর কথা শুনছি।
,
নিসু: জানো ভাবি ,বাবা মা মারা যাওয়ার পর ভাইয়ার আমাদের আদর ভালোবাসা দিয়ে বড় করেছে , আমরা আমাদের ভাইয়ার ভালোবাসা পেলেও আমার ভাইয়া কারো ভালোবাসা পায়নি ,
আমার ভুলের জন্য তুমি আমার ভাইকে আর শাস্তি দিও না ভাবী,ক্ষমা করে দাও 😥 আমার ভাইয়াকে।
,
(হঠাৎ ঘরে আম্মু এসে)
,
আম্মু: দেখ মা পৃথিবীর এমন কোনো সংসার নেই যেখানে , ঝগড়া,রাগ , অভিমান আর ভুল বুঝাবুঝি হয়ে না , কিন্তু তাই বলে নিজের সংসার ছেড়ে আসা কোনো মানুষের উচিত না
,
আমি: আম্মু তুমি সব —
,
আম্মু: হুম জানি সব , পারভেজ আর মিসু প্রথম দিনই আমাকে সব খুলে বলেছে,
প্রথমে আমারোও খারাপ লেগেছিল কিন্তু দেখ মা একটা সংসার গড়া যেমন কঠিন তা ভাঙ্গা তার চেয়ে ও সহজ তাই জীবনে যা করবি বুঝে শুনে করবি , আমি জানি আমার মেয়ে বুদ্ধিমতি (এই বলে আম্মু চলে গেলো)
,
নিসু; একবার ক্ষমা করতে পারবে না ভাবি ,এই কানে ধরছি আর কখনও এমন ভুল হবে না
,
আমি: ছিঃ নিসু এসব কি করছো,আমি ক্ষমা করে দিয়েছি অনেক আগেই তোমাদের ,তাই এখন চোখের পানি মুছো তো ।
,
নিসু; সত্যিই ভাবি তুমি আমাকে ক্ষমা করেছো
,
আমি: হুম নন্দিনী 😊 করেছি
,
নিসু: তাহলে আমি আজ আসি ,
,
আমি:আসি মানে এখনি তো এলে
,
নিসু:পরে আরেকদিন আসবো ,কাল তুমি আর ভাইয়া একসাথে বাসায় আসবে তাই সব তৈরি করে রাখতে হবে না
,
আমি:এমা কি তৈরি করে রাখবে শুনি
,
নিসু: আসলেই দেখতে পাবে
,
(এই বলে নিসু আর সুজন চলে গেলো আর আমি বসে বসে ভাবছি কি থেকে কি হয়ে গেলো না ,
ভালোই আছি ভালোবেসে 😊😊 , আমি ভালো থাকতে চাই আমার নিজের ঠিকিনায়)
,
সকাল সকাল উঠে আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলাম, আমার কান্ড দেখে আমার রোমান্টিক বুড়ো 😜 বর টা মনে হয় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে।
না পারলে নাই 😎 তাতে আমার কি।
,
,
বাসায় আসতে আসতে বিকেল হয়ে এসেছে,
বাসায় এসে আমি তো অবাক, সম্পূর্ণ বাসাটা সাজানো হয়েছে , আমাকে আমার দুই ননদ উপরে নিয়ে সাজাতে ব্যস্ত।
,
আমি:এই নিসু কি করছ কী আর মিসু আপু তোমাকে এই অবস্থায় এসব করতে কে বলেছে শুনি।
,
নিসু:চুপ করে বসে থাকো তো ভাবী ,যা বলার পরে বলো
,
এই বলে আমার দুই ননদ আমাকে সাজিয়ে আমার ঘরে নিয়ে গেলো , আমি ঘর দেখে অবাক এর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি ,
,
আমি:এসব কি করেছো তোমরা ,আমরা কি নতুন বউ,বর নাকি🙄
,
মিসু: হ্যাঁ নতুন বউ, বর
আজ আবার নতুন করে শুরু হোক না ভাবি জীবন টা ,
,
নিসু:যাই হোক এখন আমরা আসি কিন্তু ভাবি 😜
,
আমি: আসবে মানে—
,
নিসু:ভয় পেলে নাকি
,
আমি: কিসের ভয় হে -এ-এ
,
মিসু:এই নিসু চুপ করবি তুই 😠।
না ভাবি ও তোমাকে ভয় দেখানোর জন্য এসব বলেছে। ওকে আমরা যাই
,
আমি:আচ্ছা
,
(এই বলে ওরা চলে গেলো আর আমি
জেনো ভয়ে কুঁকড়ে উঠছি, কেনো যেনো আজ খুব ভয় করছে, তবুও সাহস সঞ্চয় করতে চেষ্টা করছি,
হঠাৎ উনার উপস্থিত।এসেই উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছেন)
,
পারভেজ:আসলে আমি সরি , আমার বোনরা যে এসব করবে তা আমি জানতাম না 😥😥
,
আমি:কিই আপনি জানতেন না,তা এখন তো জেনেছেন,(এই বলে আমি উনার সামনে চলে আসি ,)
,
পারভেজ:এই তুলি কি করছো কি !!
,
আমি: কিছু না একটু রোমান্টিকতা করছি বরররর
,
পারভেজ: তুমি আমার ডাইলক আমাকেই মারছো😖 আচ্ছা তুলি একটা সত্যিই কথা বলবে, তুমি কি আমাকে ভালোবাসো
,
আমি:যদি বলি বাসি–
,
পারভেজ: আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না 😥😥
,
আমি:ওই 😠😠😠 আমাকে সম্পুর্ন কথা না বলতে দিয়ে নেকামি করা হচ্ছে , বুড়ো খাটাস(শার্টের কলার চেপে)
,
পারভেজ: আবার ও বুড়ো😭 ওকে বলো।
,
আমি: হ্যাঁ আমার #রোমান্টিক বুড়ো 😜বর ভালোবাসি খুব ভালোবাসি আমার#রোমান্টিক বুড়ো 😜 বর টাকে,
আমি আমার বরটার জন্য একটা পুতুল আনতে চাই , আমার বুড়ো বরটার পুতুলের মা হতে চাই,
ভালোবাসি আপনাকে 😭😭😭 কিন্তু আপনি তো বুইড়া এসব কিছুই বুঝেন না 😭😭😭
,
পারভেজ:কি আমি বুঝি না আমি বুইড়া ,
,
আমি: হ্যাঁ, কিছুই তো বুঝেন না 😭😭😭😭 , খালি বুড়ামি করেন
,
পারভেজ: তাই নাকি ,ওকে এখনি আমার পুতুল চাই বুঝলে😉😉
,
আমি;ইস এখনি পুতুল চান , এখন আমি দেব কোথার থেকে।
,
পারভেজ: প্রস্তুতি তো নি আমার বউউউ
,
আমি:এই একদম এখনি দুষ্টুমি করবেন না কিন্তু বলে দিলাম
,
(কিন্তু কে শোনে কার কথা পারভেজ তুলিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় ,
আর আজ তুলিও বারং করছে আর না ,দিচ্ছে বাঁধা ,
আজ জেনো নক্ষত্র খচিত আকাশ থেকে সব ভালোবাসা শুধু তাদেরি জয়গান করছে ,
আর বলছে আজিতো মিলন রজনী ,
আজি তুলির ভালোবাসার মানুষটির বুকে ঠাই নেওয়ার দিন শুরু ,
আর আজি তুলির বলার দিন রোমান্টিক বুড়ো 😜 বর আমার ভালোবাসি ভালোবাসি ,
,
💕💕💕💕💞সমাপ্ত💞💕💕💕💕💕💕💕💕💕💕