তার শহরের মায়া 😍,পার্ট_২২,২৩

তার শহরের মায়া 😍,পার্ট_২২,২৩
Writer_Liza_moni
পার্ট_২২

অনু দিদি ওখানে দাঁড়িয়ে আছো কেন?আসো আসো আমাদের সাথে নাচতে আসো। বলে দুইটা মেয়ে অনুর হাত ধরে টেনে নিয়ে গেল। তাদের সকলের মাঝে অনু কে দাঁড় করিয়ে দিল।
আরেক টা মেয়ে গিয়ে তনু কে ও নিয়ে আসলো।

পাহাড়ি নৃত্য আগে ও করেছে অনু। কলেজের প্রোগ্রামে পাহাড়ি গানে অনেক নেচেছে সে।সবার সাথে হেসে হেসে নাচে তাল মেলাচ্ছে অনু।

কয়েক জন বাজনা বাজিয়ে গলা ছেড়ে গান গাওয়া শুরু করে দিল।

ও তুই লাল পাহাড়ির দেশে যা
রাঙামাটির দেশে যা
এখান তুকে মানাইছে নাই রে,,,
ইক্কে বারে মানাইছে নাই রে

হোওও হো হো,হো হোওও হো

লাল পাহাড়িরর দেশে যাবি
হারিয়ার মাদল পাবি
মেয়ে মরদের আদর পাবি রে,,
ও নাগর,ওওও নাগর
ইক্কে বারে মানাইছে নাই রে

নীদর পারে শিমুলের ফুল
নানা পাখির বাসা রে,,,
নানা পাখির বাসা

কাল সকালে ফুটিবে ফুল
মনে ছিল আশারে ভাই
তেমন ছিল আশা।
তু ভালোবেসে গেলি চলে
কেমন বাপের ব্যাটারে তুই
কেমন বাপের ব্যাটা

তু লাল পাহাড়ির দেশে যা
রাঙামাটির দেশে যা
এখান তুকে মানাইছে নাই রে
ইক্কে বারে মানাইছে নাই রে

ভাদুন মাসে ভাদু পূজা
ভাদু গানের ঘটারে,,
ভাদু গানের ঘটা।

যা হবার তা হবে গো,,
যা হবার তা হবে
ঐ কালো বেটিটার মন মজেছে
গলায় মালা দেবে।

তু মরবি তো মরে যা
ইক্কে বারে মরে যা,,,,
এখান তুকে মানাইছে নাই রে,,,
ওওও নাগর ইক্কে বারে মানাইছে নাই রে,,,,

মশালের আগুনের হলদে আলো অনুর মুখের এক পাশে পরছে।সবার সাথে তাল মিলিয়ে নাচছে আর হাসছে।
তূর্য এক পাশে দাঁড়িয়ে অনুর দিকে মুচকি হেসে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে আজ নতুন করে দেখছে সে।

মিহিলাচিং তূর্যর দিকে তাকিয়ে দেখলো তূর্য অনুর দিকে তাকিয়ে আছে।সে গিয়ে তূর্যর হাত ধরে টেনে এনে অনুর পাশে দাঁড় করিয়ে দিল।জিজু দিদির সাথে নাচো।

অনু তূর্য কে দেখে মুচকি হেসে আড় চোখে মাহিরের দিকে তাকালো। মাহির ভ্রু কুঁচকে তাদের দিকে তাকিয়ে আছে।অনু তূর্যর হাতে নিজের হাত রেখে ফিসফিস করে বললো নাচুন না।

তূর্য মুচকি হেসে অনুকে বললো আমি নাচতে পারি না। তুমি নাচো।সবাই অনু আর তূর্য কে ঘিরে ধরলো।

তনু অনু আর তূর্যর দিকে তাকিয়ে মুচকি হেসে মাহিরের কাছে গেলো। তার পর মাহিরের হাত জড়িয়ে ধরে বললো ওদের কতো সুন্দর মানিয়েছে তাই না?

মাহিরের মন অন্য চিন্তা করতে ব্যস্ত। তনুর কথা তার কানে গেলে ও বুঝলো না।তাই আবারো জিজ্ঞেস করলো কি বলছো বুঝি নাই।

তোমার মন আজকাল কোন দিকে থাকে বুঝতে পারি না আমি। বলতেছি অনু আর তূর্য কে খুব মানিয়েছে।

মাহির কিছু বললো না। চুপ করে তাকিয়ে রইলো অনু আর তূর্যর দিকে।অনুর মুখের হাসি বলে দিচ্ছে অনু তূর্যর সাথে অনেক ভালো আছে। এবং ভবিষ্যতে ও অনেক ভালো থাকবে।

হঠাৎ করেই ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। সবাই দৌড়ে টিনের চালের একটা ঘরে ঢুকে পড়লো।অনু সবার শেষে এসে দাঁড়িয়েছে টিনের চালের নিচে।অন্যরা বৃষ্টির মাঝেই নিজেদের ঘরে গিয়ে উঠলো। ছোট একটা টিনের ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালো অনু। ভিজে গেছে পুরো। মুখের মধ্যে বৃষ্টির বিন্দু বিন্দু জল লেগে আছে। ঘরের ভেতরের মশালের আগুনের হলদে আভায় সেগুলো চিকচিক করছে।

অনু একমনে চুলের পানি ঝাড়ছে। অনেক টা ভিজে গেছে। তূর্য ও কাক ভেজা হয়ে গেছে।হাত দিয়ে মাথার চুল গুলো ঝাড়তে ঝাড়তে অনুর দিকে চোখ পড়তেই থমকে যায়। মশালের হলদে আভায় অনুকে কেমন যেন আর্ষনিয় লাগছে তার কাছে।

তূর্য একটা ঢোক গিলে অন্য দিকে তাকালো। বেহায়া মন শুধু অনুর কথা ভাবছে। চোখ গুলো শুধু অনুর দিকে তাকাতে চাচ্ছে।

তূর্য চোখ ছোট ছোট করে আবারো অনুর দিকে তাকালো। বৃষ্টিতে ভিজে যাওয়ায় অনুর শরীরের ভাঁজ স্পষ্ট। অনু এক পাশে চুল ঝাড়তেই লাগলো।অনুর অন্য দিকে কোনো খবর নেই ।

তূর্য আবারো চোখ মুখ খিঁচে অন্য দিকে তাকিয়ে তাকালো।
তূর্য মনে মনে বললো
এমন ভাব করছিস মে এই টা অন্য কারো বউ। এইটা তোর বউ বেটা। তোর বউকে তুই দেখতেই পারিস। তাহলে এতো সংকোচ বোধ করিস কেন?

তূর্য অনুর দিকে এক পা এক পা করে এগিয়ে গেল। একটা ঘোরের মাঝে আছে তূর্য এখন।অনুর দিকে তাকালেই নেশা জাগছে তার।
অনুর পেছনে দাঁড়িয়ে তূর্য অনুর কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিল।

আরে কী করছেন কী? ছাড়ুন।

শসসস অনুর ঠোঁটের উপর আঙ্গুল রেখে চুপ করে থাকতে ইশারা করলো তূর্য।
তূর্যর চাওনি দেখে অনু কথা বলা ভুলে গেলো।অনুর ঠোঁট জোড়া কাঁপছে।
তূর্য এক দৃষ্টিতে সে দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে তূর্য অনুর ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে গেলো। আলতো করে ছুঁয়ে দিয়ে অনু কে ছেড়ে দিয়ে তূর্য সেখান থেকে চলে গেল।

অনু স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলো। একটু আগে কী হয়েছে তা বুঝতে পারছে না সে।অনু কাঁপা হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দেখলো।

.
মাহির দূর থেকেই তূর্য আর অনুর রোমান্স দেখছে। একটু হলেও জ্বলছে তার।যতই হোক তিন বছরের সম্পর্ক বলে কথা।

তূর্য বাইরে এসে বৃষ্টিতে ভিজে গেছে পুরো। গাছের শেকড়ের ওপরে বসে মাথার চুল গুলো হাত দিয়ে টানছে।আর বিড়বিড় করে একা একাই বকছে
ইসস কী করে ফেললাম? একদম হুসে ছিলাম না আমি।যদি মেঘুপাখি এখন আমার উপর রাগ করে?ওর তো অনুমতি ছিল না।উফফ কী যে করলাম?

নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে মাথা উঁচু করে সামনে তাকায় তূর্য।অনু দাঁড়িয়ে আছে। ভিজে গেছে পুরো।চুল থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে।
অনু কোনো রিয়েকশন না করে তূর্যর পাশে বসলো। বৃষ্টি পড়ছে।দুজনই ভিজে শেষ।

তূর্য চুপ করে আছে। সাথে অনু ও।

নিরবতা ভেঙ্গে তূর্য বলে উঠলো সরি।

কেন?

আসলে তখন আমি হুসে ছিলাম না। কেমন যেনো একটা ঘোরের মাঝে ছিলাম।

তো কী হয়েছে?

তুমি রাগ করোনি তো মেঘুপাখি? আমি সরি।

আপনার বউকে আপনি কিস করেছেন। তাঁতে সমস্যা কি?আর ওটা কে কিস ও বলা যায় না।

তূর্য অবাক হয়ে অনুর দিকে তাকালো। সত্যি তুমি রাগ করোনি?

রাগ করলেই বা কি।তিন অক্ষরের কবুল বলার পর আমার উপর আপনার অধিকার জন্ম হয়েছে। আপনি সে অধিকার থেকেই নিজের ইচ্ছে পূরণ করেছেন।এতে শুধু শুধু রাগ করে কী হবে?

অনু বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর তূর্যর উদ্দেশ্যে বললো
আর বৃষ্টিতে ভিজতে হবে না। আসুন। না হয় পরে জ্বর আসবে।

আমি বৃষ্টিতে ভিজে অভ্যস্ত। আমার জ্বর আসে না।

তাঁতে কী?আস্তে বলেছি আসুন।

তূর্য আর অনু আবারো সেই ঘরের ভেতরে ঢুকে গেল। দুই রুমের একটা ঘর।এক রুমে মাহির আর তনু
আর অন্য রুমে তূর্য আর অনু।

শুনুন আমি এই কাপড় গুলো চেঞ্জ করে আমার শাড়ি পরে নিবো।দশ মিনিটের জন্য একটু বাহিরে গিয়ে দাঁড়াতে পারবেন?

হুম। যাচ্ছি।বলে তূর্য বাইরে এসে দাঁড়ালো।

অনু শাড়ির আঁচলটা টেনে নিয়ে তূর্যর উদ্দেশ্যে বললো
আসুন। তূর্য রুমে ঢুকে আসলো। তার কোনো বারতি কাপড় নেই এখানে।যেটা পরে এসেছিল সেটাই গাঁয়ে পরা। ভিজে গেছে বৃষ্টিতে।

আপনি তো পুরো ভিজে গেছেন।বারতি কাপড় ও তো নেই। ভিজে গায়ে থাকলে তো ঠান্ডা লাগবে। তূর্য কে কিছু বলতে না দিয়েই অনু নিজের শাড়ির আঁচল দিয়ে তূর্যর মাথা মুছে দিল।

তূর্য তো আজ অনু কে দেখে অনেক অবাক। মেয়েটার মাথা ঠিক আছে তো? যেখানে বলে ছিল সম্পর্কটা মানতে তার সময় লাগবে সেখানে এতো সেবা।বাহ্ উন্নতি হইছে মনে হয়।

রাত প্রায় ১০টার দিকে বৃষ্টি থামে।অনু ,তূর্য, মাহির আর তনু বাড়িতে ফিরে আসে। তূর্য হাঁচি দিতে দিতে শেষ।
অনুর রুমে এসে অনু তূর্য কে একটা টি শার্ট আর ট্রাউজার দিয়ে বললো তাড়াতাড়ি এই ভিজে কাপড় গুলো বদলে নিন।

তূর্য নাক ডলতে ডলতে অনুর হাত থেকে কাপড় গুলো নিয়ে ওয়াশ রুমে চলে গেল।অনু রান্না ঘর গিয়ে দুজনের জন্য দুই কাপ গরম গরম কফি বানিয়ে নিয়ে রুমে আসলো।

তূর্য বিছানায় বসে ছিল।অনু এক কাপ কফি তূর্যর হাতে দিয়ে বললো নিন গরম গরম কফি খান। ভালো লাগবে।

তূর্য মুচকি হেসে অনুর হাত থেকে কফির মগটা নিলো।অনু কফির মগে চুমুক দিতে দিতে বিছানার অন্য পাশে গিয়ে বসলো।

তোমার হাতের কফি খুব টেস্ট হয়েছে।হাইচ্ছু,,

অনু কিছু বললো না।যখন তূর্য অনু কে আলতো ছুঁয়ে চলে গিয়েছিল তখন অনু মাহির কে দেখেছিল। কেমন করে শোকুনের মতো তাকিয়ে ছিল।

অনু তখন লাজুক হেসে মাহিরের পাশ দিয়ে যাওয়ার সময় মাহিরের উদ্দেশ্যে বলেছিল
আমার আর আমার আদরের জামাইয়ের উপর যেনো কোনো শোকুনের নজর না পরে। আল্লাহ দেইখো।

কথা টা মনে পড়তেই হাসতে হাসতে শেষ অনু।অনু কে হঠাৎ হাসতে দেখে তূর্য ভ্রু কুঁচকে বললো কী হয়েছে? হাইচ্ছু,, এই ভাবে হাসছো কেন?হাইচ্ছু,,,

আরে একটা জোকস মনে পড়ছে তো তাই হাসি পাচ্ছে।
হা হা হা।

বেশি হাসি ও না।ক্ষিদা লাগছে।

অনু কফির মগ গুলো নিয়ে যেতে যেতে বলল
আসুন এখন সবাই খেতে বসবে।

তূর্য ও ভদ্র ছেলের মতো বউয়ের পিছু পিছু চললো রাতের খাওয়ার শেষ করার জন্য।

খাবার খাওয়ার সময় অনু আগ বাড়িয়ে তূর্যর পাতে এটা , ওটা দিচ্ছে।
মাহির আড় চোখে শুধু ওদের কে গিলে খাচ্ছিল।

খাবার খাওয়া শেষ হলে মে যার রুমে চলে গেল। তূর্যর মাথা ব্যথা করছে। কেমন যেন লাগছে।জ্বর আসবে মনে হয়।শীত ও করছে। তূর্য গিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লো।

অনু চুল আঁচড়ে লাইট অফ করে তূর্যর পাশে এসে শুয়ে পড়লো।
.
মাঝ রাতে কারো গোঙানির আওয়াজ পেয়ে ঘুম ভেঙ্গে যায় অনুর।পাশ ফিরে দেখে তূর্য কাঁপছে অনবরত।অনু শোয়া থেকে উঠে তূর্যর কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে।

অনু বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে কাভার্ড থেকে আরেকটা কম্বল বের করে তূর্যর গায়ে দিয়ে দিল।অনু একটা কাপড়ের পট্টি নিয়ে এক বাটি পানিতে ভিজিয়ে তূর্যর মাথায় জ্বল পট্টি দিতে লাগল।

চলবে,,, 🍁

#তার_শহরের_মায়া 😍
#পার্ট_২৩
#Writer_Liza_moni

অনুর ইচ্ছে করছে তূর্য কে কিছুক্ষণ ইচ্ছে মতো বকা দিতে।
কী দরকার ছিল বৃষ্টিতে ভিজার‍? তখন মুখ বড় করে কী বলে ছিল,,
“বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে না। বৃষ্টিতে ভিজতে আমি অভ্যস্ত। ঢং হুঁ 😏”

এখন কার জ্বর আসছে শুনি? কোনো কথা বললে সেটা শুনতে চাইবে না।

অনু তূর্যর মাথায় জল পট্টি দিচ্ছে আর বিড় বিড় করে ওকে বুকে যাচ্ছে।রাত প্রায় আড়াইটা বাজে।সবাই ঘুমিয়ে আছে।চার দিক কেমন নিস্তব্ধ। রুমের জানালা দিয়ে শো শো করে বাতাস আসছে। আবহাওয়ার এই একটা বদ অভ্যাস যখন তখন পরিবর্তন হবে।

অনু বিরক্ত হয়ে উঠে জানালা বন্ধ করতে যাবে এমন সময় বিদ্যুত চলে গেল।

ধেত,,,বিপদ আসলে সব এক দিক থেকেই আসে।এই অন্ধকারের মাঝে এখন মোমবাতি পাবো কোথায়? আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে।অনু ধীর পায়ে অন্ধকারের মধ্যে হাত দিয়ে খুঁজে বিছানার পাশে এসে বালিশের নিচ থেকে মোবাইল নিয়ে টর্চ জ্বালালো।

জানালা বন্ধ করতে গেলে অনেক জোরে বর্জ্য পাত হয়।অনুর ভয়ে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়।অনু বুকে থুতু দিয়ে নিচ থেকে মোবাইলটা হাতে নিলো। মোবাইল ভালো করে দেখে দেখলো কিছু হয়নি।শুধু উপরের গ্লাস টা ভেঙ্গে গেছে।

অনু জানালাটা বন্ধ করে তূর্যর পাশে গিয়ে বসলো। পানি পিপাসা পেয়েছে ভীষণ।ভয় পেয়ে ছিল তখন খুব।

অনু বসা থেকে উঠে টেবিলের উপরে রাখা জগ থেকে পানি গ্লাসে ঢেলে ডগডগ করে খেয়ে নিল। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি বের করে আগুন ধরানোর জন্য রান্না ঘর থেকে গ্যাস লাইট আনার জন্য চলে গেল।তার দিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। এতো দিন ইচ্ছে মতো গরম পরায় এখন ভীষণ বৃষ্টি হচ্ছে।

অনু রান্না ঘরে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আসার সময় চোখ পড়লো তনু আর মাহিরের রুমের দিকে। দরজা খোলা।অনু আশে পাশে তাকানোর সময় ড্রইং রুমের দিকে চোখ গেলো। সেখানে সোফায় কাউকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে গেল অনুর।অনু একটু এগিয়ে গিয়ে দেখলো সোফায় হাত পা ছড়িয়ে মাহির ঘুমিয়ে আছে।

এই লোক এখানে ঘুমাচ্ছে কেন?বউ কে ছেড়ে তো নাকি এক রাত ও থাকতে পারে না। তাহলে এখানে ঘুমায় কেন?

অনু তনুর রুমের দিকে এগিয়ে গিয়ে দেখলো তনু বিছানার মাঝে শুয়ে আছে। গভীর ঘুমে আচ্ছন্ন।

অনু এদের মধ্যে কী হয়েছে তার আগা গোড়া কিছুই বুঝলো না।তাই আর মাথা ঘামালো না।তার মাথা তার ব্যাথা। আমার কী?

অনু রুমে এসে দেখে তূর্য কাঁপছে অনবরত। দুইটা মোটা কম্বল গায়ে দিয়ে দেওয়ার পর ও এতো কাঁপছে।
অনু মোমবাতি টা বিছানার পাশের টেবিলে রেখে তূর্যর কপালে হাত দিয়ে দেখলো অনেক গরম। হাত পুড়ে যাচ্ছে অনুর।
তূর্য কাঁপছে তো কাঁপছে। বাইরে বৃষ্টি পড়ছে তার ফলে ঠান্ডা লাগছে অনুর ও।অনু কী করবে কিছু বুঝতে না পেরে বিছানায় বসে পড়লো। তূর্য কে কাঁপতে দেখে অনু কম্বলের নিচে শুয়ে পড়ল। তূর্য কে জড়িয়ে ধরে। তূর্যর গায়ের তাপে অনু ঘেমে গেছে পুরো।
তার পর ও তূর্য কে ছাড়লো না। সেই ভাবেই জড়িয়ে ধরে রইলো।

.
.
সকালে তুর্যর আগে ঘুম ভেঙ্গে যায়। বুকের উপর ভারি কিছু অনুভব হয়।জ্বর এখন ও আছে তার। গায়ের উপর থেকে কম্বল সরিয়ে অনু কে তার বুকের উপর দেখে ভীষণ অবাক হলো।অনু তূর্য কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।যেন ছেড়ে দিলেই তূর্য হারিয়ে যাবে।

তূর্য মুচকি হেসে অনুকে জড়িয়ে ধরলো। মনে মনে জ্বর কে অনেক ধন্যবাদ জানালো।
.
নয়টার দিকে অনুর ঘুম ভাঙ্গলো। ঘুম থেকে উঠে নড়তে না পেরে গলা উঁচিয়ে দেখে তূর্যর বুকের মাঝে ঘুমিয়ে আছে। তূর্যর নিঃশ্বাস অনুর মুখের উপরে আঁচড়ে পরছে। তূর্য ঘুমিয়ে আছে দেখে অনু তূর্যর কপালে হাত দিয়ে দেখে জ্বর এখন ও কমেনি।
অনু তূর্যর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে,,সে এখন সাড়ে নয়টার পথে যাচ্ছে।

অনু মাথার চুল গুলো খোঁপা করতে করতে ওয়াস রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে তূর্য দিকে তাকিয়ে দেখলো তূর্য অনুর দিকে তাকিয়ে আছে। মুচকি হেসে।

অনু তূর্যর মুখের দিকে তাকিয়ে বললো
এতো অসুস্থ থাকার পর ও আপনার মুখের এই মুচকি হাসিটা যায় না কেন?সব সময় আপনাকে মুচকি হাসতে দেখি।

মুচকি হাসি দেওয়া আমার অভ্যাস হয়ে গেছে।শত কঠিন পরিস্থিতিতে ও আমি মুচকি হাসতে পারি।আর মুচকি হাসা সুন্নাত।

অনু বিড় বিড় করে বললো আপনাকে এই মুচকি হাসিটাতেও অনেক কিউট লাগে।এই হাসিটা আপনাকে ভীষণ মানায়।

কী বিড় বিড় করো?

কিছু না। উঠুন, উঠে ফ্রেশ হয়ে আসেন। আমি আপনার জন্য সুপ রান্না করে নিয়ে আসতেছি।

অনু রুম থেকে বের হয়ে রান্না ঘরে চলে গেল। তূর্য আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো।জ্বরে ধরেছে তাকে।প্রায় দেড় বছর পর এই ভাবে জ্বর আসছে তার।
জ্বরটাকে তার লাকি মনে হচ্ছে।জ্বর আসছে বলেই বউয়ের এতো সেবা পাচ্ছে সে।
উঠে ওয়াশ রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য।
.
.
অনু রান্না ঘরে যেয়ে দেখে তনু মুখটাকে গম্ভীর করে কিছু একটা রান্না করছে।

কী রান্না করিস আপু?

গাজরের হালুয়া।
মাহিরের জন্য যে গাজরের হালুয়া রান্না করছে তা বুঝতে বাকি নেই অনুর। এই হালুয়া মাহিরের অনেক পছন্দের।অনু ও আগে অনেক বার মাহিরের জন্য এটা রান্না করে নিয়ে গিয়েছিল।অনু একটা দীর্ঘশ্বাস ফেলল।

তূর্য্য জন্য সুপ রান্না করতে করতে বললো

কী রে বোন,,, তুই আজ এতো চুপ চাপ কেন?
গতকাল রাতে দেখে ছিলাম দুলাভাই সোফায় শুয়ে ছিল তাও ড্রইং রুমে। তোদের মধ্যে কী কিছু হয়েছে?

তনু একটা দীর্ঘশ্বাস ফেলে বললো
ছোট খাটো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

কী বিষয় জানতে পারি?

হুম।ওর অফিস থেকে ফোন আসছিলো। আগামীকাল থেকে নাকি অফিসে জয়েন করতে হবে। আমি বললাম আর তিন চার দিন ছুটি নেওয়ার জন্য। কিন্তু ও আমার কথা শুনেনি। আজকেই নাকি ঢাকা ফিরে যাবে।

এই জন্য রাগ করছোস ?

তনু অনুর দিকে তাকিয়ে বললো
ঢাকায় গেলে আবার ও বন্দি থাকতে হবে।বাড়ি থেকে বের হলেই বয়স্ক কিছু মহিলা প্রশ্ন ছুড়ে মারে
বিয়ের এতো দিন হয়ে গেলো এখন ও বাচ্চা নিচ্ছো না কেন?

এমন হলে কেমনে হবে? তুই ওনাদের বলে দিতে পারিস না যে , তোদের যখন সময় হবে তখন বাচ্চা নিবি।আর বাচ্চা হলে ওনারা কী এক বেলা সবাই কে সিন্নি খাওয়াবে ?আজব তো।

তনু আর কিছু বললো না।
সুপ কার জন্য আবার?

আমার এক মাত্র গুনোধর জামাইয়ের জন্য।

কী হয়েছে ওর ?

আর বলিস না আপু। গতকাল রাতে যে বৃষ্টিতে ভিজে, গায়ে ভিজা কাপড় নিয়ে নিয়ে বসে ছিল যার ফলে ঠান্ডা লেগে গেছে।আর এখন জ্বর আসছে। শরীরে হাত দেওয়া যাচ্ছে না। এতো জ্বর।

সেকি। তুই ওকে সুপটা খাইয়ে ডাক্তারের কাছে নিয়ে যা।

অনু তূর্যর জন্য সুপটা বাটিতে ঢেলে নিয়ে বললো আমার কাছে ঔষধ আছে। সেটা খাইয়ে দেখি।
.
.
তূর্য জানালার পাশে গিয়ে দাঁড়ালো। জানালা খুলে দিয়ে দেখলো তার দিকে কেমন সতেজ হয়ে আছে। বৃষ্টি পড়ায় হয়তো তাদের এতো সতেজতা।

অনু সুপ নিয়ে রুমে এসে দেখে তূর্য একমনে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে।

এই যে এখানে আসুন।সুপটা খেয়ে ঔষধ খেয়ে নিন।

তূর্যর মুখে সেই মুচকি হাসি। চোখ মুখ দেখে বুঝা যাচ্ছে যে তার ভালো লাগছে না। তার উপরে ও এই মুচকি হাসিটা আছেই মুখে।

তূর্য ভদ্র ছেলের মতো সুপটা খেয়ে ঔষধ খেয়ে নিল।

রেস্ট করুন। বলে অনু বাটি নিয়ে চলে গেলো।

দুপুরে দিকে তনু আর মাহির ঢাকা যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। মাহির চাইলেই আর ও কিছু দিনের ছুটি নিতে পারতো। কিন্তু সে তা করেনি।কারন এখানে থাকতে চাইছে না সে।

তূর্য ঔষধ খাওয়ার পর একটু ভালো হয়েছে। সবাই মিলে তনু আর মাহির কে বিদায় জানাতে ড্রইং রুমে এসে হাজির।অনু শয়তানি হেসে মাহির কে উদ্দেশ্যে করে বললো,,,

দুলাভাইইইইই কিছু দিন পর তো আমরা ও ঢাকায় ফিরে যাবো। আপনার ভাইয়ের কাজের সুবাদে।তো আমি বনানীতে থাকবো না। থাকতে চাই না আর কি। আপনি আপনাদের ফ্লাটের রুম খালি পেলে আমার আর আপনার ভাইয়ের জন্য বাঁড়া নিয়েন তো।

মাহির মুখটা কে গম্ভীর করে উত্তর দিল
আচ্ছা।

তূর্য দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে অনুর করলাম কান্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে।

অনু তূর্য কে মুচকি হাসতে দেখে একটা চোখ টিপ মারলো।তা দেখে মাহিরের কাশি উঠে গেছে। বেচারা কাশতে কাশতে শেষ।

চলবে,,,, 🍁

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here