my unexpected love part_6&7

my unexpected love
part_6&7
Arohi_Ayat
part_6

চুপিচুপি নিশান ভাইয়ার রুমে উকি দিলাম৷ ভাইয়া ফোনে কথা বলছে৷ আমি রুমের ভিতরে ঢুকে ভাইয়ার সামনে দাঁড়ালাম৷ ভাইয়া কানে ফোন নিয়ে কথা বলতে বলতে আমার দিকে তাকালো৷ আমি দুই হাত ভাজ করে দাঁড়িয়ে আছি৷ ভাইয়া ফোনে কথা বলা শেষ করে ফোনটা টেবিলের উপর রেখে আমার দিকে না তাকিয়ে ঘুরে কাভার্ড এর সামনে গিয়ে নিজের কাপর বের করতে ব্যাস্ত হয়ে পরলো৷ আমি ভ্রু কুচকে ভাইয়ার সামনে গিয়ে বললাম
– আচ্ছা তুমি এখানে কেন আমি এখনো বুঝলাম না! মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে! ওরা চলে গেলো আর তুমি একা এখানে কেন?

ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে এক আঙুল আমার কপালে রেখে আমাকে হালকা ধাক্কা দিয়ে কিছু না বলে ওয়াশরুমে চলে গেলো৷ ভাইয়ার এই কাজটা আমার অনেক রাগ লাগে কিছু জিজ্ঞেস করলেই ব্যাস কিছু না বলেই চলে যায়! আর আমিও একটা প্রশ্ন যখন মাথায় ঘুরবে সেটার উত্তর পাওয়ার জন্য আমি বার বার ওই প্রশ্নটাই করতে থাকি৷ যতক্ষন উত্তর না শুনবো মাথার ভিতরে যেন আগুন লেগেই থাকবে৷

টেবিলে বসে লাঞ্চ করছি৷ মা বলেছিলো নিশান এসে নেক সবাই একসাথে করি লাঞ্চ কিন্তু আমার অনেক খুদা পেয়েছে তাই এত অপেক্ষা না করে খাওয়া শুরু করেছি৷ আমি ভাতের লোকমা মুখে দিয়ে সিরির দিকে তাকিয়েই দেখলাম নিশান ভাইয়া নামছে৷ একেবারে শার্ট প্যান্ট পরে ড্যাশিং লুক নিয়ে এক পকেটে হাত ঢুকিয়ে আরেক হাতে ফোনে কথা বলতে বলতে নামছে৷ ভাইয়াকে এইভাবে দেখে হঠাৎ কাশি উঠে গেলো আমার৷ মা তারাতাড়ি করে আমাকে পানি এগিয়ে দিল৷ আমি পানি খেতে খেতে ভাইয়া নিচে এসে আমার পাশেই চেয়ার টেনে বসে পড়লো৷ আমি নিড়বের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা দিয়ে ওকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কোথায় যাচ্ছে? নিড়ব ঠোট উল্টিয়ে বলল ও জানে না৷ আমি আড় চোখে ভাইয়ার দিকে তাকালাম৷ মা ভাইয়াকে জিজ্ঞেস করলো
– কোথায় যাচ্ছিস বাবা?

ভাইয়া বলল
– একটা কাজ আছে আন্টি!

আমি বললাম
– কিসের কাজ?

ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে বলল
– সেই দিন শপিং মলে দেখেছিলি ত আমার একটা ক্লাস মেট কে!? ওর সাথেই কিছু কাজ আছে!

আমি কিছুক্ষন চুপ থেকে তারপর কিছু একটা মনে পরতে বড় বড় করে চোখ করে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম
– ওহহো এইবার বুঝে এসেছে!

মা বলল
– কি?

আমি আর কিছু না বলে একটা বাকা হাসি দিয়ে খাওয়া শেষ করে উঠে গেলাম৷ একটু পরে ভাইয়াও খাওয়া শেষ করে বের হয়ে গেলো৷ আমি ঠোট কামরে ধরে এক ভ্রু উচু কিরে তাকিয়ে আছি ভাইয়ার যাওয়ার দিকে৷


সন্ধ্যা বেলা,,, নিড়ব আর আমি সোফায় বসে বসে আইস্ক্রিম নিয়ে ঝগড়া করছিলাম৷ কারণ আইস্ক্রিম ছিল এক বাটি কিন্তু এটা আমার ছিল আর এই নিড়ব আমারটা নিয়ে খাওয়া শুরু করেছে৷ তাই ওর সাথে ঝগড়া শুরু হয়েছে৷
– এই সকালে না তুই তোরটা খেয়েছিস আবার আমারটা নিয়েছিস কেন?

– so what? আমি আগে পেয়েছি তাই এখন এটা আমার!

– না না আমি দিব না! মা!!!

হঠাৎ কোথা থেকে যেন নিশান ভাইয়া এসে বলল
– এমন চিৎকার করছিস কেন?

আমি ভ্রু কুচকে বললাম
– তুমি কবে এলে?

– মাত্র! কিন্তু তোরা ঝগড়া করছিস কেন?

– ওই যে এই অসভ্যটা আমার আইস্ক্রিম নিয়েছে!

ভাইয়া নিজের হাতে থাকা একটা আইস্ক্রিম আমার হাতে ধরিয়ে দিয়ে বলল
– এই নে!

আমি ভ্রু কুচকে বললাম
– কোথায় পেলে?

– ওইযে আমার ওই ক্লাস মেট দিয়েছিল আমাকে!

এটা বলে ভাইয়া চলে গেলো আর আমি দুই ভ্রু উচু করে মুখটা চৌখা করে বললাম
– ওওওওহ!

আইস্ক্রিমটা খাওয়া শেষ করে উপরে গেলাম৷ যাওয়ার সময় ভাইয়ার রুমের সামনে আসতে দেখলাম রুমের দরজা খুলা আর ভাইয়া বেডে বসে টাওয়েল দিয়ে মাথা মুচ্ছে৷ আমি দুই হাত পিছনে দিয়ে আস্তে করে ভাইয়ার রুমে ঢুকলাম৷ ভাইয়া চুল মুছতে মুছতে আমার দিকে তাকালো৷ আমি এসে মুচড়ে আমতা আমতা করে বললাম
– ওহ ত আজকে ঘুরতে গিয়েছিলে?

ভাইয়া কিছু বলল না আমি আবার বললাম
– এখন আমি বুঝতে পেরেছে যে তুমি যাও নি কেন?!

ভাইয়া ভ্রু কুচকে তাকালো৷ আমি আবার বললাম
– আজকে তুমি এই আপুর সাথে ঘুরতে যাবে বলে যাও নি!

ভাইয়া এইবার অন্য দিকে তাকিয়ে মাথা মুচ্ছে৷ আমি একটু হেসে আমতা আমতা করে আবার বললাম
– তার মানে কি ভাইয়া তুমি,,,,

এতটুকু বলতে ভাইয়া আমার দিকে তাকালো৷ আমি বললাম
– এই আপুকেই কি তুমি কিস করেছো?

ভাইয়া টাওয়েল রেখে দাঁড়িয়ে বলল
– কি উল্টা পাল্টা কথা বলছিস?

– কেন আমার গেস কি ভুল ছিল!?

ভাইয়া রেগে বলল
– কি আজে বাজে কথা গেস করিস তুই? না বুঝে!

আমি বললাম
– তাহলে কাকে কিস করেছো তুমি?

– তোর এত জানার শখ কেন?

– না এমনেই!

এটা বলে আবার মুচড়ে রুম থেকে বের হয়ে গেলাম৷ বের হওয়ার পর আমার রুমে যেতে যেতে ভাবছি আমার ত এত ইনট্রেস্ট নেই কারো লাইফ ম্যাটারে কিন্তু তবুও ভাইয়ার ভিতরে কি চলছে আমি জেনেই ছারবো! এই নিশান ভাইয়ার মাঝে কিছু একটা ডাল মে কালা ত আছেই আমি জানি!! ভাইয়া সবার সাথে কেন গেলো না? এখানে একা হঠাৎ থেকে কেন গেলো? ভাইয়া কি তাহলে ওই মেয়েটার জন্যই এখানে আছে? আর ভাইয়া যখন কোনো রিলেশনে নেই তাহলে কিস কাকে করলো? আমার ত মনে হয় ভাইয়ার এই আপুটার সাথেই কিছু চলছে! আবার বলছি আমার কিন্তু কারো লাইফ ম্যাটারে এক বিন্দুও ইনট্রেস্ট নেই 😅 কিন্তু আমি এইসব প্রশ্নের উত্তর বের করেই ছারবো হুহ! আমার সামনে কোন চালাকি চলবে না!!


রাত্রে সবাই ডিনার শেষ করে যে যে যার রুমে চলে গেছে৷ এখন রাত ১২টা বাজে৷ আমি নিড়বের রুমে গিয়ে দেখলাম ছেলেটা কম্পিউটারে গেম খেলতে ব্যাস্ত৷ আমি ওর রুমে ঢুকে ওর সামনে গিয়ে দাড়ালাম৷ নিড়ব আমার দিকে একবার তাকিয়েই বুঝে গেলো যে আমি কি জন্য এসেছি এখন ওর রুমে৷ নিড়ব বলল
– প্লিজ যা এখান থেকে আমি জানি তুই কি জন্য এসেছিস! আমি পারবো না আমি গেম খেলছি প্লিজ আমাকে জালাতে আসিস না!

– প্লিজ প্লিজ এমন করিস না! আয় না একটু আমার সাথে আমার একা ভয় করে! তুই না আমার ভাই!

নিড়বকে অনেক রিকুয়েষ্ট করার পরেও নিড়ব ওর গেম ছেরে কখনোই আসবে না৷ তাই দুঃখে কষ্টে নিজের রুমে ফিরত গেলাম৷ নিশান ভাইয়া পানি ভরা বোতল নিয়ে নিজের রুমে যাচ্ছিলো তখন আমাকে নিড়বের রুম থেকে বের হতে দেখে ভাইয়া নিড়বের রুমে ঢুকলো৷ নিড়বকে ভাইয়া জিজ্ঞেস করলো
– নিশার কি হয়েছে?

নিড়ব বলল
– আরে নিশা ভুতের ছবি দেখবে এখন একা দেখতে ভয় পায় তাও দেখতেই হবে মেয়েটার৷ তাই এসেছে আমাকে নিয়ে যেতে আমি যেন ওর সাথে বসে দেখি!!

চলবে,,,,,

my_unexpected_love
part_7
Arohi_Ayat
.
ভালো করে চাঁদর মুড়ো দিয়ে দুই চোখে হাত দিয়ে আঙুল গুলো ফাক করে টিভির দিকে তাকাচ্ছি একবার আবার আঙুল গুলো ভয়ে বন্ধ করে ফেলছি৷ হঠাৎ পাশে তাকিয়ে চিৎকার দিতে যাবো তার আগেই আমার মুখ চেপে ধরলো৷ আমি চেয়ে দেখলাম আমার পাশে নিশান ভাইয়া৷ আমার হার্ট আমার সাথে নেই বেরিয়ে এসেছে মনে হচ্ছে৷ আমি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে রিল্যাক্স হয়ে ভ্রু কুচকে ভাইয়াকে জিজ্ঞেস করলাম
–তুমি এখানে কেন? এত রাতে?

ভাইয়া রেগে বলল
– তুই কি করছিস এত রাতে? এত ভয় পাস তাহলে ভুতের ছবি দেখার এত শখ কেন তোর? তারাতাড়ি এইসব বন্ধ করে ঘুমা নাহলে কিন্তু তোর খবর আছে!

আমি বললাম
– না না এটা নিউ ছবি বের হয়েছে এটা আমার দেখতেই হবে আর সকালে ভুতের ছবি দেখে মজা নেই তাই রাতেই দেখি আমি! আর যতই ভয় পাই আমার ভুতের ছবি অনেক অনেক অনেক বেশি ভাল লাগে আমি দেখবোই আর এখনি দেখবো!!

ভাইয়া উঠে দাঁড়িয়ে বলল
– দেখ তাহলে আমি চলে যাই! আমরা সবাই ঘুমিয়ে থাকলে আবার দেখিস ভয়ে শ্বাসকষ্টে মরে যেন না যাস!!

এটা বলে ভাইয়া চলে যেতে নিলে আমি তারাতাড়ি ভাইয়ার হাত টেনে ধরে বললাম
– দাড়াও দাড়াও! প্লিজ প্লিজ যেও না প্লিজ একটু আমার সাথে বসে দেখো না!? প্লিজ প্লিজ! তাহলে কালকের থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই করবো!!

– আমার এত শখ নেই তোর সাথে বসে এইসব দেখার!

আমি কান্না মাখা চেহারা নিয়ে বললাম
– প্লিজ! এমন করো কেন? আমি সত্যি কালকে থেকে তুমি আমাকে যা বলবে আমি করবো!!

ভাইয়া নিজের হাত আমার থেকে ছারিয়ে নিয়ে আমার দিকে ভ্রু কুচকে একটু তাকিয়ে তারপর চলে গেলো৷ আমি বড় নিশ্বাস ছেরে ভাবছি যখনি ভাইয়ার থেকে কিছু এক্সপেক্ট করি ব্যাস ভাইয়া চলে যায়!! তাই এই মানুষটার থেকে কিছু এক্সপেক্টই করা যাবে না! আমি মন খারাপ করে বসে রইলাম৷ একটু পরে দেখলাম ভাইয়া আবার এসেছে আমার রুমে৷ ভাইয়া এসে বসে বলল
– ফোন আনতে গিয়েছিলাম!

আমি খুশি হয়ে গেলাম৷ আমি বললাম
– ওহ তাহলে তুমি ফোন আনতে গিয়েছিলে!! আচ্ছা চলো এখন মুভি দেখি!

আমি রিমোট দিয়ে মুভিটা আবার অন করলাম৷ ভাইয়া আমার একহাত দূরে বসেছে৷ আমি ভাইয়াকে বললাম
– তুমি এসে একটু সামনে বসো না!

–কেন?

– আমার ভয় করে!

ভাইয়া একটু আমার দিকে চেপে বসলো৷ আমি অনেক এক্সাইটেড হয়ে মুভি দেখায় মন দিলাম৷ আমার ভাইয়ার দিকে ত কোন খেয়াল নেই৷ মুভি দেখতে দেখতে হঠাৎ আমার এক্সাইটেড চেহারাটা ফুস করে উরে গেলো৷ আমি কয়েকবার চোখের পলক ফেলে ভাবছি এই ভুতের ফিল্মেও এত রোম্যান্টিক সিন দেওয়ার কি আছে?! আর এই মুহুর্তে কি দরকার ছিল এই সিন আসার? আমি আড় চোখে ভাইয়ার দিকে তাকালাম৷ ভাইয়া ফোন টিপতে ব্যাস্ত! আমি রিমোট দিয়ে তারাতাড়ি করে স্কিপ করে দিলাম৷ ভাইয়া ফোন থেকে মুখ উঠিয়ে আমার দিকে তাকালো৷ আমি বললাম
– তুমি কি মুভি দেখছো না?

ভাইয়া বলল
– আমার ভাল লাগে না এই মুভি টুভি আমি শুধু এখানে এইজন্যই আছি কারণ তুই রিকুয়েষ্ট করেছিস!!

– ওহ অকে তুমি তোমার কাজ করো!

উফফ ভালো হয়েছে ভাইয়া কিছু দেখে নি! আমি আবার মুভিতে মনোযোগ দিলাম৷ একটু পরে ভাইয়ার ফোনে কার যেন কল এলো৷ ভাইয়া কল রিসিভ করে কথা বলা শুরু করলো৷ প্রায় অনেক্ষন ধরেই ভাইয়া কথা বলছে৷ আমি ভ্রু কুচকে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম
– উফফ ফোনটা কি রাখবে? আমার প্রবলেম হচ্ছে দেখতে৷!

ভাইয়া কল কাটতে আমি আবার বললাম
– এত রাতে আবার কে কল করেছে তোমাকে? আর এতক্ষন কথা বলা লাগে?

– কেন রাতে কল করা কি নিষেধ? তাছাড়া একটা এম্পর্টেন্ট কল ছিল!

আমি ভেংচি কেটে মনে মনে বললাম
– হুহ! আমি জানি ত কে কল করেছিলো! নিজের ফ্যামিলিকে বোকা বানিয়ে এখানে থেকে ত গেছো কিন্তু আমার সাথে আমাদের বাসায় থেকে কোন চালাকি চলবে না! আমি নিশা অকে!! আমি সবই বুঝি!

মুভিতে অনেক ইনট্রেস্টিং মোমেন্ট চলছে ৷ যত ইনট্রেস্টিং লাগছে ততই ভয়ও লাগছে ৷ দেখতে দেখতে হঠাৎ মাঝখান দিয়ে একটা ভুত এসে পরতে হুট করে আমি ভয়ে ভাইয়ার হাত জোরিয়ে ধরে চোখ বন্ধ করে বালিশে মুখ গুজলাম৷ উফফ এমন হুটহাট ভুত এসে পরে কেন বুঝলাম না! ভাইয়া আমার মাথায় অালতো করে হাত রাখতে আমি চোখ খুলে ভাইয়ার দিকে তাকালাম৷ ভাইয়া প্রথমে রিমোট নিয়ে টিভি বন্ধ করে দিল৷ তারপর আমাকে বলল
– কত ভয় পাস তুই নিশা? তারপরেও এইগুলো দেখার কি দরকার?

আমি সোজা হয়ে বসে বললাম
– কিন্তু ভয় করলেও আমার ভাল লাগে!

ভাইয়া কিছুক্ষন রেগে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমার গালে নিজের হাত রাখলো৷ আমি অবাক হয়ে গেলাম৷ আমি ভাইয়ার দিকে একবার আবার তার হাতের দিকে তাকাচ্ছি৷ আমার হার্ট বিট হঠাৎই বেরে গেছে! ভাইয়া কিছুক্ষন নিজের হাত আমার গালে রাখার পর হাত সরিয়ে ফেলল৷ আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি৷ ভাইয়া বলল
– একেবারে ভয়ে ঠান্ডা হয়ে গেছে চেহারাটা হাত পা গুলো! এখন রাখ এইসব ঘুমা বলছি! নাহলে,,,,

আর কিছু বলার আগে আমি চাদরের নিচে ঢুকে বললাম
– অকে তুমে তোমার রুমে চলে যাও! আমি ঘুমাচ্ছি!

চাদরের উপর দিয়েই হালকা একটু গরম নিশ্বাস অনুভব করতে পেরে আমি তারাতাড়ি চাদর মুখ থেকে সরিয়ে ফেললাম৷ দেখলাম ভাইয়া চলে গেছে রুম থেকে৷ আমি কিছুক্ষন দরজার দিকে তাকিয়ে থেকে রুমের লাইট অফ করে আবার চাদরের ভিতরে ঢুকে গেলাম৷ জানিনা শুধু শুধুই কেন জানি হার্ট বিট দ্রুত চলছে৷ কেমন যেন আজব আজব ফিল হচ্ছে৷


সকালে,,,
আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যাচ্ছিলাম তখন ভাইয়া নিজের রুম থেকে আমাকে ডেকে উঠলো৷ আমি ভ্রু কুচকে ভাইয়ার রুমের সামনে গেলাম৷ ভিতরে উকি দিয়ে দেখলাম ভাইয়া ফোনে কথা বলছে৷ উফফ এত কার সাথে ফোনে কথা বলে বুঝি না দিন রাত সারাক্ষন শুধু ফোনেই কথা বলে৷ যাক গিয়ে আমার কি? আমি রুমের ভিতরে ঢুকে ভাইয়ার সামনে দাড়ালাম৷ ভাইয়া ফোনে কথা বলতেই আছে আর আমি কতক্ষন ধরে দাঁড়িয়ে আছি৷ আমার রাগ লাগছে এখন আমাকে কি ডাক দিয়েছে তার ফোনে কথা বলা দেখাতে? আমি চলে যেতে নিলে হঠাৎ ভাইয়া আমার হাত টেনে ধরলো৷ ভাইয়া কল কেটে ভ্রু কুচকে তাকিয়ে আমাকে বলল
– চলে যাচ্ছিস কেন?

– তাহলে কি করবো? তুমি ত ফোনে কথা বলতে ব্যাস্ত! আচ্ছা বলো আমাকে ডেকেছো কেন?

– ডেকেছো কেন মানে? তুই না কালকে রাতে বলেছিলে আমার সব কথা শুনবি?!

আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম
– কই আমি ত বলেছিলাম পুরো মুভিটা দেখার পর! কিন্তু তুমি ত পুরো মুভিটা দেখতেই দিলা না!

– যাই হোক আমি এখন শাওয়ার নিতে যাচ্ছি! এসে তোকে আমার সাথে এক জায়গায় নিয়ে যাবো!

– কোথায়?

– যাবো এক জায়গায়! যেহেতু তুই আমাকে বলেছিস তুই আমার সব কথা শুনবি! তাই চুপ করে আমি যা বলবো তাই শুনবি!!

এটা বলে ভাইয়া ওয়াশরুমে চলে গেলো৷ আমি আমার ঠোট কামরে ধরে বললাম
– আমি ভেবেছিলাম ঘুরতে টুরতে নিয়ে যাবে কিন্তু কি বলল?!! আর ওইদিন আমাকে যেইভাবে নিজের সাথে ঘুরিয়েছে একেবারে আমাকে রেখেই চলে যায়! হুহ! ওর সাথে কে যেতে চায় আবার বাহিরে!!

দেখলাম ভাইয়ার ফোনটা বেডের উপর রাখা আমি কিছু একটা ভেবে ভাইয়ার ফোনটা নিলাম৷ ওহ ভাইয়ার ফোনে কোন লক ছিল না৷ এই প্রথম কাউকে দেখলাম ফোনে লক দেয় না! যাই হোক আমি আমার কাজ করি৷ আমি ফোনটা নিয়ে গ্যালারিতে ঢুকলাম৷ কিছুক্ষন এইভাবেই ঘাটা ঘাটি করার পর চোখে পড়লো একটা ভিডিও৷ যেটা ভাইয়া আমাদের বৃষ্টিতে গোসল করার সময় করেছিলো৷ আমি সেই ভিডিওটাতে ঢুকলাম৷ ভিডিও অন করে পুরো ভিডিওটা দেখে আমি অনেক অবাক হলাম!!

চলবে,,,,,

(ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here