জ্বীন রহস্য(love Story)❤Season 2,Part 1

জ্বীন রহস্য(love Story)❤Season 2,Part 1
Writer Maishara Jahan

তিন বার্থডে বয় কোথায়, এখনো তাদের মধ্যে কারো কোনো খবর নেয়। জম্ম সালের মতো তাদের সভাব ও এক। সব সময় লেট।

মেহেরিমা……… ভাবী আরাব আর ফারহান তো মনে হয় কোনো কাজে আটকে গেছে তাই লেইট করছে, তারা তো এমন করে না কিন্তু আমার ছেলে রিমান তো সব সময় লেট করে।

,,,,,,,,,,

আরাব,,,,,,, এসে গেছি আমি।

ফারহান,,,,,,,, আমিও

রিয়াদ (রিমানের বাবা),,,,,,, আর আমার গাধাটা কোথায়

রিমান,,,,,,, এখানে বাবা,😉 আমি এসে পড়েছি।

রি,,বাবা,,,,,,,, আমার বিশাল বড়ো উপকার করছো।

রিমান,,,,,,, আমি এমনি সবার উপকার করি 😁

রি,,,বাবা,,,,,,,, 😶😶 শুধু আজ তোর বার্থডে বলে কিছু বলছি না৷

ফারা,,,(ফারহানের মা),,,,,,,, ড.ফারহান পাটিতে আসতে এতো লেট হলো কেনো।

ফারহান,,,,,,,,,, মা আমি ডাক্তার আমার লেট হতেই পারে।

মুগ্ধ,,(আরাবের বাবা),,,,,,,,, আরাব তোমার কেনো লেট হলো।

আরাব,,,,,,,,,, বাবা আমার একটা জরুরি মিটিং ছিলো তাই৷

রি,,বাবা,,,,,,,,,, তুই কেনো লেট হলি তোর তো কোনো কাজ নাই ঐ গিটার নিয়ে পে পে করা ছাড়া।

রিমান,,,,,,,,, পে পে মানে আমি একজন Singer 😎

রি,,বাবা,,,,,,,, কিন্তু আমি তো রিমান নামে কোনো singar এর নাম শুনি নি।

আরাব,,,,,,,,,,,, খুব তাড়াতাড়ি শুনবা, কালকে ওর গান লঞ্চ হবে।

ফারহান,,,,,,,,, তখন তুমি কেনো পুরো বিশ্ব ওর নাম শুনবে।

রিমান,,,,,,,,,,,, তোরাই আমার সত্যি কারের ভাই 😢 🤧

যীন্নাত(আরাবের মা),,,,,,,,, অনেক হয়ছে, আমি ভালো করে জানি তোমরা তিন জন এক সাথেই ছিলে। এখন চলো কেক কাটবে। তাড়াতাড়ি রেডি হয়ে আসো।

তিন জন চলে যায় রেডি হতে। কিছু খন পর ওরা সাদা কোর্ট প্যান্ট পরে চলে আসে। সব মেয়েরা শুধু হা করে তাদের দিকেই তাকিয়ে আছে।

রোহান(ফারহানের বাবা),,,,,,,, তোমাদের কেক চলে এসেছে, এই যে তোমাদের কেক।

রিমান,,,,,,,, কেকটা ছোট হয়ে গেলো, দাঁড়াও আমি বড়ো করে দিচ্ছি। ( বলে তুরি মারে )

সবাই এক সাথে না করে উঠে।

,,,,,,,, নাআআআ

আরাবের বাবা,,,,,,,,, কেক কোথায় গেলো।

রি,,,বাবা,,,,,,,, এদিকে তাকাও দেখতে পারবে।

সবাই তাকিয়ে দেখে কেক রিয়াদের মাথায় পড়ে আছে। কেকের ক্রিমের জন্য রিয়াদের মুখ ভালো করে দেখা যাচ্ছে না।

রি,,বাবা,,,,,,, গাধার বাচ্চা এদিকে আয় তুই।

রিমান,,,,,,,,, সরি ডেড আমি তো কেকটাকে বড়ো করতে চেয়েছিলাম। 😅😅

রি,,বাবা,,,,,,,,,,, তুই এদিকে আয়,🤬জানোস তোর জাদু কোনো দিন ঠিক মতো কাজ করে না তাও কারতে যাস কেনো। 😡😡

রিমান,,,,,,,, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি।

রি,,বাবা,,,,,,,, মাফ কর বাপ তুই আমার চোখের সামনে থেকে যা, সবাই দেখার আগে কিছু কর তোরা।

আরাব,,,,,,,, আমি ঠিক করছি আংকেল।

রি,,বাবা,,,,,,, এই আংকেল বলবা না বুড়া বুড়া লাগে।

রিমান,,,,,,,,,, তাহলে কি ভাই বলবে 😒😒

রি,,বাবা,,,,,,,,,, তুই কিছু বললি নাকি।

রিমান,,,,,,,,, আমি কি কিছু বলতে পারি। 😅😅

আরাব সব ঠিক করে দেয়। তারা এক সাথে কেক কাটে, পাটিতে অনেক আনন্দ করে। রাত অনেক হয়েছে পার্টি শেষ হয়ে যায়।

আ,,বাবা,,,,,,,,, আরাব আমার সাথে আসো কথা আছে তোমার সাথে৷

,,,,,, ঠিক আছে বাবা।

আ,,বাবা,,,,,,, এভাবে আর কতো দিন চলবে আরাব।এবার তুমি আমাদের সাথে যাবে।

আরাব,,,,,,,,,,,, না আমি যাবো না বাবা, আমি এখানেই থাকবো আর আমার বিসনেজ ও অনেক ভালো চলছে।

আ,,বাবা,,,,,,,,,, ভুলে যেয়ো না তুমি মানুষ নও।

আরাব,,,,,,,, ভুলতে চাইলেও ভুলতে পারি কোথায়, আমি শুধু একটা স্বাভাবিক জীবন বাঁচতে চাই।

আ,,,বাবা,,,,,,,,, এটা সম্ভব না, তুমি স্বাভাবিক মানুষের মতো না যে স্বাভাবিক জীবন যাপন করবে।

যীন্নাত,,,,,,,,,,, আরাব কিছু দিন পর তোমাকেই তো জ্বীন নাথের বাস্সা হতে হবে।

আরাব,,,,,,,, মা তুমি তো অনেক ভলো করে সামলাচ্ছো তাহলে আমার কি দরকার।

যীন্নাত,,,,,,,, আমি আর তোমার বাবা সারা জীবন বেঁচে থাকবো না, তাছাড়া এখানে থাকা তোমার জন্য নিরাপদ না৷

আরাব,,,,,,,,,, তোমরা যাই বলো আমি এখানেই থাকবো জ্বীন রাজ্যে ফিরবো না।

আ,,বাবা,,,,,,, আরাব পুরানো কথা ভুলে যাও এতে তোমার কোনো দোষ ছিলো না।।

আরাব,,,,,,,,, আমি আর কোনো কথা বলতে চাই না, তোমরা চলে যাও আমি যাবো না।

যীন্নাত,,,,,,,, ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু মনে রাখবে সত্য থেকে যতো দূরে যেতে চাইবে ততো তোমার কাছে আসবে।

বলে চলে যায়।

আরাব,,,,,,এই সত্য যে আমার জন্য খুবি ভয়ংকর।

ফারহান,,,,,,,,,, আরাব এখানে কি করছিস চল ঘুমাবি৷

আরাব,,,,,,,,,, সবাই তো চলে গেছে, রিমান কোথায়।

ফারহান,,,,,,,,,, কবে ঘুমের দেশে চলে গেছে, এতো খনে তো মনে হয় নাক ডাকাও শুরু করে দিয়েছে।

আরাব,,,,,,,,, চল আমরাও যায়।

সকালে,,,,,,,,,,,

ফারহান,,,,,,,,, রিমান উঠ রিমান,, রিমান

রিমান,,,,,,,,, thank you guys thank you so much, love you.( হাত নাড়িয়ে নাড়িয়ে )

আরাব,,,,,,,,, পাগল হয়ে গেলো নাকি।

হঠাৎ করে উপর থেকে পানি পড়ে আর রিমান লাথ দিয়ে উঠে।

রিমান,,,,,,,,,, কে রে 🤬,,,,, আমি তো কনসেডে গান গাইছিলাম এখানে কি করে আসলাম।

সাইডে তাকিয়ে দেখে ফারহান আর আরাব ভিজা অবস্থাই দাঁড়িয়ে আছে ওর দিকে রাগি ভাবে তাকিয়ে আছে।

রিমান,,,,,,,, গোসল করবি তো ওয়াশ রুমে যা এখানে দাঁড়িয়ে গোসল করছিস কেনো আর সাথে আমাকেও করাচ্ছিস। 😕😕

আরাব,,,,,,,,, তুই কোনো ম্যাজিক করছোস 😤😤

রিমান,,,,,,,, না, না তো ( মাথা নাড়িয়ে নাড়িয়ে )

ফারহান,,,,,,,,,,,, তাহলে উপর থেকে পানি আসলো কোথা থেকে ।

রিমান,,,,,,,, আমি তো 😅😅

আরাব,,,,, আমি তো কি 🤨🤨

রিমান,,,,,,,, স্বপ্নে পুরুষ্কার পাচ্ছিলাম তাই ভাবলাম উপর থেকে ফুলের পাপড়ি পড়লে ভালো হবে তাই 😅😅

ফারহান,,,,,,,,,, ঐ তরে না কইছি কোনো ম্যাজিক না করতে৷

রিমান,,,,,,,,, আমি তো স্বপ্নে এএ

আরাব,,,,,,,, তুই স্বপ্নেও কোনো জাদু করবি না বলে দিলাম। না হলে স্বপ্নে গিয়ে পিটিয়ে দিয়ে আসবো। আর আমি স্বনে মারলেও ব্যাথ্যা কিন্তু বাস্তবে হবে।

রিমান,,,,,,,, এতো রাগ করছিস কেনো।

ফারহান,,,,,,,, কারন তুই আমাদের উপর পানি ডালছিস ফুলের পাপড়ি না। উঠ তাড়াতাড়ি লেডুস কোম্পানি।

কোনো মতে তাড়াতাড়ি রেডি হয়ে তিন জনে বের হয়ে গেলাম। তিন জনে তিন গাড়ি নিয়ে বের হেয়েছি। অবশ্য এক গাড়িতেই তিন জনে আসতে পারতাম কিন্তু এতো গুলো গাড়ি কিনছি মানুষকে দেখাতে হবে না৷

আরাব আর ফারহান পৌঁছে গেলেও আমি এখনো পৌঁছাতে পারিনি৷ আমার ধৈর্য অনেক কম তাই ভাবলাম একটু জাদু করে তাড়াতাড়ি পৌঁছে যায় কিন্তু আরো পিছিয়ে গেলাম। 😌😌

ঐদিকে কনসেপ্ট শুরু হয়ে গেছে, আমার নাম মনে হয় এখনি নিবে, আমাকে যেতে হবে।

কোনো মতে চলে আসলাম। গাড়ি থেকে নামতেই আরেকটা গাড়ি এসে আমার শার্ট আর কোর্টে কাদা লাগিয়ে দেয়।

শুধু সময় নেয় দেখে না হলে এই গাড়ির মালিককে এই কাঁদাতে গোসল করাতাম৷

তাড়াতাড়ি দৌড়ে গেলাম৷ এখন আমার নতুন গান লঞ্চ করেছে এখন আমাকে যেতে হবে গান গেতে হবে।

কোনো মতে দৌড়ে গেলাম যেই কনসেপ্টে ডুকতে যাবো সেই মাত্র কেও একজান ধাক্কা দিলো। একটু পিছিয়ে গেলাম।

রাগে মাথা তুলতেই রাগ সব চলে গেছে। আমার সামনে চশমা পড়া একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চশমা পড়া পরী৷

এখন এই সবের সময় নেয়৷

রিমান,,,,,,,, আমাকে যেতে দাও সবাই আমার জন্য অপেক্ষা করছে।

,,,,,,,,, কে আপনি যে সবাই আপনার জন্য অপেক্ষা করবে।

,,,,,,,আমি রিমান খান

,,,,,,,,,, হি হি যে কেও এসে বলবে আমি রিমান তাই মানতে হবে নাকি। আপনার চেহেরা দেখে মনে হয় না আপনি গান গাইতে পারেন৷

,,,,,,,,, কেনো,, যাই হোক দেখেন সবাই অপেক্ষা করছে মিউজিক শুরু হয়ে গেছে এখনি আমার এন্টি গান গেতে হবে যেতে দিন।

ডুকতে নিয় আর আবার ধাক্কা দেয়, কাওকে ডাকতেও পারছি না।

,,,,,,,,,, নিজেকে দেখছেন কোর্ট শার্ট আর মুখের অবস্থা, এ নাকি রিমান খান এই পোশাকে যাবেন আপনি, যান এখান থেকে কোথা থেকে আসে যত্তো সব 😠😠

এ কথা বলা সাথে সাথে কোর্ট শার্ট খুলা শুরু করে দেয়।

,,,,,,, ক ক কি করছেন কি

শার্ট খুলে নিচে ফেলে দেয়, আমার চোখ বড়ো বড়ো হয়ে যায়, চিৎকার দিয়ে দুই হাত দিয়ে চোখ বন্ধ করে রাখি, চোখ খুলে দেখি আমার দিকেই আসছে।

আমার মুখ দিয়ে কোনো কথা আসছে না, চোখ বড়ো বড়ো করে দরজার সাথে ঠেক খেয়ে আছি। আমার কাছে এসে আমার ওড়নার দিয়ে ওর মুখ মুছে ভিতরে চলে যায়।

আমি এখনো শকে আছি। হাত তালির আওয়াজ শুনে হোস আসে, ভিতরে তাকিয়ে দেখি খালি গায়ে শুধু গিটার নিয়ে গান গাইছে আর নাচছে,

সবাই অনেক চিল্লাচ্ছে, খালি গায়ে দেখে মনে হয় মেয়েদের গলার আওয়াজ বেরে গেছে।

,,,,,,,,,,, তার মানে এ রিমান খান,😫 মাহুয়া তোর চাকরি তো গেছে ( মাথা হাত দিয়ে )

চলবে,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here