হিংস্র ভ্যাম্পায়ার,পর্ব-২৫ অন্তিম পর্ব
লেখিকাঃফারু ইসলাম
“””””জোসুয়া গাড়ি করে ভার্সিটি আসলো জেসমিন””””
“”””জোসুয়া বিভিন্ন রকমের কথা বলছে কিন্তু জেসমিনের মনে রোভারের কথা গুলো ঘুরপাক খাচ্ছে”””””
‘””””ভার্সিটি ছাত্র ছাত্রীরা কি বিষয় নিয়ে যেনো আলোচনা করছে”””””
“””” ওরা সবাই এমন জোট ধরে আছে কেনো জেসমিন জোসুয়া কে জিজ্ঞেস করে উঠলো”””””
“”””জোসুয়া কাঁধ ঝাকিয়ে বললো সেই জানে না””””
“”””আমি একটু লাইব্রেরি থেকে আসি জেসমিন বলে উঠলো””””
“””‘জোসুয়া মাথা দুলিয়ে যেতে বললো'””””
“”””জেসমিন তড়িঘড়ি করে লাইব্রেরি দিকে রওনা হলো তাকে এরিক কে এখানে ডাকতে হবে”””””
“”””জেসমিন জানে এরিকে এখন ফোন দিলে সেই ধরবে না জেসমিন মনে মনে বিড়বিড় করে এরিকে ডাকতে শুরু করলো””””
“””””না আধা ঘণ্টা হয়ে গেছে এরিক আসলো না”””””
“”””মনে হচ্ছে এরিক তার কাছে নেয় এরিক তো বলেছে তার আশেপাশে থাকলে তার ডাক এরিক শুনে হয়তো এখনো আসে নি”””””
“””” জেসমিন আস্তে আস্তে লাইব্রেরি থেকে বের হয়ে মাঠের দিকে গেলো””””
“”””” মাঠে গিয়ে জেসমিন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সামনের দিকে তাকিয়ে”””””
“”””ডেভিড ডানা জোসুয়া লিজা রোভার এবং এরিক আর প্রিয়াঙ্কা আরো অনেকে দাঁড়িয়ে আছে”””””
“”””এরিকের হাতের ভিতরে হাত ডুকিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা সেই হাত শক্ত করে ধরে আছে এরিক”””””
“”””জেসমিনের চোখের পানি টলমল করছে এতো বার সেই এরিক ডাকলোও এতো কাছে এরিক থেকেও আসলো না””””!!!!
“”””এরিক এক দৃষ্টিতে জেসমিনের দিকে তাকিয়ে আছে আজ সেই ইচ্ছে করে জেসমিনের ডাকা সাড়া দে নি যাতে করে তাকে জেসমিন ঘৃনা করে””””””
“””””জেসমিন তাকে মন থেকে তখন ডাকে যখন সেই বিপদে থাকে তার ডাকে সাড়া দি বলে হয়তো তাকে জেসমিন ঘৃনা করবে”””””
“””””কিন্তু জেসমিনের এক ডাকে এরিক লাইব্রেরি সামনে চলে গিয়েছিল জানালা দিয়ে জেসমিন কে দেখছিল কিন্তু যাই নি ভিতরে'””””
“””””এক কদম দু কদম করে জেসমিন এগিয়ে আসছে কিন্তু তার নজর এরিকের দিকে”””””
“””এরিকও এক দৃষ্টিতে জেসমিনের দিকে তাকিয়ে আছে””””
“”””হেয় জেস তুমি এখন আসলে জানে কি হয়েছে জোসুয়া বলে উঠলো”””””
“”””জেসমিন না বোধক মাথা নাড়ালো””””
“”””আমাদের ক্লাসের সবাইকে উত্তরে জঙ্গল যেতে হবে জোসুয়া বলে উঠলো””””
“”””কিন্তু কেনো জেসমিন জিজ্ঞেস করে উঠলো””””!!!!
“”””উত্তরে জঙ্গল সেখানে কিছু নীল পাতা রয়েছে যেটা আমাদের কিছু রিসার্চের জন্য আনতে হবে””””
“”””ঔখানে তো যাওয়া বারণ তা হলে মি. উইল কীভাবে যাওয়ার অনুমতি দিলো লিজা জিজ্ঞেস করে উঠলো””””
“”””সেটা কেউ জানো না আমাদের এখনি বের হতে হবে সবাই কে নিয়ে ডেভিড বলে উঠলো”””””
“”””” ওকে চলো তাহলে জেসমিন বলে উঠলো””””
“”””হেয় জেস তুমি কোথাও যাবে না ঔখানে ছোট ছোট অনেক সাপ রয়েছে তোমার তো সাপে ভয়ংকর ফোবিয়া তোমার যাওয়ার দরকার নেয়””””
“””” ডানাও জোসুয়া সাথে একমত হলো””””
“””‘এরিক অবাক উপরে অবাক হয়ে জেসমিনের দিকে তাকালো”””””
“””” মানে কি জেসমিনের সাপে ফোবিয়া তাও সেই তার সাথে ঔ বিষাক্ত সাপের কাছে গিয়েছিল”””””
“”””একটি বার এই মেয়ে তাকে বলে নি এতো বড় সাহস রাগে ফুঁসতে ফুঁসতে এরিক তাকিয়ে রইলো জেসমিনের দিকে””””
“”””জেসমিন শুধু আঁড়চোখে একবার এরিকের মুখের দিকে তাকালো”””””
“””এরিক ইশারায় জেসমিন কে না যাওয়ার জন্য বারণ করলো”””””
“”””না এখন আর আমার ফোবিয়া নেই আমি যাবো সাথে জেসমিন বলে উঠলো””””
“”””সবাই অবাক হয়ে তাকালো জেসমিনের দিকে””””
“””” কিন্তু এর আগে ঔখানে তোমাকে হারিয়েছি তাই নিতে চাচ্ছি না আমরা ডানা বলে উঠলো””””””
“”””” না আমি যাবো ঔ বারে কথা আলাদা এখন আমি নিজের খেয়াল রাখতে পারি বলে উঠলো জেসমিন””””
“”””রাগে ফুঁসছিল এরিক ইচ্ছে করছে এই মেয়ে কে লাইব্রেরি নিয়ে ঠাঠিয়ে কয়েকটা থাপ্পড় লাগাই দিতে”””””
“”””আমি একটু আসছি বলে জেসমিনের দিকে রাগে কটমট করে তাকিয়ে প্রিয়াঙ্কাকে ফেলে চলে গেল এরিক””””””
“””” দূরে দাঁড়িয়ে মৃদু হাসছে ফিন আজ মি. উইল কে তার আসল রুপ না দেখালে সেই রাজি হতো না”””””
“””” ঔ জঙ্গল জেসমিন কে মারতে তার সোজা হবে মেরে ঔ সাপের ডোবা তে থাকে পেলে দিবে”””””
“””” যখন ফুল কলি থাকে বা ফুল ফুটা থাকে তখন ঔ সাপ গুলো লম্বা অনেক বেশি থাকে”””””
‘”””””না হলে সাধারণ সাপের মত লম্বা থাকে এদের কিন্তু তারা একটা মানুষ খাওয়ার ক্ষমতা রাখে””””
“”””জোসুয়া রা ক্লাসের সবাইকে নিয়ে ঔ উত্তরে জংগলে রওনা হলো””””
“””” জেসমিনের হাত ধরে আছে জোসুয়া সেই তার জেস কে আবার হারাতে চাই না”””””
“””” প্রিয়াঙ্কা এরিকের হাত ধরে আছে কিন্তু এরিকের নজর জেসমিনের দিকে””””
“””” জেসমিন আড় চোখে এরিক আর প্রিয়াঙ্কা কে দেখছে”””””
“”””জোসুয়া বিভিন্ন রকম কথা বলছে সব কথা তে হুম হুম করছে জেসমিন””””
“”””রোভার লিজা একজন আরেক জনের হাত ধরে আছে কিছু খন পর পর হো হো করে হেসে উঠছে তারা”””””
“””” ডানা একহাতে জড়িয়ে হাটছে ডেভিড””””
“””” ফিন আস্তে আস্তে সবাই পিছনে আসছে””””
“””””হাঁটতে হাঁটতে হয়রায় হয়ে যাওয়াতে সবাই রেস্ট নেওয়া জন্য একটা জায়গায় বসলো””””
“””” জেসমিন দেখলো সামনে একটা ছোট্ট ঝর্ণা দেখা যাচ্ছে””””
“”””সেই আস্তে আস্তে সেই দিকে এগিয়ে গেলো”””
“””‘জেসমিন কে ঝর্নার কাছে যেতে ফিন পৈশাচিক হাসি দিয়ে উঠলো”””””
“”””” বিভিন্ন ভ্যাম্পায়ার ভিন্ন ভিন্ন শক্তি থাকে তেমনি ফিনেরও আছে””””
“”””সেই খুব সহজে মানুষের মাইন্ড থেকে আরেকজনের নাম মুছে ফেলতে পারে””””
“””” ফিন তার সেই শক্তি ব্যবহার করলো””””
“””” সবাই মাথা থেকে জেসমিনের কথা ভুলিয়ে দিলো শুধু এরিক বাদে”””
“”””কারন কোনো মানুষ খেকো ভ্যাম্পায়ার উপরে তারা শক্তি প্রয়োগ করতে পারবে না”””””
“”””” ফিন ডানে বামে তাকিয়ে দেখলো এরিক আর প্রিয়াঙ্কা কে দেখা যাচ্ছে না হুম তারা দুজন একসাথে হয়তো অন্য দিকে গিয়েছে”””””
“””””অনেকখন থেকে একটি খরগোশ কে দৌড়িয়ে সবাই আড়ালে আনলে প্রিয়াঙ্কা এইবার সেই খরগোশ টির রক্ত খাবে””””
“”””” মুখে চমৎকার মিষ্টি হাসি ঝর্নার পানিতে হাত দিয়ে ধরে ধরে দেখছে জেসমিন বরফের মত ঠান্ডা পানি””””
“”””খুবই কাছ থেকে একজন তাকে এক দৃষ্টিতে দেখছে””””
“””””জেসমিন হাতের ঘড়ি দেখে উঠে যেতে ধরলো সবাই হয়তো রেস্ট নেওয়া শেষ””””
“””” পিছনে ফিরে এরিকের সাথে বাড়ি গিয়ে পড়ে যেতে ধরলো এরিক জেসমিনের কোমড়ে হাত দিয়ে কাছে টেনে নিলো”””””
“””””জেসমিন অবাক হয়ে বললো এরিক””””
“””” তোমাকে কতবার বললাম নিজের খেয়াল করা শিখতে আমি সবসময় তোমাকে সাহায্যে করার জন্য আসবো না এরিক বলে উঠলো””””
“””””এরিকের সমুদ্রের মত নীল চোখের দিকে তাকিয়ে জেসমিন বললো”””””
“”””আমি জানি তুমি আমার পাশে সবসময় আছো'””””
“””””এটা তোমার ভুল ধারনা জেসমিন এরিক বলে উঠলো”””””
“””””আমি তোমাকে আজ এতো বার ডাকলাম কেন তুমি সাড়া দিলে না এরিক জেসমিন জিজ্ঞেস করে উঠলো”””””!!!!
“””” তুমি তো বললে আমি এখন একজনের বাগদত্তা তাহলে তোমার ডাকে আমি কীভাবে সাড়া দি শান্ত স্বরে বলে উঠলো এরিক”””””
“”””তাহলে একজনের বাগদত্তা হয়ে রাতের অন্ধকারে একটা মেয়ের বাসায় এসে তাকে কীভাবে পেটে মলম লাগিয়ে দিলে জেসমিন বলে উঠলো””””
“”””দায়িত্ব ছিল আমার কারন ক্ষতটা আমার জন্য হয়েছে এরিক বলে উঠলো”””””
“””””তুমি কেন এমন করছো এরিক কেন আমাকে পেলে চলে যাচ্ছে তোমার দুনিয়াতে””””!!!!
“”‘”এরিক হচকিয়ে জেসমিনের মুখের দিকে তাকিয়ে রয়লো জেসমিন কীভাবে জানলো সেই তাদের দুনিয়াতে ফিরে যাচ্ছে যেখানে শুধু ভ্যাম্পায়ার দের বসাবস”””””!!!!!!
‘””””কারন আমি মানুষ কে ঘৃণা করি আর মানুষের মধ্যে তুমিও আছো এটা বলে জেসমিন কে পেলে এরিক চলে যেতে ধরলে জেসমিন তার হাত ধরে পেলে”””””
“”””” না তুৃমি মিথ্যা বলছো তুমি আমাকে ভালোবাসো কেন তুমি আমার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছো বলে সত্যি টা আমায়'””””
“””””এরিকের শার্টের কলার টেনে ধরে জেসমিন বলে উঠলো”””””
“””””জেসমিনের গাল বেয়ে চোখ থেকে পানি পড়ছে”””””
“”””” আমি তোমাকে ভালোবাসি না জেসমিন যদি বাসতাম আজ তোমার ডাকে আমি সাড়া দিতাম শান্ত স্বরে বলে উঠলো এরিক””””
“”””না তুমি সব মিথ্যা বলছো তোমার প্রতিটি স্পর্শ আমি তোমার ভালোবাসা পেয়েছি জেসমিন কাঁপা কাঁপা স্বরে বলে উঠলো””””
“””””এটা তোমার ভুল ধারনা তুমি মরে গেলোও আমার কিছু যায় আসবে না কঠিন কন্ঠে এরিক বলে উঠলো””””
“”””এরিকের শার্টের কলার জেসমিন আস্তে করে চেড়ে দিয়ে এরিক কে আবার জিজ্ঞেস করলো””””
“””” আমি মরে গেলেও তোমার কিছু যাই আসবে না””””!!!!
“””” এরিক অন্য দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করে বললো নো আই ডোন্ট কেয়ার”””””
“”””এটা বলে এরিক জেসমিনকে সেখানে পেলে গটগট করে চলে গেলো”””””
“”””অর্ধেক পথ গিয়ে এরিক নিজের মাথার চুল টেনে ধরলো এটা কি বলে আসলো সেই তার জেসমিন কে””””!!!!!
“”””এরিক চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেয় সবাই ওদের পেলে চলে গেছে তাহলে জেসমিন””””!!!!!
“””” এরিক ছুটে ঝর্নার কাছে গেলো কিন্তু ঝর্নার ধারে কেউ নেয় এরিকের বুকের মধ্যে ধক করে উঠলো জেসমিন কই””””!!!!!
“””””হুম হুম করছে জেসমিন ফিন তার মুখ চেপে ধরে ঔ সাপের ডোবার কাছে নিয়ে যাচ্ছে””””
‘”””””জেসমিন বুঝে গেছে ফিন তাকে খাওয়ার জন্য নিচ্ছে কারন এরা তো ভ্যাম্পায়ার বংশ””””
“””””ডোবার কাছাকাছি এনে জেসমিন কে ধাক্কা মেরে ফিন মাটিতে পেলে দিলো””””
“””” নো ফিন কি করছো তুমি প্লীজ আমাকে যেতে দাও জেসমিন বলে উঠলো””””
“””” ফিন হো হো করে হেসে উঠে বললো ও প্লীজ ঔ দিনের মত এমন করো না ঔ দিন তোমার শরীরে গন্ধ নেওয়ার আমার খুব শখ ছিল কিন্তু পারলাম না ঔ মানুষ খেকো এরিকের জন্য বলে মুখ বিকৃত করলো”””””
“”””” জেসমিন অবাক হয়ে মনে মনে বললো তাহলে ফিন ছিল ঔ অন্ধকার লোকটা”””””
“””” ব্যাস এত টুকু যথেষ্ট এরিকের জন্য জেসমিন কে খুজে নেওয়ার”””””
“””””তারমানে ঔ দিন তু তুমি ছিলা জেসমিন বলে উঠলো””””
“””” ফিন হো হো করে হেসে টান মেরে জেসমিনের ঘাড়ে কামড় বসাতে গেলে তুফানের বেগে কেউ একজন ছুটে পেলে দিল ফিন কে””””
“”””ফিন তাকিয়ে দেখলো এরিক জেসমিন কে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে”””
“”””” ফিন উঠে পালাতে গেলে এরিক ছুটে এসে ফিনের ঘাড় চেপে ধরে”””””
“””””এতো বড় সাহস দেখানোর মত শক্তি তোমার কেমনে আসলো ফিন অনেক বড় ভুল করে পেলেছো তুমি ফিন কিছু বলার আগে তার ঘাড়ে কামড় বসিয়ে দিল এরিক”””””
“”””ফিন আহ আহঃ করে চিৎকার দিতে দিতে নিস্তব্ধ হয়ে গেলো””””
“””এরিক ওকে মাটিতে পেলে দিলো”””””
“”””” না তোমাকে এতো কম শাস্তি আমি দিবো না এটা বলে ফিন কে লাথি মেরে ঔ সাপের ডোবাতে পেলে দিল এরিক””””
“””” ফিন কে সব গুলো সাপ মুচড়ি ধরলো এটা দেখে জেসমিন সাথে সাথে জ্ঞান হারালো”””””
“””” আস্তে আস্তে চোখ খুলছে জেসমিন চারিদিকে তাকিয়ে দেখলো এটা তো এরিকের রুম””””
“””” কিন্তু এরিক কই ওকে তো কোথাও দেখা যাচ্ছে না””””
“””” জসমিনের চট করে এরিকের বলা সব কথা মনে উঠে গেলো””””
“””” সেই উঠে বের হয়ে যাওয়ার টাইমে একটা রুম থেকে একজনের মৃদুস্বরে চিৎকার শুনলো”””””
“”””জেসমিন হালকা দরজা ফাঁক করে দেখলো মি. এভরিক আর অন্য একটি লোকের সাথে কথা কি কি কথা বলছে””””
“”””জেসমিন চলে যেতে ধরলে একটা নাম শুনে সেই দাঁড়িয়ে যায় এরিক””””
“”””” আমি তোমাকে বলছি তুমি অন্য উপায় গ্রহণ করো তুমি ভালো করে জানো এরিক একটি মানুষ খেকো ভ্যাম্পায়ার এরা ভয়ংকর শক্তিশালী হয় ভ্যাম্পায়ার বেরিন বলে উঠলো””””
“”””” না আমি অন্য উপায় গ্রহণ করবো না আমার ঔ ফুলের পুরো টা রস চাই অমর হওয়ার জন্য এতো বছর আমি নিজের পরিবারে কাছে ভালো সেজে আছি শুধু মাত্র ঔ ফুল আদায় করার জন্য মি. এভরিক বলে উঠলো””””””
“”””জেসমিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেই হুরমুর করে তার জিন্সের পকেটে হাত দিল হ্যা ফোন আছে””””
“”””” ফোন নিয়ে ফোনের ভিডিও আন করলো””””””
“””” মি. এভরিক বলতে আছে সেই কীভাবে দুহাজার ১৮২২ বছর আগে রানী গোল্ড লিপার সাথে কী করেছে”””””
“”””জেসমিন শুধু ফোন হাতে থরথর করে কাঁপছে””””
“”””এরিক কখন ঔ এশিয়ান মেয়েকে তোমাকে কিছু করতে দিবে না যতটুকু তুমি বলেছো এরিক খুবই পছন্দ করে মেয়েটিকে বেরিন বলে উঠলো””””””
“””””না আমার ঔ মেয়ের রক্ত চাই””””
””’তাহলে আমি এই পৃথিবীতে রাজ করতে পারবো আর সবচাইতে বড় কথা অমর হওয়ার পর একটা মানুষ খেকো ভ্যাম্পায়ারে রক্ত খায় আমি তাহলে দুনিয়ার সব ভ্যাম্পায়ার থেকে আমি শক্তি শালী হবো”””””
“””””এই পৃথিবীতে কোনো মানুষ না ভ্যাম্পায়ারে রাজ চলবে মি. এভরিক হো হো করে হেসে উঠে বললো””””
“”””” তুমি আমার আরো একটা উপায় শুনে তো নাও বেরিন বলে উঠলো””””
“””” ঠিকই আছে বলো তুমি মি. এভরিক বলে উঠলো”””””
“””””তুমি যদি ঔ এশিয়ান মেয়ের রক্ত খেতে সফল না হও তোমাকে একদিনের মধ্যে তোমার যত বছর তোতটা গর্ভবতী মহিলার রক্ত খেতে হবে মানে ১৮২২ জনের বেরিন বলে উঠলো”””””
“””জেসমিন চমকে উঠলো কি ভয়ংকর বেপার এরিক না এদেরকে মানুষ খেকো ভ্যাম্পায়ার বলা উচিত”””””
“””””কোনো দরকার নেয় আমি ঔ এশিয়ান মেয়ের রক্ত খাবো মি. এভরিক বলে উঠলো”””””
“”””যা করতে হবে তোমাকে কাল করতো হবে আর আরো একটা কথা ঔ মেয়ের কিন্তু পুরো রক্ত খেয়ে ওকে চাড়তো হবে কারন এখন ঔ মেয়ের ভিতরে তোমার জীবন বেরিন বলে উঠলো””””
“”””” মি. এভরিক হচকিয়ে বেরিন এর দিকে তাকালো কি যা তা বলছো তুমি মি. এভরিক খেখিয়ে উঠলো”””””
“””হ্যা আমি সত্যি বলছি ঔ মেয়ে যত দিন বাঁচবে ততদিন তুমি বাঁচবে যদি ওর রক্ত না খাও ঔ মেয়ে মরলে তোমাকেও মরতে হবে কারন ফুলের রস অর্ধেক ওর শরীরে আছে বেরিন বলে উঠলো”””””
“”””” না এইসব কিছু হবে না আমি অমর হবো ঔ মেয়ের মরন শুধু আমার হাতে আছে ঔ মেয়ের জন্য নিক আর এরিক অনেক মিথ্যা বলছে আমাকে আর না মি. এভরিক রাগে ফুঁসতে ফুঁসতে বললো””””””
“””””আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করলো জেসমিন এই গুলো সেই কি শুনছে এরিকে সব বলতে হবে””””””
“”””” জেসমিন ছুটে এরিকে পুরো ঘর খুজা শুরু করলো না কোথাও নেয় এরিক”””””
“”””তুমি কি কাউকে খুঁজছো মি. নিক শান্ত স্বরে বলে উঠলো””””
“””””জেসমিন মি. নিকে দেখে কাঁপা কাঁপা গলায় বলে উঠলো””””
“”””আমার আপনাকে কিছু দেখার আছে জেসমিন বলো উঠলো””””
“””” মি. নিক খেয়াল করলো জেসমিনের কপাল বেয়ে ঘাম পরছে”””””
“”””” ঠিকই আছে চলো আমার রুমে মি. নিক জেসমিন কে নিয়ে তার রুমের দিকে রওনা হলো””””
“”””জেসমিন দরজা আটকিয়ে মি. নিকের সামনে ভিডিও আন করলো””””
“”””মি. নিক কপাল কুচকে ভিডিও দিকে তাকিয়ে ছিল সব কিছু দেখে তার চোখ বড় বড় হয়ে গেলো এতো বড় সত্যি তাদের আজানা””””
“”””আমি এটার দেখানোর জন্য এরিকে খুজছিলাম জেসমিন বলে উঠলো””””
“”””কিন্তু আমার মনে হয় এটা আপনাকে আমার দেখানোর উচিত এরিকে না জেসমিন বলে উঠলো””””
“””””এরিকে এই গুলো বলে লাভ নেয় সেই হয়তো আমাকে বাঁচাতে পারবে কিন্তু এতো গুলো মানুষ না এরা একবার একেক উপায়,বের করে ফেলবে”””””
“””””হুম তুমি ঠিক বলছো ভ্যাম্পায়ার বেরিন একজন অমর হওয়া ভ্যাম্পায়ার সেই আবারও যেকোনো উপায় বের করতো পারবো মি. নিক বলে উঠলো””””
“”””” মি. এভরিকে মারা ছাড়া আর কোনো উপায় নেয় জেসমিন বলে উঠলো””””
“””””কিন্তু তাকে মারবো কেমনে আমরা সেই আমার ফাদার মি. নিক বলে উঠলো”””””
“””””আমি মারবো তাকে দৃঢ় কন্ঠে জেসমিন বলে উঠলো”””
“””” মি. নিক চমকে উঠে বললো না না এটা সম্ভব না তার জন্য তোমাকে নিজের জীবন দিতে হবে এটা সম্ভব না”””””
””””””আংকেল নিক আপনি সব কথা তো শুনলেন আমার একজনের জীবনের বিনিময়ে যদি হাজার ও জীবন বাঁচে তা হলে আমি খুশি খুশি মরতে রাজি জেসমিন বলে উঠলো”””””
“”””‘আর এমনেতে আপনি তো মাত্র বললেন এরিকের সাথে আমার কোনো দিন কিছু হবে না এর থেকো ভালো আমি চলে যায় ঔ প্রিয়াঙ্কা সাথে ভালো থাকুক জেসমিন বলে উঠলো”””””
“”””” মি. নিক জেসমিনের মাথা হাত দিয়ে বললো আমার ছেলে এমনে এমনে তোমার জন্য এতো পাগল কোহিনূর পছন্দ করছো সেই”””””
“””””আংকেল নিক আমি না এরিকে কিছু হতে দিবো না হাজার গর্ভবতী মা কে””””
“”””জেসমিন নিজের বাসায় চলে গেলো তার কিছু একটা আনতে হবে শেষ বারে মত সবাই কে মন ভরে দেখতে চাই সেই”””””
“”””কিছুখন পর এরিক নিজের রুমে এসে জেসমিন কে না দেখে হন্য হয়ে খুজছে””””
“””””এরিক ছুটে নিজের রুম থেকে বের হতে গেলে জেসমিন সাথে বারি খায়””””
“”””” জেসমিন কে পেয়ে যেনো আকাশের চাঁদ হাতে পেয়েছে এরিক এক টান মেরে বুকে চেপে ধরে জেসমিন কে””””””
“””কই ছিলে তুমি””””!!!!
‘””””আমি তোমাকে তো রুমে রেখে গিয়েছিলাম তোমার জন্য খাওয়ার আনতে বাইরে অনেক বরফ পরছে তাই খুজতে অনকে দেরি হয়ে গিয়েছিল”””””
“”””” এরিকের বুকে চুপ করে লেপ্টে আছে জেসমিন”””””
“””এরিক”””
“””” মৃদুস্বরে ডেকে উঠলো জেসমিন””””
“”””হুম বলো”””
”””জেসমিনকে বুকে সাথে চেপে রেখে এরিক বলে উঠলো””””
””'””আজ যদি তোমার থেকে কিছু আমি চাই আমাকে দিবে শান্ত মৃদুস্বরে বলে উঠলো জেসমিন”””””
“””” বলে তো দেখো এরিক বলে উঠলো””””
“”””আজ সারাটা রাত আমাকে দিবে তুমি জেসমিন বলে উঠলো””””
“””” জেসমিন মুখ উঠালো এরিকের বুক থেকে কেমন যেনো মহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে”””””
“””” আর কখনও কিছু চাইবো না তোমার থেকে জেসমিন বলে উঠলো””””
“”””এরিক তাকিয়ে আছে জেসমিনের দিকে এই দৃষ্টিকে যে উপেক্ষা করার শক্তি এরিকের নেয়””””
“””””এরিকে চেড়ে জেসমিন আস্তে করে রুমের দরজা আটকিয়ে দিলো””””
“”””এইবার এরিক খেয়াল করলো জেসমিনকে””””
“”””চমৎকার সাদা কালারে শাড়ি পড়ে এসেছে জেসমিন চুল গুলো খোপা করে সাদা গোলাপ দিয়েছে তাতে, কপালে ছোট্ট সাদা পাথরের একটি টিপ, হালকা সাজগোজ এটাতে যেনো চোখ ফিরানো দায় এরিকের””””
“””””এরিক চট করে জেসমিনকে কোলে তুলে নিয়ে বেডে দিকে গেলো”””””
“”””ভোর রাতে সাদা একটা চাদরের ভিতরে এরিকে গভীর ভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে জেসমিন””””””
“”””” আজ জেসমিনের চোখে ঘুম নেই সেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে এরিকের দিকে তেমনি এরিকও””””
“”””” জেসমিন আরো গভীরভাবে এরিকে কাছ ঘেঁষে এরিকের ঠোঁটে নিজের ঠোঁট বসালো”””””
,””””””অনেকখন পর এরিকে ছেড়ে জেসমিন বললো””””
“””””ভোরে আলো ফুটা পর্যন্ত আমাকে আরো একবার আদর করতে পারবে””””!!!!
“””” এরিক অবাক হয়ে তাকিয়ে আছে জেসমিনের দিকে খুবই সাধারণ ভাবে জেসমিন তার থেকে আজ আবদার করছে কই আগে তো এমন হতো না”””””
“‘””এরিক কিছু না বলে আবারও জেসমিন কে আদরের ভরে দিতে শুরু করলো”””””
“”””” সকাল বেলা জেসমিন এরিকের শার্ট গায়ে দিয়ে বাথরুমে দিকে চলে গেলো”””””
“””””‘এরিকের মাথায় দুনিয়ার চিন্তা ভাবনা করছে জেসমিন আজ এমন ব্যবহার হঠাৎ কেন করলো জোসমিন তো ওকে ঘৃণা করার কথা ছিল”””””
“”””চুল মুছতে মুছতে বের হয়ে আসলো জেসমিন”””””
“””””আমি জানি তোমার মাথায় এটা ঘুরছে এতো কিছু পরেও আমি তোমাকে কেন ঘৃণা করছি না জেসমিন বলে উঠলো””””
“”””এরিক চুপ করে জেসমিনের মুখের দিকে তাকিয়ে আছে”””””
“””””যে আমার জন্য তার ভাইকে মারতো পারে তাকে আর যাই হোক আমি ঘৃণা করতে পারবো না”””””
“””””এটা বলে জেসমিন ব্যাগ নিয়ে ছুটে বের হয়ে গেলো এরিকের রুম থেকে এরিক কিছু বলতে গিয়েও পরলো না”””””
“”””এরিক উঠে বাথরুমে চলে গেলো গোসল করতে সেই ভার্সিটি গিয়ে জেসমিনের সাথে কথা বলবে”””””
“””” মি. এভরিক জেসমিনকে বাসা থেকে বের হতে দেখে পৈশাচিক হাসি দিয়ে উঠলো তার মুরগি কে সেই এখানে পেয়ে গেছে”””””
“”””” মি. এভরিক জেসমিন কে ছুটে গিয়ে মুখ চেপে ধরে টেনে গাড়িতে উঠিয়ে নিলো”””””
“””” মিসেস রোজি ছাঁদ থেকে এটা দেখে ছুটে গেলো মি. নিকে জানাতে””””””
“”””” মি. নিক সব শুনে ও সিট বলে বের হতে গিয়ে থেমে গেলো তার সামনে এরিক দাঁড়িয়ে আছে তার চোখ থেকে যেনো আগুন বের হচ্ছে””””
“””” মি. নিক এরিকের হাতের দিকে তাকিয়ে দেখলো তার হাতে জেসমিনের ফোন মি. নিকের আর বুঝতে বাকী রয়লো না””””””
“””””এরিক চিৎকার দিয়ে বললো আজ যদি গ্যান্ড পা আমার জেসমিনের গায়ে একটা আচঁড় দেয় তাকে ছিঁড়ে ফেলবো আমি বলে জেসমিন ফোন ছুড়ে মারলো দেয়ালে””””””
“”””মি. এভরিক জেসমিন কে একটি পাহাড়ে নিয়ে আসলো””””
“”””” আজ তোমাকে আমি খেয়ে আমার ১৮২২ বছরের আশা সফল করবো মি. এভরিক বলে উঠলো”””””
“””””সেই ছুটে এসে জেসমিন ঘাড় কামড় বসাবার আগে এরিক ছুড়ে পেলে দিলো তাকে”””””
“””””জেসমিন অবাক হয়ে তাকিয়ে এরিকের মুখের দিকে এরিক কীভাবে এখানে আসলো””””
“”””গ্যান্ড পা ভালোই ভালোই এখানে থেকে চলে যাও আমি চাই না আমার মৃত্যু তোমার হাতে হোক”””””
“”””” মি. এভরিক হো হো করে হেসে উঠে বললো মৃত্যু তোমার হাতে না আমার হাতে তোমাদের দুজনের আছে”””””
“””””এরিক আর জেসমিন কে অবাক করো দিয়ে অনেক গুলো ভ্যাম্পায়ার চলে আসলো””””
“”””” তাদের সাথে যুদ্ধে নামলে এরিক একাই তার মধ্যে মি. এভরিক আসাতে সেইও এরিকের হাতে আহত হলো””‘”
“”””” মি. এভরিক খেয়াল করলো এরিক তার দলের সব ভ্যাম্পায়ার কে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে'”””
“””” সেই জেসমিন কে ছুতেও পারছে না এরিক তার চার পাশে রক্ষা কবজ করে দিলো”””””
“””” তাই সেই ছুরি নিয়ে এরিকের পিছনে গেলো””””
“””””জোসমিন চিৎকার করে এরিকে ডাকছে কিন্তু সেই পাগলের মত অন্য ভ্যাম্পায়ার মারছে”””””
“””””জেসমিন রক্ষা কবজ থেকে বের ও হতে পারছে না””””
“”””” সেই তার ঘাড়ে ব্যাগ থেকে ছুরি বের করলো যেটা তার বাবা বিপদে পরলে তাকে ব্যবহার করতো বলতো সব সময় এটা জেসমিনের পিঠের সেই ছোট্ট ব্যাগে থাকতো”””””
“”‘”এরিকে পিছন থেকে যখম ছুরি ডুকাবে তখন একটা বিকট আওয়াজে এরিক পিছনে ফিরে তাকালো”””””
“””” মি. এভরিকের পেট থেকে কোনো আঘাত বাদে গল গল করে বন্যার মত রক্ত পরছে'””””
“”””এরিক নো বলে চিৎকার দিয়ে জেসমিনের দিকে ছুটে গেলো জেসমিন মাটিতে পড়ার আগে এরিক জেসমিন কে বুকে নিয়ে নিলো””””””
“””” মি. এভরিক মরার সাথে সাথে সব ভ্যাম্পায়ার ছাই হয়ে গেলো””””
“””””জেসমিনের পেটে ছুরি এরিক কে বাঁচানোর জন্য আজ নিজের জীবন দিলো সেই'””””
“””””নো নো বলে চিৎকার করে কান্না করছে এরিক'””””
“””” এটা তুমি কেন করলে জেসমিন কেন করলে কেম নিজেকে শেষ করে দিলে”””””!!!!
“””””এ,এরি এরিক তু তুমি বললে না আ আমি মরে গেলোও তোমার কিছু যাই আসবে না তাহলে কেন কান্না করছো কাঁপা কাঁপা মৃদুস্বরে বলে উঠলো জোসমিন”””””
“””” না না আমি মিথ্যা বলেছিলাম তুমি কেন এমন করলে জেসমিন”””””
“”””এরিক আমাদের মিল বিধাতা লেখে নি তাই আজ এমন টা হলো জেসমিন বলে উঠলো”””””
“””এরিক কান্না করছে তার কেমন যেনো পাগল পাগল লাগছে””””
“””” আমি আমি তোমাকে কিছু হতে দিবো না এরিক জেসমিন কে কোলে উঠাতে গেলে জেসমিন বাধা দিয়ে বলে””””
‘”””এরিক তুমি কি আমাকে ভালোবাসো”””!!!!
“”””” হুম অনেক জোসমিন তুমি আমার জীবনে সব ছিলে আর কোনো দিন তোমাকে মিথ্যা বলবো না প্লীজ যেও না বাচ্চাদের মত কেঁদে কেঁদে বললো এরিক””””””
“”””এরিক তুমি কি আমার ঠোঁটে একটা গভীর চুমু খাবে”””””
“”””এরিক তার বুকের সাথে মিশিয়ে জেসমিনের ঠোঁটে একটা গভীর চুমু খেলো”””””
“””” আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে গেলো জেসমিনের দেহ”””””
“”””এরিক জেসমিনের গালে হাত দিয়ে বার বার ডাকা শুরু করলো কিন্তু কোনো আওয়াজ নেয় জেসমিনের””””
“””” নো নো বলে জেসমিন কে বুকে নিয়ে চিৎকার করছে এরিক ইউ আর মাই লাইফ জেসমিন প্লীজ ডোন্ট গো প্লীজ”””””
“”””” আস্তে করে জেসমিনের মরা দেহ এরিক পরম আদরে মাটিতে রাখলো””””
“””””এরিক আস্তে করে উঠে তার চোখ মুখ শক্ত করে পাহাড়ে কিনারে চলে গেলো যেখানে রৌদ্র উত্তাপ সব চাইতে বেশি থাকে””””””
“”””এরিক আস্তে আস্তে তার শার্টের বোতাম খুললো”””””
“”””এরিক নো নো এই কাজ তুমি করো না মি. নিক মি. এভারেক মিসেস রোজি রোভার মিসেস এনা সবাই চিৎকার করে বলছে আর বাতাসের বেগে ছুটে আসছে”””””
“””””আমি তোমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি জেসমিন”””””
“””””যে দুনিয়াতে তুমি নেই ঔ দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেয়”””””
“”””” মি. নিক রা আসার আগে এরিক সূর্যের তাপে ভস্ম হয়ে গেলো তার ছাই উড়ে পাহাড়ে থেকে নিচে পড়ে গেলো””
সমাপ্তি
(আমি জানি না এই গল্প টা আমি আপনাদের কত টা মন জয় করতে পেরেছি কিন্তু আমি নিজের সব চেষ্টা করেছি এই গল্প সুন্দর করে লেখার জন্য সবাই কে আরেকটা কথা পরিষ্কার করছি আমি কোনো মানুষের সাথে কোনো ভ্যাম্পায়ার মিল হয় না কারন একটা রক্ত খাওয়া ভ্যাম্পায়ার পশুর মত হয়ে থাকে এদের কোনো ভবিষ্যৎ থাকে না তাই শেষ টা আমাকে এইভাবে করতে হলো””””
ধন্যবাদ সবাই কে এতো দিন গল্প টা কে এতো সাপোর্ট দেওয়ার জন্য””””)