তোমার_আমার_চিরকাল🌸 || পর্ব – ৪২ || #লেখনীতে_বিবি_জোহরা_ঊর্মি

#তোমার_আমার_চিরকাল🌸
|| পর্ব – ৪২ ||
#লেখনীতে_বিবি_জোহরা_ঊর্মি

সন্ধ্যার দিকে বাসায় আসার পর মীরাকে কোথাও দেখতে পায়না আহান। ফুপি আর ফুফাতো বোনের সাথে দেখা হলে শুধু ভালো মন্দ জিগ্যেস করে নিজের রুমে চলে আসে আহান। চারদিকে খুঁজেও মীরাকে কোথাও দেখছে না সে। অস্থির হয়ে উঠে আহান। এই মুহুর্তে আয়ানও বাসায় নেই যে জিগ্যেস করবে। ভাবতে ভাবতে ছাঁদে চলে গেল সে। ছাঁদে উঠে দেখে মীরা ছাঁদের দোলনায় বসে আছে। রেগে যায় আহান। দোলনার কাছে গিয়ে এক ঝটকায় মীরাকে উঠিয়ে দেয় আহান। আচমকা হাতে টান পড়লে মীরা হকচকিয়ে উঠে সে। চোখের সামনে আহানকে দেখে থমথম হয়ে যায় মুখ। আহান রেগে বলে, “তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, আর তুমি এখানে এসে বসে আছো? এই সন্ধ্যায় তুমি ছাঁদে কি করো?”
মীরা চুপ করে আছে। আহান যেন আরও রেগে যায়। সে ধমক দিয়ে বলে, “মীরা আমি কিছু জিগ্যেস করছি তোমাকে।”
“আপনি শুধু শুধু টেনশন করছেন। আমায় নিয়ে এতো ভাববেন না।”
“কিছু হয়েছে তোমার? এভাবে কথা বলছ কেন?”
“কিছু হয়নি।”
“মীরা সত্যিটা বলো। কি হয়েছে? দেখে মনে হচ্ছে কেঁদেছ, চোখ লাল হয়ে ফুলে আছে। কে কি বলেছে তোমাকে?”
“কেউ কিছু বলেনি।”
“আবার এড়িয়ে যাচ্ছ। মীরা আমি কিন্তু খুব রেগে আছি। বলবে আমায়।”
মীরা শব্দ করে কেঁদে উঠে। মীরার কাঁন্নায় আহান ক্ষতবিক্ষত হয়ে যায়। কাঁদছে কেন মেয়েটা। আহান মীরার গালে হাত রেখে বলে, “কাঁদছ কেন? তোমার কাঁন্না আমি সহ্য করতে পারিনা মীরা। কাঁন্না থামাও।”
“আমি আপনার যোগ্য নই আহান৷ আমি আপনাকে কোনো কিছুর সুখ দিতে পারিনি।”
“আজগুবি কথাবার্তা বলছ তুমি। কিসের সুখ, কিসের যোগ্য নও তুমি? আগে বলো কে কি বলেছে তোমায়?”
“কেউ কিছু বলেনি আমাকে। আমার মনে হলো। স্ত্রী হিসেবে আপনার প্রতি কর্তব্য পালন করতে পারিনি। সুখী রাখতে পারিনি আপনাকে।”
“লিসেন! আমি অনেক সুখী। সেই সুখ আমার দরকার নেই, যা আমার স্ত্রীর চোখের জল নিয়ে আসে। রুমে চলো।”
আহান মীরার হাত ধরে তাকে ছাঁদ থেকে নিয়ে যায় তাদের রুমে।

আহান তাদের রুমে এসে আগে দরজাটা বন্ধ করল। শান্ত হয়ে মীরাকে ধরে বিছানায় বসালো। মেয়েটার মন বিষণ্ণ হয়ে আছে, ঠিক কি কারণে তা আহানকে জানতেই হবে। আহান মীরার গালে আলতো করে হাত ছুঁইয়ে বলে, “কি হয়েছে বলোনা। কে কি বলেছে?”
“ফুপি।”
“ফুপি!! কি বলেছে ফুপি?”
“প্রথমে মা’কে বলছিল আমার গায়ের রঙ ভালো না। তার মেয়ের তুলনায় আমি সুন্দরী নই।”
“এটার জন্যই মন খারাপ?”
মীরা ডানদিক বামদিক মাথা নাড়ায়। আহান জিগ্যেস করে। “আরও কিছু বলেছে?”
“হ্যাঁ।”
“বলো আমাকে, আর কি বলেছে?”
“বললেন, বিয়ের সাত মাস হয়ে গেল এখনো আমি প্রেগন্যান্ট নই। উনি আমাকে বন্ধা বলেছেন।”
“সাহস কি করে হয় ফুপির এতো কিছু বলার। আমি এক্ষুণি যাচ্ছি এর জবাব চাইতে।”
আহান উঠে যেতে চাইলে মীরা তার হাত ধরে বসায় তাকে। বলে, “প্লিজ ওনাকে কিছু বলবেন না। গুরুজন হোন। কষ্ট পাবেন। আমার মনে হয় আমিই দায়ী। বিয়ের পর আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত রেখেছি। আপনাকে সুখ দিতে পারিনি। আপনি হয়তো একটা বাচ্চার শখ করেন, কিন্তু মুখ ফুটে বলতে পারেননি। স্যরি আহান।”
“এই মীরা। বোকার মতো কথা কেন বলো। কে বলেছে তোমায় এসব? তুমি জানো না, স্ত্রীর অনুমতি ছাড়া তাকে ছোঁয়াও যায়না।”
“কিন্তু, স্বামীকে বাঁধা দেওয়াও তো ঠিক নয়। আমাদের সম্পর্কটা বোধয় শুরু থেকেই স্বাভাবিক ছিল না। তাই আমরা কেউ কাউকে কিছু বলিনি। কিন্তু এখন তো আমাদের সম্পর্কটা জোরালো হয়েছে। আমরা চাইলে সব পারি। এবার আমি একটা বাচ্চা নিতে চাই।”
“মীরা কারো কথায় এভাবে নিজের উপর চাপ নিও না। তোমারই ক্ষতি।”
“চাপ নিচ্ছি না তো। আমার মনের কথা বললাম।”
“ঠিকাছে, এসব নিয়ে পরে ভাবব। এখন তুমি একটু হাসো।”
“আমার হাসি পাচ্ছে না।”
আহান কোনো কথা না বলে মীরাকে বুকে টেনে নিল। আহানের বুকের বা’পাশে মীরার মাথাটা চেপে ধরে আছে। আহান জিগ্যেস করল, “এখন কেমন লাগছে।”
“এখানে কোনো মেয়েই দুঃখ পাবে না।”
“এভাবেই থাকো। যতক্ষণ না তোমার মন ভালো হচ্ছে।”


রাতের দিকে সবাই ডিনার করতে বসেছে। মীরা ও তার শাশুড়ী সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। খেতে খেতে আহানের ফুপি আহানের বাবাকে বললেন, “ভাইজান একটা কথা বলতে চাইছি অনেকদিন ধরে। কিন্তু সময় বা সুযোগ কোনটাই পাচ্ছিলাম না।”
“কি কথা?”
“আমার অনেক দিনের ইচ্ছে ছিল আহান বা আয়ান এই দুজনের মাঝে কেউ একজনকে আমার মেয়ের জামাই করতে। এখন তো আহান বিয়ে করে ফেলেছে, তাই আয়ানের সাথে যদি তন্নির বিয়ে দিতে চাই তাহলে কি আপনারা অমত করবেন?”
ফুপির কথায় সবাই চুপ হয়ে যায়। থমথমে পরিবেশ এখন। ফুপির মেয়ে তন্নি লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আয়ান রাগে কটমট করছে। সবার থমথমে চেহারা দেখে ফুপি বেশ ভয় পেলেন। বললেন, “কি হলো ভাইজান? আমি কি কিছু ভুল বলে ফেললাম?”
আহানের বাবা বললেন, “আমার ছেলেরা বড়ো হয়েছে। তারা তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিবে। আয়ানকে জিগ্যেস কর সে কি বলে।”
“এসব কি বলেন ভাইজান। নিজের বিয়ের কথা কি আর নিজের মুখে বলবে?”
“কিন্তু আমি একদমই রাজি নই। আমি এখনো স্টুডেন্ট। আমার ক্যারিয়ার পড়ে আছে। নিজেকে তৈরি করি, তারপর বিয়ের কথা ভাবব।”
আয়ান রাগের চোটে বলে ফেলল। ফুপি বললেন, “আমরা নাহয় অপেক্ষা করব। কি বলিস?”
“নাহ্। আমার পক্ষে তন্নিকে বিয়ে করা ইম্পসিবল।”
আয়ানের বাবা জিগ্যেস করলেন, “কোনো রিজন আছে? তন্নি দেখতে শুনতে ভালোই তো। সমস্যা কোথায়।”
“আমি একজনকে ভালোবাসি। আর বিয়ে করলে তাকেই করব। নয়তো না।”
“কাকে ভালোবাসো?”
“দিবাকে।”
আয়ান খাবার টেবিল ছেড়ে উঠে গেল। ফুপির মুখের ভঙ্গি পালটে গেল। মনে মনে আয়ানকে বেয়াদব ছেলে বলে গালি দিচ্ছেন উনি। তন্নি কষ্ট পেল। কাঁন্না চলে এসেছে তার। আহানের বাবা তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, “দিবা কে?”
“আমি তো ঠিক বুঝতে পারছিনা ও কার কথা বলছে।”
আহানের বাবা মীরার দিকে তাকিয়ে বলে, “তুমি কিছু জানো?”
মীরা মাথা নিচু করে বলল, “দিবা আমার কাজিন। আয়ান দিবাকে পছন্দ করে।”
পাশ থেকে ফুপি গজগজ করে বলে উঠলেন, “তারমানে এসবের পিছনে তুমিই দ্বায়ী? এ বাড়ির এক ছেলেকে তো খেয়েছোই। এখন নিজের বোনকে লেলিয়ে দিয়েছ আরেক ছেলের পিছনে?”
ফুপির কথায় আহান টেবিলে এক থাবা দিয়ে উঠে দাঁড়াল। আহানের এমন কাণ্ডে ভয় পেয়ে গেলেন ফুপি। আহান বলল, “আর একটা কথা যদি তুমি আমার স্ত্রীকে বলেছ, তাহলে তোমাকে আর তোমার মেয়েকে সোজা চৌদ্দগ্রাম পাঠিয়ে দিব। খবরদার আমার স্ত্রীকে নিয়ে আজেবাজে কথা বলবে তো।”
“তুই একটা বাইরের মেয়ের জন্য আমার সাথে এমন করছিস?”
“শাটআপ! কে বাইরের মেয়ে? মীরা আমার স্ত্রী। আমার উপর ওর অধিকার সবচেয়ে বেশি। ভালো চাইলে নিজের মুখ বন্ধ রাখো।”
আহান মীরার হাত টেনে ধরে তাকে নিয়ে ডাইনিংরুম থেকে চলে গেল। ফুপি বেশ ভালোই ভয় পেয়েছে।

আহান রুমে এসে মীরাকে বলে ব্যাগপত্র গুছিয়ে নিতে। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে “কেন?”
আহান বলে, “আমরা বেড়াতে যাব।”
“কোথায় যাব? হুট করে এই সিদ্ধান্ত?”
“আমি আসার সময় বাসের টিকিট কেটে নিয়ে এসেছি।”
“যাব টা কোথায়?”
“বান্দরবান।”
“আপনার হঠাৎ কি হলো বলুন তো।”
“যা বলছি তা-ই করো। ব্যাগ গোছাও। আমরা কাল সকালেই রওনা হবো। ধরে নাও এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার।”
“আপনি আমাকে অনেক দিয়েছেন আহান। বিনিময়ে আমি কিছুই দিতে পারিনি আপনাকে।”
“তুমি শুধু আমাকে ভালোবাসলেই হবে। আর কিছু আমার চাইনা।”
“সাজেক যেতে চাই।”
“আগে বান্দরবান এ যাই। ওখানে আমার এক ফ্রেন্ড আছে। একদিন ওদের ওখানে থেকে, পরে নাহয় আমরা সাজেক এর উদ্দেশ্যে রওনা হবো।”
মীরা অনেক খুশি হয়ে বলে, “থ্যাঙ্কিউ। আমার অনেক দিনের ইচ্ছে সাজেক ট্যুরে যাব। ফাইনালি!”
মীরার এক্সাইটমেন্ট একটু বেশিই। মীরা দ্রুত নিজের জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র সব লাগেজ এ ঢোকাল। কাল সকাল সকাল তাদের বেরিয়ে পড়তে হবে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল দুজন।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here