জামাই ৪২০ (পর্ব ০১)

জামাই ৪২০ (পর্ব ০১)
Tisha Islam Nabila

আহহহহহহ, সারা বাড়িতে সম্রাটে’র পেছনে ছুটছে তিশা….বেচারা সম্রাট বউয়ের ভয়তে পালাচ্ছে….তিশা সম্রাটে’র পেছনে আর সম্রাট আগে….সম্রাট ছুটেই চলেছে কারন….সম্রাট ভাল করেই জানে….এখন যদি ওর বউ ওকে ধরতে পারে….তাহলে ওর কপালে অশেষ দুঃখ আছে….কারন আজ ও যা করেছে….তাতে তিশা যে ওর কি হাল করবে….এই ব্যাপারে সম্রাট অবগত….সম্রাট ছুটছে আর মনে মনে বলছে..!!

—-ধুর কেন যে আমি এটা করলাম??এখন যদি তিশা আমাকে ধরে….তাহলে তো আমি আজ শেষ….সম্রাট তু তো আজ গায়া কই মুঝে বাঁচালো….সম্রাট দৌড়াচ্ছে আর ভাবছে আজ কি করেছে ও??

#একটুআগে…..

তিশা বাড়িতে নেই সম্রাট বসে আছে..!!

সম্রাটঃ ইস আমার বউ বাড়ি নেই….এখন আমি কি করবো??একা একা বোর লাগছে….হিহি যদি আরেকটা বউ থাকতো……🐸💋👀

সম্রাট বসা থেকে উঠে….এদিক ওদিক ছুটে চলেছে….হঠাৎ ওর চোখ গেলো….শোকেজে থাকা তিশা’র মেকআপ বক্সে..!!

সম্রাটঃ আরিববাস কিতনি সুন্দার হে……😹

সম্রাট মেকআপ বক্সটা বের করে খোলে….খুলে দেখে অনেক কালার আইসেড….এবার চোখ পড়ে একুরিয়ামে..!!

সম্রাটঃ ধুর এই একুরিয়ামের পানি….হু এটার কালার তো ভাল না….এখন যদি আমি এইগুলো ওটাতে ঢালি….তাহলে অনেক সুন্দর কালার হবে……😎

সম্রাট ওয়াসরুমে গিয়ে….মগে পানি নিয়ে এরপর রুমে আসে….রুমে এসে সব মেকআপ মগে ঢালে..!!

সম্রাটঃ বাহ কি বুদ্ধি আমার….বউয়ের মেকআপ নষ্ট করে এত শান্তি হয়….জানলে তো আমি আরো আগে এই কাজ করতাম…..😂

ও মেকআপ তুমি এত সুন্দর কেন??
তোমাকে গুলিয়ে আমি এত শান্তি পাই কেন??

সম্রাট গান গাইছে আর মেকআপ গুলছে….গোলানো শেষ হতেই একুরিয়ামে ঢেলে দেয়….এরপর পায়ের উপর পা তুলে বসে….সম্রাট মনের সুখে গান শুনছে….এরমাঝে তিশা এসে দেখে….সম্রাটে’র পায়ের কাছে মগ….বিছানায় মেকআপ বক্স পড়ে আছে….আর একুরিয়ামের পানি নানান কালার হয়ে আছে….তিশা’র বুঝতে বাকি থাকেনা এটা কার কাজ….তিশা হনহন করে হেটে গিয়ে….সম্রাটে’র কান থেকে হেডফোন ফুলে ফেলে..!!

—-এই কোন শালীরে??আমার স্বাধের গান শোনা নষ্ট করলি??😬

সামনে তাকিয়ে দেখে….স্বয়ং সম্রাটে’র বউ তিশা….সম্রাট ঢোক গিলে বলে……

—-হে হে তু তুমি??😨

তিশাঃ এটা কি করেছো তুমি??😡

সম্রাট এদিক ওদিক তাকাচ্ছে..!!

তিশাঃ কি হলো বলো……

সম্রাটঃ আমি কিছু করিনি তো….আমি তো ঘুমিয়ে ছিলাম….ইস বেবী আমার যে এত ঘুম কেন??🙉

তিশা রাগে রাগে ফোস করছে….সম্রাট বুঝতে পারে বিপদ আছে….সম্রাট কোনোরকম বিছানা থেকে উঠে….দেয় ভো দৌড় সম্রাটে’র পিছনে তিশা ও দৌড় দেয়..!!

এখন…..

সম্রাট দৌড়াতে দৌড়াতে….আরশাল চৌধুরীর কাছে গিয়ে বললো..!!

—-শ্বশুর ফাদার হেল্প মি…..😵

আরশাল চৌধুরী ভ্রু কুঁচকে বললো..!!

—-কি হয়েছে বাবা??তুমি এভাবে ট্রেনের মতো ছুটে চলেছো কেন??🙄

সম্রাটঃ ছুটছি কি আর স্বাদে??আপনার ডাইনি মেয়ে….আমাকে যেভাবে তাড়া করেছে….😫

তিশা শিরি দিয়ে নামতে নামতে বললো…..

—-ওই কি বললি তুই??আমি ডাইনি হ্যা??শালা তুই ডাইনি….তোর ১৪গুষ্টি ডাইনি..!!👿

আরশাল চৌধুরীঃ আহা কি হচ্ছে মা??তুই নিজের স্বামী কে শালা বলছিস??🤨

সম্রাটঃ এহ আর নতুন কি??😒

তিশাঃ ওই কি বললি তুই??






সম্রাট কাঁদো কাঁদো ফেস করে বলে……

সম্রাটঃ না আর না শ্বশুর ফাদার….অনেক হয়েছে এই বাড়ি আমি আর থাকবো না….আজ পুরানো জামাই বলে এত অত্যাচার….নতুন বেলায় তো কত ভাল ছিলো….এর চেয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো….আর গিয়ে নতুন একজন কে বিয়ে করবো….সেখানে আমি আরামসে থাকতে পারবো….ওয়াও ওয়াট এ গ্রেট আইডিয়া….সম্রাট তোমার তো প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিলো….তাহলে এতদিনে দেশে অনেক উন্নতি হতো….আহা কেন যে হলেনা??তার চেয়ে আপাতত এই বুদ্ধি নিয়ে….দ্বিতীয় বিয়ে করার জন্য তৈরী হও বাবা সম্রাট….🐸😽

সম্রাট নিজেই বকবক করছে….এদিকে তিশা তো রেগে ফায়ার….আর আরশাল চৌধুরী ভয় পেয়ে বললো..!!

—-কি বলছো বাবা??আরেকটা বিয়ে করলে আমার মেয়ের কি হবে??😿

তিশাঃ কেন আমার কি আর বিয়ে হবেনা??

আরশাল চৌধুরীঃ তুমি চুপ করো…..

তিশাঃ কেন চুপ করবো??বাপি ও আমার সব মেকআপ নষ্ট করে ফেলেছে….আমার এত ফেবারিট ছিলো ওগুলো….বাইরে থেকে এসে দেখি ও আমার মেকআপ….মগের মধ্যে ভিজিয়েছে….আবার সেই পানি একুরিয়ামে ঢেলেছে….যাতে নানান রকম কালার হয়….😡

সম্রাটঃ আজ শ্বশুর বাড়ি বলে..!!😒

আরশাল চৌধুরীঃ কে বললো শ্বশুর বাড়ি??এটা তো তোমারই বাড়ি বাবা…..

সম্রাটঃ ও রিয়েলী??

আরশাল চৌধুরীঃ হ্যা অবশ্যই..!!

সম্রাটঃ শুনলে এটা আমার বাড়ি….তারমানে ওই মেকআপ আমার বাড়িতে ছিলো….আর আমার বাড়ির মেকআপ….আমি যা খুশি করতে পারি….😎

তিশাঃ স্টুপিড..!!

সম্রাটঃ শ্বশুর ফাদার দ্বিতীয় বিয়ে করবো নাকি??

আরশাল চৌধুরীঃ আব না এই তিশা যা এখান থেকে……

তিশা রেগে কটকট করতে করতে চলে গেলো….সম্রাট সোফায় পায়ের উপর পা তুলে বললো..!!

—-এই কে আছিস??ভিআইপি সম্রাট খাঁনে’র জন্য….মজার মজার ইয়াম্মি খাবার নিয়ে আয়….😋

একজন সার্ভেন্ট বিরবির করে বললো..!!

—-থাকে তো শ্বশুর বাড়ি….পুরাই জামাই ৪২০…..

সার্ভেন্ট সম্রাটে’র জন্য খাবার আনে….খাবার দেখে সম্রাট ভ্রু কুঁচকে বলে..!!

—-এইটুকু খাবার কেন??আরে এতে আমার কি হবে??এইটুকু খাবার তো আমার পেটের….এক কোনায় পড়ে থাকবে……

সার্ভেন্ট হা করে তাকিয়ে আছে….কারন সম্রাটে’র সামনে….৪গ্লাস দুধ, ৪টা সিদ্ধ ডিম….৪টা আপেল ৪টা কমলা….মুরগির লেকপিস ও ৪পিচ….আর বাটি ভর্তি আঙুর….তবুও বলছে এইটুকু খাবার..!!

সার্ভেন্টঃ কিন্তুু স্যার এখানে তো অনেক খাবার……

সম্রাটঃ ওততেরী আমাকে স্যার বলছে….দাড়া এবার দেখাচ্ছি মজা..!!

সম্রাট একটু নড়েচড়ে বসে বলে……

—-যা স্যারের কথা শোন….রান্নাঘরে যা খাবার আছে সব নিয়ে আয়….আরে আমি খাবো বলে কথা তাইনা??তুই জানিস আমার….প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিলো….আরে আমাকেই তো বানাতে চেয়েছিলো….আমি বাচ্চা ছেলে এত দায়িত্ব কি করে পালন করবো??তাই তো আমি ওই পদটা ছেড়ে দিলাম….আর এই বাড়ির ঘর জামাই হয়ে গেলাম….নাহলে দেশে অনেক কিছু হয়ে যেতো..!!🐸






সার্ভেন্ট রান্নাঘরে চলে যায়….আর আরশাল চৌধুরী হা করে আছে……

আরশাল চৌধুরীঃ আমার জামাই এত মিথ্যে কি করে বলে??

সম্রাট ভ্রু নাচিয়ে বলে..!!

—-আমাকে কিছু বললেন??🤨

আরশাল চৌধুরী আমতা আমতা করে বলে……

—-বললাম তুমি কত সত্যবাদী ছেলে..!!

সম্রাটঃ হ্যা ছোট থেকেই…..😎

আরশাল চৌধুরী সোফায় বসে পড়ে….সার্ভেন্ট আরো খাবার এনে….সম্রাটে’র সামনে দেয়..!!

সম্রাটঃ এখন তোমরা চলে যাও….জানোই তো খাবার সময় আমি পর্দা করি……😋😾

সবাই বিরবির করতে চলে যায়….কতক্ষণ পর সম্রাট ডাকে….এসে দেখে সব খাবার ফিনিশ….সম্রাট বড় বড় ঢেক ছাড়ছে….সবার চোখ কপালে যদিও এটা নতুন না….একজন সার্ভেন্ট জোড়েই বলে ফেলে..!!

—-কি রাক্ষস রে বাবা…..

সম্রাট রেগে মেগে বলে..!!

—-ওই তোর বাপেরটা খাই আমি??একদম মাথা ন্যাড়া করে দেবো….আর সেই ন্যাড়া মাথায় কবর খুচে….তোকেই কবর দেবো হাতির ডিম একটা হু….😏

এরমাঝে আবির এসে বলে..!!

—-হোয়াট এগুলো কি বলছো তুমি??🙄

সম্রাটঃ ইস চলে এলো ইংরেজের বাচ্চা…..

মনে মনে বলে সম্রাট..!!

সম্রাটঃ কিছু বলিনি তো আমি….আমি এত ইনোসেন্ট বাচ্চা….মানে জামাই আমি কি কিছু বলতে পারি??

বলে সম্রাট হনহন করে চলে যায়….সবাই হা করে তাকিয়ে আছে….বেচারারা ভাবছে কি বলে গেলো জামাই??

সম্রাট রুমে’র সামনে এসে দাড়িয়ে পড়ে..!!

সম্রাটঃ রুমে কি করে যাবো??বউ তো আমাকে কিমা বানাবে….তারপর আমার কিমা যদি আমাকেই খাওয়ায়??😳

সম্রাট এরকম আজগুবি ভাবছে….এরমাঝে পিছন থেকে তিশা ধাক্কা মেরে….সম্রাট কে রুমে ঢুকিয়ে দরজা আটকে দেয়….বেচারা বিছানায় গিয়ে বসে আছে….আচমকা সম্রাট চেচিয়ে ওঠে……

—-শ্বশুর ফাদার আমাকে বাঁচাও..!!🥴

তিশাঃ চুপ একটা থাপ্পর মারবো….শালা সারাক্ষণ শ্বশুর ফাদার….এখন যদি আমি তোমাকে উল্টো ঝুলিয়ে রাখি….তখন তোমার কি হবে বেবী??😎

সম্রাট কল্পনা করলো….ওকে তিশা উল্টো ঝুলিয়ে পিটাচ্ছে….এরপরই চেচিয়ে বলে উঠলো…..

—-আফা আমারে ছাইড়া দেন..!!🐸

তিশাঃ হোয়াট??
·
·
·
চলবে…………….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here