আলো-১৯,২০
১৯
গোধূলি লগ্নের এই সময়টা আলোর খুব প্রিয়। চারদিকে লাল আলোয় রাঙা আকাশ।
পাখিদের ঘরে ফিরে যাওয়ার তাড়া। একটু একটু করে লাল আলো ঢেকে অন্ধকার ঘনিয়ে আসছে।
আলোর আজ মনটা খুব বেশি ভালো। তারপরও কিছু ভালো লাগছে না। মনটা বড্ডো বেশি বিষন্ন হয়ে আছে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে।
কিন্তু ও কান্না করতে পারছে না।
ঠান্ডা বাতাস ছেড়েছে। দূর আকাশে বিদ্যুৎ চমকানোর আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। পর মুহূর্তেই আবার সবকিছু অন্ধকারে ছেয়ে যাচ্ছে।
আকাশের দিকে তাকিয়ে আলোর মনে হচ্ছে ওর মনের আকাশে যেমন মেঘ করে আছে, বৃষ্টি হয়ে ঝরে পড়ার অপেক্ষায়।
আকাশের মেঘগুলো ও ঠিক তাই। যে কোন সময় বৃষ্টি হয়ে নেমে আসবে। ও ভেবে খুব অবাক হলো, মানুষের মনের সাথে আকাশের কতো গভীর মিল!
মবিনুর রহমান কখন নিঃশব্দে আলোর পেছনে এসে দাঁড়িয়েছে, আলো কিছুই টের পাইনি।
তিনি স্নেহের পরশ বুলিয়ে বললেন, কি রে মা এই ভর সন্ধ্যায় তুই ছাদে কি করছিস মা?
আলো হঠাৎ করে বাবাকে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দিলো।
কি হয়েছে মা? আমাকে বল, তোর কিসের এত দুঃখ!
তোর চোখের পানি আমাকে কতটা কষ্ট দেয়, তুই কি বুঝিস!
আলো চোখের পানি মুছে, আবেগীয় কন্ঠে বলে উঠলো, বাবা তুমি এতো ভালো কেন?
আমি তোমাকে কখনো কোন কষ্ট দিব না। তুমি যা বলবে, তাই শুনবো। আমার ভালো না লাগলে ও শুনবো।
হঠাৎ করে তোর কি হলো? কেন এসব বলছিস মা?
বাবা আমি খুব খুব খুশি হয়েছি।
তুমি মন্টু মামার দায়িত্ব নিয়েছো। আমি সত্যিই খুব খুশি হয়েছি। আই লাভ ইউ বাবা।
আই লাভ ইউ।
আমার জন্য তোমাকে কখনো, এক ফোঁটা কষ্ট ও আমি তোমাকে পেতে দিব না।
প্রমিজ বাবা। তুমি দেখে নিও।
আমার মেয়েটা এতো কষ্ট পাচ্ছে তার মামার জন্য।
সুযোগ পেলেই সাভার যাচ্ছে, গাড়ি না থাকলে বাসে করে যাচ্ছে। আর আমি এইটুকু করবো না আমার মেয়ের জন্য।
চল নিচে চল। তোর মা চা নিয়ে অপেক্ষা করছে।
বেশি দেরি করলে আবার হৈচৈ করে পুরো বাড়ি একাকার করবে।
চল চল ভাঙা মাইক বাজা শুরু হবার আগেই নিচে যাই।
বাবার কথা শুনে আলো ফিক করে হেসে দিলো।
আসিফ ভেবেছিলো চেয়ারম্যান মানে বয়স্ক কেউ হবে। রুমে ঢুকে সে ধাক্কার মতো খেলো। খুবই অল্প বয়সী একজন রুপবতী কন্যা চেয়ারে বসে আছে। সামনে বিশাল এক টেবিল। টেবিল একদম ফাঁকা।
টেবিলের ওপর শুধু মাত্র একটা গল্পের বই।
আসিফ আড় চোখে বইটির নাম দেখে নিলো।
এশরার লতিফের থ্রিলার ” ঝুমঝুমি কি বেঁচে আছে”
আসিফ খেয়াল করলো, তার সাথে কথা বলার চেয়ে গল্পের বই পড়ার ব্যাপারে উনার আগ্ৰহ বেশি দেখা যাচ্ছে। কথাবাতাঁর ফাঁকে ফাঁকে তিনি বইও পড়ছেন। এক ফাঁকে সে তাঁর নাম বলে হাতটা বাড়িয়ে দিলো।
আমি রুবাইদা ইফতেখার।
ওয়েস্টার্ন ড্রেসে ম্যামকে বেশ মানিয়ে গেছে।
চেয়ারম্যান ম্যামের ঘরটাও খুব সুন্দর। দেয়ালে কয়েকটা পেইনটিং। প্রতিটাই সুন্দর। একটা পেইনটিং-এ গ্রামের মেয়ে ঘোমটা দিয়ে তাকিয়ে আছে তার শিশুটির মুখের দিকে। শিশুটি মায়ের বুকের দুধ খাচ্ছে। দৃশ্যটা এত সুন্দর, এতো জীবন্ত যে আসিফের চোখ বারবার সেখানে আটকে যাচ্ছে।
চেয়ারম্যান ম্যাম বললেন, অনার্স পাশ করেছেন। রেজাল্টও বেশ ভালো। প্রথম শ্রেণী। পড়াশোনা শেষ না করেই কেন জব করতে আসছেন?
কারণটা কি আর্থিক?
জি।
অনার্সে সাবজেক্ট কী ছিল?
ম্যাথমেটিকস।
হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে বলে উঠলেন, আপনি গল্পের বই পড়েন?
জি পড়ি।
এশরার লতিফের কোন লেখা পড়েছেন?
জি পড়েছি। উনি থ্রিলার খুব ভালো লিখেন।
একটা বইয়ের নাম বলতে পারবেন?
জি পারবো।
আলতা চক্র।
কনগ্রাচুলেশনস। আপনাকে আমার পছন্দ হয়েছে।
রুবাইদা ম্যাম বোতাম টিপলেন। এবার স্যুট-টাই পরা একজন লোক ঢুকলেন। তিনি বই থেকে মুখ না তুলেই বললেন, টিপু সাহেব এই ছেলেটির নাম আসিফ রহমান। সে আমাদের কোম্পানিতে আজ জয়েন করছে। অফিস এক্সিকিউটিভ। অ্যাপোয়েন্টমেন্ট লেটার ইস্যু করার ব্যবস্থা করুন।
জয়েনিং ডেট কবে ম্যাম?
আজকের তারিখ দিয়ে দিন।
টিপু সাহেব আসিফ কে বললেন আপনি আমার সাথে আসুন স্যার।
টিপু বলল, স্যার! এটা আপনার রুম। আপনি চা খান, চা দিতে বলি?
বলুন।
আমি চা পাঠিয়ে দিচ্ছি। দশ মিনিট পর কাগজপত্র রেডি করে নিয়ে আসব।
আসিফের বেশ ভালো লাগছে। তার জন্য নিজের একটা রুম, সে আশা করেনি। রুমে এসি ও আছে।
তার অবশ্য এসির দরকার নেই। তার রুমে ফ্যান থাকলেই সে বেশি খুশি হতো।
প্রথম দিন তার তেমন কোন কাজ নেই।
জয়েনিং লেটার হাতে পাওয়ার পর চেয়ারম্যান ম্যাম ডেকে পাঠালেন এক সাথে কফি খাওয়ার জন্য।
আসুন আসিফ সাহেব। বসুন।
আজকে প্রথম দিন আপনার কাজ করার দরকার নেই।
সবার সাথে পরিচয় হয়েছে?
জি ম্যাম।
টিপু সাহেব সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন।
ঠিক আছে।
কফি দিতে বলেছি। আমার সাথে কফি খান।
তারপর আজ সকাল সকাল বাড়ি চলে যান।
আর হ্যাঁ, যাওয়ার সময় জহির সাহেবের কাছ থেকে এ মাসের বেতনটা এ্যাডভান্স নিয়ে যাবেন।
জহির সাহেবের সাথে পরিচয় হয়েছে তো?
জি ম্যাম হয়েছে।
উনি একাউন্ট সেকশনে আছেন।
আজ মাসের উনিশ তারিখ। হিসেবে ভাংতি মাস মানে বারো দিনের বেতন পাওয়ার কথা।
আসিফকে পনেরো দিনের বেতন এ্যাডভান্স দেওয়া হয়েছে। সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে ওর কাছে।
আসিফ অফিস থেকে বের হয়ে গেল প্রথমে ইলেকট্রিক চুলা কিনতে।
তারপর একটা ফ্যান কিনে বাসায় আসলো।
ওর মনটা আজকে অসম্ভব রকমের ভালো।
সে বাসায় এসেই আগে নিজের হাতে ফ্যান সেট করলো। তারপর চুলার লাইন দিয়ে বললো, কেমন হয়েছে অহনা?
ঝটপট চা বানাও তো দেখি। নতুন চুলার উদ্বোধন হয়ে যাক চা দিয়ে। হা হা হা।
অহনা কোন কথা বলছে না। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে আসিফের কান্ড কারখানা দেখছে।
আসিফ বলেই চলেছে, দেখেছো ফ্যানের বাতাসটা কতো ঠান্ডা। এসি ফেল। সবকিছু উড়িয়ে নিয়ে যেতে চাইছে।
অহনার কোন উত্তর না পেয়ে আসিফ পূর্ণ দৃষ্টিতে অহনার দিকে চাইলো। ও কাছে এসে অহনার থুতনিটা উঁচু করে ধরে বললো, কি হয়েছে তোমার?
মুখটা এমন শুকনো লাগছে কেন? দুপুরে কিছু খেয়েছো?
অহনা শুকনো হাসি দিয়ে বললো, কি খাবো?
আসিফের খুব মন খারাপ হয়ে গেল। তাইতো সকালে দুজন মোড়ের দোকান থেকে পরোটা, ডাল আর চা খেয়ে ভার্সিটি গেছে।
সেখান থেকে অহনা দুপুরে বাসায় চলে আসছে।
আর ও অফিসে। ওর তো অফিসেই খাওয়ার ব্যাবস্থা।
ও অফিস ডাইনিং এ লাঞ্চ করেছে।
কিন্তু অহনা কি খাবে সেই চিন্তা তো করেনি।
বাসায় রান্নার ও কোন ব্যাবস্থা ছিল না।
আসিফের চোখে পানি চলে এসেছে। ও অহনার গালে স্নেহের পরশ বুলিয়ে বললো, সরি সরি।
আমার উচিত ছিল তোমার হাতে কিছু টাকা দিয়ে যাওয়া। পাঁচটা মিনিট সময় দাও।
আমি নিচে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা।
আলো-২০
অহনার বাবা মুশফিকুর রহমান আজ দুদিন ধরে অফিসে যাচ্ছেন না। ঠিক মতো খাওয়া দাওয়া ও করছেন না। রুম থেকে খুব একটা বের ও হচ্ছেন না।
খেতে ডাকলে যেন শুনতে পায়নি এমন একটা ভাব করে পা নাচাতে থাকেন। মুখের সামনে সব সময় পেপার ধরা।
ভাবখানা এমন সারা দুনিয়ার সব খবর এই পেপারে আছে। পেপার না পড়লে যেন তিনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন কেউ হয়ে যাবেন।
এর আগেও তিনি অফিস বাদ দিয়েছেন।
বিশেষ করে শরীর খারাপ থাকলে তিনি ঘরে বসে ফোনে অফিসের কাজ গুলো সেরে ফেলেন।
কিন্তু অহনা চলে যাওয়ার পর থেকে তিনি কোন ফোন রিসিভ করছেন না।
রন্জু এক হাতে সব সামলাতে হিমশিম খাচ্ছে। খেতে ডাকলে নিচে না নেমে, না শোনার ভান করে পেপার মুখের সামনে ধরে রেখে পা নাচানোর গতি আরো বাড়িয়ে দেন।
বাধ্য হয়ে অহনার মা খাবার ট্রেতে করে ওপরে নিয়ে আসেন। সে খাবার ও তিনি খুব সামান্যই মুখে তুলেন।
অহনার মা চায়ের কাপটা মুশফিকুর রহমানের হাতে দিতে দিতে ভয়ে ভয়ে বললেন, তোমার কি শরীর খারাপ?
না শরীর খারাপ হবে কেন?
তাহলে দুই দিন ধরে অফিসে যাচ্ছো না, রুম থেকে ও বের হচ্ছো না। রন্জু ছেলে মানুষ। ও কি অফিসের সব ঝামেলা কন্ট্রোল করতে পারে?
যা হবার হয়েছে। যে যেভাবে থাকতে পছন্দ করে, তাকে সেভাবেই থাকতে দাও।
শুধু শুধু চিন্তা করে নিজের শরীর খারাপ করে লাভ কি?
মুশফিকুর রহমান চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা সাইড টেবিলে রাখতে রাখতে বললেন, বুঝলে অহনার মা, আমি এই দুই দিন অহনাকে নিয়ে ভাবলাম।
ও ছেলে মানুষ, না বুঝে একটা ভুল করেছে। কিন্তু ও আমার খুব আদরের একমাত্র মেয়ে। চাওয়ার আগেই সব কিছু পেয়ে অভ্যস্ত। আমি ওর সব ভুল ক্ষমা করলাম। আমি আমার মেয়েকে ও মেয়ে জামাই কে মেনে নিব ঠিক করেছি।
আনন্দে অহনার মায়ের চোখে পানি এসে গেছে।
তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে শাড়ির আঁচলে চোখ মুছছেন বারবার।
তিনি ভাবতেও পারেনি এতো তাড়াতাড়ি অহনাকে তার বাবা মেনে নিবেন।
তোমার চোখে আবার পানি কেন? সবকিছু তো মেনেই নিচ্ছি। কথায় কথায় এতো চোখের পানি ফেলবে না তো। বিরক্ত লাগে। যাও এখন আমার সামনে থেকে যাও। আর রন্জু কে পাঠাও।
আমি আমার মেয়ের বাসায় বাজার পাঠাবো।
অহনার মা ছুটে ঘর থেকে বের হতে যেয়ে অতি আনন্দে দরোজার সাথে জোরে একটা বাড়ি খেলেন।
সাথে সাথে কপাল ফুলে ঢোল হয়ে গেল।
তিনি ব্যাথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিচে নামা শুরু করলেন।
তার ধারণা রন্জু এতোক্ষণে হয়তো অফিসে চলে গেছে। যদি রওনা দিয়েও দেয়, তিনি ঠিক করেছেন ছেলেকে ফোন করে ফেরত আসতে বলবেন।
তিনি সিঁড়ির মুখে এসে ওপর থেকেই দেখলেন রন্জু অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে চা খাচ্ছে।
তিনি হাফ ছেড়ে দ্রুত নিচে নেমে আসলেন।
রন্জু বাবা একটা সুখবর আছে।
রন্জু মুখে কোন কথা না বলে চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকালো।
চা পরে খাবি বাবা। আগে তোর বাবার সাথে দেখা করে আয়। তোর বাবা তো অহনাকে মেনে নিয়েছে।
শোন তুই আবার অফিসের বাহানা দিস না।
যা বলে তাই শুনবি।
রন্জু চায়ের কাপ রেখে ঘাড় নাচিয়ে ওপরে গেল, বাবার সাথে দেখা করতে।
বাবা ডেকেছো আমাকে।
মুশফিকুর রহমান পেপার থেকে চোখ না তুলেই বললেন, এসো ভেতরে এসে বোস।
রন্জু বসা মাত্র মুশফিকুর রহমান পেপার ভাজ করে রেখে বললেন, আজকে তোমার দুপুরের পর অফিস গেলে ও চলবে। এখন এক কাজ করো।
অহনা কে দেখে আসো। আর জামাই সহ কাল যেন এ বাসায় আসে। ওদের কাল আসার দাওয়াত দিয়ে আসবে।
আচ্ছা ঠিক আছে। আমি তাহলে উঠি।
গাধার মত উঠি উঠি করছো কেন?
বোনের বাসায় প্রথম যাবে, কি নিয়ে যাবে?
মিষ্টি, ফল নিয়ে যাবো।
মিষ্টি, ফল তো অবশ্যই নিবে।
বাজারের সবচেয়ে বড় মাছ, মাংস সবকিছু বাজার করে নিয়ে যাবে। একটু বেশি করে কিনবে।
পুরো মাস যেন যায়। বিয়ে তো করছে এক ছাত্রকে।
বাতাস খেয়ে থাকবে নাকি আমার মেয়ে।
আচ্ছা ঠিক আছে বাবা। আমি তো অহনার বাসা চিনি না। আলোকে সাথে নিয়ে যাই।
আচ্ছা ঠিক আছে যাও।
অহনার মা দরোজায় দাঁড়িয়ে সব কথা শুনে তিনি দ্রুত পাশের রুমে গিয়ে অহনাকে ফোন করলেন।
ওপাশ থেকে ফোনটা ধরা মাত্র সে গড়গড় করে বলা শুরু করলো, অহনা তুই কি বাসায় আছিস?
রন্জু তোকে দেখতে যাচ্ছে। জামাই বাবাজিকে নিয়ে আজ বাসায় থাক।
মা তোমার জামাই তো চলে গেছে ভার্সিটি। আমার আজ সকালে ক্লাস নেই। আমি দেরি করে বের হবো।
আচ্ছা ঠিক আছে। তোর বাসার ঠিকানাটা রন্জুকে টেক্স করে দে।
আচ্ছা মা দিব। তুমি ভালো আছো তো?
ভালো আর ছিলাম কোই? তবে এখন ভালো আছি।
তোর বাবার রাগ পড়ে গেছে। তোদের কাল কিন্তু এ বাসায় দাওয়াত। কাল সকাল সকাল চলে আসবি।
মা তোমার জামাই তো পার্ট টাইম জব করছে।
রাত ছাড়া তো আসতে পারবো না। তাই যাবে কিনা বলতে পারছি না।
ওমা সে কি কথা। আসবে না কেন?
তোমরা নিজেরা ফোন করে দাওয়াত না দিলে কি সে যাবে? দাওয়াত দিতে তো রন্জুকে পাঠাচ্ছি।
তোরা যেভাবে বিয়ে করেছিস। এরপর ও কি আশা করিস, তোর বাবা নিজে তোকে বা জামাইকে ফোন করে দাওয়াত দিবে? বোকামি করিস না।
জামাইকে নিয়ে কাল সকাল সকাল চলে আসবি।
রাখলাম।
আলোকে সৈকত পাঁচটা অংক দিয়েছে।
সে খুব মনোযোগ দিয়ে অংক গুলো কষছে। এর মধ্যে ওর ফোনটা বেজে উঠলো।
ও বুঝতে পারছে না ফোনটা ধরবে নাকি ধরবে না।
সে একবার ফোনের দিকে একবার স্যারের দিকে তাকাতে তাকাতে ফোনটা বেজে বেজে কেটে গেল।
অংকে মনোযোগ দেওয়ার সাথে সাথে আবার ফোনটা বেজে উঠলো।
সৈকত ভ্রু কুঁচকে বললো, ফোনটা ধরছো না কেন?
আলো ভয়ে ভয়ে ফোনটা ধরলো।
হ্যালো কিছু বলবে রন্জু ভাইয়া?
হুম।
তোমার সময় হবে। আমি একটু বাজার নিয়ে অহনাকে দেখতে যাবো। আমার সাথে যাবে তুমি?
ভাইয়া আমার তো টিচার আসছে। তুমি কি বাজার করেছো?
না তোমাকে নিয়ে বাজার করে একসাথে যাতে চাই।
তাহলে এক কাজ করো। তুমি বাজার করে আমাকে বাসা থেকে নিয়ে যেও। আমার আরো আধা ঘন্টা লাগবে।
আচ্ছা ঠিক আছে আমি আসছি বাজার শেষ করে।
তুমি রেডি থেকো।
আজকে সকালে আসিফ নতুন চুলা আর হাড়ি পাতিল উদ্বোধন করছে। ভোরে ঘুম থেকে উঠেই সে ডালে, চালে খিচুড়ি রান্না করেছে। ডিম ভাজার আগ দিয়ে অহনাকে ডেকে তুললো।
অহনা চোখ ডলতে ডলতে উঠে বসে দেখে পুরো রুম খিচুড়ির গন্ধে মৌ মৌ করছে।
আসিফ তাড়া দিয়ে বললো, তাড়াতাড়ি গোসল করে আসো। আমি ততক্ষণে ডিম ভেজে খাবার সাজাই।
অহনা ফ্রেস হয়ে এসে দেখে বিছানায় গামছা পেতে তার ওপরে খাবারের প্লেট সাজিয়ে আসিফ হাত গুটিয়ে বসে আছে।
তখনো ধোঁয়া উঠছে খিচুড়ি থেকে। এসো এসো আমার যাওয়ার সময় হয়ে গেছে। একসাথে খেয়ে নেই।
খেতে খেতে আসিফ জানতে চাইল কেমন হয়েছে রান্না?
অহনা হালকা হেসে বললো ভালো।
অহনা সবসময় ঘি দিয়ে পোলাওয়ের চালে রান্না করা খিচুড়ি খেয়ে অভ্যস্ত। তারপরও আসিফের রান্না ভাতের চালের খিচুড়ি ও খারাপ লাগছে না খেতে।
একদম আগুন গরম ধোঁয়া ওঠা খিচুড়ি অহনা বেশ তৃপ্তি সহকারেই খাচ্ছে।
আসিফ খেতে খেতে বললো, অহনা খিচুড়ি একটু বেশি করে করছি। দুপুরে তুমি একটা ডিম ভেজে খেয়ে নিও।
রাতে দুজন একসাথে রান্না করে খাবো।
আমি অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবোনি।
অহনা খাওয়া থামিয়ে হা করে তাকিয়ে আছে আসিফের মুখের দিকে।
কি হলো কিছু বলবে? খাওয়া বন্ধ করে বসে আছো যে?
আমি তো ডিম ভাজতে জানি না।
এবার আসিফের মুখ হা হয়ে গেছে।
ওর কাছে মনে হচ্ছে এর চেয়ে আশ্চর্য কথা এর আগে ও কখনো শুনেনি।
ও বিস্ময় প্রকাশ করে বললো, কি বলো তুমি ডিম ভাজতে জানো না?
আমি তো কখনো রান্না করিনি। কিভাবে জানবো?
শুধু চা, কফি তৈরি করছি। তাও পাশে সহকারী থাকতো। সে সব কিছু এগিয়ে দিতো।
আচ্ছা ঠিক আছে না পারলে শিখবে।
এখানে তো আমাদের কোন সহকারী নেই তাই না?
আজ থেকে আমি তোমার সহকারী, তুমি আমার সহকারী। হা হা হা।
শোন পেঁয়াজ, কাঁচা মরিচ আর সামান্য লবন দিয়ে ফিটে তেল গরম হলে ডিম দিয়ে দিবে।
একপিঠ ভাজা হলে উল্টে আবার অন্য পিঠ ভাজবে।
অহনা কাঁদো কাঁদো সুরে বললো…