শুধু তোমারি জন্য পর্ব ৩

শুধু তোমারি জন্য
পর্ব ৩
Written By A M Ayan
.
.
আয়ান রাস্তা দিয়ে হেটে যাচ্ছে..
আজ তার মন ভালো নেই..ব্রেক আপ হইছে..
.
ব্রেক আপ হইছে তার বেস্ট ফ্রেন্ড এর সাথে..
সে আজ অন্য রাস্তা দিয়ে বাসায় যাচ্ছে..
.
এমন সময় সে দেখতে পারতেছে কিছু লোক জোড় করে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে..
.
মেয়েটি ছাড়া পাওয়ার চেষ্টা করতেছে..কিন্তু না..সে ছাড়া পাচ্ছে নাহ.
.
আয়ানের জিনিশটা কেমন জানি লাগলো.
.
>আপু আপনি কি নিজের ইচ্ছায় উনাদের সাথে যাচ্ছেন??
>ওই তুই কে বে??সামনে থেকে সর..
.
আয়ানের রুড বিহেব সহ্য হয় নাহ..আরিয়ার সাথে ঝগড়া হইছে..সেই রাগ ও কারো উপর এসে পরবেই.
.
আয়ান কিছু না বলেই..সোজা ঠাসসসসসসসসসসসসস করে একটা চড় বসিয়ে দিলো…
.
আমি কি তোর সাথে কথা বলছিলাম??কথা বলছি মেয়ের সাথে তুই মধ্যে এসে কথা কেনো বললি বে??
>ওই তুই জানিশ না আমরা কে??
>ঠাসসসসসসসসস…এবার আরো জোরে…
আয়ানের হাতে চড় খেয়ে লোকটা যেনো থতমত খেয়ে গেলো…
.
পাশের লোকেরাও চলে গেলো..আচ্ছা ওরা তোমায় এভাবে টেনে নিয়ে যাচ্ছিলো কোথায়??
>জানি নাহ..(বলেই কেদে দিলো আনিয়া)
>এই এই কাদে নাহ..,চল তুমি আমার সাথে..
.
.
আয়ান আনিয়াকে নিয়ে বাসায় যাচ্ছে..
বাসায় গিয়ে দরজার সামন্র দাঁড়িয়ে আছে.
কিন্তু ভিতরে মেয়ে নিয়ে যাবার সাহস আয়ানের নেই..
.
দরজায় নক করে আয়ান..
একটু পরেই দরজা খুলে দেয় আয়েশা..
.
দরজা খুলেই চেচিয়ে উঠে আয়ান..
>আয়ান তোর সাথে মেয়ে কে রে??
>কুত্তা..আসলে বল..
>না বলবো নাহ..তুই আগে বল মেয়েটা কে..
>আয়েশা চুপ কর..আমি বলছি..
.
এতোক্ষনে আয়ানের মা বাবাও চলে আসে.
.
আয়ান আনিয়াকে নিয়ে ভিতরে যায়.
.
আনিয়া সবাইকে সব খুলে বলে..
তার কষ্ট এর কথা শুনে সবাই অবাক হয়..
.
>আচ্ছা মা..আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে(আয়ানের মা)
.
আনিয়া তৃপ্তির হাসি দেয়..
.
আনিয়া এখন নিজের রুমে শুয়ে আছে..আর ভাবছে ফারহানের কথা..
.
.
ওইদিকে ফারহান এর কেনো যেনো বাসা টা খালি খালি লাগছে..
.
দুপুরে খেতে বসেছে সে.আর আনহা..
.
ছি..এগুলা কি রান্না করেছো?(ফারহান)
>যা পেরেছি তাই রান্না করছি..তোমার ভাল লাগে নি??
>এগুলা কেউ খায় আনহা?
>ফারহান?এভাবে বলছো কেনো??
>তো কিভাবে বলবো??,
.
>এতোই যখন পারো নিজে রেধে খাও..আমায় আর বলবে নাহ..
.
আনহা উঠে চলে যায়..ফারহান থ মেরে বসে আছে…এই জায়গায় আনিয়া থাকলে হয়তো কিছুই বলতো নাহ..অথচ সে তো অনেক ভালো রান্না করে৷
.
ফারহানের এখন আনিয়ার কথা মনে পরতেছে.
.
অন্যদিকে আনিয়া রুমে শুয়ে আছে..হঠাৎ গিটারের সুর তার কানে ভেসে এলো.
সে বিছানা ছেড়ে উঠে যায়..তার যে গিটার এর সুর খুব পছন্দ..
.
সে ছাদে যায়..
.
ছাদে গিয়ে সে দেখে আয়ান গিটার বাজাচ্ছে..
সে শুনতে থাকে..কোন খেয়ালে যেনো হারিয়ে গেছে আনিয়া..
.
হঠাৎ আয়ান ডাক দেয়৷
এই যে ম্যাম..এদিকে এসে বসুন..
>আনিয়া একটু অপ্রস্তুত ছিলো..তাও সে আয়ানের পাশে গিয়ে বসে.
.
আচ্ছা একটা কথা বলা যাবে??
>হুম বলুন..(আনিয়া)
.
>নাই জিনিশ এ ভাগ্য কিভাবে পেয়ে গেলো???
>মানে??
>মানে হলো ফারহানের মতো একটা মানুষ আনিয়া কে কিভাবে পেলো?
.
>জানি নাহ..কিন্তু আমার স্বপ্ন ছিলো যে আমি যাকে বিয়ে করবো তাকেই ভালোবাসবো..কিন্তু হলো নাহ..
>আপনার মা বাবা কিছু বলে নাহ??
>আমরা মধ্যবিত্ত..বিয়ের পরে চাইলেও কিছু করতে পারতাম নাহ..
.
>যানেন আমি কখনও কারো প্রেমে পরি নি.
>ওহ..
>কিন্তু এবার মনে হয় প্রেমে পরেই যাবো..
.
>আনিয়া কথাটার হ্ন্য প্রস্তুত ছিলো নাহ..
.
সে উঠে চলে যেতে নেয়…এমন সময় আয়ান বলে উঠে..
.
>খাবারের যোগ্য তো সেই যে বুঝে খাবারের মর্ম কি..ঠিক ভালো তো তাকেই বাসতে হয়..যে বুঝে ভালোবাসার অভাব কি..
.
.
আনিয়া আর কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে যায়..আর কাদতে থাকে..
আল্লাহ কে বলতে থাকে..আল্লাহ আগে কেনো এমন কাউকে পাঠাও নি আমার জীবনে??
.
.
এভাবেই চলতে থাকে আয়ান আনিয়ার জীবন..
.
অপর দিকে ফারহান কেনো যেনো পাগল হয়ে যাচ্ছিলো আনিয়ার জন্য..
.
আনহার রুড বিহেব আর আনিয়ার ভালোবাসা কেনো যেনো বার বার তার অভাব টা বুঝিয়ে দিচ্ছিলো..
.
ফারহানের এখন আনিয়াকে দরকার…
.
.
সে লোক গুলোর কাছে যায় যেখানে আনিয়া কে বিক্রি করে দেওয়া হয়ে ছিলো..
.
কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এখানে আনিয়া নেই..
.
.
আনিয়া রোজ রাতে আয়ানের গান শুনে..আর সেই গানে নিজেকে খুজে নিতে শুরু করে..
.
বলতে গেলে আয়ান আর আনিয়া একে অপর কে ভালোবাসতে শুরু করে দেয়.
.
.
কিন্তু ওই যে বলে ভাগ্য ভালো না থাকলে যা হয় আর কি…
.
সেদিন আয়ান আর আনিয়া শপিং এ বের হয়েছে.
.
.
হেসে খেলে এগুচ্ছে তারা…হঠাৎ আনিয়া আটকে যায়..
.
কি হলো আনিয়া??
>আয়ান..
>হে বলো কি হইছে?
>সে সামনে দেখতে বলে.।
.
>আয়ান সামনে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে..
>আয়ান…ফারহান…
.
.
>আয়ান যেনো আটকে যায়..
ফারহান আসতে আসতে তাদের সামনে আসে..
.
.
আনিয়ার সামনে এসেই সে আনিয়ার হাত ধরে ফেলে..
.
>বাসায় চলো..
এই বলে আনিয়ার হাত ধরে সে টেনে নিয়ে চলে যাচ্ছে আনিয়া কে..
.
.
আনিয়া আর আয়ান শুধু একে অপরের দিকে তাকাচ্ছে..
.
তার মানে কি তাদের ভালোবাসার মিল হবে নাহ??
.
.
চলবে ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here