রোমান্টিক বুড়ো 😜 বর,১৪ পর্ব,পর্ব-১৫

রোমান্টিক বুড়ো 😜 বর,১৪ পর্ব,পর্ব-১৫
Mitu jahan Mitu
১৪ পর্ব
,
পারভেজ:না মানে প্লিজ তুলি আমাকে ক্ষমা করে দাও,😥😥
,
আমি:হা হা হা আমি আপনাকে ক্ষমা করবো ,
আমি কেই বা আপনার।আর রোইলো আমি যাবো কি না।
তাহলে শুনে রাখুন আমি যাচ্ছি না আপনার সাথে,
আর কোনদিন ও যাবো না😒।
আপনি এখন যেতে পারেন এখান থেকে 😠😠😠
,
পারভেজ: একটাবার কি আমাকে সুযোগ দিতে পারো না তুলি।
,
আমি:না পারি না, কিন্তু আপনি যা করেছেন তার ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না।
আপনি এখন আসতে পারেন।না হলে আমি চিৎকার চেঁচামেচি করবো।
,
পারভেজ:না তোমার চিৎকার করতে হবে না আমি চলে যাবো,
,,
,
(এই বলে পারভেজ নিচে চলে যায়)
,
আম্মু:আসো বাবা আসো ,বসো
,
পারভেজ:না মানে 😥😥
,
মিসু:কি এতো মানে মানে করছো ভাইয়া ,বসো তো , আর আন্টি আমাকে আর ভাইয়াকে চা খাওয়া তে পারবে 😊
,
আম্মু:তা তো অবশ্যই পারবো মা ,
তোমরা বসো আমি করে আনছি🙂🙂
,
মিসু: হুম 😊😊😊
,
(আম্মু চলে গেলে)
,
মিসু:এই ভাইয়া কি হয়েছে কি, এখন নিচে আসলে কেন 😒😒 , তোমার না এখন ভাবির কাছে থাকার কথা।
,
পারভেজ:আমরা চলে যাবো😖
,
মিসু:আমরা নয় আমি চলে যাব আর তুমি থাকবে
,
পারভেজ:নারে তুলি চায় না আমি থাকি,
ও এখনোও আমাকে ক্ষমা করতে পারেনি।
,
মিসু:আরে তাই বলে এখনি হার শিকার করলে হবে নাকি ভাইয়া।
ভাবি বললেই কি তোকে চলে যেতে হবে নাকি।
,
পারভেজ: মানে তুই কি বলতে চাস মিসু!!
,
মিসু:আরে ভাবি তো তোমার সাথে অভিমান করে আছে ,
আর তুমি অভিমান না ভাঙ্গিয়ে উল্টা হেরে ভুত হয়ে চলে যাবে।
,
পারভেজ: কিন্তু তোর ভাবি তো আমাকে চলে যেতে—-
,
মিসু:আরে বাবা বলুক, তুমি ও বলবে আমার শশুর বাড়ী আমি যাবো না ,
একটু সিরিয়াস তো হো ভাইয়া।
,
পারভেজ: কিন্তু—-,😕
,
মিসু: কোনো কিন্তু নয় ভাইয়া , ভুল যেহেতু করেছো তাই তা ঠিক করার দায়িত্ব তোমার,
আর তুমি আমাদের ভাইয়া,
আমাদের(গল্পের আসল লেখিকা মিতু জাহান মিতু) ভাইয়া এভাবে হেরে যেতে পারে ,বলো ভাইয়া।😊😊😊
,
পারভেজ:একদমি না🙂, আমি ফিরিয়ে আনবোই তোর ভাবিকে ,কথা দিলাম।
,
মিসু: সত্যিই তো!
,
পারভেজ: হুম সত্যিই 😊😊
,
মিসু: তাহলে মিশনে নেমে পড়ো ভাইয়া আর আমি যাচ্ছি।
,
আম্মু: যাচ্ছি মানে কি তুমি না চা খাবে বললে!?
,
মিসু:আন্টি এখন আর খেতে পারবো না ,
আপনাদের জামাই আমাকে নিতে এসেছেন,
বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে।
,
আম্মু: বাইরে মানে , ভিতরে আসতে বলবে না,
,
মিসু:আজ নয় আন্টি অন্য একদিন নিয়ে আসবো কথা দিচ্ছি।
,
আম্মু: আচ্ছা , কিন্তু অবশ্যই আসবে কিন্তু।
,
মিসু: হুম আন্টি আর আমি যাই ভাইয়া 😜
,
পারভেজ: হুম
,
(তারপর মিসু চলে গেলো আর পারভেজ শাশুড়ি আর শশুর এর সাথে গল্প করছে )
,
আব্বু:তা বাবা এবার কিন্তু কয়েকদিন অবশ্যই থাকতে হবে তোমাদের 🙂
,
পারভেজ: অবশ্যই আব্বু,এবার অনেক দিন থাকবো।
,
আব্বু:যাক কয়েকটা দিন মেয়েটাকেও কাছে পাবো।
,
(হঠাৎ তুলি নিচে এসে পারভেজ কে দেখে রাগে)
আমি: কয়েক টা দি নয় অনেক গুলো দিন পাবে আমাকে হতে পারে সারাটা জীবন এর জন্য,
আব্বু: কি বললি ,তা যাই হোক ,
তা না হয় থাকবি সাথে জামাই ও।
,
আমি: জামাই মানে,
আপনি এখনোও যান নি 😠😠
এখানে কি করছেন এখনোও।
,
পারভেজ: কোথায় যাব😊,আর আমি আমার আব্বুর সাথে গল্প করছি বুঝলে।
,
আব্বু:কি হচ্ছে কি 😒 তুলি, পারভেজ এখানে থাকবে না তো কোথায় থাকবে।
,
আমি: আমি কি জানি উনি কোথায় থাকবে ,
কিন্তু যেখানেই থাকুক না কেনো আমার বাড়িতে থাকতে পারবে না
,
পারভেজ: আমি কিন্তু আমার শশুর বাড়িতে থাকবো,
এখন যেই যাই বলুক আমি শুনছি না।
,
আমি:এই যে এটা আমার আব্বুর বাড়ি মানে আমার বাড়ি😠
বুঝছেন কি বলতে চাইছি,তাই ভালোই ভালোই কেটে পরুন।
,
পারভেজ:এটা আমার শশুর বাড়ী মানে আমার বউয়ের বাড়ি ,
আর বউয়ের বাড়ি মানে আমার বাড়ি😜😜
,
আমি:ওই😤😤 আপনি কিন্তু বেশি করছেন,
,
পারভেজ:কি বেশি করলাম 🤔 আমি কি কিছু ভুল বলছি আব্বু।
,
আব্বু: একদম ঠিক বলছো বাবা
,
আমি:আব্বু তুমি ও😤😤 , আপনাকে না আমি (এই বলে আমি রুমে চলে আসলাম)
,
পারভেজ:😁😁😁
,
,
আমি:শালার কতো বড়ো সাহস বলে কিনা এটা উনার বাড়ি ,
খাটাস একটা ।এটা আমার বাড়ি 😠😠😠 যতোসব
,
পারভেজ:বউ ও বউ 😀 কোথায় তুমি
,
আমি:এতো নেকামি করে কে ডাকছে ?
,
পারভেজ: আমি ডাকছি বউ।
,
আমি:ওই আমি আপনার বউ না 😠😠
,
পারভেজ: তাহলে কি ভাবি নাকি😝
,
আমি:কি বললেন 😠।
,
পারভেজ: আমি আবার কি বললাম।
,
আমি: আমি আপনার ভাবি হয় 😡😡 ,
,
পারভেজ:বউ ও না ভাবিও না তাহলে কি হতে পারো 🤔
,
আমি: কিছুই হয় না? আর কখনোও আমাকে বউ বলে ডাকবেন না 😒😒
,
পারভেজ:তা যাই হোও আমার বউকে আমি যা খুশি ডাকবো তাতে তোমার কি।
,
আমি: আমার কি মানে সব তো আমাকেই বলবেন তাই নয় কি!
,
পারভেজ: তাহলে শিকার করছো তুমি আমার বউ😉
,
আমি; আমি কখন শিকার করলাম আমি আপনার বউ।😤😤😤
যাই হোক আপনি এখানে কি করছেন ,
আপনাকে বলি নাই আমাদের বাড়ি থেকে চলে যেতে,
তার পর ও বেহায়ার মতো পরে আছেন কেন।
,
পারভেজ: আমি আমার শশুর বাড়িতে পড়ে আছি এখানে বেহায়ার কি দেখলাম বউউউউউ
,
আমি: আবার 😠😠😠
,
পারভেজ:যায় হোক , আমি এখন ঘুমাবো ,সরোতো বউউউউ
,
আমি: সর্বো মানে!?! কোথায় ঘুমাবেন আপনি😨😨
,
পারভেজ: কোথায় আবার বিছানায় 🙂
,
আমি: অসম্ভব 😤😤😤 বিছানায় আমি ঘুমাবো।
,
পারভেজ:ঘুমাও না🙂🙂🙂।আর আমি তো আমার বউ এর সাথে ঘুমাবো😉😉,
,
আমি:একদমি না, অনেক হয়েছে, এখনি আপনি যান আমার ঘর থেকে।
,
পারভেজ: আমি কোথাও যাবো না 😒।
,
আমি:😠😠😠 আপনি যাবেন😤😤😤😤।
,
পারভেজ: ওকে ওকে আমি যাচ্ছি 🙄🙄পরে কিন্তু আমাকে আটকাতে আসবে না।
,
আমি: আমার বয়েই গেলো আপনাকে আটকাতে😏😏😏 বরং আমি বাঁচি
,
পারভেজ: ওকে তাহলে যাচ্ছি কিন্তু।
,
আমি: হ্যাঁ হ্যাঁ যান তো যতোসব,
,
পারভেজ: আমি যতোসব তাই না , দাঁড়াও দেখাচ্ছি মজা।😜
,
আমি:কি-ই-ই মজা হে । আমি কিছু দেখতে চাই না।
,
পারভেজ: কিন্তু আমি তো আমার বউকে😜😜😜——-
,
চলবে

#রোমান্টিক বুড়ো 😜 বর
#১৫ পর্ব
#Mitu jahan Mitu
,
,
আমি: হ্যাঁ , হ্যাঁ যান তো যতোসব,😏😏
,
পারভেজ: আমি যতোসব তাই না , দাঁড়াও দেখাচ্ছি মজা।😜
,
আমি:কি-ই-ই মজা হে । আমি কিছু দেখতে চাই না।
,
পারভেজ: কিন্তু আমি তো আমার বউকে😜😜😜 কিছু দেখাতে চাই,
,
আমি: আমি কিছু দেখতে চাই না ,একদমি কাছে আসার 😨😨😨 চেষ্টা করবেন না কিন্তু বলে দিলাম ,
,
পারভেজ: আমি আমার বউয়ের কাছে আসছি তাতে কার কি?😏
,
আমি: আপনি কি করতে চাচ্ছেন কি😨
,
পারভেজ: বেশি কিছু না একটু রোমান্টিকতা করবো😜😜 এর চেয়ে বেশি কিছু না বউউউউ
,
আমি:একদমি ভালো হচ্ছে না কিন্তু
,
পারভেজ: হ্যাঁ তা আমি জানি,ভালো হবে কী করে আমার বউ তো রেগে আছে,
,
(এই বলে পারভেজ তুলির আরো কাছে চলে আসে ,আর তুলি অবাক হয়ে দেখছে পারভেজ কে ?)
,
আমি:এই কি করছেন কি আপনি?
,
পারভেজ: তুমি যা বলেছো তাই করছি 😊
,
আমি: আমি যা বলেছি তা করছেন মানে!! আমি কখন বললাম আমার কাছে আসতে আপনাকে,
,
পারভেজ: আগে তো আসতে দাও তার পর না হয় বলছি 🙂
,
আমি;একদমি কাছে আসবেন না
(কিন্তু কে শোনে কার কথা পারভেজ তুলির আরো কাছে চলে আসে(গল্পের আসল লেখিকার নাম মিতু জাহান মিতু) আর পারভেজ এসব দেখে তুলির হার্ট বিট ক্রমশই বেড়েই যাচ্ছে, পারভেজ তুলির দিকে আরো ঝুঁকে যাচ্ছে ,তুলি আর চোখ মেলে রাখতে পারলো না ,
,
,
,
হঠাৎ তুলির হার্ট বিট কমে গেলো আর চোখ খোলে দেখতে পারলো পারভেজ বালিশ হাতে নিয়ে দাঁত কেলাচ্ছে 😁😁)
আমি:কি হচ্ছে কি এসব 😒😒
,
পারভেজ:কি হবে আবার আমি তো বালিশ নিলাম।
,
আমি:একটু আগে তো বললেন রোমান্টিকতা করছেন 😠
,
পারভেজ:সেটা তো করতেই চাই কিন্তু বউযে করতে দেয় না,
তাই ভাবলাম বালিশের সাথেই একটু রোমান্স করে ফেলি😘
,
আমি: যতো সব 😠😠যান বালিশের সাথেই করেন।
,
পারভেজ: আচ্ছা আমি যাই ওকে বাই বউউউউউ
,
আমি: এতো রাতে কোথায় যাচ্ছেন আপনি 🤔
,
পারভেজ: আব্বু আম্মুর ঘরে —-
,
আমি: মানে কি 😨 এতো রাতে আব্বু আম্মুর ঘরে যাবেন পাগল নাকি আপনি।
,
পারভেজ: না গিয়ে কি করবো , আমার বউ তো আমাকে ঘর থেকে বের করে দিতে চায়।
,
আমি: তাই বলে আব্বু আম্মুর ঘরে যাবেন।
এই যে শুনুন আমি একদমি আপনাকে ঘর থেকে বের করে দি নি ।
শুধু বলেছি আমার সাথে বিছানায় শুতে পারবেন না।
,
পারভেজ:এরি জন্যই তো আমি আব্বু আম্মুর কাছে যাবো ,
আর যদি থাকতেই হয় তাহলে আমার সাথে বেড শেয়ার করতে হবে 😁😁😁
,
আমি:একদমি না, আমি পারবো না শেয়ার করতে 😖
,
পারভেজ: তাহলে আমি গেলাম 😜😜
,
আমি: এই একদমি না 😤 এতো রাতে আব্বু আম্মুর কাছে গেলে কি ভাববে ছিঃ ছিঃ।
,
পারভেজ: এতো কিসের যে ছিঃ ছিঃকরছো বউউউউ🤣🤣
যাই হোক তাহলে আমি কি করবো বলো বউউউউ
,
আমি:ঘুমান😭😭😭 বিছানায় 😠😠😠😠( বুড়ো খাটাস বর একটা আমিও ছাড়বো না আপনায়(মনে মনে)
,
পারভেজ:তা মনে মনে গালি দেওয়া শেষ হলে ঘুমিয়ে পড়ুন মহা রানী😉
,
আমি:এই খাটাসটা বুঝলো কি করে আমি গালি দিচ্ছি,(মনে মনে)
আর গালি দিয়েছি বেশ করেছি ইচ্ছা মতো দেব 😁
,
পারভেজ: ওকে ওকে যতো ইচ্ছা দিও এখন ঘুমিয়ে যাও বউউউউউ
,
আমি:😨😨😨 আবার বুঝে গেলো।
,
পারভেজ:ওহে মিসেস খুব তো বলো বুড়া এবার দেখবা এই বুড়ো কি রোমান্টিক ,
তারপর শুধু বলবা আমার #রোমান্টিক বুড়ো 😜 বর
হা হা হা হা হা হা(মনে মনে)
,
(এই বলে পারভেজ ঘুমিয়ে পড়লো )
,
আমি:খাটাস টা মনে হয় ঘুমিয়ে গেছে ,
যাক বাবা আমিও একটু ঘুমিয়ে নি,
সারাদিন এই খাটাস টার কারনে একটু বিশ্রাম নিতে ও পারিনি।
,
😪😪😴😪😪
,
সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি উনি বিছানায় নেই।
কে জানে কোথায় আবার কি করছে,
যাক গে আমার কি ,উনি আমার কেউ হয় না ,
আসলেই কি হয় না,নাকি অনেক কিছু।
আচ্ছা আমি কি বেশিই রাগ করছি ,
কেউ অন্যায় করলে আর ক্ষমা চাইলে অবশ্যই তাকে প্রথম ক্ষমা করে দিতে হয় ,
কিন্তু আমি কি করবো বুঝতে পারছি না,😒😒
,
কিন্তু যাই করি এতো সহজে ক্ষমা করবো না করলেও প্রকাশ করবো না 😏😏

এমন নাচানি নাচাবো না খাটাস আর কোনো দিন রাগ করেও আমার শরীরে হাত তুলতে একশো বার ভাববে😁😁😁😁 হি হি ,
কি প্লান আমার,
সত্যিই আমি যে এতো বুদ্ধিমান তা আমি নিজেও জানিনা 😛😛
,
( হঠাৎ পারভেজ এর আগমন)
,
পারভেজ: সকাল সকাল কি বুদ্ধি করছো বউউউউ😁😁
,
আমি:এই একদমি দাঁত কেলাবেন না, আমার দেখতে ভালো লাগে না।
,
পারভেজ: আমার দাঁত আমি যতো খুশি কেলাবো তাতে তোমার কি ,
যাই হোক ,যাওতো বউ এক কাপ চা এনে খাওয়াও তো।
,
আমি:😠😠😠 পারবো না আমি আপনাকে খাওয়াতে
(এই বলে আমি রাগে 😠 নিচে চলে আসলাম আর পিছনে খাটাস টাও)
,
,
আব্বু:আয় তুলি মা আয় বস এখানে
,
আমি:🤢🤢
,
আম্মু:একি আমার মেয়েটা মুখটাকে এরকম করে রেখেছে কেনো?কি হয়েছে কি মা
,
আমি: কিছু হয়নি আম্মু 😥
,
পারভেজ: হয়েছে হয়েছে 😁😁
,
আম্মু:কি হয়েছে বাবা 😮
,
আমি: ওই আমার আবার কি হলো 🙄🙄🙄
,
পারভেজ: তোমার তো মন খারাপ হয়েছে 🙂
জানেন আম্মু তুলি না আমার জন্য আজ রাঁধতে চেয়েছিল
,
আমি: মানে😨😨😨😨😨—-
,
পারভেজ:আহা চুপ করো তো আমাকে বলতে।
জানেন আম্মু তুলি আজ আমার আর আপনাদের জন্য নিজের হাতে রাঁধতে চেয়েছে ,
কিন্তু আপনি নাকি ওকে রাঁধতে দিবেন না তাই ওর মন খারাপ 🙂
,
আমি:😤😤😤😤😤😤 ওই—-
,
আব্বু:এ আর তেমন কি ,যা তুলি মা আজ তুই রান্না করিস🙂🙂🙂 জমিয়ে খাবো কিন্তু
,
আমি: আমি রাঁধবো !!!😭😭😭😟😟😭😭
,
আম্মু: আচ্ছা বাবা আচ্ছা মনে খারাপ করতে হবে না তুই রান্না করিস
,
আমি: আম্মু তুমি ও —
(সব এই বুড়ো খাটাস টার জন্য হয়েছে,
কোথায় ভাবলাম আমি উনাকে টাইট দেব উল্টা উনিই আমাকে টাইট দিচ্ছে 😠😠😠😠😠।
আর আমার আব্বু আম্মু ও উনার কথায় উঠছে ,বসছে আর নাচছে।)
,
পারভেজ: কি হয়েছে কি বউউউউউ 😛 , রাঁধবে না 😁
,
আমি:——
,
চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here