রাজনীতির_রংমহল #সিমরান_মিমি #পর্বসংখ্যা_০৫

#রাজনীতির_রংমহল
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_০৫

মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ কর্কশ কন্ঠে বাজতে থাকা ফোনটা কানে নিতেই ওপাশ থেকে মেয়েলি কন্ঠের এমন কথা শুনে স্ক্রিনের দিকে তাকালো পরশ।চোখ স্থির করে নাম্বার’টা দেখেই আতকে উঠলো।
এটা তো স্পর্শীয়া।আবার কি ঝট পাকিয়েছে মনে মনে যে এতো মধুর কন্ঠে কথা বলছে।নাকি এই রাত দুটোর সময় কারো সাথে বাজি ধরেছে?হতেও পারে,এ মেয়ে যে ভীষণ ডেঞ্জারাস।

বারকয়েক ঘুমন্ত চোখের পাপড়িগুলো বন্ধ করে পরশ বললো-
স্পর্শীয়া,আজ নয়।ঘুমানোর সময় এখন।রাখছি।

ওপাশ থেকে চিৎকার করে উঠলো স্পর্শী।ঘনঘন কন্ঠে বলতে লাগলো-

উহুম একদম না।ফোন কাটবেন না কিন্তু।কথা আছে আমার আপনার সাথে।আর তাছাড়াও আপনি ফোন দিলে আমি কি কেটে দিয়েছিলাম নাকি।

দমে গেল পরশ।ঘুমন্ত গরম নিঃশ্বাস টুকু ঠোট গোল করে ছেড়ে দিলো। বারকয়েক নড়ে মাথার বালিশটা উচু করে দিয়ে শুলো।তারপর বললো-

কি বলবে এতো রাতে?বলো?

-আপনি কি বিয়ে করেছেন?সত্যি কথা বলবেন কিন্তু।

চোখ বন্ধ রেখেই পরশ দুষ্টুমির সুরে বললো-
–কেন আমাকে বিয়ে করবে নাকি?

ওপাশ থেকে দ্রুত জবাব এলো।
–হ্যা হ্যা,বিয়ে করবো বলেই তো ফোন দিলাম।তা কবে করছেন আমায় বিয়ে।আমি কিন্তু একপায়ে রেডি আছি।চলে আসুন তাড়াতাড়ি।

জিহবা দিয়ে ঠোট ভিজিয়ে নিয়ে পরশ শান্তভাবে বললো-

আবার কার সাথে বাজি ধরেছো। তা বাজিতে জিতলে কি পাবে?আমাকেও তো অর্ধেক দিতে হবে, নইলে তো আমি বিয়েতে রাজি হবো না।

মেজাজ বিগড়ে গেল স্পর্শীর।ওপাশ থেকে বি’ক’ট শব্দে চেচিয়ে উঠে বললো-

ওইইইই ব্যাটা,ভাব বেড়ে গেছে তাই না।স্পর্শী নিজে থেকে তোকে বিয়ের অফার দিচ্ছে আর তুই এখনো ঢং য়ের মধ্যে পড়ে আছিস।করবো না তোকে বিয়ে।ক্যান্সেল তুই।বুঝলি,বিয়ে করবো নায়ায়ায়ায়ায়ায়া………

ধড়ফড়িয়ে বিছানা থেকে উঠে বসলো পরশ।চারদিকে রাতের অন্ধকার বিরাজমান।ঘরে সামান্য আলোর ফোটাও নেই।চোখের সামনে কোনো আলো থাকলে পরশের ঘুম হয় না বলেই ঘর একদম অন্ধকার করে শোয় সে।কান টা ঝিম ধরে গেছে মনে হচ্ছে।বিছানা হাতড়ে ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করতেই দেখলো ফোন টা বন্ধ। তৎক্ষণাৎ মনে পড়লো রাতে স্পর্শীর সাথে কথা বলার পর ফোন বন্ধ করে রেখেছিলো। পাওয়ার অন করে রুমের আলো জ্বালালো।তারপর বিছানায় বসে স্পর্শীর নাম্বার’টা দেখতে লাগলো।

রাত তিনটা।সে যে এতক্ষণ স্বপ্ন দেখছিলো তা এই মুহুর্তে ক্লিয়ার।কিন্তু স্বপ্ন হোক আর যাই হোক বা কান’টা ঝিম ধরে আছে। পরশ চিন্তায় পড়লো।এতো এতো মানুষ থাকতে এই ভয়ংকর মেয়েই তার স্বপ্নে আসবে কেন?তাও সরাসরি বিয়ের প্রোপোজাল নিয়ে।মাই গড!এই মেয়ের সাথে বিয়ে। ভাবতেই পরশের শিরদাড়া ঠান্ডা হয়ে যায়।পরক্ষণেই মায়ের বলা কথাগুলো মনে পড়ে যায়।লেখাপড়া শেষ, ক্যারিয়ার ও শুরু করে দিয়েছে,এখন ব্যাস বিয়েটা বাকি।বিয়ে যদি করতেই হয় তাহলে স্পর্শী খারাপ কোথায়?স্পষ্টবাদী,একটু স্বাধীনচেতা,সেটা মানিয়ে নেবে পরশ।মা-পরিবার ছাড়া বড় হওয়া মেয়েটা নিশ্চয়ই তার মাকে শাশুড়ীরুপে পেয়ে অবজ্ঞা করবে না।

পরশ হেটে রুমের বাইরের বেলকনিতে গেল।একজন বউ হিসেবেও স্পর্শী বেশ পার্ফেক্ট।চোখ বন্ধ করে বারকয়েক স্পর্শীর সাথে দেখা হওয়ার ঘটনাগুলো ভাবলো।প্রথম দিন ভালো করে খেয়াল না করলেও দ্বিতীয় দিন বেশ ঘাটিয়ে দেখেছে স্পর্শীকে।সাদা স্যালোয়ার,কামিজ ওড়নায় একদম নিষ্পাপ লাগছিলো।সারা মুখ-চোখ জুড়ে ছিল শুভ্রতা।হলুদ ফর্সা মুখখানি তার উপর ওমন প্রতিবাদী কথাগুলো যেন বারবার টানছিলো পরশ কে।

বাস্তবিকভাবেই আমরা কেউ কারো কষ্ট,ব্যাথা,সম্পর্কে অবগত হলে আরো ভীষণ ভাবে তার উপর দুর্বল হয়ে পড়ি।পরশের বেলায় ও তার ব্যাতিক্রম নয়।

চমকে উঠলো পরশ।একি হচ্ছে তার সাথে।এখন দিনরাত না ঘুমিয়ে সে কিনা স্পর্শীর ভাবনাতে মশগুল থাকবে।সামান্য একটা মেয়ে তাকে দু দিনেই ছন্নছাড়া করে দিচ্ছে।নানা এটাতো চলবে না।মাথা থেকে কথাগুলো ঝেড়ে রুমে চলে এলো।লাইট নিভিয়ে চোখ বন্ধ করে পুনরায় ঘুমানোর চেষ্টা করলো।

__________
সকালে ঘুম থেকে উঠেই স্পর্শী কাউকে কিচ্ছু না বলে স্কুটি নিয়ে নবীনগরের দিকে এলো।আজ আর ভালো লাগছে না।ভার্সিটি মিস দেবে সে।আজকে সারাদিন খালামনির কাছে থাকবে সে।গেটের সামনে এসে স্কুটি রেখে ভেতরে প্রবেশ করতেই চমকে উঠলো।থ্রি কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জি গায়ে দেওয়া অবস্থায় গেটের পাশের সাদা গোলাপ গাছ টায় রাহুল পানি দিচ্ছে।পানি দেওয়া শেষ হতেই পুনরায় মুখের মধ্যে ব্রাশ দিয়ে দাত মাঝতে শুরু করলো রাহুল।ঘুরে তাকাতেই দেখলো স্পর্শী ঢুকছে বাড়ির মধ্যে।দ্রুতপায়ে ছুটে গিয়ে স্পর্শীর সামনে দাড়ালো। ব্রাশ হাতে নিয়ে জিজ্ঞেস করলো-

তোর দিন দিন দাম বেড়েই যাচ্ছে তাই না।আমি ওখানে ছিলাম তাও কথা বললি না কেন?

অসস্তিতে হাসফাস করতে লাগলো স্পর্শী।অন্যদিকে তাকিয়ে বললো-

তোমার কেন সেন্স না থাকলেও আমার আছে ভাইয়া।এভাবে এই ড্রেসে কেউ বাইরে বের হয়।মার্জিত ভাবে থাকলে ঠিকই সেধে কথা বলতাম।

চমকে নিজের দিকে তাকালো রাহুল।তারপর স্পর্শিকে বললো-

খুব তো বললি।মনে হচ্ছে এই ভাবে এই প্রথম বার দেখছিস আমাকে?

–নাহ,প্রথম বার দেখিনি।সেই এতটুকু বয়স থেকে তোমাকে শুধু এই ড্রেসে কেন বলতে গেলে হাফ প্যান্ট পড়া অবস্থাতেও দেখেছি। তখন অসস্তি হতো না।এখন হচ্ছে, কেননা সেই রাস্তাটাও তুমি তৈরী করে দিয়েছো।আচ্ছা ভাইয়া তোমার কি বিবেক নেই। সেই ছোটবেলা থেকে এখানে বড় হচ্ছি। খালামনিকে মা না ডাকলেও সেই আমার মা।তোমাকে আমার নিজের ভাইয়ের থেকেও আপন ভেবেছি।একসাথে থেকেছি,তোমার কাধে চড়িয়ে বেরিয়েছি,খেলেছি কত্ত কি?সেই তুমি কি করলে?এইচএসসি এর আগেই নিজের পরিচয় টা দেখিয়ে দিলে।খালাতো ভাই যে কখনো আপন হয় না সেটা বুঝিয়ে দিলে।তোমার জন্য আমি বাড়িতেও কোনো কথা বলি না।বাবা ফোন দিলেই খালি বিয়ে বিয়ে করে।শান্তি পাচ্ছি না আমি।আচ্ছা,দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই।আমার পিছনেই কেন পড়ে আছো?তুমি জানো,হোস্টেলে থাকাটা কতটা কষ্টের। কয়েক মিনিট লস গেলে আর সে ওয়াক্তে খাবার পাওয়া যায় না।মেপে মেপে খেতে হয়।কেন করি এই কষ্ট?শুধু তোমার জন্য?তোমার এই বেহায়া পনার জন্য আমার এই বাড়িতে যেখানে এতটুকু থেকে মানুষ হয়েছি সেখানে আসতে লজ্জা করে।আর তোমার সামনে দাড়াতেই তো আমার গা ঘিনঘিন করে।

দাতে দাত চেপে পুনরায় স্পর্শী বললো-

দেখো,মুড ভালো নেই।মনির কাছে এসেছি।দয়া করে এই ক ঘন্টা আমার থেকে দূরে অবস্থান করো।

বলেই হনহন করে বাড়ির ভেতর ঢুকে গেল স্পর্শী।রাহুল অবাক চোখে তাকিয়ে রইলো স্পর্শীর পানে। সে তো কখনো বোনের নজরে ওকে দেখে নি।সেই এতটুকু থেকে নিজের হাতে করে ওই পুতুল টাকে সাজিয়েছে।এই বত্রিশ বছর বয়স পর্যন্ত একটাও প্রেম করে নি।যখনই কেউ এমন কিছু বলেছে তখনই সবাইকে বলেছে পরিবার থেকে কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে।এমনকি স্পর্শীর অপছন্দের জন্য নিজের শখের শিক্ষকতা ছেড়েছে।নিজের পরিবার থেকে শুরু করে স্পর্শীর পরিবারকে পর্যন্ত রাজি করেছে।কিন্তু সেই স্পর্শীইই তো আর তার নেই।আচ্ছা স্পর্শি কি কারো সাথে সম্পর্কে জড়িয়েছে?ভাবতেই শ্বাসরুদ্ধ হয়ে এলো রাহুলের। এমনটা কখনো হবে না।সে হতেই দিবে না।এর আগেই প্রয়োজনে জোর করবে স্পর্শীকে,বাধ্য করবে বিয়ের জন্য।একবার বিয়েটা হয়ে গেলেই বাচ্চা নিয়ে নেবে।পরে বাচ্চার জন্য হলেও স্পর্শী বাধা পড়ে যাবে তার সাথে।এতোদিন ভদ্র ভাবে রাজি করিয়েছে রাজি হয় নি।এবারে অভদ্র হবে সে।খুব শীঘ্রই স্পর্শীকে বাধতে হবে।নাহলে,,,,,,

_______
দুপুর বারোটা।পার্টি অফিসের নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে আছে পরশ।আজকে তেমন ব্যাস্ততা নেই। পাভেল ও পাশে নেই।ভার্সিটির কিছু কাজের জন্য বেরিয়েছে।পরশ চেয়ারে গা এলিয়ে দিলো।হাতের ফোনটা নিয়ে বারকয়েক স্ক্রল করলো ফেসবুকে। ভালো লাগছে না। সত্যিই মানুষ যতই নিজের ক্যারিয়ারের দিকে ছুটুক দিনশেষে একজন সস্তির মানুষ প্রয়োজন৷ যার সাথে কথা বলার জন্য,সময় কাটানোর জন্য অবসর খুজতে মরিয়া হবে সে। এবারে বিয়েটা করাই উচিত।

বিয়ের কথা মনে হতেই স্পর্শীর কথা মনে পড়লো।সে যে তাকে রাতে সপ্নের মধ্যে বিয়ের প্রোপোজাল দিয়েছে এটুকু তো বলাই যায়।সাথে রাতের মতো না হয় আরেকটু রাগিয়ে দিবে তার রাগীনি কে।প্রথমবার কল দিতেও কেউ রিসিভড করলো না।অসস্তিতে পড়লো পরশ।আবার ফোন দেওয়া উচিত কি না।একজন এমপি হয়ে একটা অপরিচিত মেয়ের নাম্বারে এভাবে অনর্গল ফোন দেওয়াটাকে দৃষ্টিকটু ঠেকছে তার কাছে।তাও মন মানলো না।পুনরায় ফোন দিতেই ওপাশ থেকে রিসিভড হলো।সাথে সাথে ভেসে এলো অভিমানি তেজি সুরের আওয়াজ-

কিইইই, বিড়াল টিড়াল কিনে তারপর ফোন দিয়েছেন?এবারে কি আকিকা করবেন কিনা সেই অনুমতি চাইবেন?

ঠোট কামড়ে হেসে দিল পরশ।অদ্ভুদ লাগলো তার কাছে।সারাক্ষণ রোবটের ন্যায় চলতে থাকা এই গম্ভীর মুখশ্রীতে যখনই স্পর্শীর সাথে কথা বলে তখনই অদ্ভুদ্ভাবে হাসি ফোটে।এক অজানা প্রশান্তি পায়।

–উহুম না,এখনো কেনা হয়নি।একটু বিজি ছিলাম তাই।ভালো করেছো মনে করিয়ে দিয়ে।

স্পর্শী পরশের কথার মাঝখানে এক ক্লান্তির ছোয়া পেল।ঠোট কামড়ে কিছুক্ষণ চিন্তা করে বললো-

এই আপনি কি কোনো নেতা-টেতা নাকি?

–এরকমটা মনে হওয়ার কারন?

–নাহহ তেমন কিছু না।সেদিনকে দেখলাম আপনার সাথে অনেকগুলো বডিগার্ড৷ আর গাড়ির ভেতরে পুলিশ ও তো দেখলাম।তাই

পরশ ভ্রু কুচকালো।ভাবলো একবার বলে দেবে।কিন্তু সে এমপি এটা শোনার পরে যদি স্পর্শী তার সাথে কথা বলতে অসস্তি বোধ করে।বললো-

ওই ছিলাম একটু আরকি।

দু ঠোট এক করে ভেবে স্পর্শী বললো-

পাতি নেতা।এই শুনুন,এই সব নেতাগিরি বন্ধ করুন।বড় বড় নেতার পেছনে সারা রাত দিন ঘুরবেন, দিনশেষে আপনার’ই শত্রু বাড়বে।বিপদ হলে তখন আর তাদের পাশে পাবেন না।আপনিই বলুন এই যে এত্তো মারামারি -কাটাকাটি হয়, দেখেছেন কখনো বড় নেতারা আহত হয়।মার খেলে তো সেই চুনোপুটিরাই মার খায়।এখনো বলছি এসব বাদ দিন।হুম্ম,স্পর্শী কাউকে খারাপ বুদ্ধি দেয় না।

ঠোট টিপে হাসলো পরশ।তারপর বললো-

কিন্তু আমি তো এসব এখন ছাড়তে পারবো না।তাহলে ক্ষতি হবে জনগনের।

নাক ছেটালো স্পর্শী।ব্যাঙ্গ করে বললো-

এহহহহ কোন রাজ্যের প্রধানমন্ত্রী আপনি।যে রাজনীতি ছাড়লে দেশ ডুবে যাবে।

–আপাতত এক রাজ্যের ছোট-খাটো এমপি আছি।ভবিষ্যতে তুমি ভোট দিলে প্রধানমন্ত্রী হয়েও যেতে পারি।কি বলো,দেবে ভোট।

চমকে নাম্বারের দিকে তাকালো স্পর্শী।এই লোক একজন সাংসদ।তার সাথে দিনের পর দিন এভাবে কথা বলেছে ভাবতেই কেমন লাগছে।বেশ কিছুক্ষণ নিরব থাকলো স্পর্শী।ওদিকে পরশ ভীষণ ভাবনায় পড়লো।হুট করে পরিচয় বলাটা মোটেও ঠিক হয় নি।এখন যদি স্পর্শী আর কথাই না বলে।তাহলে?

চলবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here