মিঃ নিরামিষ😒😂,Part_29,30

মিঃ নিরামিষ😒😂,Part_29,30
Writer-Afnan Lara
Part_29

নিবিড়-শুনছি আজকে রাত ৩টা ২মিনিটে ভূত আসবে মাথার কাছে
তুলি বালিশ নিয়ে থেমে গেলো,,তাও সাহস করে বেরিয়ে গেলো,guest রুমে গিয়ে শুয়ে পড়লো,,
নিবিড় নিরবকে ডেকে সব planning করলো,কাল নিরবের ক্লাস নেই তাই planning টা করলো
তুলি ঘুমাচ্ছে,,ঘড়ির কাঁটায় ৩টা বাজে,
নিবিড় -নিরব start
নিরব ভূতের পোশাক পরে রেডি ছিল,আস্তে আস্তে এগিয়ে গেলো,,
তুলির পাশে গিয়ে দাঁড়ালো,তুলি ভয়ে ঘুমায়নি,তাই কারোর আসার আওয়াজ পেয়ে উঠে গেলো,লাইট জ্বালিয়ে দেখলো আস্ত একটা ভূত দাঁড়িয়ে আছে
তুলি এক চিৎকার দিলো,,তারপর ভাবলো এটা নিশ্চয় নিবিড়,
তুলি-দেখুন মজা করবেন না,আমি জানি আপনি নিবিড়
তারপর তুলি দরজার দিকে তাকালো,নিবিড় না দেখার ভান করে রুমে ঢুকতেসে
তুলি-উনি এখানে তো এটা কে,আল্লাহ গো,আমারে কেউ বাঁচাও তার মানে এটা সত্যি সত্যি ভূত,,
তুলি এক দৌড়ে গিয়ে নিবিড়ের পিছনে দাঁড়ালো,,
নিবিড় নিরবকে ইশারা করলো চলে যেতে,Mask এর জন্য নিরব চোখে দেখতেসে না,তাই তুলিকে আরও ভয় দেখাতে গেলো,নিবিড় কিছু করতেসে না দেখে তুলি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললো,
নিবিড় ধরে ফেললো তুলিকে,
নিরব এখনও দাঁড়িয়ে কাউকাউ করতেসে😂😂
নিবিড়-আরে বন্ধ কর এসব,তুলি অজ্ঞান হয়ে গেসে
নিরব-সেকি😱
নিবিড় তুলিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেলো,
নিরব কেটে পড়লো,,
নিবিড় তুলির ঘুমন্ত চেহারার দিকে চেয়ে আছে,,ঠোঁট লাল কেন,,নিশ্চয় চকলেট খেয়েছে,
নিবিড় নিজের অজান্তেই ওর ঠোঁটে হাত বুলিয়ে দিলো,,
বাইরের জানালা দিয়ে হালকা করে অনেকটাই বাতাস আসতেসে,মৃদু শীত
বৃষ্টির পরের পরিবেশ♥♥
নিবিড় উঠে চলে যাওয়ার শক্তি পাচ্ছে না
তুলির এই ঠোঁট কতবার যে আকর্ষন করেছে,কোনো একটা বাধা আমাকে কাছে আসতে দেয় না,কিন্তু আজ সে বাধা নেই,কই গেসে,???
আমি যদি এখন তুলিকে কিস করি ও সকাল হলে কি বুঝতে পারবেনা?বা এখন যদি ওর হুস ফিরে এসে যায় আমি কি করবো,,
নিবিড় অনেকক্ষন ভেবে উঠে যেতে নিলো কিন্তু তুলি ঘুমের ঘোরে নিবিড়ের হাতটা চেপে ধরে রাখলো,
নিবিড় আস্তে করে এগিয়ে গেলো তুলির কাছ,,বিয়ের আজ এতটা মাস হয়ে গেলো,,অথচ কাছে আসলো আজ,,
আজ কি কোন বিশেষ দিন??
নিবিড় আবার ভাবতে লাগলো
এই পুরাটা সময় তুলি ঘুমানোর ভান ধরে ছিল,,ভাবলো নিবিড় হয়ত কিস করবে,কিন্তু না এই নিরামিষের থেকে এসব আশা করা যায় না,
তুলি চোখ খুলে তাকালো,নিবিড় গালে হাত দিয়ে কি যেন ভাবতেসে
তুলি-বুঝছি তোর দ্বারা জীবনে এসব হবে না,আমাকেই করতে হবে
তুলি নিবিড়ের হাত ধরে এক টান দিয়ে বিছানায় নিয়ে আনলো
নিবিড় অবাক হয়ে গেলো,কারন ও একদম ভাবতে পারেনি তুলির জ্ঞান আছে
তুলি-আজ তোর একদিন কি আমার যতদিন লাগে
তুলি নিবিড়ের গাল টিপে ধরে ওর ঠোঁটে চুমু একটা দিয়ে উঠে এক দৌড় দিলো
নিবিড়-আরেহ!এটা কিস?
তুলি নিবিড়ের রুম এসে হাঁপাতে থাকলো, কিস সম্পন্ন এবার আমি ঘুমাব
নিবিড়-এটা কিস?!!!!!!🤒🤒🤒পাপ্পিরে কিস বলতে এ প্রথম শুনলাম আর দেখলাম😱😱😱
নিবিড় উঠে নিজের রুমে গেলো,
তুলি কাঁথা মুড়ি দিয়ে লুকিয়ে আছে,মনে হয় যেন কি চুরি করসে
নিবিড় কোমড়ে হাত দিয়ে তাকিয়ে ছিল
নিবিড়-কি এটা তোমার কিস?
তুলি-সরি আর করব না
নিবিড়-আরে ধুর মাইয়া
নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়লো,,
পরেরদিন সকাল সকাল নিবিড় তুলিকে টানতে টানতে ওর ভার্সিটিতে নিয়ে গেলো,
তুলি-আমি আপনার ভার্সিটিতে ভর্তি হব না😭
নিবিড়-হতেই হবে
নিবিড় জোর করে তুলিকে ভার্সিটিতে ভর্তি করালো,,ক্লাসে যেতে বললো
তুলি গিয়ে বসলো,,তুলিকে অনেকেই চেনে না,আর নিবিড়ের বিয়ে হয়েছে কিন্তু কার সাথে হয়েছে তা জানে না কেউ,তাই তুলিকে impress করার জন্য অনেক ছেলে এসে হাজির হয়ে গেলো
প্রথম ক্লাস নিবিড় নিবে,নিবিড় ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে সালাম দিলো
তুলি শয়তানি করে দাঁড়িয়ে চোখ মেরে দিলো
একটা মেয়ে আরেকটা মেয়েকে বলতেসে”দেখ দেখ মেয়েটা স্যারকে চোখ মারলো,স্যারের যে বউ আছে তা সে জানে না😂😂অন্য মেয়েটা বললো এক কাজ করি ওরে এমন প্রেমে পড়তে দিই,পরে যখন শুনবে স্যারের বিয়ে হয়ে গেসে,খুব ডোজ খাবে,ওকে ডান
মেয়েগুলা এসে তুলির পাশে বসলো,,
নিবিড়-তুলি
তুলি-জি স্যার
নিবিড়-এইটা solve করো,দেখি পারো কিনা
তুলি বোর্ডে এসে solve করে দিলো
নিবিড় -ওকে যাওও
তুলি-হয় নাই স্যার?গুড বলবেন না?😜😜
নিবিড়-ভেরি গুড!
তুলি-ধন্যবাদ স্যার
একটা মেয়ে তুলিকে বললো
হাই,আমি রিনা,,নাইস টু মিট ইউ
তুলি-হাই,,
রিনা-তুমি নিবিড় স্যারকে পছন্দ করো?
তুলি-(ওরা মনে হয় জানে না আমি কে)উনি তো আমাদের স্যার
রিনা-তোমাকে আমরা help করতে পারি
তুলি-কি help?
রিনা-১২টায় স্যারের রুমে যেও,,স্যারের সাথে গায়ে পড়ে লাঞ্চ করিও,স্যার impress হয়ে যাবে
তুলি-ও তাই নাকি
রিনা-হুমমমম
১২টা বাজতেই মেয়েগুলা তুলিকে জোর করে নিবিড়ের রুমের দিকে নিয়ে গেলো
যাও যাও
তুলি-আসব স্যার?
নিবিড় -আসেন
তুলি-স্যার আমি আজ আপনার সাথে লাঞ্চ করতে পারি??
নিবিড়-অবশ্যই
তুলি-রান্না কেমন হইসে??
নিবিড়-আমার বউ বানিয়েছে,,ভালো তো হবেই
রিনা-ওমা স্যার দেখি দিব্বি ঐ মেয়ের সাথে খাবার খাচ্ছে
তুলি খেয়ে এসে ক্লাসে গেলো
রিনা-এই স্যারকে তুমি কি বলসো?
তুলি-বলসি স্যার আমি কি আপনার সাথে খেতে পারি
রিনা-ওও,
নিবিড় পিওন পাঠালো তুলিকে বলতে গাড়ীতে গিয়ে বসতে
তুলি-আচ্ছা আমি যাই,টাটা
নিবিড় গাড়ী চালাচ্ছে
তুলি-জানেন আমার সাথের মেয়েরা ভাবসে আমি আপনার বউ না,ওরা জানেও না আমি কে
নিবিড়-বাহ ভালো

চলবে ♥

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_30
বাসায় এসে নিবিড় এক ঘুম দিলো,তুলির ঘুম আসতেছে না কিছু ভালো লাগতেসে না,,আর কয়েক মাস পর বিয়ের এক বছর হবে,আর এই বলদ এখনও আমাকে ছুঁয়েও দেখেনি,,কপাল করে মানুষ এমন বলদরে জামাই হিসেবে পায়,
বলদেও romance থাকে,আর এর মধ্যে সেটাও নেই,,
আচ্ছা কোনো সমস্যা আছে কি?মনে তো হয় আছে,নইতো চোখের সামনে এমন বউ থাকতে কোনো romance লাগে না তার??আজব তো
তুলি বারান্দায় বসে গাছ দেখতেছে,,ক্যাকটাস গাছ ও নাকি মানুষের এত পছন্দ হতে পারে,
নিজের গোলাপ গাছে হাত বুলালো তুলি,,
নিবিড়-তুলি
তুলি-হুম,কি
নিবিড়-এদিকে আসো
তুলি-কি হইসে?
নিবিড়-পিঠ ব্যাথা করতেসে একটু চেপে দাও
তুলি-😒😒
তুলি হাত দিয়ে চাপতে থাকলো
নিবিড়-তোমার গায়ে কি শক্তি নাই??
নিবিড় চোখ বন্ধ করে রইলো,আহ এখন ঠিকমত হচ্ছে,,বেশ ভালো লাগতেসে,
তুলি দাঁত বের করে চাপতেসে,সে তো নিবিড়ের পিঠের উপর দাঁড়িয়ে আছে😂😂
নিবিড়ের সন্দেহহ হতেই চোখ খুলে তাকালো,
নিবিড়-আল্লাহ!
তুলি-সরি সরি নামতেসি
নিবিড়-ইটস ওকে,ওয়াইফ হিসেবে এমন করতেই পারো,,আর আমার ভালই লাগতেসে,
তুলি ও মনের সুখে নিবিড়ের পিঠ চেপে নেমে গেলো,,
নিবিড় উঠে বসলো,তোমাকে এটা কে শিখিয়েছে
তুলি-ছোটবেলায় বাবার এমন করতাম,আর আমার তো এটা বিশ্বাস হচ্ছে না,আপনি আমার ভার নিলেন কি করে
নিবিড়-তোমার ওজন কতই বা
তুলি-চা খাবেন
নিবিড়-আনো
তুলি গিয়ে চা বানালো,মাকে আর বাবাকে দিয়ে আসলো,,তারপর নিবিড়ের জন্য আনলো,
নিবিড়-তো??কেমন লাগলো ভার্সিটি
তুলি-ভালই
নিবিড়-আরও ভালো লাগবে,আমি আছি না
তুলি-😒
মা-তুলি
তুলি-হুম বলো মা
মা-শোন পাশের বাসায় আজকে সন্ধ্যায় অনুষ্ঠান আছে,,চল রেডি হয়ে নে আমরা যাব
নিবিড়-মা আমি যাব না আমার শরীর ভালো লাগতেসে না
মা এসে নিবিড়ের কপালে হাত দিয়ে দেখলো,,হালকা জ্বর এসেছে,,
মা-তাহলে থাক যাব না,আমি ওদের ফোন দিয়ে মানা করে দিচ্ছি
নিবিড়-না মা যাও,,আমি কি আগে একা বাসায় থাকিনি?তুলিকে নিয়ে যাও
তুলি-মা এক কাজ করো তোমরা যাও আমি উনার সাথে আছি,,আবহাওয়া ভালো না,করোনা ভাইরাস এর প্রকোপ বেড়েই যাচ্ছে ,,আমি উনার সাথে থাকা ঠিক হবে
মা-ঠিক আছে
মা নিরব আর বাবা চলে গেলো,,বুয়াও কাজ সেরে চলে গেলো,এখন নিবিড় আর তুলি বাসায় একা,,
তুলি-এখন শরীর কেমন লাগে??
ওমা কথা বলে না কেন😒
তুলি কাছে গিয়ে দেখলো নিবিড় ঘুমিয়ে গেসে
উফ বাসায় এখন আমি কি করবো,এ সময়ে তো আমার জীবনেও ঘুম আসে না,ডিসেও সমস্যা নয়তো টিভি দেখতে পারতাম,
তুলি সারা বাসা হেঁটে হেঁটে দেখতে লাগলো
নিবিড় কিছুক্ষন পরই জেগে গেলো
নিবিড়-তুলি,এক কাপ চা খাব
তুলির কোনো সারা শব্দ নেই
নিবিড়-তুলি শুনসো?
নিবিড় উঠে বসলো,গেলো কই মেয়েটা চোখ ডলতে ডলতে চশমাটা নিয়ে নিবিড় রুম থেকে বেরিয়ে তুলিকে ডাকলো,সব রুমের লাইট অফ,রান্নার রুমের আলো জ্বলতেসে,,
নিবিড় এগিয়ে যেতেই রুমে ঢুকার আগেই লাইট অফ হয়ে গেল
তুলি-যাঃ কারেন্ট ও গেলো
তুলি আচার খাচ্ছিল এতক্ষন,আচারের বোয়াম নিয়ে অন্ধকারে পা বাড়াতেই নিবিড়ের গায়ের সাথে ধাক্কা খেলো,আচমকা ভয় পেয়ে গেলো তুলি,কারন নিবিড় তো ঘুমাচ্ছে
তুলি-নিবিড়,ভূত ভূত
নিবিড় তুলির কোমড় টেনে ধরলো শক্ত করে,তারপর বললো আমি
তুলি আমি শুনে থামলো
তুলি -আপনি এখানে কি করতেসেন
নিবিড়-তুমি এখানে কি করতেসো
তুলি-আচার খেতে আসছি
নিবিড়-ও,দাঁড়াও
নিবিড় ডেস্ক থেকে মোমবাতি নিয়ে চুলা থেকে জ্বালিয়ে নিলো,,তুলির আর নিবিড়ের মুখটা স্পষ্ট হয়ে উঠলো,
কেমন একটা নিস্তব্ধ পরিবেশ
তুলি -আচ্ছা চলুন
তুলি বের হওয়ার জন্য পা বারাতেই নিবিড় তুলির হাতটা ধরলো
তুলির একদম খেয়াল ছিল এখন কি ঘটতে পারে,আর তার নিরামিষ বর আজকে আমিষ হয়ে গেসে, আসলে অনেকদিন ধরে কিছু ভাবলে যেদিন সেটা হওয়ার কথা সেদিন সব ভাবনা ওলট পালট হয়ে যায়,ঠিক তুলির সাথেও সেটা হলো,,তুলি জানেও না,
তুলি-কি হলো,চলুন,মোমটা হাতে নিন,আমি মোম হাতে নিয়ে হাঁটতে পারি না,আমার হাতে মোম পড়ে
নিবিড় মোম এগিয়ে তুলির মুখের সামনে ধরলো,তুলির টানাটানা চোখ দুটোতে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে,,
তুলি-আমাকে আগুনে পুড়িয়ে ফেলতে চান নাকি,??হুম?
নিবিড় একটু হাসলো,,আস্তে আস্তে তুলির দিকে এগিয়ে যেতে থাকলো
তুলি যেতে যেতে ওয়ালের সাথে লেগে গেলো,এবার তার মনে হলো নিবিড় কি করতে চাচ্ছে
তুলি-(না,করবে না,এর স্বভাবের ব্যাপারে আমি অবগত😒😒👎👎)
নিবিড়ের বাম হাতে মোমবাতি,,আর ডান হাত দিয়ে তুলির কানের চুলটা সরালো
তুলি-(বুঝলাম, কানে চুমু দিবে,এরে আমি চিনি না??খুব ভালো চিনি,, এক বছরে কানে চুমু দিবে আমাকে আমার স্বামী,কেউ নিউজ লিখ,)
নিবিড় সব বুঝতেসে তুলি মনে মনে কি বলতেসে,কারন তা তার চেহারায় ফুটে উঠছে,
নিবিড় ওর ঠোঁট জোড়া তুলির কানের কাছে এগিয়ে নিলো
তুলি সামান্য কাত হয়ে চোখ বন্ধ করে ফেললো
নিবিড় নিচু হয়ে তুলির ঠোঁট জোড়া নিজের করে নিলো💋🙉🙊🙈
সাথে সাথে তুলি চোখ বড় করে নিবিড়ের দিকে তাকালো
এটা কি সত্যি???কিস?
নিবিড় তুলির চোখের দিকে তাকাচ্ছে না,তার চোখ তুলির নাকের দিকে,,
কারেন্ট এসে পড়লো ৩মিনিটেই,নিবিড় মোমটা ফেলে দিলো সাথে তুলিকেও ছেড়ে দিলো,,এক সেকেন্ড ও না দাঁড়িয়ে নিবিড় চলে গেলো
তুলি রোবট হয়ে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রইলো,,
মিঃ নিরামিষ আমাকে কিস করেছে?আমাকে??বিয়ের ৮মাসে??
কেউ চিমটি দাও,বিশ্বাস হচ্ছে না,
নিজের ঠোঁটের উস্ক ভাবটা চলে গিয়ে ঠোঁটটা কেমন হয়েছে তা হাত দিয়ে দেখতেই তুলির হাত কেঁপে উঠলো,,আজ এটা ঘটবে আমি কল্পনাও করিনি,,
নিবিড়-চা কি পাবো?নাকি আমি বানাতাম?
তুলি-বানাচ্ছি
তুলি লজ্জায় লাল টুকটুকে হয়ে কোনোরকমে চা বানিয়ে মাথা নিচু করে নিবিড়ের সামনে চায়ের কাপটা রেখে এক দৌড় দিলো
নিবিড়-এই যে ম্যাডাম,চায়ে তো চিনি দেন নি
তুলি-ইস একদম ভুলে গেসি,
তুলি চিনির বোয়াম নিয়ে এসে চিনি দিয়ে দিলো,লজ্জায় নিবিড়ের সাথে চোখ মেলাতে পারছে না তুলি
নিবিড় তুলির চোখের দিকে তাকালো
নিবিড়-এত সহজেই এত লজ্জা??
তুলি আবার চলে গেলো,,
নিবিড় বই নিয়ে বসলো,,নিজের কাছে আজ তার ও কেমন লাগতেসে,,আসলে এটা তুলির অধিকার আমার থেকে প্রাপ্য,আর আজকে যেটা হয়েছে সেটা আমি জোর করে করিনি,,নিজের ইচ্ছাতেই করেছি,,কারেন্টটা আরেকটু দেরি করে আসলে হয়ত,কেন জানি তুলির মত আমার ও লজ্জা লাগতেসে,,নাজুক আমি ছোট থেকেই,কিন্তু তুলির নাজুকতার কাছে এটা কিছু না,,ও যে এত লজ্জা পাবে জানতাম না

চলবে♥😍☺☺

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here