মাতাল হাওয়া,১৩ম_পর্ব,১৪ম_পর্ব

মাতাল হাওয়া,১৩ম_পর্ব,১৪ম_পর্ব
তাসনিম জারিন
১৩ম_পর্ব

স্টেজে সবাই বসে মেহেদী পরছে। এরমধ্যে রাকিবের ফোন এলো নিপা দুষ্টমি করে রায়নার থেকে ফোন কেড়ে নিয়ে পিক করে লাউডস্পিকার দিল,

—– জানপাখি একটু ভিডিও কলে আসোনা!! তোমার হাতের মেহেদীতে আমার নামটা খুব দেখতে ইচ্ছা হচ্ছে সাথে তোমাকেও ভিষণ দেখতে ইচ্ছা হচ্ছে। মিস করছি খুব।

রাকিবের কথা শুনে নিপা জোরে হেসে দিয়ে বললো,

—- ভাইয়া শালীর সাথে এইটাইপ কথা বললে বিয়ে ভেংগে যাওয়ার সম্ভাবনা আছে না???

রাকিব বেকুব বনে গেল। তারপর হেসে বললো,

—- শালী তো হিসাবে আধা ঘরওয়ালিই হয় তাই না?? তো একটু আকটু বলা যায় কি বলো শালীকা??

নিপাসহ বাকি সবাই সশব্দে হেসে দিল। তুলি হেসে দিয়ে বললো,

—– নিপা কি করছিস এখন দিয়ে দেয় ফোনটা বেচারা রাকিব ভাই পরে বৌয়ের সাথে কথা বলতে না পেরে দুঃখে ঘুমের টেবলেটই না খেয়ে ফেলে।

এইবলে সবাই হাসিতে যোগ দিল। নিরব দূর থেকে দারিয়ে তুলির হাসি দেখতে লাগলো। এই মেয়েটাকে তার জীবনে চাই ই চাই যে কোনো মূল্যে। এতো মিষ্টি হাসি দেখে নিশ্চিন্তে আজীবন কাটিয়ে দেওয়া যাবে।
“ইশ!! এতো সুন্দর করে কেন হাসতে হবে মেয়েটাকে??? ওর হাসি দেখে যে একজনের মনের ভিতর তোলপাড় করে উঠে তা কি ও জানেনা??

তুলি হাসতে হাসতে হঠাৎ নিরবের দিকে চোখ পরে। দেখে নিরব একধ্যানে ওর দিকে তাকিয়ে আছে। নিরবের চোখেমুখে এক অজানা মাতাল করা চাহনি চোখে পরছে তুলির। মনে হচ্ছে কতদিনের তৃষ্ণার্ত পথিক তার তৃষ্ণা মিটাচ্ছে। কি যে ভাবছি আমি উনি কেন আমাকে দেখবে উনার তো এখন নিলীমা আছে যাকে উনি মনে প্রাণে ভালোবাসে। একটা চাপা অভিমানে মনটা ছেয়ে গেল তুলির। তুলি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। নিরব তা দেখে ভাবলো,

—- আর মাত্র কয়েকটাদিন তুলি তারপর তোকে আমার জন্য পারমানেন্ট করে নিব। তোর এই অভিমান ভেঙে গুরিয়ে দিব। এই নিরবের মনে যে শুধু তোরই বসবাস।

তুলির শাড়ীর কুচিটা সামান্য নিচে নেমে গেছে তাই ভাবলো উপরে যেয়ে ঠিক করে নেই। আয়নায় দাঁড়িয়ে তুলি শাড়ী ঠিক করছিল। হঠাৎ করে নিরবকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে তাকালো। নিরব এসে দরজা বন্ধ করে দিল। তুলি ভয়ে জোরেশোরে একটা ঢোক গিলল।

—– এই আপনি দরজা বন্ধ করছেন কেন?? কেউ দেখলে খুব খারাপ হবে। প্লিজ দরজাটা খুলুন।

—– খুলবনা!! কি করবি?? ব্রু নাচিয়ে বললো নিরব।

—– দে—–খু–ন!!! দরজা খুলুন বলছি। কাপাকাপা স্বরে বললো তুলি।

নিরব তুলির সামনে এগিয়ে এলো। তুলি ভয়ে বড়সড় ঢোক গিলে বললো,

—– দেখুন নিরব ভাই আপনি কিছুদিন পরে কারো স্বামী হবেন। এইসব কাজকর্ম আপনার শোভা পায়না। দরজা খুলুন বলছি।

এইবলে তুলি দরজা খুলতে গেলে নিরব তুলির হাত ধরে একটানে বুকের মাঝে মিশিয়ে নেয়। তুলি হঠাৎ হেচকা টানে অবাক হয়ে নিরবের দিকে তাকায়।

—- বাব্বাহ!!! এতো রাগ।

তুলি নাক ফুলিয়ে বললো,

—- কি বুঝাতে চাচ্ছেন বলুন তো?? আমার মনে আপনার জন্য কোন ফিলিংস নেই আর আপনারও নেই জানি। নিজে একজনের হবু বর হয়েও এসব কর‍তে আপনার লজ্জা করেনা। আর এটা কোন ধরনের অসভ্যতামী???

নিরব দুষ্টু হাসি দিয়ে বললো,

—— আমার বরাবরই লজ্জা কম জানিস তো। ছেলে মানুষের এতো লজ্জা থাকলে আর যুগে যুগে বংশবৃদ্ধি হওয়া লাগতো না। আর কি জানি বললি আমি খাটাশ, ফাযিল, লুচু আর এখন অসভ্যর ও টেগ মেরে দিলি। আচ্ছা আমার এতো গুণ জানতাম না তো। এক কাজ করি সবগুলো গুণ এপ্লাই করি কি বলিস??? অসভ্য কত প্রকার ও কি কি চল আজকে তোকে বুঝাই।

তুলি কাপাকাপা কন্ঠে বললো,

—– না নিরব ভাই আমি ওভাবে মিন করে বলি নাই। মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনি তো অতিমাত্রায় ভদ্রছেলে।

নিরব তুলির অবস্থা দেখে মুচকি হেসে বললো,

—- আর কি জানি বললি ও হ্যা মনে পরেছে আমার জন্য কিছু ফিল করিস না!! আচ্ছা আমি যে তোর এতটা কাছে সমুদ্রের ঢেউয়ের মতো বুকে তোলপাড় হচ্ছেনা?? কিছু ফিল হচ্ছেনা???

তুলি কেপেকেপে উত্তর দিল,

—- না কিছু ফিল হচ্ছেনা।

নিরব তুলির কোমড় ধরে আরো কাছে নিয়ে গেল আর বললো,

—- এবার???

তুলি চোখ বন্ধ করে মাথা নাড়লো। নিরব বুঝতে পারছে মুখে যতই বলুক না কেন মনে মনে তুলির কেপেকেপে অবস্থা খারাপ। ওর বুকে যে তোলপাড় খুব ভালো করেই শুরু হয়ে গেছে তা নিরবের আর অজানা নয়। নিরব কিছু না বলে তুলির সামনে হাটু গেড়ে বসলো। তুলির কোমড়ে একটা খুব সুন্দর পাথরের কাজ করা বিছা পরিয়ে দিল। নিরবের হাত ওর কোমড়ে পরায় তুলি কেপে উঠলো। তুলির সুন্দর কোমড়ে যেন বিছাটা আরো বেশি সুন্দর মানিয়েছে। তুলির নাভির পাশে গাড়ো তিলটা দেখে নিরবের মাথা ঝারা দিয়ে উঠলো। এখনি ছুয়ে দিতে ইচ্ছা হচ্ছে। নিরব তার ইচ্ছাকে মাথা থেকে ঝেড়ে ফেলে উঠে দাঁড়ালো। তুলিকে কিছু না বলে চলে গেল। তুলি নিরবের যাওয়ার দিকে ফেলফেল করে তাকিয়ে রইলো। এই ছেলের আগা মাথা ও কিছুই বুঝেনা। ঝড়ের মতো আসে আবার ঝড়ের মতো চলে যায়। তুলি বিছাটায় হাত বুলালো আসলেই অনেক সুন্দর বিছাটা উনার পছন্দ আছে বলতে হবে। তুলি লজ্জা পেয়ে মুচকি হাসলো আর ভাবলো,
“ইশ!! এইছেলেটাকে যদি ওর জীবনে পেতো জীবনটা না জানি আরও কত রঙিন হতো।”

চলবে…….

মাতাল হাওয়া
১৪ম_পর্ব
তাসনিম জারিন

পরদিন সঙ্গীতে সবাই একে একে নেচে গেয়ে পারফর্ম করলো। এখন সবাই নিরবকে ধরলো গান গাওয়ার জন্য। নিরবের গানের গলা অনেক ভালো। নিরব প্রথমে রাজি না হলেও পরে সবার জোরাজোরিতে রাজি হল।

“আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে
তুমি বুঝোনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেনো আসো নি
আমার অভিমান
তোমাকে নিয়ে
সব গেয়েছি।”

নিরবের গান শেষ হলে তুলির মনে হলো নিরব তুলিকে নিয়েই এইগান গেয়েছে। তুলির উপর অভিমান করেই এইগান গেয়েছে। নিরব পুরো গান গাওয়ার সময় তুলির দিকেই একনজরে তাকিয়ে ছিল। তুলির চোখে পানি চিকচিক করছে। এত আবেগ এত আদর দিয়ে গানটা গেয়েছে নিরব তুলির অজান্তেই ওর মনের মধ্যে সূক্ষ্ণ ব্যাথা অনুভূত হচ্ছে। কিন্তু উনি আমাকে নিয়ে কেনই বা গান গাবে উনার তো এখন নিলীমা আছে। এবার আর বাধ মানলো না ঠুস করে জল গরিয়ে পরল তুলির চোখ থেকে। তুলি অন্যসাইডে চলে গেল। তুলি যখন কান্নায় ব্যাস্ত তখন পিছনে কারো আভাস পেল। পিছন ফিরতে নিলেই ধাক্কা খেল কারো সাথে তুলির আর বুঝতে বাকি নেই এটা নিরব ছাড়া আর কেউ না। এই মাতাল করা ঘ্রাণ যে নিরব ছাড়া আর কারো না সেটা তুলি খুব ভালভাবে জানে। নিরবের মাতাল করা ঘ্রাণ তুলির কাছে অসাধারণ লাগে। তুলিকে কান্না করতে দেখে নিরবের বুকে মোচড় দিয়ে উঠলো। আলতো হাতে তুলির চোখের পানি মুছে দিল। তুলির চোখে চুমু খেল। তুলি আবেশে নিরবের শার্ট খামছে ধরলো। নিরব তুলিকে বুকে জরিয়ে নিলো। তুলি মনে মনে ভাবলো আজীবন যদি এভাবেই উনার বুকে থাকতে পারতাম!!!

একে একে বিয়ের দিন ঘনিয়ে এলো। আজ রায়নার বিয়ে। রায়নাকে আজকে কোনো পুতুলের থেকে কম লাগছেনা। অনেক বেশি সুন্দর লাগছে। তুলি ঠেস মেরে বললো,

—– বাহ!! তোকে যা লাগছে না আজকে। রাকিব ভাই দেখে না জানি আবার ফিট হয়ে যায়। আজকে শিউর থাক রাকিব ভাই তোকে ভালোবাসার সাগরে ডুবিয়ে মারবে।

তুলির কথা শুনে রায়না প্রচুর লজ্জা পেল আর বললো,

—- বলে নে এখন যা বলার একদিন আমারও টাইম আসবে। হুম দেখে নিস। তখন আমিও তোকে সেই পচান পচাবো।

হাসিঠাট্টার মধ্যেই সবাই বর এসেছে বর এসেছে বলে চেচিয়ে উঠলো। তুলি রায়নাকে নিয়ে স্টেজে নামলো। নিরব তুলিকে দেখে ওর পা দুটো যেন জমে গেল এতো সুন্দর লাগছে মেয়েটাকে। লাল কালারের সারারা পরেছে কিন্তু আজকে ঠোঁটে লাল লিপস্টিক দেয়নি হাল্কা কালারের লিপস্টিক দিয়েছে। চুলগুলো কার্ল করেছে হালকা তাতেই যেন ওর রুপ উপচে পরছে। নিরব চোখ ফেরাতে পারছে না। নিরবকেও কোনো অংশে কম লাগছে না। ব্ল্যাক কালারের পাঞ্জাবিতে অনেক বেশি হেন্ডসাম লাগছে। চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। মাতাল করা ঘ্রাণের পারফিউম দিয়েছে একটা। তুলির তো নিরবকে দেখে হার্টঅ্যাটাক ই হয়ে যাচ্ছে যেন এমন অবস্থা। ইশ! এই ছেলেটাকে দেখলে পাগল পাগল লাগে কেন এতো?? সবমেয়ে গুলো চিবিয়ে খাচ্ছে উনাকে মন তো চাচ্ছে মেয়েগুলার মাথার চুল সব টেনে ছিড়ে ফেলি আর উনাকেও খালের পানিতে চুবাতে পারলে একটু শান্তি লাগতো। “বেটা খাটাশ একটা!! সবাইকে দেখাতে হবে যে দেখো আমি কত সুন্দর!!” তুলি মুখ ভেংচি মেরে মনে মনে বলে উঠলো।

হুট করে তুলি নিলীমাকে দেখলো। সাথে সাথেই তুলির মন ভিষণ খারাপ হয়ে গেল। তুলি পাশ কাটিয়ে যেতে নিলে নিলীমা ডেকে উঠে তুলিকে,

—– তুলি!! কেমন আছো? আর আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছিলে কেনো??

—- কই না তো আপু। আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

— ভালো আছি।

পাশ থেকে একজন বলে উঠলো,

— আরে এইটা কি নিরবের সেই তুলি??

নিলীমা মুচকি হেসে মাথা নাড়লো। রায়হান আবার বলে উঠলো,

—– বাহ!! নিরবের কাছে তোমার যেমন বর্ণনা শুনেছি তুমি তার থেকেও অনেক বেশি সুন্দরী। সরি তুমি করে বললাম। তুমি আমার থেকে অনেক ছোট হবে তাই তুমি করে বললাম।

তুলি ঠিক চিনতে পারলো না লোকটাকে। নিলীমা হেসে জবাব দিল,

—– তুলি মিট মাই হাসবেন্ড রায়হান। আর রায়হান তুমি তো তুলিকে চিনেই গেছো তাই আর কি পরিচয় দিব।

তুলি যেন আকাশ থেকে পরলো নিলীমার কথা শুনে। হাসবেন্ড মানে তাহলে ওইদিন যে নিরব বললো নিলীমা উনার হবু বৌ। নিলীমা তুলির অবস্থা বুঝতে পেরে বললো,

—- ওহ আচ্ছা বুঝতে পেরেছি। তোমার আর নিরবের মধ্যে সব ঠিক হয়নি। আর পাগলটা ও কিছু বলেনি তোমাকে। আমি কত করে বললাম সব ঠিক করে নে শুধু শুধু নিজেও কষ্ট পাচ্ছিস মেয়েটাকে ও দিচ্ছিস। আমি নিরবের ভার্সিটি ফ্রেন্ড। আমি, রায়হান, নিরব এক ভার্সিটিতে পড়তাম। ওইখান থেকেই রায়হানের সাথে আমার প্রেম, ভালোবাসা অতপর বিয়ে। নিরব ওইদিন তোমার সাথে নাটক করেছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আসলে তুলি ভালোবাসা খুব নাজুক একটা ফিলিংস। তুমি নিরবকে না বলে বাসা থেকে চলে গিয়েছিলে নিরব অনেক বেশি কষ্ট পেয়েছিল। আমরা যাকে ভালোবাসি তাকে অনেক বিঃশ্বাসও কর‍তে হয় না হয় ভালোবাসায় ফাটল ধরে। বিঃশ্বাসটা আসল ভালোবাসায়। তোমার নিরবকে বিঃশ্বাস করা উচিৎ ছিল। যে মানুষটা তোমার হাত ধরে আজীবন কাটিয়ে দিতে চেয়েছে, তোমাকে আজীবন ভালোবাসতে চেয়েছে তাকে তুমি বিঃশ্বাস কর‍তে পারোনি। তাকে কিছু না জানিয়ে তুমি চলে গিয়েছিলে যার জন্য নিরব অনেক বেশি কষ্ট পেয়েছে। যাইহোক নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নাও। নিরব খুব ভালো ছেলে তুলি। ওর জীবনে তুমি ছাড়া আর কেউ কখনো ছিল না।

তুলি সব শুনে কান্নায় ভেংগে পরে। ও আসলেও নিজের অজান্তে নিরবকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। কিন্তু মনের ভিতর অজানা এক ভালো লাগা কাজ করছে ওর নিরব শুধু ওরই আছে এই কথা ভেবে। কিন্তু লোকটাকে কি সাধে খাটাস বলি আসলেও একটা খাটাস আমি না হয় ভুল করে ফেলেছি তাই বলে এতো বড় শাস্তি দিবে। আমার যে কত কষ্ট হচ্ছিলো তার কোনো হিসাব আছে উনার কাছে। নিরব দূর থেকে দারিয়ে তুলিকে দেখলো ওর দিকে হা করে তাকিয়ে থাকতে। নিরব ইশারা দিয়ে জিজ্ঞেস করল “কি??” তুলি ইশারা দিয়ে বুঝালো “কিছু না!!” নিরব আবার কথায় ব্যস্ত হয়ে পরলো।

তুলির খুব হাসফাস লাগছে তাই ভাবলো উপরে যেয়ে একটু ফ্রেশ হয়ে নিবে। উপরে গিয়ে দেখলো রহমান সাহেব বিছানায় শুয়ে আছে আর ছটফট করছে। তুলি দৌড়ে রহমান সাহেবের কাছে গিয়ে বললো,

—- খালু কি হয়েছে আপনার? এমন করছেন কেন? খুব বেশি খারাপ লাগছে? ডাকবো সবাইকে?

রহমান সাহেব তুলির হাত থেকে হাত ছাড়িয়ে নিল। তুলি এবার রেগে বললো,

—— খালু আপনার যা রাগ করার পরে করবেন। এখন যদি আর একবার রাগ দেখিয়েছেন তো আমার চেয়ে খারাপ কেউ হবেনা। আপনি একটু অপেক্ষা করুন আমি সবাইকে ডাকছি।

রহমান সাহেব যেন বোকা বনে গেল তুলির ধমকে। কিন্তু আস্তে করে বলে উঠলো,

—- না কাউকে ডেকো না। খামাখা বিয়ের মজাটা নষ্ট হবে। তুমি আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারবে। আমার বুকে প্রচন্ড ব্যাথা করছে।

তুলি তারাতাড়ি করে রহমান সাহেবকে নিজের উপর ভর দিয়ে দাড়া করিয়ে হসপিটালে নিয়ে গেল। খবর শুনে নিরব, সালেহা বেগম আরও বাকি সবাই হসপিটালে চলে এলো। ডাক্তার বের হয়ে বললো,

—– পেশেন্ট এখন ডেঞ্জার মুক্ত। মাইনর একটা হার্টঅ্যাটাক হয়েছে। যদি এইমেয়েটা (তুলিকে দেখিয়ে) টাইম মতো না আনতো তাহলে বড় কিছু হয়ে যেতে পারতো। বাকিটা মহান আল্লাহ পাকের ইচ্ছা।

সবাই হাফ ছেড়ে বাচলো। সালেহা বেগম তুলির কপালে চুমু দিয়ে বললো,

—- আমার লক্ষী মা টা!! তোকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না।

—- ছিহ খালামনি!! কি বলছো এসব। আমি তোমাদের মেয়ে না। নিজের বাবার এমন অবস্থায় সাহায্য করবো না তো কি করব শুনি??

নিরব তুলির দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। তুলি নিরবকে আঃশ্বাস দিয়ে বললো সব ঠিক হয়ে যাবে।

চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here