মনসায়রী’ ১৩.

‘মনসায়রী’

১৩.
মিরা বেগম একটু একটু পর পর ভেজা নাক মুখ আঁচলে মুছছেন। কখনোবা খাবার বক্সে করে দুপুরের লাগেজে ভরে দিচ্ছেন। দুপুর হতাশ চোখে তাকিয়ে আছে। বারবার মা’কে কাঁদতে মানা করা সত্বেও তিনি দুপুরের কথা শুনছেন না। আগামীকাল দুপুর অফিস টিমের সঙ্গে বিজনেস ট্রিপে যাচ্ছে।
ঠিক করা হয়েছে ওরা কক্সবাজার যাবে৷ ওখানেই বিদেশি একটা টিম আসবে। তাদের সঙ্গে বিজনেস ডিল করাই উদ্দেশ্য। আজকে সকালে দুপুর যখন অফিসে গেলো। তখনই নোটিশ দেয়া হলো এই ব্যাপারে। দুপুর ফারাহকে জিজ্ঞেস করেছ সে না গেলে কোনো সমস্যা আছে কিনা। ফারাহ পরিষ্কার করে বলে দিয়েছে, দুপুর ট্রিপে না গেলে তাঁর চাকরিও চলে যেতে পারে। দুপুর বাহানা দিয়ে বলল,

‘আপু, অতদূরের একটা জায়গায় যাওয়া আসা এছাড়াও থাকা খাওয়ার খরচ আছে অনেক। এতো খরচ আসলে.. ‘

ফারাহ অত্যন্ত উৎসাহিত হয়ে বলল,

‘আরে এটা কোনো সমস্যা হলো! তোমার জন্য সব ফ্রি!’

দুপুর অবাক হয়ে বলল,

‘মানে? ‘

ফারাহ জিহ্বা কাটলো। থতমত খেয়ে বলল,

‘ইয়ে মানে ভুল করে বলে ফেললাম। আসলে, বিজনেস ট্রিপের সব খরচই অফিসের মালিক বহন করে। শুধু তোমার না, আমাদের সবার যাবতীয় খরচাপাতি পলাশ স্যার দেবেন ৷’

‘ওহ আচ্ছা। ‘

দুপুর এবার আর কিছু বলার না পেয়ে চুপ গেলো। আর কোনো বাহনা নেই। অগত্যা টিউশনি গুলো থেকে এক সপ্তাহ ছুটি নিলো।
মেহেরুন আন্টিকে বলার সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন৷ অন্য টিউশনিটাতে একটু রিকুয়েষ্ট করতে হয়েছে। ভার্সিটির পড়াগুলো কাজল আর মিহাকে তুলে নিতে বলেছে। সবকিছু শেষে অনেক বলেকয়ে মা’কে রাজি করালো। মিরা বেগম প্রথমে কিছুতেই রাজি ছিলেন না। অনেক মানুষ থাকবে এবং সিকিউরিটি থাকবে। কোনো বিপদ হবেনা এসব বলে বলে শেষে রাজি হলেন তিনি। স্বস্তির নিশ্বাস ফেলে দুপুর বসতে না বসতেই তিনি ওর ব্যাগ গুছিয়ে দিয়ে পদে পদে খাবার ভরছেন। দুপুর নতুন চাকরি করার পর থেকে এখন সংসার অনেকটাই স্বচ্ছল হয়েছে। আগের মতো অতো খারাপ অবস্থা এখন নেই। মিরা বেগম যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু জিনিসের ব্যবস্থা করেছেন।
দুপুর এসব দেখে কিছু না বলে চুপচাপ বিছানার কোণায় আসন গেঁড়ে বসে আছে। একটু পরই দিতিয়া তেলের কৌটা নিয়ে দুপুরের কাছে এসে দাঁত কেলিয়ে হাসলো। মিরা বেগম চিল্লিয়ে দিতিয়াকে বললেন,

‘এই তুই যা, গিয়ে পড়তে বস। দুপুরকে ঘুমাতে দে। রাতে তাড়াতাড়ি না ঘুমালে অতো সকালে ওখানে যেতে পারবেনা। ‘

দিতিয়া মন খারাপ করে উঠে যাচ্ছিলো৷ দুপুর ওকে থামিয়ে বলল,

‘আহা থাক না মা! কাল তো চলেই যাবো। সাত আটটা দিন কাউকেই দেখবো না। আজ রাতটা দিতি আমার সাথেই থাকুক৷ ‘

দিতিয়া উৎফুল্লতার সাথে দুপুরকে জড়িয়ে ধরলো। দুপুর হেঁসে ফেললো ওর বাচ্চামোতে। তেল দিয়ে আঁচড়ে বিনুনি বাঁধতে বাঁধতে আগামীকালের ব্যাপারে ভাবতে লাগলো। যতই হোক প্রথম বার এতদূরে কোথায় যাবে। সবাই তো আর চেনা নয়। ভালো খারাপ কত ধরনের মানুষ।


ছন্নছাড়া অগোছালো ঘর। কোথাও চিপসের প্যাকেট ফ্লোরে পড়ে আছে। বিছানায় উল্টো হয়ে ফাহাদ ঘুমিয়ে আছে। একে একে সবাই ওর বিছানায় ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ি কিল ঘুষি দিলো। হঠাৎ ভূমিকম্পের মতো মনে হলো ফাহাদের। ঘুম ভেঙে উঠে বসলো। চোখ ডলে কোনো রকম তাকালো। নীরব, নিপা, ইশিকা বিছানা দখল করে বসেছে। খাটের সামনে দাঁড়িয়ে আছে সায়র। মুখ চোখ শান্ত। লম্বা দেহ নিয়ে টানটান কাঁধে মুখ উঁচু করে তাকিয়ে আছে। ফাহাদ বুঝলো এসব সায়রের কাজ। এই চালাক বান্দার কেরামতিতেই এসব হলো। সায়র নিজে থেকে কখনো কিছু করেনা। নিজে চুনোপুঁটি সেজে লুকিয়ে কাজ হাসিল করে।
একমাত্র ওর দ্বারাই এসব সম্ভব। ঘুমঘুম চোখে ফাহাদ বিরক্ত হয়ে বলল,

‘এখন বাজে রাত সাড়ে এগারোটা। তোরা কী নেশা করে এতো রাতে এখানে এসেছিস?’

সায়র একটা চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে বলল,

‘হাতমুখ ধুয়ে আয়, বাহিরে যাবো। ‘

‘মানে কী মামা? তোরে কী পাগলা কুত্তায় কামড়াইসে? তোরা দুইটায় আইসোস মানলাম। এই পাগলী দুইটারে নিয়া আইলি কোন দুঃখে!’

নিপা আর ইশিকাকে কথাটা বলতেই নিপা ধারাম করে ফাহাদের পিঠে থাপ্পড় দিয়ে বলল,

‘খবরদার যদি আর একবার পাগলী বলেছিস তো! কালকে সায়ু কক্সবাজার যাচ্ছে এজন্যই আজকে আমরা একটা পার্টি করবো।’

ফাহাদ সায়রের দিকে তাকিয়ে হা করে বলল,

‘তুই কালকে কক্সবাজার যাবি কেনো?’

সায়র হাতঘড়ির দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলল,

‘রেডি হয়ে আয়, বলছি। ‘

ফাহাদ রেডি হয়ে আসতেই সবাই বাহিরে বের হয়ে গেলো। নিপা বড়লোক বাবার এক মেয়ে। ওর চলনবলন সব ওয়েস্টার্নদের মতো। ছেলেদের মতো শার্ট প্যান্ট পড়ে চুল কাঁধ পর্যন্ত রেখেছে।
ইশিকা হোস্টেলে থাকে। নীরব ওর মামাতো ভাই হওয়ায় ওকে গার্ডিয়ান বলে নিয়ে এসেছে। ফাহাদের পরিবারের সবাই দেশের বাহিরে। অনার্স শেষ করে সেও সেখানে চলে যাবে। বাড়িতে শুধু ফাহাদ আর একজন কেয়ারটেকার থাকায় বন্ধুদের অবাধ আনাগোনা হয়। সায়র আর ফাহাদের বাড়িটাই বন্ধুদের আড্ডার উপযুক্ত স্থান। সবাই একসাথে ফুটপাতের উপর দিয়ে হাঁটছে।
সায়র সবার সামনে। বরাবরের মতোই সাদামাটা পোশাক। কোনো অনুষ্ঠানে গেলেও তার গায়ে আহামরি কিছু দেখা যায় না। এতে কে কী মনে করলো এতে কিছু আসে যায় না সায়রের। সে নিজে যেখানে স্বস্তি পায় সেখানেই থাকে। এক অনুষ্ঠানে একটা সাধারণ শার্ট প্যান্ট পড়ে গিয়েছিলো বলে সেদিন সবাই ওকে বলেছিলো কেনো এরকম পোশাকে এলো। সেদিন সায়র বিনাবাক্যে অনুষ্ঠান ছেড়ে চলে এসেছিলো। জোবাইদা অস্থির হয়ে বাসায় ফিরে এলেন ছেলের জন্য। এসে দেখেন সায়র নিশ্চন্তে ঘরে বসে মুভি দেখছে। কেনো চলে এসেছে জিজ্ঞেস করলে সায়র কাঠকাঠ গলায় বলেছিলো,
‘যেখানে গেলে আমাকে আমার অস্বস্তিদায়ক পোশাক পড়তে হবে বাধ্য হয়ে। সেখানে যাওয়ার চেয়ে বাসায় বসে মুভি দেখা ঢের ভালো। ‘
সব জায়গাতেই বরাবরই সায়র এমন সাদাসিধা ভাবে যায়। সবকিছুর মাঝেও সায়রকে ভিন্ন করে তাঁর মাথাভর্তি কোঁকড়ানো নুডুলস চুল। আর শৈল্পিক ঠোঁট। কোঁকড়ানো চুল নাকি ছেলেদের মানায়না। অথচ, সায়রকে দেখলে বোঝা যায় এই চুলগুলোও কতটা সুন্দর। চোখে সাদা ফ্রেমের চশমা আর গম্ভীর অভিব্যাক্তি তাঁকে সবার চেয়ে আলাদা করে নিমিষেই। এইযে সব বন্ধুরা গল্প করতে করতে পেছনে আসছে আর সে টাউজারের পকেটে দুই হাত গুঁজে ইয়ারফোনে গান শুনতে শুনতে দীপ্ত পায়ে হাঁটছে। সায়র সত্যিকারে কারো মতো না৷ সে শুধু নিজের মতো। যখন যা ইচ্ছে করে, তাই করে ফেলে। মানুষ অনুকরণ করে। কিন্তু, সায়র মানুষকে তার অনুকরণ করায়। চুপ থেকেও মানুষকে আপন করে নেওয়ার চমৎকার ক্ষমতা নিয়ে জন্মেছে সে। সায়র আপনমনে হাঁটছিলো। পেছনে থেকে ফাহাদ ওকে বলল,

‘সবই বুঝলাম, তুই কক্সবাজার যাবি তোর টুরু লাবকে দেখতে। কিন্তু, তোর টুরু লাবটা কে? ‘

নিপা, নীরব আর ইশিকা পেছনে উৎসুক মুখে তাকিয়ে আছে। তারাও জানতে চায় সেই মেয়ের কথা। ভার্সিটির সেকেন্ড ইয়ারে ভর্তির দিন ওরা সবাই একসাথে বসেছিলো। অপেক্ষা করছিলো সায়রের। সায়র আসলোও। কিন্তু, সেদিনের সায়রকে ওরা আগে কখনো দেখেনি। যে সায়র কখনো মুখে হাসি দিয়ে ওদের সঙ্গে মজা করেনা। সেদিন সে সবাইকে হাসাচ্ছে। কখনো বেখাপ্পা কথাবার্তা বলছে। হঠাৎ হঠাৎ হাসছে। কারণ ছাড়া হাসি। সবাই ওকে চেপে বসলেও মনের কথা বলেনি সায়র। সুক্ষ্ম ভাবে এড়িয়ে গেছে। কিন্তু, একদিন সায়র নিজের মোবাইলে একটা মেয়ের ছবি দেখছিলো। মেয়েটার ওড়না বাতাসে উড়ছে। বাসে বসে মেয়েটা বিরক্তির সাথে চুল কানের পিঠে গুঁজে দিচ্ছে। একপাশ থেকে তোলা। এলোমেলো চুলে চেহারা বোঝা যায়নি। এরপর সায়রকে চেপে ধরতেই সায়র নির্লিপ্ত চোখ মুখে বলেছিলো,’আমার তাঁকে চাই। ‘
কাকে চাই হাজার বার জিজ্ঞেস করলেও বলেনি সায়র। সবার মনে হচ্ছে আজকে সায়র বলবে। নিপাও বলল,

‘বল না দোস্ত, কোন মেয়ের জন্য তুই তোর বাবাকে রাজি করিয়ে অতদূরে যাচ্ছিস!’

সায়র ব্রিজের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে। তার স্থির দৃষ্টি ব্রিজের নিচের স্বচ্ছ জলের নদীতে। শান্ত গলায় বলল,

‘তোরা তাঁকে চিনিস। ‘

সবাই আরো আগ্রহী হয়ে উঠলো। ফাহাদ বলল,

‘মানে? ভনিতা না করে নাম বল। ‘

‘দুপুর মাহবুব। ‘

‘দুপুর মাহ…’

বলেই মাঝপথে থেমে মুখে হাত চেপে ধরলো নিপা। ইশিকা নীরব আর ফাহাদ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সায়র ওদের সাথে তাকিয়ে চমৎকার হাসলো। ফাহাদ বিদ্যুতস্পৃষ্টের মতো কেঁপে বলল,

‘সে তো আমাদের চেয়ে কতো সিনিয়র! তুই তাঁকে ভালোবাসিস!’

নিপা বলল,

‘দেখ সায়ু, তোরা ছেলেরা সিনিয়র গার্লফ্রেন্ড পছন্দ করিস ইটস ওকে। কিন্তু তাই বলে তুই তাঁকে ভালোবাসিস! সে তোকে জীবনেও পছন্দ করবেনা দেখিস। সে বয়সে কতো বড় তোর। ‘

সায়রের মুখ অবিচলিত। আগের মতোই ধীরস্থির। সে ব্রিজের উপর বসে পা দুলিয়ে দুলিয়ে বলল,

‘ভালোবাসি কিনা জানিনা৷ বাট আই ওয়ান্ট হার। শি ইজ মাই গার্ল। অনলি মাইন। তাঁকে আমার হতেই হবে। ‘

চলবে-
লেখায়-নাঈমা হোসেন রোদসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here