ভুলবশত♥ PART_04,05

ভুলবশত♥
PART_04,05
FABIYAH_MOMO🍁

রাতের মুষলধারের বৃষ্টিতে রাস্তাঘাট, অলি-গলি কাদায় মাখামাখি হয়ে গেছে। পায়ের তাখনু সমান পানি উঠেছে এবং বাজারের অবস্থা বড়ই নাজেহাল। সকাল আটটায় বের হয়েছি। ভবঘুরের মতো এই বাজার, ওই বাজার থেকে ঘুরে ঘুরে সব সদাই নিয়ে সাড়ে এগারোটায় বাসায় ফিরছি। হাতে চারটে সদাইপাতির ব্যাগ। দুটো করে দুহাতে চারটা ভারী ব্যাগ। মুখ ঘেমে একাকার…মাথায় খোপা করা

থাকলেও বাতাসের কারনে চুল এলোমেলো হয়ে বরাবরের মতো খারাপ অবস্থা। গলায় ওড়না দিয়ে কোনোরকমে চারটা ব্যাগ হাতে খুড়িয়ে খুড়িয়ে হাটছি। প্রচুর ভারী ব্যাগ হাটতেও বরন্ঞ্চ কষ্ট হচ্ছে আমার কিচ্ছু করার নেই ওভাবেই বাসার দিক রওনা দিয়েছি। রিকশা পাচ্ছিনা…সব বুক করে নিয়েছে মানুষজন। বিরক্তিকর! না পারতেই চারটা ব্যাগের বোঝা নিয়ে হাটাঁ ধরেছি। হঠাৎ করে কোত্থেকে একটা বাইক এসে আমার পায়ের কাছে থামল। আমি হকচকিয়ে যাই। হুট করে ভয় দেখিয়েছে লোকটা! কতটা অসভ্য লোক! সে বলা কওয়া ছাড়াই আমার পায়ের কাছে বাইক থামিয়েছে। মুখে হেলমেট। পড়নে ব্ল্যাক রাইডার স্যূট। আমি সটান হয়ে দাড়িয়ে তার উদ্দেশ্যে কিছু ভয়ানক বলার আগেই সে ছোঁ মেরে আমার হাত থেকে ব্যাগগুলো রাস্তায় ফেলে দিলো। আমি ঘটনাক্রমে আরো দুধাপ অবাক হয়ে হকচকিয়ে যাই কেননা রাস্তায় কখনো এমন খারাপ অবস্থা ফেস করিনি।

ব্যাগগুলো পড়ে কাচা সবজিগুলো ছেচড়ে গিয়েছে…রাস্তার মানুষগুলো ড্যাবড্যাব করে তাকিয়ে আছে কেউ একটাবার সামনে এসে কিছু বললো না। যার যার জায়গামতো বাইকার ছেলেটার দৃশ্য উপভোগ করছে। আমি পরিস্থিতিতে পুরো গুমোট হয়ে দাড়িয়ে ছিলাম। বুকে ধুকপুক করে হাতুড়ি পিটিয়ে চলছে, মুখ হা করে আছি, কি করবো বুঝতে পারছিনা। কেমন রিয়েক্ট করলে ছেলেটার উপযুক্ত শায়েস্তা করা হবে?

ছেলেটা ‘ভুমভুম’ ছন্দ করে বাইকটা আমার ডানহাতের ব্যাগ ঘেষিয়ে চলে গেল। মূহুর্তেই ডানহাতের শেষোক্ত দুটো ব্যাগ ছিটকে পড়ে গেল… আমি শেষমেশ কেদেঁই দিয়েছি। হুহু করে কেদেঁ দিয়েছি জনসম্মুখে। ছেলেটা বাইকের স্পিড বাড়িয়ে চলে গেল। আমি টলমল চোখে পানি ছেড়ে হাটতে হাটতে বাসার দিকে রওনা দিয়েছি। নিশব্দে নোনাজলে কেদেঁ চলে যাচ্ছি।

বাসার গেটের কাছে থমকে আছি। ফুপি প্রচুর বকবে। সদাইয়ের ব্যাগ বাজারে ফেলে এসেছি। বাসায় গিয়ে ফুপির কাছে কোন্ মুখে অজুহাত দিবো? ফুপি বকে আমার দিনরাত এক্ করে দিবে!! ফুপি আস্তো রাখবেনা! গেটের কাছে পায়চারী করেও কোনো উপায় যখন বের করতে পারলাম না তখন বুকে ফু ফু দিয়ে ভেতরে ঢুকার জন্য পা বাড়ালাম। গেট দিয়ে ঢুকে সিড়ি ধরে পা ফেলে উপরে উঠছি। ভয়ে কলিজায় পানি শুকিয়ে গেছে। ফুপি আমায় খেতে দিবেন না। গালি দিলে দিতেও পারে। সাফা আপু বাসায় আসলে কোনো একভাবে আমাকে গা ঢাকা দিয়ে দিতেন। আপুও বাসায় নেই। দরজায় কলিংবেল দেয়ার সুইচে আঙ্গুল বসিয়ে আছি। সুইচে টিপ দেওয়ার শক্তি পাচ্ছিনাহ। চোখ গেল পাশের ফ্ল্যাটে সাগ্রতের বাসার দরজায়। গেটে বড় একটা সিলভার দামী তালা ঝুলানো। তাহলে ছেলেটা বাসায় নেই।

আমি ভয়ভয় করেই সুইচে টিপ দিয়েই ছাড়লাম! বুকে ফুল স্পিডে ধকাধক শব্দ ছুটে চলছে। কি স্পিডে ছুটছে মনেহচ্ছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় আমার এই বুকের ধকধকানি প্রথম পুরস্কার পাবে।

ফুপি খট করে দরজা খুলল। খুলে আমার দিকে একপলকে তাকিয়ে আছেন। আমি ঢোকের পর দুটা বড় ঢোক গিললাম। গায়ের পলম কাটা দিয়ে উঠেছে। ফুপির অপলক চাহনি জানান দিচ্ছে ফুপি আমাকে ভয়াবহ গালি দিবেন। কিন্তু ফুপি চমকে দিয়ে আমাকে জাপটে ধরে কেদেঁ দিলেন। কি হলো? আমায় হঠাৎ করে জাপটে ধরে হাওমাও করে কেদেঁ দিলেন? ফুপি শোকের মাতমের মতো কাদছে। আমি নিবার্কের মতো থাকলেও কিছুক্ষণ পর জিজ্ঞেস করে উঠি-

–ফুপি…তুমি কাদছো কেনো?কেউ তুমাকে কিছু বলেছে? ফুপি!!

ফুপি আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি গালে লেপ্টে কাদুরে সুরে বলে উঠলেন-

–স্নেহা… সাফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা..স্নেহারে….

–কি! আপুর ফ্রেন্ডদের ফোন দিয়ে জিজ্ঞেস করেছো? তাহমিনা আপুর বাসায় নেই? তাসনীম….তাসনীম আপুর বাসায় কল দিয়েছো?

–ওর সব বান্ধবীদের কল করেছি স্নেহা…ও কারোর বাসায় নেই…কালকে সাফা ওদের বাসায় নেই!!

–আচ্ছা তুমি কান্না করো না…আমি দেখছি ফুপি… আপুর খোঁজ আমি করছি…কান্না বন্ধ করো।।

ফুপির চোখ মুছিয়ে আমি ভেতরে পাঠিয়ে দিয়েছি। দরজা লাগিয়ে রান্নাঘরে গিয়েছি ফিল্টারের পানি ভরবো বলে। সকালে ফিল্টারে পানি দিতে ভুলে গেছি তাই এখন কাজটা করার জন্য ভেতরে যাচ্ছি।

ফিল্টারের পানি দিবো হঠাৎ যা দেখলাম তাতে আমার পায়ের নিচ একে মাটি সরে যাচ্ছে। বাজারের সব ব্যাগ রান্নাঘরে রাখা। আমি হড়বড় করে পানি ভর্তি করা বাদ দিয়ে বাজারের ব্যাগ খুলায় উঠেপড়ে লেগেছি।

তড়িঘড়ি করে ব্যাগ খুলে দেখি সব সবজি, সদাইপাতি, জিনিস সামগ্রীতে চারটা ব্যাগ টইটই করে ভরা। আধ ঘন্টা আগে যে ব্যাগগুলো বাজারে ফেলে সারা রাস্তায় বেকুবের মতো কেদেঁ এসেছি সেই ব্যাগগুলো বাসায় রান্নাঘরে সুন্দর করে রাখা। কেউ সামান্যতম বলবেই না আমি ব্যাগগুলোর বেহাল দশা ছেড়ে এসেছি…..

-চলবে

Fabiyah momo

#ভুলবশত♥
#PART_05
#FABIYAH_MOMO🍁

সাফা আপুর খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে ফুপি কেদেঁ ভাসিয়ে দিচ্ছেন। আমি উপায় পাচ্ছিনা কোন। কিচ্ছুই মাথায় আসছেনা।। আপু কোথায় কেমন হালে আছেন আল্লাহ মালুম! আমি ফোনটা কানে লাগিয়ে সিড়ি দিয়ে নিচে নামছি। সিয়ামকে কল করছি। ও আমাকে আপুর খোজাখুজিতে বড়জোড় সাহায্য করতে পারবে। সিড়ি দিয়ে নামতেই আচমকা হাতের কবজিতে টান অনুভব হলো আমি ছিটকে গিয়ে পড়লাম। পড়ার পরও মনে হলো আমি নিচে পড়িনি। কোমর ভাঙেনি। হাত-পায়ের হাড্ডি ভাঙেনি। চোখ খুলে দেখি সাগ্রত। সাগ্রত ড্যাবড্যাব করে চোখের পলকে তাকিয়ে আছে। ওর একটা হাত আমার কোমরে রাখা। আরেকটা হাত সর্তকতার সাথে আমার হাতের কবজি ধরা।আমি ওর দিক হা মেরে দাড়িয়ে চিন্তার বিদ্যাসাগর বানাচ্ছি। সাগ্রত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে উঠলো-

–এভাবে দৌড়ে নামছিলে কেন? কোথায় যাচ্ছো?
আমার সামনে যে বান্দা দাড়িয়ে আছে! ঘামে মুখ ভিজে চৌবাচ্চা হয়ে আছে! টিশার্ট ঘামে শরীরের সাথে লেপ্টে আছে!ঠোটের উপর বিন্দু বিন্দুর ঘামের সমারোহে চোখ আটকে গিয়েছে! হয়রান হওয়া জোরে জোরে শ্বাস ছাড়ার ভঙ্গিটা হাতছানি দিয়ে অন্য মোহতে ডুবাচ্ছে! তাকে দেখে আমি রীতিমতো ফাস্ট টাইমের জন্য ক্রাশ নামক সাগরে ডুবে গেছি। ক্রাশ বলতে বাশঁ বোঝায়, ক্রাশ হচ্ছে এমন এক রোগ যেখানে প্রথম দেখায় ধাক্কা লেগে বেকে বসে, পবিত্র কিছুর দেখা মিলেনা।।তাহলে আমিও ইফরার মতো ক্রাশের রোগে ক্রাশিত হয়ে গেছি? মানুষ পাগল বলবে নাতো? আল্লাহ বাচাঁও! কোথায় যাবো! আমি চুপ করে থাকলে সাগ্রত আবার প্রশ্নের ঝুলি ছুড়ে মারে-

–তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে নাকি কিছু বলবে? আ’ম আস্কিং ইউ এ্যা কোয়েশ্চ্যান স্নেহময়ী! দৌড়ে যেভাবে যাচ্ছিলে! এক্ষুনি তুমি কোমর ভেঙে হাসপাতালে থাকতে!

সাগ্রত আমার হাত ঝাকিয়ে কথাগুলো বললো। আমার নিজস্ব দুনিয়ার খামখেয়ালী ভাবনা থেকে ফিরে আমি স্বাভাবিকে আসলাম। ওর হাত থেকে আমি হাত ছাড়িয়ে সোজা হয়ে দাড়ালাম। সাগ্রত সম্ভবত বাইরে থেকে দৌড়াদৌড়ি করে এসেছে। খুব হাপাচ্ছে। এখন কিছুটা লাঘব হয়েছে হাপানোতে। পোলো টিশার্ট পড়নে। মেটে রঙের ট্রাউজার। হাতে মোটা ডায়ালের জগিং ওয়াচ। চোখেমুখে ক্লান্তির ছোপ। সারা শরীর ঘেমে আছে। আমার কাছ থেকে প্রশ্নের উত্তর পাওয়ার আশায় ব্যকুল দৃষ্টি দিয়ে আছে।। ওর দিকে তাকিয়ে কথা বলতে বিষম খাচ্ছি। পাল্টা জবাব দিতে পারছিনা। আমি ওর পাশ দিয়ে সুযোগ বুঝে সিড়ি দিয়ে দৌড়ে নেমে যাই। সাগ্রত আর কিছু বলার জো পায়নি। আমিও কানে কিছু এক্সট্রা শব্দ শুনিনি।তবে হালকা হাসির হাসফাস মিষ্টি শব্দ পেয়েছি। ও হেসেছে??আমার দৌড়ে পালানোতে হেসে দিয়েছে? দেখতে কেমন?

মেইন গেটের কাছে দাড়িয়ে ইফরার জন্য অপেক্ষা করছি। ঠিক পাচঁ মিনিট পর ইফরা আমার সামনে রিকশা থেকে নেমে ভাড়া চুকিয়ে আসলো। এসেই বললো-

–স্নেহু, আপুর কোনো নিউজ পাইছিস? আপুর সাথে লাস্ট কথা কবে বলছিস বেবি?
–আমি জানি না ইফু! আপু হুট করে ম্যাজিসিয়ানের মতো গায়েব হবে কে জানে? ফুপি বিলাপ করে কাদছে। আমি জানি না দোস্ত! সিয়ামকে জানিয়েছি, ও বলছে ওয়েট করতে।
–ওয়েট করলে আপুকে খুজে পাবি? আপু কি পাখি!সে উড়ে উড়ে ফিরে আসবে?
–দেখ্ ইফু! সিয়াম বলছে দেখতে। এখন ওইটা শোনা ছাড়া স্কোপ নেই। তুই ভেতরে চল। বাসায় আয়। আপু একটা নোট ছেড়ে গেছে ওটা চেক করা বাকি।
–কি গাধা! আগে বলবিনা! এই নোট যে কত কিছুর সন্ধান দিতে পারে জানিস না!এইজন্যই বলি.. সিআইডি দেখ! সিআইডি দেখলে কাজে দিবে। মাথা খুলবে।
–কথা বন্ধ কর। ভেতরে চল।

ইফরার সাথে আমি সিড়ি ধরে উপরে যাচ্ছি। মূল বিষয় হচ্ছে আপুর খোঁজ। আপু কখন কোথায় কীভাবে নিখোঁজ হয়েছে তা নিয়ে নানা আলোচনা হচ্ছে। ইফরা গোয়েন্দা সেক্টর খুব পছন্দ করে। ওর বাবাও একজন গোয়েন্দার লোক। ইফরার স্বপ্ন, ও ভবিষ্যতে গোয়েন্দায় জব করবে। মাথা প্রচুর চলে মেয়েটার। আমাদের ফ্ল্যাটের কাছে এসে কলিংবেল দিব তার আগেই পাশের ফ্ল্যাট থেকে দরজা খুলার শব্দ হলো। কেউ উকি দিলো। উকি দিয়েই বলে উঠলো-

–এক্সকিউজ মি স্নেহময়ী! আপনাদের পানির ট্যাংকিতে ফল্ট আছে। প্লিজ মেইন সুইচটা অফ করে আবার অন করুন।

ইফরা একবার অবাক চাহনিতে তাকিয়ে সাগ্রতের দিকে স্থির চোখে তাকালো। সাগ্রত কিছু বলতে যেয়েও ইফরার একদৃষ্টিতে তাকানো ব্যাপারে কাচুমাচু করতে লাগলো। কোনো মেয়ে ছেলের দিকে তাকালে এমন কাচুমাচু করে? কি জানি!!সাগ্রত গলা খাকারি দিয়ে বলে উঠলো-

–ব্যাড ম্যার্নাস! আমার অস্বস্তি ফিল হচ্ছে।চোখ নামান।
ইফরা লজ্জা পেল। চোখ নামিয়ে আমার হাত আরেকটু চেপে ধরে প্রসঙ্গ পাল্টে বলে উঠলো-
–স্নেহু ভেতরে চল না। বাইরে অড ফিল হচ্ছে। বোরিং লাগছে। ভেতরে যাবো।
–কলিং বেল দি…

সাগ্রত আমার কথায় বাধা দিয়ে বলে উঠলো-
–আপনি শুনেছেন? আর্জেন্ট আমার পানির প্রয়োজন। প্লিজ আপনি একটু কুইক তাড়াতাড়ি কাজটা করুন!

একদিকে সাগ্রত হন্য হয়ে হুকুম চাপাচ্ছে। অপরদিকে ইফরা আমার হাত ধরে টানাটানি করছে। আমি ইফরার দিকে করুণ চাহনিতে তাকালে ও আমাকে নিয়ে টানাসেতু বন্ধ করে দেয়। সাগ্রতের দিকে তাকালে ও আমায় বলে উঠে-

–এনি প্রবলেম? এভাবে ডাইনির মতো লুক দিয়ে আছেন কেন?

গা জ্বলে উঠলো। কিচ্ছু বললাম না। ভয়াবহ চোখের দৃষ্টি ছুড়লেও ইফরাকে বেল বাজাতে বলে ছাদে চলে গেলাম। মেইন সুইচ অন-অফ করে আমি এসে দেখি ওর ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিয়েছে। আমি কিছু বললাম না। রুমে গেলাম। ফুপি আচলে মুখ লুকিয়ে সাফা আপুর বেডে বসে কাদছে। ইফরা আমার রুমে বসে অপেক্ষা করছে, আমাকে দেখেই উঠে কাছে এসে বলে উঠলো-

–ছেলেটা কি ব্যাচেলার স্নেহু?
–কেন? তোর কি প্রয়োজন ওই ছেলের?
–প্লিজ কথা পাল্টাবি না! আমি সোজাসুজি জানতে চাচ্ছি!!
–হ্যা ব্যাচেলার। এখন বলবি কি দরকার?
–চুল কিন্তু খাড়াখাড়া বেবি!! কথা বলতে যাস না।।
–চুলের সাথে কথার কি সম্পর্ক? তোর কথার আগাগোড়া কিছুই ঢুকছে না ইফু! পাগলের মতো লজিক লেস কথাবার্তা বন্ধ কর!
–অফ যা বাল! লজিক-লজিক বলে চেচাস না! ছেলেটা জোশ…অস্থির কিসিমের। চুলগুলাই সমস্যা ক্রিয়েট করছে!
–তুই মিন করছিস সাগ্রতের চুল খাড়াখাড়া দেখে ও রাগী হবে?
–ইয়েস ইয়েস !! একজেক্টলি!
–সর বের হ বাসা থেকে! থার্ড গ্রেডেড মেয়ে! বের হ!
–বেবি প্লিজ ড্রামা করো না। আমি ছেলেটাকে দেখে লাভ-এ্যাট-ফাষ্ট-সাইটে ডুবে গেছি। আমি তাকে প্রপোজ করবো বেবি!
–রাস্তায় বেবিটেক্সী ধরে ওদের থেকে হেল্প নিস! আমায় বেবি বেবি করবি না!
–বেবী, সোনাপাখি, জান্টুস,কলিজার টুকরা ময়নাপাখি লক্ষী পঙ্খী প্লিজ আমার সোনার টুকরাটা হেল্প কর। দেখ লাস্ট টাইম। আমি এই যে কানে ধরছি…এইযে দেখ কানে ধরছি…আর কোনো ছেলের দিকে চোখ তুলে তাকানো দূর থাকুক। আর ধারে কাছেও যাবো না বেবি। এই বেবি শুনো না? ওর নাম কি?

আমি চোখের গোলক বড় করে তাকালাম। ইফরা ঠেলে একটা হাসি দিলো। মোটকথা দৃষ্টি ঢাকতে ইফরা একটা হাসি মেরে দিলো। কিন্তু কাজ হলো না। ইফরা আমাকে জাপটে ধরলো। মিনতি সুরে বলে উঠলো-

–স্নেহু বেবি!! আমার একটা মাত্র বেবি!! লাভিউ সোনাপাখি প্লিজ টেল তার নাম বেবি। হোয়াটস তার নাম বেবি? তুই ছাড়া আমি কাউকে আমার কথা শেয়ার করিনা। বেবি আমি মরে যাবো…

–তোর চল্লিশায় বিরিয়ানী আইটেম দিস। বার্বুচিরে বলবি মাংস, আলু বেশী করে দিতে। জমিয়ে খাওয়া দিবো!

ইফরা আমার দিকে আহত দৃষ্টিতে তাকালো। তীর বিদ্ধ হরিণের মতো ব্যথিত হয়ে আছে ইফরা নামক ক্রাশিত জন্তু। চেহারাটা বায় গড দেখার মতো! না-সূচক কথাবার্তা শুনে বন্ধুদল যে মাসুম চেহারা করে ক্যামেরা বন্দি করে রাখা উচিত! মাঝে মাঝে সেই ছবি দেখে খিলখিল করে হাসা যাবে!!

ইফরাকে রিকশায় তুলে দিয়ে আমি দুপুরের দিকে সিড়ি দিয়ে উপরে উঠছি। রুমে ঢুকে সিয়ামকে আরো একবার কল করে আপুর ব্যাপারে জানতে হবে। সিড়ির ধার ধরে উপরে উঠে চলছি। ফ্ল্যাটের কাছে এসে চিন্তায় বিভোর। কে আপুকে তুলে নিয়ে যাবে? আপুর জন্য লুকোচুরি পাগল কে ছিলো? আপুকে নিয়ে যাওয়ার জন্য সলিড প্ল্যান কিভাবে করলো? নোটটা পড়ে মাথা চক্কর দিচ্ছে! নোটে যেভাবে কথা বলেছে সে সাইলেন্ট লাভার ছিলো! সাগ্রতের এপেনডিক্সের ব্যাথা উঠার সাথে ওই লুকোচুরি পাগলের কানেকশন আছে? আমি নানা বিষয়াদি নিয়ে চিন্তামগ্ন হয়ে দরজার কাছে বেলের জন্য সুইচের উপর আঙ্গুল বসাতেই ওরকম টান হাতে অনুভব হলো। ছিটকে গেলাম অন্ধকারে ঢাকা ছিপছিপে কোথাও!! চোখ খুলার পরও যেখানে আলোর আবিস্কার করতে পারিনি আমি। ঘুটঘুটে অন্ধকার কোথায় যেন বদ্ধ হয়েছি!!

–চলবে🍁

–Fabiyah_Momo🍁

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here