ভালোবাসা এমনও হয় part_01

ভালোবাসা এমনও হয়
part_01
Writer_Eshetaq Nora

ইশানঃকাপড় খোল
নেশাঃ মানে কি
ইশানঃ বলেছি কাপড় খোলতে।চুপচাপ খোল।।না হলে তোকে নিয়ে আমিই কোথাও যাবো নাহ।।এই শাড়ি, হিজাব পড়ে কেউ পার্টিতে যায়।।ভুত একটা।
নেশাঃ কিন্তু সবাই তো বললো আমায় সুন্দর লাগছে😟
ইশানঃ উফফ তুই কি খুলবি নাকি আমি একাই চলে যাবো।।পরে আবার খালামনির কাছে বিচার দিতে পারবি নাহ।।
নেশাঃ কিন্তু শাড়ি না পড়লে পরবো কি আমার কাছে তো শাড়ি ছাড়া ভালো ড্রেস বলতে থ্রি পিস আছে।।তুমি তো থ্রি পিস পড়তে না করলা
ইশানঃ উফফ কি জালা। আয়ানকে ও বলি হারি।।এই মেয়েকে দাওয়াত না দিলে যেন ওর বার্থডেই পালন হতো নাহ।

ইশানঃ থাক আর পাল্টাতে হবে নাহ এইটা পড়েই চল।।আর শোন।পার্টিতে গিয়ে আমার সাথে একদম মিশবি নাহ।।আমার সাথে কথাও বলবি নাহ।।তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়।।দুইজন দুইজনকে চিনি নাহ ওকে।

নেশাঃ কিন্তু আমি তো তোকে চিনি🙄

ইশানঃ উফফ এই মেয়ে বলেছি চিনি নাহ মানে চিনি নাহ ঠিকাছে।।আর এই ধর টাকা।।ঠিকানা তো জানসই একা একা পৌছে যাবি।।আমি তোর সাথে যাবো নাহ।।তোর সাথে গেলে আমার মান সম্মান থাকনে নাহ।তুই তোর মতো চলে যা।।

ইশান চলে যেতে নিলো।। আবার কিছু একটা ভেবে ফিরে এলো

ইশানঃ আর শোন আম্মু বা খালামনিকে যাতে এরজন্য আবার বিচার দিতে নাহ শুনি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে নাহ।

(তারা বরং পার্টিতে যাক।।আমরা তাদের পরিচয় পর্বটা জেনে নেই।।।আমাদের গল্পের নায়িকা হলো নেশা।।খুব সাধারণ,আধুনিকতার ছোয়া নেই।আর তারই খালাতো ভাই হলো ইশান।।ইশানের বাবা আর নেশার বাবা আপন ভাই।।সেই সুত্রে তারা একসাথেই থাকে।ইশানের বাবা নেই।আপাদত এতটুকুই থাক)

পার্টিতে
নেশা দেখলো ইশান তার আগেই এসে গেছে।।কিন্তু নেশাকে সে এভয়েড করছে।এইদিকে নেশা একা।। কি যে করবে বসে বসে ভেবেই পাচ্ছে নাহ।।

একটুপর –

নেশাঃ ইশান ভাইয়া

ইশানঃ তোকে বলেছি নাহ আমার সাথে কথা বলবি নাহ।

নিহাঃ ইশান এই মেয়েটা কে?( নিহা ইশানের আপাদত গার্লফ্রেন্ড, 😁)

ইশানঃ ও কেউ নাহ।

নিহাঃ কেউ নাহ হলে ভাই ডাকছে কেন?

ইশানঃ আসলে ও আমার খালাতো বোন।

নিহাঃ লাইক সিরিয়াসলি।। এই গেয়ো মেয়েটা তোমার বোন।ছি।।লুক এট হার ড্রেস

ইশানঃ বাদ দাও।।

নেশা কথাগুলোতে কষ্ট পেলেও কিছু বললো নাহ।

নেশাঃ ভাইয়া একটু শুনো নাহ

ইশানঃ উফফ নেশা তুই যাবি এখান থেকে।

নেশাঃ ভাইয়া একটু তো শোন।

অনেকক্ষণ দেখে ডাকাডাকি করছে বলে ইশান আর নিজেকে কনট্রোল করতে পারলো নাহ।। ঠাস করে নেশার গালে থাপ্পড় লাগিয়ে দিলো।
সবাই তাকিয়ে আছে হা করে।

ইশানঃ তুই কি হ্যাঁ তোকে বলেছি নাহ আমার থেকে দুরে থাকতে।লজ্জা নেই তোর।।সেই কখন থেকে পিছিনে দাড়িয়ে পেন পেন করছিস।অসভ্য মেয়ে।

নেশাঃ আয়াসলে ভাইয়া কয়েকটা ছেলে আমার সাথে বাজে কথা বলছে🥺🥺😢

ইশান রাগি চোখে ছেলে গুলোর দিকে তাকালো।।ইশানের কলেজের ফ্রেন্ডই তারা।

রাব্বিঃ আসলে আমরা জানতাম নাহ ইশান ও তোর বোন।সরি রে ভুল হয়ে গেছে।।

ইশানঃ লাইক সিরিয়াসলি।। তোদের চয়েস এতো খারাপ হয়ে গেছে যে সব ছেড়ে এই মেয়েকে।।এই মেয়ের মাঝে কি আছে যে ওর পিছিনে টাইম নষ্ট করছিস

নেশা কথাটায় খুব লজ্জা পেল।।ইশান যে তাকে সবার সামনে আবার অপমানে করলো তা নেশা ভালো করেই বুঝতে পারছে।।

ইশানের কথায় তার বন্ধুদের সাহস বেরে গেল।

রাব্বিঃ আসলে দোস্ত একদম নতুন মাল তো তাই লোভ সামলাতে পারি নি।।

ইশানঃ তা ঠিক বলেছিস।।একদম ইন্টেক মাল।।কেউ এখনো ব্যাবহার করা হয়নি।।

রাব্বিঃ তাই তো লোভ সামলাতে পারিনি।তোর বাড়িতে এতো ভালো একটা মাল আছে অথচ তুই এখন খেয়ে দেখলি নাহ এটা কি বিশ্বাস করা যায় নাকি দোস্ত।

ইশানঃ আরে যার তার উপর আমার ইন্টেরেস নেই।।আর তুই চ্যাক করে নে।।একদম নিউ মাল।

রাব্বিঃ অনুমতি দিচ্ছিস।। তাহলে আজই একরাত করে দেখি কি বল?

ইশানঃ সিউর

রাব্বিঃ কিগো সুন্দরী।। হবে নাকি আজ।কথা দিচ্ছি খুব আদর দিবো।

নেশাঃ ছি আপনার লজ্জা হচ্ছে নাহ একটা মেয়েকে এইসব বলতে।।ঘরে মা বোন নেই।

ইশানঃ উফফ এতো নাটক করার কি আছে নেশা।।একরাতেরই তো ব্যাপার।। প্রথম প্রথম ভয় লাগেই।।ধীরে ধীরে দেখবি সহ্য হয়ে যাবে।খুব মজা ও পাবি।

নেশা আর সয্য করতে পারলো নাহ।ইশানের গালে চড় বসিয়ে দিলো।

নেশাঃ ছি।।তুমি আমার ভাই তা বলতেই আমার লজ্জা লাগছে।।

নেশা পার্টি থেকে দৌড়ে বেরিয়ে গেল।

এইদিকে ইশান রাগে ফুলে যাচ্ছে।।সবার সামনে নেশা তাকে থাপ্পড় মেরেছে।।।পুরো কলেজের সামনে তাকে ইনসাল্ট করলো।।এর শাস্তি তো তাকে পেতেই হবে

চলবে😊

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here