ভালোবাসার টান
part:33,34
writer:Tanzidaa Jannat
33
মিসকা হিয়াকে নিয়ে রুমে গেলো,,,,,
ইফতি ফোনে কথা শেষ করে মিসকার রুমের পাশ দিয়ে যাচ্ছিলো,,,,,,ওদের দুষ্টু মিষ্টি হাসি শুনতে পেয়ে দাড়িয়ে যায়,,,দরজা দিয়ে উকি দিয়ে দেখে রুমে কেউ নাই,,, ইফতি রুমে ঢুকে দেখে বারান্দা থেকে শব্দ হচ্ছে,,,,,, বারান্দায় দাড়াতেই ওর চোখ আটকে গেলো,,,,মিসকা ফুল দিয়ে মাথা গাথছে আর হিয়া একটা একটা করে ফুল দিচ্ছে মিসকার হাতে,,,,মিসকার চুলগুলো উড়ছে মুখে হাসি,,,,,, সামনের চুলগুলো বার বার কানে গুজে দিচ্ছে,,,,,ইফতির এমন একটা মুমেন্টা মিস করতে চায় না তাই মোবাইলে এই মুমেন্টা বন্দী করে নিলো,,,,,,একটা পিকে হিয়া ফুল দিচ্ছে আর মিসকার নিচ্ছে আরেকটা তে মিসকা ফুল গাথছে,,,,আরেকটাতে মিসকা ফুল নেওয়ার জন্য হাত বাড়িয়েছে,,,,,,
ইফতি চুপচাপ রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে মোবাইলের দিকে তাকিয়ে পিকগুলো দেখে একটু হেসে দিলো,,,,,,
মিসেস নিলুফাঃ কি হলো হাসছিস কেনো??
ইফতিঃ মম তুমি,,, না তেমন কিছু না
মিসেস নিলুফা ঃ ও আচ্ছা,,,,,, তো আজ অফিসে যাবি না??
ইফতিঃ হ্যা,,,,, যেতে হবে। এখনই যেতে হবে,,,,,
মিসেস নিলুফা ঃ আসবি কখন??
ইফতিঃ জানি না,,,,, তবে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো,,
মিসেস নিলুফা ঃ হুম বুঝলাম তবে কাল যে বিশেষ একটা দিন মনে আছে তো??
ইফতি,ঃ আছে😐
মিসেস নিলুফা ঃ আমি পুরোনো কোনো কথা মনে করতে বলি নি,,,,,,,,,কাল দিন টা আমার আমাদের সবার জন্য আনন্দের,,,,, কাল কোনো কিছুর কমতি যেনো না থাকে,,,,
ইফতিঃ আচ্ছা মম তুমি যা চাইছো তাই হবে,,,( মম কে জড়িয়ে ধরে)
মিসেস নিলুফা ঃ হু যা এখন রেডি হয়ে নে,,, অফিসে দেরী হয়ে যাবে না,,,
ইফতিঃ হুম যাচ্ছি,,,,,, আর হ্যা মিসকাকে বলো আজ ওর যাওয়ার দরকার নাই,,,শরীর ঠিক হলে যেনো যায়,,,
মিসেস নিলুফা ঃ আচ্ছা বলে দেবো,,,
বলেই রুম থেকে চলে গেলো,,,,
ইফতি শাওয়ার নেওয়ার জন্য চলে গেলো,,,
মিসকা আর হিয়া মিলে ২ টা মালা গেথে ফেলেছে,,,হিয়ার যে সেকি খুশি,,, বার বার হাত তালি দিচ্ছে আর বলছে ওয়াও কত্ত মজা হবে আজকে,,
মিসকাঃ উসসস আস্তে এখন চুপচাপ থাকো তা না হলে প্লান চোপাট হয়ে যাবে,,,
হিয়া ঃ ওকে😉
মিসকা আর হিয়া মালা যত্নে রেখে দিলো,,,,
এদিকে ইফতি নিচে নামলে,,,,,
মিসেস নিলুফা ঃ কিরে আজ দুপুরে খাবি নাকি ফিরতে দেরী হবে??
ইফতিঃ সম্ভবত খাওয়া হবে না,,,,, আসছি( বলেই চলে যায়)
মিসেস নিলুফাঃ হুম,,,,,,
মিসকা আর হিয়া শাওয়ার সেরে নিচে নামে,,,
মিসেস নিলুফা আর মিসকা দুজন মিলে কথা বলছে আর হিয়া কার্টুন দেখছে,,,,
রুমাঃ খালাম্মা খাইতে আসেন,,,,,সব কিছু রেডি করছি
মিসেস নিলুফা ঃ হ্যা,,, আসছি
মিসকা তুই হিয়াকে নিয়ে খেতে আয়,,,,
মিসকাঃ চলো হিয়া,,,,
মিসকা হিয়াকে খাইয়ে দিচ্ছে মিসেস নিলুফা নিজের প্লেটে ভাত বেড়ে নিচ্ছে এর মধ্যেই কলিং বেল বেজে উঠল,,,,
মিসেস নিলুফা ঃ আমি দেখছি তোরা খেতে থাক
কিছুক্ষণ পর মিসেস নিলুফা মুখ ভার করে ভিতরে আসলো,,,
মিসকাঃ কি হলো আন্টি কে এসেছে,,,??
মিসেস নিলুফা ঃ😐😐কোনো জবাব দিলো না,,,,,,
মিসকা পিছনে তাকাতেই দেখে মুফতিউর রহমান ঢুকেছে,,,,
মিসকাঃ আরে আঙ্কেল আপনি কেমন আছেন??
মুফতিউর রহমানঃএই তো ভালো তোমরা কেমন আছো??
মিসকাঃ এইতো ভালো আছি,,,,
হিয়াঃ দাদুভাই তুমি কোথায় গিয়েছিলে😔
মুফতিউর রহমান গ্লাসে পানি ঢেলে খাচ্ছে আর বলছে,,,,
কাল বিদেশ থেকে এক পার্টনার এসেছে জরুরি মিটিং ছিলো তাই আর বলে যেতে পারি নি রাস্তা থেকেই সিফাতকে( ড্রাইভার) গাড়ি ঘুড়িয়ে নিতে বলেছি,,,,
মিসেস নিলুফা চুপচাপ খেয়ে যাচ্ছে এমন ভাব করছে যে কিছুই শুনতে পাচ্ছে না,,,,,
মিসকাঃ আঙ্কেল তাও আপনার কাজটা একদম ঠিক করেন নি,,,,অন্তত কাউকে ইনফর্ম করে দিতে পারতেন,,,,আমাদেরও তো টেনশন হয়😌
মুফতিউর রহমান ঃ হ্যা পরে আমার মনে হয়েছে কাজ টা ঠিক হয় নাই,,,,,,ওকে পরে কথা হবে,,,,একটু বিশ্রাম নেওয়া দরকার,,,,
মিসকাঃ কেনো লাঞ্চ করবেন না,,,,
মুফতিউর রহমান ঃ না আমি বাইরে লাঞ্চ করেছি,,,,তোমরা খাও বলেই চলে গেলো,,,,
মিসকা হিয়াকে খাইয়ে দিয়ে নিজে খাচ্ছে,,,,,,, মিসেস নিলুফা খাওয়া শেষে উপরে চলে যায়,,,,মিসকা খাওয়ার পর হিয়াকে নিয়ে রুমে যায়,,,,হিয়াকে ঘুম পাড়িয়ে দেয়,,,,,
হিয়া ঘুমিয়ে গেলে মিসকা মনে মনে ভেবে নেয় যা করার এখনই করতে হবে,,,,আর এখন ই সুযোগ নিচে কেউ যাবে না সবাই এখন রুমে আছে,,,, মিসকা নিচে গিয়ে রুমার সাথে পুরো প্লান টা করে নেয় আর প্লান মাফিক কাজ করে,,,,,
#সন্ধ্যায়,,,,,
মিসকাঃ আন্টি তুমি এখানে আমি তোমায় পুরো বাড়ি খুজছি,,,,,
মিসেস নিলুফাঃ কেনো কি হয়েছে??
মিসকাঃ তুমি এখনো টের পাওনি,,,,, আঙ্কেল তো,,,,😞😞
মিসেস নিলুফাঃ কি হয়েছে?? 😟
তুমি আর কথা না বলে নিচে চলো তাহলেই দেখতে পাবে,,,
রুমাঃ বড় সাহেব আপনি এখানে বইসা আছেন?? আর ঐ দিকে খালাম্মা কেমন জানি করতাছে,,,
মুফতিউর রহমান ঃ কি বলিস😟
রুমাঃ হ এহন তাড়াতাড়ি চলেন,,,,
মিসকা মিসেস নিলুফা কে নিয়ে আসে আর রুমা নিয়ে আসে মুফতিউর রহমান কে,,,,দুজনেই সিড়ির সামনে এসে থমকে যায়,,,,,দুজনের দিক দুজনে তাকিয়ে,,,,,
মিসেস নিলুফাঃ তুমি ঠিক আছো,,,
মুফতিউর রহমান ঃ হ্যা আমি তো ঠিক আছি তোমার কিছু হয় নি তো!!!
মিসকাঃ উমহ,উহম ( একটু কেশে) না কিচ্ছু ঠিক নেই,,,
ওরা দু’জনে ই বুঝতে পারলো সবই ওদের প্লান,,,,,
মিসেস নিলুফা চলে যেতে নিলে মিসকা হাত ধরে টেনে দুজনকে নিয়ে নিচে নামে,,,
মিসেস নিলুফাঃ একি এমন অন্ধকার কেনো??
মিসকাঃ হিয়া,,,,,, 😍
সাথে সাথে চারিদিকে লাইট জ্বেলে ওঠে,,,,,,ওরা দুজনেই হা করে আছে একে অপরের দিকে তাকিয়ে আছে,,,,,,,
মুফতিউর রহমান ঃ একি এতো ডেকরেট কে করেছে,,,চারিদিকে কালারিং লাইট,ফুল, কেন্ডেল,বেলুন দিয়ে পুরো সাজানো,,,,,,,আর হিয়া লাল আর সাদা বেলুনের মাঝে দাড়িয়ে আছে,,,,৷
মিসকাঃ তোমার মেয়ে,আর নাতনী থাকতে আর কে সাজাবে,,,,
মিসকাঃ এক গুচ্ছ গোলাপ এনে,,,, এটা নাও আঙ্কেল এবার আন্টিকে ছড়ি বলো,,,,এটা তোমার শাস্তি😌
মুফতিউর রহমান ঃ মিসেস নিলুফার দিকে একবার তাকিয়ে হাতে ফুলগুলো নেয়,,,,
মিসকাঃ এবার হাটু গিড়ে বসে ফুলগুলো আন্টিকে দাও,,,,
মিসকার কথা মতোই হাটু গিড়ে বসে ফুলগুলো দেয় আর ছড়ি বলে,,,,,,
মিসেস নিলুফা তো লজ্জায় লাল হয়ে আছে,,,,,
হিয়াঃ দাদিয়া ফুলগুলো নাও প্লিজ,,,,, ,
মিসকাঃ হ্যা আন্টি নিয়ে নাও,,,,,,
মিসেস নিলুফাঃ ফুলগুলো নিয়ে সাথে সাথে পিছন ফিরে যেতে নিলে,,,,,,মুফতিউর রহমান পিছন থেকে আচল টেনে ধরে,,,,,,
মিসেস নিলুফাঃ অবাক হয়ে পিছনে তাকায় কিছুটা লজ্জা ও পায়,,,,,
মুফতিউর রহমান ঃ গান ধরে,,,,,,,
“””” কতো যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে,,,,,,,
”””'””এই হ্রিদয় চিরে যদি দেখানো যেতো আমি যে তোমার তুমি মানতে,,,,,,,
“”””” সে কথা তুমি যদি জানতে,,,,,
এই গান গাওয়ার সাথে সাথে মিসেস নিলুফা মুফতিউর রহমান কে জড়িয়ে ধরে কেদে দেয়,,,,,,
আর এদিকে হিয়া, মিসকা, আর রুমা জোরে জোরে হাত তালি দেয়,,,
আর হাত তালির শব্দ শুনে ওরা দুজন দুজনকে ছেড়ে দেয়,,, দুজনই লজ্জায় লাল,,,,,,
মিসকা ঃ দুজনের হাতে মালা দিয়ে,,,,,,,,,,,,,,,, শুরু করে,,,,,,
“”””মেহেন্দি লাগাকে রাখ না ডলি ছাজাকে রাখ না,,,(,২)
লেনে আয়ে ও গরি আয়েঙ্গে তেরী ও সাজনা,,,,,,,,,
হিয়া আর মিসকা গাইছে আর নাচছে💃 সাথে সাথে তাল মিলিয়ে রুমাও নাচছে,,,,,,,মাঝখানে দুজনকে রেখে,,,,
ইফতি দরজা খোলা পেয়ে ঢুকে পরলো,,,ফোনে কার সাথে যেন কথা বলছিলো,,ওদের কান্ড দেখে হাত থেকে ফোন পরে যেতে নিলো,,,,
ইফতিঃ আমি পরে কথা বলছি,,,,,বলেই ওদের কান্ড দেখছে আর হাসছে,,,,,
কিন্তু কেউ ওকে দেখতে পেলো না,,,,ও আরেকটু আড়ালে দাড়ালো,,,,
মিসকাঃ নাও নাও তাড়াতাড়ি এবার মালা পড়াও একে অপরকে,,,,,,,
মিসেস নিলুফাঃ কি শুরু করলি তো বল,,, আমাদের কি এসব করার সময় আছে বল,,,,
মিসকাঃ কোনো কথা হবে না,,,, যা বলছি তাড়াতাড়ি করো,,,
কি আর করার নিরুপায় হয়ে একে অপরকে মালা পড়িয়ে দিলো,,,মিসকা ছবিও তুললো,,,,,,
রুমা একটা কেক নিয়ে আসলো,,,,,,
মুফতিউর রহমান ঃ ওরে বাবা একি এতো সারপ্রাইজ এর উপর সারপ্রাইজ পাচ্ছি,,,,,,, কেক কে বানালো,,,,
রুমাঃ মিসকা আফামুনি😊
মিসেস নিলুফাঃ তোর মতো মেয়ে যে ঘরে থাকবে সে ঘর আলোকিত হয়ে যাবে রে😉
মিসকাঃ এবার ফর্মালিটি রেখে দুজনে কেক কাটো😋
মুফতিউর রহমান ঃ কিন্তু এতোসব করলি কখন??
মিসকাঃ কখন আবার মাত্র ই তো করলাম,,,,উফফ অনেকমকথা হয়েছে এবার কেক কাটো,,,,,
হিয়াঃ বাবাই!!!🙃
হিয়ার কথা শুনে সবাই পিছনে তাকায়,,,,,
ইফতিঃ এইরে ধরা পড়ে গেলাম,,,,😜
মিসেস নিলুফাঃ কখন এসেছিস??
ইফতিঃ না আসলে এই তো এখন আসলাম,,,,
হিয়া গিয়ে হাত ধরে ইফতিকে নিয়ে এলো,,,,,
ইফতি এসে মিসকার পাশে দাড়ালো,,,,,মিসকা লজ্জা পেয়ে ইফতির দিকে আর তাকালো না,,,,
মিসকাঃ নাও নাও এবার কাটো,,,,
দুজনে মিলে কেক কাটে আর ওরা হাত তালি দেয়,,,,, ইফতি শুধু মিসকার দিকে তাকিয়ে থাকে,,,,আর মনে মনে ভাবে এই মেয়েটাকে যতো দেখছি ততই যেনো ভালোবাসতে ইচ্ছে করছে,,,,,,,,,,,, আমি কি পারবো বলতে কখনো ওকে আমি ভালোবেসে ফেলেছি,,,,,
মিসকাঃ নাও এবার দুজন দুজনকে খাইয়ে দাও,,,,
ওরা দুজন দুজনকে খাইয়ে দিলে,,,,,মিসকা কেক পিস করে রুমাকে হিয়াকে দিলো,,,,,,আর ইফতির সামনে নিয়ে প্রিচ দিয়ে বললো,,,,,নিন
ইফতিঃ এভাবে খাবো না আমার হাতে ময়লা,,,,
মিসকাঃ তো হাত ধুয়ে নিলেই তো হয়,,,,
ইফতিঃ না উঠতে ইচ্ছে করছে না,,,,,বড্ড ক্লান্ত লাগছে,,,
মিসকাঃ তো কি করবো??
ইফতিঃ খাইয়ে দাও
মিসকাঃ কি!!😳( চোখ বড় বড় করে)
ইফতিঃ এভাবে তাকানোর কি আছে,,,,//
হিয়াঃ আন্টি দেওনা খাইয়ে বাবাইকে,,,,
ইফতিঃ তাইতো হিয়া,,,,,একটু খাইয়ে দিলে তোমার আন্টির কি এমন হয় বুঝি না,,,,,,,,,,
মিসকা আর কথা না বাড়িয়ে ইফতির মুখের সামনে কেক ধরে,,,( ও জানে কথায় আরো কথা বাড়বে)
ইফতিঃ একটু হেসে মিসকার হাত থেকে কেকটা কামড় দেয়,,,,,ইচ্ছে করেই মিসকার আঙ্গুল সহ কামড় দেয়,,,,
ইফতির এমন আচরণে মিসকা চমকে ওঠে,,,,,,কিছু না বলেই এক দৌড়ে ওপরে চলে যায়,,,,
ইফতি একটু হাসে,,,,😂
মিসেস নিলুফা আর মুফতিউর রহমান পুরো ব্যাপার টা লক্ষ করে আর একজন আরেক জনকে বলে,,,,আমি যা দেখছি তুমি কি তা দেখছো,,,,,,,
মিসেস নিলুফাঃ হুম,,,,,আমি যা ভাবছি তুমি কি তা ভাবছো??
মুফতিউর রহমান ঃ একটু মিসেস নিলুফার দিকে তাকিয়ে হেসে হুম,,,,,,
তাহলে তো হয়েই গেলো,,,,,,দুজনেই হায় ফাইভ দিলো,,,
#চলবে,,,,,,,,,,,,,,
#ভালোবাসার__টান,,,,,,😍👸😍
#part::::::::::(34)
#writer::::::::::::Tanzidaa Jannat
মিসকা দৌড়ে গিয়ে নিজের রুমে বসে যায়,,,,,,
মিসকাঃ বজ্জাত রাক্ষস একটা কিভাবে আঙ্গুল টা কামড়ে দিলো,,,,,পুরো আঙ্গুল টা লাল হয়ে গেছে😢শুধু শুধু কি আর বজ্জাত রাক্ষস বলি,,,,,,নামের সাথে পুরো মিল আছে,,,,😠😠।ইশশশ কি লজ্জা সবার সামনে🙈🙈আর যাবোই না রাক্ষস টার সামনে,,,,,😒😒
রুমাঃ আফামুনি হিয়া তো ঘুমাই গেছে,,,,,নেন সোয়ায় দেন,,,,
মিসকাঃ ঘুমন্ত হিয়াকে রুমার কাছ থেকে কোলে নিলো।ও কি কিছু খেয়েছে,,,??
রুমা ঃ না,,,, একা একাই সোফায় ঘুমিয়ে ছিলো,,,,,
মিসকাঃ আচ্ছা যাও,,,,,
রুমা চলে গেলো,,,মিসকা হিয়াকে বিছানায় সুইয়ে দিলো,,,,,কপালে চুল গুলো সরিয়ে দিয়ে একটা চুমু একে দিলো,,,,,
কি সুন্দর লাগছে আমার ছোট্ট পরীটাকে,,,,,খুব হিংসে হচ্ছে রে কারন আমি তোর আন্টি,,,,, 😔।
বড় একটা নিশ্বাস নিয়ে ও তো কিছু খায় নি,,,,, যাই দেখি কিছু করতে পারি কি না,,,,মিসকা উঠতে গেলে কিছুতে টান বাজে,,,,,পিছনে তাকিয়ে ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে খুব সাবধানে ওড়না টা ছাড়িয়ে নিয়ে একটা চুমু দিলো,,,,
নিচে নামতেই দেখে মিসেস নিলুফা বসে আছে,,,,,
মিসকাকে দেখে,,,,, কি হলো খাবি না নাকি??? ইফতিও চলে গেলো,,,বললো যে খাবে না,
মিসকা কথাটা শুনে মনে মনে খুশি হলো,,যাক বাচা গেলো আজ আর দেখা হচ্ছে না🙂🙂
মিসকাঃ না আন্টি আজ আর খাবো না,,,তুমি আর আঙ্কেল খেয়ে নাও,,,,
মিসেস নিলুফা ঃ কি যে হয় তোদের বুঝি না,,,,তাহলে নিচে নামলি কেন??
মিসকাঃ হিয়াটা না খেয়ে ঘুমিয়ে আছে তাই ভাবলাম একটু দুধ গরম করে খাইয়ে দিই,,,,,
মিসেস নিলুফা ঃ ও আচ্ছা,,,,, আমি রুমাকে বলে দিচ্ছি পাঠাতে তুই রুমে যা,,,,,
মিসকাঃ না আন্টি অসুবিধা নাই,,,,আমি গরম করে নিয়ে যাচ্ছি,,,,,
(বলেই কিচেনে এসে দুধ গরম করে গ্লাসে ঢালতে নিলে,,,,,মিসেস নিলুফা বলোলো,,,,শুনলাম তুই নাকি চলে যাবি,,,,)
মিসকাঃ কি বলছেন আন্টি,,,,,,আমি কখন বল্লাম,,,??
মিসেস নিলুফা ঃ না এখন বলিস নি ঠিকই,,,,কিন্তু সবসময় তো আর এখানে থাকবি না,,,,তখন আমার নাতনিটার কি হবে??? বলতে পারিস,,,,
মিসকাঃ মিসেস নিলুফার দিকে ছলছল চোখে তাকালো,,,,
মিসেস নিলুফা ঃ জানি তোর হয়তো শুনতে হয়তো খারাপ লাগছে,,, কিন্তু এটাই তো সত্যি বল,,,,,তুই তো আর সারাজীবন এখানে পরে থাকবি না,,,তোর ও তো জীবন আছে,,,,
মিসকাঃ আমি এসব এখন ভাবছি না আন্টি,,,,,যখন চলে যাবো তখনেরটা তখন ভাববো,,,,পরের ভাবনা এখন ভেবে কষ্ট পাওয়া ছাড়া কিছুই হবে না,,,তখন হয়তো হিয়ার জীবনে আমার স্থানে অন্য কেউ থাকবে,,,,,বলেই মিসকা গ্লাসটা নিয়ে চলে গেলো,,,,
মিসেস নিলুফা ঃ আমায় ক্ষমা করিস মা,,,,, তোকে হার্ড করার একটাই কারন আমাদের জীবনে তোর কতোটা ইম্পর্টেন্ট তা তোকে বুঝতে হবে,,,,তুই চলে গেলে যে আবার সব অন্ধকার হয়ে যাবে,,,,,আর আমি তা কি করে হতে দেই বল,,,,,, আচল দিয়ে চোখটা মুছে নিলো,,,,,( মনে মনে)
মিসকা রুমে গিয়ে টেবিলে গ্লাসটা রেখে হিয়ার পাশে বসে কান্না করছে,,,,
মিসকাঃ আমি যে তোকে ছাড়া থাকতে পারবো নারে,,,,😭😭আমি যে তোর #ভালোবাসার__টানে পড়ে গেছি,,,,,,এই টান থেকে নিজেকে কেমনে সরিয়ে নিবো😭
হিয়া একটু নড়ে উঠলে মিসকা তাড়াতাড়ি কান্না বন্ধ করে চোখের পানি মুছে নেয়,,,,,,,
তারপর ঘুমন্ত হিয়াকে নিজের কোলে বসিয়ে গ্লাসটা ওর মুখে ধরে,,,,
প্রথমে হিয়া ঘুমের চোখে একটু বিরক্তি ভাব ধরলেও পরে একটানে সবটুকু দুধ খেয়ে নেয়,,,
মিসকা ওকে একটু পানি খাইয়ে দিয়ে সাবধানে আবার সুইয়ে দেয়,,,মুখটা ওড়নার আচল দিয়ে মুছে দিয়ে কপালে একটা চুমু একে দেয়,,,,,
মিসকা বিছানা থেকে উঠে গিয়ে বারান্দায় দাড়ায়,,,,,,দক্ষিনা বাতাস বইছে,,,আজ অন্যান্য দিনের তুলনায় বাতাসের জোরটা একটু বেশিই,,,,মনের মধ্যে শুধু আন্টির কথা গুলো বাজছে মিসকার,,,,,
আন্টি যা বলেছে তা তো ঠিকই,,,,আমি তো আর চিরকালের জন্য আসিনি,,, আমি তো একদিন চলে যাবো,,,, কিন্তু এতো কষ্ট পাচ্ছি কেনো,,,বড্ড ভালোবেসে ফেলেছি এই মানুষ দেরকে,,,,,এতোটা ভালোবেসেছি দূরে চলে যাবো এই কথাটা একবার ভাবতে পারছি না,,,,,এই পরিবারের একজন ভেবে ফেলেছিলাম নিজেকে,,,,এসব ভাবছে আর আকাশ পানে তাকিয়ে আছে,,,,, আর চোখ থেকে পানি ধরছে,,,,,বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে,,, ওড়নাটাও উড়ছে,,,,
হঠাৎ কারো স্পর্শে ঘোর কাটলো,,,,
একটু চমকে মিসকা পাশে তাকালো,,,,,ও এক ধ্যানে তাকিয়ে আছে,,,,
ইফতি মিসকার সাথে কথা বলতে ওর রুমে আসলে ওকে রুমে না পেয়ে বারান্দায় যায়,,,,গিয়ে দেখে মিসকা এককোনায় দাড়িয়ে আছে চুলগুলো উরছে,,,,ও গিয়ে মিসকার পাশে দাড়ালেও কোনো রেসপন্স না পেয়ে মিসকার রেলিংএর উপর থাকা হাতের উপর হাত রাখলো,,,,হাত রাখতেই মিসকা একটু চমকে ইফতির দিকে তাকালো,,,,মিসকার চোখ দিয়ে পানি পরতে দেখে ইফতির বুকের ভেতর টা মোচর দিয়ে উঠলো,,,,,,,
ইফতি ঃ মিসকা কি হয়েছে তোমার,,,, তুমি কাদছো কেনো??
মিসকাঃ মুখে কিছু না বলেই ইফতিকে জড়িয়ে ধরলো,,,,,আর জোরে জোরে কাঁদতে লাগলো,,,,শক্ত করে টিশার্ট খামচে ধরে কাদছে তো কাঁদছে ই,,
ইফতি কিছু বুঝতে না পেরে জড়িয়ে ধরে আবার জিগ্যেস করলো কি হয়েছে কাঁদছো কেনো???
মিসকাকে ইফতি জড়িয়ে ধরায় মিসকার ঘোর কাটে সাথে সাথে ইফতিকে ছেড়ে দেয়,,,,,মিসকা ইফতি ছেড়ে দিলে,,,ইফতিও মিসকাকে ছেড়ে দিয়ে ওর চোখের পানি মুছে দেয়,,,,,
ইফতিঃ এবার বলো এভাবে কাঁদছিলেন কেনো??
মিসকা ঃ কি বলবে বুঝতে পারছিলো না,,,,আবার লজ্জায় তাকাতেও পারছিলো না,,,,
ইফতিঃ কি হলো বলছো না কেনো??
মিসকাঃ না আ আসলে আমার আমার বাড়ির কথা মনে পরছিলো,,,,,
ইফতিঃ তাই বলে এভাবে কাঁদবে,,,?? আর আমি কি না কি ভাবলাম,,,,,,বলেই হাসি শুরু করলো,,,,😂😂😂😂
মিসকাঃ কোনো কথা বললো না মাথা নিচু করে বললো সড়ি,,,,
ইফতিঃ ছড়ি কেনো( হাসি বন্ধ করে)
মিসকা ঃ না মানে তখন ওভাবে😔😔
ইফতিঃ হয়েছে,,,,, বাচ্চারা এমনই করে আমি জানি,,,😉
মিসকাঃ 😑😑😑
ইফতিঃ শোনো তোমার সাথে একটা স্পেশাল কথা বলার জন্য এসেছি,,,,,,
মিসকাঃ কি??
ইফতিঃ বড় একটা নিশ্বাস ছেড়ে কাল হিয়ার জন্ম দিন,,,,
মিসকাঃ কি বলছেন😱😱😱
ইফতিঃ হুম😌
মিসকাঃ আর আপনি আমায় এখন বলছেন😠।কতো কিছুর আয়োজন করতে হবে,কত্ত সপিং করবো ওকে নিয়ে,,,,,আর আপনি এখন বললেন,,,, 😡
ইফতিঃ দেখ মিসকা এর আগে কখনও ওর জন্ম দিন পালন করা হয় নি,,,,,আর কেনো হয় নি তুমি তা হয়তো কিছু জানো,,,,
মিসকাঃ সে তো না হয় বুঝলাম,,,,, তখন তো আর আমি ছিলাম না কিন্তু এখন তো আমি আছি আর আমার মেয়ের জন্ম দিন পালন করবো না,,,,😟ওকে নিয়ে কত্তকিছু কিনতে হবে,,,,,
মিসকার কথায় ইফতি ওর দিকে তাকিয়ে আছে,,,,
মিসকাঃ এই যে কি বলছি আপনাকে,,,
ইফতিঃ হ্যা,,শুনছিতো,,,,,শোনো এর আগে কখনও ওর জন্মদিন পালন করি নি বলেই তো ওকে সারপ্রাইজ দিবো,,,,,,কালকের দিন ওকে এমন ভাবে সারপ্রাইজ দিবো ও কখনো ভুলতেও পারবে না,,,,
মিসকাঃ কিন্তু এখনও তো একটা ফুল পর্যন্ত কেনা হয় নি,,, তার উপর এতো এরেজমেন্ট,,,,
ইফতিঃ উশশশশ,,,,,,মিসকার মুখে হাত দিয়ে,,,,
এতো বকবক করো কেন? একটু চুপ থাকতে পারো না?? আগে শোনো তারপর কথা বলবে,,,,
মিসকাঃ মাথা ঝাকিয়ে সায় দেয়,,,,,
ইফতি একের পর এক প্লান গুলো বলতে থাকে কাল সারাদিন কিভাবে কি করবে
মিসকাঃ সব শুনে বললো,,,আমি একটা কথা জিগ্যেস করি??
ইফতিঃ হুম এবার তুমি বলতে পারো,,,,
মিসকাঃ সব না হয় প্লান মাফিক হলো কিন্তু সবাইকে ইনভাইট করবেন কখন???
ইফতিঃ একটু হেসে,,,,,, করে ফেলেছি,,,,
মিসকাঃ ইনভাইট করার শেষ??😱
ইফতিঃ হুম,,, তবে তোমার দুই বান্ধবী কে বলা হয় নি,,, ঐটা তুমি বলবে,,,,,,,আফটারওল তোমার মেয়ের জন্মদিন,,,😊
মিসকাঃ তা তো করবোই,,,আমার মেয়ে,,,, এ বলেই ধিয়াতে লাগলো কি বলবে বুঝে পাচ্ছে না,,,,
ইফতিঃ একটু হেসে নাক টান দিয়ে হয়েছে বুঝিছি বলেই চলে গেলো,,,😂😂😂
মিসকাঃ বোকার মতো দাড়িয়েই আছে,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,