বিয়াইন_সাহেবের_প্যারা,পর্বঃ ৩

#বিয়াইন_সাহেবের_প্যারা,পর্বঃ ৩
#Sajjad_KR

ভাবীঃ সাজ্জাদ যা ইরার সাথে বাইরে গিয়ে ঘুরে আয়..?

আমিঃ ঠিক আছে তুমি ইরাকে রেডি হতে বলো

ভাবীঃ তুই রেডি হয়ে নিচে যা ইরা আগে থেকেই রেডি হয়ে আছে

আমি কিছু না বলে নিচে এলাম নিচে এসে দেখি ইরা বসে আছে।

আমি ইরাকে কিছু বলতে যাব তখন ইরা বলল,,

ইরাঃ তাহলে চলো বাইরে থেকে ঘুরে আসা যাক.?

আমিঃ হুম চলো যাওয়া যাক.।

তারপর আমি এবং ইরা গ্রাম ঘুরতে বের হলাম।

গ্রামের মাটির রাস্তা দিয়ে হেটে চলেছি তখন ইরা আমাকে বলল.?

ইরাঃ আপনি কি সারাদিন রুমের ভেতর থাকেন.?

আমিঃ কথাটা বুঝলাম না.?

ইরাঃ মানে আমি বলতে চেয়েছি আপনি কি আপনার বাসায় সারাদিন রুমের ভেতর শুয়ে থাকেন..??

আমিঃ হুম..।

ইরাঃ কেন সারাদিন রুমের ভেতর কেন থাকেন..?

আমিঃ আমার একা থাকতে ভালো লাগে তাই।

ইরাঃ ওওও আচ্ছা।

আমিঃ হুম

আমরা হাঁটতে হাঁটতে কথা গুলো বলছিলাম হঠাৎ করে কোথায় থেকে

যেন একটা মেয়ে এলো এসে ইরাকে বলল

মেয়েটিঃ তুই আজকে বের হয়েছিস কিসের জন্য..?

ইরাঃ এমনি একটু হাঁটতে বের হয়েছি.?

মেয়েটিঃ ওওও কিন্তু এই ছেলেটা কে (আমাকে দেখিয়ে বলল)

ইরাঃ ও হচ্ছে আপুর দেবর আপুর সাথে এখানে এসেছে কয়েকদিন থেকে চলে যাবে..?

আমি দাড়িয়ে থেকে ওদের কথাগুলো শুনছিলাম কিন্তু কিছু বললাম না।

মেয়েটিঃ ওও আচ্ছা এখন কোথায় যাবি.?

ইরাঃ কোথায় আবার যাব ওনাকে (আমাকে দেখিয়ে) গ্রামটা একটু ঘুরিয়ে দেখাব তুইও চল আমাদের সাথে..?

মেয়েটিঃ ঠিক আছে চল

তারপর আমরা তিনজনে গ্রামটা ঘুরতে লাগলাম।

ইরা এবং মেয়েটি সামনে হাটতে আমি ওদের পেছন পেছন হেটে যাচ্ছি।

একটু পর ইরা আমাকে নদীর পাড়ে নিয়ে এলো আমি নদীর কিনারে গিয়ে বসলাম।

অন্যদিকে ইরা এবং মেয়েটি..?

মেয়েটিঃ দোস্ত ছেলেটার নাম কি.?

ইরাঃ ওর নাম হলো সাজ্জাদ

মেয়েটিঃ ওওও আচ্ছা। নামটাও যেমন দেখতেও ঠিক একরকম তাই না

ইরাঃ কেন খারাপ দেখতে নাকি.?

মেয়েটিঃ আরে না দেখতে অনেক সুন্দর। আমার সাথে কি একটু পরিচয় করিয়ে দিবি..?

ইরাঃ ঠিক আছে দিবো এখন চল বাসায় যাই নাহলে অন্ধকার হয়ে যাবে..?

মেয়েটিঃ ঠিক আছে চল

এদিকে আমি,,,,

নদীর কিণারে বসে থেকে গান শুনছিলাম তখন ইরা এসে আমাকে বলল।

ইরাঃ এভাবে আর কতক্ষণ বসে থাকবে চলো বাসায় যাওয়া যাক..?

আমিঃ হুম চলো অনেকক্ষণ হয়ে গেছে বাইরে এসেছি..?

ইরাঃ হুম চলো

তারপর আমরা বাসায় চলে এলাম৷ বাসায় এসে বাগানে বসলাম তখন ইরা বলল

ইরাঃ কেমন লাগলো আমাদের গ্রামটা..?

আমিঃ অনেক ভালো লাগল..।

ইরাঃ তাহলে কালকে মায়াকে নিয়ে আবার ঘুরতে যাব কেমন..?

আমিঃ সেটা যাব কিন্তু মায়া আবার কে..?

ইরাঃ আমার সাথে যে একটা মেয়ে ছিল ওর নাম হলো মায়া.?

আমিঃ ওওও আচ্ছা

ইরাঃ হুম এখন তাহলে চলো অনেক রাত হয়ে গেছে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো..?

আমিঃ ঠিক আছে চলো

তারপর আমরা দুজনে বাড়ির ভেতরে ঢুকলাম রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম।

এভাবে ঘোরাঘুরি করতে করতে কেটে গেল ৭ দিন।

কালকে সকালে আমরা চলে যাব তাই খাবার পর ভাবীকে বললাম।

আমিঃ ভাবী রাতে সবকিছু গুছিয়ে রেখো কালকে সকালে রওনা দিব..?

ভাবীঃ ঠিক আছে আমি সবকিছু গুছিয়ে রাখব।

আমি আর কিছু না বলে নিজের রুমে এসে ঘুমিয়ে গেলাম

পরেরদিন সকালে নাস্তা করে বের হবো তখন ইরা আমার কাছে এসে বলল

ইরাঃ তাহলে দেখে শুনে যেও এবং আপু যখন আসে তখন আবার আপুর সাথে এসো..?

আমিঃ ঠিক আছে আসব তুমিও আমাদের বাসায় যেও..?

ইরাঃ ঠিক আছে যাব।

পরে আর কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্য

টানা অনেকক্ষণ জার্নি করার পর আমরা বাসায় এসে গেলাম

বাসায় এসে ব্যাগগুলো ভেতরে রেখে আমি নিজের রুমে চলে গেলাম।

রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর ভাবীকে বলে বাসা থেকে বের হলাম।

বাসা থেকে বাইক নিয়ে সোজা চলে গেলাম আমাদের আড্ডা খানায় যেখানে আমরা বসে আড্ডা দেয়।

ওখানে গিয়ে দেখি সবাই বসে আছে আমিও গিয়ে ওদের কাছে বসলাম

তখন আমার বন্ধু সাকিব বলল..?

সাকিবঃ এতদিন কোথায় ছিলি তোকে বাসায় ও পেলাম না আবার ভাসির্টিও আসিস নি..?

আমিঃ আরে আমি ভাবীর বাসায় গিয়েছিলাম ওখানে কয়েকদিন থেকে তারপর এলাম।

সাকিবঃ ওওও তা সেখানে দিন কেমন কাটল..??

আমিঃ ভালোই কাটল অনেক সুন্দর গ্রাম।

সাকিবঃ ওওও কালকে কি ভাসির্টি যাবি..?

আমিঃ হ্যাঁ কালকে যাব অনেকদিন ধরে ভাসির্টি যাই না..?

এভাবে নানা কথায় আড্ডা দিতে লাগলাম আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল।

তাই দেরী না করে বাসার দিকে যেতে লাগলাম৷

বাসায় এসে ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বললাম

তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম।

পরেরদিন সকালবেলা ঘুম থেকে ওঠে ভাসির্টি গেলাম।।।

আজ অনেকদিন পর ভাসির্টিতে আসার ফলে সবাই আমার দিকে তাকিয়ে আছে.।

জানিনা এর কারণ কি..?

আমি আমার বন্ধুদের খুজতে লাগলাম একটু পর আমার বন্ধুদের পেয়ে গেলাম দেখলাম ক্যাম্পাসে একটা গাছের নিচে বসে আছে।

আমি গিয়ে ওদের সাথে বসলাম তখন আমার বন্ধু মিজু বলল






মিজুঃ তুই আবার কোথা থেকে এসেছিস

আমিঃ এলাম এক গ্রহ থেকে..?

নিলা(আরেকবন্ধু)ঃ কোন গ্রহ থেকে এসেছিস বল

আমিঃ ভাবীর সাথে তার বাসায় গিয়েছিলাম।

নিলাঃ সেখানে দিন কেমন কাটল..??

আমিঃ ভালো..?

তারপর নিলা এমন একটা কথা বলল যেটা শুনে সবাই হেসে ওঠল..?

চলবে,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here