বজ্জাত_স্যার,পর্ব-২৪,২৫ শেষ

বজ্জাত_স্যার,পর্ব-২৪,২৫ শেষ
অদ্রিতা_শ্রেয়া
পর্ব-২৪

পুরো ক্লাস প্রিন্সিপ্যাল স্যারে রুমে দাড়িয়ে আছে আর আমাকে সবার সামনে দাড় করানো হয়েছে,,
!
প্রিন্সপাল:: সব শুনলাম,, এখন জিহাদ তুমি বলো কি করতে হবে?
!
জিহাদ:: আমার মতে ক্লাসরুমে ছেলে মেয়ে আলাদা করে দিন না হয় সিসি ক্যামেরা লাগিয়ে দিন।
!
প্রিন্সিপাল:: দেখো জিহাদ আমিও আগে চেয়েছিলাম আলাদা করবো বাট এতো গুলো ডিপার্টমেন্ট তার মাঝে জায়গা কম,তার থেকে বরং সিসি ক্যামেরা লাগিয়ে দেই।
!
আমি: স্যার আমার কিছু বলার আছে??
!
জিহাদ: ভ্রু কিছুটা কুচকে, তোমারও বলার আছে??
!
আমি:: শুনুন থাক কিছু বললাম না।স্যার কথা হলো, আমাদের মেইন সমস্যা হলো এই যে ইনি(জিহাদকে দেখিয়ে),,তাকে এক্সচেন্জ করে নতুন টিচার রাখুন সমস্যা সমাধান সিসি ক্যামেরা লাগবে না।
!
প্রিন্সাপাল: কেনো কেনো?? ও কোনো অপরাধ করেছে?? ঝিনুক!!
!
আমি:: আসলে স্যার বলতে নিবো (দেখি জিহাদ এমন ভাবে তাকিয়ে আছো মনে হয় চোখ দিয়ে গিলে খাবে,আর বললাম না) উনি বোধহয় আমাদের নিয়ে অতিষ্ঠ,তাছাড়া শকুনের মতো চোখ আর পেচার মতো দৃষ্টি শক্তি থাকলে সিসি ক্যামেরা লাগে না স্যার।
!
প্রিন্সিপাল:: আচ্ছা আমি দেখছি তোমরা নেক্সট টাইম আর এমন করবে না,আর ক্লাসে কারা একসাথে ছিলে তারা বসো গার্জিয়ান ডাকা হবে!!
আশেপাশে তাকিয়ে দেখি সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে,আসলে আমারই দোষ, ওদের তো বাচাতে হবে যেমনে হোক!!
!
আমি:: আসলে স্যার আমরা তো কাপল ডান্স করছিলাম মানে কুইজ ছিলো, এখন ক্লাসে ছেলে মেয়ে উভয়ই আছে,সরকার তো সবাইকে সমান অধিকার দিছে তাই না স্যার,তাহলে আমি কিভাবে তাদের অধিকারটা কেড়ে নেই? তাছাড়া ওদের রেখে আমরা একা একা কিভাবে কুইজ খেলি?? তাই ওদের ও নিছি আর একা একা তো ডান্স করা যায় না, তাছাড়া কুইজই কাপল ডান্স তাই আমিই বলেছি তোরা নিজেরা কঢা বার্তা বলে নে কে কার সাথে কিভাবে কি করবে!! তাহলে এখানে অপরাধ কোথায় আমাদের স্যার?
!
প্রিন্সপাল:: আসলেই তো কথা রাইট,বাট সত্য বলছো তো!! বাকিরা এটা কি ঠিক!!
!
সবাই একসাথে:: হ্যা স্যার রাইট,,আমরা তো শুধু কুইজের জন্য একসাথে হয়েছিলা।
!
প্রিন্সিপাল:: জিহাদ কেন তুমি এদের উপর এক্সট্রা চাপ দাও, ওরা কুইজ করছিলো তো পার্টনার লাগবে, হুট হাট করে তো কাউকে বেছে নেওয়া যায় না ,,হয়তো তোমার কোথাও ভুল আছে,
!
জিহাদ:: স্যার ভুল কোথাও না,আমি রাইট!! সব এই ঝিনুকে চাল।
!
আমি:: জিহাদ আমার দিকে তাকাতেই চোখ টিপ মারলাম, দেখে মনে হলো তেলে বেগুনে জ্বলে উঠছে।
!
প্রিন্সিপাল: আচ্ছা তোমার এখন যেতে পারো, আমি বিষয়টা দেখাছি।
(একে একে সবাই বের হয়ে গেলো শেষে আমি আর জিহাদ বের হলাম)
!
জিহাদ;: আমাকে এক্সচেন্জ করার প্লান তাই না আজ বাসায় যাও তুমি,,
আমি::(ভেঙ্চি দিয়ে বললাম) কানের সামনে মশার মতো ফুসুর ফুসুর কইরেন নাতো,
!
জিহাদ:: তেমাকে আমি দেখে নিবো,অনেক বেরে গেছো!
!
(বলেই হনহন করে চলে গেলো)
!
মুক্তা:: দিন দিন দেখি বুদ্ধি বাড়তেছে তোর,কেমনে লি করলি!!
!
আমি:: #বজ্জাত টা কি ভাবে নিজেকে!! ও যা খুশি তাই করবে আর আমি মেনে নিবো,আমিও কম জানি না।
!
মুক্তা:: তুই পারিসও বটে,
!
আমি:: চল না,অনেকদিন ধরে ফুসকা খাওয়া হয় না,আজ খেয়ে আসি
!
মুক্তা: চল তাহলে, খেতে তো ইচ্ছা করেই তুই বের হস না!
!
আমি: এখন তো বললাম দাড়িয়ে আছিস কেন।
!
(আমরা সবাই ফুসকা খেতে চলে গেলাম)
!
মুক্তা: আজকের ফুসকাটা কিন্তু সেই হয়েছে,,
!
আমি:: ইয়াম্মি ইয়ার,যদি তোর ফুসকার থেকে এখন তেলাপোকা বের হয় কেমন হবে,
!
মুক্তা:: কি কি,, তেলাপোকা!! কই কই
!
আমি:: হাহাহা মজা করলাম,খা
!
দিয়া:: আচ্ছা ঝিনুক তোর সাথে স্যারে এতো কিসের দ্বন্ধরে,,
!
আমি:: এটা তোর গোবর মাথা বুঝবি না,,
!
দিয়া: হ্যা হ্যা তুই তো বিজ্ঞানী আইনস্টাইন হয়ে গেছিস!!
!
আমি::দূর যে মরে গেছে ওকে টানিস কেন,উনার সাথে আমার পূর্বের জন্মে শত্রুতা ছিলো এই জন্মেও আমাকে ভুলতে পারে নি!!
!
_____এদিকে জিহাদ রাগে ফেটে যাচ্ছে, ভার্সিটি ৪টয়া ছুটি দিছে আর আসার কোনো খোজই নাই,এখন ৭ টা বাজবে,ফোনটাও ওফ করে রাখসে,,
!
জিহাদ:: মা তোমার জন্য ও অনেক বেড়ে গেছে!! তুমি দিন দিন ওর সাহস বাড়িয়ে দিচ্ছো,
!
মা:: এতো টেনশন করিস কেন,হয়তো ফ্রেন্ডের সাথে কোথাও গেছে বুঝিয়ে বললেই হয়,
!
জিহাদ;: আজ বুঝিয়ে বলবো নে,, আসুক শুধু!
!
মা:: তুই তো এককালে ভার্সিটি গেলে আর আসতে মন চাইতো না বাসায়! মেয়েটা একটু না হয় গেছোে এভাবে রিয়েক্ট কেন করছিস!
!
জিহাদ:: আমার সাথে ওর অনেক তপাত!আমি ছেলে মানুষ সারারাত বাহিরে থাকলেও বলার কেউ নাই ও মেয়ে মানুষ হয়ে কেন বাহিরে থাকবে??আবার মোবাইলও ওফ করে রাখছে,
!
মা:: চিন্তা করিস না, চলে আসবে।
!
____
আমি:: মুক্তা কয়টা বাজে?
!
মুক্তা: ৭টা বাজে,কেনো?
!
আমি: কি বললি ৭ টা বাজে!!!! ভালে করে দেখ
!
মুক্তা: আরে ঠিকই বলছি, তুই না হয় ঘড়ি দেখ।
!
আমি::ওরে আল্লাহ আমি গেলাম তোরা থাক, আমাকে আগে বলবি না,, বায়,
!
(একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম,বাসায় ডুকে দেখি গেটখোলা।ব্যাপার কি?? সবসময় তো লক থাকে,পা টিপে টিপে যাচ্ছি হঠাৎ কান ধরে কে যেনো টান ধরে আছে,পিছনে তাকিয়ে দেখি মা কান ধরে আছে)
আমি; কান ব্যাথা করছে ছাড়ো,
!
মা:: মেডাম আপনি না বলে কোথায় গিয়েছিলেন,,আবার ফোনও ওফ রাখছেন।
!
আমি: আজকে ফুসকা পার্টি ছিলো, পরে সব বলবো।উনি কোথায়?
!
মা: দেখ ঘরে বসে আছে,যা অনেক রেগে আছে,
!
আমি:আচ্ছা,,
(রুমে ডুকে তো চোখ কপালে উঠে গেছে হায় হায় সব কাপড় আলমিরা থেকে বের করে মাটিতে ফেলে রাখছে, বিছানার চাদর, বালিশের কভার সব নিচপ ফেলে রাখছে মনে হয় ময়লার স্তুপ)
!
জিহাদ:: কোথায় গিয়েছিলে?
!
আমি: কেন সব কথা আপনাকে বলতে হবে নাকি এই টেনডার নিয়ে বসছেন?
!
জিহাদ: শাট আপ!! আবার মুখে মুখে তর্ক করো!প্রশ্ন করেছি এনসার দাও
!
আমি: ফুসকা খেতে গেছিলাম,
!
জিহাদ:: ওহ আচ্ছা, তাহলে তো ফুসকা হজম হতে হবে না,এই যে কাপড় গুলো দেখছো সব ধুবে তুমি।
!
আমি:: আমি!!! এতো কাপড় অসম্ভব, আমার দ্বারা হবে না।আমি পারবো না।
!
জিহাদ:: এই স্কেল টা দেখছো পিটিয়ে লম্বা করে ফেলবো!! সময় ২০ মিনিট সব কাপড় পরিস্কার করবে,,
!
আমি:: যত্তসব, করতেছি!! (শয়তান, বাদর উল্লুক তোর কাপড় পরিষ্কার করছি)
!
বলে সব কাপড় তুলে বাহিরে বের হলাম,, দেখি মা কোথায় যেনো যাচ্ছে।
!
মা:: কিরে এতো কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস,
!
আমি:: দেখি কি করা যায়!! তুমি কোথায় যাচ্ছো
!
মা:: একটু পাশের ফ্লাটে ঘুরে আসি!! তুই থাক।আর খেয়ে নে, আমি আসছি!
!
আমি:: ওকে
!
(মা চলে গেলো,,আমি গিয়ে ওয়াশিং মেশিনে যত কাপড় আছে সব ডুকিয়ে দিলাম, আর যত সুইচ আছে সব একসাথে টিপলাম,সব কাপড় ধূয়ে বের হবে,আমাকে খাটাবি তা তো হবে না খবিশ কোথাকার,সব কাপড় ভিতরে দিয়ে চলে আসলাম)
!
[[ এর মাঝে দেখি বাসা থেকে কল দিছে, কল টা নিয়ে ছাদে চলে গেলাম]]
!
___এদিকে জিহাদ কি ব্যাপার এতো পুড়া পুড়া গন্ধ আসছে কোথা থেকে, হয়তো বা কারো কিছু পুরছে,,কিন্তু না গন্ধ এবার ভারছে সাথে ধোয়া দিয়ে বাড়ি ঘর আন্ধার হয়ে গেছে,,,জিহাদ তাড়াতাড়ি ঘর থেকে বের হয় এতো ধূয়া কিসের আর ঝিনুক কোথায়?? ওর তো কোনো আওয়াজও পাচ্ছে না,ধূয়ার দিকে যেতে যেতে দেখে ওয়াশিং মেশিন থেকে ধোয়া বের হচ্ছে,,কাপড় অনেক গুলোই পুরে গেছে।।তাড়াতাড়ি সুইচ ওফ করে ঝিনুককে খুজতে থাকে, আজ ওকে কষে কয়েকটা না মারলে হবে না,, সিড়ি দিয়ে ছাদে উঠে দেখে কার সাথে যেনো কথা বলছে,আর হাসছে আনমনে,,
!
চলবে______
!
((ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন,গল্প ভালো না লাগলে ইগনর করুন বাট বাজে কমেন্ট করবেন না))

#বজ্জাত_স্যার
#অদ্রিতা_শ্রেয়া
!
!
পর্ব-২৫ (অন্তিম পর্ব)
!
জিহাদ:আচ্ছা বলো তো তোমার মাথায় কি গিলু আছে?? হ্যা এটা কেমন বোকামি, একটু বুদ্ধি টুকুও নেই, খালি শয়তানি বুদ্ধি মাথায়, ওর চেয়াহার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারিনি
!
!
আমি:হু, আমি কি করেছি?? আর সরি সকালের জন্য,আর এমন ভুল হবে না।
!
!
জিহাদ:: সব কিছু কি সরি বললে হয়,,যেকোনো কিছুই ভেবে চিন্তে কটতে হয়!! তুমি যেসব কাজ করো কেউ সহ্য করতে পারবে না।তাকিয়ে দেখি মনে হয় এবার কান্না করেই দিবো চোখের পানি টল মল করছে,
!
!
আমি:: বললাম তো আর এমন হবে না, সবাই শুধু আমাকে বকে,কেউ ভালোবাসে না আমায়,,
!
!
জিহাদ:: এই যে পাগলি কান্না করছো কেনো!! আমার দিকে তাকাও,তাকাও! আসলে সেদিনের জন্য সরি, রাগ কন্ট্রোল করতে পারিনি তাই এমন ব্যবহার করেছি,আমায় মাফ করে দাও
!
!
আমি:: তাকিয়ে দেখি কান ধরে আছে দেখেই ফিক করে হেসে দিলাম।আপনাকে ভালোই লাগছে কান ধরে আছেন,এভাবেই থাকেন!
!
!
জিহাদ:: (ওর চোখ মুছে দিয়ে, কান ধরলাম)ঠিক আছে এভাবেই থাকবো।হু
!
আমি:: হিহিহি থাক আর ডং করতে হবে না কান ছাড়েন,,
!
!
জিহাদ: কান ছাড়লে কিন্তু কোলে নিবো,,
!
আমি:: কেনো!! ইসস
!
জিহাদ:: হুম হুম সব কিছুর কারন থাকে না, কিছু কিছু ক্ষেত্রে অকারনও থাকে,,
!
!
আমি:: বাহ !! কবি হয়ে গেছেন।
!
জিহাদ:: কিছুটা ওর কাছে গিয়ে সব কথা মুখে বলতে হয় না কিছু কথা বুঝে নিতে হয়,,(বলে ওকে পাজকোলে নিলাম)
!
!
আমি:: এটা কিন্তু ঠিক হবে না, শয়তান, ফাযিল,বজ্জাত, কোনোদিনও ভালো হবে না।
!
জিহাদ:: ওকে নামিয়ে দিলাম,ঠিক আছে আমি যেহেতু খারাপ।আপনার সাথে কি আর আমাকে মানায়??বলেই চলে আসতে নিলাম,তখনই দেখি পিছন থেকে আমার জামা টেনে ধরে,
!
!
আমি:: আরিহ রাগ করেন কেনো আমি সত্যি সত্যি বলি নাই তো!জানি খুব অভিমান করছে,
!
!
জিহাদ:: তো কি মিথ্যা মিথ্যা বলছো!!
!
আমি:: তার সামনে গিয়ে কলারটা চেপে ধরে আমার ঠোট তার ঠোটের সাথে মিলিয়ে দিলাম,,
(কিছুক্ষন পর ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাড়িয়ে আছি,আর উনি আমার দিকে তাকিয়ে আছে)
!
!
জিহাদ: এটা কি আমার ঝিনুক করলো!! বিলিবই তো করতে পারছি না
!
আমি:: উফফফ এভাবে বলতে হয়, আমার লজ্জা লাগে না বুঝি!!
!
জিহাদ:: ঠিক আছে, আজকে না হয় লজ্জা ভেঙ্গে দিবো, বলে কোলে নিয়ে চলে আসলাম নিজের রুমে,ঝিনুক একেবারে চুপ করে আছে।কিছুই বলছে না।ওকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়িয়ে দিলাম।বিছানায় রেখে উঠতে নিলে তখনই ঝিনুক হাত ধরে,,
!
!
আমি:: কোথায় যাচ্ছেন?
!
জিহাদ: তুমি ঘুমাও,
!
আমি:: ঘুমানোর জন্য এখানে আনছেন??আপনি কি আমার চোখের ভাষা বুঝেন না?? তাহলে কেনো রেখে যাচ্ছেন,বলে টান দিয়ে বিছানায় ফেলে দিলাম,,আর আমি তার উপড়ে শুয়ে আবার ঠোট মিলিয়ে দিলাম যেনো আর কথা বলতে না পারে,,এবার দিয়ে তাকিয়ে আছি তার দিকে,,
!
!
জিহাদ::সব কি তুমিই করবে, বলে ঝিনুককে বিছানায় ফেলে ওর গাল, ঠোট, গলায় এলো পাথারি চুমো দিতে থাকলাম,পুরোটাই ওর মাঝে ডুবে গেলাম।।আজ আমাদের ভালোবাসার পূর্নতা পেয়েছে।
!
______________________________
!
৪ ইয়ারস পর,,,
!
জারা; বাবাই বাবাই,,
!
জিহাদ: কি আমার জারা মামুনি!!
!
জারা: মাম্মা পতা, তুদু খায় খায় বনে( শুধু খাবারের কথা বলে)
!
জিহাদ:: আচ্ছা তোমার মাম্মাকে না করে দিবো খাওয়ার কথা বলতে,কিন্তু এখন তো খেতে হবে,
!
আমি:: জারা,, জারা কোথায় গেলো এই পাজি মেয়েটা!! একটা কথাও শুনে না,হাটা শিখে আমায় পাগল বানিয়ে ছাড়ছে,,রুমে গিয়ে দেখি জিহাদের বুকে লুকিয়ে আছে,,
!
!
জিহাদ: বলোতো এভাবে কারো পিছন লাগে!! মেয়েটা লুকানোরও জায়গা পায় না, একটু বুঝিয়ে খাওয়াবে শুধু দৌড়াদোড়ি,
!
আমি:: শুনুন একটা কথা বলবেন না! আপনার জন্যে মেয়েটা কোনো কথাই শুনে না,খেতে না চাইলে কি করবো?? না খাইয়ে রাখবো।( জারা আবার এক হাত একটু উচু করে তাকিয়ে দেখে আমি কি বলি)
!
!
জিহাদ: আরে চিল্লাইয়ো না, আমার সাথে শোও, রাগ কমে যাবে।
!
আমি:: আপনার উপর সব খাবার ফেলে দিবো এবার,
!
জিহাদ:: ইসস পাগলিটা রাগ করছো, বলে হাতটা ধরে টান দিলাম।
!
আমি:: কি হয়েছে, টান দিলেন কেনো!! আমার তো মন চায় আপনার উপর প্লেটটা ভাঙ্গি!
!
(হঠাৎ আননোন নাম্বার থেকে জিহাদের মোবাইলে কল আসে, আর জিহাদ আমার দিকে জ্ঞিগাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে)
!
আমি; কি হলো কল রিসিব করেন?
!
জিহাদ: চিনি না তো।
!
আমি:: দেন আমি কথা বলি দেখি কে!(ফোনটা নিয়ে কল রিসিব করলাম)
!
((বাট ও পাশ থেকে কথা বলে না,আজবতো))
!
আননোন;; ঝিনুক কেমন আছো,
!
আমি:: হ্যা ভালো আছি, বাট আপনাকে তো চিনলাম না!
!
আননোন:’ আমি তুসা,,চিনছো!এবার,
!
আমি:: হ্যা হ্যা, বাট এতো দিন পর,তোমায় কত কল দিছি বাট নাম্বার ওফ।আমাদের তো ভুলেই গেছো।তোমাদের কোনো খোজই নেই,,
!
তুসা:: আগে বলো আমায় মাফ করে দিছো।।
!
আমি:: মাফ করার কি আছে, মাফ অনেক আগেই করেছি।।তুমি কেমন আছো!
!
তুসা: ভালো আছি,ভাইয়া কেমন আছে,
!
আমি::আমার সাথেই আছে কথা বলবে,
!
তুসা:দাও,
!
জিহাদ: কে কল দিছে সেটা গো বলো,
!
আমি:: আগে কথা বলেন,পরে বুঝবেন।
!
(পরে জিহাদ, আমি, জারা সবাই কঢা বললাম,জারার আদো আদো কথা শুনে তুসা অনেক হাসে সাথে তার হাসবেন্ডও, তুসা ওখানে যাওয়ার পর বিয়ে হয়ে যায়, বাংলাদেশি ছেলে বাট স্থানীয় ওখানে,এবার সুখে আছে,সুখে থাকলেই ভালো)
!
জারা: মাম্মা তলি(সরি)
!
[[ ওর কথা শুনে দুজনই হোহোহো করে হেসে দিলাম।এভাবেই চলুক তাদের তাদের সংসার।রাগ, ভালোবাসা,অভিমান, ঝগরা না থাকলে কি আর সংসারকে সংসার মনে হয়!!! মনে হয় বন্ধি কারাগার।আর হা অবশেষে জিহাদের বাবা মেনে নেয় ওদের, পিয়াস জানতে পারে যে ঝিনুক মেরিড,,যেদিন জানতে পারে তার কিছুদিন পরই বিদেশ চলে যায়]]
!
(সমাপ্ত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here