প্রণয়ে_প্রলয়ের_সুর #লেখা: জবরুল ইসলাম #পর্ব_১২

#প্রণয়ে_প্রলয়ের_সুর
#লেখা: জবরুল ইসলাম
#পর্ব_১২
.
‘আমাকে ছেড়ে তোমার হাওয়াই মিঠাই নাও।’
নির্জন কথাটি বললো। একেবারে তরুর গলার কাছে তার ঠোঁট। তরুর গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। নির্জনের নাক, ঠোঁট দিয়ে উষ্ণ একটা হাওয়া এসে তার গায়ে পড়েছে। সেই উষ্ণতা ছড়িয়ে পড়েছে রন্ধ্রে রন্ধ্রে। এক হাতে হাওয়াই মিঠাই নিয়ে বললো, ‘উঠুন আপনি।’

নির্জন উঠে তার সিটে বসে পড়লো।
তরু বুকে হাত বেঁধে তাকিয়ে রইল জানালার বাইরের দিকে। ঘন শ্বাস-প্রশ্বাসে বুক খানিকটা উপরে উঠা-নামা করছে। নাকের ফুটো দু’টো ফুলে ফুলে উঠছে।

নির্জন মুচকি হেসে বললো, ‘বাবা বাস্তব ছেড়ে হুট করে তোমাদের রোমান্টিক উপন্যাসে ঢুকে পড়েছিলাম লেখিকা ম্যাডাম।’

তরু ভীষণ লজ্জা পেল। কোনো কথা বললো না। ফিরেও তাকালো না। খানিক সময় নিল সে। তারপর শান্ত হয়ে নির্জনের দিকে না তাকিয়েই বললো, ‘আপনি আমার উপন্যাস পড়েন কেন?’

– ‘ওরে বাবা, এটা কোনো কথা হলো? ফেইসবুকে পাবলিক করা লেখা। সবাইই তো পড়বে।’

– ‘ফুপু ছাড়া কিন্তু আমার পরিচিত কেউই জানে না লেখালেখি করি।’

– ‘তাই না-কি?’

– ‘হ্যাঁ।’

– ‘তো আমার পড়া নিষেধ?’

– ‘অবশ্যই নিষেধ, কারণ ছেলেরা রোমান্টিক লেখা পছন্দ করে না। তাদের কাছে এই সবকিছুই ঢং মনে হয়।’

– ‘কেন পড়ে না বলে তোমার ধারণা।’

তরু ফিক করে হেসে বললো,

– ‘কারণ ছেলেরা আনরোমান্টিক।’

নির্জন ভ্রু-কুঁচকে বললো, ‘আমাকে আনরোমান্টিক মনে হয়?’

– ‘হতেও পারেন।’

– ‘রোমান্টিক হতে হলে কেমন হতে হয় শুনি?’

– ‘অনেক বেশি কেয়ারিং হতে হয়, রাগারাগি কম করতে হয়, প্রেমিকা বা বউয়ের ছোট ছোট আবদার পূরণ করতে হয়।’

নির্জন ওর হাত থেকে টান দিয়ে হাওয়াই মিঠাই এনে বললো, ‘আমি যে এটা দৌড়ে গিয়ে আনলাম। একটুর জন্য বাস ছেড়ে চলে যাচ্ছিল। তবুও আমাকে মনে হয়নি কেয়ারিং। অন্যের ছোট ছোট আবদার পূরণ করার মতো ছেলে।’

তরু হাসতে হাসতে বললো, ‘বিয়ের পর ভাবির আবদার পূরণ নাও করতে পারেন। দিন, হাওয়াই মিঠাইগুলো আমার হাতে দিন।’

– ‘না, এটা আর দেবো না।’

‘আনরোমান্টিক’ বলায় এত রেগে যাওয়া দেখে তরুর অকারণ প্রচণ্ড হাসি পেল। দুইহাতে মুখ ডেকে নিল সে। ক্ষীণ সময় পর হাসি আঁটকে গেলে, এক হাত দিয়ে আচমকা হাওয়াই মিঠাই নিতে ঝাপটা দিতেই সরিয়ে নিল নির্জন। হাত পড়লো গিয়ে তার উরুতে। তরু লজ্জা পেয়ে এবার জানালার দিকে মুখ ফিরিয়ে বাইরে তাকায়। ইট-পাথরের যান্ত্রিক শহর ছেড়ে বাস অনেকদূরে চলে এসেছে। রাস্তার পাশে এখন সবুজ মাঠ। মাঠের মধ্যে গরু। গরুর কাঁধে প্রহরীর মতো বসা শালিক। তরু মন্ত্রমুগ্ধের মতো দেখছে।

খোলা জানালা দিয়ে ছুটে আসা বাতাসে তরুর চুল উড়ছে। নির্জন মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল। তরুর সবকিছুই তার কেমন ভালো লাগছে আজকাল। অথচ কখনও সে এত হাসে না, কারও সঙ্গে মিশে না। একটুতে রেগে যাওয়ার বদ অভ্যাসটাও তার পুরনো। অথচ এখন ওর কোনোকিছুতেই রাগ হচ্ছে না। চট করে সকল কথার উচিত জবাব দেয়া দেখেও ভীষণ আনন্দ পাচ্ছে। তার নিঃসঙ্গ জীবনে যেন বন্ধুর মতো আবির্ভাব হলো তরুর।

বাস আরেকটু এগুতেই মুগ্ধতায় তরুর দমবন্ধ হবার অবস্থা। ছবির মতো সুন্দর দৃশ্য। আদিগন্ত সূর্যমুখী ফুলের ক্ষেত। যেদিকে চোখ যায় হলুদ ফুল আলো ছড়াচ্ছে। তার মাঝখান দিয়ে সরু রাস্তা। রাস্তা দিয়ে একজন মধ্যবয়স্ক ব্যক্তি সাইকেল চালিয়ে আসছে। পরনে লুঙ্গি। গায়ে বেগুনি শার্ট। নাকের নিচে পানার নিচের মূলের মতো কালো গোঁফ। বুকটা কেমন করে উঠলো তরুর। চট করে ইচ্ছা হলো নির্জনকে দেখাবে। বাইরে থেকে চোখ ফিরিয়ে এনে অবাক হয়ে যায়। নির্জন বিমোহিত হয়ে তাকিয়ে তাকেই দেখছে। কেমন যেন তার চাহনি। তরু সঙ্গে সঙ্গে চোখ বাইরের দিকে ফিরিয়ে নিল। তার বলতে ইচ্ছে করছে, ‘প্লিজ এভাবে তাকাবেন না।’

‘কিছু বলবে?’ রাশভারি গলায় জিজ্ঞেস করলো নির্জন।

তরু না তাকিয়ে মিহি গলায় বললো,

– ‘সূর্যমুখী খেতটা দেখুন, কি সুন্দর।’

নির্জন ওর দিকে নিবিড় হয়ে এসে জানালায় হাত রেখে ভালো করে বাইরে তাকায়। বিস্তৃত খোলা মাঠে যেন হলুদের আগুন লেগে গেছে। সে গাঢ় আবেগি গলায় বিড়বিড় করে বললো, ‘সুন্দর, তবে বাতাসে তোমার চুল উড়ার মতো দৃশ্য থেকে নয় তরু।’

কথাটি শুনে তরু অবাক হয়ে ঘাড় ফিরিয়ে তাকাতে গেল। তাতেই নাক-মুখ ঘষা খেয়ে গেল নির্জনের বুকের সঙ্গে। অদ্ভুত এক মিষ্টি ঘ্রাণে, ভালো লাগায় চোখবুজে নিল তরু। তখনই টের পেল চোখে কিছু পড়েছে। খোঁচা লাগছে ভীষণ। নির্জন সরে গেল। এক চোখের বারবার পাতা ফেলছে তরু।

নির্জন বুঝতে পেরে বললো, ‘এত চোখ মারছো কেন? কি হয়েছে?’

– ‘গেঞ্জিতে সুঁই নিয়ে ঘুরে বেড়ান না-কি। ঘষা খেয়ে এখন চোখে খোঁচা লাগছে।’

নির্জন মুচকি হেসে বললো, ‘আমি দেখবো একটু?’

– ‘দেখুন।’

নির্জন এগিয়ে এলো একেবারে তরুর কাছে। দুই হাতের বুড়ো আঙুল দিয়ে ওর চোখের পাতা টেনে ধরলো সে। তরু দুইহাতে নির্জনের ব্লেজার ধরে আছে। খানিক পর একটা পাপড়ি এনে বললো, ‘এটা আমার সুঁই তাই না।’

তরু চোখের পাতা ফেলে বললো, ‘উফ, এবার শান্তি লাগছে।’

নির্জন নিজের সিটে বসে বললো, ‘ছেলেরা আনরোমান্টিক হলে, মেয়েরাও অকৃতজ্ঞ।’

– ‘কেন?’

– ‘কোনো কিছুর জন্য ধন্যবাদটুকুও নেই।’

– ‘এগুলোর জন্য মনে মনে ধন্যবাদও আশা করেন। আচ্ছা যান অনেকগুলো ধন্যবাদ।’

বাস বিরতি দিল তিনটার দিকে। নাশতা করে দু’জন এসে উঠে বসলো। বাস ছেড়েছে৷ মিনিট পাঁচেক পড়েই দূর্ঘটনাটি হলো। তাদের বাসটা আচমকা অন্যদিক থেকে আসা একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলো। নির্জন পলকে তরুকে বুকে টেনে আনলো। তার কপাল গিয়ে লাগলো সামনের সিটে। চারদিকে চিৎকার আর আর্তনাদ শোনা গেল। কারও মাথা লেগে গেছে গ্লাসে। কেউ উলটে গিয়ে পড়ছে সিটের বাইরে। ড্রাইভার প্রচণ্ড আহত হয়েছে। মানুষ জড়ো হয়ে গেছে। তরু শক্ত করে নির্জনকে জড়িয়ে ধরে আছে। ক্ষীণ সময় পর ভয়ার্ত চোখে মাথা তুলে নির্জনের দিকে তাকিয়ে বললো, ‘ঠিক আছেন আপনি?’

– ‘হ্যাঁ।’

তরু ঠোঁট ভিজিয়ে, শুকনো ঢোক গিলে বললো, ‘এত হইচই কেন। আমাদের বাসের কি অবস্থা।’

– ‘ভয় পেও না। আসো দেখি কি হয়েছে।’

তরুর বুক ধুকপুক করছে। নির্জন ওকে ধরে দাঁড় করালো। তরু দাঁড়িয়েই দেখলো তাদের বাসের সামনের গ্লাস ভাঙা। আশেপাশে রক্ত। সামনের ট্রাকের ড্রাইভারের মাথার একদম ম*গজ বের হয়ে গেছে। রক্তে ভেসে গেছে রাস্তা। পেট গুলিয়ে উঠলো, মাথা ঘুরতে শুরু করলো তরুর। নির্জনের হাতটা ধরে বললো, ‘আমার মাথা ঘুরছে। আমি আর চোখ খুলে এখানের কিছুই দেখতে চাই না৷ প্লিজ তুমি আমাকে নিয়ে এখান থেকে যাও। যেকোনো গাড়ি নিয়ে চলে যাব আমরা।’
অনেক মানুষ ছুটে এসে বাসে উঠেছে। আহত মানুষদের ধরে নামাচ্ছে। একজন এগিয়ে এসে বললো, ‘আপনাদের কিছু হয়নি?’

– ‘না।’

– ‘ম্যাডামের মনে হয় সমস্যা হচ্ছে নেমে যান।’

নির্জন তার ব্যাগটা নামিয়ে কাঁধে নিল। তারপর তরুর ভ্যানিটিব্যাগ হাতে নিয়ে ওকে ধরে বললো, ‘আসো তুমি আমার সঙ্গে। চোখ খোলা লাগবে না।’

চারপাশে তাকিয়ে তার নিজেরও মাথা কেমন ভনভন করছে। দ্রুত এখান থেকে হেঁটে সরে এলো তারা। হঠাৎ করে তরু তাকে বললো, ‘ছাড়ুন আমাকে।’
তারপর রাস্তার পাশে বসে বমি করে ফেললো সে। নির্জন দ্রুত ছুটে গিয়ে রাস্তার একটা টং দোকান থেকে পানি নিয়ে এলো। এসে মুঠোয় নিয়ে ওর মাথায় একটু জল দিয়ে বললো, ‘পানি খাও, ভয় পেও না। আমরা ওখান থেকে তো চলেই এসেছি।’

তরু বোতল হাতে নিয়ে কুলি করে মুখটাও ধুয়ে নিল।

নির্জনও বোতল নিয়ে পানি খেয়ে মুখটা ধুয়ে নেয়। তার নিজেরও মাথা ব্যথা করছে। সামনের টং দোকানে আবার গিয়ে নির্জন বললো, ‘ভাই এখনকার কোনো লোকাল গাড়ির নাম্বার আছে?’

– ‘হ্যাঁ আছে, কেন? আপনাদের বাস কি এক্সিডেন্ট করছে?’

– ‘জি।’

– ‘কোথায় যাবেন?’

– ‘শ্রীমঙ্গল, একটু তাড়াতাড়ি কল দিয়ে আনেন।’

– ‘আচ্ছা বেঞ্চে বসেন কল দিচ্ছি।’

তরুর মাথা ধরেছে। শরীর কেমন কাঁপছে। বমি করে দূর্বলও লাগছে। বিছানা পেলেই সে ঘুমিয়ে যেত। তার চোখে শুধু রক্তাক্ত মানুষগুলোর চেহারা ভাসছে। রক্ত দেখলে এমনিতেই তরুর মাথা ঘুরে। খুবই সমস্যা হয়। স্থির থাকতে পারছে না এখন। কাঁপা কাঁপা গলায় বললো, ‘গাড়ি কখন আসবে আমার অস্থির লাগছে, আবার বমি করবো।’

নির্জন ইতস্তত করে বললো, ‘চলে আসবে গাড়ি, তুমি আমাকে ধরে বসো সমস্যা হলে।’

তরু সঙ্গে সঙ্গে আবার দ্রুত রাস্তার পাশে দৌড়ে গেল। পুনরায় বমি করলো সে। একটা কার এলো আরও মিনিট পাঁচেক পর। তরু মুখ-হাত ধুয়ে নিল আবার।
পানি এবং পলিথিনের ব্যাগ নিল নির্জন। তারপর তরুকে ধরে নিয়ে গাড়িতে উঠে বসলো। উঠার পরও তরু নির্জনের এক হাত শক্ত করে ধরে নিজের কোলে রেখে চোখবুজে রইল। এখনও বুকের ধুকপুকানি যাচ্ছে না তার। সাঁই সাঁই করে ছুটছে গাড়ি। তরু বিড়বিড় করে বললো, ‘প্লিজ ড্রাইভারকে বলুন একটু দেখেশুনে আস্তে চালাতে।’

নির্জন ওর মাথায় হাত রেখে বললো, ‘আস্তেই চালাচ্ছে। তুমি ঘুমানোর চেষ্টা করো দেখবে সব ঠিক হয়ে যাবে।’

তরু সত্যিই মিনিট কয়েক পর ঘুমিয়ে গেল। কিন্তু বারবার সামনের দিকে চলে যাচ্ছিল ওর মাথা। কেঁপে কেঁপে উঠছিল ঘুম থেকে। নির্জন শেষপর্যন্ত ইতস্তত করে বললো, ‘তুমি চাইলে আমার কাঁধে মাথা রাখতে পারো।’
তরু তাই করলো। কিন্তু ঘুমানোর পর ঢলে পড়লো তার কোলে। নির্জন তার ব্লেজার খুলে ওর মাথার নিচে দিল। হাত বাড়িয়ে পা তুলে দিল সিটে। গুটি-শুটি মেরে তরু ঘুমিয়ে গেল। নির্জন বাঁ হাতে ওকে সিটে ঠেলে ধরে রেখে ওর মায়াবি মুখের দিকে তাকিয়ে থেকে একটা সময় মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো।

___চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here