পবিত্র_বন্ধন #পর্ব -৫

#পবিত্র_বন্ধন
#পর্ব -৫
#সারার_গল্পকথা (কাজী সারা)

হাত ধরে টান দেয়াতে খ্যাত টার বুকের মাঝে পড়ে গেলাম, অনূভুতির চেয়ে লজ্জা লাগছে বেশি, দুজন একটু ইতস্ত বোধ করছি।।

—–কিছু বলবেন আপনি! দরজা বন্ধ করলেন কেন?? সবাই কি ভাববে!!
——- কেউ কিছু ভাববে না এটা আমার বাসা।। আপনাকে কিছু কথা বলার ছিল।

এটা শুনে অসস্থি লাগছে। না জানি কি জিজ্ঞাস করবে।।

—— হুম বলুন, কি ব্যাপারে!!

—–আপনি যেটা বলতে চেয়ে ও এতদিন বলতে পারছেন না।।

—– মানে কিসের কথা!!

——আপনি মনে হয় আমার সাথে থাকতে চান না, হয়ত আপনার আমাকে পছন্দ না।। আপনি অন্য কাউকে ভালোবাসেন!!

——এত কিছু আপনি জানলেন কিভাবে?? আমি তো আপনাকে কখনো কিছু বলিনি!!

—-সব কিছু বলতে হয় না। কিভাবে জানলাম সেটা নাহয় অন্য দিন বলব। আমি আর আপনাকে কোন মিথ্যে বাঁধনে ধরে রাখতে চাই না। আর যাইহোক পবিত্রতার বন্ধনে থেকে জোর করে সংসার করা যায় না।।

—– প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি চেয়েছি আপনাকে বলতে কিন্তু কোনভাবে বলতে পারছিলাম না। আসলে আমি অন্য কাউকে ভালোবাসি তার সাথে আমার দুই বছরের সম্পর্ক।। আমি এ বিয়েটা করতে চাইনি।

—— হুম, বুঝতে পেরেছি। এ জন্য আমাকে মেনে নিতে পারেন নি, চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন।।

—– কিন্তু অন্য সবাইকে কিভাবে বলব!! মা বাবা সবাইকে কি বুঝ দিব আমি!

—— সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ঠিক সবাইকে ম্যানেজ করে নিব।। আমি আপনাকে ডিভোর্স দিব তাহলে তো কেউ আপনার দিকে আংগুল তুলবে না। আপনি সহিজে আপনার ভালোবাসার মানুষ এর কাছে যেতে পারবেন।। তাও আপনি সুখে থাকুন মুক্ত আকাশে বিচরণ করুন।।

এসব বলে উনি বের হয়ে গেলেন কেন জানি মনে হল কথা গুলা বলতে উনার মুখ বেজে যাচ্ছিল।।উনার মুখে আমাকে ডিভোর্স দেয়ার কথা শুনে খুব কষ্ট হচ্ছে।

আমি তো এতদিন নিজে চেয়েছি এটা হোক আজ যখন না চাইতে নিজের মন মত সব হচ্ছে তাহলে কেন এত কষ্ট হচ্ছে আমার!!

তাহলে কি খ্যাত টার জন্য আমার মনের কোথাও জায়গা আছে!!, না না ধুর এসব কি ভাবছি খ্যাত টা আমায় অনেক দেখতে পারে তাই বলে আমার মনে জায়গা থাকবে এমন তো না। সবাই আমাকে ভালোবাসে বলে আমার এমন টা মনে হচ্ছে।।

সব কিছু মুগ্ধ কে জানাতে হবে ও শুনলে অনেক খুশি হবে।। আচ্ছা আমি না হয় প্রব্লেমে থাকার কারণে কল দিতে পারি না মুগ্ধ কি চাইলে আমার খোঁজ নিতে পারে না।। আমি আসলে একটু বেশি ভাবছি, ও মনে হয় আমি শুশুর বাড়ি আছি বলে কল দেয় না।। এ ছেলেটার একটা মুদ্রা দোষ আছে এ জিবনে একবার কল দিয়ে পাওয়া যায় না।।

– হ্যালো হ্যালো মুগ্ধ।। শুনতে পাচ্ছ আমাকে?? কল রিসিভ করে কথা বলছে না কেন!! হঠাৎ করে ওপাশ থেকে…

—– প্লিজ সিনথেয়া আর একটু কাছে আস না তোমাকে একটু মন ভরে আদর করে নি। কত দিন তোমাকে কাছে পাই না।।

—–কে এ সিনথেয়া!! কি বলছে এসব।। কার সাথে কথা বলছে মুগ্ধ!!

—— না জান আজ অনেক আদর করেছ বাকিটা বিয়ের পর করবে, আজ অনেক দেরি হয়ে গেছে আরেকদিন আসব সেদিন মন ভরে আদর করে নিও।। আমি কি হারিয়ে যাচ্ছি যে একদিনে সব আদর করা লাগবে।

ফোনের অই প্রান্ত থেকে এসব শুনে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ফোন টা কানে রাখতে পারলাম না, দেহটা শীতল হয়ে আসছে। এত জগন্য কাজ করতে মুগ্ধের একবার রুচিতে বাঁধল না ছিঃ!! আমাকে চুপ থাকলে হবে না জানতে হবে কেন এত বড় বেইমানি করল।। কল দিয়ে যাচ্ছি

—–কি ব্যাপার মুগ্ধ তোমার আদর করা শেষ আজকের জন্য, নাকি আর ও বাকি আছে।।
—–কি বলছ এসব!! কাকে আদর করব আমি তো তোমাকে ভালোবাসি।।

—— প্লিস মুগ্ধ আর নাটক কর না, আমি এতক্ষন সব শুনেছি সিনথেয়া মেয়েটার সাথে তোমার সব কথা।।

– চুপ করে আছ কেন জবাব দাও নাকি তোমার কাছে কোন উত্তর নেই তাই না।

—— দেখ তুমি ভুল বুঝতেছ আমার মোবাইল টা আমার বিন্ধু শিহাব এর কাছে ছিল আর তুমি হয়ত ওর গফ এর সাথে কথা গুলা শুনছ। আমার উপর তোমার এ বিশ্বাস!!।

ছিঃ আমি মুগ্ধকে নিয়ে কি ভাবলাম।

——সরি, মুগ্ধ আমি বুঝতে পারিনি, আসলে এসব শুনার পর আমার মাথা কাজ করছিল না।।

—- তোমার সাথে আমার অনেক কথা আছে।।

—— হুম বল

—–ফোনে বলা যাবে না। দেখা করে সব বলব।

—– কোনদিন দেখা করবা??

—– আমি তোমাকে কল করে বলব!!

কেন জানি মুগ্ধের কথা বিশ্বাস করতে মন সায় দিচ্ছে না।নাকি আমার কোথাও কোন ভুল হচ্ছে।। সন্দেহ এমন এক জিনিসএকবার ভিতরে ডুকলে সহজে আর বের হয় না, যেমন করে উইপোকা কাঠের ভিতরে সব খেয়ে ফেলে তেমনি সন্দেহ সম্পর্ককে একটু একটু করে নষ্ট করে দেয়।।

কিছু ভালো লাগছেনা মনে হচ্ছে কেউ আমাকে মাঝ সাগরে ভাসিয়ে দিয়েছে আর আমি বেঁচে থাকার ঠিকানা খুঁজছি।। না পারছি কারো সাথে শেয়ার করতে না পারছি মেনে নিতে। খ্যাত টা আজ কই গেল একবার ও দেখতে পেলাম না।। এ সময় খ্যাত টা থাকলে ভালো হত।।

মেঘলা মেঘলা….

——জি মা, কিছু লাগবে আপনার??

রাশেদ তোকে বলে গেছে কোথায় গেছে, এত রাত হয়ে গেল এখন ও বাসায় আসলনা।।

না মা, আমাকে ত কিছু বলে যায় নি।। একটু কল করে দেখতো মা, ছেলেটার হঠাৎ কি এমন হলো আগে ত কখনো এমন করেনি।। মায়ের কথা শুনে চিন্তা হচ্ছে আচ্ছা আমার ব্যাপার টা নিয়ে কষ্ট পায় নিতো আমি কিছুই বুঝতে পারছিনা, উনি কোথায় গেল।।

হঠাৎ রাত ১২ টার দিকে কলিং বাজছে দৌড়ে গেলাম দরজা খুলতে

……….. চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here