নেকড়ে_মানব,পর্ব:- ১১

#নেকড়ে_মানব,পর্ব:- ১১
#আমিনা_আফরোজ

থানা থেকে বেরিয়ে নিলয় প্রথমে একটা হোটেলে গিয়ে খাবার খেয়ে নিল। ছোট্ট অন্তু তখন ক্ষুধায় কাতর। তাই এই সিদ্ধান্ত নিয়েছিল নিলয় আর নিভৃত। খাওয়ার মাঝেই নিলয়ের ফোনে একটা কল আসে। কথা বলার পর নিলয় ওদের তাগাদা দিল নিভৃত আর অন্তুকে। দ্রুত সদর হাসপাতালে যেতে হবে ওদের । অতঃপর খাবারের বিল মিটিয়ে চারজন মিলে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে।

ঘন্টাখানেকের মাঝে নিলয়রা পৌঁছে গেল ওদের কাঙ্খিত গন্তব্যে। হাসপাতালের দ্বিতীয় তলার লম্বা করিডর পেরিয়ে ১২৪ নম্বর রুমটির সামনে এসে দাঁড়ালো নিলয়রা । দরজা সামনে তখনো দুটো কন্সটেবল দাঁড়িয়ে ডিউটি দিচ্ছিল। নিলয় ওদের সামনে দাঁড়াতেই ওরা দুজনে একসঙ্গে স্যুলুট জানালো নিলয়কে। নিলয় ওদের দিকে তাকিয়ে গম্ভির স্বরে বলল,

–” সব কিছু ঠিকঠাক আছে তো?”

নিলয়ের প্রশ্নের জবাবে দুজন কনস্টেবল একসঙ্গ বলে উঠলো,

–” জি স্যার।”

–” ঠিক আছে। তবুও তোমরা চারপাশটায় একটু ভালো করে নজরে রেখো। বলা তো যায় না কখন কি ঘটে।”

–” ইয়েস স্যার।”

নিলয় আর সেখানে দাঁড়ায় না । নিভৃত আর অন্তুকে নিয়ে প্রবেশ করে ঘরটাতে। নিলা রহমান নামের নার্সটি তখন সে ঘরেই উপস্থিত ছিল। ডাঃ আয়মানের জ্ঞান ফিরেছে ঘন্টাখানেক হলো। ডাঃ আয়মানের জ্ঞান ফিরতেই নিলা কল করেছিল নিলয়কে। নিলয় সে খবর পাওয়া মাত্রই ছুটে এসেছে হাসপাতালে।

হাসপাতালের ছোট্ট বিছানায় শুয়ে আছে ডাঃ আয়মান। হাতে,পায়ে এমনকি শরীরের বেশ কিছু জায়গা সাদা ব্যান্ডেজে আবৃত ওনার। ক্ষতগুলো বেশ ক্ষভির। ডাঃ আয়মানের জ্ঞান ফিরলেও অনেকটায় দূর্বল তিনি। বিছানা ছেড়ে উঠে বসবার মতো শক্তিটাও নেই ওনার। সারা শরীর অসহ্যনীয় ব্যাথায় জর্জরিত। হাতে পায়ের আঘাতের দিকে তাকাতেই ডাঃ আয়মানের চোখে ভেসে উঠছে গত রাতের বিভৎস সেই জন্তুটার ধারালো নখ আর শ্বাদন্ত ধারালো দাঁতের চিত্র। এখনো গতরাতের ঘটনাটা ভুলতে পারেন নি তিনি। ভুলবার মতোই নয় বিষয়টা। বিষয়টা অত্যন্ত গুরুতর। এর সাথে জড়িয়ে আছে বহু মানুষের জীবন।

ডাঃ আয়মানকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখে নিলয় প্রথমে ভেবেছিল ডক্টর বোধহয় ঘুমিয়েছে। তাই ফিরে যাবার জন্য পা বাড়াতেই নিলয় পিছন থেকে শুনতে পেল এক রুগ্ন কন্ঠস্বর।

–” আমি ঘুমোয় নি , আপনি আপনার কাজ করতে পারেন।”

ডাঃ আয়মানের থেকে অনুমতি পেয়ে আবারো ডাঃ আয়মানের কাছে এগিয়ে গেল নিলয়। পাশে থাকা দুটো টুলে বসল নিলয় আর নিভৃত। অন্তুকে মিনিট খানেক আগে রমজান মিয়ার সঙ্গে বাহিরে পাঠিয়েছে নিভৃত। ছেলেটা সদ্য বাবা-মা হারানো, এখন ওর মনের অবস্থা ঠিক নেই। তার ওপর এই নৃশংস ঘটনা শুনে আরো ভয়ে তটস্থ থাকবে ছোট্ট ছেলেটা। তার থেকে বরং রমজান মিয়ার সাথে বাহিরে থাকুক। তাহলে হয়তো কিছুটা ভয় কাটবে ছেলেটার।
ডাঃ আয়মানের সাথে নিলয়ই প্রথম কথা শুরু করে,

–” এখন কেমন বোধ করছেন ডক্টর?”

নিলয়ের করা প্রশ্নে কি জবাব দিবে তাই ভাবছে ডাঃ আয়মান। এই অবস্থায় ঠিক বলা যায়। ডাঃ আয়মানের মনভাব হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিল নিলয়। তাই একটু কেশে বলে উঠলো,

–” আমি বুঝতে পারছি এই সময় আমার করা প্রশ্নটা অযৌক্তিক কিন্তু কোন না কোন কথা দিয়ে আলাপটা শুরু করতে হবে তো তাই ডঃ?”

নিলয়ের কথায় এবার খানিকটা মুচকি হাসলেন আয়মান সিদ্দিক। ধীর গলায় বলে উঠলেন,

–” তা বৈকি‌ । আমি যে বেঁচে আছি এই ঢের আমার কাছে । আমি তো ভেবেছিলাম গতরাতেই ভবনীলা সাঙ্গ হবে আমার। আল্লাহ তা’য়ালার করুনায় এখনো নিঃশ্বাস নিতে পাচ্ছি এই ভেবেই ওনার দরবারে শুকরিয়া আদায় করছি।”

এইবার আসল কথা পারল নিলয় । বলল,

–” আচ্ছা গত রাতে ঠিক কি কি ঘটেছে আপনার সাথে? সেই ঘটনা কি মনে আছে আপনার?”

–” আলবৎ মনে আছে। গত রাতের ঘটনা এ জীবনদশ্শায় কোনদিনও ভুলবো না আমি। মোট কথা ভুলতে পারবো না। গতরাতে আনুমানিক দশটার পর হঠাৎ আমার চেম্বারে আগমন ঘটে সুশান্ত নামের এক যুবকের। বাহিরের পরিবেশ তখন থমথমে। বৃষ্টি হচ্ছিল তখন। লোকটা বলেছিল সে বড়কল গ্রামের লোক ছিল। ছিল মানে এক সময় সে বড়কল গ্রামের লোক ছিল কিন্তু একটা কারনে সুশান্ত নামের যুবকের পুরো পরিবারকেই গ্রাম ছাড়া করে গ্রামবাসীরা।”

এতটুকু বলে থামলেন ডাঃ আয়মান । হাঁফ ছাড়লেন তিনি। এতটুকু কথা বলতেই হাফশে উঠেছেন তিনি। নিলয় এই ফাঁকে জিজ্ঞেস করল,

–” গ্রামবাসীরা তাদের গ্রাম থেকে বের করে দিয়েছিল কেন? এ বিষয়ে কিছু জানেন আপনি?”

–” বলছি অফিসার। সবটাই বলছি আপনাদের। সুশান্তদের পরিবার ছিল কাঠুরে। বংশ পরম্পরায় তারা সবাই বনের কাঠ কেটেই জীবিকা নির্বাহ করতো। সুশান্তও সেই বংশপরম্পরার সূত্রে কাঠুরের বৃত্তিই গ্রহন করেছিল। সুশান্ত খুব অল্প বয়সে ওর বাবা আর ছোট ভাইকে হারায়। তারপর সংসারের সমস্ত দায়ভার তুলে নেয় নিজের কাঁধে। যৌবনে এসে বিয়ে করে বড়কল গ্রামের মেয়ে নন্দিনীকে। মা,স্ত্রী দুজনকে নিয়ে ভালোই দিন কাটছিল সুশান্তের। ঘটনার সূত্রপাত হয় নন্দিনীর গর্ভবতী হবার পর। স্বাভাবিক ভাবেই সুশান্তের আয় রোজকার খুব একটা ছিল না। যে যৎসামান্য আয় ছিল তা দিয়ে কোন রকমে দিন চলে যেতো ওদের। এখন এমন অবস্থায় বাড়িতে নতুন সদস্য আসার অর্থ সুশান্তকে কাজের মাত্রা বাড়াতে হবে। সুশান্তকে পরিশ্রম করতে হবে দ্বিগুণ। সন্তানকে ভালো একটা জীবন দিতে কোন বাবা-মা ই বা না চায় । সুশান্তও তেমনটায় চেয়েছিল। তাই দিনে কাঠ কাটার সাথে সাথে রাতেও কাঠ কাটতে লাগল সে। প্রথম দিন কতেক বেশ ভালোই কাটছিল সুশান্তের কিন্তু বিপত্তি বাঁধে তার পর থেকেই। একদিন সন্ধ্যার পর সুশান্ত বনে চলে যায়। সেই দিন ছিল গ্রীষ্মের শেষ সপ্তাহের একদিন। সূর্যের তীব্র রোদে গরমে অসহ্য হয়েছিল জনজীবন। সারাদিনের হায় ভাঙ্গা খাটুনি খেটে বাড়ি ফিরেও সেদিন স্বস্তি পায় নি সুশান্ত। সুশান্তদের বাড়ি ছিল গ্রামের শেষ সীমানায়। ওদের বাড়ির পরেই শুরু হয়েছে গহিন অরণ্যের। একটুখানি স্বস্তির আশায় সুশান্ত সেদিন গিয়েছিল গহিন অরণ্যেই। সেখানকার এক বড় গাছের তলায় ঘুমিয়ে পড়েছিল আচমকায়। সুশান্তের ঘুম ভেঙ্গেছিল একটা ক্ষীন ব্যাথায়। চোখ খুলেই সুশান্ত দেখতে পায় অতিকায় এক নেকড়ে সদৃশ প্রানী তার শ্বাদন্ত দাঁত ওর গলায় বসিয়ে চুক চুক শব্দে স্বাদ নিচ্ছে ওর রক্তের। সুশান্ত ভয়ে চিৎকার দিয়ে উঠে বসে। আর্শ্চয়ের বিষয় বিশালাকার নেকড়েটি সুশান্তের কোন ক্ষতি না করেই ছুটে পালিয়ে যায় অরন্যের গভিরে। ভয়ে কাঁপতে কাঁপতে সুশান্তও ফিরে যায় ওর বাড়িতে।”

১২৪ নম্বর ঘরটিতে বিরাজ করছে নিস্তব্ধতা। নিলয় আর নিভৃত এতক্ষন মন দিয়ে শুনছিল ডাঃ আয়মানের কথা। নিলয়দের দিকে দু চোখ মেলে তাকালেন ডাঃ আয়মান। তারপর মৃদুস্বরে আবারো বলতে লাগলেন,

–” সেদিনের পর থেকেই পরিবর্তন শুরু হয় সুশান্তের। ঘন ঘন পিপাসা পেতে শুরু করে ওর। তবে সে পিপাসা পানিতে নিবারণ হতো না কিছুতেই। ধীরে ধীরে খাবারের প্রতিও অনিহা চলে আসে ওর। তারপর একসময় ও বুঝতে পারে ওর পিপাসা নিবারণের একমাত্র উপায় রক্ত। এরপর থেকে প্রায়শই বন্য প্রাণী শিকার করে তার রক্ত খেয়েই পিপাসা মেটাতো সে। কিন্তু সুশান্তের এই সুখটাও বেশি দিন স্থায়ী থাকে নি । কোন এক গ্রামবাসী বন্য প্রাণীর রক্ত পান করতে দেখে ফেলে সুশান্তকে। ব্যস ষোল কলা পূর্ণ হলো। গ্রামবাসীরা সুশান্তকে পিশাচ ভেবে ওর পুরো পরিবারকে তাড়িয়ে দিলো। গ্রাম ছেড়ে সুশান্তদের ঠাঁই হলো জঙ্গলে। সেখানেই ঘর বানিয়ে থাকতে লাগল ওরা। এদিকে ছেলের বিরুদ্ধে এমন কথা শুনে সুশান্তের মাও ততদিনে মৃত্যু শয্যায়। তারপর একদিন পৃথিবীর মায়া কাটিয়ে তিনিও বিদায় নিলেন এই পৃথিবী ছেড়ে। মায়ের মৃত্যুর পর বড্ড একা হয়ে পড়ে সুশান্ত। স্ত্রী এবং সন্তানদের নিয়ে কোন রকমে বেঁচে থাকতে লাগল। কিন্তু রক্তের নেশা তখনো কমে নি ওর। এদিকে জঙ্গলে বন্য প্রাণীও মারতে পারত না সুশান্ত। একদিন রক্তের নেশা জাগলে আর নিজেকে নিয়ন্ত্রনে রাখতে পারে নি সুশান্ত। ঘরে থাকা স্ত্রী, পুত্র আর দুইটা জমজ সন্তানকেই শিকার বানিয়ে ফেলে। হুশ ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়ে সুশান্ত। মুহুর্তেই সুশিন্তের সব ক্ষোভ গিয়ে পড়ে গ্রামবাসীদের ওপর। তারপর এক এক করে শেষ করতে লাগল গ্রামবাসীদের। পুরো গ্রামটাকেই করল জনমানবহীন। শুধু এতটুকুতেই ক্ষান্ত হয় নি সে। ক্ষমতার লোভে বানিয়েছে নিজের বিশাল বাহিনী?”

ডাঃ আয়মান এর কথা শেষ না হতেই নিলয় ও নিভৃত দুজনেই একসঙ্গে বলে উঠলো,

–” বাহিনী? ”

–” হ্যা বাহিনী। সুশান্তের নেকড়ে বাহিনী। এ দলের সবাই সুশান্তের মতোই হিংস্র নেকড়ে তবে সুশান্তের চেয়ে কিছুটা কম শক্তি সম্পন্ন।”

–” এর অর্থ আমাদের বিপক্ষ শত্রু এক হিংস্র নেকড়ে।”

–” হ্যাঁ অফিসার। ওদের আটকাতে না পারলে সব শেষ হয়ে যাবে।”

কথাগুলো বলতে বলতেই উত্তেজিত হয়ে গেলেন ডাঃ আয়মান। নার্স মেয়েটি যে কখন এসে শিউরের কাছে দাঁড়িয়েছে তা ওরা খেয়ালই করে নি। মেয়েটি ডাঃ আয়মানকে উত্তেজিত হতে দেখে বলল ,

–” দয়া করে থামুন আপনারা। ওনার অবস্থা ভালো নয়। এই অবস্থায় উত্তেজিত হওয়াটা ওনার জন্য বিপদের। আপনারা দয়া করে বাহিরে যান। ”

নিলয় বাহিরে বেরোনোর আগে ডাঃ আয়মানের হাত ধরে বলল,

–” আপনি কিছু চিন্তা করবেন না। আমরা ঠিক কোন না কোন ব্যবস্থা করবো। আপনি আপাতত বিশ্রাম নিন।”

কথাগুলো বলেই নিভৃতকে নিয়ে বাহিরে বেরিয়ে এলো নিলয়। দুজনের মুখেই। তখন চিন্তির ছাপ। বিপক্ষ দল মানুষ হলে সে এক কথা ছিল কিন্তু এই হিংস্র নেকড়েদের বিরুদ্ধে লড়বেন কি করে। হঠাৎ নিভৃতের চোখে ভাসল এক ব্যক্তির ছবি। সঙ্গে সঙ্গেই নিভৃতের চোখে দেখা গেল আশার ঝলক। নিভৃত নিলয় ও অন্তুকে নিয়ে ততক্ষনাত বেরিয়ে পড়ল আগুন্তকের বাড়ির উদ্দেশ্যে।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here