নীলাম্বরীর_প্রেমে,পর্ব : ৭,৮
Tuhina pakira
পর্ব : ৭
খেতে বসে সকলে আয়ু আর স্পর্শের বাবার ছোটো বেলার কাহিনী শুনতে শুনতে হেসে মরে যাচ্ছে।
-” শোন তবে একবার কি হয়েছে। জয় আর আমি তখন ওই ধর পনেরো কী ষোলো বছরের । তখন তো আমাদের এখানে তেমন ইলেকট্রিসিটি ছিল না। তো সন্ধ্যে হলেই সবাই যে যার বাড়িতে ঢুকে পড়তো। বিশেষ করে শীতের সন্ধ্যেতে। আর আমাদের সমবয়সী কিংবা বড়ো দাদা দের নিয়ে একটা দল ছিল নাটকের। আমরা একসঙ্গে নাটক করতাম। একদিন এইরকম নাটক করে বাড়ি ফিরছি। শীতকাল রাস্তায় কেউ নেই আবার মাঠের পাশ দিয়ে বাড়ি আসছি। তো মাঠে তখন আলু হয়েছে। তখন এক বড়ো দাদা বুদ্ধি দিল এই মাঠ থেকে আলু তুলে আলুরদম করা হবে। তো সবাই মিলে আলু তুলতে লেগে গেলাম। একে অন্ধকার কিছু দেখতে পাচ্ছিনা। হঠাৎ করে আমি কিছু একটার উপরে পা দিয়ে দিয়েছি। তো ওটা ছিল একটা কুকুর ওর লেজেই দিয়েছি পা। সঙ্গে সঙ্গে কুকুরটা আমাদের দিকে তেড়ে এলো। আর আমরাও দিলাম ছুট।”
সকলে হাহা করে হেসে উঠলো।
-” তো এবার শিশিরের বাড়ির পিছনের বাগানে চলে গেলাম। যেহেতু আমাদের দুজনের বাড়ি সামনে তাই দুজনে চুপিচুপি বাড়ি গিয়ে রান্নার সব কিছু নিতে এলাম। হঠাৎই শিশির আমাকে বললো, ওই জয় চল আমরা বরং পাশের বাড়ি থেকে একটা মুরগি নিয়ে আসি। তারপর জমিয়ে মুরগির মাংস খাওয়া যাবে। আর দাদারাও আমাদের উপর খুব খুশি হবে। তো দুজনে চুপিচুপি চলে গেলাম পাশের বাড়ি মানে তোদের তিশাদের বাড়ি। তখন তো ওর বাবা শুভ জন্মায়নি। আর শুভর বাবা নির্মল কাকু আমাদের থেকে দু – তিন বছরের বড়ো; বেশ শান্ত , ভদ্র লোক।তবে সে আমাদের মত ছিল না। তো গিয়ে দেখি নির্মল কাকুর বাবা বাইরে বেড়িয়েছে। কী করবো কিছুক্ষণ লুকিয়ে থেকে চুপি চুপি মুরগির খাঁচাটা খুলে একটা মুরগি বার করে যেই দরজাটা দিতে যাবো পিছনে কিছু আওয়াজ হতেই শিশির তো ভূত বলে চেঁচিয়ে উঠলো। আর আমি ওর মুখ বন্ধ করতে যেতেই এদিকে খাঁচা থেকে সব মুরগি বেরিয়ে পড়লো। তখন আমি একবার ভাবছি পালাবো তো পরক্ষণে ভাবছি মুরগি গুলো ধরবো। আর এইদিকে শিশির ভূত ভূত করে চিৎকার করেই চলেছে। অপর দিকে নির্মল দার বাবা চোর – ডাকাত করে চিৎকার করছে। এতো চেঁচামেচি শুনে নির্মল দা আলো নিয়ে বাইরে বেরিয়ে আসে। অপর দিকে চোর এসেছে চিৎকারে আমাদের বাবা কাকারাও বেরিয়ে আসে। কিন্তু এই চোরেরা যে তাদের গুণধর পুত্ররা তারা তো বোঝেই নি। বাবারা আমাদের সেইদিন বেধরোপ পিটিয়েছিল। আর শাস্তি ছিল এক মাস ওই মুরগির খাঁচা আমাদের পরিষ্কার করতে হবে। অপরদিকে যাদের সামনে নিজেরা ভালো হতে গিয়েছিলাম তারা চিৎকার শুনে অন্য জায়গায় পালিয়ে যায়। আর সেই আলুগুলোকে আগুনে পুড়িয়ে আলু পোড়া খেয়ে যে যার মতো বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুম দিয়েছিল। ”
আরেক দফা হাসির রোল পড়ে গেলো। দিহান হেসে উঠলো,
-” শেষ কালে মুরগি চুরি করতে না পারা চোর। হাহাহা। ”
-” সে তোরা বলতেই পারিস। তবে সেই সব দিনগুলো আমাদের কাছে স্বর্গ ছিল তাই না জয়?”
– ” যা বলেছিস শিশির। তবে তোরা এখনকার ছেলে মেয়েরা তা বুঝবি না। তোদের হাতে এখন দামি দামি স্মার্ট ফোন, বাইক , বন্ধুদের সঙ্গে আউটিং কিংবা ওই একটা গেম আছে না কি যেনো নাম?”
আয়ু হেসে বলল ,
– “পাবজি, ফ্রী ফায়ার। ”
-” হ্যাঁ ওটাই। তোরা এখন ওই সবে মত্ত। আগে বৃষ্টির দিনে চলে যেতাম খেলার মাঠে। বৃষ্টি মুখর দিনে ফুটবল, শীতের দিনে খড় দিয়ে আগুন জ্বালিয়ে তাপ নেওয়া। আহা কী দিন ছিল। ”
দিহান নিজের ফোন দেখিয়ে বললো ,
-” আর আমাদের স্মার্ট ফোন। আহা কী যুগ। আই লাভ এই যুগ।”
দিহানের হাতে স্মার্ট ফোন দেখে স্পর্শের বাবা ধমক দিয়ে বলল ,
-” দিহান তুই ফোন কোথায় পেলি? নিশ্চয় মা কে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছিস?”
-” না তো এটা তো মা গিফট করেছে জন্মদিনে। ”
-” যাবার সময় ফোনটা রেখে যাবি আমার কাছে। মাধ্যমিক এক্সাম শেষে এসে নিয়ে যাবি। ”
দিহান ঢোক গিলে বললো ,
-” কষ্ট করে ফোন হাতে পেলাম আর তুমি কিনা নিয়ে নেবে। এ হবে না। ”
স্পর্শের বাবা শান্ত গলায় বলল,
-” পড়িস এই সবে ক্লাস নাইনে। এখন থেকে ফোন কীসের? তোর মায়ের সাথে আমি পড়ে কথা বলছি। এইটুকু ছেলেকে ও কী করে ফোন হাতে দেয়। ”
স্পর্শের মা দিহানের মাথায় হাত বুলিয়ে বলল,
-” আহ্ তুমি থামো তো। আর দিহান মামার কথা শোন। তোর ভালোর জন্যই বলছে। এই যে দেখ দ্রুতি ওউ তো তোর সাথেই পড়ে । ওউ তো বায়না করে ফোন নিতে পারতো তাইনা। আর আয়ু ওর কাছেও তো ফোন নেই তাইনা। আমার সোনা বাবা তুই আমার কথাও শুনবি না?”
দিহান মুখ ভার করে বললো ,
” ঠিক আছে রেখে যাবো। ”
সকলের থেকে শেষে বসে থাকা আয়ু বিড়বিড় করে বললো ,
– ” সাধে কি আমার কাছে ফোন নেই মিমি। আমি ফোনের নাম উচ্চারণ করলে আমার গাল চড়িয়ে লাল করে দেবে তোমার গুণধর পুত্র। তাও আবার নিজের উদ্যোগে। আর আমার মা তাতেই সায় দেবে। উল্টে মা ও দু ঘা দেবে। ”
-” এতো কিছু বুঝে চলিস বলেই না তোকে এতো ভালোবাসি।”
আয়ু চমকে পাশে তাকিয়ে দেখে স্পর্শ কথাটা ওকেই বলেছে তবে কানে কানে।
-” আয়ু তুই চিকেন খাচ্ছিস না কেনো?”
আয়ু মৃদু স্বরে বলল,
-” আরে চামচে করে আমার দাঁড়া চিকেন খাওয়া পসিবল না। তাই জন্যে।”
স্পর্শ কিছু বললো না। আয়ুর দিকে কিছুক্ষন কড়া চোখে তাকিয়ে ওর প্লেটের চিকেনের পিস ছোটো ছোটো করে ছাড়িয়ে দিতে লাগলো।
-” আয়ু দেখ তো রান্নাঘরে কী বেড়াল ওটা?”
স্পর্শের ফিসফিস করে বলা কথায় রান্নাঘরের দিকে তাকাতেই স্পর্শ আয়ুর প্লেটে হাত দিতে গিয়েও পারলো না। আয়ু কিছু দেখতে না পেয়ে স্পর্শের দিকে তাকিয়ে বললো,
– ” কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না।”
-” ভালো করে আরেকবার দেখ। ”
আয়ু আবার যেই অপর দিকে দেখলো স্পর্শ আয়ুর পাত থেকে বিরিয়ানির আলুটা তুলে নিয়ে আয়ুর দিকে তাকাতেই স্পর্শ দেখলো আয়ু ওর দিকে গোলগোল চোখে তাকিয়ে রয়েছে।
-” এটা ঠিক না স্পর্শ দা। ”
-” কী ঠিক না। সব ঠিক আছে। তোর আলু খাওয়া উচিত না পরে মটু হয়ে যাবি।”
কথাটা বলে স্পর্শ পুনরায় ওর বাবাদের গল্পে মন দিল। পড়ে প্লেটে তাকিয়ে দেখলো বিরিয়ানির আলু হাওয়া। আয়ুর প্লেটে তাকিয়ে দেখলো ওখানেও নেই। আয়ু কে এই বিষয়ে কিছু বলতে যেতেই দেখলো আয়ুর গাল দুটো ফুলে রয়েছে। স্পর্শ বেচারা ওকে দেখে হাসতে হাসতে হিচকি উঠে গেছে।
আয়ুর মা ওকে এক গ্লাস জল এগিয়ে বললো ,
-” সাবধানে খা স্পর্শ। আর খাওয়ার সময় আর কোনো কথা না। চুপচাপ খাও সবাই।”
স্পর্শের মা আয়ু কে আরেকবার বিরিয়ানি দিতে গেলে আয়ু মুখে থাকা খাবারটা কোনো মতে শেষ করে বললো ,
-” আমি আর খাবো না মিমি।”
-” সে কি কেনো? তুই তো ঠিক মতো খেলিই না।”
-” না আমি আর নেবো না। স্পর্শ দা বলেছে আমি নাকি মোটু। আমি নাকি স্পর্শ দার টাকায় বেশি বেশি খাচ্ছি। যাতে স্পর্শ দা ফকির হয়ে যায়। ”
-” ওই আমি কখন বললাম? মা বিশ্বাস করো আমি বলি নি।”
স্পর্শের মা চোখ রাঙিয়ে বললো,
-” তুই বলিসনি তো ও কী মিথ্যে বলছে?”
-” হ্যাঁ মা মিথ্যে বলছে। আমি খালি বলেছি মোটু হয়ে যাবি পড়ে।”
আয়ু অতীব ভদ্রের সহিত বললো,
-” দেখলে মিমি কী বললো।”
-” ওকে আমি পরে দেখছি। তুই খা তো মা। ওই শয়তান ছেলের কথা ধরিস কেনো। ও তো লেজ বিহীন একটা বাঁদর। ”
স্পর্শ রাগী গলায় বলল ,
-” মা এটা ঠিক না। ”
– ” তুই আবার বকিস। চুপচাপ খেয়ে ওঠ।”
স্পর্শ আর কিছু বললো না। চুপচাপ খেতে লাগলো। মাঝে আড়চোখে আয়ুর দিকে তাকিয়ে দেখেছে ও মিটমিট করে হাসছে। খাওয়া শেষে স্পর্শ উঠে দাঁড়িয়ে আয়ুর লম্বা বিনুনি করা চুলটা চুপচাপ চেয়ারে হালকা করে বেঁধে দিয়ে উপরে চলে গেলো।
রাত্রি 11 টা।
জল টান ধরায় বিছানার পাশ থেকে জলের বোতল নিতে গিয়ে আয়ু দেখলো আবারও ওর ঘরে
লেসার লাইট এর লাল আলো ঘরে এসে পড়ছে। আয়ু কী মনে করে বারান্দার দরজা খুলে বাইরে গেলো। যা ভেবেছে তাই। আবারও স্পর্শ।
-” কী হলো তোমার কি ঘুম পায়নি স্পর্শ দা?”
– ” আসলে আমি শুয়ে পরেছিলাম। কিন্তু ঘুম আসছিলো না। মাথায় একটা কথা ঘুরছিল। তা জানতেই তোকে ডিস্টার্ব করলাম।”
আয়ু হাই তুলে বললো ,
– ” কী কথা?”
-” এই যে তোর মাথায় কী ব্যথা আছে?”
কথাটা বলেই স্পর্শ হেসে দিল। আয়ু গাল ফুলিয়ে বললো,
-” তোমার কিন্তু ওটা করা একদম উচিত হয়নি। তুমি জানো আমি যেই উঠলাম সঙ্গে সঙ্গে চুলে টান পড়তেই কী লাগলো মাথায়।”
– ” আর তুই যে আমার নামে মিথ্যে বললি। তিলকে যে তাল করলি তার বেলা।”
-” আসলে আমাদের ‘সাহিত্যের ইতিহাস’ বইয়ে প্রবাদ প্রবচন আছে। ওখানে লেখা ছিল তিলকে তাল করার প্রসঙ্গ। আমি কেবল প্র্যাক্টিক্যাল এর মাধ্যমে ব্যাপার টা বুঝলাম। ”
আয়ুর কথায় স্পর্শ ফিক করে হেসে উঠলো।
– ” দিন দিন তুই ভারী দুষ্টু হচ্ছিস। ”
– ” তা হচ্ছি বটে। আচ্ছা আসছি ঘুম পাচ্ছে। ”
আয়ু যেতে গেলে স্পর্শ ওকে থামিয়ে বললো ,
– ” আরে শোন আরও কথা আছে।”
-” কী কথা বলো।”
– ” দাঁড়া ভেবে বলছি।”
শুভ গিয়ে জানালার ধারে দাঁড়িয়ে ছিল। হঠাৎই কাঁধে কারো স্পর্শে পিছন ফিরে বললো ,
-” তুমি ঘুমাও নি?”
-” ঘুমিয়েই তো ছিলাম। হঠাৎই ঘুম ভেংগে যেতে দেখি তুমি পাশে নেই। কিছু হয়েছে তোমার?”
-” আমার আবার কী হবে; কিছুই হয়নি। আসলে পুরোনো কথা মনে পড়ছিল। ১০ বছর বয়সে বাবাকে হারাতে মা আর আমি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলাম। মা কষ্ট করে আইসিডিএস পরীক্ষা দিয়ে অঙ্গনওয়ারী স্কুলের কাজটা পেলো। জানো মা যখন স্কুলে যেতো বাড়িতে একা একা থাকতাম । কিছু ভালো লাগতো না। আস্তে আস্তে ওই ভাবে বড়ো হতে লাগলাম। কয়েক বছর পর স্পর্শ হলো। সারাদিন ওর সঙ্গেই আমার কেটে যেতো। আমি ওর কাকা কেউ বলতো না। সবাই বলতো দুই ভাই। পড়ে আয়ু কে নিয়ে আমাদের দিন আরও মজার কাটতে লাগলো। স্পর্শ ওকে কাঁদাতো আর বেচারি আমার কাছে বিচার দিত। সময় বয়ে গেলো। পড়াশোনা শেষে চাকরি , তোমাকে বিয়ে, আর তার পর তিশা; আমাদের পুচকি মেয়েটা। কী সুন্দর জীবন। আর কী চাই বলোতো, আর কী চাই? মা ছেলের দুজনের পরিবারে আজ সদস্য বেড়েছে। তার সঙ্গে বেড়েছে আনন্দ, ভালোবাসা। ”
-” আচ্ছা চলো ঘুমাবে। কাল তো অফিস আছে।”
নিশিতা ঘরে চলে যাচ্ছিল শুভর কথায় থেমে গেলো,
– ” আমাকে খুব ভালো বাসো না?”
-” তোমার কী মনে হয়?”
শুভ , নিশিতা কে নিজের কাছে এনে বললো ,
– “খুব ভালোবাসি তোমায়।”
-” আমিও।”
নিশিতা লজ্জা পেয়ে শুভর বুকে মুখ লুকালো। শুভ ওকে সযত্নে নিজের সঙ্গে আগলে বললো ,
-” পাগলি।”
হঠাৎই নিশিতার নজর গেলো স্পর্শ আর আয়ুর দিকে।
-” এই শুভ ওরা কি করছে? এখন কি গল্পের সময়?”
শুভ হেসে বলল ,
” বুঝলে বউ ওখানে , নতুন কোনো প্রেমময় ভালোবাসার সূচনা হচ্ছে।”
(চলবে )
#নীলাম্বরীর_প্রেমে
#Tuhina pakira
পর্ব : ৮
পাক্কা দশ মিনিট হয়ে গেলেও স্পর্শ কিচ্ছুটি বলে নি। আয়ুর দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বসে রয়েছে। যেনো সে সবার ভাবনায় ভাবিত কেউ। এদিকে আয়ু দেওয়ালে হেলান দিয়ে ঘন ঘন হাই তুলছে। বেচারির প্রচন্ড ঘুম পেয়েছে। মাঝে মাঝে ঢুলে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিচ্ছে। আয়ু পরপর তিন বার হাই তুলে বললো,
-” স্পর্শ দা তুমি আদৌ কী কিছু বলবে না আমি চলে যাবো? আমার কিন্তু এবার ভীষন ঘুম পেয়েছে। ঘুমপাড়ানি মাসিপিসি অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে। শুধু তোমার জন্য যেতে পারছি না।
আয়ুর প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্পর্শ কিছুই বললো না। গোলগোল চোখে আয়ুর দিকে তাকিয়ে রইল। দুজনেরই বারান্দার লাইট বন্ধ কিন্তু রাস্তার পোস্টের নিয়ন আলোয় ও আয়ুকে আলো আঁধারির মাঝে ঠিকই দেখতে পাচ্ছে। বরং মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আরও পাঁচ মিনিটের মাথায় স্পর্শ বললো ,
-” তুই ঠিক মতো পড়াশোনা করছিস তো ? ”
আয়ু স্পর্শের দিকে তাকিয়ে থেকে দেওয়ালে হালকা করে মাথা ঠুকে বললো ,
-” এই কথাটা বলার জন্যে তুমি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছো।”
-” যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। পড়াশোনা কেমন হচ্ছে?”
আয়ু মুখে হাত দিয়ে হাই তুলে বললো ,
– ” ভালোই। ”
-” ভালো করলেই ভালো। দেখে শুনে রাস্তায় চলবি। যা দিনকাল পড়েছে বাপরে। সারাদিন লাফালাফি একটু কমা। তুই প্রচুর হুড়োহুড়ি করিস। তারমধ্যে তুই বাইরের আবোল তাবোল খাওয়া দাওয়া করিস। আমি যেনো না শুনি এগুলো করতে।”
-” তুমি কি কোথাও যাচ্ছো?”
-” তোর হঠাৎ এটা মনে হলো কেনো?”
-” না মানে তুমি তো কোথাও গেলে এই ডায়লগ গুলো দাও। তাই মনে হলো। ”
স্পর্শ কথা ঘুরিয়ে বললো ,
-” কোন কলেজে পরার ইচ্ছে তোর?”
আয়ু হেসে বলল ,
-” মানুষের ঘুমানোর সময়ে কী আবোল তাবোল প্রশ্ন করছো বলোতো। আমার কলেজে ভর্তি হতে এখনও 2 বছর বাকি। তবে ইচ্ছা আছে পাপার কলেজে মানে তুমি যেই কলেজ থেকে এবারে গ্রাজুয়েশন কমপ্লিট করলে সেই কলেজ। ”
-” বাবা এত পছন্দ।”
-” বলতে পারো। বলছি স্পর্শ দা তুমি কি ব্যাঙ্গালোর যাবেই?”
-” কেরিয়ারের জন্যে তো যেতেই হবে। কিছুই করার নেই।”
আয়ুর মনটা খানিক খারাপ হয়ে গেলো।
-” যখন যাবে তার এক সপ্তাহ আগে আমাকে বলবে আমরা একসঙ্গে অনেক মজা করে নেবো। ”
– ” আমি তোকে বলবোনা কি করবি? ”
আয়ু প্রথমে রেগে কিছু বলতে গিয়েও থেমে বললো ,
-” তোমাকে বলতে হবে না যাও। আমি মিমির থেকে জেনে নেবো। ”
কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলো। স্পর্শ অনেক কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। ঠোঁটের আগায় কথা গুলো এসে ভিড় করলেও তা শব্দ বাইরে আসছে না। আয়ু নীরবতা ভেঙে বললো,
– ” আর কিছু বলবে?”
স্পর্শ নিজের মনে বিড়বিড় করে বললো ,
– ” বলতে তো চাই কিন্তু তুই বুঝবিনা। আমার নীরবতার কথাও তুই বুঝবি না। আসলে তুই তো অবুঝ। ”
-” কেনো ঘুমে কি আর থাকতে পারছিস না?”
আয়ু ঘাড় নেড়ে বললো,
-” না ।”
-” ঘরে যাবি?”
-” হ্যাঁ।”
-” তবে যা। গুড নাইট , সুইট ড্রিম।
আয়ু আস্তে আস্তে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। ভীষন ঘুম পেয়েছে ওর । এবার ও ঘুমের দেশে হারিয়ে যাবে।
অপরদিকে স্পর্শ ঘরে গিয়ে বিছানার উপুড় হয়ে শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠলো , নীল বসনা কোনো এক নীলিমা। এটাই যে স্পর্শের নীলাম্বরী। স্পর্শের মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো।
বিছানায় এইদিক ওইদিক করে ঘুমানোর চেষ্টা করছে আয়ুর মা। কিন্তু ঘুম আসছে না। পাশেই আয়ুর বাবা ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করেই আয়ুর মা উঠে বসলো। কী মনে করে দরজা খুলে বেরিয়ে গেলো। সিঁড়ি দিয়ে উঠে মাঝের হলটার একদিকে আয়ানের ঘর আর পাশের ঘরটা ফাঁকাই থাকে। আয়ানের ঘরের সামনের ঘরটা আয়ুর আর তার পাশে থাকে দ্রুতি।
তিনি প্রথমে আয়ানের ঘরে গেলেন। কিছু একটার সঙ্গে পা জড়িয়ে পড়তে গিয়েও বেঁচে গেলো । আয়ানের ঘুম খুব গাঢ় আলো জ্বালালে যে সে উঠবে না তা তিনি জানেন। আলো জ্বালাতেই তার মাথায় হাত। এই ছেলে আবার ঘর নোংরা করে রেখেছে। স্পর্শদের বাড়ি থেকে ফিরে এসে গায়ের জামাটা মেঝেতে ফেলে রেখেছে। একদিকে নিজের রিমোট কন্ট্রোল গাড়িটার সব পার্ট খুলে আর তা মেরামত করতে না পারার দরুন তার স্থান হয়েছে মেঝের এক কোণায়। পড়ার টেবিলের বই গুলো অগোছালো হয়ে রয়েছে। তিনি আয়ানের কাছে এগিয়ে গিয়ে ওর মাথার পাশে বসে তিনি হাত বুলিয়ে বলল ,” দুষ্টু। ”
দ্রুতি ঘরের আলো জ্বালিয়ে ঘুমোচ্ছে। আয়ুর মা দ্রুতির গায়ে ভালো করে চাদরটা দিয়ে মাথায় একটা চুমু খেল।
আয়ুর ঘরে ঢোকার আগেই দেখলো জয় ওর সামনে দাঁড়িয়ে রয়েছে।
-” তুমি কখন এলে?”
জয় হাসি দিয়ে আয়ুর ঘরের দরজা টা খুলে দিয়ে ইশারায় ভিতরে যেতে বলল।
-” সারাদিন ছেলে মেয়েগুলো কে বকে তুমি রাতের বেলা আসো ভালোবাসতে তাইনা। ”
আয়ুর বাবার কথা শুনে আয়ুর মা নালিশ করতে আরম্ভ করলো ।
-” সাধে বকি নাকি। তোমার ছেলে এটা নয় ওটা ভাঙছে । ভেঙে আবার ঠিক করবে কেনো না সে ইঞ্জিনিয়ার হবে। কথা যা আমার একটু শোনে দ্রুতি। আর তোমার মেয়ে , সারাদিন তার দুষ্টুমি। কখনও ওকে শান্ত হয়ে বসতে দেখেছো। ওর বয়সে আমি ছিলাম শান্ত। ওকে কেউ বলবে ও আমার মেয়ে।”
আয়ুর বাবা হাহা করে হেসে উঠলো।
-” আমার মেয়ে তো ঠিকই আছে। তবে তুমি শান্ত কোথায় ছিলে? ”
-” কেনো আমাকে কোথায় তোমার দুরন্ত মনে হয়েছিল?”
-” মনে নেই শিশিরের বিয়েতে কী করেছিলে? ”
আয়ুর মা নীচে নামতে নামতে বললো,
-” বেশ করেছিলাম। অচেনা একটা মেয়েকে তুমি গিয়ে যদি বিয়ের কথা কথা বলো সে কি তোমার তালে তাল মিলিয়ে নাচবে। আর এমনিতেও আমার বাপু ভয় লেগেছিল। তাই তো বাবাকে গিয়ে তোমার কথা বলে দিয়েছিলাম। ”
-” আর তোমার কথা শুনে তোমার বাপ যে সারা বিয়ে বাড়িতে আমাকে খুঁজে ছিল সেটা মনে আছে। আমিতো ভয়ে বাথরুমে লুকিয়ে ছিলাম।”
আয়ুর মা হাসতে হাসতে বলল,
-” বেশ হয়েছিল।”
সকাল 6,15 টা ।
আয়ু তখন নিজের ঘরে চুল বাঁধছিল। রূপা ওকে ডাকলেই ও বেরিয়ে পড়বে বাড়ি থেকে। কালকে দেরি করে ঘুমানোর জন্যে বেচারি হাই তুলে চলেছে।
কিছুক্ষণ পরে নীচ থেকে রূপার গলার আওয়াজ পেতেই আয়ু বারণ্ডায় চলে গেলো।
-” আয়ু তাড়াতাড়ি আয়।”
-” দাঁড়া 2 মিনিট। ”
কথাটা বলে সামনে চোখ যেতেই দেখলো হাই তুলতে তুলতে স্পর্শ বারান্দায় এসে দাঁড়ালো। আয়ুর দিকে চোখ যেতেই বললো ,
-” পড়তে?”
-” হ্যাঁ।”
-” ভালো করে চোখে জল দিয়ে আয় আগে। নাহলে পড়তে গিয়ে পড়া কম ঘুম বেশি হবে। ”
কথাটা যে স্পর্শ ওকে রাগানোর জন্যে বলেছে তা আয়ু জানে। কিন্তু এই মুহূর্তে ওর সঙ্গে গল্প করার মতো সময় ওর কাছে নেই। তাই কিছু না বলে মুখ বেঁকিয়ে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে স্পর্শ বললো ,
-” গুড মর্নিং আয়ু বুড়ি। ”
-” গুড মর্নিং স্পর্শ বুড়ো। টাটা , বাই।
-” ওই তুই আমাকে বুড়ো বলিস কোন সাহসে? ”
স্পর্শের প্রশ্নে আয়ু কোনো উত্তর না দিয়ে চলে গেলো। তাড়াতাড়ি পড়তে যেতে হবে ওকে।
(চলবে )