তোমাকে আমার প্রয়োজন,সূূচনা পর্ব

তোমাকে আমার প্রয়োজন,সূূচনা পর্ব
জয় চৌধুরী

১.
বিয়ে কনে কে সবার সামনে পুলিশের এসপি আরিয়ান চৌধুরী তুলে নিয়ে যাচ্ছে, অনুর মাথা দিয়ে কিছুই ডুকছে না ওতো কিছু করে নি তাহলে ওর অপরাধ ভয়ে জিজ্ঞেস ও করতে পারছে না কাচুমাচু হয়ে আরিয়ানের পিছনে হাঁটছে আর আরিয়ান সামনের এগিয়ে নিয়ে যাচ্ছে।

থানায় মাথা নিচু করে করে বসে আছে অনুর বেষ্টফ্রেন্ড নিতু,অনু তো দেখে অবাক নিতু এখানে কি করছে!
অনুকে নিতুর পাশের চেয়ারে বসতে দিয়ে আরিয়ান নিজের চেয়ারে গিয়ে বসে

অনুর তো ভয়ে হাত পা কাঁপছে নিতু কি অপরাধ করছে তার দায়ে আমাকেও পুলিশ ধরেছে
অনুর কাঁপাকাঁপি দেখে আরিয়ান বলে উঠে

তুমি হয়তো সারাদিন কিছু খাও নি তাই শরীর কাঁপছে দাঁড়াও তোমার খাবারের ব্যবস্থা করছি

অনুতো অবাক ওর ভয়ে হাত-পা কাঁপছে,আর উনি বলছে খাইনি বলে হাত- পা কাঁপছে,কিন্তু কথাতো সত্যি আমি সারাদিন কিছু খাইনি

আরিয়ান কনস্টেবল কে বলে খাবারের ব্যবস্থা করতে, কনস্টেবল টেবিল খাবারের প্লেট রাখতেই অনুর যেন ক্ষুদা দ্বিগুণ হয়ে যায়
কিছু না ভেবেই গফাগফ খেতে শুরু করে
অনুর কান্ড দেখে আরিয়ান ত মেরে অনুর খাওয়া দেখছে
নিতু আস্তে আস্তে খেতে বলছে কিন্তু কথা কানে না নিয়ে পুরো প্লেট শেষ করে ফেলে,খাবার খেয়ে ঢেকুর তুলে আরিয়ানের দিকে তাকিয়ে দেখে আরিয়ান ত বনে ওর দিকে তাকিয়ে আছে।
অনুর তো লজ্জায় যেন মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল ইসস কি কান্ডটাই না করলাম ক্ষিদের জ্বালায়

বয়স কত তোমার??
আরিয়ানের প্রশ্ন শুনে অনু ভ্যাবাছ্যাকা খেয়ে যায় এই বুঝি ওর বয়স অনুযায়ী জেল হবে,অনু ওর বয়স কি বলবে ভেবে পায় না তবুও জেল হাজতে থাকা কমাতে বলে উঠে

কত আর হ হবে স্যার এই ধরুন দশ এগারো

অনুর কথা শুনে আরিয়ান যেন আকাশ থেকে পড়লো ওর বয়স নাকি দশ এগারো হায়রে স্বাদে কি তুলে আনছি

ওই অনু স্যার সাথে মজা করছিস সত্যি কথা বল তোর বয়স কত??
নিতুর কথা শুনে অনু কাঁদো কাঁদো ফেস করে বললো
আমি মজা করছি না স্যার,বিশ্বাস করেন স্যার আমি কোনো অপরাধ করিনি যা অপরাধ ওই নিতু শাঁকচুন্নি করছে এখন আমাকে ফাঁসাচ্ছে,আমি শুনেছি বয়স অনুযায়ী জেল হাজত হয়,তাই জেল হাজত কমাতে মিথ্যা বলছি

অনুর কথা শুনে আরিয়ান হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না
নিতু তো হাসতে শেষ অনুর কথা শুনে
অনুতো দুজনের কান্ড দেখে অ্যাবলার মতো তাকিয়ে আছে
ওই তোরা হাসাচ্ছিস কেন??

নিতু তুমি থামো
আরিয়ানের কথা শুনে নিতু চুপ হয়ে যায়

অনু সত্যি করে বলো তোমার বয়স কত??

এইবার সত্যি বলছি স্যার আঠারো

না অনু তুমি মিথ্যা বলছো ভালো করে মনে করে বলো

দূর আমার বয়স তো আঠারোই হবে,আরে না আমার বয়স তো সতেরো বছর নয় মাস মনে মনে ভেবে বললো
স্যার এখন সত্যি বলছি মা কসম সতেরো বছর নয় মাস

হুম এইবার ঠিক আছে,তা কোন ক্লাসে পড়ো

ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবো স্যার

তা আঠারো বছর এর আগে বিয়ে করতে যাচ্ছিলে কেন? যানো কয় বছর এর জেল হতে পারে

কেন কেন আমার জেল হবে,ওই বুড়া জামাই আর আমার মামির জেল হওয়া উচিত উনারাই তো আমাকে জোড় করে বিয়ে দিচ্ছিলো
কথাগুলো বলে মনে পড়লো তার মানে আমার আঠারোর আগে বিয়ে হচ্ছিল বলে আমাকে ধরে এনেছে কিন্তু ধরার কথা তো ঐ বুইড়া ভোলা ডিম কে আর আমার মামিকে

অনুর ভাবনার ছেদ ঘটিয়ে আরিয়ান বলে উঠলো
দেখো যদি তোমার মামি কে আর বিয়ের পাএ কে ধরতাম তাহলে তুমি বিয়ের মন্ডপে লগ্ন ব্রষ্টা হতে আর এর দায় পড়তো আমার উপর,তাই তোমাকে তুলে আনছি তবে চিন্তা করো না তোমার জেল হাজত কিছুই হবে না।
আরিয়ানের কথাশুনে তো অনু অবাক ওর তো খুশিতে নাচতে ইচ্ছা করছে……….

চলবে………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here