তোমাকে আমার প্রয়োজন,পর্ব-২

তোমাকে আমার প্রয়োজন,পর্ব-২
জয় চৌধুরী

মৃদু মৃদু সূর্যের আলোয় অনুর ঘুম ভেঙে গেছে,চারদিকে পাখির কিচিরমিচির কল-কাকলীর ডাক।
নিতু দুই মগ কপি নিয়ে রুমে প্রবেশ করলো

কিরে ঘুম ভাঙ্গলো
(অনুর হাতে কপির মগ দিতে দিতে বললো)

হুম রে,বান্ধবী tnx রে তোর জন্য আমার জীবন টা বেঁচে গেলো

অনুর কথাশুনে নিতু বসা থেকে দাঁড়িয়ে বললো
আমাকে tnx দিচ্ছিস কেন,আরিয়ান স্যারকে tnx দে উনার জন্যই আমার বাড়িতে আছিস স্বাধীন ভাবে নয়তো এতক্ষণে ওই তোর বুইড়া জামাই এর বাড়িতে থাকতি

হুম ঠিক বলেছিস উনাকে tnx জানাবো কিন্তু তুই কমপ্লিন করেছিস বলেই তো আমাকে বাঁচালো

এটা ঠিক তবে আমি নিজে থেকে কিছু বলি নি,যা জানার উনি নিজে থেকে যেনে করেছেন

উনি নিজে থেকে যেনেছেন মানে কি?? উনি কি আমার পরিচিত নাকি যে নিজে থেকে যেনে আমাকে বাঁচিয়েছেন

এই রে অনু কিছু ভুঝে গেলো নাতো, না এখন ওরে কিছু বুঝতে দেওয়া যাবে না মনে মনে ভেবে বলে উঠলো
আরে না তোর পরিচিত হবে কেন আমি নিজে থেকেই কমপ্লিন করেছি,যা ঐইসব বাদ দে যে কান্ড করেছিস কালকে

কি করেছি আমি তোরাই তো আমাকে বোকা বানালি

ইসস যা কান্ড করেছিস এতে আরিয়ান স্যার বুঝে গেছে তুই ম্যাচিউরিড হোস নি

তো কি হয়েছে উনি যা বুঝার বুঝোক তাতে আমার কি উনি কি আমার ভবিষ্যৎ স্বামী

বিড়বিড়িয়ে নিতু বললো
তা নয়তো কি উনি তোর ভবিষ্যৎ স্বামী

নিতুর বিড়বিড়া নি দেখে অনু বললো
এই কি বিড়বিড় করছিস রে

না কিছু না, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় কলেজ যেতে হবে

হুম আসছি ৫মিনিট

❤️
আজকে তেমন ক্লাস না থাকায় ক্যাম্পাসে বসে অনু নিতু আর কিছু ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিলো পুলিশের গাড়ি থেকে আরিয়ানকে নামতে দেখে অনু আর নিতু দৌড়ে উনার কাছে গেলো

আরিয়ানের কাছে গিয়ে নিতু বললো
আরে স্যার আপনি এখানে

হুম এসেছিলাম তোমাদের পিন্সিপাল স্যার এর কাছে একটা কাজে তা তোমরা কি এই কলেজেই পড়ো নাকি

ইয়েস স্যার, স্যার আপনাকে যেনো অনু কি বলবে

ওহ তা বলুক

কিরে অনু চুপ করে আছিস কেন? কিছু বল

অনু তো কোনও খেয়াল ই নেই ও এক ধ্যানে আরিয়ানের দিকে তাকিয়ে আছে,কালকে আরিয়ান কে ভালো করে খেয়াল করেনি, ২৭ ২৮ বছরের যুবক,গাল ভর্তি ছাপ দাঁড়ি,পুলিশের ইউনিফর্ম পড়নে দেখতে পুরো হিরোর মতো

কিরে কোথায় হারিয়ে গেছিস
(অনুর গায়ে ধাক্কা দিয়ে নিতু বললো)

হু হুম কি বলছিলি যেনো

আরে তুই না স্যারকে কি বলবি,স্যার তো ওয়েট করছে

ওহ তাইতো,
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ,আমার লাইফ টা বাঁচানোর জন্য

তোমার লাইফ বাঁচাতে কিছু করিনি,যা করেছি আমার জন্য

মানে কি??

ওসব মানে তুমি বুঝবা না,সময় এলে আমি নিজে বলবো

হুম স্যার সময় এলে বলিয়েন,আমার বেষ্টু কে বাঁচানোর জন্য মা বলেছে আপনাকে সন্ধ্যায় বাসায় যেতে খাবার-দাওয়ার আয়োজন করছেন

আচ্ছা

এই বলে নিতু অনুকে টানতে টানতে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো…….



চলবে……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here