তবুও_তুমি💖 পর্ব_০৭

তবুও_তুমি💖
পর্ব_০৭
#লেখিকা-লামিয়া রহমান মেঘলা
–দেখো এখানে একটা নৌকা আছে তুমি চাইলে তোমায় নিয়ে এই পানিতে নামতে পারি।
–না আমার ভয় করে।
–আচ্ছা ঠিক আছে চলো তাহলে বাসার উদ্দেশ্যে যাওয়া যাক।
–আরো কিছু সময় থাকি একটু বৃষ্টি আসুক।
–নাহ কাল বৃষ্টিতো ভিজে জ্বর হয়েছে আর রিস্ক নিবো না আমি চলো বাসায় চলো।
–আচ্ছা।
মন খারাপ করে
রোদ আমার মন খারাপ দেখে হেঁসে দিলো,
–আবার নিয়ে আরবো আরও ৪ দিন আছি তো
ওর কথায় হেঁসে দিলাম আমি।
তার পর রওনা হলাম বাসার দিকে।
ওই আঙ্কেল রা আমাদের আসতে দিতে চাইছিল না কিন্তু রোদ থাকলো না।
বাসায় এসে দেখি কাপড়ে কাঁদা লেগেছে
তাই কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিলাম
এখানের পথে ঘাটে বেশ বড়ো বড়ো ফুল গাছ।
সব অসম্ভব সুন্দর।
কৃষ্ণচূড়া বৌ সোজেছো।
আমার এই ফুলটা ভিশন পছন্দ।
এক বার রোদের কাছে বায়ন করেছিলাম,
রোদ আমাকে পুরো একটা গাছ এনে দিয়েছিল।
ভয় পাবেন না বড়ো না মিনি সাইজের গাছ।
ওটা এখনো আমার বেলকনিতে আছে।
আমার পছন্দ জন্য রোদের বাসা মানে এখন আমারও বাসা সেখানের বাগানে লাল কমলা রঙের বড়ো বড়ো কৃষ্ণচূড়া গাছ আছে।
প্রতিবার ফুলের সময় আমি বাগানে মনে হয় সারাটা দিন কাটিয়ে দেয়।
,
ওয়াসরুম থেকে বেরিয়ে এসে আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম।
রোদ হাতে একটা বড়ো ডাল কৃষ্ণচূড়া ফুল নিয়ে হাজির।
–নেও তোমার জন্য।
–কি করে আনলেন?
–আছে কিছু গ্রামের ছেলে মেয়ে ওরা পেড়ে দিলো
–ধন্যবাদ
–পছন্দ হয়েছে?
–অনেক পছন্দ হয়েছে।
রোদ ওয়াসরুমে চলে গেল।
আমি ফুল গুলোকে একটা যায়গায় রেখে বসলাম,
বিছনায় মাথা দিতেই মাথায় কেমন অসহ্য ব্যাথা শুরু করলো।
দু হাত দিয়ে চেপে ধরলাম।
এমন তো আগে কখনো হয় নি হুট করে মাথা ব্যাথা কেন হচ্ছে এতো তিব্র আকারে
পাশে থাকা পানি খেয়ে নিলাম।
উফ সহ্য হচ্ছে না ভিশন যন্ত্রণা হচ্ছে।

তখনি রোদ বের হলো ওয়াসরুম থেকে ছোঁয়াকে মাথা চেপে ধরতে দেখে ছোঁয়ার কাছে এগিয়ে যায় রোদ।
–কি হয়েছো ছোঁয়া?কোন সমস্যা?
–আমার না ভিশন মাথা ব্যাথা হচ্ছে রোদ সহ্য হচ্ছে না।
ছোঁয়ার এমন কন্ঠ শুনে রোদ বিচলিত হয়ে পরলো,
–তুমি বালিশে মাথা দেও ।
রোদ ছোঁয়ার মাথাটা বালিশে উঠিয়ে দেয়।
আর আলতো হাতে ছোঁয়ার মাথা টিপে দিতে থাকে।
রোদের মাথা এভাবে টিপে দেওয়ার কারনে ছোঁয়ার বেশ আরাম লাগছে।
ছোঁয়া চোখ বন্ধ করে রোদের কোমড় পেঁচিয়ে ধরে ঘুমের দেশ পাড়ি দেয়।
ছোঁয়া যখন গভীর ঘুমে তখন রোদ ছোঁয়ার হাত ছাড়িয়ে ওকে জড়িয়ে ছোঁয়ার পাশে শুয়ে পড়ে।
,
,
রাত ৮ টা,
ঢাকা শহরে,
রুমের মধ্যে অগোছালো ভাবে বসে আছে বর্ষন।
একটা মেয়ে বর্ষন এর দিকে এগিয়ে এসে ওর অগোছালো চুল গুলো গুছিয়ে দিতে লাগলো,
–বর্ষা প্লিজ এখন এগুলো ভালো লাগছে না (বর্ষন)
–কেন বর্ষন কি হয়েছে আমি কি কোন ভুল করেছি। (বর্ষা)
–তুমি কেন ভুল করবে আমার ভালো লাগছে না কি জানি ছোঁয়া কেমন আছে।
–ছোঁয়ার কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে পরছো।
কি অবস্থা করেছো শরীরের।
সারা দিন এভাবে অগোছালো জীবন জাপন করো এগুলা করলে কি ছোঁয়া ভালো হয়ে যাবে।
–ছোঁয়া আমার এক মাত্র বোন বর্ষা।
ওর হাতটা যখন ধরেছিলাম তখন আমি প্রথম মায়ের স্পর্শের কথা মনে করেছিলাম।
ও ঠিক আমাদের মায়ের মতো জানো বর্ষা।
ও যে আমার ছোট্ট একটা বোন তা বুঝি নি কখনো সব সময় বড়ো দের মতো শাসন করতো।
আমি ওকে ছাড়া থাকতে পারছি না।
কি জানি রোদ সেদিন আমায় কেন তুলে নিয়ে গেছিল।
নিশ্চিত কেউ ওকে ছোঁয়া আমার হাত ধরা ছবি দিয়েছিল।। কিন্তু তুমি তো জানো বর্ষা ও আমার বোন।
এ কথা আমি না রোদ কে বলতে পারছি না ছোঁয়ার থেকে দুরত্ব সইতে পারছি।
আমার ছোঁয়া টা কেমন আছে তা খোদাই জানে।
বর্ষা বর্ষনের ঘাড়ে হাত দেয়,
,–প্লিজ বর্ষন এভাবে ভেঙে পড়ো না তোমাদের সিচুয়েশন আমি বুঝতে পারছি আমি বুঝতেছি সব কিছু।
কিন্তু কি করবা বলো সৃষ্টিকর্তা যা চায় তাই তো হয়।
আমার বিশ্বাস ছোঁয়া ঠিক আছে রোদ ওকে অনেক ভালো রাখছে।
–তুমি রোদ কে চিনো না বর্ষা ও আমাকে যে দিন তুলে নিয়ে গেছিল ওই দিন আমি বুঝে গেছিলাম ছোঁয়ার সাথে কেউ আমাকে বাজে ভাবে উপস্থাপন করেছে।
কিন্তু কেউ কে বুঝতে দেওয়া যাবে না ছোঁয়া আমার বোন।
আমি কেমন ভাই বর্ষা নিজের বোনের সাথে হওয়া অন্যায় ঠেকাতে পারছি না।
–বর্ষন একটা সময় আসবে যখন তুমি সব ঠেকাতে পারবে প্লিজ এখন মন খারাপ করো না।
–বুঝতে পারছি না বর্ষা।
আমার বোন টাকে আমি কি করে এই বিপদ থেকে রক্ষা করবো।
–আল্লাহর উপর ভরশা রাখো ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
বর্ষনা বর্ষার হাতে চুমু খায়।
–তোমার জন্য আমার জীবন একটু ইজি হয়ে গেছে।
–তুমি তো আমার সব বর্ষন আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই।
,
,
,
,
,
,
ছোঁয়া ঘুমোচ্ছে।
বন্ধ চোখে ছোঁয়াকে কি অসম্ভব মায়াবী লাগছে।
তা বুঝানোর ক্ষমতা রোদের নেই।
ছোঁয়া রোদের বুকের মধ্যে লেপ্টে আছে।
কি মায়াবী ছোঁয়া।
রোদের কাছে আজও সবটা কেমন অদ্ভুত ছোঁয়া কি করে অন্য কারোর সাথে রিলেশন এ জড়াতে পারে।। রোদের যেন বিশ্বাস হয় না এই মেয়েটা তাকে ধোঁকা দিতে পারে।
মেয়েটা যে ওকে খুব ভালোবাসে।
ছোঁয়া রোদের বুকে ঘুমালেই রোদের কলার্ট টা চেপে ধরে এক হাত দিয়ে।। বাচ্চা রা যখন কারোর কোলে উঠে তখন এমন যার কোলে ওঠে তার জামা কাপড় আঁকড়ে ধরে যেন ছেড়ে দিলে পরে যাবে।।
ছোঁয়া ঠিক তেমন করে রোদকে আঁকড়ে ধরে
ছোঁয়ার এই ছোট্ট ছোট্ট কাজ রোদের ভিশন ভালো লাগে।
ভালোবাসার মানুষের সব কাজি ভালোবাসার চোখে ভলো লাগে কিন্তু এই বাচ্চামি গুলো ছাড়া রোদের জীবন যে অপূর্ণ।
,
,
,
রাত ১১ টা,
রোদ ছোঁয়া কে আলতো করে ডাকছে,
–ছোঁয়া ছোঁয়া উঠো

–হুম। (ঘুমের ঘোরে)
–উঠো ছোঁয়া ভাত খেতে হবে।।
–উহু আপনিও ঘুমান (ঘুমের ঘোরে)
রোদ ছোঁয়ার কথা শুনে হেঁসে দেয়,
–আরে উঠো ছোঁয়া।
রোদ টেনে ছোঁয়াকে উঠায়।
–কি (ঘুম ঘুম চোখে)
ছোঁয়ার চুল গুলো সামনে এসে এলোমেলো হয়ে আছে।
রোদ সেগুলো গুছিয়ে কানে গুজে দিলো,
–ভাত খেতো হবে তার পর ঘুমাবে।
–এখন ইচ্ছে হচ্ছে না।।
–হবে উঠো উঠো।।
রোদ ছোঁয়া কে পাজকোলে করে টেবিলে নিয়ে আসে,
–যাও বেসিং থেকে ফ্রেশ হয়ে নেও।
ছোঁয়া ডুলতে ডুলতে বেসিং পর্যন্ত যায়।
১৬ মাসে বছর কাটিয়ে ফ্রেশ হয়ে টেবিলে আসে।
ছোঁয়ার ঘুম পেলে ও এটাই করে ওর ঘুমের মাঝে কিছুই হুস থাকে না।
–খানার খেয়ে নেও।
–এখন এগুলা হাত দিয়ে খেতে হবে?
ছোঁয়ার প্রশ্নের মানে বুঝতে পেরে রোদ হেসে ছোঁয়ার মুখে খাবার ধরলো।
ছোঁয়া বাচ্চা দের মতো রোদের হাতে খেয়ে নিলো।
খাবার শেষে।
রোদ ছোঁয়াকে নিয়ে রুমে আসে।
–এবার ঘুমাও।
–কিন্তু এবার তো ঘুম আসবে না ভেঙে গেছে।

–তো কি করতে হবে।
–ঘুরতে নিয়ে যাবেন?
কিছুটা ভয় ভয় পেয়ে.
–এই রাতে কই?
–গ্রামের রাস্তা ধরে হাঁটতে ভালোই লাগবে রাতের বেলায়,
আলবে,
(আসসালামু আলাইলুম,
আজকের পর্ব টা পড়ে সবাই কমেন্ট এ উপচে পড়বেন কি হচ্ছে কি না হচ্ছে লিখে কিন্তু আমি বলব সব বুঝতে পারবেন দয়া করে কিছুটা সময় দিন আমাকে লিখতে দিন পর্ব পড়তে শুরু করেন।
একে একে সব সত্যি বার হবে আজ যেমন একটা বের হলো।
ধন্যবাদ।
বানান ভুল হলে ক্ষমা করবেন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here