গল্পঃকালো_পাথর,পর্বঃদুই

গল্পঃকালো_পাথর,পর্বঃদুই
লেখাঃMd Tarajul Islam(Shihab)

সিয়াম ভয়ে সরে আসতে যাবে তখন জানালার পাশে টেবিলের সাথে ধাক্কা খাওয়ায় টেবিলের ওপর থেকে লোহার কিছু একটা পড়ে বেশ জোরে আওয়াজ হয়ে উঠলো।সিয়াম চুপ করে বিছানায় এসে বসলো।সিয়াম মনে মনে ভাবছে এটা সে কি দেখলো?সে কি আসলেই কোনো মানুষ ছিলো নাকি অন্য কেউ ছিলো?এমন সময় ওর দরজায় কেউ নক করলো।দরজায় নক করায় সিয়াম চমকে উঠলো।সিয়াম ভাবছে বাইরে দাড়িয়ে থাকা সে এসে পড়েনি তো?এটা ভেবে সে দরজা খুলছে না।তখন অনাহিতা বলে উঠলো
->আপনি কি ঘুমিয়ে পড়েছেন?ঘুমিয়ে না থাকলে প্লিজ দরজাটা খুলুন।
সিয়াম অনাহিতার কন্ঠ শোনে উঠে গিয়ে দরজা খুললো।অনাহিতা ভিতরে ঢুকে লাইট জ্বালিয়ে এদিক ওদিক দেখতে লাগলো তারপর বলল
->কিসের যেন একটা শব্দ হলো।আওয়াজটা এই রুম থেকে এসেছিলো।
তখন সিয়াম টেবিলের ওপর থেকে পড়ে যাওয়া স্টীলের কলমদানির দিকে দেখালো।অনাহিতা সেটা দেখে বলল
->ওইটা পড়ে গেলো কি করে?
->আসলে আমি একটা আওয়াজ পেয়ে সেখানে গিয়েছিলাম।
->কেন?
সিয়াম তখন অনাহিতাকে সবকিছু খুলে বললো।সব শুনে অনাহিতার মুখে একটু চিন্তার ছাপ দেখা দিলো।অনাহিতা বলল
->এজন্য বলেছিলাম আমি আপনার সাথে থাকি।এরকম নির্জন দ্বীপে এসব অস্বাভাবিক কিছু নয়।
সিয়াম আর কিছু না বলে অনাহিতার সাথে সে শুয়ে পড়লো।অনাহিতা সিয়ামের পাশে শুয়ে পড়লো।অনাহিতা সিয়ামকে বলল
->আপনার নিজের ব্যাপারে কি কিছু মনে পড়লো?
সিয়াম অনাহিতার দিকে তাকিয়ে বলল
->এখনো মনে পড়ছে না কিছু।
->কোনো ব্যাপারনা।ঘুমিয়ে পড়ুন আপনি।
অনাহিতা অন্যদিকে ঘুরলো।সিয়াম নিজের ব্যাপারে কিছু মনে করার চেষ্টা করছে কিন্তু কিছুই যেন মনে করতে পারছে না।
রাতের বেলা ঘন জঙ্গলের মধ্যে দাড়িয়ে আছে সিয়াম।ওর পাশে আরেকটা মেয়ে আছে।অন্ধকারে তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না।আর সিয়ামের হাতে কি যেন একটা রয়েছে।হঠাৎ ওদের সামনে বেশ কয়েকজন লোক এসে দাড়ায়।যাদের চোখ থেকে বেগুনি রংয়ের আভা বের হচ্ছে।তাদের মধ্যে একজন বলে
->তোর হাতের ওই কালো পাথরটি আমাদের দিয়ে দে নয়তো তুই সহ তোর বাকি বন্ধুরাও মারা যাবে।
সিয়াম তখন বলে
->না ওদের কোনো ক্ষতি করবে না।
->ঠিক আছে তাহলে পাথরটা দিয়ে দে?
সিয়াম ওই পাথর দিতেই যাচ্ছিলো।তখন মেয়েটি বলে উঠে
->সিয়াম এই পাথর একদম ওদের হাতে দিবে না।এখান থেকে পালাও এবার।
সিয়াম মেয়েটির কথা শুনে পাথর না দিয়ে মেয়েটির হাত ধরে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে।সেই লোক গুলো ওদের পিছন পিছন আসতে শুরু করে।আর ঠিক সেই সময় ওদের দুইজনকে ওইরকম একই ধরনের মানুষ চারদিক থেকে ঘিরে ফেলে।এবার ওরা দুইজনই একদম নিরুপায় হয়ে যায়।পালানোর আর কোনো পথ খোলা নেই।প্রত্যেকের হাতে কুড়ালের মতো অস্ত্র।ওরা সেই অস্ত্র নিয়ে ওদের দুইজনের ওপর ঝাপিয়ে পড়ে।
আর ঠিক সেসময় সিয়ামের ঘুম ভেঙ্গে যায়।সিয়াম উঠে বসে পড়লো।এখন সকাল হয়ে গেছে তার মানে সে এতক্ষন স্বপ্ন দেখছিলো।সিয়াম দেখলো অনাহিতা উঠে পড়েছে আর রুমের বাইরে বেলকনির রেলিং ধরে দাড়িয়ে আছে।সিয়াম উঠে ওর পাশে গিয়ে দাড়ালো।তখন অনাহিতা বলল
->উঠে পড়েছেন আপনি?
->হুমম।
->আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিন আমি চা বানিয়ে আনছি।
->ঠিক আছে।
সিয়াম ওয়াশরুমে গেলো ফ্রেশ হওয়ার জন্য।ওয়াশরুমের ভিতরে বসে সিয়াম ওর দেখা স্বপ্নের কথা নিয়ে ভাবছে।স্বপ্নে কেউ একজন ওর বন্ধুদের কথা বলেছিলো তার মানে কি সত্যি ওর বন্ধুরা আছে?আর যদি ওর বন্ধুরা সত্যি থেকে থাকে তাহলে তারা এখন নিশ্চয় কোনো বিপদে আছে।কিন্তু ওর পাশের মেয়েটা কে ছিলো?সেটা সিয়াম কিছুতেই বুঝতে পারছে না।আর সেই লোক গুলোই বা কারা ছিলো?সিয়ামকে কি তাহলে স্বপ্নের মাধ্যমে কিছু জানানোর চেষ্টা করছিলো?হয়তো বা তাই।ওয়াশরুম থেকে বের হয়ে সিয়াম ওর রুমের সামনে আসতে দেখলো অনাহিতা চায়ের কাপ নিয়ে দাড়িয়ে আছে।অনাহিতা চায়ের কাপ সিয়ামের হাতে দিলো।সিয়াম দাড়িয়ে চা খাচ্ছে।আর অনাহিতা বাইরের দৃশ্য দেখছে।সিয়ামের চা খাওয়া শেষ হওয়ার পর অনাহিতা বলল
->আচ্ছা চলুন সমুদ্রের পাড়ে হাঁটতে যাবো।
->আচ্ছা চলুন।
সিয়াম আর অনাহিতা খালি পায়ে সমুদ্রের বালির ওপর দিয়ে হাঁটছে।দুইজনের বেশ ভালো লাগছে।অনাহিতা মাঝে মধ্যে মুচকি হাসছে সিয়ামের দিকে তাকিয়ে।সিয়াম হঠাৎ বলল
->মনে হয় আমি আগেও কারো সাথে এরকম ভাবে সমুদ্রের পাড়ে হেঁটেছি।
->তাই নাকি?তো কে ছিলো সে?
->আমার ঠিক মনে পড়ছে না।
তখন অনাহিতা সিয়ামের সামনে এসে দাড়ালো।তারপর দুই হাত দিয়ে সিয়ামের গলা জড়িয়ে ধরলো।সিয়াম অনাহিতার হাত ছাড়িয়ে নিতে লাগলো কিন্তু অনাহিতা ওর গলা ছাড়ছে না দেখে সিয়াম বলল
->এটা আপনি কি করছেন?
->প্লিজ বাধা দিয়েন না।
সিয়াম অনাহিতার অনুরোধে আর কিছু বলতে পারলো না।অনাহিতা সিয়ামের গলা জড়িয়ে ধরে সিয়ামের দুই পায়ের ওপর নিজে উঠলো।তারপর সিয়ামের চোখে চোখ রেখে বলল
->এখন কি কিছু মনে পড়ছে তোমার?
সিয়াম অপলক ভাবে অনাহিতার মায়াবী চোখের দিকে তাকিয়ে আছে।সিয়ামের কেন জানি মনে হচ্ছে কেউ একজন ওর সাথে এমনটায় করতো।অনাহিতা বলল
->এখনো কিছু মনে পড়ছে না তোমার?
->আমার মনে হচ্ছে কেউ একজন এমনটা করতো আমার সাথে।
অনাহিতা মুচকি হাসলো।তারপর নিজের ঠোঁট সিয়ামের ঠোঁটে মিলিয়ে দিলো।একটু পর অনাহিতা সিয়ামের ঠোঁট ছেড়ে নিজের নাক দিয়ে সিয়ামের নাক ঘষে বলল
->এখন কিছু মনে পড়ে?
->না।শুধু মনে হচ্ছে কেউ একজন আমার সাথে এমন কাজ বার বার করতো।
->তার নাম কি জানো?
সিয়াম মাথা চুলকাতে লাগলো।তারপর বলল
->তার নাম অনি নাকি যেন মাথা আসছেনা?
->তার নাম অনাহিতা আর তাকে তুমি ভালোবেসে অনি বলে ডাকতে।
অনাহিতার কথা শুনে সিয়াম চমকে উঠলো তারপর বলল
->অনাহিতা নামটা তো তোমার?
->আমিই তো তোমার সেই অনি।কিন্তু একটা দূর্ঘটনা তোমার সবকিছু ভুলে দিয়েছে।
->কিন্তু আপনি তো বললেন যে,আমায় নাকি সমুদ্র পাড়ে পেয়েছিলেন আর আপনি নাকি এখানে থাকেন।এসব কি তাহলে মিথ্যা?
->মিথ্যা না একদম সত্যি বলছি।আমরা দুইজন দশদিন ধরে এখানে আছি।তুমি কাল পর্যন্ত অজ্ঞান অবস্থায় ছিলে।যখন জ্ঞান ফিরলো তখন তোমার কিছু মনে নেই।এমনকি তোমার বিয়ে করা বউটাকেও চিনতে পারছো না।আর সব হয়েছে ওই কালো পাথরটার কারনে।
->আমার সবকিছু কেমন জানি লাগছে।মাথা ব্যথা করছে।কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
->আচ্ছা ঠিক আছে এখন চলো।
সিয়ামকে নিয়ে অনাহিতা বাড়িতে ফিরে আসলো।সিয়াম চোখ বন্ধ করতে ওর চোখের সামনে কি যেন ভেসে উঠলো।সিয়াম আবার চোখ খুললো।তারপর অনাহিতাকে প্রশ্ন বলল
->আচ্ছা আমরা কি পালিয়ে বিয়ে করেছিলাম?
অনাহিতা মুচকি হেসে বলল
->হুমম।আমাদের ফ্যামিলি মেনে নিতে চাইনি তাই তুমি আমায় পালিয়ে বিয়ে করেছিলে।তোমার বন্ধুরাও আমাদের সাথে ছিলো।
->ও।আমার আসলে ঠিক মনে পড়ছে না।
->পাথরটা তোমার স্মৃতি কিছু সময়ের জন্য মুছে দিয়ে যেটা আস্তে আস্তে ফিরে আসবে।জোর করে মনে করানোর চেষ্টা করলে তোমার মানষিক সমস্যা তৈরি হতে পারে।
সিয়াম অনাহিতার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল
->মানষিক সমস্যা যখন হবে তাহলে আপনি আমার স্ত্রী এটা মনে করানোর চেষ্টা করছিলেন কেন?
অনাহিতা অভিমানের সুরে বলল
->নিজের ভালোবাসার মানুষ আমি চিনতে পারছিলো না যেটা আমার একটুও ভালো লাগেনি।কিন্তু পাড়ে হাঁটার সময় যখন ওসব বললে তখন ভাবলাম হয়তো চেষ্টা করলে মনে করতে পারো।আর আমার চেষ্টা একদম কাজে লেগেছে।
সিয়াম তখন অনাহিতার সামনে এসে ওর গলা জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু দিয়ে বলল
->প্রতিবার দেখার করার সময় কিন্তু এভাবে চুমু দিতাম।
অনাহিতা মুচকি হেসে হ্যাঁ জবাব দিলো।সিয়াম অনাহিতার গালের টোল পড়া অংশে দুটো চুমু দিলো।অনাহিতা সিয়াম জড়িয়ে ধরলো।
রাতের বেলা দুইজন রুমে শুয়ে আছে।অনাহিতা ভাবছে এখন যে করে হোক সিয়ামের পুরো স্মৃতি ফিরিয়ে আনতে হবে।কারন সিয়াম ওই পাথরের সম্পূর্ন শক্তি সম্পর্কে জানতে পেরেছিলো।ও ছাড়া কোনো কিছু সম্ভব হবে না।এমন সময় সিয়াম অনাহিতাকে জড়িয়ে ধরলো।অনাহিতা সিয়ামের দিকে ঘুরে তাকায় তারপর ওকে জড়িয়ে ধরে বলে
->বউটাকে চিনতে পেরে কেমন লাগছে হুম?
->অনেক ভালো।তাই একটু আদর করতেও ইচ্ছা করছে।
অনাহিতা বেশ লজ্জা পেলো।সিয়াম আস্তে আস্তে ওর ঠোঁট অনাহিতার ঠোঁটের দিকে নিয়ে আসছে।অনাহিতা চোখ বন্ধ করে ফেললো।সিয়াম অনাহিতার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট মিশিয়ে দিলো।এভাবে কিছুক্ষন চলার পর হঠাৎ,,

চলবে,,,,,,।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here