অভিশাপ,পর্বঃ ১২,১৩ শেষ

গল্পঃ অভিশাপ,পর্বঃ ১২,১৩ শেষ
Writer:- (নষ্ট জীবন) Sohanur Rohoman Sohan
১২

-মহারানী তো ঘুমাচ্ছিলেন কিভাবে বলি।দরজাটা খুললে তো বলব হুম..(সোহান)
নেশার ঘোড়ে সোহান মাতালের মতো হাঁটতে হাঁটতে রুমে গিয়ে গা এলিয়ে দিয়ে শুয়ে পরে।
°
“আমি একা একটা মেয়ে হয়ে রাতে রাস্তায় বের হব? না, থাক কাল সকালে গেলেও হবে।এখন তো হাইওয়ের গেট বন্ধ থাকে” (মাধবীলতা)
সোহানের জুতো জোরা খুলে দিয়ে মাঝখানে কোলবালিশ রেখে চুপটি করে ঘুমিয়ে পরে।সকাল হতেই মাধবীলতা জিয়া-মেডিকেল চলে যায়।এদিকে সোহান তাকে খুঁজতে খুঁজতে প্রচন্ড রেগে যায়।তখন ভাবলো “মাধবীলতা কি তার আম্মুর সাথে দেখা করতে গেলো নাকি? হতে পারে সেখানেই গেছে”
,
সোহানও জিয়া-মেডিকেল চলে যায়।ফিস-ফিস আওয়াজ শোনাই পর্দার পিছনে লুকিয়ে সব ঘটনা শোনার চেষ্টা করে।মাধবীলতা তার আম্মুর হাতের উপর হাতটা রেখে বলে…
-আম্মু কিভাবে ছাঁদ থেকে পরে গেলে? (মাধবীলতা)
.
-ছাঁদ ছাঁদ তোর ছেলে…..(মাধবীলতার আম্মু)
(অগোছালো ভাবে কিছু বলতে চাচ্ছিলো, এমন মনে হচ্ছে যেন কিছু দেখে খুব ভয় করেছে।বলার সময় চোখ গুলো বড় বড় হয়ে যাচ্ছিলো)
.
-(লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে মাধবীলতার আব্বু বলে)
মাধবীলতা! তোর ছেলের মতো একটা বাচ্চা ভূতকে দেখে মাথা ঘুড়ে পা পিছলে ছাঁদ থেকে পরে যায়..(মাধবীলতার আব্বু)
.
-কিইইই্, এসব কি বলছো? আমার বাচ্চা তো জন্মের পরেই মারা গেছে!! (মাধবীলতা)
.
-মারা যায়নি আমরা প্লান করে মেরে ফেলেছি।অন্য সাধারণ সন্তানের মতো তোর সন্তান ছিলো না।দেখতে ৮০ বছরের বুড়োর মতো।ডক্টরও আচর্য হয়ে যায়।তাদের ডাক্টার লাইফে এমন কোনো বাচ্চা দেখেনি তারা…(মাধবীলতার আব্বু)
.
-ওহ মাই গড! তার মানে আমি যে স্বপ্নটা দেখতাম সেটা কাল্পনিক কিছু ছিলো না।আমাকে বুঝানোর জন্যই জোর আমার স্বপ্নে আসতো! (মাধবীলতা)
.
-তার মানে তুইও এমন স্বপ্ন দেখতি? (মাধবীলতার আব্বু)
(আচর্য হয়ে যায় কারণ তার আব্বুও এসব স্বপ্নে দেখতো, বরাবরের মতোই ফালতু স্বপ্ন ভেবে হেসে দিতো)
.
-এখন আমার কি হবে? (মাধবীলতা)

মাধবীলতার মনে ভয় ধরে গেলো।কিছু কিছু বুঝতে পারছে একটার পর একটা দূঃঘটনা ঘটার পিছনে কারণটা কি? প্রথমে জেনিফা আম্মু ডাকার জন্য মারা গেলো।এরপর সোহানের বিজনেসে অনেক বড় ক্ষতি।যদি মেরে ফেলা না হতো তাহলে এসব হতো না।মাধবীলতা বলে উঠে….
-তোমাদের একটা ভুলের জন্য সবার ক্ষতি হচ্ছে।কি দোষ করেছিলো বাচ্চাটা? (মাধবীলতা)
(কাঁদতে-কাঁদতে বলে)
.
-বাচ্চা না মেরে ফেললে তোকে বিয়ে দিতে পারতাম না…(মাধবীলতার আব্বু)
.
-কেন? কি এমন দরকার ছিলো মেরে ফেলার?ঐটুকু বাচ্চার জন্য একটুও মায়া লাগেনি তোমাদের? আমাকে কি পারতে মেরে ফেলতে (মাধবীলতা)
.
-না মায়া জন্মায়নি কারণ দেখতে একদমি মায়াবী ছিলো না।বুড়োদের মতো দেখতে ছিলো..(মাধবীলতার আব্বু)
.
-তাই বলে এমন একটা কাজ করবে? (মাধবীলতা)
.
-হ্যাঁ করেছি, বাধ্য হয়ে করতে হয়েছে।সোহান তোকে বিয়ে করতো না যদি তোর বাচ্চা হতো।কন্টাক্ট পেপারে সাইন করতে হয়েছে কোনো তুই সন্তান নিতে পারবি না কারণ জেনিফা…(মাধবীলতার আব্বু)
.
-আমাকে কেন এসব বলো নাই..! (মাধবীলতা)
.
-বলার প্রয়োজন বোধ করিনি সেজন্যই বলিনি…(মাধবীলতা)

পর্দার আড়াল থেকে সোহান বেরিয়ে আসতেই বাবা মেয়ে দুজনের চোখের দিকে তাকালো।মাধবীলতার আব্বু সোহানের কাঁধে হাত রেখে বলে….
-জামাই বাবা, কখন আসলে? (মাধবীলতার আব্বু)
.
-থাক! আর ভালোবাসা দেখাতে হবেনা।হাতটা সরালেই খুশি হবো…(সোহান)
(এক ঝটকায় হাত সরিয়ে দিলো।রাগে চেহারাটা লাল টুকটুকে হয়ে গেছে)
.
-বোঝার চেষ্টা করো প্লিজ…(মাধবীলতার আব্বু)
.
-কি বোঝার চেষ্টা করব হাহ্! আপনার নষ্টা মেয়ে যেকিনা অন্যজনের সঙ্গে বিছানা শেয়ার করে।সেটা না হয় বাদ দিলাম কিন্তু আপনার মেয়ের বাচ্চা হয়েছিলো সেটাও বলেননি।আমাকে একটু তো বলতে পারতেন আমি কি আপনাদের মতো জানোয়ার? (সোহান)
.
-হ্যাঁ তুমি খুব ভালো ভাবো নিজেকে।ডিভোর্স হয়ে গেছে একবার।তবুও ভালো বউ চাও (হা হা) (মাধবীলতার আব্বু)
.
-যত দোষ নন্দঘোষ।এখন তো আমারি দোষ হবে।রুমডেট করার সময় মনেছিলো না, পেটে বাচ্চা হবে..! (সোহান)
(সোহান বাস্তবেও একটু বাঁকা টাইপের মানুষ।সোজা ভাবে কথা বলেনা।চুলের ভাজটাও বাঁকা)
.
মাধবীলতা মাঝখানে বলে উঠে…
-চুপ করবেন প্লিজ! ওনি আপনার শশুড় সম্মান দিয়ে কথা বলুন।অভদ্রর মতো কথা বলছেন কেন? (মাধবীলতা)
.
-তিনিও ভুলে যাচ্ছে আমি তার জামাই।ছেলের মতো, আমি রাগ নিয়ে কথা বললে তার বোঝানো উচিত! অবুঝের মতো ঝাগড়া করেই যাচ্ছে আজব ফ্যামিলি! (সোহান)
.
-সোহান মুখ সামলিয়ে কথা বলো বলছি, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি..(মাধবীলতা)
.
-আমি আর কোনো কথা শুনতে চাইনা।ডিভোর্স চাই, তোমার মতো নষ্টা মেয়ের সাথে সংসার করতে চাইনা…(সোহান)
.
-কি ডিভোর্স..(মাধবীলতা)
.
-চিন্তা করিস না।১০ বছরের আগে তোকে ডিভোর্স দিতে পারবে না..(মাধবীলতার আব্বু)
.
-আর যদি অত্যাচার করে তাহলে..? (মাধবীলতা)
.
-নারী নির্যাতন মামলা করে দিবি।তারপর দেখি তোকে কিভাবে ডিভোর্স দেয়।আইয়েন সাহায্য নিবো…(মাধবীলতার আব্বু)
বাবা মেয়ে কি সুন্দর একটা প্লান করছে।না যেতে পারি ডানে, না যেতে পারি বামে।মাধবীলতার হাত শক্ত করে চেপে ধরে সোহান….
-আহহহ্ লাগছে আস্তে ধরুন…(মাধবীলতা)
(হাতটা ছটফট করছে ছুটানোর জন্য)
.
-বাসায় চলো।স্বামীর কথা তোমাকে শুনতেই হবে।এটা আমার অধিকার..(সোহান)
.
-না আমি আম্মুকে রেখে যাব না।ছেড়ে দাও…(মাধবীলতা)
.
-খাচ্চুনি তোর জন্যই, তোর আম্মু মৃত্যুর সাথে খেলা করছে।বাসায় চল তারপর তোকে সোজা করার ব্যবস্তা করতেছি..(সোহান)

চলবে??

গল্পঃ অভিশাপ
(পর্বঃ শেষ)
Writer:- (নষ্ট জীবন) Sohanur Rohoman Sohan
#কয়েক সপ্তাহ পর
সোহান অফিসের জন্য রেডি হচ্ছে এমন সময় মাধবীলতার চিৎকার শুনে ডাইনিং কাছে ছুটে গেলো।থালাবাসন সব ছড়াছিটি হয়ে ভেঙ্গে পরে আছে।থতোমতো হয়ে বলল…
-কি হয়েছে তোমার? (সোহান)
.
-প্রসব ব্যাথার মতো ব্যাথা লাগছে! কিছু একটা করো প্লিজ, ব্যাথায় মরে যাচ্ছি…(মাধবীলতা)

সোহান পাজাকলা করে তুলে নিয়ে ডাক্তারের উদ্দেশে যাচ্ছে।বাহিরে বসে সোহান অপেক্ষা করছে।মাথায় কি সব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে।

এখন পর্যন্ত দুজনে পাশ ঘেষেও বসেনি তাহলে কিভাবে পেটে বাচ্চা আসতে পারে।আগে রিপোর্ট আসুক তারপর বোঝা যাবে কিভাবে কি হলো।এখন এসব না ভাবলেই ভালো?
ডাক্তার রুমের ভেতর ঢাকলো।কিছুটা রাগি চোখ নিয়ে তাকিয়ে বলে…

-মেয়েটা আপনার কে হয়? (ডাক্তার)
.
-কেন? (সোহান)
(আচর্য হয়ে বলে)
.
-হাস্যকর বিষয় হলো, মেয়েটার পেটে এর আগেও একটা বাচ্চা পাওয়া গেছে “কায়েস নামের ছেলেটার ডিএনের সাথে মিলে গেছে..(ডাক্তার)
.
-এবার! (সোহান)
.
-এবারও অন্যজনের ডিএনের সাথে মিলে গেছে।২ মাস আগে বাচ্চা হয়ছে কিন্তু আচর্য হওয়ার মতো ঘটনা’টা হলো (ডাক্তার)

ডাক্তার কিছু বলতে গিয়েও আটকে গেলো।
কপালে এক বিন্দু ঘামের ফোঁটা।সোহান তখন বলে…
-চুপ করে থাকবেন না তারপর বলুন…(সোহান)
.
-ভাবছি এই দুই মাসে কিভাবে ৭ মাসের একটা সন্তান হতে পারে।এক্স-রে তে বাচ্চাকে দেখে চমকে যাই..(ডাক্তার)
.
-কেন?(সোহান)
.
-সাধারণ কোনো বাচ্চার মতো না।মনে হচ্ছিলো যেন রঙ্গিন ছবি।দেখতেও ৮০ বছরের বুড়োদের মতো ছবি..(ডাক্তার)
.
-ডিলিভারি ডেট? (সোহান)
.
-আজকেই।ক্যাসকাউন্টারে ১০ হাজার টাকা দিয়ে দেবেন(ডাক্তার)
.
-ওকে (সোহান)

সোহানের যেন কোনো আগ্রহই নেয়।অফিসের কাজে ব্যস্ত।তার মনে একটাই রাগ, স্বামীকে যে সুযোগটা দিলোনা অন্যজনকে আগেই দেওয়া হয়ে গেছে সেটা।
ওদিকে মাধবীলতা বার বার নার্সদের ডেকে ডেকে সোহানের কথা জিগ্গাসা করছে।৫ম বারের মতো ডাক দিতেই নার্স রাগে টগবগ হয়ে বলে…
-কি সমস্যা কি আপনার?(নার্স)
.
-সোহান নামের কেউ কি এসেছিলো? (মাধবীলতা)
.
-বলছি তো আসলে বলে দিবো..! আর মনেও হয়না আসবে।কানটা ঝালাফালা করে দিলো মেয়েটা যত্তসব পাগলের দল আমার কাপলেই জোটে..(নার্স)

সোহান ১০ হাজার টাকা ক্যাসকাউন্টারে জমা দিয়ে মাধবীলতার কাছে আসে।মাধবীলতা হাতের ইশারায় কাছে ডাকে বলে “পাশে বসবে একটু, কয়েক মিনিট সময় দেবে?”
-বলেন? (সোহান)
.
-(হাতটা শক্ত করে চেপে ধরে) ক্ষমা করে দিও।তোমার মতো একটা ভালো ছেলের অনেক ক্ষতি করে ফেলছি..(মাধবীলতা)
.
-আরে না, না ক্ষমা চাচ্ছেন কেন? (সোহান)
.
-এখনো আপনি করেই বলছেন? (মাধবীলতা)
.
-……..(সোহান)
(চুপ হয়ে যায় কিছুই বলছে না)
.
-জানো আমার কেন জানি মনে হচ্ছে আন্তে আস্তে আমার সময় কমিয়ে যাচ্ছে..(মাধবীলতা)

সোহান কিছু না বলে বাহিরে গিয়ে বসে।চিন্তা একটু একটু তো হচ্ছেই বটে।পায়ে চারি করছে এদিক সেদিক।
হঠাৎ একটা রক্ত ভেজা দেহ।সাদা ধব ধবে শার্টটা ভিজে লাল হয়ে গেছে।
মুখের এক পাশটা খারাপ ভাবে থেতলে গেছে।

বাবা মা গলা ফাঁটিয়ে চিৎকার করে “কায়েস কায়েস” বলে ডাকছে।
সোহান ভাবলো এটাই কি সেই কায়েস? মাধবীলতা দেখলে হয়তো খুশির ঠেলায় আত্মহত্যা করে বসতো যদি এটা কায়েস হতো।ভাবতে ভাবতেই হা হা করে হেসে দিলো।
সবার আগে আমার গল্প পড়তে চাইলে “নীল ক্যাফের ভালোবাসা” পেজে পাবেন।

অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসলো।
চোখে মুখে সোহানের চিন্তার ভাজ।ডাক্তারের চেহারাটা কেন হতাশা প্রকাশ করছে।এখনি হয়তো মুভির মতো বলবে “সরি, আমরা আপনার স্ত্রীকে বাচাতে পারিনি।এদের হয়তো একবার বাংলা সিনেমায় চান্জ দেওয়া উচিত।তখন ডাক্তার বলে উঠে..
-সরি, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি..(ডাক্তার)
.
-বাচ্চাটার কি হলো? (সোহান)
কথাটা শুনে ডাক্তার নিজেই ভয় পেয়ে গেছে।
-ডাক্তার জীবনে এমন রোগি দেখিনি।বাচ্চা এক্স-রে তে ঠিকি দেখাচ্ছিল কিন্তু মরা একটা বাচ্চা হলো তাও বুড়োদের মতো দেখতে।সাথে সাথে মাও মারা গেলে…

#সমাপ্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here