#মন_তুমি_ছুঁয়ে_দেখো_না #সাদিয়া_জাহান_উম্মি #পর্বঃ১৫

#মন_তুমি_ছুঁয়ে_দেখো_না
#সাদিয়া_জাহান_উম্মি
#পর্বঃ১৫
ভার্সিটির বড় মেহগনি গাছটার নিচে দাঁড়িয়ে পিহু একটা ছেলের সাথে কথা বলছে।বেশ হেসে হেসেই কথা বলছে।মাত্রই ভার্সিটিতে এসে পৌছেছে প্রিয়ান।দূর থেকে পিহু একটা ছেলের সাথে এভাবে কথা বলতে দেখে রাগে মাথা খারাপ হয়ে গেল।এইভাবে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলার কি আছে?কই তার সাথে তো কোনোদিন এইভাবে কথা বলেনি?ওর সাথে পারে শুধু খিটখিট কর‍তে।প্রিয়ান রাগে হনহনিয়ে হাটা ধরল।একেবারে পিহুর সম্মুখে গিয়ে দাঁড়াল।কথা বলায় ব্যস্ত পিহু হঠাৎ সম্মুখে এসে কাউকে দাঁড়াতে দেখে কথা বলা থামিয়ে দিল।নজর সেদিকে নিতেই প্রিয়ানকে দেখে ওর ভ্রু-জোড়া কুচকে গেল।পরপর আবার দৃষ্টি সরিয়ে নিল।প্রিয়ানকে এমনভাবে ইগনোর করল যেন এখানে প্রিয়ানের কোনো অস্তিত্বই নেই।এতে যেন প্রিয়ানের রাগের মাত্র আরোও দ্বিগুন হোলো।পাশের ছেলেটাকে বিশাল ধমক ছুড়ে বলল,
‘ গেট লস্ট।এক সেকেন্ডের মধ্যে এখান থেকে গায়েব হবে।নয়তো ফলাফল অনেক খারাপ হবে।’

ছেলেটা প্রিয়ানের এমন ধমকে কেঁপে উঠল।ভয়ে পরিমরি করে এক সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল।এদিকে প্রিয়ানের কান্ডে রাগ হোলো পিহুর।ও প্রিয়ানকে উদ্দেশ্য করে বিরক্তিভরা কণ্ঠে বলল,
‘ কি সমস্যা তোর?সবসময় আমার সাথে কেন লাগতে আসিস?শান্তি দিবি না আমাকে?এতো জ্বালাস কেন?’

প্রিয়ান ওর ভয়ং’কর রকম লাল হওয়া চক্ষুদ্বয় নিক্ষিপ্ত করল পিহুর দিকে।প্রিয়ানের এমন দৃষ্টিতে ঘাবড়ে গেল পিহু।প্রিয়ান অত্যন্ত চঞ্চল স্বভাবের একটা ছেলে।সর্বদা হাসিখুশি থাকতে সে পছন্দ করে।তাই ওকে রাগান্বিত অবস্থায় খুব কম দেখা যায়।আর আজ প্রিয়ানকে এইভাবে রেগে তাকাতে দেখে পিহুর ভয় লাগছে।নিজের ভয়টাকে কোনোমতে নিজের মাঝে দমিয়ে রাখল পিহু।প্রিয়ানের উদ্দেশ্যে বলল,
‘ কি হোলো তোর?এইভাবে তাকাচ্ছিস কেন?’

খপ করে পিহুর হাতটা চেপে ধরল প্রিয়ান।ভড়কে গেল পিহু।প্রিয়ান প্রচন্ড জোড়ে চাপ প্রয়োগ করে ওর হাতটা ধরেছে।ফলে অনেক ব্যথা অনুভব করছে পিহু।ব্যথা সহ্য করতে না পেরে ওর চোখের কোণে জল চলে এসেছে।পিহু কান্নামিশ্রিত কণ্ঠে বলে,
‘ কি করছিস প্রিয়ান?আমার ব্যথা লাগছে।’

প্রিয়ান আরেকটু সম্মুখে এগিয়ে গেল পিহুর।দাঁত খিচিয়ে বলল,
‘ আর আমার বুকে যেই ব্যথা লেগেছে সেটা?সেই ব্যথা কিভাবে সারাবি?’

পিহু প্রিয়ানের এহেন কথাবার্তায় প্রচন্ড অবাক হচ্ছে।এটা সম্পূর্ণ অন্য প্রিয়ান।যাকে আজ প্রথম দেখছে পিহু।প্রিয়ান পিহুর হাতটা আরেকটু শক্ত করে ধরে ওকে টেনে নিজের আরও কাছে নিয়ে আসল।দুজনের মাঝে ইঞ্চিখানিক দূরুত্ব।পিহুর হৃদস্পন্দন বেড়ে গেল।কেঁপে উঠল সর্বাঙ্গ প্রিয়ানের সান্নিধ্যে এসে।প্রিয়ান পিহুর কানের কাছে মুখ নামিয়ে নিলো।প্রিয়ানের উত্তপ্ত নিঃশ্বাস পিহু ঘাড়ে এসে বারি খেতেই চোখ খিচে বন্ধ করে নেয় পিহু।প্রিয়ান শক্ত গলায় বলে উঠল,
‘ অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে আছি।আমার রাগ তুই সামলাতে পারবি না।তাই তোর ভালোর জন্যেই বলছি।আমি ছাড়া আর অন্য কোনো ছেলের সাথে যেন তোকে কথা বলতে না দেখি।আমার কথার খেলাফ করলে একদম জানে মে’রে ফেলব।কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিস।’

কথাটা শেষ করে পিহুকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে সেই স্থান ত্যাগ করল প্রিয়ান।প্রিয়ানের যাওয়ার পথের দিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলো পিহু।একটু আগের প্রিয়ানের কান্ডে প্রচন্ড রকম ঝটকা খেয়েছে সে। আপাততো ওর মস্তিষ্ক সবকিছুর হিসাব মেলাতে ব্যস্ত।
_______________
শুভ্র জামায় পরিহিত নিশ্চুপ সিয়াকে আজ অন্যরকম লাগছে।মেয়েটার চোখেমুখে বিষাদের ছায়া।চোখদুটো লাল টকটকে হয়ে ফুলে আছে।মনে হচ্ছে যেন কাল সারা রাত মেয়েটা একটুও ঘুমায়নি।এলোমেলো চুলগুলো কোনোরকম একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো।মুখে সামান্য একটু সাজসজ্জার ছোঁয়া নেই।আজ যেন মনে হচ্ছে সিয়া নিজেকে একটু বেশিই অবহেলা করেছে।তবুও যেন মেয়েটার মলিন মুখশ্রী জুড়ে মায়া উপচে পরছে।বাইকের উপর বসা অনিক অপলক চোখে সিয়াকে দেখে এইসবে মনে মনে ভাবছিলো।আচ্ছা?কাল কি মেয়েটাকে অনেক বেশিই কষ্ট দিয়ে ফেলেছে ও?নয়তো এতো নিশ্চুপ তো সিয়া একেবারেই থাকে না।আজ এখানে আসার পর মেয়েটা টু শব্দ অব্দি করেনি।কেমন যেন নিষ্প্রাণ চোখে আকাশ পানে তাকিয়ে আছে নির্নিমেষ।অনিকের ভীতরটা হাশফাশ করতে লাগল।বুকের বা পাশটায় চিনচিনে ব্যথা অনুভব করছে সে।সিয়ার সাথে একটুখানি কথা বলার তীব্র ইচ্ছা জাগ্রত হোলো মনে।কিন্তু কিভাবে কথা বলবে?সিয়া কি এখন আর ওর সাথে কথা বলবে?ও যেই ব্যবহার করেছে মেয়েটা তো এখন ওকে ঘৃ’না করে।ঘৃ’না করাটাই তো স্বাভাবিক তাই নাহ?

‘ তুই যে সিয়াকে ভালোবাসিস এটা মেনে নে।নিজেও কষ্ট পাচ্ছিস।মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস।’

আকষ্মিকভাবে ইহানের কথায় অনিক চমকে তাকায় ইহানের দিকে।ইহান মৃদ্য হাসলো ফের বলল,
‘ একবার সিয়াকে ভালোভাবে পরখ করে দেখে নে।গভীরভাবে পর্যবেক্ষণ কর মেয়েটা তোর জন্যে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে।তোর দেওয়া আঘাতে সিয়া আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছে।দেখবি এইভাবেই মেয়েটা একদিন নিঃশেষ হয়ে যাবে।তখন কিন্তু চাইলেই আর সিয়াকে পাবি না।তাই বলছি সময় থাকতে নিজের ভুলটা সুধরে নে।’

ইহানের কথায় বুক কাঁপছে অনিকের।সিয়ার কিছু হয়ে যাবে ভাবলেই দমটা বন্ধ হয়ে আসছে।তবে কি ইহানের কথাই ঠিক?ও কি সত্যিই ভালোবাসে সিয়াকে?মনের দ্বিধাদ্বন্দ্বে অনিক দিশেহারা হয়ে পরল।পলক ঝাপ্টে তাকাল সিয়ার দিকে।সাথে সাথেই যেন অনিকের দিশেহারা মনটা নিজ সুখের ঠিকানা পেয়ে গেল।সিয়ার দিকে তাকালেই অনিক শান্তি অনুভব করে।ইচ্ছে করে সারাটা দিন মেয়েটার দিকে তাকিয়ে থাকতে।এইগুলো যদি ভালোবাসা হয় তবে অনিক সত্যি সিয়াকে ভালোবাসে।নাহ,এভাবে আর না।সিয়াকে আর কষ্ট পেতে দিবে না অনিক।জলদি সিয়াকে মনের কথা বলে ওকে নিজের মনের মাঝে লুকিয়ে রাখবে।অনিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।ইহানকে উদ্দেশ্য করে বলল,
‘ থ্যাংক্স দোস্ত।মনের খেই হারানো এই আমিকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্যে।’

ইহান প্রতিত্তোরে শুধু মুঁচকি হাসল।
______________
ক্লাসে মন বসছে না অথৈয়ের।বার বার শুধু রুদ্রিকের দেওয়া মেসেজটার কথা মনে পরে যাচ্ছে।নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না অথৈ।মনে মনে আবারও কালকের ঘটনা স্মরণ করল ও।কাল যখন কাল যখন ক্লাসে যাচ্ছিলো এমন সময় ওর মোবাইলে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে।সচরাচর এমনটা ওর সাথে হয় না।ওতোটা ভাবল না অথৈ। চট করে মেসেজটা ওপন করল। সেখানে লিখা।

~`প্রিপেয়ার ইউরসেল্ফ পারফেক্টলি।আজকে তোমায় ছাড় দিয়েছি।কারন কাল আকস্মিকভাবে আমাদের বিয়েটা হয়ে যাওয়ায় তুমি একটু ঘাবড়ে ছিলে।তাই ধাক্কাটা সামলে উঠার জন্যে আজকের দিন মাফ।তবে এটা ভেবো না যে প্রতিদিন ছাড় দিবো।প্রিপেয়ার ইউরসেল্ফ ফোর আরিহান রুদ্রিক মির্জা’স পানিশমেন্ট মিসেস আরিহান রুদ্রিক মির্জা।——— ইউর হাজবেন্ট।`

গতকালকের এই লিখাগুলো পড়ে ঠিক কি রিয়েকশন দিবে বুঝতে পারিনি অথৈ।তবে রুদ্রিকের লিখা মিসেস আরিহান রুদ্রিক মির্জা লিখাটায় চোখ আটকে গিয়েছিল একদম।ভালোলাগায় মনটা ছেঁয়ে গিয়েছিল।সে রুদ্রিকের বউ।সত্যিই তো?কিভাবে কিভাবে বিয়ের দুটো দিন কেটে গেল বুঝতেই পারেনি অথৈ। রুদ্রিকও এই দুদিনে ওর সামনে অব্দি আসেনি।সেটা যে ওকে একটু স্বাভাবিক পরিস্থিতিতে আসার জন্যে করেছে তা বেশ ভালো বুঝতে পেরেছে অথৈ। না অথৈ আত লুকোচুরি খেলবে না।রুদ্রিক তো ওর স্বামি।ওর সম্মতিতেই বিয়েটা হয়েছে।অথৈ এখন মনে প্রাণে শপথ করে নিলো রুদ্রিক আর ওর মাঝের সম্পর্কটাকে আর পাঁচটা স্বামি স্ত্রীর সম্পর্কের ন্যায় স্বাভাবিক করে তুলবে।আর সেটা এইভাবে দূরে দূরে থাকলে কোনোভাবেই হবে না।যতো দুজন দুজনার কাছাকাছি থাকবে,একান্তে সময় কাটাবে তবেই না অনুভুতিরা এসে হানা দিবে মনের দুয়ারে।অথৈ আর ঘাবড়ালো না।নিজেকে প্রস্তুত করে নিলো রুদ্রিকের অর্ধাঙ্গিনী হয়ে উঠাত জন্য।তাই ক্লাস শেষে বন্ধুদের কাছ থেকে বিদায় নিলো অথৈ। সময় প্রথমে অথৈয়ের বেশ মজা উড়িয়েছে।হাসিঠাট্টা শেষে অথৈ বন্ধুদের কাছে নিজের মনের কথা ব্যক্ত করল।সবাই অথৈয়ের কথা শুনে বেশ খুশি হোলো।যাক,মেয়েটা তবে বুঝতে শিখেছে সম্পর্কের গুরুত্ব।অথৈ ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল।রুদ্রিক ওকে তৈরি থাকতে তো বলেছে।কিন্তু ও এখন যাবেটা কোথায়?এই লোক কোথায় আছে কে জানে?ও কি একটাবার রুদ্রিককে মেসেজ করবে?মেসেজ করে জিজ্ঞেস করে নিবে সে কোথায়?অথৈ ব্যাগ থেকে মোবাইলটা বের করে রুদ্রিককে মেসেজ লিখতে ব্যস্ত হয়ে গেল।সম্পূর্ণ ধ্যান মোবাইলে থাকায় সামনের কিছুই খেয়াল নেই অথৈয়ের।আকস্মিক কারো সাথে প্রচন্ড জোড়ে ওর বাহুতে ধাক্কা লাগল।হাত থেকে ফোনটা ছিটকে পরে গেল অথৈয়ের।সাথে সাথে ব্যথায় আর্তনাদ করে উঠল।ব্যথায় চোখে পানি এসে পরেছে।ব্যথাযুক্ত স্থানে নিজের হাতের দ্বারা ঢলতে লাগল অথৈ। নিজেকে শক্ত রাখল অথৈ। সামান্য ব্যথায় ফ্যাচফ্যাচ করে কান্না করার মতো মেয়ে অথৈ না।নিজেকে সামলে নিলো ও।এখানে সম্পূর্ণ দোষ ওর নিজের।তাই অযথা ঝামেলা করার প্রশ্নই আসে না।অথৈয়ের ভাবনার মাঝেই সেই ব্যক্তিটি ঘাসের উপর পরে থাকা অথৈয়ের মোবাইল ফোনটা উঠিয়ে ওর দিকে বাড়িয়ে দিল।বলল,
‘ আ’ম এক্সট্রেমলি সরি মিস।আমি ইচ্ছে করে ধাক্কাটা দেয়নি।’

অথৈ তাকিয়ে দেখল একটা ছেলে হাসি মুখে ওর দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে আছে।ছেলেটার পিছনে আরও দু চারজন ছেলে।হয়তো বন্ধুবান্ধব হবে।ছেলেটার বয়স বেশি না। এই রুদ্রিকের মতোই হবে।ফর্সা মুখশ্রী,লম্বা, চওড়া দেখতে বেশ ভালোই।তবে এতে অথৈয়ের কিছু যায় আসে না।ও ছেলেটার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নিল।ভদ্রভাবে বলে উঠল,
‘ আপনাকে সরি বলতে হবে না।এখানে সসম্পূর্ণ দোষটা আমার।আমিই মোবাইলের দিকে তাকিয়ে হাটছিলাম।তাই আমিই ক্ষমা চাচ্ছি আপনার থেকে।আই এম সরি।’

ছেলেটা মুঁচকি হেসে বলল,
‘ ইট্স ওকে মিস।সুন্দরীদের একশটা ভুল অনায়াসে মাফ করা যায়।কি ঠিক বললাম তো মিস?’

অথৈয়ের কথাটা পছন্দ হলো না মোটেও।তবুও জোড়পূর্বক হেসে বলল,
‘ ভুল করলে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। তবে যদি সেটা হয় ইচ্ছাকৃত।অনিচ্ছাকৃতভাবে করলে তাকে ক্ষমা করা যায়।কিন্তু সেটা একবার,দুবার,তিনবার।চতুর্থবারের সময় সেই ভুলের ক্ষমা আর হয় না।এখন আসি।আর হ্যা একটা কথা মিস না মিসেস।’

ছেলেটা অথৈয়ের লাস্ট বাক্যটায় অবাক হোলো।অথৈয়ের দিকে অবাক চোখে তাকিয়ে।এদিকে অথৈ দু পা বাড়াতেই হঠাৎ একটা ছেলে এসে দাঁড়ালো ওর সামনে।এভাবে সামনে আসায় অথৈ বেশ বিরক্ত হোলো। ও ভ্রু-কুচকে তাকিয়ে। ছেলেটা তা বিন্দুমাত্র আমলে নিলো না।দু ঠোঁট প্রসারিত করে চওড়া হাসি দিয়ে বলল,
‘ ভাবি আমার সাথে আসুন।ভাই আপনাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে।’

অথৈয়ের আর বুঝতে বাকি রইলো না ছেলেটা কোন ভাইয়ের কথা বলছে।তাই চুপচাপ ছেলেটার পিছুপিছু পা বাড়ালো।
এদিকে অথৈয়ের যাওয়ার পথে তাকিয়ে থাকা সেই ছেলেটি হঠাৎ নিজের সাথে দাঁড়িয়ে থাকা আরেকটা ছেলেকে বলে উঠে,
‘ মেয়েটার সম্পূর্ণ ডিটেইলস আমার চাই।আর ওইযে যেই ছেলেটা আসল।যতোদূর জানি ওটা রিফাত।এই রিফাত তো একজনকেই ভাই ভাই করে মুখে ফেনা তুলে ফেলে।সবকিছুর তথ্য নিয়ে আসবি।আই ওয়ান্টস টু নো এব্রি ইঞ্চ এবাউট হার।’
‘ হয়ে যাবে তুই যা বলছিস রিয়ান।’

রিয়ান নামক ছেলেটা এখনও তীক্ষ্ণ চোখে অথৈয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে একইভাবে।

#চলবে_________

ভুলত্রুটি ক্ষমা করবেন। কেমন হয়েছে জানাবেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here