#ধূসর_শ্রাবণ💚
#লেখিকা:#তানজিল_মীম💚
#পর্ব-২০
________________
রাত একটার কাছাকাছি। আলোকিত ছাঁদ, ছড়িয়ে ছিটিয়ে থাকা বেলুন সাথে ঝলমলে আকাশের মাঝে পাশাপাশি দুটো রকিং চেয়ারের বসে আছে শুভ্র আর বর্ষা। আকাশ দেখছে তাঁরা। কিছুক্ষন আগেই লাফালাফি করে এখানে এসে বসেছে দুজন। হাল্কা শীত শীত ভাব, যদিও ধীরে ধীরে শীতের প্রখরটা আরো চওড়া হচ্ছে। বর্ষা গুটিশুটি মেরে বসে আছে চুপচাপ কিছু বলছে না। আর শুভ্র হঠাৎই আকাশ পথে তাকিয়ে বলে উঠল,
‘ আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়, বর্ষা।’
প্রতি উওরে মুচকি হেঁসে বললো বর্ষা,
‘ ম্যানশন নট।’
বর্ষার কথা শুনে শুভ্র তাকায় বর্ষার মুখের দিকে তারপর বলে,
‘ জানো তো জীবনটা কখন কোন দিক দিয়ে কোথায় চলে যাবে বোঝা যায় না। সেদিন অনিক ঠিকই বলে ছিল।’
শুভ্রের কথা শুনে বর্ষা অবাক হয়ে বললো,
‘ কি বলেছিল অনিক ভাইয়া?’
বর্ষার কথা শুনে শুভ্র কিছু বলতে গিয়েও বললো না আকাশ পথে তাকিয়ে বললো,
‘ বলে ছিল কিছু একটা বাদ দেও।’
শুভ্রের কথার প্রতি উওরে আর জোর করে নি বর্ষা হঠাৎই কিছু একটা ভেবে বলে উঠল বর্ষা,
‘ আপনাকে একটা প্রশ্ন করবো শুভ্র? অনেকদিন যাবৎই ভাবছি করবো কিন্তু করে উঠতে পারছিলাম না, আজ করবো কি?’
উওরে কিছুক্ষন চুপ থেকে বললো শুভ্র,
‘ হুম করো।’
‘ আপনি রাগ করবেন না তো?’
‘ প্রশ্ন উল্টো পাল্টা না হলে রাগ করবো কেন।’
‘ ঠিক আছে বলি তাহলে?’
‘ হুম।’
প্রতি উওরে জোরে নিশ্বাস ফেলে বললো বর্ষা,
‘ আপনি তো বিয়ের দিন চলে গিয়েছিলেন শুভ্র তাহলে হুট করে ফিরে কেন এলেন?’ কি এমন ঘটেছিল যার কারনে আপনি ফিরে এলেন?’
বর্ষার কথা শুনে বিস্মিত হলো শুভ্র। চোখের সামনে ভেসে আসলো একটা ছোট্ট এক্সিডেন্টের ঘটনা। এয়ারপোর্টের ঠিক সামনেই তার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল কারো। বর বেসে হতভম্ব হয়ে গাড়ি থেকে নেমেছিল শুভ্র। শুভ্র আর কিছু ভাব্বে এরই মাঝে আবারো প্রশ্ন করে বসলো বর্ষা,
‘ কি হলো কথা বলছেন কেন? বলুুুন না কি হয়েছিল সেদিন?’
শুভ্র চুপ রইলো, বলবে কি বলবে না ভেবে কনফিউজড সে। শুভ্রকে এবারও চুপ থাকতে দেখে হতাশ বর্ষা। হয়তো এমন কিছু হয়েছিল যেটা শুভ্র চাইছে না বর্ষাকে বলতে। বর্ষা আর জোর করলো না। শীতল ভেজা কন্ঠ নিয়ে বলে উঠল,
‘ আপনি যখন বলতে চাইছেন না তখন আমি জোর করবো না শুভ্র। যাই হোক বাদ দিন অনেক রাত হয়ে গেছে শীতও করছে খুব চলুন ভিতরে যাই।”
এতটুকু বলে বসা থেকে উঠে দাঁড়ালো বর্ষা। শাড়ির আঁচলটা ঠিক করে অগ্রসর হতে লাগলো রুমের দিকে। বর্ষাকে যেতে দেখে শুভ্র বেশি কিছু না ভেবেই হাত ধরে বসলো বর্ষার। শুভ্রের কাজে অবাক চোখে তাকায় বর্ষা শুভ্রের দিকে। কিছু বলবে তার আগেই শুভ্র নীরব চোখে তাকায় বর্ষার দিকে। তারপর বলে,
‘ তুমি শুনতে চাও সেদিন কি হয়েছিল? কেন আমি ফিরে এসেছিলাম জানতে চাও তুমি?’
প্রতি উওরে মাথা নাড়ায় বর্ষা। বসে পড়ে আবার রকিং চেয়ারে তারপর বলে,
‘ হুম চাই তো বলবেন আমায়?’
‘ অবশ্যই বলবো।’
শুভ্রের কথা শুনে বেশ আগ্রহ নিয়েই বলে বর্ষা,
‘ তাহলে বলুন,
শুভ্র কিছু বলবে এরই মাঝে উচ্চ স্বরে ফোনটা বেজে উঠলো শুভ্রের। আচমকাই এমনটা হওয়াতে শুভ্র বর্ষা দু’জন পুরো চমকে উঠলো। তক্ষৎনাত ফোনটা তুলে শুভ্র। তারপর যা শুনে তাতে বিষন্ন হয় শুভ্র। শুভ্র বেশি কিছু না ভেবেই বলে,
‘ আমি এক্ষুনি আসছি?’
শুভ্রের কথা শুনে বর্ষাও হতাশ হয়ে বলে,
‘ কি হয়েছে কোথায় যাবেন আপনি?’
‘ ফিরে এসে বলবো তোমায় কিন্তু আমায় এখন যেতে হবে বর্ষা, বাকি কথা পড়ে হবে।’
এতটুকু বলে আর দু’মিনিট দেরি না করে হন হন করে দৌড়ে চলে যায় শুভ্র। আর বর্ষা পুরো নির্বিকার হয়ে তাকিয়ে রয় শুভ্র পানে। হুট করে কি হলো এটাই যেন বুঝলো না বর্ষা। একরাশ হতাশা এসে গ্রাস করলো তাঁকে। তপ্ত নিশ্বাস ফেলে আকাশ পানে তাকালো সে। অভিযোগ করলো একটু, তবে ঠোঁটে কিছু বললো না যা বললো তার সবটুকুই মনে মনে রইল তার।’
মাঝখানে কাটলো দু’দিন। এর দু’দিনে শুভ্রের আচরণে পরিবর্তন এসেছে একটু। যেমন বাড়ি ফিরলে সেই ভাবে কথা বলে না। অলওয়েজ টেনশন টেনশন ভাব থাকে একটা। রাতেও খুব দেরি করে বাড়ি ফিরে। বর্ষার সাথেও সেইভাবে কথা বলে না। আর হুটহাট ফোন আসলেই বেরিয়ে যায় বাড়ি থেকে। শুভ্রের হুট করে পাল্টে যাওয়া এমন আচরণে বেশ খারাপ লাগা কাজ করছে বর্ষার ভিতর। সে বুঝতে পারছে না শুভ্রের কি হলো? শুভ্রকে যে কিছু জিজ্ঞেস করবে সেই সুযোগটাই পাচ্ছে না বর্ষা।’
”
বিকেল পাঁচটার কাছাকাছি! নানা কিছু ভাবতে ভাবতে হাতে কিছু জিনিসপত্র নিয়ে রাস্তা পার হচ্ছিল বর্ষা। মুলত সুপারমার্কেট থেকে বাজার করে ফিরছে বর্ষা। এমন সময় হুট করেই একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে যায় বর্ষার। আচমকা এমনটা হওয়াতে হাতে থাকা সব ব্যাগপত্র নিচে লুটিয়ে পড়ে তার। রাস্তার মাঝ দিয়ে পড়াতে হাতে আর পায়ে কিছুটা ব্যাথা পায় বর্ষা।সেই মুহূর্তে সেই রাস্তা দিয়েই গাড়ি করে যাচ্ছিল তিয়ান। রাস্তার মাঝে এমন মর্মান্তিক ঘটনা দেখে তক্ষৎনাত বেরিয়ে আসে সে গাড়ি থেকে৷ আহত ব্যক্তিটি বর্ষা দেখে চটজলদি এগিয়ে যায় বর্ষার দিকে তারপর বলে,
‘ ভাবি আপনি ঠিক আছেন তো?’
হুট করেই তিয়ানের ভয়েস শুনে বেশ অবাক হয় বর্ষা তারপর কিছুক্ষন চুপ থেকে বলে বর্ষা,
‘ হুম ঠিক আছি আমি।’
তিয়ান বর্ষার হাত আর পায়ের অবস্থা দেখে বলে উঠল,
‘ আপনার হাত পা দিয়ে তো রক্ত বের হচ্ছে তাড়াতাড়ি হসপিটাল চলুন আমার সাথে।’
এই বলে তক্ষৎনাত বর্ষাকে ধরে গাড়িতে বসিয়ে নিয়ে যায় তিয়ান। তিয়ানের কাজে বর্ষা কিছুটা হতভাগ হয়েই বলে,
‘ আমি ঠিক আছি হসপিটাল যাওয়া লাগবে না।’
‘ লাগবে না মানে কতটা কেটে গেছে দেখেছেন শুভ্র কোথায়?’
‘ উনি তো অফিসে গেছে।’
‘ কিন্তু আজ তো অফিস অফ, দাঁড়ান আমি এক্ষুনি একটা কল করছি শুভ্রকে।”
প্রতি উওরে কিছু বলে না বর্ষা হুট করই বুকের ভিতর দক করে উঠলো তাঁর। শুভ্র কি তবে সকালে অফিসের নাম করে মিথ্যে বলে গেছে। কিন্তু শুভ্র তাঁকে মিথ্যে বলবে কেন? আর ভাবতে পারছে না বর্ষা। কেমন যেন লাগছে তাঁর। এদিকে তিয়ান শুভ্রকে লাগাতার কল করেও কোনো লাভ হচ্ছে না। রিং বাজছে ঠিকই কিন্তু শুভ্র ফোন তুলছে না। শেষ মেশ বিরক্ত হয়ে বলে তিয়ান,
‘ এতবার কল করছি রিং হচ্ছে কিন্তু শুভ্র ধরছে না কেন?’
তিয়ানের কথা শুনে বর্ষা কিছুটা নিরাশ হয়ে বললো,
‘ হয়তো উনি বিজি আছে আর ফোন করার দরকার নেই আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ।’
‘ বাড়ি! আগে হসপিটাল যেতে হবে ‘
এই বলে গাড়ির স্পিড বারিয়ে দিল তিয়ান। বর্ষা হতাশা ভরা চোখ নিয়ে তাকিয়ে রইলো বাহিরে হাতে পায়ে যন্ত্রনা হচ্ছে তাঁর। তার সাথে বুকের ভিতর অজানা এক অস্থিরতা কাজ করছে। শুভ্রকে নিয়ে ভয় হচ্ছে বর্ষার ভীষণ ভয়। কিন্তু সেই ভয়টা আসলে কিসের সেটাই যেন বুঝতে পারছে না বর্ষা।’
____
হসপিটালের একজন ডাক্তারের রুমে বসে আছে বর্ষা। হাতে পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে ডাক্তার। আর তার পাশেই দাঁড়িয়ে আছে তিয়ান। হঠাৎই ডাক্তার বলে উঠল,
‘ কি করে হলো এইসব?’
ডাক্তারের কথা শুনে বর্ষা বলে উঠল,
‘ সাইকেলের সাথে ধাক্কা লেগে।’
‘ হাঁটার সময় দেখে হাঁটবেন না।’
‘ আসলে বুঝতে পারি নি রাস্তা পার হচ্ছিলাম কখন যে সাইকেলটা আসলো খেয়াল করি নি।’
‘ হুম বুঝেছি।’
এই বলে বর্ষা হাতে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে কিছু ঔষধের নাম খাতায় লিখতে লিখতে বললো ডাক্তার,
‘ কিছু ঔষধের নাম লিখে দিচ্ছি সময় মতো খেলে দু’দিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন।”
উওরে তিয়ান বলে উঠল,
‘ এমনিতে টেনশনের কোনো কারন নেই তো ডক্টর?’
‘ না তেমন কোনো ব্যাপার নেই।’
ডাক্তারের কথা শুনে তপ্ত নিশ্বাস ফেলে বললো তিয়ান,
‘ যাক ভালো হয়েছে।’
‘ এই ঔষধগুলো সময় মতো খাবেন তবেই ঠিক হয়ে যাবেন।’
বলেই ঔষধ লেখা পৃষ্ঠাটা ছিঁড়ে এগিয়ে দেয় বর্ষার দিকে। বর্ষা ধরার আগেই তিয়ান কাগজটা ধরে বলে উঠল,
‘ ঠিক আছে ডক্টর।’
অতঃপর ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে যায় বর্ষা আর তিয়ান। দরজা থেকে বেরিয়েই বলে উঠল তিয়ান,
‘ আপনি এখানটায় দাঁড়ান বর্ষা ভাবি আমি ঔষধগুলো কিনে নিয়ে আসি।’
প্রতি উওরে বর্ষা কিছু বলার আগেই চলে যায় তিয়ান। তিয়ানের কাজে বর্ষা হতাশ হয় একটু। তবে বেশি ভাবলো না চুপটি করে বসলো সে। তাঁর পাশেই থাকা চেয়ারটায়। পায়ের চেয়ে হাতে বেশি চোট পেয়েছে বর্ষা। খুরিয়ে খুরিয়ে হাঁটতে পারলেও হাত নাড়াতে প্রচন্ড কষ্ট হচ্ছে বর্ষার। হঠাৎই ফোনটা বেজে উঠলো বর্ষার। উপরে মায়ের নাম্বার দেখে খুশি মনে ফোনটা তুলে আস্তে আস্তে এগিয়ে যায় সামনে। নিজের অবস্থার কথাটাকে পুরোপুরি চেপে গিয়ে বলে সে,
‘ হ্যালো মা কেমন আছো তুমি?’
মেয়ের কথা শুনে অপরপ্রান্তে কান্না ভেঁজা গলায় বলে বর্ষার মা,
‘ তোকে ছাড়া কেমনে ভালো থাকি বল। কতদিন হয়ে গেল তোকে দেখি না।’
প্রতি উওরে কি বলবে বুঝতে পারছে না বর্ষা। হঠাৎই বর্ষার তাঁর থেকে কিছুটা দূরে শুভ্রের মতো কাউকে দেখলো বলে মনে হলো। বর্ষা বেশ কৌতূহলী এগিয়ে গেল সামনে। সত্যি সত্যি শুভ্রকে দেখে বেশ অবাক হয়ে পিছু নেয় তাঁর। শুভ্র হসপিটালে কি করছে?’
কেভিন নাম্বার ৪১২ তে হাতে কিছু খাবারের প্যাকেট নিয়ে ঢুকে পড়ে শুভ্র। শুভ্রের কাজে বর্ষাও মাকে ‘পড়ে কথা বলবে’ এমনটা বলে ফোনটা কেটে এগিয়ে যায় সামনে। তারপর যা দেখলো তাতে তাঁর পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। কারন শুভ্র একটা মেয়েকে নিচ হাতে খাইয়ে দিচ্ছে। বর্ষা মেয়েটাকে চেনে না এর আগে দেখে নি। এর আগে যখন শুভ্রের বন্ধুরা এসেছিল তখন এই মেয়েটাকে দেখে নি। তাহলে এই মেয়েটা কে? শুভ্র তাহলে অফিসের নাম করে মিথ্যে বলে এখানে এসেছে কিন্তু কেন?’ হুট করেই মেয়েটা জড়িয়ে ধরলো শুভ্রকে শুভ্রও তেমন কিছু না বলে মাথায় হাত বুলিয়ে দিল মেয়েটির।’
এদিকে শুভ্রদের এমন কান্ড দেখে বুকের মাঝে ছ্যাত করে উঠলো বর্ষার। চোখের কোনায় এসে ভর করেছে নোনা পানি। তাহলে কি শুভ্র এই কারনেই বিয়ে করতে চাইছিল না তাঁকে। কিন্তু আর ভাবলো না বর্ষা মাথা ভনভন করছে তাঁর সবকিছু যেন শুন্য মনে হচ্ছে তাঁর। তাহলে সে যেটার ভয় পেয়েছিল তাই হলো। এমন সময় সেখানে উপস্থিত হলো তিয়ান। বর্ষাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো সে,
‘ বর্ষা ভাবি আপনি ওখানে কি করছেন?’
সাথে সাথে চমকে উঠলো বর্ষা। দরজার দিয়ে ভিতরে একপলক তাকালো সে। এদিকে হুট করেই তিয়ানের গলা সাথে বর্ষার নাম শুনে চমকে উঠলো শুভ্র। তক্ষৎনাত সামনের মেয়েটিকে নিজের থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সে। দরজা খুলে সত্যি সত্যি বর্ষা আর তিয়ানকে দেখে অবাক হয়ে বললো সে,
‘ বর্ষা?’
সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তাকালো বর্ষা। চোখ ছলছল করছে তাঁর। তিয়ান শুভ্রকে দেখে বেশ অবাক হয়ে বললো,
‘ তুই এখানে?’
‘ না মানে,
শুভ্র আর কিছু বলার আগেই বর্ষা বলে উঠল,
‘ কিছু বলতে হবে না আপনায়।’
এতটুকু বলে তিয়ানকে উদ্দেশ্য করে বললো বর্ষা,
‘ আমায় একটু বাড়ি নিয়ে যাবেন তিয়ান আমার শরীরটা ভালো লাগছে না।’
‘ কিন্তু বর্ষা?” (তিয়ান)
‘ কোনো কিন্তু নয় আর আপনি না পারলে আমি একাই চলে যাচ্ছি।’
বলেই আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো বর্ষা। বর্ষার হাতে পায়ের অবস্থা দেখে বললো শুভ্র,
‘ কি হয়েছে ওর?’
‘ আর বলিস না রাস্তায় একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে এক্সিডেন্ট করেছে ও ভাগ্যিস আমি তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তোকে তো কতবার ফোন করলাম তুই তো ধরলি না।’
প্রতি উওরে শুভ্র কিছু বলবে তাঁর আগেই বর্ষা বলে উঠল,
‘ আপনি আমায় নিয়ে যাবেন তিয়ান নাকি আমি একাই চলে যাবো।’
শুভ্র বুঝতে পেরেছে বর্ষা তাঁকে আর নীলিমাকে দেখে ফেলেছে। অতঃপর শুভ্রকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল তিয়ান আর বর্ষা। আর শুভ্র নির্বিকার হয়ে বর্ষার যাওয়ার পানে তাকিয়ে থেকে বললো,
‘ তুমি আমায় ভুল বুঝলে বর্ষা?’
______
নির্ঘুম রাতে হিয়াদের বাড়ি থেকে কয়েক কদম দূরে গাড়িতে বসে ছিল নির্মল। এমন সময় হুট করেই কোথা থেকে হিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরলো তাঁকে। আকস্মিক হিয়ার এমন কান্ডে চোখ বড় বড় হয়ে যায় নির্মলের। তক্ষৎনাত অবাক হয়েই বলে সে,
‘ কি হলো তোমার?’
#চলবে…..
[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ। আর গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে]
#TanjiL_Mim♥️